জরায়ুর বাইরে গর্ভধারণ বা এক্টোপিক প্রেগন্যান্সি কি এবং কাদের ক্ষেত্রে এটি হতে পারে ? (DR. REZWANA)
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- ► গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসবপরবর্তী চেকাপ, গর্ভকালীন যেকোনো জটিলতা,ব্রেস্ট ক্যান্সার জরায়ু সংক্রান্ত সমস্যা, Poly Cystic Ovary Syndrome (PCOS), পরিবার পরিকল্পনাসহ মহিলাদের গাইনি স¤পর্কিত যেকোনোর সমস্যার জন্য নিউরোজেন এর Video Consultation এর মাধ্যমে অথবা সরাসরি (OBGYN SPECIALIST) DR. REZWANA KABIR এর এপয়েন্টমেন্ট নিন - 01787662575
** নিউরোজেন হেলথকেয়ার থেকে সেবাগ্রহণকারী ও তার পরিবারের সকলেই আমাদের গাইনি বিশেষজ্ঞ ডক্টর রেজওয়ানা কবিরের সাথে পরামর্শ করতে পারবেন ৫০% ভিসিট এর মাধ্যমেই। **
🟥 Gynecological রোগ কাকে বলে ?
► গাইনোকোলজিকাল রোগগুলি সেগুলোই যেটি সাধারণত মহিলাদের প্রজনন অঙ্গগুলিকে প্রভাবিত করে।
► Gynecological রোগগুলি সরাসরি মহিলাদের স্বাস্থ্যর উপর প্রভাব ফেলে, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, যেমন পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি), সিস্ট, ফাইব্রয়েড, ক্যান্সার ইত্যাদি।
► এই সকল স্ত্রীরোগ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের মানসিক চাপ বা সঠিক জীবনযাপনে অনিয়ম এর কারণ হয়ে থাকে।
► উদ্বেগ এবং মানসিক চাপ স্ত্রীরোগ সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়ায়।
► সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ ছাড়া স্বাস্থ্যকর জীবনধারা, নিয়ম করে যোগ ব্যয়াম করা কার্যকরভাবে স্ত্রীরোগ সংক্রান্ত ব্যাধি প্রতিরোধ করতে পারে।
🟥 Poly Cystic Ovary Syndrome (PCOS) কাকে বলে ?
► PCOS হল হরমোনের সমস্যা যা মহিলাদের সন্তান ধারণের সময়কে (১৫ থেকে ৪৪ বছর বয়স) প্রভাবিত করে।
► অনেক মহিলার PCOS আছে কিন্তু তারা জানেন না।
► একটি গবেষণায় দেখা যায়, ৭০% পর্যন্ত মহিলাদের নির্ণয় করা হয়না যে তাদের PCOS আছে।
► PCOS একজন মহিলার ডিম্বাশয়কে (Ovary) আক্রান্ত করে যা মেয়েদের প্রজনন অঙ্গ, যেখান থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয় এবং এই হরমোনগুলোই মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে।
► PCOS বংশগতভাবে স্থানান্তর হতে পারে। অর্থাৎ, মা এর থেকে মেয়ের হওয়া, অথবা দুই আপন বোনের ক্ষেত্রে PCOS দেখা দেয়া।
🟥 এর তিনটি প্রধান বৈশিষ্ট্য হল :
► ডিম্বাশয়ে সিস্ট
► পুরুষ হরমোন (androgens) তৈরী হওয়া
► অনিয়মিত পিরিয়ড
🟥 PCOS এর লক্ষণগুলো কি কি ?
► অনিয়মিত পিরিয়ড বা খুব কম মাত্রায় হালকা পিরিয়ড হওয়া
► ডিম্বাশয় বড় বা অনেক সিস্ট (Cyst) তৈরী হওয়া
► উচ্চ মাত্রার এন্ড্রোজেন হরমোন
► বুক, পেট, পিঠ সহ শরীরের অতিরিক্ত লোম দেখা দেয়া
► ওজন বৃদ্ধি
► ব্রণ বা তৈলাক্ত ত্বক
► পুরুষ-প্যাটার্ন মাথায় টাক পরে যাওয়া বা চুল পাতলা হওয়া
► বন্ধ্যাত্ব
► ঘাড় বা বগলে অতিরিক্ত আঁচিল দেখা দেয়া (skin tag)
🟥 ব্রেস্ট ক্যান্সার লক্ষণ :
► স্তনের উপরের ত্বক খসখসে হয়ে যাওয়া, অনেকটা কমলালেবুর খোসার মতো
► স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া
► স্তনের আকার বা আকৃতির পরিবর্তন
► স্তনবৃন্ত ভেতরে ঢুকে থাকা, অসমান বা বাঁকা হয়ে থাকা
► স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
► স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া অথবা রাশ ছাড়াও চুলকানির মতো অনুভূতি হওয়া
► বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
► স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া
► স্তন এর ত্বকে লালচে, ক্ষত,ফোলাভাব দেখা দেয়া
► কাঁধ এবং ঘাড়ের ব্যথাও ব্রেস্ট ক্যানসারের লক্ষণ হতে পারে
🟥 জরায়ুমুখ (cervical) ক্যান্সার কি ?
► সার্ভিকাল ক্যান্সার হল জরায়ুর অভ্যন্তরীন আবরণে অস্বাভাবিক কোষের বৃদ্ধি।
► প্রায় সমস্ত সার্ভিকাল ক্যান্সারই (৯৯%) ঝুঁকিপূর্ণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) সংক্রমণের সাথে জড়িত।
🟥 জরায়ুমুখ (cervical) ক্যান্সারের প্রধান লক্ষণ :
► পিরিয়ডের মধ্যে জরায়ুমুখ থেকে রক্তপাত
► মাসিকের রক্তপাত স্বাভাবিকের চেয়ে দীর্ঘ বা বেশি হওয়া
► সহবাসের সময় ব্যথা
► সহবাসের পর রক্তপাত
► স্রাবের ধরণে পরিবর্তন, যেমন বেশি স্রাব তৈরী হওয়া বা অস্বাভাবিক রঙ/গন্ধ থাকা
► মেনোপজের পরেও জরায়ুপথে রক্তপাত
► পিঠের নীচের অংশে ও তলপেটে ব্যথা হওয়া
► গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসবপরবর্তী চেকাপ, গর্ভকালীন যেকোনো জটিলতা,ব্রেস্ট ক্যান্সার জরায়ু সংক্রান্ত সমস্যা, Poly Cystic Ovary Syndrome (PCOS), পরিবার পরিকল্পনাসহ মহিলাদের গাইনি স¤পর্কিত যেকোনোর সমস্যার জন্য নিউরোজেন এর Video Consultation এর মাধ্যমে অথবা সরাসরি (OBGYN SPECIALIST) DR. REZWANA KABIR এর এপয়েন্টমেন্ট নিন - 01787662575
--------------------------------------------------
DR. REZWANA KABIR
OBGYN SPECIALIST
MBBS(SSMC) MS(BSMMU)
MRCOG(PART-2)
RESIDENT SURGEON(OBGYN)
DHAKA COMMUNITY MEDICAL COLLEGE HOSPITAL
OBGYN SPECIALIST, NEUROGEN HEALTHCARE
------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone : 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Green Road,
Dhaka - 1205, Bangladesh
আপু আমার প্রথম বাচ্চা ২০১০ হয় । তার পর আমার হাসব্যান্ড ২০১২ তে বিদেশে চলে যায় আর বাড়ি আসে ২০২২ । আমি আবার প্রেগন্যান্ট হই কিন্তু দুই মাস পনের দিন জানতে পারি বাচ্চা নেই থলি আছে এরপর নষ্ট করে ফেলি । আমি ইতালিতে চলে আসি ২০২৪ ।আসার পর আবার ও প্রেগন্যান্ট হই এবার ও একই সমস্যা। এটা ও নষ্ট করে দিতে হয়।এখন পরিক্ষা করে জানতে পারি CU RE 8.2 নিচে পারকোয়িক এলাকায় ডিম্বাশয়ের স্থানে দ্বিপাক্ষিক সাধারণ চেয়ারা। আমি এখন বুঝতে পারছি না এর মানে কি কোনো বড়ধরনের সমস্যা ।দয়া করে প্লিজ জানাবেন অনেক টেনশনে আছি।
আমার বউয়ের এই একটোপিক প্রেগেনন্সি অপারেশন হয়েছে কিন্তু ভাত খাইতে পারতেছে না,খেতে খেলে পেট নিচ থেকে উপরে চর চর করে ব্যথা করতেছে।এর কারণ কি কেউ বলতে পারবেন।
আপনি কোথায় বসেন? আমি যেতে যাই
আমার একটা টিউব কাটা আমি কিভাবে বাচ্ছা নিবো
ফেলোপিয়ান টিউব কাটার জন্য সিজার করা লাগছিল আমি 39 সপ্তাহের গর্ভবতী আমি কি নরমালে বাচ্চা প্রসব করতে পারব??
টিউব কেটে ফেলার কত মাস পরে আবার কনসিভ করেছো আপু প্লিজ বলো,,আমার ও এমন হইছে ১ মাস হচ্ছে অপারেশন করেছি
আপু জরায়ুর বাইরে বেবি থাকলে কতো দিন পরে বুজা জায়
Ectopic pregnancy kotho mas thake
Amar 35 din athe ki diagnosed kora jabe sabavik pregnancy naki ectopic
Yes,it's possible to know at this stage of pregnancy through doing a blood test (beta HCG known as pregnancy hormone test) every alternate day to monitor the HCG level and also by performing ultrasound (transvaginal).
Wishing you the best of luck in advance.
আপু আমি নিজেই এই সমস্যা তে ভুগছি। দ্রুত আমাকে যদি কোন পরামর্শ দিতেন উপকার হতো। বর্তমান এ আমি দেশের বাইরে অবস্থান করছি এখানে থেকে চিকিৎসা নেয়া অনেক কষ্টকর
Apni thike achen akhon
Amar oo hoiachelo
আপু।জরায়ুর।বাইরে।বেবি।থাকলে।কি।ভাবে।বুজবো
আমার এক্টুপিক প্রেগনেন্সি ছিল আজ ৪ দিন হল অপারেশন হইছে।
Kemon hoise
@@amritrashna1762amar oo hoiachelo
বেবী কি টেকে না এইটা হইলে
@@rimaakter5559 na
@@rimaakter5559 amar oo hoiachelo 1 yars hobe oporoson korte hoiache
জরায়ু বাইরে গেলে গর্ভধারন হয় নে