গোধূলি বেলার স্মৃতিবিজড়িত শাবিপ্রবি ( SUST )
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- " এটা ছিল সেদিন গোধূলি বেলার স্মৃতিবিজড়িত সাস্ট। অনেকদিন হয়ত কারো পদচারণ পড়েনা। একসময় সাস্ট ছিল সকালের চা আর বিকালের আড্ডা। আমরা যেমন মিস করি ভার্সিটির ঘাস ধুলো আর কংক্রিটের ও কি মাঝেমধ্যে কারো পায়ের শব্দ না পাওয়ার জন্য মন খারাপ হয়?
.
আমি যখন কোনকিছুর শট নেই, নিজের চোখ আর হাত কে পাখির মতো অনুভব হয়। ড্রোন নিয়ে একেকটা জায়গায় ঘুরে আসি,মনে হয় পাখির মতো পুরো আকাশটাই নিজের। যাতে কোন সীমা নেই, বর্ডার নেই। বারবার নস্টালজিক হয়ে পড়ি। নিজের স্কুল,কলেজ,প্রিয়স্থান,এই সিলেট আমাকে স্মৃতিকাতর করে তোলে। আমি হুটহাট ডুবতে ডুবতে চেতনা ফিরে পাই!
Music: Coffee House
Cover Vocal: Anik Antar
Original Song Credit: Singer: Manna Dey
Music : Suparnakanti Ghosh Lyrics: Gauriprasanna Mazumder
Label: Saregama
#SUST #শাবিপ্রবি #Sylhet #University #Shahjalal_University_of_Science_and_Technology