বরফের চাদরে আগাগোড়া মোড়া জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, অনির্বচনীয়, অনিন্দ্যসুন্দর। ভ্রমনরসিক মানুষজনের জন্য তথ্যসমৃদ্ধ এই ভিডিওটি নিঃসন্দেহে ভালো। বহু মানুষের কাজে লাগবে এটি - আশা রাখি।
খুবই সুন্দর দৃশ্য। বরফের রাজ্যে ঘুরে আসা গেল ঘরে বসেই। মানুষের সময়ের দাম আর বেড়ানোর আগ্রহ দুটোর মধ্যে বেশ সামঞ্জস্য রেখে নির্মান করা হয়েছে বোঝা যাচ্ছে। ট্রাভেল ভিডিও এমনই হওয়া উচিত। অযথা খাওয়া দাওয়া, নিজের মুখ আর গাছের পাতা নড়া দেখিয়ে মানুষকে বোর করা নেই। খুব প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে তুলে ধরায় যারা যেতে চান তাদের কাজে লাগবে। সব মিলিয়ে বেশ উপভোগ্য লাগলো।
অসংখ্য ধন্যবাদ। এমন কমেন্ট পেলে ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায়৷ চেষ্টা তো করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে জায়গাগুলোকে তথ্য সহ যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরার। দর্শকদের ভালো লাগলে তবেই পরিশ্রম সার্থক হয়। 🥰
darun sundar dekhlam...latop er boro screen e aro bhalo lagchilo landscape gulo...nikhut videography...amar toh ajo baraf dekha holo na..mane touch kora...apni toh ritimoto snow niye khele elen...aapnar feelings ta bojhar chesta korchi..khub well presented episode
ধন্যবাদ। ডিসেম্বরের ওই সময় জিরো পয়েন্টে বরফ পড়া শুরু হয়। বরফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পরিমানে পাবেন না বলে মনে হয়। আমি এখন DJI Osmo Pocket ক্যামেরা ব্যবহার করি।
বরফের চাদরে আগাগোড়া মোড়া জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, অনির্বচনীয়, অনিন্দ্যসুন্দর। ভ্রমনরসিক মানুষজনের জন্য তথ্যসমৃদ্ধ এই ভিডিওটি নিঃসন্দেহে ভালো। বহু মানুষের কাজে লাগবে এটি - আশা রাখি।
অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম। 🥰❤️
বাঃ দারুন উপভোগ্য, বারবার দেখলেও মনের আশ মেটে না। আবার যাচ্ছি তবে তোমার এই দৃশ্য দেখার সৌভগ্য হবে না। দারুন সব দৃশ্য।
অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম।🥰 🙏
অপূর্ব, কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য,, বরফের রাজ্যে ঘুরে এলাম,দারুন দারুন, খুব ভালো লাগলো ভিডিও টা, অনেক অজানা তথ্য জানতে পারলাম
অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম। সঙ্গে থাকুন। 🥰
খুবই সুন্দর দৃশ্য। বরফের রাজ্যে ঘুরে আসা গেল ঘরে বসেই। মানুষের সময়ের দাম আর বেড়ানোর আগ্রহ দুটোর মধ্যে বেশ সামঞ্জস্য রেখে নির্মান করা হয়েছে বোঝা যাচ্ছে। ট্রাভেল ভিডিও এমনই হওয়া উচিত। অযথা খাওয়া দাওয়া, নিজের মুখ আর গাছের পাতা নড়া দেখিয়ে মানুষকে বোর করা নেই। খুব প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে তুলে ধরায় যারা যেতে চান তাদের কাজে লাগবে। সব মিলিয়ে বেশ উপভোগ্য লাগলো।
অসংখ্য ধন্যবাদ। এমন কমেন্ট পেলে ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায়৷ চেষ্টা তো করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে জায়গাগুলোকে তথ্য সহ যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরার। দর্শকদের ভালো লাগলে তবেই পরিশ্রম সার্থক হয়। 🥰
Khub sundar
অসংখ্য ধন্যবাদ। 🥰❤️
Very nice and informative video . Keep going on uncle . ❤
Thanks.🥰
Darun❤
হ্যাঁ, দুর্দান্ত অভিজ্ঞতা! 🥰❤️
darun sundar dekhlam...latop er boro screen e aro bhalo lagchilo landscape gulo...nikhut videography...amar toh ajo baraf dekha holo na..mane touch kora...apni toh ritimoto snow niye khele elen...aapnar feelings ta bojhar chesta korchi..khub well presented episode
অসংখ্য ধন্যবাদ। স্নো নিয়ে আমি আগেও খেলেছি। রোটাং পাসে। তবে স্নো ফল এই প্রথম। আপনি আগামী এপ্রিলে যান। ঘুরে আসুন।🥰❤️
প্রিমিয়ার শো দেখে উঠতে পারিনি। এখন দেখলাম। পর্বটা দারুন লাগলো। এত বরফ! দারুন।
ধন্যবাদ। হ্যাঁ, বুঝেছি, ব্যস্ত হয়ে পড়েছিলেন। এত বরফ পাব সে তো আমিও ভাবিনি! আপনি আগামী এপ্রিলে এ দিকটা ঘুরে আসতে পারেন। দারুণ এনজয় করতে পারবেন।।🥰
@@amitavabhattacharjee06 যাবো। মেয়ে আর একটু বড় হোক। 2-1 বছর যাক।
awesome sir
Thanks🥰
খুবই আনন্দ পেলাম ।
অসংখ্য ধন্যবাদ অমলদা। উৎসাহিত হলাম। সঙ্গে থাকুন। 🥰❤️
দাদা, ডিসেম্বর 20 তারিখে জিরো পয়েন্টে বরফ পাবো কি। আর আপনি কি ক্যামেরা ব্যবহার করেন জানাবেন। খুব সুন্দর উপস্থাপনা।
ধন্যবাদ। ডিসেম্বরের ওই সময় জিরো পয়েন্টে বরফ পড়া শুরু হয়। বরফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পরিমানে পাবেন না বলে মনে হয়। আমি এখন DJI Osmo Pocket ক্যামেরা ব্যবহার করি।
Kon month e gechilen ??
এপ্রিল