Ghotonar Antorale | বাজারগুলোতে কেনাকাটায় ওজনের কারচুপি। mytv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • mytv Bangladesh Programe Update
    Welcome to mytv || মাইটিভি- সৃষ্টিতে বিস্ময়
    www.youtube.co...
    www.youtube.co...
    Welcome to mytv Channel on TH-cam. mytv offers mix of programs such as news bulletins, current affairs, talk shows, soap operas, educational, religious, politics related programs, drama, movie, reality shows, prank show and other entertainment programs. We Broadcast news and entertainment programs all platforms=TV, Internet and Mobile -including apps.
    mytv Office Adress:
    MyTv Bhaban, 155, 150/3 East Ulan, Hatir Jheel, Dhaka-1219
    Phone: +88 02 55128896-8, Fax: +88 02 55128899
    Dhaka, Bangladesh.
    www.mytvbd.tv

ความคิดเห็น • 964

  • @IslamisUnique
    @IslamisUnique 4 ปีที่แล้ว +21

    ভুলে গেলে চলবে না, হাসরের ময়দানে এসব ব্যবসায়ীদেরকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।
    মহান আল্লাহ এসব প্রতারক ব্যবসায়ীকে বোঝার তাওফীক দান করুক। আমিন।।

  • @aminhossainsajib2529
    @aminhossainsajib2529 3 ปีที่แล้ว +4

    কোরআনে বার বার করে উল্ল্যেখ করা আছে "তোমরা ওজনে কম দিওনা,, এই ওজনটা আল্লাহর কাছে খুবই গূরুত্বপূর্ণ, তবুও কেনো ওজনে কম। তাহলে এখন বুঝে নিতে হবে, নিজেদে বিপদ নিজেরাই ডেকে আনতেছি এবং নিজেদেরকে নিজেরাই ধ্বংস করতেছি।

  • @arafatkhan9573
    @arafatkhan9573 5 ปีที่แล้ว +46

    ওজনে কম দিলে ভংকর বিচার ওপেক্ষা করতেছে

  • @newexpertsworld8741
    @newexpertsworld8741 3 ปีที่แล้ว +15

    ‘তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায়নিষ্ঠার সাথে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দিই না।’ (সূরা আনআম, আয়াত : ১৫২)।

  • @arafatkhan4564
    @arafatkhan4564 6 ปีที่แล้ว +628

    কোরআনে লেখা আছে ওজনে কম দিলে কিয়ামতের মাঠে এর জবাব দিতে হবে

    • @emranhossianmohon4085
      @emranhossianmohon4085 6 ปีที่แล้ว +4

      hmm r8

    • @raihanahmed7341
      @raihanahmed7341 6 ปีที่แล้ว +5

      Yes

    • @sathiakter8433
      @sathiakter8433 5 ปีที่แล้ว

      Fycrbyus moyhfdj

    • @sksahidul1017
      @sksahidul1017 5 ปีที่แล้ว +1

      SURA AR RAHAMAN .. SUNLE BUJHTE PARBEN

    • @sothikjanaykothabolavalo1635
      @sothikjanaykothabolavalo1635 4 ปีที่แล้ว +1

      @@sathiakter8433 আপনি আপনার নিজের মোবাইল অন) একটা weighting scale এ আগে থেকে মেপে তারপরই অন) weighting scale মাপলে ত .....

  • @islamiclifeinbd5616
    @islamiclifeinbd5616 6 ปีที่แล้ว +492

    ওজনে কম হলে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেনা .................

    • @emranhossianmohon4085
      @emranhossianmohon4085 6 ปีที่แล้ว +1

      হুম এই টাই

    • @jahidhassan2989
      @jahidhassan2989 5 ปีที่แล้ว +1

      Hoo go

    • @panthoshahniam4415
      @panthoshahniam4415 5 ปีที่แล้ว

      Ameen

    • @nayeemahmed3801
      @nayeemahmed3801 5 ปีที่แล้ว

      Teacher 4th h

    • @mdrafiqul2640
      @mdrafiqul2640 5 ปีที่แล้ว +1

      ওজন কম দিলে আল্লাহ কখনো ব্যবসায় উন্নতির দিবে না আর এটা মেনে নেবে না

  • @korshedalam1815
    @korshedalam1815 3 ปีที่แล้ว +9

    ভাই ভালো কথা,ওজনে যারা কম দিবে মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু এই দেশের ভোট চুরি ঠেকানোর জন্য কোনো পদ্ধতি জানা থাকলে সেটা দেখান।

  • @RABangladeshiVlogger
    @RABangladeshiVlogger 3 ปีที่แล้ว +5

    ওজনে কম দিলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 👍❤❤

  • @ixora4773
    @ixora4773 5 ปีที่แล้ว +5

    আমরা কেবল আইন ,আইনের বিধিমালা এবং নীতিমালা মুখস্থ করে যাচ্ছি ,বাস্তবে এগুলোর কোনও প্রোয়োগ নেই ।

  • @nazrulsardar7822
    @nazrulsardar7822 5 ปีที่แล้ว +6

    কুরআনের আইন ছাড়া এগুলো বন্ধ হবে না,

  • @msriea4895
    @msriea4895 4 ปีที่แล้ว +16

    আপনারা সত্য ঘটনা তুলে ধরেছেন। সাধারন মানুষের কথা চিন্তা করেছেন । তাই আপনদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ।

  • @ManhaJSalafee
    @ManhaJSalafee 5 ปีที่แล้ว +5

    মাপে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
    ❛❛ ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়। যারা মানুষের থেকে মেপে নেয়ার কালে পূর্ণ মাত্রায় গ্রহণ করে। আর যখন তাদের জন্য মাপে বা ওজন করে, তখন কম দেয়।” [সুরা মুতাফফিফিন ১-৩]

  • @mdshuvo6364
    @mdshuvo6364 5 ปีที่แล้ว +7

    এই জন্যই বাংলাদেশ এতো পিছিয়ে থাকে😰

  • @sunnahtrust2069
    @sunnahtrust2069 5 ปีที่แล้ว +6

    وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
    (আত মুত্বাফ্‌ফিফীন - ১)
    যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

  • @EntertainmentwitheducationBD
    @EntertainmentwitheducationBD 6 ปีที่แล้ว +15

    ভাই যারা কোটি কোটি টাকা মারতেছে, তাদের ধরেন, এরা সরকারি আমলা।

  • @karimfaridi2311
    @karimfaridi2311 5 ปีที่แล้ว +1

    vai amra bangladeshira proti nioto thoke asche bajar er ponno theke shuru koro rastar jan bahon golote o.bus a utlei hatia nicche taka seting er name cholche chitng.dekhar keho nai ?

  • @mizanrahman1241
    @mizanrahman1241 5 ปีที่แล้ว +23

    ইসলাম যেখানে শান্তি সেখানে বয়স্ক লোক টির পাথর ঠিক আছে কারণ সে নামাজ পড়ে দেখেই বোঝা যায়

  • @MdArifulislam-oc8co
    @MdArifulislam-oc8co 3 ปีที่แล้ว +2

    কোরানের শিক্ষা সবার জন্যই প্রয়োজন।

  • @mdbillalhossain4005
    @mdbillalhossain4005 5 ปีที่แล้ว +4

    অসাধারণ পোস্ট ধন্যবাদ আপনাকে ভাই, কাতার থেকে 🇧🇩🇧🇩

  • @amamhossain3579
    @amamhossain3579 4 ปีที่แล้ว +1

    ভাই আর কিছু পেলেন না নিউজ দেখানোর জন্য.??
    এটা বিনোদন বললেই চলে....🤬🤬

  • @hasanhabib6716
    @hasanhabib6716 3 ปีที่แล้ว +3

    এদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক?

  • @MdMilon-je3sm
    @MdMilon-je3sm 4 ปีที่แล้ว +2

    ভাই ভালো লেগেছে ভাই আমার একটা অনুরোধ বড় বড় রাগব বুয়ালদের ধরুন যেমন চেয়ারম্যান..…...

  • @my573ry_un50lved
    @my573ry_un50lved 4 ปีที่แล้ว +5

    4:01 কষ্টের টাকায় সেস্ট বাজার। বাহ উচ্চারন!

  • @rezowanhaque793
    @rezowanhaque793 4 ปีที่แล้ว +1

    সব কিছুতেই এমনি তরকে তাহলে সাদরন মানুষ চলবে কিকরে,,,

  • @mdfarukhossain715
    @mdfarukhossain715 5 ปีที่แล้ว +4

    ওজনে কম দিলেও আমাদের দিন আল্লাহর রহমতে ও বরকতে আমাদের দিন চলে যাবে কিন্তুু ওদের কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে

  • @juimirza15
    @juimirza15 3 ปีที่แล้ว +1

    মাংসের বাজার দেখলে ভালো হতো🥰🥰🥰

  • @mktv.o4091
    @mktv.o4091 5 ปีที่แล้ว +4

    ভাই আপনার টিভি চ্যানেল মালিকের দূর্নীতি আগে বন্ধ করুন

  • @AliAhmad-sn7zf
    @AliAhmad-sn7zf 3 ปีที่แล้ว +1

    ওজনের বেলা
    করিও না হেলা।
    মাপকাঠি তব রাখিও সমান,
    ঝুল রাখি ঠিক
    মাপিও সঠিক,
    দিও নাকি কমি তিল পরিমাণ।

  • @yousufhosen3581
    @yousufhosen3581 4 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর অনুসন্ধান,,,
    ধন্যবাদ mytv কে।
    এই কারচুপি যেনো বন্ধ হয়, সেই অনুরোধ রইলো

  • @abusaeedapu6610
    @abusaeedapu6610 4 ปีที่แล้ว +1

    রিপোর্ট আবু সাঈদ অপু,,আর আমার নাম ও ,, আবু সাঈদ অপু

  • @muhammadbabul7953
    @muhammadbabul7953 5 ปีที่แล้ว +15

    যেই অবস্থা শুরু হয়েছে দেশে। ভবিষ্যতে আমি মনে করি যার যার বাড়ি থেকে পাল্লা নিয়ে যাওয়াটাই উত্তম হবে মাপের জন্য

  • @md.mansurahmed4419
    @md.mansurahmed4419 4 ปีที่แล้ว +1

    আমার সবচেয়ে বড় দুর্ভোগ যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি।

  • @ShamimKhan-nu2dh
    @ShamimKhan-nu2dh 5 ปีที่แล้ว +4

    এই রকম বাটখারা বিক্রয় হয়, কিন্তু কোথায় এই বাটখারা বিক্রয় করাহয় সেই দিকে নজর দেওয়া উচিৎ।

  • @MdHasan-sf4fz
    @MdHasan-sf4fz 3 ปีที่แล้ว +1

    এদেরএকদিন হলেও কিয়ামতের ময়দানে ধরা দিতে হবে একদিন

  • @masudrana2552
    @masudrana2552 6 ปีที่แล้ว +5

    যারা এই দায়িত্বে আসেন তারা তো এসির বাতাসে হাওয়া লাগিয়ে মাস শেষে বেতন উঠাচ্ছেন পাবলিকের গাঁদা বাস যায় তাদের কি আসে যায় ট্যাক্সের টাকা বেতন পেলে তো চলে

  • @mdziaurrahmansujan1097
    @mdziaurrahmansujan1097 4 ปีที่แล้ว +1

    বুঝলামনা বাটখারায় ছিদ্রটা না থাকলে কি হয়...অন্তত পড়েগেছে এই শব্দটা শুনতে হতোনা

    • @hsspiritedeye6474
      @hsspiritedeye6474 4 ปีที่แล้ว +1

      ভাই ঝামেলা না করলে বাঙ্গালী রা শান্তি পায়না। বাটখারা তে ছিদ্র কেনো?....এটার নিশ্চিত রহস্য আছে।

  • @shakhan5959
    @shakhan5959 5 ปีที่แล้ว +3

    জাহান্নামে র আগুন থেকে বাচার কোন ও পায় নাই

  • @ratolahmed1115
    @ratolahmed1115 4 ปีที่แล้ว +1

    ওজনে কম দিলে বিভিন্ন মহামারী নেমে আসে!!!

  • @jirentertainment6673
    @jirentertainment6673 5 ปีที่แล้ว +3

    য়ারা মনে করে কাওরান বাজার এ সবজির দাম কম।।তারা এখনও ভূল ধারনা নিয়েই আছে

  • @mijanurmijanur9868
    @mijanurmijanur9868 3 ปีที่แล้ว +2

    ১০০% সঠিক ঘটনা সারা বাংলাদেশে এ অবস্থা এ বিষয়ে ওতি তারাতাড়ি বিচার চাই

  • @shabujakand3975
    @shabujakand3975 6 ปีที่แล้ว +3

    ,মুরুব্বি চাচার বাটখারা
    সঠিক আছে .....

  • @maloysaha106
    @maloysaha106 3 ปีที่แล้ว +1

    ফলের দোকানে গুলোতে বেশি বাটপারি করে..

  • @champalimonchampalimon9214
    @champalimonchampalimon9214 6 ปีที่แล้ว +4

    ডিজিটাল পাল্লার কোনো দরকার নেই হারানো দিনের সেই ঝুলন্ত পাল্লার ওজনই সঠিক এটাই পুনরায় চালুকরা হোক

  • @fakhrulalam6536
    @fakhrulalam6536 4 ปีที่แล้ว +1

    সাভার ,উলাইল বাজারে একদিন অভিযান চালান বিশেষ করে মুরগির দোকানে।

  • @Masalla20
    @Masalla20 5 ปีที่แล้ว +10

    মাই টিভি,,,,, তোমাকে ধন্যবাদ ।
    ব্যাবসার নামে যারা ধোকা দিচ্ছে আল্লাহ্ তায়ালা তাদের কে হিদায়াত দান করুন আমীন ।।।।

  • @farhanayeasmin7399
    @farhanayeasmin7399 3 ปีที่แล้ว +1

    Nijeder batkhara kine niye jaoa laagbe bazaar e..😅

  • @md.sheikhziauddinbablu1322
    @md.sheikhziauddinbablu1322 5 ปีที่แล้ว +6

    ধন্যবাদ এরকম
    আরো অনুসন্ধান চাই

  • @skbillal7388
    @skbillal7388 3 ปีที่แล้ว +1

    খেতে গেলে ঘুম পায়। পড়তে বসলে ঘুম পায়। শুধু ঘুমাতে গেলেই মোবাইল টিপতে মন চায়।🤭🤭

  • @twinkletwinkle7262
    @twinkletwinkle7262 7 ปีที่แล้ว +5

    My tv is the best channel....

  • @rarashelhazari322
    @rarashelhazari322 4 ปีที่แล้ว +1

    Apnar moto sabadik dorka Deshe

  • @morningeveningandroidtips3053
    @morningeveningandroidtips3053 4 ปีที่แล้ว +1

    *পুলিশ কি করে*

  • @VipVip-yc6ec
    @VipVip-yc6ec 5 ปีที่แล้ว +1

    এক দিন জবাব দিতে হবে

  • @riponahmed3695
    @riponahmed3695 5 ปีที่แล้ว +1

    হায়রে মানুষ

  • @Music_song.
    @Music_song. 4 ปีที่แล้ว

    নতুন দের সাথে থাকুন আর যারা আমার চ্যানেল subsribe করবে এবং কমেন্ট করবে তাদের কমেন্ট দেখে তাদের চ্যানেলে যাবো এবং subscribe করবো

  • @zamansarkar36169
    @zamansarkar36169 4 ปีที่แล้ว +1

    ১ কেজির পাথর হয় ৯০০ গ্রাম

  • @younuskhanrobin4137
    @younuskhanrobin4137 3 ปีที่แล้ว +1

    ভয়ংকর বিচার হবে হাসরের মাঠে

  • @Team420
    @Team420 5 ปีที่แล้ว

    যে ওজনে কম দেয় সে ব্যবসাইর কাতারেই পড়েনা,,আমি নিজেও একজন ব্যবসাই,,, কখনি ওজনে কম দি না,,,কাষ্টমার কাচ থেকে ২টাকা চাইয়া নিবো চুরি করবো কেনো

  • @tabinvlogs5114
    @tabinvlogs5114 5 ปีที่แล้ว

    আমাদের এই ভাবে ঠকানো হচ্ছে ।

  • @md.habiburrahman273
    @md.habiburrahman273 3 ปีที่แล้ว

    আরও আছে ভাই।
    জনগণ না খেয়ে থাকলে এটার হিসাবও জাতির কর্ণধারকে দেয়া লাগবে।
    হাশরের ময়দানের জন্য রেডি থাকেন,
    জাতির কর্ণধার???

  • @surprisebd2474
    @surprisebd2474 3 ปีที่แล้ว

    এই কাজ টা বেশি হয় সব চেয়ে বেশি মিরপুর ১০ ফল পোটটি তে তাই ফল কেনার সময় সচেতনতা নিয়ে কাগজের ঠোনগা টা দেখে নিবেন। রোজা রেখে গেলাম ১ কেজি মাল্টা কিনতে ১৬০ টাকায় ১ কেজি মাল্টাতে আমাকে ২০০ গ্রাম ওজনের কাগজের ভারি ঠোনগা দিয়েছে পরে বাসায় এসে দেখি নিচে এত্ত ভারি মোটা কাগজ ৬ টা দিয়েছে।

  • @Mixvideoschanne
    @Mixvideoschanne 3 ปีที่แล้ว +1

    সব চোর

  • @merijkhan159
    @merijkhan159 5 ปีที่แล้ว +1

    ওজনে কম দাওয়া উচিত নয়

  • @fahimaakternipa6934
    @fahimaakternipa6934 4 ปีที่แล้ว +1

    আমাদের গাজীপুরে ও ওজনে কম দেয়। এক দোকান থেকে অন্য দোকানে নিয়া মাপলে দেখি যে ১০০ গ্রাম বা ৫০ গ্রাম কম হয়। সব সময় ওজনে কারচুপি করে।

  • @SharifulIslam-le2pd
    @SharifulIslam-le2pd 3 ปีที่แล้ว +1

    নাইছ ভাই সতরক করার জন্য

  • @RafiqulIslam-so1fm
    @RafiqulIslam-so1fm 4 ปีที่แล้ว

    ইসলামিক আইন না থাক বাবা যেমন চলছে সেটাই ভাল । পরে মাইক থাকবে কিন্তু ওটা ধরার হাতটা থাকবে না। 😜😜😜

  • @mdshuvo6364
    @mdshuvo6364 5 ปีที่แล้ว +1

    হায়রে আমাদের বাংলাদেশ

  • @aksajid1905
    @aksajid1905 4 ปีที่แล้ว +1

    ভাই এই গুলো আপনারা কেন খূজতে যান। এই দেশে সবই সম্ভব ।

  • @Abdullah-yj3wk
    @Abdullah-yj3wk 3 ปีที่แล้ว +1

    হুজুর মুরব্বির কথাগুলো ভালো লেগেছে।জার্রা পরিমাণ কম দেই না।

  • @dhakabashi1130
    @dhakabashi1130 4 ปีที่แล้ว

    Uttora kom dei.... Murgir dokan gulor te.. Ami nijeo kom peyesi....

  • @mohsinpappon9517
    @mohsinpappon9517 5 ปีที่แล้ว +2

    প্রিয় সাংবাদিক ভাইদের কে অনেক অনেক ধন্যবাদ।

  • @ilikeflower9912
    @ilikeflower9912 4 ปีที่แล้ว

    ♣ এগুলো অনেক আগে থেকেই হয়,দেখার কেউ নেই, ধন্যবাদ অনুশন্ধান করার জন্যে,,,, আরেকটা চুরি আছে ডিজিটালে সেটা কেউ বুজতে পারে না ধরা পড়লে ভুল বলে ঠিক করে নেয়,সেটা হলো,, মাছ মুরগির দোকানে বেশি হয়,দাম চাই ১৫০ টাকা চাই, ডিজিটালে দাম তুলা থাকে আগেই ১৬০ বা ১৭০ ধরা পড়লে বলে এই দামে একটু আগে বেচাকেনা করলাম তাই সেই দাম টা তুলা আছে,চেন্জ করতে মনে নেই, প্রতি নিয়ত এটা করা মানেই সেই সব ব্যাবসীক জেনেই করে,

  • @ruralview6188
    @ruralview6188 5 ปีที่แล้ว

    শুধু ওজন কেন, কোন সবজির দাম ঢাকায় বাড়লে সারাদেশে ফোনের মাধ্যমে বেড়ে যায়, আর কমার সময় এক মাস চলে যায়, আজব দেশ, আজব দেশের ব্যবসায়ী সমাজ, আজব আমরা সবাই

  • @rajibbbs9181
    @rajibbbs9181 5 ปีที่แล้ว +1

    এই প্রতারণার জিনিসটা প্রায় মাছ বাজারে পাওয়া যায়

  • @MDSumon-zj3ln
    @MDSumon-zj3ln 3 ปีที่แล้ว +1

    এই অপরাধ ধরতে পারলে এদের হাত কেটে দেওয়া উচিত। কয়েক জন কে শাস্তি দিলে আর কেহ সাহস পাবে না।

  • @akblogger8289
    @akblogger8289 5 ปีที่แล้ว

    মিলিয়ন মিলিয়ন ডলার করাচুপি করে বিদেশে পাচার করছে সেটা নিয়ে রিপোর্ট তৈরি করুন।

  • @mdanowar8134
    @mdanowar8134 3 ปีที่แล้ว +1

    হে আল্লাহ তুমি ব্যবসায়ীদেরকে বুঝার তৌফিক দাও আমিন

  • @mohamedahmedbanglasongs5006
    @mohamedahmedbanglasongs5006 3 ปีที่แล้ว +1

    দেখার দ্বায়িত্বে যারা আছে, তারাতো ঘুষ যেখানে আছে সেখানেই থাকে।

  • @mdjobaedorrahman85
    @mdjobaedorrahman85 5 ปีที่แล้ว

    ভাই আপনি তো হাতেনাতে কয়জন রে ধরলেন এভাবে কি সরকার দেখতে পারে না কারা মানুষদের ওজনের ঠকায়

  • @ইউটিউববাংলা-ন৭হ
    @ইউটিউববাংলা-ন৭হ 3 ปีที่แล้ว

    প্লিজ প্লিজ প্লিজ আপনারা নর্দা মোড়ল বাজারে আসবে মোড়ল বাজারে যেই কয়টা মুরগির দোকান আছে সবগুলো দোকানেই ওজনে অনেক কম দেয়

  • @BForBorhan
    @BForBorhan 5 ปีที่แล้ว

    হায়রে মানুষ!

  • @mdpabelmia7282
    @mdpabelmia7282 3 ปีที่แล้ว

    আসলে সাংবাদিক ভাই সবচেয়ে এন্ড করলে সবচেয়ে ভালো হবে সরকারের আইন করলে ভালো করলে ভালো হবে এগুলা বুঝেনা

  • @hasantareq4947
    @hasantareq4947 5 ปีที่แล้ว

    দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি তাদের

  • @PKQueen-hf1nk
    @PKQueen-hf1nk 2 ปีที่แล้ว

    বাটখারা থেকে সিসা পদ্ধতি তুলে এক লোহার ঠালাইয়ের বাটখারা অনুমোদন দেওয়া উচিৎ

  • @BDEntertainmentRana
    @BDEntertainmentRana 3 ปีที่แล้ว +1

    এক দিন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে

  • @khandakerrostom2960
    @khandakerrostom2960 3 ปีที่แล้ว

    সাংবাদিক ভাইয়েরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী করে হেনস্ত না করে রাজনীতি ব্যক্তিদেরকে ধরুন

  • @immuslim9239
    @immuslim9239 4 ปีที่แล้ว

    ব্যাবসায়ীদের লাইসেন্স বাতিল করা উচিৎ
    সরকারের কোনো খোজ নেয়ার সময় নাই,,,শুধু নিজেদের পকেটে বেশি বেশি মাল তুলার ধান্দায় থাকে

  • @mdmijan8453
    @mdmijan8453 3 ปีที่แล้ว

    [৫৫:৯] আর রহমান
    وَأَقيمُوا الوَزنَ بِالقِسطِ وَلا تُخسِرُوا الميزانَ
    আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওযন প্রতিষ্ঠা কর এবং ওযনকৃত বস্তু কম দিও না।

  • @RozanaAfri
    @RozanaAfri 3 ปีที่แล้ว

    ডিজিটাল বাটখারা দিয়ে নয়, দাড়িপাল্লায় মাপা উচিত নিত্য পন্য সামগ্রী। তাহলে কিছুটা অন্তত চুরি কমবে।

  • @Deuband
    @Deuband 4 ปีที่แล้ว

    দোকানদারেরা যে ডিজিটাল ওয়েট মেশিনগুলো ব্যবহার করেন তা একেবারেই সস্তা এবং লো কোয়ালিটির। নতুন কেনা ওয়েট মেশিনগুলোর ক্যালিব্রেশন দুই দিনেই নষ্ট হয়ে যায়।

  • @backtoback9227
    @backtoback9227 5 ปีที่แล้ว

    বাটখারার তলটাতে কেনো গোল করে ফাঁকা রাখা হয়?......আর কেনোই বা ওই ফাঁকা অংশটা সিসা দিয়ে ভোরা হয়?

  • @mdmasum9494
    @mdmasum9494 3 ปีที่แล้ว

    এক জন ব্যবসায়ী যদি ওজনে কম দেয় তাহলে উনার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অন্য ব্যবসায়ীকেও ওজনে কম দিতে হয়। সুতরাং একজনের কারণেই দশ জন নষ্ট হয়।

  • @mdalomgirbapare1362
    @mdalomgirbapare1362 4 ปีที่แล้ว

    কারন বাজার কিছু মহিলা দোকানদার আছে তাদের তাদের পাথর 100 গ্রাম কম হয় এক কেজিতে 900 গ্রাম হয় তাদের চিত্রটা দেখানো হোক

  • @kayesbahadur3346
    @kayesbahadur3346 4 ปีที่แล้ว

    মিষ্টি আর ফল বিক্রেতীদের প্যাকেট এর দিকে ও নজর দেওয়া উচিত । আমি এক কেজি মিষ্টি কিনেছি ১৪০ টাকাতে প্যাকেট ছাড়া শুধু মিষ্টি আছে ৮৭৮ গ্রাম । সে হিসাবে একটা প্যাকেটের দাম দাড়ায় প্রায় ১৭ টাকা ।।।।প্যাকেট ছাড়া নাকি মিষ্টি বিক্রি নিষেধ ।।। ভাবা যায় এগুলা

  • @saifislam9623
    @saifislam9623 3 ปีที่แล้ว

    বেশির ভাগ মিষ্টির দোকান গুলোতে একি অবস্থা। এক কেজিতে ৮৫০-৯০০ গ্রাম পাচ্ছে ক্রেতা।

  • @RiazAhmed-bq6dy
    @RiazAhmed-bq6dy 4 ปีที่แล้ว

    আমাদের মোলভিবাজর জেলার তরাপাশাবাজারে যুদি আপনারা একটু পরিকা করতেন তাইলে ওনেক উপকার হইয়ত

  • @MdEnamMia-k2l
    @MdEnamMia-k2l 5 ปีที่แล้ว +1

    সকল বাজারেই এই সব করার দরকার
    মিরপুর ১ থেকে সুরু করে সব দিকেই

  • @JannatulFerdous-il3ki
    @JannatulFerdous-il3ki 3 ปีที่แล้ว

    রসুল (সা.) বলেছেন, ‘যখনই কোনো জনগোষ্ঠী মাপ ও ওজনে কম দেয়, তখনই তাদের দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্যের ঘাটতি ও অত্যাচারী শাসকের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।’ (বুখারি)।

  • @aminalfun8759
    @aminalfun8759 3 ปีที่แล้ว

    আমার পারিই শুধু ভিডিও দেখে কমেন্ট লিখতে,, যদি বলি চলুন মাঠে নামি তখন সবাই মেউউউ।।।।

  • @indurkani9617
    @indurkani9617 5 ปีที่แล้ว

    এক মত হলে লাইক দিন. ডিজিটাল দেশ ঠিক আছে.কিন্তুু এই ডিজিটালের দায় ভার কে নেবে সরকার না জনগন.সুতরাং এই মানুষ ঠকানো ডিজিটাল মেশিন আমদানি সরকারি ভাবে বন্ধ করে.সরকার নির্ধারিত বাটখারা পুনরায় চালু করলে ভাল হবে. ডিজিটাল পরিমাপ মেশিনে সরকারি ভাবে কঠোর নিষেধাজ্ঞা করা হোক.....

  • @mehemal8893
    @mehemal8893 4 ปีที่แล้ว

    ব্রাক্ষণবাড়িয়া, সরাইল থানা,শাহজাদাপুর গ্রামে :- মলাইশ বড় ব্রজ থেকে খোয়ালাপাড় পর্যন্ত কাচা রাস্তা, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত রাস্তা পিচ করা হয় নাই, একটু বৃষ্টি হলেই রাস্তা কাদা হয়ে যায়,সি,এন জি চলাচল করতে অনেক কষ্ট হয়।সংবাদিক এসে আমাদের গ্রামের এই কাচা রাস্তাটা ভিডিও করে চ্যানেলে দেখালে রাস্তটি হতে পারে।plz......