দুস্টু কুকিলের মত গানে এত View আর এই masterpiece গানে সুধু 1.8 million? আসলেই মানুষের গানের প্রতি রুচির সমস্যা আছে! তবে যে 1.8 মিলিয়ন মানুষ এই গানটি সুনেছে তাদের প্রতি সন্মান জানাই ❤️🩹
3 April 2024 সাক্ষী গানের সাক্ষী থেকে গেলাম। 🖤 আলাদা অনুভূতি একটা গান বেঁচে থাক এই গান সারাজীবন থাক মানুষদের মাঝে। আজ থেকে অনেক অনেক বছর পর যারা এই গানটি শুনবেন তাদের রুচিকে আমি শ্রদ্ধা জানাই। আর ইথার ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর গান আমাদের উপহার দাওয়ার জন্য। ভালোবাসা নিবেন 🙂🖤
কত তারা ঝরে যায় কে রাখে কার খবর এই অদ্ভুত পৃথিবী কেউ কারোর নয় কত রক্তে কী মিশে যায় কী সেই নির্মম আঘাতে থাকে দেয়ালের ওপাশে বন্দি নাই, কোনো সাক্ষী নাই Ganti shotti e oshadharon Ashole valabasa sobar jibon ek bar hoile o dorkar Hoito kisu somoi er binimoy e onek boro lesson er jonno hoile o dorkar Valo thakuk sobar prio manus gula Amader shate thaka mendatory nah valo thaka tai mendetory ❤❤
এই গানটির ভাবমূর্তি অত্যন্ত জীবন্ত এবং অনুভূতি ভরপুর। গানের শিরোনাম "চেয়ে দেখ বন্ধু, তুমি একা নও" নিয়ে আছে একটি বেদনাময় ভাবনা যেখানে প্রেমের অভিজ্ঞতা একে অপরের অস্তিত্বের প্রশ্নের সামনে অবস্থান করে। গানের কথায় প্রকাশ পাওয়া যায় একটি অনুভূতি যে প্রেমের অপেক্ষায় অবস্থানটি ব্যাপারে অস্বাভাবিক এবং অত্যন্ত কঠিন। এটি একটি মনোহর গান যেখানে ব্যক্তিগত অনুভূতির মাঝে ভাবনাময় সম্পর্কের গভীরতা অনুভব করা যায়। সঙ্গীতও এই ভাবনা প্রকাশে মূলত সাহায্য করে, যা একটি স্বপ্নের মতো এবং মনোহারী সাদা-সবুজ দৃশ্যমালার মতো মন আবার চেনে বেশী উত্তেজিত হয়ে উঠে।
স্মৃতি শুধু ব্রেইনেই থাকেনা, বুকেউ থাকে। আমরা স্মৃতিগুলো বুকে চাপা দিয়ে এই গানগুলো শুনি, এই গানগুলো আমাদের বুঝতে শেখায় কিভাবে স্মৃতিগুলো চেপে রেখে জীবনে এগিয়ে যেতে হয়।
একটা বছর আগেও আমরা ১৪ জন বন্ধু ছিলাম । যারা বেশি আপন ছিল তাঁরা বিদেশ চলে যাওয়ার পর বাকিরা আমাকে একা রেখে নিজেদের আলাদা গ্রুপ তৈরি করে নিয়েছে 😅 একা একা দিন কাঁটায় আর এই গান আমার সঙ্গী ❤ জীবনে একবার ও প্রেম করিনি , কোনো মেয়ের জন্য কোনোদিন কাঁদতেও হয়নি কিন্তু গত একটা বছর ধরে বন্ধুদের জন্য হাজার বার কাঁদতে হয়েছে । মিস করি 💔
এই পৃথিবীতে থেকে চলে যাব নিশ্চিত তবে এখানে কমেন্ট সাক্ষী রেখে গেলাম। যাদের আপন ভেবেছিলাম দূর দিনে কাউকে সাক্ষী হিসেবে কাছে পাই নাই। 😢😢😢 তবুও জেগে উঠেছি আপন উচ্ছ্বাসে ❤❤
এখন ভোর ৪:১৩, রাত ১০ টা থেকে HIGHWAY এর ১১ টা গান বার বার শুনছি। ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই মায়াবতীর মুখ আর তার সাথে কাটানো মুহুর্ত গুলো স্মৃতির দরজায় কড়া নাড়ছে। একা একা ই হাসছি আর চোখের কোন ভিজে যাচ্ছে। মস্তিষ্কের স্নায়ুকোষে বিদ্যুৎ খেলে যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, একটু ঘুম কোথায় পাবো।💢❤️🩹
পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই। প্রাথনা করি তুমিও জেনো তাই হও। এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন। রিদয়ে, ফুসফুসে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিও। পরেরবার সাংসারিক, বুন্ধুসুলভ হবো নীলতিমির মত। অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে। তোমার খুব কাছাকাছি থাকবো।তারপর তুমি একদিন হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে সেচ্ছায় মৃত্যুবরন করবো। তখন আর আমাকে স্বাথপর বলার সুযোগ থাকবেনা,,,!😔😔
আমি ‘স্রোতোস্বিনী’ নদীর তীরে আমার মৃত্যুর ‘সাক্ষী’ হিসেবে চাঁদকে রেখে যাচ্ছি। কুয়াশা ঝড়া রোদে দেখো আমি আজো তোমার হয়েই আছি। জোৎস্নার আলোতে নিজেকে মিলিয়ে দিও, চাঁদের বিচ্ছুরিত জোৎস্নার কণায় আমি সাক্ষী হিসেবে তোমাতে জড়িয়ে থাকবো।
ভাই, এই ফেমিনিস্টদের দুনিয়ায় পুরুষরা আজ সত্যিই নির্যাতিত। জব নাই, বেকারত্ব, বিচ্ছেদ, পরিবারের চাপ... পুরুষ মানে জীবন্ত লাশ.. আমাদের সবার অবস্থায় এক ভাই। হতাশ হয়েন না। চেয়ে দেখেন আপনি একা নন। এটাই জীবন। -- পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আপনার এই ভাইয়ের ভালোবাসা নিয়েন
দেহ আছে দেহের ভিতর প্রাণ ও আছে । বেঁচেও মরার মতো বেঁচে আছি। সবাই দেহ দেখে বিচার করে ভিতরের ক্ষত বিক্ষত কেও দেখে না। একা নই তবে, কাঁদে হাত রেখে বলার কেও নেই আজ।
এই গানের সবচেয়ে বেশি ভিউ মনে হয় আমার থেকে। প্রতিদিনই শুনি ইউটিউব থেকে।কি অসাধারণ হারিয়ে যাওয়ার মতো লিরিক ও কম্পোজিশন করেছে ওরা। বেচে থাকুক ওরা হাইওয়ে আমাদের মাঝে। ৩০-০৭-২০২৩
ডিপ্রেশনের চুড়ান্ত পর্যায়ে গিয়ে হঠাৎ গানটা শুনেছিলাম, হয়তো সেদিন সুইসাইড করেই ফেলতাম বাচার কোননো ইচ্ছাই ছিলো না। কিন্তু আলহামদুলিল্লাহ গানটা শোনার পর সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। 🖤🙏🏻 আজীবন কৃতজ্ঞ থাকবো গানটার প্রতি যেটা শুনে আমি বেঁচে থাকার উৎস খুজে পাই।
যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছা করে জানি না এই গানের মধ্যে কি আছে। নতুন প্রযন্ম জেমস, বাচ্চু স্যারকে চিনবে না। আমি চাই যেন তাদের মতোই একজন হয়ে উঠেন,, শুভকামনা রইলো
Etai Bengali,,, baccu vai jamse er sate kauke tulona korbena,, Era gaan kore nijer jonno valobasar jonno,, Ora gaan kore amar tomader sobar jiboner jonno, clear,
আমার ১০ বছরের বন্ধুত্ব তোদের সাথে.. এর মাঝে অনেক মনোমালিন্য হয়েছে তবু ও এখন একসাথে আছি হয়তো আর ৩ মাস পর ৪ জন চার জায়গায় থাকবো বয়স কুড়ি তে আসতে না আসতেই সব মুহূর্ত হারিয়ে যাচ্ছে হাজার চেষ্টার পর ও সে মুহূর্তগুলো গুলো খুঁজে পাচ্ছি না হয়তো সামনের সময় গুলো তে তোদের পাবো না কিন্তু তখন ও ফিরোজা আর সাদা রঙের পোশাকে তোদের চিরকাল কল্পনা করে যাবো ভালোবাসি তোদের❤ আমার নিসা , জান্নাতী, সন্ধি❤ ভালো থাকিস তোরা
জীবন থেকে কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতি গুলো সারাজীবন আমাদের সাথে থেকে যায়। তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহুর্ত আমাদের সাথে থাকে, হোক সেটা ভালো বা খারাপ। সেই বিশেষ মানুষটার সাথে কাটানো কিছু সুন্দর মুহুর্ত মনে করে আজও মুখে হাসি ফুটে ওঠে আবার নিজের অজান্তেই চোখের কোনে জল চলে আসে। এটাই তো স্মৃতি, যাকে কখনো ভোলা সম্ভব না, মানুষটা হয়তো আমাদের সাথে থাকে না তবে তারা স্মৃতি হয়েই সারাজীবন আমাদের সাথে থেকে যায়!!
জীবনের অনেক অভিজ্ঞার শিকার হয়েছি যা কেউ জানে না, বলতেও পারি না। নিজেই নিজের সাক্ষী 😅 সৃষ্টিকর্তা হয়ত এর জন্যই মানুষের পাখা দেয় নাই, পাখা থাকলে হয়ত মানুষ অনেক দূরে উড়ে চলে যেত, নয়ত অনেক উঁচুতে গিয়ে পাখা ঝাপটানো বন্ধ করে দিত।
আমার ছোট্ট জীবনে সব থেকে বেশিবার শোনা গান এটা কোন কারণ ছাড়াই শুনতে ভালো লাগে হটাৎ করেই অন্য সব ব্যান্ড থেকে হাইওয়ের প্রতি বেশি ভাললাগা কাজ করে Favourite Band Underrated band Unique Band big fan of Aether bhai & Highway❤
রাত ২ টা। রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আকাশে পূর্ণ চাঁদ।। জানালা খোলা চারদিকের হালকা কুয়াশার চাদর, কানে হেডফোন সাথে এই মাষ্টার পিচ ( ) গান, এক অন্যরকম অনুভূতি। এই কিছু কিছু অনূভুতির কথা শেয়ার করা যায়, কিন্তু বোঝানো যায় না।। জীবন সংহ্মিপ্ত, অনেক কিছু দেখেছি জেনেছি, বাস্তবতার সম্মুখীন হয়েছি, তবুও জীবন থেমে নেই....জীবনের গতির মতো এই গানগুলো অনন্তকাল মাস্টারপিচ রয়ে যাবে
আমি 'স্রোতোস্বিনী' নদীর তীরে আমার মৃত্যুর 'সাক্ষী' হিসেবে চাঁদকে রেখে যাচ্ছি। কুয়াশা ঝড়া রোদে দেখো আমি আজো তোমার হয়েই আছি। জোৎস্নার আলোতে নিজেকে মিলিয়ে দিও, চাঁদের বিচ্ছুরিত জোৎস্নার কণায় আমি সাক্ষী হিসেবে তোমাতে জড়িয়ে থাকবো 💔🥀. 20.12.2023
জেনেছি, চলে গিয়েছো চলে যেতে দেখিনি, শুধু জেনে গেছি, তুমি আর নেই আমার কিংবা আমার শহরে কোথাও তুমি নেই, নেই তুমি সেই বামপাশের সোফায় তাহলে আছো কোথায়? কবিতার অতীতে, লাইনের অগ্রভাগে অথবা শেষে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসবো প্রিয় গানটা সাক্ষী ♥️🌸
'চেয়ে দেখো বন্ধু..,তুমি একা নও!' এই লাইনটার জন্যেই গানটা এত ভাল্লাগে💙
আমার কাছে পার্সোনালি সব গুলো লিরিকই ভাল্লাগে
Usss
Right
Same to you
রাইট
তোরা "সাক্ষী" আমি "ভিলেন" ছিলাম তাই "সাদা কালো" এই পৃথিবী থেকে "যদি সরে যাই" "বিদায়" বেলায় "মায়াবী রাতে" "ছেঁড়া পাতা" যুক্ত "সাদা গোলাপের" মালা গলায় পড়িয়ে দিছ।
ভালোবাসি ইথার ভাই .
❤
❤❤
তোরা "সাক্ষী " আমি "ভিলেন ছিলাম তাই " সাদা কালো" এই পৃথিবী থেকে " যদি সরে যাই " "বিদায় " বেলায় "মায়াবী রাতে" " ছেঁড়া পাতা " যক্ত " সাদা গোলাপের " মালা লগায় পড়িয়ে দিছ৷
( প্রিয় ইথার ভাই ).
আত্মহত্যা মহাপাপ বলেই আজ এই দুনিয়ার সবার চোখের আড়ালে অনেক জীবন্ত লাশ ঘুরে বেড়াচ্ছে 😅❤️🩹🥀
😄💔💔😔🫠
হুম যেমন আমি😰
🖤🖤💔💔🖤🖤
Appreciate
❤😊
স্মৃতি রেখে গেলাম, হয়তো বছর কুড়ি পরে এসেও খুঁজবো।
প্রিয় ইথার ভাই 💜
যারা এই গানটি সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি❤
❤
My painkiller ❤
Exam a fail koira ei gan sunte asci😅
@@adittoasif7934ete mon kharap koiro na bhalo kisui hobe jani somaj tmr parents er behaviour tmake ksto dibe but dhorjo dhoro next e bhalo hobe
🖤
From now, Song "Shakkhi" is available again in our official channel!
need Mayabi Raat
Take love from ,,, Ideal College,,
Ami oyon the villain...
Thank you........vai❤😊
এই ইতিহাসে আমরা সাক্ষী হয়ে থাকবো🖤🤝
🥰🤤🤤🥰🥰🤤😔🥰🤤😻🥹🥰🥰🥰🥰🥰🥰😂🥰😂🥰😂🥰🥰🥰😻😻😻😊
প্রেমে পড়লে মানুষ গান শুনতে শেখে, আর বিচ্ছেদের পর গানের অর্থ বুঝতে শেখে😊
সদা সত্য কথা 😊😊
সত্য কথা বলার জন্য ধন্যবাদ🎉
বোধহয়,,,
ভাই কিছু কিছু মানুষ প্রেম করেও আবার গানের অর্থ বুঝতে শিখে। দুটানায় পরে গেলে তখন এমনিতেই ভেঙ্গে পরে পরিবার আর ভালোবাসা দুটোকেই পেতে চাইলে মরতে হবেই 😅🥀🥀
ভাই মনের কথা বলেছেন 😅
দুস্টু কুকিলের মত গানে এত View আর এই masterpiece গানে সুধু 1.8 million? আসলেই মানুষের গানের প্রতি রুচির সমস্যা আছে! তবে যে 1.8 মিলিয়ন মানুষ এই গানটি সুনেছে তাদের প্রতি সন্মান জানাই ❤️🩹
এই গানের কথা গুলো সবার বুঝার ক্ষমতা নেই।
Dada🖤
ai gan jodi sobai bujto thle ai silpi rai pritibi kapiye berato
সব গান ভাইরা হতে নেই, কিছু কিছু গান আন্ডাররেটেড থাকাই ভালো😊
Thanks dada 🖤❤️🩹
বিচ্ছেদ এর যন্ত্রণা এতো কষ্টদায়ক বলেই আল্লাহ প্রেমকে হারাম করেছে 🙂
No offence but 😧😦😦🙁
হয়তো
সে হিসাব করলে তোহ অনেকের জন্মটাই যন্ত্রণার
তাইলে তাদের দুনিয়ায় কিল্লাই পাঠাইছে?
😓✅
😶🌫😶🌫@@parvej1
এই গান গুলো হয়তো ইউটিউব এ Trending এ থাকে না কিন্তু কিছু মানুষের হৃদয়ে থাকে ❤
:V waw..koto Abeg
আর তোমার মতো কিছু বোক্চোদ এই সব গানের কমেন্টে থাকে 😂
@@SiriusA98😂😂 ora gan sunte noy abeg vora comment kortei ase
@@suvojitcreation6695 r8
Overrated kono kicu evlo lage nai tai underated thakai vlo😊
আসলেই আমি একা নই কমেন্ট বক্সে ঢুকলেই বুঝতে পারি এখানে আমার মতো আরো হাজারো মানুষ রয়েছে 🤝🖤
🖤🥀🌸
চেয়ে দেখো বন্ধু তুমি একা নও
ji
এই গান গুলো হয়তো ইউটিউব এ Trending এ থাকে না কিন্তু কিছু মানুষের হৃদয়ে থাকে ❤
😊
Ekdom bhai❤
3 April 2024
সাক্ষী গানের সাক্ষী থেকে গেলাম। 🖤
আলাদা অনুভূতি একটা গান বেঁচে থাক এই গান সারাজীবন থাক মানুষদের মাঝে। আজ থেকে অনেক অনেক বছর পর যারা এই গানটি শুনবেন তাদের রুচিকে আমি শ্রদ্ধা জানাই। আর ইথার ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর গান আমাদের উপহার দাওয়ার জন্য। ভালোবাসা নিবেন 🙂🖤
কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর
এই অদ্ভুত পৃথিবী
কেউ কারোর নয়
কত রক্তে কী মিশে যায়
কী সেই নির্মম আঘাতে
থাকে দেয়ালের ওপাশে বন্দি
নাই, কোনো সাক্ষী নাই
Ganti shotti e oshadharon
Ashole valabasa sobar jibon ek bar hoile o dorkar
Hoito kisu somoi er binimoy e onek boro lesson er jonno hoile o dorkar
Valo thakuk sobar prio manus gula
Amader shate thaka mendatory nah valo thaka tai mendetory ❤❤
ঘোরগাড়ি টানে আমি হাইওয়ে সব গানকে সাক্ষী রেখেছি😇
ভালোবাসা নিবেন হাইওয়ে ব্যান্ড🖤
আমিও
ছায়া মাস্টারপিস 🔥
Ghorgari bedt
Dada 💗
এই গানটির ভাবমূর্তি অত্যন্ত জীবন্ত এবং অনুভূতি ভরপুর। গানের শিরোনাম "চেয়ে দেখ বন্ধু, তুমি একা নও" নিয়ে আছে একটি বেদনাময় ভাবনা যেখানে প্রেমের অভিজ্ঞতা একে অপরের অস্তিত্বের প্রশ্নের সামনে অবস্থান করে। গানের কথায় প্রকাশ পাওয়া যায় একটি অনুভূতি যে প্রেমের অপেক্ষায় অবস্থানটি ব্যাপারে অস্বাভাবিক এবং অত্যন্ত কঠিন। এটি একটি মনোহর গান যেখানে ব্যক্তিগত অনুভূতির মাঝে ভাবনাময় সম্পর্কের গভীরতা অনুভব করা যায়। সঙ্গীতও এই ভাবনা প্রকাশে মূলত সাহায্য করে, যা একটি স্বপ্নের মতো এবং মনোহারী সাদা-সবুজ দৃশ্যমালার মতো মন আবার চেনে বেশী উত্তেজিত হয়ে উঠে।
"এই অদ্ভুত পৃথিবীর কেউ কারো নয়"
khub touchy lyric
বিচ্ছেদ এর যন্ত্রণা এতো কষ্টদায়ক বলেই আল্লাহ প্রেমকে হারাম করছে।😊
প্রেমকে কখনোই হারাম করেনি, বরং বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে। আবেগে হুদাই আজাইরা কথা বইলেন না।
মনের বসনা কখনো মিললো না৷ তৃপ্তির স্বাদ আমার বরাবরই অজানা
মস্তিষ্ক খেয়ে যাচ্ছে শোক
অভিনয়ে আমি বেশ ভদ্রলোক
স্মৃতি শুধু ব্রেইনেই থাকেনা, বুকেউ থাকে। আমরা স্মৃতিগুলো বুকে চাপা দিয়ে এই গানগুলো শুনি, এই গানগুলো আমাদের বুঝতে শেখায় কিভাবে স্মৃতিগুলো চেপে রেখে জীবনে এগিয়ে যেতে হয়।
ভালোবাসা জদি পূর্ণতা পেতো তাহলে এইসব গানের কোনো দিন জন্মই হতো না 😌❤️
অল্প কিছুদিন আগের স্বৃতিগুলা এখন অনেক বেশি ভাবায় 😊কতোই না মধুর সম্পর্ক ছিল আমাদের। 😅
( এই অদ্ভুদ পৃথিবী, কেউ কারো নয়)
চেয়ে দেখো বন্ধু তুমি একা নও,
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও,
আহ কি অসাধারণ প্রতি টা লাইন, হৃদয় নিংড়ায় শান্তি অপরিসীম, খবর আছে দুঃখের ,
ভালোবাসা নিবেন "সাক্ষী -হাইওয়ে"❤🎉
হাই 🎉
সৃতি রেখে গেলাম, হয়তো বছর কুড়ি পরে এসেও খুজবো। প্রিয় ইথার ভাই❤️🩹
😢😅
যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই হোক!❤️
বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি ! ❤🩹
একটা বছর আগেও আমরা ১৪ জন বন্ধু ছিলাম ।
যারা বেশি আপন ছিল তাঁরা বিদেশ চলে যাওয়ার পর বাকিরা আমাকে একা রেখে নিজেদের আলাদা গ্রুপ তৈরি করে নিয়েছে 😅
একা একা দিন কাঁটায় আর এই গান আমার সঙ্গী ❤
জীবনে একবার ও প্রেম করিনি , কোনো মেয়ের জন্য কোনোদিন কাঁদতেও হয়নি
কিন্তু গত একটা বছর ধরে বন্ধুদের জন্য হাজার বার কাঁদতে হয়েছে ।
মিস করি 💔
@@Lucifer-10nsame vai😢💔😓
@@Lucifer-10nজীবনে কখনো প্রেম করিনি কিন্তু ২-১ টা মেয়ের জন্য কেঁদেছি 🥲 কান্না গুলো সকল কান্নার চেয়ে ভিন্ন, বুক খালি হয়েগিয়েছিলো মনে হয়।
এই পৃথিবীতে থেকে চলে যাব নিশ্চিত তবে এখানে কমেন্ট সাক্ষী রেখে গেলাম। যাদের আপন ভেবেছিলাম দূর দিনে কাউকে সাক্ষী হিসেবে কাছে পাই নাই। 😢😢😢
তবুও জেগে উঠেছি আপন উচ্ছ্বাসে ❤❤
এখন ভোর ৪:১৩, রাত ১০ টা থেকে HIGHWAY এর ১১ টা গান বার বার শুনছি। ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই মায়াবতীর মুখ আর তার সাথে কাটানো মুহুর্ত গুলো স্মৃতির দরজায় কড়া নাড়ছে। একা একা ই হাসছি আর চোখের কোন ভিজে যাচ্ছে। মস্তিষ্কের স্নায়ুকোষে বিদ্যুৎ খেলে যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, একটু ঘুম কোথায় পাবো।💢❤️🩹
vai ghum ki asche?
@@abuhanif6039 ঘুম 😅,, এই ঈদে হাজার বিয়ের ভিড়ে তার ও 😅😅😅
ভালো থাকবেন
নাই কোনো সাক্ষী নাই, ভালোবাসায় 😔
Highway প্রতিটা গান অনেক ভালো লাগে ❤️❤️❤️
আমার ছেলের জন্য কমেন্ট রেখে গেলাম।Thank you Highway ❤
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি 🥰🥰🥰
পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই। প্রাথনা করি তুমিও জেনো তাই হও। এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন। রিদয়ে, ফুসফুসে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিও। পরেরবার সাংসারিক, বুন্ধুসুলভ হবো নীলতিমির মত। অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে। তোমার খুব কাছাকাছি থাকবো।তারপর তুমি একদিন হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে সেচ্ছায় মৃত্যুবরন করবো। তখন আর আমাকে স্বাথপর বলার সুযোগ থাকবেনা,,,!😔😔
বিদায় এর পর সাক্ষী। এক একটা গান এক একটা অনুভূতি। এক একটা জীবনের গল্প। ধন্যবাদ হাইওয়ে
তেমন কিছু না গানটা সর্বপ্রথম শুনছি ২০২৪/০২/১৯ তারিখে আর আজকে ২২ তারিখ, আর এখন পর্যন্ত শুনচ্ছি মোট ১৬ বার আর আর শুনবো ❤
ধন্যবাদ প্রিয় ব্যান্ড ❤🌸
এইসব মন খারাপের রাতে এক টুকরো অনুপ্রেরণা হয়ে থাকার জন্য!
যে অপূর্ণতার জন্য'ই এসকল গানের সৃষ্টি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই🥀🌸
❤❤❤
যাদের মিউজিক টেস্ট অন্য লেভেলের তারাই এই গান গুলো অর্থ বুঝে।❤
গত কাল এই গানটা লাইভ শুনলাম তারপরও মন ভরে নাই তাই আবার শুনতে আসলাম।
আসলেই Highway একটি আধ্যাত্মিক ব্যান্ড আমার মতে।❤
Masterpiece যতবারই শুনি হৃদয়ে দাগ কেটে যায়, শরীর শিউরে উঠে।
আমি ‘স্রোতোস্বিনী’ নদীর তীরে আমার মৃত্যুর ‘সাক্ষী’ হিসেবে চাঁদকে রেখে যাচ্ছি। কুয়াশা ঝড়া রোদে দেখো আমি আজো তোমার হয়েই আছি। জোৎস্নার আলোতে নিজেকে মিলিয়ে দিও, চাঁদের বিচ্ছুরিত জোৎস্নার কণায় আমি সাক্ষী হিসেবে তোমাতে জড়িয়ে থাকবো।
অসাধারণ ভাই 😢
এই ইতিহাসে আমরা সাক্ষী হয়ে থাকবো🖤🤝
Shakkhi ~ HIGHWAY
Aether 🖤🤝
Dada 😮
@@ibrahimro6350 yao brother 🥲🖤
Tuhin vai nki👀
@@noman99.9 hae vai🖤💫
Vai nki 🖤🌸
Sometimes we can’t move on……some memories always live in our eyes.
হয়তো যেদিন দিন চোখ বন্ধ..... সেদিন স্রৃতিগুলো চিরতরে অন্ধ! 😊
আমিও সাক্ষি রেখে গেলাম।পরবর্তী প্রজন্ম আমাকে মনে রাইখো।ধন্যবাদ হাইওয়ে ব্যান্ড❤❤
গানটি চার বন্ধু গলা জরিয়ে ধরে গেয়েছিলাম মাতুয়াইল বহুমুখী হাই স্কুলে হাইওয়ের কনসার্টে 💜
আত্মহত্যা মহাপাপ বোলেই আজ এই দুনিয়ার সবার চোখের আড়ালে কিছু জীবন্ত লাশ ঘুরে চলছে🥀💔
সাক্ষী আগামী ৬০ বছর পর ও আমার favourite থাকবে ❤❤❤
ভাই, এই ফেমিনিস্টদের দুনিয়ায় পুরুষরা আজ সত্যিই নির্যাতিত। জব নাই, বেকারত্ব, বিচ্ছেদ, পরিবারের চাপ...
পুরুষ মানে জীবন্ত লাশ..
আমাদের সবার অবস্থায় এক ভাই। হতাশ হয়েন না। চেয়ে দেখেন আপনি একা নন। এটাই জীবন।
-- পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আপনার এই ভাইয়ের ভালোবাসা নিয়েন
Apnio Valobasa Niyen Bahi 💙
দেহ আছে দেহের ভিতর প্রাণ ও আছে ।
বেঁচেও মরার মতো বেঁচে আছি।
সবাই দেহ দেখে বিচার করে ভিতরের ক্ষত বিক্ষত কেও দেখে না।
একা নই তবে,
কাঁদে হাত রেখে বলার কেও নেই আজ।
এ অদ্ভত পৃথিবী, কেও কারো নয়।🥲😊
Shakkhi> HIGHWAY🖤🌸
Love You Aether vai💘
বিচ্ছেদ সবসময় হৃদয়ভঙ্গ, নৈরাশা ও নিরানন্দতায় রূপ নেয় 😔
ভালোবাসা অবিরাম - হাইওয়ে ব্যন্ড
এই গানের সবচেয়ে বেশি ভিউ মনে হয় আমার থেকে। প্রতিদিনই শুনি ইউটিউব থেকে।কি অসাধারণ হারিয়ে যাওয়ার মতো লিরিক ও কম্পোজিশন করেছে ওরা। বেচে থাকুক ওরা হাইওয়ে আমাদের মাঝে। ৩০-০৭-২০২৩
চেয়ে দেখো বন্ধু তুমি একা নয়,
যত সস্তা পিছুটান
ঝেড়ে ফেলে দাও 🥺💗
Valobasa Niyo HIGHWAY Band & Aether
Bahi 🤍🌼
ডিপ্রেশনের চুড়ান্ত পর্যায়ে গিয়ে হঠাৎ গানটা শুনেছিলাম, হয়তো সেদিন সুইসাইড করেই ফেলতাম বাচার কোননো ইচ্ছাই ছিলো না। কিন্তু আলহামদুলিল্লাহ গানটা শোনার পর সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। 🖤🙏🏻
আজীবন কৃতজ্ঞ থাকবো গানটার প্রতি যেটা শুনে আমি বেঁচে থাকার উৎস খুজে পাই।
যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছা করে জানি না এই গানের মধ্যে কি আছে। নতুন প্রযন্ম জেমস, বাচ্চু স্যারকে চিনবে না। আমি চাই যেন তাদের মতোই একজন হয়ে উঠেন,, শুভকামনা রইলো
Etai Bengali,,, baccu vai jamse er sate kauke tulona korbena,,
Era gaan kore nijer jonno valobasar jonno,,
Ora gaan kore amar tomader sobar jiboner jonno, clear,
সাক্ষী মানেই জীবন্ত লাশেদের অনুপ্রেরণা 🥀🥀
দক্ষিণ আফ্রিকার ছোট এক শহরে নিশুতি রাত। বুক ভরা কষ্ট আর অর্তনাদ।
আহাঃ জীবন....
হাইওয়ে❤❤❤
আমার ১০ বছরের বন্ধুত্ব তোদের সাথে..
এর মাঝে অনেক মনোমালিন্য হয়েছে
তবু ও এখন একসাথে আছি
হয়তো আর ৩ মাস পর ৪ জন চার জায়গায় থাকবো
বয়স কুড়ি তে আসতে না আসতেই সব মুহূর্ত হারিয়ে যাচ্ছে
হাজার চেষ্টার পর ও সে মুহূর্তগুলো গুলো খুঁজে পাচ্ছি
না
হয়তো সামনের সময় গুলো তে তোদের পাবো না
কিন্তু তখন ও ফিরোজা আর সাদা রঙের পোশাকে তোদের চিরকাল কল্পনা করে যাবো
ভালোবাসি তোদের❤
আমার নিসা , জান্নাতী, সন্ধি❤
ভালো থাকিস তোরা
I love you mama
চেয়ে দেখ বন্ধু, তুমি একা নও,
যত স্বস্তা পিছুটান
ঝেড়ে ফেলে দাও,
জেগে উঠ উচ্ছাসে,
আর কোন আশা নয়,
দেখো কুয়াশায় ঝড়ছে রোদ,
জানালা খুলে দাও।
এত আপন ভেবেছো যাকে
সেও নিচ্ছে না তো খবর
I feel this line 🙂
এত আপন ভেবেছো যাকে, সেও নিচ্ছে না খবর
"যত সস্তা পিচুটান ছেরে দাও" Hits Deferent.🔥💟
A song that keeps a lot of broken soul going...💙
Thank you highway💙
Forever grateful🙏😊
আজ ভালবাসা তার পূর্ণতা পায়না জন্য আমরা এতো সুন্দর গানটি ইথায় ভাইয়ের থেকে উপহার পেয়েছি। ভালবাসা সবসময় ইথার ভাই
জীবন থেকে কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতি গুলো সারাজীবন আমাদের সাথে থেকে যায়। তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহুর্ত আমাদের সাথে থাকে, হোক সেটা ভালো বা খারাপ। সেই বিশেষ মানুষটার সাথে কাটানো কিছু সুন্দর মুহুর্ত মনে করে আজও মুখে হাসি ফুটে ওঠে আবার নিজের অজান্তেই চোখের কোনে জল চলে আসে। এটাই তো স্মৃতি, যাকে কখনো ভোলা সম্ভব না, মানুষটা হয়তো আমাদের সাথে থাকে না তবে তারা স্মৃতি হয়েই সারাজীবন আমাদের সাথে থেকে যায়!!
Thik
❤
আত্মহত্যা মহাপাপ বলেই আজ এই দুনিয়ার সবার চোখের আড়ালে অনেক জীবন্ত লাশ ঘুরে বেড়াচ্ছে 😅❤🩹
This was a late night surprise for me Highway.
After losing friends, this is the only thing I have ✨
চেয়ে দেখো বন্ধু তুমি একা নও..!❤️🩹
পৃথিবীর সব দেশের মানুষ যদি বাংলা ভাষা বুঝতো তাইলে বাংলা গান সারা পৃথিবীতে রাজত্ব করতো।❤
মাত্র ব্রেক আপ করলাম শুনতে এলাম সাক্ষী গান।৩ বছরের সম্পর্ক কয়েক মিনিট শেষ ,ভালো থাকুক তার বাকি লাইফ নিয়ে ❤️ স্মৃতি হিসেবে রেখে গেলাম ❤️
চেয়ে দেখো বন্ধু তুমি একা নয় 🫂
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
জীবনের অনেক অভিজ্ঞার শিকার হয়েছি যা কেউ জানে না, বলতেও পারি না।
নিজেই নিজের সাক্ষী 😅
সৃষ্টিকর্তা হয়ত এর জন্যই মানুষের পাখা দেয় নাই, পাখা থাকলে হয়ত মানুষ অনেক দূরে উড়ে চলে যেত, নয়ত অনেক উঁচুতে গিয়ে পাখা ঝাপটানো বন্ধ করে দিত।
এই যে আপনি গানটি শুনছেন, আপনাকেই বলছি, আপনার মতো সুন্দর আর রুচিশীল মানুষ খুব কম আছে।😊
সবচেয়ে কঠিন সত্য হচ্ছে, আমরা জীবনে সফল হই বা না হই। সন্তান মানেই আমরা মায়ের গর্ব। আর আমরা এজন্য চির ঋনি
আজকে ৫ হাজার ভিউতে কমেন্ট করলাম! ❤ গানটি কোন একদিন ৫ মিলিয়ন হবে.💟 সেদিন ওহ গানটি প্রিয় হয়েই থাকবে!🖤
মানুষ যত বেশি ম্যাচুউর হয় ........ বাংলা গানের প্রতি তত বেশি আসক্ত হয়ে যায় 🙂🍁
আগামীর বাচ্চাদের জন্য স্মৃতি রেখে গেলাম❤
আমার ছোট্ট জীবনে সব থেকে বেশিবার শোনা গান এটা
কোন কারণ ছাড়াই শুনতে ভালো লাগে
হটাৎ করেই অন্য সব ব্যান্ড থেকে হাইওয়ের প্রতি বেশি ভাললাগা কাজ করে
Favourite Band
Underrated band
Unique Band
big fan of Aether bhai & Highway❤
"চেয়ে দেখো বন্ধু, তুমি একা নও" This Line ❤
কথা বলা বন্ধ হয়ে গেছে মানে বন্ধুত্ব শেষ না, আর যদি আমার অনুপস্থিতিতে আমার অভাবটা অন্য কাউকে দিয়ে পুযিয়ে নাও তাহলে বলবো সেটা কখনো বন্ধুত্ব ছিলো নাহ!😊🖤
বন্ধু কোন রক্তের সম্পর্ক নয় ।কিন্তু আবেগের টান।বেঁচে থাকুক সকল সুন্দর বন্ধুত্ত ।বার্তাটা পেলে গেলাম কেউ লাইক দিলে এসে শুনে যাব আবেগের গানটা।
রাত ২ টা। রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস
আকাশে পূর্ণ চাঁদ।। জানালা খোলা চারদিকের হালকা কুয়াশার চাদর, কানে হেডফোন সাথে এই মাষ্টার পিচ ( ) গান, এক অন্যরকম অনুভূতি। এই কিছু কিছু অনূভুতির কথা শেয়ার করা যায়, কিন্তু বোঝানো যায় না।। জীবন সংহ্মিপ্ত, অনেক কিছু দেখেছি জেনেছি, বাস্তবতার সম্মুখীন হয়েছি, তবুও জীবন থেমে নেই....জীবনের গতির মতো এই গানগুলো অনন্তকাল মাস্টারপিচ রয়ে যাবে
খারাপ সময় খারাপ বন্ধু গুলাই পাশে থাকে 🖤
অনুভূতি আর Highway এক সুতোয় গাথা
একাকিত্বের একমাত্র সাক্ষী
-অনুভূতিতে সেরা তুমি প্রিয় HIGHWAY🌸
ভালোবাসা রইলো 🥰
স্মৃতি রেখে গেলাম,হয়তো কুড়ি বছর পরে ও এ গান টা শুনতে আসবো।আজ আমার ভালোবাসার মানুষের পছন্দের গান তাই শুনতে এসেছি❤
সত্যিকারের বন্ধু হারানোর বেদনা গার্লফ্রেন্ড হারানোর থেকেও বেশি বেদনাদায়ক! 😅🫂
😅💔
এ যেন ভাবনার জগতের সেরা ভাবনা দিয়ে লেখা হয়েছে প্রতিটি কথা,,,❤❤
the sounds arrangements are amazing.......loved it..
আমি 'স্রোতোস্বিনী' নদীর তীরে আমার মৃত্যুর 'সাক্ষী' হিসেবে চাঁদকে রেখে যাচ্ছি। কুয়াশা ঝড়া রোদে দেখো আমি আজো তোমার হয়েই আছি। জোৎস্নার আলোতে নিজেকে মিলিয়ে দিও, চাঁদের বিচ্ছুরিত জোৎস্নার কণায় আমি সাক্ষী হিসেবে তোমাতে জড়িয়ে থাকবো
💔🥀.
20.12.2023
এই ইতিহাসে আমরা সাক্ষী হয়ে থাকবো❤️🩹
Album- Shakkhi❤️🩹
Highway💫
Aether Vai 💙💫
জেনেছি, চলে গিয়েছো
চলে যেতে দেখিনি,
শুধু জেনে গেছি, তুমি আর নেই
আমার কিংবা আমার শহরে
কোথাও তুমি নেই, নেই তুমি সেই বামপাশের সোফায়
তাহলে আছো কোথায়?
কবিতার অতীতে, লাইনের অগ্রভাগে অথবা শেষে।
এই ইতিহাসে আমরা সাক্ষী হয়ে থাকবো🖤🤝
Shakkhi ~ HIGHWAY
Aether 🖤🤝
"পূর্ণতা" আমার জীবনে "রূপকথা" র মতো ফিরে আসুক কিন্তু কখনোবা "সে আমারে আমার হতে দেয় না" তবুও তুমি আমার ভালোবাসার সুখ অথবা "বেদনা" র "সাক্ষী" ❤
১০০ বছর পরেও এই গানের সাক্ষী হয়ে থাকতে চাই।❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসবো প্রিয় গানটা সাক্ষী ♥️🌸
যত বার শুনছি, ততোবার হারিয়ে যাচ্ছি। বন্ধু তত্ত্ব একটা নেশা,যা কেউ ছারতে পারিনা আমরা।
তারপর ঘুটঘুটে অন্ধকার -
বুকের ভেতর সহস্র জোনাক পাখি,
আমি, আমি তবু ফুরিয়ে যাচ্ছি, নিভে যাচ্ছি আলেয়া!
সাক্ষী গানের সাক্ষী থেকে গেলাম। 💚চেয়ে দেখ বন্ধু তুমি একা নও যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও 😥💔
Anyone in October 2024?
yeah
😉
Yupp 😅
😅
👋
একদিন ইউটিউবের অটো সাজেশনে গানটা এসেছিলো, তারপর থেকে অনেকবার শুনলাম। আরো শুনবো।
যে নিজেকে ভালবাসতে পারে সেই সকলকে ভালবাসতে পারে🥺🖤