এই একই সমস্যা আমার বাসার মিটারে ছিল। দীর্ঘদিন আমার বিল বেশি পরিশোধ করতে হয়েছে। পরে বিদ্যুৎ অফিসের এক পরিচিত লোকের মাধ্যমে এই একই উপায়ে মুক্তি পেয়েছি। তবে আপনার এই ভিডিও আশা রাখি আরো অনেকের উপকারে আসবে।
ভাই আপনার ভিডিও টা দেখা মাত্র আমি আমার মিটারের দিকে তাকিয়ে দেখি E ওঠেছে।তারপর আপনার কথামত আরতিং এর তার ছাড়ানো মাত্র E আর নেই। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় জন্য।
সাইফুল ভাই আমি আপনার ভিডিও দেখেছি , আপনি ভালো কথা বলেছেন, ভাই আমার একটি অনুরুধ কোন সময় টাকা রোজগার করবার জন্য মানুষ কে ভুল উপদেশ দিবেন না, সত্যর উপর চলার চেষ্টা করেন দেখবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন ইনশাল্লাহ
আমি 🇮🇳ভারত থেকে আপনার ভিডিও টা দেখলাম, আমি একজন, ইলেকটিক সিয়ান, আপনি খুবই সুন্দর করে বুঝিয়েছেন লাইট ফ্যান লাগাতে পারলে মনে করে সব জানি আপনাকে ধন্যবাদ ভাই
ধন্যবাদ সাইফুল ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ পেট্রিকেল ভাবে দেখিয়েছেন। আপনার কাছে আশা করি ছোট বড় সকল ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। হয়তোবা এসব কাজ অনেকের কাছেই হাস্যকর মনে হবে কিন্তু আবার এই কাজগুলো অনেকের কাজে অনেক বড় অবদান রাখবে।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা আপলোড করার জন্য এমন করে আরো শিক্ষনীয় ভিডিও আপনে প্রতিনিয়ত আপলোড করবেন যা দেখে মানুষ সচেতন হবে অনেক কিছু শিখতে পারবে
অনেক সুন্দর মানের একটা ভিডিও ভাই যা থেকে সত্যিই বিদ্যুৎ মিটারের প্রয়োজনীয় অনেক তথ্যই জানতে পারলাম তাই এইরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে থাকুন আমরা আপনার পাশে আছি ।🥰🌹❤️👈
আপনার ভিডিও দেখে মানুষ অনেক উপকৃত হয়। এটাই আপনার কাছে মানুষের অনেক বড় কিছু পাওয়া। দেশটাতো ভাই ভরে গেছে চুর বাটপার ছিটার আর মানুষকে ঠকানো এসবের। আপনার সুস্বাস্হ্য ও দির্গায়ু কামনা করছি।
ভাই আমি আপনার মত করেই কাজটা করছি কিন্তুু ই ভাসা বন্ধ হয়না আমার বাসার ৪ টা মিটার ৪টা মিটারেই নিউটলের সাথে আর্থিং দিয়ে দিয়েছি আর বাসার মেইন সুইচের সাথে যে আর্থিং দেয়া ছিল তা খুলে ফেলেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা
ভাইয়া আপনার ভিডিও টি দেখে, আমাদের মিটারের আরথিং টা খুলে বাইরে লাগিয়েছি,, লাগানোর পর E লিখা চলে গিয়েছিলো,, কিন্তু তার কিছুখন পর থেকে আবার E লিখা উঠে,,, মাঝে মাঝে একটু সময় E লিখা উঠে না কিন্তু দিনের বেশি সময় ই উঠে,,,, আমাদের অনেক টাকা বিল আসে একটা ফেন একটা লাইট আর একটা ফ্রিজ, মাসে ৭/৮ শত টাকা বিল আসে,, প্লিজ ভাই বলবেন এর সমাধান কি...?? আসা করি উত্তর টা দিবেন 🙏🙏
ভিডিও-টি খুবিই ভালো ছিল,কিন্তু আপত্তিকর ভাষা ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি। কারণ, আমি হেডফোন বিহীন আপনার ভিডিও-টি মেডিয়াম শব্দে দেখতে ছিলাম ভাগ্যিস পাশে বা অল্প দূরত্বের মধ্যে কেউ ছিল নাহ। ধন্যবাদ!
ভাই আমার মিটারে আরথিন খোলা আছে তার পরে ও e ওঠে ৭০০ থেকে ৯০০ টাকা প্রতিমাসে বিল আসে! আমি একজন টেকনিশিয়ান তবু ও আমি বুঝতে পারছি না কি হতে ভাই একটু দয়া করে এর উপায় থাকলে জানাবেন!!
আপনি খারাপ শব্দ ব্যবহার করছেন কেন? 😡আমি জানি আপনি মানুষকে সাহায্য করছেন..আল্লাহ আপনার উপর খুশি হবেন ..কিন্তু একজন মুসলিম হিসেবে দয়া করে খারাপ শব্দ ব্যবহার করবেন না🙏🙏🙏 এবং সালাম দিয়ে আপনার ভিডিও শুরু করুন..
@@ইলেকট্রিকবিডি ভাই আমিও লেখাপড়ার পাশাপাশি কাজ শিখেছি, নিজের টা করি কিন্তু এই কাজটা জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম , কাজটা শিখতে পারলাম তাই দোয়া করি আল্লাহ পাক আপনার দীর্ঘ নেক হায়াত দান করুন, ও সুখের সংসার দান করুন, আমিন 🤲🤲🤲
ধন্যবাদ আপনাকে। সুন্দর করে বুজানোর জন্য। আমার মিটারে আমি ঠিক এভাবে ই করেছি, আর আত্তিং কিন্তু বাহিরের জিআই তার থেকে এনেছি মেইন সুইচে। কিন্তু আমার Eতো জায়না। এখন আমি কি করতে পারি? আর অনেক মিস্ত্রি বলে নিচ থেকে আত্তিং লাগেনা, আশা করি মতামত জানাবেন। ধন্যবাদ
এই একই সমস্যা আমার বাসার মিটারে ছিল। দীর্ঘদিন আমার বিল বেশি পরিশোধ করতে হয়েছে। পরে বিদ্যুৎ অফিসের এক পরিচিত লোকের মাধ্যমে এই একই উপায়ে মুক্তি পেয়েছি। তবে আপনার এই ভিডিও আশা রাখি আরো অনেকের উপকারে আসবে।
অনেক কিছু সিকলাম
দাদা ভাই আপনার কি কি লাগছে একটু যদি বলতেন
খুব ভালো লাগলো ভাই
আপনার মোবাইল নং দিলে ভালো হত।
Ki vabe vai
আসসালামু আলাইকুম ভাই আপনার পুরো ভিডিওটি দেখলাম ভালো লাগলো একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই আপনি যে আর তিনটা খুললেন। সেটা আমরা কোথায় দেব
এই বিষয়ে আরো বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনি সেই ভিডিও গুলো দেখুন
আপনাকে অসংখ্য ধ্যানবাদ৷ আমার অনেকেই জানতাম না E বাসলে কি হয়ে। আপনার ভিডিও দেখে অনেকের উপকার হবে। আপানার জন্য দোয়া ও ভালবাসা রইলো।
ধন্যবাদ ভাই
খাইরুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার পরামর্শ অনেকের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, ধন্যবাদ আপনাকে
এটা জানা লোকের অনেক গুরুত্ব পূর্ন ছিলো, ,,,, খুব ভালো বোঝাইছেন ।
ভাই আপনার ভিডিও টা দেখা মাত্র আমি আমার মিটারের দিকে তাকিয়ে দেখি E ওঠেছে।তারপর আপনার কথামত আরতিং এর তার ছাড়ানো মাত্র E আর নেই। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় জন্য।
জাজাক আল্লাহ্ খাইরান। আপনার ভিডিও গুলা দেখে অনেক উপকৃত হয়েছি ভাই ।
সাইফুল ভাই আমি আপনার ভিডিও দেখেছি , আপনি ভালো কথা বলেছেন, ভাই আমার একটি অনুরুধ কোন সময় টাকা রোজগার করবার জন্য মানুষ কে ভুল উপদেশ দিবেন না, সত্যর উপর চলার চেষ্টা করেন দেখবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন ইনশাল্লাহ
অনেক অজানা কিছু আপনার এই ভিডিওর মাধ্যমে জানা হলো, অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ❣️
আমারও অন্তর থেকে আপনাদের প্রতি ভালোবাসা 🌹
Thanks.
ভাই ঐ আরতিং তারটা যদি লাগাই দেখাইতেন তাহলে খুব ভালো হতো।
থ্যাংক ইউ ভাইয়া মানুষকে ভালো পরামর্শ দেওয়া একটা ভালো মানুষের কাজ ভালো লাগলো আপনার ভিডিওটি দেখে
সুন্দর করে সাধারণ ভাষায় বললেন খুব ভালো লাগলো আপনার কথা গুলো। আশা করি লোকজন উপকৃত হবে। আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরী করি উৎপাদনে।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
আপনাকেও ধন্যবাদ
আমি 🇮🇳ভারত থেকে আপনার ভিডিও টা দেখলাম, আমি একজন, ইলেকটিক সিয়ান, আপনি খুবই সুন্দর করে বুঝিয়েছেন লাইট ফ্যান লাগাতে পারলে মনে করে সব জানি আপনাকে ধন্যবাদ ভাই
আপনার থেকে সত্যিই একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে ভবিষ্যতে কাজে লাগাতে পারবো আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই ।
ভাই খুব সহজ ভাষায় সুন্দর করে বুঝিয়েছেন,,, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য 🥰🥰
অনেক সুন্দর লাগছে
খুবি সুন্দর ভাই
ভাইয়া আপনাকে ওসংখো ধ্যোনো বাত ফি আমানিল্লা ভাইয়া পাঁচ ওকতো নামাজ আদায়ে কর বেন স ঠিক পথে চল বেন আমিন
ফি আমানিল্লাহ
ভাই আপনার বোঝানো টা খুব সুন্দর ছিলো। খুব ভালো ভাবে আমরা বুজতে পেরেছি।ধন্যবাদ ভাই।
ওস্তাদ ধন্যবাদ আপনাকে,,
নতুন একটি মূল্লবান কাজ শেখানোর জন্য।।
🙋♂️স্যালুট আপনাকে।।🙋♂️
❤❤
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ভাই❤
এক্সাম হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশাকরি সাথেই থাকবেন ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি
ভাই আপনার ভিডিওটা দেখে খুবই উপকৃত হলাম। ধন্যবাদ।
ভাইর মতো নিঃস্বার্থ টিউটোরিয়াল কেউ দিবে না। এই জগতে। ধন্যবাদ ভাই
রাইট❤❤❤
আমাদের বাড়িতে ২মাসে বিল আসছে ২৩০০টাকা চলে শুধু ২লাইট ২ফ্যান আর ১ফিরিজ চলে এখন করনিয়ো কি দয়া করে বলবেন
ভাই আমি আপনার বড় একজন ভক্ত। কারণ আপনি সত্য কথা সরাসরি বোলতে ভালোবাসেন এবং সঠিক তথ্য সেয়ার করেন।শুভকামনা আপনার জন্য।
খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। ধন্যবাদ।
ধন্যবাদ গোপাল ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত তুলে ধরার জন্য।
আলহামদুলিল্লাহ আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি অনেকেই উপকৃত হবে ধন্যবাদ ভাই
ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন আপনারা
অনেক মুল্যবান তত্ত্ব দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা অসাধারণ ভাই অনেক ভালো লেগেছে 🥰
তার চেয়ে আরো বেশি ভালো লেগেছে ভাবির শরিলে আর্থিং দেন কথাটা 😁
ধন্যবাদ সাইফুল ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ পেট্রিকেল ভাবে দেখিয়েছেন।
আপনার কাছে আশা করি ছোট বড় সকল ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। হয়তোবা এসব কাজ অনেকের কাছেই হাস্যকর মনে হবে কিন্তু আবার এই কাজগুলো অনেকের কাজে অনেক বড় অবদান রাখবে।
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ভাই❤
❤❤
Thank you very much.
Good luck
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সুন্দর। আপনার মিটার বিষয়ে E কী কার্য কলাপ জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। মানুষের অনেক উপকার করলেন। আরো VDO দিবেন।
খুবই ভাল হয়েছে ভাই আপনার ভিডিওটা অনেক কিছু শিখতে ও বুঝতে পারলাম
Vai aponi aj ekta valo jinis sikalen
খুবই ভালো লাগছে
J
কাঞ্চন ভাইকে অসংখ্য ধন্যবাদ
খুবই ভালো লাগছে।
আপনার কথা শুনতে যদিও আঞ্চলিক, কিন্তু খুবই ভাল লাগছে। তথ্য উপস্থাপনাও দারুণ ছিল। 💐
জড়
সুন্দর করে বুজানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হলাম
ধন্যবাদ ভাই এমন একটা শিক্ষানীয় ভিডিও দেওয়ার জন্যে
ফরিদ ভাইয়ের জন্য আমার ভালোবাসা রইলো দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের মূল্যবান ভিডিও উপহার দিতে পারি
গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ধন্যবাদ ভাই
খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই,ধন্যবাদ।
খুব সুন্দর এবং সহজ ভাবে বুঝি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আরো ভিডিও বানাবেন এই প্রত্যাশা রাখছি। আপনার জন্য শুভকামনা রইল
বেশ উপকৃত হলাম আপনার ভিডিওটা দেখে, সবথেকে ভালো লেগেছে ফুটকি জলার বিষয়টা.. 😁😁😁
ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।
Very nice
মাশাল্লাহ্ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে
❤❤
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ভাই❤
ধন্যবাদ ভাই। অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইলো।
আস্সালামুআলাইকুম,ভাই ভিডিওটি দারুণ হয়েছে,ডিজিটাল মিটারের ক্ষেত্রেও কি একই রকম পদ্ধতি অবলম্বন করতে হবে আশা করি জানাবেন❤
হ্যা ডিজিটাল / প্রিপেইড মিটারের ক্ষেত্রেই তা প্রযোজ্য
ভাই আপনার কথা কাজ সব গুলো এক কথায় অসাধারণ ❤️❤️❤️
❤❤
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ভাই❤
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু শেখার আছে আমাদের,
ভাই আপনাকেও ধন্যবাদ দিয়ে ছোট করবো না আশা করি সাথেই থাকুন 🌹🌹💙
@@ইলেকট্রিকবিডি vai apnar number deya jebe?
দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ, মূল্যবান তথৌে জন্য
ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য, মতামত গুলো দিলে আমার আরো ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে।
সাইফুল ভাই ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ
thank you
সুন্দর উপস্থাপনা করছেন অনেক ধন্যবাদ।
কোন লাভ হয় নাই..আপনার মতোই করলাম
সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Thank you brothers
আপনার সুন্দর এই ভিডিওটা আপলোড করেছেন। এটা বহু মানুষের উপকারে আসবে।
ধন্যবাদ ভাইয়া
আমিও এই সমস্যায় পড়েছিলাম,এই ভিডিও আমার উপকারে আসছে,ধন্যবাদ ভাইয়াটাকে...
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা আপলোড করার জন্য এমন করে আরো শিক্ষনীয় ভিডিও আপনে প্রতিনিয়ত আপলোড করবেন যা দেখে মানুষ সচেতন হবে অনেক কিছু শিখতে পারবে
ধন্যবাদ নুরুজ্জামান ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য
অনেক ধন্যবাদ, ভাই। এতো সুন্দর করে বুঝানোর জন্য।
ধন্যবাদ আপনাকে বিদ্যুতের সঠিক ব্যবহার জানানোর জন্য।
ধন্যবাদ ভাইয়া 🩵 মূল্যবান মতামত দেওয়ার জন্য ❤️
ধন্যবাদ ভাই আপনাকে এর থেকে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করবেন। আপনি জনসাধারণের উপকারে ভালো কিছু
অনেক সুন্দর মানের একটা ভিডিও ভাই যা থেকে সত্যিই বিদ্যুৎ মিটারের প্রয়োজনীয় অনেক তথ্যই জানতে পারলাম তাই এইরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে থাকুন আমরা আপনার পাশে আছি ।🥰🌹❤️👈
ভাই এই ধরনের দরকারি ভিডিও তো বেশি পাওয়া যায় না আপনি যেহেতু অনেক কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ
শুভ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹
nice vai
অনেক মুল্যবান তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
ভাই আপনি আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন। তাই আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ
ফাস্ট ভিডিও, আপনাকেও মূল্যবান মতামত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ,,সুন্দর করে বোঝানোর জন্য
ভাই সব সময় আমি সব মানুষের মতামত এর উত্তর দিতে পারিনা তার জন্য দুঃখিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার বুঝানো টা অনেক, আঞ্চলিক ভাষা এবং সহজ সরল ভাষা দিয়ে বুঝিয়েছেন এজন্য আরো বেশি ভালো লাগছে, ধন্যবাদ ভাই আপনাকে এরকম আরো কিছু কিছু ভিডিও দিবেন
অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি বিদ্যুতের আরো অনেক কিছু আপনার কাছ থেকে শিখে যাবে।
ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য 💕
ভাই আপনি জন জিনিয়াস ধন্যবাদ দিয়ে ছোট করবো না। শুভেচ্ছা ও শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনার প্রতিও শুভকামনা রইল
@@ইলেকট্রিকবিডি h
অনেক সুন্দর করে বুঝিয়ে বলছেন বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাই আমি যেদিন ভিডিওটা করছিলাম সেদিন অসুস্থ ছিলাম এরপরও আমি চেষ্টা করছি মোটামুটি আপনাদেরকে বুঝানোর জন্য
স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
Good
আপনার ভিডিও দেখে মানুষ অনেক উপকৃত হয়। এটাই আপনার কাছে মানুষের অনেক বড় কিছু পাওয়া।
দেশটাতো ভাই ভরে গেছে চুর বাটপার ছিটার আর মানুষকে ঠকানো এসবের।
আপনার সুস্বাস্হ্য ও দির্গায়ু কামনা করছি।
কেয়া তোর আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনার সাবলীল ভাষায় আপনার সুন্দর মতামত দিয়েছেন
ভাই আপনার ভিডিও গুলো অনেক উপকারে আসে ধন্যবাদ ভাই অসহায় মানুষ দের পাশে থাকার জন্য ❤
❤❤
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ❤️
আপনার নাম্বারটা দিয়েন ভাই
ভাই আমার ও একই কথা, আপনার কথা ভালো লাগলো ধন্যবাদ। চট্টগ্রামের হাটহাজারী থেকে।
সত্যিকারের গরিবের বন্ধুতো আপনি ভাই 🙏❤️❤️❤️
ধন্যবাদ সাইফুল ভাই গুরত্বপূর্ণ পোস্ট দেওয়া জন্য। বিদ্যতিক বিষয় য়ে আলোচনার জন্য দোয়া রইল
ভাই আমি আপনার মত করেই কাজটা করছি কিন্তুু ই ভাসা বন্ধ হয়না আমার বাসার ৪ টা মিটার ৪টা মিটারেই নিউটলের সাথে আর্থিং দিয়ে দিয়েছি আর বাসার মেইন সুইচের সাথে যে আর্থিং দেয়া ছিল তা খুলে ফেলেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা
আপনি ইনপুট লাইনের সাথে আর্থিং লাগান
খুব সুন্দর একটা উপকারী বিষয় নিয়ে কথা বলেছেন সবারই কাজে আসবে।
সুন্দর একটা বিষয় শিখলাম,
ধন্যবাদ ভাই।
ভাই, আমি কোন আরথিং দেই নাই। লোড দিলে ই চিহ্ন আসে। লোড বন্ধ করলে ই চিহ্ন চলে যায়। সমস্যা টা কি হতে পারে ?
ভাই একি সমাস্যা আমার মিটারেও।
আমার ভিডিওগুলো দেখুন
ভাইয়া আপনার ভিডিও টি দেখে, আমাদের মিটারের আরথিং টা খুলে বাইরে লাগিয়েছি,, লাগানোর পর E লিখা চলে গিয়েছিলো,, কিন্তু তার কিছুখন পর থেকে আবার E লিখা উঠে,,, মাঝে মাঝে একটু সময় E লিখা উঠে না কিন্তু দিনের বেশি সময় ই উঠে,,,, আমাদের অনেক টাকা বিল আসে একটা ফেন একটা লাইট আর একটা ফ্রিজ, মাসে ৭/৮ শত টাকা বিল আসে,, প্লিজ ভাই বলবেন এর সমাধান কি...?? আসা করি উত্তর টা দিবেন 🙏🙏
ভাই আমি তো এই বিষয়টি দেখাতে ইচ্ছা হয় হতে পারব বা বুঝাতে পারবো, আমি যখন আরও একটি নতুন ভিডিও তৈরি করব তখন বুঝতে পারবেন
@@ইলেকট্রিকবিডি ধন্যবাদ উত্তর টা দেওয়ার জন্য,,, আপনার পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাইজান আপনার কথা খুব ভালো লাগছে আপনি কি আপনার বাড়ি কি ময়মনসিং
সাইফুল ভাই সুইচ বন্ধ তরপরেও এক ধরনের লাইট আছে অল্প অল্প জলে থাকে। এর কারণ কী এই নিয়ে একটা ভিডিও বানান। আনেক দরকার।
বেগ সুইচ আছে কিনা চেক করুন
ভাই এই সমস্যা টা বেড সুইচ থাকলে হয় আপনি যদি বেড সুইচে থাকা ইন্ডিকেটর টি ডিসকানেন্ড করে দেন তাহলে আর সমস্যা টি দেখা দিবেনা ইনশাআল্লাহ
বেড সুইচ অথবা নিউট্রলে সুইস কানেকসন করা, ফের সরাসরি
মিট মিট করে যে,,সেই টাকা কি,,এলেডি লাইট???
ডিমলাইট জ্বলে থাকে
Very useful advice. I like it. But my miter still shows E, inspite of having connection in your suggested place. What can I do now?
ধন্যবাদ ভাইয়া আপনাকে মহা মূল্যবান মতামত দেওয়ার জন্য
ভিডিও-টি খুবিই ভালো ছিল,কিন্তু আপত্তিকর ভাষা ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি।
কারণ, আমি হেডফোন বিহীন আপনার ভিডিও-টি মেডিয়াম শব্দে দেখতে ছিলাম ভাগ্যিস পাশে বা অল্প দূরত্বের মধ্যে কেউ ছিল নাহ।
ধন্যবাদ!
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেক সুন্দর কথা বলছেন ভাই,
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে !
( পঞ্চগড় থেকে দেকছি )
আপনার মতন করে লাইন করে তোE যায় না কি করা যায় বলেন বড় ভাই জানাবেন একটু অবশ্যই
আরেক বার চেষ্টা করেন ভাই❤
ইনশাআল্লাহ হবে
ভাই আপনার নাম্বার টা দেন।
Excellent discussion.... Thanks 💝👍
ভাই আমার মিটারে আরথিন খোলা আছে তার পরে ও e ওঠে ৭০০ থেকে ৯০০ টাকা প্রতিমাসে বিল আসে! আমি একজন টেকনিশিয়ান তবু ও আমি বুঝতে পারছি না কি হতে ভাই একটু দয়া করে এর উপায় থাকলে জানাবেন!!
আরথিনটা লাগিয়ে দিন
Same
ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর এবং শিক্ষনীয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া
আপনি খারাপ শব্দ ব্যবহার করছেন কেন? 😡আমি জানি আপনি মানুষকে সাহায্য করছেন..আল্লাহ আপনার উপর খুশি হবেন ..কিন্তু একজন মুসলিম হিসেবে দয়া করে খারাপ শব্দ ব্যবহার করবেন না🙏🙏🙏 এবং সালাম দিয়ে আপনার ভিডিও শুরু করুন..
খুব সুন্দর একটি video দেখালেন ভাই, বিশেষ করে আপনার কাচা-ছোলা ভাষায় শুনতে খুব ভালো লাগলো ।
ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত দেওয়ার জন্য 💔
মাশাআল্লাহ প্রিয় অসাধারণ হয়েছে, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো
ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ 🌹
@@ইলেকট্রিকবিডি ভাই আমিও লেখাপড়ার পাশাপাশি কাজ শিখেছি, নিজের টা করি কিন্তু এই কাজটা জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম , কাজটা শিখতে পারলাম তাই দোয়া করি আল্লাহ পাক আপনার দীর্ঘ নেক হায়াত দান করুন, ও সুখের সংসার দান করুন, আমিন 🤲🤲🤲
আমিও দোয়া চাই ভাই
ভাই, আপনার ভিডিও গুলো আমি দেখি, খুব ভালো হয়, থ্যাংক ইউ
ভাই আপনাদের ভিডিওটা দেখে আমার অনেক উপকার হলো আপনাকে ধন্যবাদ আমার নতুন ডিজিটাল মিটারের সমস্যা ছিল এখন আর কোন সমস্যা নাই ইনশাল্লাহ
খুবই অসাধারণ ভালো লাগলো দেখে।। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
সাইফুল ভাই ধন্যবাদ একটা সুন্দর অভিজ্ঞতা হল অনেক উপকার হবে গরীব মানুষের উপকার হবে
ধন্যবাদ আপনাকে। সুন্দর করে বুজানোর জন্য।
আমার মিটারে আমি ঠিক এভাবে ই করেছি, আর আত্তিং কিন্তু বাহিরের জিআই তার থেকে এনেছি মেইন সুইচে।
কিন্তু আমার Eতো জায়না।
এখন আমি কি করতে পারি?
আর অনেক মিস্ত্রি বলে নিচ থেকে আত্তিং লাগেনা,
আশা করি মতামত জানাবেন। ধন্যবাদ
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন
ভাই আপনা ভিডিও গুলো অনেক ভালো লাগে।। তাই যখনি সময় পাই আপনার ভিডিও গুলো দেখি....আমার বাড়ির মিটারে আরত্রিন খুলে দেবার পরও মিটারে E ভেসে থাকে,,আর এই সমস্যার সমাধান টা দিবেন দয়া করে.....????
আমার বাসায় ই ভাসে এবং পাড়ার সবার চেয়ে বেশি বিল আসে। আমি এখনই মিস্তিরি ডাকবো।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য
অনেক উপকারী ভিডিও ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাইয়া উপকার হয়েছে এতে আমি খুশি
ভাই আপনাকে অনেকদিন দেখা হয় না আপনার ভিডিও দেখে আমি আজকে মোটামুটি ইলেকট্রিশিয়ান হতে পেরেছি দেখেছি
ভালো পরামর্শ দিলেন ,,ধন্যবাদ
আপনার ভিডিওতে অনেক কিছু শিখলাম
আপনারা যে কোন কিছু শিখতে পারলেন সেটাই হচ্ছে আমার বড় সার্থকতা
একটা উপকারী ভিডিও, ধন্যবাদ
ধন্যবাদ এরকম একটা ভিডিও দেওয়ার জন্য অনেক উপকৃত হলাম