আমার PuroPuri English Shikhi Package নিয়ে জানতে ও Free 323 Page PDF Download করতেঃ englishboli.com/323-page-pdf-book-kichui-pari-na-english-course/ My instagram : Teyder_
আমার মনে হচ্ছে অনেকেই হয়তো পিডিএফ তা ডাউনলোড করবে কিন্তু পুরোটাই খুব ভালো ভাবে শেষ এবং প্রাকটিস করতে পারবে না তাই সবাই মিলে সবাই সবাইকে হেল্প করি একটা ফেইসবুক চ্যাট গ্রুপ মেক করে।
এই দুনিয়াতে ফ্রিতে কিছু পাওয়া যায় না আর ভাই আপনি এত সুন্দর একটি কোর্স আমাদের জন্য ফ্রিতে দিলেন । সাধারণত আমি কোন ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপনার এই পরিশ্রম দেখে কমেন্ট না করে পারলাম না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
@@nuruddin8014 unar somporke apnar darano nei.. Unnar fb te jothesto follwer ache.. Ar popularity er jonno ar kawke to dekhlam na je 8 hours + kostho kore video upload dite.. Negative chinta vhabna bad din
অনেকে অনেক কিছু লিখেছে৷ আমি শুধু এটাই বলব এই চমৎকার কাজের বিনিময়ে আল্লাহ যেনো আপনার সকল গুনাহ ক্ষমা করে দেন আমিন৷ কারণ আল্লাহ আমাদের যা কিছু দিবেন৷ তার মধ্যে সব থেকে বড় পুরুশ্কার হচ্ছে ক্ষমা৷ আপনি অনেক মানুষ কে উপকার করেছেন৷ যার কারনে আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ৷
ক্লাস দেকে আমি অবাক হইলাম,,এতো সহজে ও ইংলিশ শিক্ষায় কোন শিহ্মক,তা ও আবার ফ্রি,,আমার মন এর গভীর থেকে দোয়া আসে স্যার আপনার জন্য,,ক্লাস যত দেখি ততো মুগ্ধ হই,,,,,,
ভাইয়া চতুর্দিকে ইংলিশ শিখানোর নামে ব্যবসা চলতেচে। অনেকের সামর্থ্য নেই সেই কোর্স করার।তাই অনেকে পিছিয়ে রয়েছে। আর এই সব কিছুর উর্ধ্বে আপনি শিখানোর নামে ব্যাবসার মাঝে এসে এত সুন্দর একটা চিন্তা ভাবনা করেছেন তার তুলনা হয় না। আপনি ফ্রি কোর্স দিয়েছেন যার ফলে অনেকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। ভাইয়া আপনি আসলেই মহান। আমিও উপকৃত হলাম। আপনার প্রতি চিরকৃতজ্ঞ।।
একদিন এই কোর্সটা বাংলাদেশের সেরা ইংলিশ কোর্স হবে।ইনশাআল্লাহ। ১ বছরের মধ্যে ১০ মিলিয়ন পূরণ হবে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা কোর্স উপহার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আরো ভালো কিছু উপহার দিবেন🥰🌼❤️আপনার জন্য মন থেকে দোয়া রইল 🖤
I have finished the course. My beloved sir, Thank you so much. This course is very helpful for me. I want to declare to everyone this is the number one English learning course in Bangladesh.❤ This course was very helpful for me and I will start the "puru puri English course" very soon.❤❤
0:00 - Introduction 11:41 - Alphabets, Vowels & Articles 27:46 - Phonics & Basic English Words 1:35:06 - Ami Diye English Kotha 2:43:28 - Persons: Tumi, Shae, Tara, Ittadi 3:12:13 - Spoken English 3:22:17 - This, That, These & Those 3:49:17 - Be, English-e Malika, I know, I like 4:14:39 - Sentence Writing Alphabet Diye 5:11:54 - English Questions Part One 5:53:05 - English Questions Part Two 6:15:43 - English Reading 6:26:34 - Basic English Verbs 6:57:31 - English Past Present Future 7:09:05 - Verb-er Roop 7:14:13 - Positive Negative 7:29:22 - Singular, Plural, Date & Time, Important Words 7:51:45 - Basic Prepositions 7:59:33 - English-e Bornona Adjectives Diye 8:22:34 - Final Story Reading 8:31:09 - Lej Lagai Sentence Banai
আমি এখন পর্যন্ত দেখি নাই যে ইউটিউব এর হিস্ট্রিতে ,এত সাবলীল ,প্রাঞ্জল, সহজে বোধগম্য পাশাপাশি প্রমাণিত সেই সকল ছাত্রদের দ্বারা যারা ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত উন্নতি করেছে, এইরকম একটা কোর্স আমাদেরকে ফ্রিতে উপহার দিয়েছেন। অনেক অনেক শুভকামনা । দোয়া করি আপনার এই ইংরেজি শেখার যাত্রা সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাক।
ভাই কি যে উপহার দেই আপনাকে বুঝতে পারছি না.. এত সুন্দর ক্লাস কিভাবে একটা মানুষ করতে পারে।love you brother and you very talent am living in Saudi Arab 🇸🇦 you see my comment
আপনা ৮:৪৭:৩২ সেকেন্ডের এই সময়টা যে কিভাবে শেষ হয়ে গেলো বুঝতে পারলাম না।আমার কাছে মনে হলো এতো ইজি ভাবে দুনিয়ার কেউ শিখাতে পারবে না। তা ও একদম ফ্রীতে। অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন❤️
অনেক ভিডিও দেখেছি ইউটিউব এ এরকম,কিন্তু ইনার মতো এত সুন্দর করে কেউ বুঝিয়ে বলেনি।আমি রোজ 15 থেকে 20 মিনিট করে এই ভিডিও টা দেখছি এবং খাতায় লিখে প্র্যাকটিস করছি।আমি এই কোর্স টা সম্পূর্ন করবো।এ পর্যন্ত 2 ঘণ্টা পূরণ করেছি। আশা করি আমি অনেক কিছু শিখবো।সবাই দোয়া করো আমি যেন এই কোর্স টা সম্পূর্ন করতে পারি।আর যিনি এতো সুন্দর এই কোর্স টা আমাদের সকলের জন্য ফ্রীতে উপহার দিয়েছেন তার প্রতি আমার রইলো অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️
আমি অনেকদিন যাবত ইংলিশ শেখার চেষ্টা করতেছি। কিন্তু কোনভাবেই কোন কিছু করে উঠতে পারতাম না ইউটিউব থেকে দেখেছি বই কিনেছি কিন্তু কোনটা পরে কোনটা হবে বা এরকম কোন শিখতে পারিনি। কিন্তু এখানে একদম হাতে-কলমে এবিসিডি থেকে শেখানো হচ্ছে আপনারা সবাই যারা ইংলিশ শিখতে চান ওনাকে ফলো করতে পারেন আমার খুবই ভালো লাগছে। আর ফ্রিতে এরকম একটা পিডিএফ দিয়েছে এটা খুবই মূল্যবান । ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤
ইউটিউবে দেখা আমার সবচেয়ে ইংলিশ টিচার মধ্যে একজন "তানভীর ভাইয়া। সে যদি এই এই কোর্সটি পেইড করে বিক্রি করতো তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতো কিন্তু সে করে নাই যারা টাকার অভাবে কোর্স করতে পারে না। কোর্স করলেও ভালোভাবে শিখতে পারেনা। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে। আমি অনেকদিন ধরেই ইংলিশ শিখতে চাচ্ছি ফ্রিতে কিন্তু সঠিক ভিডিও না পাওয়ার কারণে শিখতে পারি নাই। কিন্তু এখন আর চিন্তা নাই আমাদের পাশে আছে তানভীর ভাইয়া। যে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুজে পাচ্ছি না আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বুক ভরা ভালবাসা রইল। ভাইয়া আপনি চালিয়ে যান। আমরা সবাই আপনার পাশে আছি। ইনশাআল্লাহ
দারুন ভাবে ইংলিশ পরাচ্ছ দাদা এই ভাবে সবার কাছে শিক্ষার হার ছড়িয়ে দাও সবার বোঝানোর ক্ষমতা এত সুন্দর ভাবে থাকে না যা আপনার মধ্যে আছে আপনার মত মানুষ এই বর্তমান সমাজে খুব কম দেখা যায় যে কেউ এত সুন্দর করে ইংলিশ গুছিয়ে শেখায় একদম প্রথম থেকে ... আমি খুবই প্রসন্ন হয়েছি আপনার ইংলিশ শেখানোর মুগ্ধতায় । এই ভাবে আপনার আমি কিছু পারিনা English course channel এর মাধ্যমে সবাই যাতে নিজেকে আরও আপডেট করতে পারে নতুন প্রজন্মের সমাজের কাছে তারাও শিখুক আর যেনো অপরকেও শেখায় । এই ভাবে এগিয়ে যান আপনি আরো উন্নত হোক আপনার channel এই কামনা করি ❤❤😊
অনেক অনেক ধন্যবাদ স্যার আমার জীবনে কোনদিন এত্ত ভালো শিক্ষক দেখিনি যে সব বিষয় গুলা পানির মতো সহজ করে আমাদের উপহার দিলেন চমৎকার হয়েছে আপনার এই ফ্রী Course আমাকে হাত ধরে ধরে ইংলিশ শিখালো আমি আপনার প্রতি চিরঋিনি আবারও ধনন্যবাদ
১বছরে অনলাইনে দিন রাত পড়ে শাফিন স্যার, শোভন স্যার ও রোবায়েদ স্যারের কাছে যা শিখতে পারিনি, তানবির স্যারের ৮ঘন্টা ৪৭ মিনিটের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল।
অসাধারণ একটা কোর্স। আমি নিজেও একজন ইংলিশবলির স্টুডেন্ট ছিলাম। প্রথম দিকের স্টুডেন্ট হওয়ায় তখন এতটা গুছানো কিছু ছিলোনা। সবচেয়ে অবাক হলাম এইরকম একটা গুছানো কোর্স ফ্রিতে দেওয়া হলো। যেখানে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান বা কোন স্কুল কলেজ দিবেনা। আর ব্যক্তি হিসেবে ভাই আপনি অসাধারণ।
কোর্স শেষ করেছি,এত ভালো মানের কোর্স যা বলার মতো নয়।এক কোর্সেই প্রায় সব কিছু। ১/যারা একদম শুরু থেকেই ভালোভাবো মনযোগ ধরে রেখে ইংরেজি শিখতে চায় তাদের জন্য। ২/স্কুল,কলেজ এবং আরো যারা ইংরেজির কিছু কিছু টপিক পরে পরে মাথা জ্যাম করে ফেলেছে তাদের জন্য এবং এই টপিকগুলোকে একটা সিস্টেমে আনার জন্য গুছানো একটা অসাধারণ কোর্স।সাথে pdf তো আছেই।আর কি চাই!!! অনেক অনেক ধন্যবাদ❤❤।
আমার দেখা সেরা শিক্ষক ❤️❤️ আপনাকে আল্লাহ তায়ালা যেনো নেক হায়াত দান করেন। ইংরেজি শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ❤️❤️🌹
ভেবে রেখেছি পরীক্ষা শেষ হলে ভালো করে ইংরেজি শিখবো। কিন্তু কিভাবে শিখবো ভেবে পাচ্ছিলাম না। ঠিক প্রয়োজনের সময় আপনার ইংরেজি শিখার ফুল কোর্সটি পেয়ে গেলাম তারপর আবার ফ্রি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🌺 May Allah Bless You Sir ❤️
Kisher Munzerin kothakar 10 minute scl.. Munzerin+ 10 minute scl to famous Munzerin er hashir jonno r apni to mohan apnr ei mohot uddeger jonno apni asholey sherar sherar shera Allah apnr opor tar rohmot borshito koruk..Amin..onk upokare ashlo apnr ei 9 hours course ta apnk oshongkho dhonnobaad...🥰🥰
আছছালামুআলাইকুম sir.I'm from India আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার এই class থেকে অনেক কিছু শিখেছি! আলহামদুলিল্লাহ! পোর ক্লাস করার পরে ইংরেজিতে কমেন্ট করব ইন-সা-আল্লাহ
আসসালামু আলাইকুম। কি বলবো ভাইয়্যা বলার ভাষা নেই।১৫ বছরের শিক্ষা জীবনে ইংরেজির যা বুঝতে পারিনি আপনার এই ক্লাসে বুঝতে পেরেছি।শুধু এটুকু বলবো আল্লাহ আপনাকে এর বিনিময়ে দুনিয়া আখেরাতে কল্যান দান করুক❤।
আলহামদুলিল্লাহ এই কোর্স আমি শেষ করেছি এখনই, ৪:৪৫ তারিখ ১০/০৭/২০২৪ আমার ইংরেজি শেখার আগ্রহ তৈরি হয়েছিলো মাস খানেক আগে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো পারি,,ভাইয়া আপনার জন্য অন্তর থেকে ভালোবাসা ❤️
এই কোর্স করে আমি ইংরেজি শিখার মজাটা খুজে পেয়েছি, আমি স্যারের আরেকটা কোর্স করতেছি,আমি বলি আমি এখন ইংরেজিতে ছোট্ট শিশু কিন্তু প্রায় ২ মাসে আমি এখন অনেকটা ভালো ইংলিশ বলতে পারি, আলহামদুলিল্লাহ
Timecodes: 0:00 - Introduction 11:41 - Alphabets, Vowels & Articles 27:46 - Phonics & Basic English Words 1:35:06 - Ami Diye English Kotha 2:43:28 - Persons: Tumi, Shae, Tara, Ittadi 3:12:13 - Spoken English 3:22:17 - This, That, These & Those 3:49:17 - Be, English-e Malika, I know, I like 4:14:39 - Sentence Writing Alphabet Diye 5:11:54 - English Questions Part One 5:53:05 - English Questions Part Two 6:15:43 - English Reading 6:26:34 - Basic English Verbs 6:57:31 - English Past Present Future 7:09:05 - Verb-er Roop 7:14:13 - Positive Negative 7:29:22 - Singular, Plural, Date & Time, Important Words 7:51:45 - Basic Prepositions 7:59:33 - English-e Bornona Adjectives Diye 8:22:34 - Final Story Reading 8:31:09 - Lej Lagai Sentence Banai
Ami ekjon HSC24 Batch er student amr theke class 5 er bacchao bhalo English parbe ei course ta upload kore onek bhalo korechen bhai amar moto jara English paren na ei video ta mon diye dekhen r apnader bondhu der kache share kore din jara English pare na bhaia amader jonno onek kosto korteche bhaia k support korte hobe❤❤
আলহামদুলিল্লাহ পুরো ক্লাস একবার দেখা শেষ করছি এখন ভালো করে দেখা চর্চা করা শুরু করতে হবে। আল্লাহ তায়ালা আপনাকে এই কষ্টের বিনিময় দিক আমিন। এক কথায় ইংরেজি শিখার একটা চমৎকার ক্লাস। এই ক্লাস টা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শেষ করতে পারে তাহলে আমি মনে করছি সবাই ইংরেজি শিখতে, লিখতে ও বুঝতে পারবে।
ভাই আপনি অনেক মহান। আপনি এই কোর্সের মাধ্যমে যা করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না।। ফ্রিতে এত বড় একটা কোর্স আমাদের উপহার দেওয়ার জন্য আপনার কাছে চির কৃতজ্ঞ সকল ভিউয়ার্সরা। ❤❤❤
তানভীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিয়মিত ভাগ করে করে ক্লাস টা করছি... ইনশাআল্লাহ সফল হবো। আর ক্লাসে আমার নাম সহ কিছু উদাহরণ দেয়ায় ক্লাসটা আরো বেশি উপভোগ্য হচ্ছে। ❤
এই দুনিয়াতে ফ্রিতে কিছু পাওয়া যায় না আর ভাই আপনি এত সুন্দর একটি কোর্স আমাদের জন্য ফ্রিতে দিলেন। সাধারণত আমি কোন ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপনার এই পরিশ্রম দেখে কমেন্ট না করে পারলাম না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
ভাইয়া ফ্রীতে দেয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছুটা হলে ও শিখতে পেরেছি আর ও কয়েক বার দেখলে আরও কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আমি এইস এস সি পরিক্ষাথী সব বিষয়ে রেজাল্ট ভালো হলে ও ইংলিশটা খারাপ হতো আপনার এ ভিডিওর মধ্যমে আমার অনেক উপকার হয়েছে আল্লাহ আপনার মোঙ্গল করুক।
স্যার আমি কিন্তু আপনার কোর্স শুরু করে দিয়েছি, দোয়া করবেন আমার জন্য । আমি আমার মতো করে ক্লাস করি আবার ছুটি নেই। পড়ায় মন্ না ভরলে পিছন থেকে আবার শুরু করি। এমন একটা স্বাধীন ও সঠিক ক্লাস করতে পেরে আমি ধন্য। শুকরিয়া আল্লাহর কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ স্যারের জন্য। আল্লাহ আপনাকে দির্ঘজীবি করুক ভালো রাখুক। বর্তমান পরিস্থিতি এমন যে আমরা কেউ কাউকে ভালোবাসি না, আপন ভাবিনা, বিশ্বাস করিনা। ছোট্ট পৃথিবীতে সামান্য সময়ের জন্য আমরা কেউ কারো ভালো দেখতে পারিনা। আমরা কাউকে সহযোগিতা করা তো দুরে থাক্ , ক্ষতি করতে পারলে ছাড়িনা। এই কারনে আমাদের জাতি আজ পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে স্যার আপনার এ মহান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনার এই ক্লাসের শুরুর ভুমিকা শুনেই আমি মুগ্ধ হয়েছি। আর বুঝে ফেলেছি আপনি দেশের মানুষকে কতোটা ভালোবাসেন। এমন মানুষের কাছে দেশের চাবি থাকলে দেশ কতোটা উন্নত হতো। চাবি যাদের হাতে তারা আমাদের কুকুর বিড়ালের মতো ভাবে। না হয় দেশে কতো প্রতিভা বেকার পাড়ে আছে সেগুলো নিয়ে ওনারা ভাবতো। এতে আমি খুব কষ্ট পাই আর ভাবি যে, দেশটাকে কি করা যেতো আর কোথায় নিয়ে আসলো। আপনার এই কষ্টের জন্য আল্লাহ যেনো আপনাকে হাসর, মিজা'ন, পুলসিরাত, পার করে দেয় সেই দোয়া রইলো আপনার প্রতি। আমি কেবল শুর করেছি একদম শিশু শ্রেনী থেকে। যদিও আমি শিশু শ্রেনীর ছাত্র না। 😅 আমি বেচে থাকলে এই কোর্স শেষ করবো ইনশাআল্লাহ।
ইংলিশ শিখার আমার কাছে নেশা হয়ে গিয়েছিল কিন্তু কোন ভালো গাইড লাইন পাচ্ছিলাম না ।কোনো ভালো টিচার পাচ্ছিলাম না তাছাড়া ফ্রীতে কোন ক্লাস অথবা কোন কোর্স কেউ দেয়নি কিন্তু আপনার এই কোর্সটা দেখে আমি অনেক আনন্দিত হয়েছি ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করি আপনি অনেক এগিয়ে যান আর আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে ইংলিশ শিখতে পারি আপনার এই কোর্সটা করে যাতে ইংলিশ শিখতে পারি আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ একদিন আপনার এই ভিডিওটা বাংলাদেশের সেরা ভিডিও হিসেবে গণ্য করা হবে। আপনাদের মত মানুষের জন্য বাংলাদেশটা একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ❤❤❤❤❤
Jibone ai rokom akjon teacher paila British der moto English Kota bolte partam. apni to sate pdf diyecen. Masa Allah Bhai....Bhai Allah Apnake sob somoy valo & susto rakuk. Apnar Family o jano sob somoy valo thake ai duya kori. Love you bhai ❤️
আপনাকে আল্লাহ তায়ালা যেনো নেক হায়াত দান করেন। একটা মানুষ কতোটা মহান হলে এরকম একটা মুল্যবান কোর্স এবং তার পিডিএফ ফ্রিতে দিতে পারে l ইংরেজি শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ll
Assalamualaikum, prio sir. আপনার প্রশংসা না করে পারিনা।আল্লাহ আপনাকে উত্তম খাজানা,সুস্ততা দান করুন।আপনি অনেক বড় মনের মানুষ।এতো সুন্দর করে ক্লাস গুলো গুচিয়েছেন যাতে মানুষ সহজে বঝতে পারে।আপনার প্রতি শ্রদ্ধাশীল, কৃতজ্ঞতা প্রকাশ করচি।
একটা মানুষ কতটা মহৎ হলে এইরকম কিছু করতে পারেন! আপনাকে অনেকে অনেকে ধন্যবাদ! আরো অনেক দূর এগিয়ে জান দোয়া করি! সত্যি কেউ এমনটা করে না! এইরকম একটা ক্লাস ফ্রী! সত্যি অনেক বড় মনের মানুষ আপনি! আপনি এগিয়ে জান আমরা আপনার পাশে আছি!😊🖤 সারারণত আমি কোনো ভিডিও তে কমেন্ট করিনা বললেই চলে কিন্তুু এই ভিডিও টিতে না করে পারলাম না! Love from Chattogram/.!!🖤🫶
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কোর্স আমাদের উপহার দেওয়ার জন্য। ঈদের বেস্ট উপহার এটি। আল্লাহ আপনার মঙ্গল করুক। মন থেকে আপনার জন্য দোয়া রইল স্যার।
আমার PuroPuri English Shikhi Package নিয়ে জানতে ও Free 323 Page PDF Download করতেঃ
englishboli.com/323-page-pdf-book-kichui-pari-na-english-course/
My instagram : Teyder_
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমার মনে হচ্ছে অনেকেই হয়তো পিডিএফ তা ডাউনলোড করবে কিন্তু পুরোটাই খুব ভালো ভাবে শেষ এবং প্রাকটিস করতে পারবে না তাই সবাই মিলে সবাই সবাইকে হেল্প করি একটা ফেইসবুক চ্যাট গ্রুপ মেক করে।
Jazakallah Khairan
pdf ta asa na 403 dakhai
pdf dawonlod hoica ki
@@absar_25
এই দুনিয়াতে ফ্রিতে কিছু পাওয়া যায় না আর ভাই আপনি এত সুন্দর একটি কোর্স আমাদের জন্য ফ্রিতে দিলেন । সাধারণত আমি কোন ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপনার এই পরিশ্রম দেখে কমেন্ট না করে পারলাম না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
আমীন। সাথে এই দুআ ও করি যে, আল্লাহ্ তা'য়ালা যেন উনাকে পরিপূর্ণ হিদায়াতের পথে পরিচালিত করুন আমীন।
আসলেই ভাইকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতেছিনা🥺
Amin❤
Amin 💞💞💞💞
@@Gurabaa-333Amin
আমার জীবনের প্রথম দেখলাম এতো সহজ করে কোন শিক্ষক এ ভাবে সহজ পদ্ধতিতে শিকায়,,,স্যালুট স্যার।
❤❤❤❤❤❤❤
ক্যামন লাগলো এবং ক্যামন উন্নতি হলো আপনার যদি বলতেন
Vai English moja akta youtub channel ace se khub valo kore english sikhay free
❤❤❤
❤
একটা মানুষ কতোটা মহান হলে এরকম একটা মুল্যবান কোর্স এবং তার পিডিএফ ফ্রিতে দিতে পারে🤔❤️❤️❤️ Love from Khulna ❤
❤
Ahi te onar ei lab karon aro publicity besi hobe unar popularity aro barbe
Publicity Barle ki Hoice ekjon manush e Oto Ta Bujaiah Shikayro OKtA Boro Bishoy
@@nuruddin8014
❤
@@nuruddin8014 unar somporke apnar darano nei.. Unnar fb te jothesto follwer ache.. Ar popularity er jonno ar kawke to dekhlam na je 8 hours + kostho kore video upload dite.. Negative chinta vhabna bad din
আমার জীবনের প্রথম দেখলাম এতো সহজ করে কোন শিক্ষক এ ভাবে সহজ পদ্ধতিতে শিক্ষায়,,,স্যালুট স্যার।💞💞💞
আলহামদুলিল্লাহ পুরো ক্লাস একবার শেষ করে দ্বিতীয়বার শুরু করেছি। এককথায় ভিডিওটি অসাধারণ! আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
@@mr.legend368yeah🤡
আমার এখানে ডাউনলোড হচ্ছে না,প্লিজ পিডিএফ গুলো দিয়ে কি একটু হেল্প করবেন।
Feedback kemon pelen?
@@jannatulferdous4294 Ashim D Fbi te asen messenger a dea dibo apnk
আপনি কি এখন ইংলিশ এ বেসিক কথা বলতে পারেন?
যত টুকু দেখেছি
এটা আমার দেখা সব ছেড়ে কার্যকর ভিডিও ছিল।
আপনি মানুষের জন্য উদার ও মানবিক হয়েছেন।
আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও উত্তম জাজা দান করুন।
Amin
ভাই আপনি কি একেবারে ইংলিশ পারতেন না? আর এখন এই ক্লাসটা দেখার পর কি কিছুটা ইমপ্রুভ হয়েছে?
অনেকে অনেক কিছু লিখেছে৷ আমি শুধু এটাই বলব এই চমৎকার কাজের বিনিময়ে আল্লাহ যেনো আপনার সকল গুনাহ ক্ষমা করে দেন আমিন৷ কারণ আল্লাহ আমাদের যা কিছু দিবেন৷ তার মধ্যে সব থেকে বড় পুরুশ্কার হচ্ছে ক্ষমা৷ আপনি অনেক মানুষ কে উপকার করেছেন৷ যার কারনে আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ৷
আমার মতে, এই ভিডিওটা একটা ছোট্ট শিশু দেখলে
সেও English ভাষাটা বুঝে যেতে পারবে, এতটাই সুন্দর করে বুঝিয়েছেন ভাই আপনি❤Take love my brother❤
চারদিকে ইংলিশ নিয়ে ব্যাবসার মাঝে আপনি ফ্রীতে দিয়ে দিচ্ছেন..
আপনি সত্যিই মহান ভাই ❤
❤❤❤❤sir ❤❤❤❤
তিনি খুব সুন্দর একটি স্যার
😮😂🎉🎉
He is Very good sir,
❤❤❤❤
এত সুন্দর করে কেউ বুঝায়😮😮তাও আবার প্রথম থেকে!!আপনাকে অসংখ্য ধন্যবাদ,, একটা মানুষ কতটা মহান হলে ফ্রি এভাবে বুঝায়!!
আমি ২০২৪ এসএসসি ব্যাচের ছাত্র। বিশ্বাস করেন অনেক কিছু শিখতে পেরেছি। অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
ওমা তাই আমিও😂
❤❤❤ insallah
sm
নয় ঘন্টার ভিডিও কে দেখচে ভাই 😮😮😮
@@ChowdhurySiam146 আস্তে আস্তে দেখবেন সময় নিয়ে।আপনি যদি ২মিনিট এ ইংরেজি শিখতে চান সেটা তো সম্ভব না তাই না।
ক্লাস দেকে আমি অবাক হইলাম,,এতো সহজে ও ইংলিশ শিক্ষায় কোন শিহ্মক,তা ও আবার ফ্রি,,আমার মন এর গভীর থেকে দোয়া আসে স্যার আপনার জন্য,,ক্লাস যত দেখি ততো মুগ্ধ হই,,,,,,
এখোনো ক্লাস টা করিনি কিন্তু মনে হচ্ছে এইবার সব চিন্তা দূর হবে ইনশা আল্লাহ।
অনেক অনেক কৃতজ্ঞতা স্যার।😊
ইনশাআল্লাহ
ভাই আপনি কি একেবারে ইংলিশ পারতেন না? আর এখন এই ক্লাসটা দেখার পর কি কিছুটা ইমপ্রুভ হয়েছে?
ভাইয়া চতুর্দিকে ইংলিশ শিখানোর নামে ব্যবসা চলতেচে। অনেকের সামর্থ্য নেই সেই কোর্স করার।তাই অনেকে পিছিয়ে রয়েছে। আর এই সব কিছুর উর্ধ্বে আপনি শিখানোর নামে ব্যাবসার মাঝে এসে এত সুন্দর একটা চিন্তা ভাবনা করেছেন তার তুলনা হয় না। আপনি ফ্রি কোর্স দিয়েছেন যার ফলে অনেকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম।
ভাইয়া আপনি আসলেই মহান। আমিও উপকৃত হলাম।
আপনার প্রতি চিরকৃতজ্ঞ।।
কোথায় ফ্রি। ৫০০০ হাজার দিয়ে কিনতে হবে
Kom hola kinte partam ato@@ambh5492
ভাই কিসের ১০ মিনিট স্কুল আপনিই সেরা❤🎉🎉
Hmm ☺️
R8 10 mnt school sob course.. Book bikri kore free te tmn sikhar moto kicui den na.. Onk din 10 mnt school e o regular chilam
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
@@AkiburRohman-g4yফুল কোর্স আছে
কাউকে অপমান করা উচিৎ নয়
আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, স্যার..
জাস্ট অসাধারণ একটা সেশন ছিল✨
একজন মানুষের মন কতটা পবিত্র হলে এরকম সুন্দর করে সকলকে বুঝিয়ে দিতে পারেন। তা আজ আপনার থেকে শিখলাম আপনাকে অনেক ধন্যবাদ স্যার❤❤❤❤
কিভাবে ধন্যবাদ দেওয়া যায় তার ভাষা আমার জানা নাই। শুধুমাত্র এইটা চাইব আপনি যেখানে থাকেন ভালো এবং সুস্থ্য থাকেন। ❤❤
আমিন
sikhte perechen?
একদিন এই কোর্সটা বাংলাদেশের সেরা ইংলিশ কোর্স হবে।ইনশাআল্লাহ।
১ বছরের মধ্যে ১০ মিলিয়ন পূরণ হবে।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা কোর্স উপহার দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ আরো ভালো কিছু উপহার দিবেন🥰🌼❤️আপনার জন্য মন থেকে দোয়া রইল 🖤
ওহ❤
I have finished the course. My beloved sir, Thank you so much. This course is very helpful for me. I want to declare to everyone this is the number one English learning course in Bangladesh.❤
This course was very helpful for me and I will start the "puru puri English course" very soon.❤❤
0:00 - Introduction
11:41 - Alphabets, Vowels & Articles
27:46 - Phonics & Basic English Words
1:35:06 - Ami Diye English Kotha
2:43:28 - Persons: Tumi, Shae, Tara, Ittadi
3:12:13 - Spoken English
3:22:17 - This, That, These & Those
3:49:17 - Be, English-e Malika, I know, I like
4:14:39 - Sentence Writing Alphabet Diye
5:11:54 - English Questions Part One
5:53:05 - English Questions Part Two
6:15:43 - English Reading
6:26:34 - Basic English Verbs
6:57:31 - English Past Present Future
7:09:05 - Verb-er Roop
7:14:13 - Positive Negative
7:29:22 - Singular, Plural, Date & Time, Important Words
7:51:45 - Basic Prepositions
7:59:33 - English-e Bornona Adjectives Diye
8:22:34 - Final Story Reading
8:31:09 - Lej Lagai Sentence Banai
❤
❤
eta already description box e diya ache...
1:35:10
❤
সব কমেন্ট দেখে আমারই মন ভরে যাচ্ছে,সত্যি ভাল কাজের এ প্রাপ্তির অনুভূতি কিযে শান্তির,সবাই বুঝবে না।
আল্লাহ্ আপনার ভালো করুন।😊❤
জাযাকাল্লাহু খইরন ভাই।
আল্লাহ আপনার এই পরিশ্রম কবুল করুন।
জাযাকাল্লাহ খাইরান , আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেন
সাধারণত আমি কোন ভিডিওতে কমেন্ট করি না, একটা মানুষ কতটা মহান হলে এরকম একটা মুল্যবান কোর্স এবং তার পিডিএফ ফ্রিতে দিতে পারে? ❤❤
kibhabe pabo free course ti?
উনাকে মহান বলা ঠিক হয় নাই।
" অনেক বড় মনের মানুষ" বলতে পারতেন।
Amar ak friend amar kace 2000 hazar taka nicilo
Or kace course ace nki
Tahole ata free paowya jay
আমি এখন পর্যন্ত দেখি নাই যে ইউটিউব এর হিস্ট্রিতে ,এত সাবলীল ,প্রাঞ্জল, সহজে বোধগম্য পাশাপাশি প্রমাণিত সেই সকল ছাত্রদের দ্বারা যারা ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত উন্নতি করেছে, এইরকম একটা কোর্স আমাদেরকে ফ্রিতে উপহার দিয়েছেন।
অনেক অনেক শুভকামনা ।
দোয়া করি আপনার এই ইংরেজি শেখার যাত্রা সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাক।
আছে English moja চ্যানেলে যান basic to advance level প্রযন্ত আছে
Really
আমি সত্যিই কখনো কল্পনা করিনি যে এরকম মানুষও এখনো সমাজে আছে। যেখানে ইউটিউব এ সব ধান্ধাবাজ দিয়ে বরে গেছিলো। দোয়া রইলো আপনার জন্য স্যার ❤
ভাই কি যে উপহার দেই আপনাকে বুঝতে পারছি না.. এত সুন্দর ক্লাস কিভাবে একটা মানুষ করতে পারে।love you brother and you very talent am living in Saudi Arab 🇸🇦
you see my comment
ভাই আপনি কি একেবারে ইংলিশ পারতেন না? আর এখন এই ক্লাসটা দেখার পর কি কিছুটা ইমপ্রুভ হয়েছে?
সত্যি আপনি মহান ভাই, এতো মহান অনুদানের মাধ্যমে আপনার মহান ব্যক্তিত্বের পরিচয় দিলেন, আল্লাহ আপনার ভালো করুক।
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
আপনা ৮:৪৭:৩২ সেকেন্ডের এই সময়টা যে কিভাবে শেষ হয়ে গেলো বুঝতে পারলাম না।আমার কাছে মনে হলো এতো ইজি ভাবে দুনিয়ার কেউ শিখাতে পারবে না। তা ও একদম ফ্রীতে। অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন❤️
apni ki akn paren sob
😁😁@@anisurrahmanatik9706
@@anisurrahmanatik9706 ঘণ্টা 😂 একবারে বেসিক ইংলিশ😂
সাহস নিয়ে শুরু করে
দিলাম ভাইয়া
আপনার বুঝানোর ধরন ভালো
ভাইয়া আপনি আমাকে অনেক হেল্প করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
ইনশাআল্লাহ রমজানে শেষ করেফেলবো।
ধন্যবাদ রমজানের বেস্ট গিফট।
আপনার ফেসবুক পেইজ ফলো করার ফল।❤️❤️❤️
Sem brother
ওনার ফেসবুক পেইজ টা লিংক কেউ দিবেন?
ইউটিউবে ইংলিশ শেখার জন্যে ভিডিও খুজে ফিরছিলাম। এবং আমি হলফ করে বলতে পারি, এটাই হলো অন্যসব ভিডিও থেকে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও।
hi
আসুন আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি
@@MehediHasan-nt2wwhiii
@@anishaparbin9953 Hlw
Hi Bro
অনেক ভিডিও দেখেছি ইউটিউব এ এরকম,কিন্তু ইনার মতো এত সুন্দর করে কেউ বুঝিয়ে বলেনি।আমি রোজ 15 থেকে 20 মিনিট করে এই ভিডিও টা দেখছি এবং খাতায় লিখে প্র্যাকটিস করছি।আমি এই কোর্স টা সম্পূর্ন করবো।এ পর্যন্ত 2 ঘণ্টা পূরণ করেছি। আশা করি আমি অনেক কিছু শিখবো।সবাই দোয়া করো আমি যেন এই কোর্স টা সম্পূর্ন করতে পারি।আর যিনি এতো সুন্দর এই কোর্স টা আমাদের সকলের জন্য ফ্রীতে উপহার দিয়েছেন তার প্রতি আমার রইলো অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️
All the best brother❤️
Vai apne to shaiii. atto effort dea english shikhaitesen apnar moto lok onek dorker ai deshe shartho hin manush ❤❤❤❤
আমি কাউকে কমেন্ট করি না শুধু আপনাকে ই করলাম আপনি আসলে মহান একটা মানুষ.. 🤍🤍🤍🥰🫶
Same to you
❤ same too
Hi dear English learner, I am also an English Teacher from SYLHET. You might find my videos very useful for improving your English...
আপ্নি সত্তো বলচেন তো
আমার মন্তব্য কিচু মনে কোরো না ভাই কিচু খারাপ বোল্লা মাফ কোরে দেবন
আমি অনেকদিন যাবত ইংলিশ শেখার চেষ্টা করতেছি।
কিন্তু কোনভাবেই কোন কিছু করে উঠতে পারতাম না ইউটিউব থেকে দেখেছি বই কিনেছি কিন্তু কোনটা পরে কোনটা হবে বা এরকম কোন শিখতে পারিনি।
কিন্তু এখানে একদম হাতে-কলমে এবিসিডি থেকে শেখানো হচ্ছে আপনারা সবাই যারা ইংলিশ শিখতে চান ওনাকে ফলো করতে পারেন আমার খুবই ভালো লাগছে।
আর ফ্রিতে এরকম একটা পিডিএফ দিয়েছে এটা খুবই মূল্যবান ।
ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤
Listening practice koren
Pdf download hoyna kno
ইউটিউবে দেখা আমার সবচেয়ে ইংলিশ টিচার মধ্যে একজন "তানভীর ভাইয়া।
সে যদি এই এই কোর্সটি পেইড করে বিক্রি করতো তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতো কিন্তু সে করে নাই যারা টাকার অভাবে কোর্স করতে পারে না।
কোর্স করলেও ভালোভাবে শিখতে পারেনা। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে।
আমি অনেকদিন ধরেই ইংলিশ শিখতে চাচ্ছি ফ্রিতে কিন্তু সঠিক ভিডিও না পাওয়ার কারণে শিখতে পারি নাই।
কিন্তু এখন আর চিন্তা নাই আমাদের পাশে আছে তানভীর ভাইয়া।
যে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুজে পাচ্ছি না আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বুক ভরা ভালবাসা রইল। ভাইয়া আপনি চালিয়ে যান। আমরা সবাই আপনার পাশে আছি। ইনশাআল্লাহ
দারুন ভাবে ইংলিশ পরাচ্ছ দাদা এই ভাবে সবার কাছে শিক্ষার হার ছড়িয়ে দাও সবার বোঝানোর ক্ষমতা এত সুন্দর ভাবে থাকে না যা আপনার মধ্যে আছে আপনার মত মানুষ এই বর্তমান সমাজে খুব কম দেখা যায় যে কেউ এত সুন্দর করে ইংলিশ গুছিয়ে শেখায় একদম প্রথম থেকে ... আমি খুবই প্রসন্ন হয়েছি আপনার ইংলিশ শেখানোর মুগ্ধতায় । এই ভাবে আপনার আমি কিছু পারিনা English course channel এর মাধ্যমে সবাই যাতে নিজেকে আরও আপডেট করতে পারে নতুন প্রজন্মের সমাজের কাছে তারাও শিখুক আর যেনো অপরকেও শেখায় । এই ভাবে এগিয়ে যান আপনি আরো উন্নত হোক আপনার channel এই কামনা করি ❤❤😊
Hi dear English learner, I am also an English Teacher from SYLHET. You may find my videos very useful for improving your English...
কল্পনা করা যায় একটা মানুষ এমন একটা ক্লাস ফ্রিতে দিয়ে দিলো।
ভাইয়ের মানসিকতা একদম উপরের লেভেলের।
i agree with you
এমন একটা কোর্স সপ্নে দেখতাম। love you vaiya❤
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ | আপনার এই উত্তম কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমীন।
জাযাকুমুল্লাহ খয়রান স্যার!
আল্লাহ তা'আলা আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন কুরআন সুন্নাহর পথে পরিচালিত করেন আমীন 🤲🏼❤
একটা মানুষ কতোটা মহান হলে এরকম একটা মুল্যবান কোর্স এবং তার পিডিএফ ফ্রিতে দিতে পারে🤔❤️❤️ Love You bhai
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
অনেক অনেক ধন্যবাদ স্যার আমার জীবনে কোনদিন এত্ত ভালো শিক্ষক দেখিনি যে সব বিষয় গুলা পানির মতো সহজ করে আমাদের উপহার দিলেন চমৎকার হয়েছে আপনার এই ফ্রী Course আমাকে হাত ধরে ধরে ইংলিশ শিখালো আমি আপনার প্রতি চিরঋিনি আবারও ধনন্যবাদ
১বছরে অনলাইনে দিন রাত পড়ে শাফিন স্যার, শোভন স্যার ও রোবায়েদ স্যারের কাছে যা শিখতে পারিনি, তানবির স্যারের ৮ঘন্টা ৪৭ মিনিটের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল।
Hi dear English learner, I am also an English Teacher from SYLHET. You might find my videos very useful for improving your English...
Thik bolcen
Seriously ? 😮
Can you speak fluently now?
@@EnglishTunesNaturally
সুন্দর ও উদার মন ঈমানদার ব্যক্তির লক্ষণ।
আপনার এই ভালো কাজের জন্য, মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
অসাধারণ একটা কোর্স। আমি নিজেও একজন ইংলিশবলির স্টুডেন্ট ছিলাম। প্রথম দিকের স্টুডেন্ট হওয়ায় তখন এতটা গুছানো কিছু ছিলোনা। সবচেয়ে অবাক হলাম এইরকম একটা গুছানো কোর্স ফ্রিতে দেওয়া হলো। যেখানে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান বা কোন স্কুল কলেজ দিবেনা। আর ব্যক্তি হিসেবে ভাই আপনি অসাধারণ।
স্যার সত্যি আপনার প্রশংসা বলে শেষ করা যাবে না, একথায় আপনার তুলনা হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দীর্ঘজীবি করুন। আমীন।
কোর্স শেষ করেছি,এত ভালো মানের কোর্স যা বলার মতো নয়।এক কোর্সেই প্রায় সব কিছু।
১/যারা একদম শুরু থেকেই ভালোভাবো মনযোগ ধরে রেখে ইংরেজি শিখতে চায় তাদের জন্য।
২/স্কুল,কলেজ এবং আরো যারা ইংরেজির কিছু কিছু টপিক পরে পরে মাথা জ্যাম করে ফেলেছে তাদের জন্য এবং এই টপিকগুলোকে একটা সিস্টেমে আনার জন্য গুছানো একটা অসাধারণ কোর্স।সাথে pdf তো আছেই।আর কি চাই!!!
অনেক অনেক ধন্যবাদ❤❤।
Alhamdulillah apnr jonno onk vlobasha roilo ❤😊
Free cowrs kibabe pabo baiya
Vai free course ki vabe pabo plz bolben
Playstore gia pdf app download kore nin tarpore ai videor full curs pdf kore nin. Videor niche dakhen free pdf deua ache
আমার দেখা সেরা শিক্ষক ❤️❤️
আপনাকে আল্লাহ তায়ালা যেনো নেক হায়াত দান করেন।
ইংরেজি শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ❤️❤️🌹
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।আলহামদুলিল্লাহ । জাজাকুল জাযাকুমুল্লাহু খাইরান ।আল্লাহ সুবহানাতায়ালা আপনার এই শিক্ষার জ্ঞানকে আপনার আখেরাতে দুনিয়াতে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমীন
চট্টগ্রাম থেকে দেখছি❤
ভেবে রেখেছি পরীক্ষা শেষ হলে ভালো করে ইংরেজি শিখবো। কিন্তু কিভাবে শিখবো ভেবে পাচ্ছিলাম না। ঠিক প্রয়োজনের সময় আপনার ইংরেজি শিখার ফুল কোর্সটি পেয়ে গেলাম তারপর আবার ফ্রি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🌺 May Allah Bless You Sir ❤️
Hi dear English learner, I am also an English Teacher from SYLHET. You might find my videos very useful for improving your English...
Hi
❤❤@@englishwithzulkar
@@MdMarufHossin-h2l did you see?
Full class ta kih korcen?
কুমিল্লা থেকে বলছি আপনি অনেক ভালো মানুষ ❤❤❤❤❤
Sesh kore shikhte perechen
Amio cumilla r meye
সেরার সেরা ভাই আপনি, আল্লাহ কিছু কিছু মানুষকে যাকে নেক বান্দা হিসেবে পাঠায় দুনিয়াতে, যেরকম আপনি একটা উদার মনের,I respect brother and love you ❤
ভাইয়া মন থেকে ধন্যবাদ।❤ এত মূল্যবান কোর্স সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য! ইন শা আল্লাহ্ একদিন এর প্রতিদান পাবেন।
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
আসসালামু আলাইকুম স্যার❤️❤️
আপনি আমাদের এতো সুন্দর একটা ভিডিও ফ্রিতে দিছেন। আপনাকে যে কীভাবে ধন্যবাদ দিব, ভাষা খুজে পাইতেছি না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন যেনো (আমিন) ............(সকল প্রশংসা আল্লাহ তায়ালার, তিনিই মহান)
Kisher Munzerin kothakar 10 minute scl.. Munzerin+ 10 minute scl to famous Munzerin er hashir jonno r apni to mohan apnr ei mohot uddeger jonno apni asholey sherar sherar shera Allah apnr opor tar rohmot borshito koruk..Amin..onk upokare ashlo apnr ei 9 hours course ta apnk oshongkho dhonnobaad...🥰🥰
শুরু করলাম ইনশাআল্লাহ
আছছালামুআলাইকুম sir.I'm from India আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার এই class থেকে অনেক কিছু শিখেছি! আলহামদুলিল্লাহ! পোর ক্লাস করার পরে ইংরেজিতে কমেন্ট করব ইন-সা-আল্লাহ
আসসালামু আলাইকুম। কি বলবো ভাইয়্যা বলার ভাষা নেই।১৫ বছরের শিক্ষা জীবনে ইংরেজির যা বুঝতে পারিনি আপনার এই ক্লাসে বুঝতে পেরেছি।শুধু এটুকু বলবো আল্লাহ আপনাকে এর বিনিময়ে দুনিয়া আখেরাতে কল্যান দান করুক❤।
আমার দেখা সেরা শিক্ষক,,, দোয়া রইল।আল্লাহ উওম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
আলহামদুলিল্লাহ এই কোর্স আমি শেষ করেছি এখনই, ৪:৪৫ তারিখ ১০/০৭/২০২৪ আমার ইংরেজি শেখার আগ্রহ তৈরি হয়েছিলো মাস খানেক আগে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো পারি,,ভাইয়া আপনার জন্য অন্তর থেকে ভালোবাসা ❤️
আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন এখন?
😂
Apnar kotoden lagselo ai course tah complete vabe sekhtee
এই কোর্স করে আমি ইংরেজি শিখার মজাটা খুজে পেয়েছি, আমি স্যারের আরেকটা কোর্স করতেছি,আমি বলি আমি এখন ইংরেজিতে ছোট্ট শিশু কিন্তু প্রায় ২ মাসে আমি এখন অনেকটা ভালো ইংলিশ বলতে পারি, আলহামদুলিল্লাহ
@@EnglishTunesNaturally একটা কোর্সে সম্ভব না but ২ মাসে যা শিখেছি তা offline ২ টা ফুল কোর্স করেও আমার সম্ভব হতো না
Timecodes:
0:00 - Introduction
11:41 - Alphabets, Vowels & Articles
27:46 - Phonics & Basic English Words
1:35:06 - Ami Diye English Kotha
2:43:28 - Persons: Tumi, Shae, Tara, Ittadi
3:12:13 - Spoken English
3:22:17 - This, That, These & Those
3:49:17 - Be, English-e Malika, I know, I like
4:14:39 - Sentence Writing Alphabet Diye
5:11:54 - English Questions Part One
5:53:05 - English Questions Part Two
6:15:43 - English Reading
6:26:34 - Basic English Verbs
6:57:31 - English Past Present Future
7:09:05 - Verb-er Roop
7:14:13 - Positive Negative
7:29:22 - Singular, Plural, Date & Time, Important Words
7:51:45 - Basic Prepositions
7:59:33 - English-e Bornona Adjectives Diye
8:22:34 - Final Story Reading
8:31:09 - Lej Lagai Sentence Banai
Good job
Ami ekjon HSC24 Batch er student amr theke class 5 er bacchao bhalo English parbe ei course ta upload kore onek bhalo korechen bhai amar moto jara English paren na ei video ta mon diye dekhen r apnader bondhu der kache share kore din jara English pare na bhaia amader jonno onek kosto korteche bhaia k support korte hobe❤❤
Apni ki class ta sompuno korchen
@@rodelajannat7725 Hae apni?
Hae apni@@rodelajannat7725
Hsc 2023 😞👍 @AnnikaTabassum-sh6yh
Brother, after watching your video, I can speak English much better than before
আলহামদুলিল্লাহ পুরো ক্লাস একবার দেখা শেষ করছি এখন ভালো করে দেখা চর্চা করা শুরু করতে হবে।
আল্লাহ তায়ালা আপনাকে এই কষ্টের বিনিময় দিক আমিন।
এক কথায় ইংরেজি শিখার একটা চমৎকার ক্লাস। এই ক্লাস টা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শেষ করতে পারে তাহলে আমি মনে করছি সবাই ইংরেজি শিখতে, লিখতে ও বুঝতে পারবে।
Kemon lagcy apuu??
ভাই আপনি অনেক মহান। আপনি এই কোর্সের মাধ্যমে যা করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না।। ফ্রিতে এত বড় একটা কোর্স আমাদের উপহার দেওয়ার জন্য আপনার কাছে চির কৃতজ্ঞ সকল ভিউয়ার্সরা। ❤❤❤
আলহামদুলিল্লাহ ধৈর্য শক্তি নিয়ে মন দিয়ে পুরো ক্লাসগুলো দেখলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া❤
মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন❤
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
এত মুল্যবান একটি কোর্স আপনি ফ্রিতে দিয়েছেন।
আমি ইংরেজি বেশি বুঝি না কিন্তু ভাইয়া আপনার এত সুন্দর কোর্স দেখে আমার শিখার আগ্রহ দিগুণ বেরে গিয়েছে ❤❤ ধন্যবাদ ভাইয়া ❤❤❤
আমি কোনদিন কোন ইংলিশ ক্লাস সম্পূর্ণ করিনি ।কিন্ত আপনার আট ঘন্টা ক্লাস শেষ করেছি। আলহামদুলিল্লাহ মনে হয় অনেক কিছু রিভিউ হয়েছে। ধন্যবাদ ভাই।
ভাই আপনি সেরা শিক্ষক কারণ আমার মত দুর্বল একটা ছাত্রকেও ইংলিশ শিখিয়ে দিলেন ❤❤❤
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার পিডিএফ টা আমি পড়েছি অনেক সুন্দর। এটা ইংলিশ শেখার জন্য খুবই খুবই সহায়ক❤❤❤।
পেইড কোর্সটা করে কি আপনি এখন সম্পূর্ণভাবে ইংরেজি স্পিকিং শিখতে পেরেছেন?
@@KhatijaAkter-w7l আমি পেইড কোর্স করিনি আপু। আমি ফ্রি কোর্সের যে পিডিএফ টা আছে সেইটাই পরে অনেক ইম্প্রুভ হয়েছে।
নতুনদের জন্য বাংলাদেশের ইতিহাসের সেরা Course
তানভীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি নিয়মিত ভাগ করে করে ক্লাস টা করছি...
ইনশাআল্লাহ সফল হবো।
আর ক্লাসে আমার নাম সহ কিছু উদাহরণ দেয়ায় ক্লাসটা আরো বেশি উপভোগ্য হচ্ছে। ❤
ভাইয়া হাজার হাজার টাকা খরচ করে ও এত কিছু শিখতে পারি নাই। আপনি অনেক ভালো,আল্লাহ আপনাকে ভালো রাখুক,,,,,আমীন
আনেক ধন্যবাদ চাঁদপুর থেকে❤🎉
ধন্যবাদ ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করলেন 🥰🥰
এর চেয়ে বেস্ট ক্লাস কেউ বোধহয় করতে পারেনি।ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। এগিয়ে যান৷
Kemon sikhlen bhai?
চলছে ক্লাস রাত ২টা,তাও মনের মধ্যে কোনো অলসতা আসে নাই,এটাই ভাইয়ার ক্রেডিট। ধন্যবাদ ভাইয়া।🥹
Same 1 tay rate Academic pora ses kore video Start kori
@@tamannaalam-ti9qe 💝💝
@@tamannaalam-ti9qe ki obostha ekhn?
Kothotuku shiklen ektu share korben.
এই দুনিয়াতে ফ্রিতে কিছু পাওয়া যায় না আর ভাই আপনি এত সুন্দর একটি কোর্স আমাদের জন্য ফ্রিতে দিলেন। সাধারণত আমি কোন ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপনার এই পরিশ্রম দেখে কমেন্ট না করে পারলাম না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
ভাইয়া ফ্রীতে দেয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
কিছুটা হলে ও শিখতে পেরেছি
আর ও কয়েক বার দেখলে আরও কিছু শিখতে পারবো
ইনশাআল্লাহ
আমি এইস এস সি পরিক্ষাথী সব বিষয়ে রেজাল্ট ভালো হলে ও ইংলিশটা খারাপ হতো আপনার এ ভিডিওর মধ্যমে আমার অনেক উপকার হয়েছে
আল্লাহ আপনার মোঙ্গল করুক।
স্যার আমি কিন্তু আপনার কোর্স শুরু করে দিয়েছি, দোয়া করবেন আমার জন্য । আমি আমার মতো করে ক্লাস করি আবার ছুটি নেই। পড়ায় মন্ না ভরলে পিছন থেকে আবার শুরু করি। এমন একটা স্বাধীন ও সঠিক ক্লাস করতে পেরে আমি ধন্য। শুকরিয়া আল্লাহর কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ স্যারের জন্য। আল্লাহ আপনাকে দির্ঘজীবি করুক ভালো রাখুক। বর্তমান পরিস্থিতি এমন যে আমরা কেউ কাউকে ভালোবাসি না, আপন ভাবিনা, বিশ্বাস করিনা। ছোট্ট পৃথিবীতে সামান্য সময়ের জন্য আমরা কেউ কারো ভালো দেখতে পারিনা। আমরা কাউকে সহযোগিতা করা তো দুরে থাক্ , ক্ষতি করতে পারলে ছাড়িনা। এই কারনে আমাদের জাতি আজ পিছিয়ে আছে।
এমন পরিস্থিতিতে স্যার আপনার এ মহান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনার এই ক্লাসের শুরুর ভুমিকা শুনেই আমি মুগ্ধ হয়েছি। আর বুঝে ফেলেছি আপনি দেশের মানুষকে কতোটা ভালোবাসেন।
এমন মানুষের কাছে দেশের চাবি থাকলে দেশ কতোটা উন্নত হতো। চাবি যাদের হাতে তারা আমাদের কুকুর বিড়ালের মতো ভাবে। না হয় দেশে কতো প্রতিভা বেকার পাড়ে আছে সেগুলো নিয়ে ওনারা ভাবতো। এতে আমি খুব কষ্ট পাই আর ভাবি যে, দেশটাকে কি করা যেতো আর কোথায় নিয়ে আসলো।
আপনার এই কষ্টের জন্য আল্লাহ যেনো আপনাকে হাসর, মিজা'ন, পুলসিরাত, পার করে দেয় সেই দোয়া রইলো আপনার প্রতি।
আমি কেবল শুর করেছি একদম শিশু শ্রেনী থেকে। যদিও আমি শিশু শ্রেনীর ছাত্র না। 😅 আমি বেচে থাকলে এই কোর্স শেষ করবো ইনশাআল্লাহ।
Perechen shikhte
please give me your phone number bro
প্রথম কারো কমেন্ট বক্সে শতে শতভাগ কমেন্ট পজিটিভ
অসাধারণ সুন্দর আপনার বুজানোর দক্ষতা,
মানুষ হিসেবেও আপনি অতি অসাধারণ ❤❤❤❤❤♥️♥️
এমন কোর্স টাকা দিয়ে পাওয়া জায়না অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার মতো এতো উদয়বান ব্যক্তি আমি লাইফে দেখি নাই, তবে আমরা মনে হয় অতি শিগগিরই ইংলিশ শিখতে পারবো ইনশাআল্লাহ
এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করুক!
আমিন
আমিন
এই স্যার এর English পেইড কোর্সটি আমার কাছে রয়েছে ✨ অল্প টাকায় 💸💸 নিতে পারবেন
দাদা আমি ইন্ডিয়া 🇮🇳 থেকে বলছি সত্যি তুমি মহান এত বড় পিডিএফ ফ্রী তে দিচ্ছ thank you very much
Amio bhai india theke dekhchi r dada onek valo vabe bujhai sotti ❤🇮🇳
@@HinduxSena exactly vai ,
Amio
ইংলিশ শিখার আমার কাছে নেশা হয়ে গিয়েছিল কিন্তু কোন ভালো গাইড লাইন পাচ্ছিলাম না ।কোনো ভালো টিচার পাচ্ছিলাম না তাছাড়া ফ্রীতে কোন ক্লাস অথবা কোন কোর্স কেউ দেয়নি কিন্তু আপনার এই কোর্সটা দেখে আমি অনেক আনন্দিত হয়েছি ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করি আপনি অনেক এগিয়ে যান আর আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে ইংলিশ শিখতে পারি আপনার এই কোর্সটা করে যাতে ইংলিশ শিখতে পারি আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ একদিন আপনার এই ভিডিওটা বাংলাদেশের সেরা ভিডিও হিসেবে গণ্য করা হবে। আপনাদের মত মানুষের জন্য বাংলাদেশটা একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ❤❤❤❤❤
আল্লাহ ক্ববূল করুন।
আপনি কি এখন English এ কথা বলতে পারেন?
Jibone ai rokom akjon teacher paila British der moto English Kota bolte partam. apni to sate pdf diyecen. Masa Allah Bhai....Bhai Allah Apnake sob somoy valo & susto rakuk. Apnar Family o jano sob somoy valo thake ai duya kori.
Love you bhai ❤️
আপনাকে আল্লাহ তায়ালা যেনো নেক হায়াত দান করেন। একটা মানুষ কতোটা মহান হলে এরকম একটা মুল্যবান কোর্স এবং তার পিডিএফ ফ্রিতে দিতে পারে l ইংরেজি শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ll
Assalamualaikum, prio sir. আপনার প্রশংসা না করে পারিনা।আল্লাহ আপনাকে উত্তম খাজানা,সুস্ততা দান করুন।আপনি অনেক বড় মনের মানুষ।এতো সুন্দর করে ক্লাস গুলো গুচিয়েছেন যাতে মানুষ সহজে বঝতে পারে।আপনার প্রতি শ্রদ্ধাশীল, কৃতজ্ঞতা প্রকাশ করচি।
একটা মানুষ কতটা মহৎ হলে এইরকম কিছু করতে পারেন!
আপনাকে অনেকে অনেকে ধন্যবাদ! আরো অনেক দূর এগিয়ে জান দোয়া করি!
সত্যি কেউ এমনটা করে না! এইরকম একটা ক্লাস ফ্রী! সত্যি অনেক বড় মনের মানুষ আপনি! আপনি এগিয়ে জান আমরা আপনার পাশে আছি!😊🖤
সারারণত আমি কোনো ভিডিও তে কমেন্ট করিনা বললেই চলে কিন্তুু এই ভিডিও টিতে না করে পারলাম না!
Love from Chattogram/.!!🖤🫶
😮🇧🇩কোন ভাষায় আপনাকে ধন্যবাদ দিব আমার জানা নেই, খুব উদারচিন্তাশীল মন আপনার,আপনাকে ধন্যবাদ❤ধন্যবাদ❤অসংখ্য ধন্যবাদ🇧🇩❤
আসসালামু আলাইকুম স্যার।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কোর্স আমাদের উপহার দেওয়ার জন্য। ঈদের বেস্ট উপহার এটি।
আল্লাহ আপনার মঙ্গল করুক। মন থেকে আপনার জন্য দোয়া রইল স্যার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,,
এই ভিডিও কোর্সটি আমি A to Z দেখেছি।
অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি।
এরকম একটা ভিডিও কেউ ফ্রী তে দিয়ে দেয়,,তা কল্পনাতেই ছিল না।
download করে নিচ্ছি🥰🥰🥰।যখন সময় হয় তখন দেখবো...ভালো থাকেন❤❤❤