পুকুরের পাড়ে এসিড, পানির কালার নাই, ফিস মিল, তেলাপিয়ার চাষ। Alternative of fish meal। Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • If the extract of various organic matter accumulated in the pond is washed in rain water and poured into the pond, the level of acid in the water may increase.
    In this condition, the amount of acid in the pond water may increase and the fish may die.
    To get rid of this condition, we can apply lime or salt on the banks of the pond during the monsoon season.
    Many times when we go to raise different types of fish, we see that the green color of the water cannot be brought.
    In that case, the real reason for not getting green color of the water has to be found and treated accordingly, then the color of the water will come and the supply of fish food and oxygen will increase.
    Thanks everyone.
    পুকুরের পারে জমে থাকা বিভিন্ন জৈব পদার্থের নির্যাস বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরে গড়িয়ে পড়লে পানিতে এসিডের মাত্রা বাড়তে পারে।
    এমতাবস্থায় পুকুরের পানিতে এসিডের পরিমাণ বেড়ে যাওয়াসহ মাছের মৃত্যু ঘটতে পারে।
    এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বর্ষা মৌসুমে পুকুরের পাড়ে চুন কিংবা লবণ প্রয়োগ করতে পারি।
    অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মাছ পালন করতে গিয়ে দেখতে পাই যে, পানির সবুজ কালার আনা যায় না।
    সে ক্ষেত্রে পানির সবুজ রং না আসার জন্য প্রকৃত কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে তাহলেই পানির কালার যেমন আসবে সেই সাথে মাছের খাদ্য এবং অক্সিজেনের সরবরাহ বাড়বে ।
    সবাইকে ধন্যবাদ।

ความคิดเห็น • 95

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 ปีที่แล้ว

    স্যার পুকুরে মাছের আঁশ মুরগীর চামড়া ভুড়ি দেওয়া যাবে জানালে ভালো হতো ধন্যবাদ আপনাকে

  • @sazibmulla8092
    @sazibmulla8092 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার

  • @kitsgandu8874
    @kitsgandu8874 ปีที่แล้ว

    sir telapia chas korte feed er bikolpo ki use kora jay?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      হাতে বানানো খাদ্য।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 3 ปีที่แล้ว

    Thanks sir ❤️

  • @fishingsellbd
    @fishingsellbd 3 ปีที่แล้ว

    মাছ চাষ ও মাছের বাজার সম্পর্কে জানুন..

  • @abubakarislam3262
    @abubakarislam3262 2 ปีที่แล้ว

    স্যার তেলাপিয়া মাছের কত পার্সেন্ট প্রোটিন এর খাবার দিতে হয়

  • @Bashirbd
    @Bashirbd ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম। স‍্যার আমার পুকুরে মোনোসেক্স 10 টা তে কেজি। কদিন ধরে দেখছি সুতার মত পায়খানা খুব ভাসছে। কোন সমস্যা কিনা একটু জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      নো টেনসন।

    • @Bashirbd
      @Bashirbd ปีที่แล้ว

      @@abeedlateef8059 thank you sir

  • @mdshaonhowlader6524
    @mdshaonhowlader6524 3 ปีที่แล้ว

    স্যার আমি মাছ চাষের সাথে সংযুক্ত না থাকলেও আপনার ভিডিও সবসমই দেখি এবং মনের মাঝে মাছ চাষের আশা আছে,করোনা চলে গেলে বৃহৎপরিসরে মাছ চাষ করবো ইনশাআল্লাহ,,,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আলহামদু লিল্লাহ!!!💖💖💖💖💖

  • @bijoyhalder753
    @bijoyhalder753 3 ปีที่แล้ว

    খড় দিতে বলেছেন ৫০ কেজি এইটা কি স্যার...?

  • @shibnathchakraborty2512
    @shibnathchakraborty2512 3 ปีที่แล้ว

    Sir amar pukur a prochur baspata pora.Hat deya tuli.Pukur a sunlight pora...Machar utpadhon har kom...ki koronieo.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      বাশগুলি কি একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

  • @sakibakand3880
    @sakibakand3880 3 ปีที่แล้ว

    Sir, আমার একটা project আছে ৫০০ শতক। আমি মিছর চাষ শুরু করেছি।
    আমি ৪০ মন( ১৬০০) পুনা ছারছি।
    রুই, কাতল, কারফু,পুঠি এই গুলো।
    আমি দুই দিন পর পর ৫ মন compost দেই।
    বোর ধান কাটার পর মাছ ছারছি। মাসে ১ বার চুন আর লবন দেই।
    আমার project এ ৪ ফিট এর বেসি পানি থাকে। ৯ মাস এর project.
    নতুন হিসাবে আপনার পরামশ্য চাই।

  • @shoaibahmed7309
    @shoaibahmed7309 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, স্যার, কেমন আছেন?? দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুন। স্যার, আমি একই পুকুরে মাগুর, কৈ ট্যাংরা মাছের মিশ্র চাষ করতেছি, এমতাবস্থায় এই তিন প্রকারের মাছের জন্য কোন ধরনের খাবার খুব ভাল কারযকর হবে?? একটু যদি আপনার মুল্যবান পরামর্শ টি দিতেন। স্যার, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য কোন কিছু প্রয়োগ করিনি.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      মাছ সিলেকশন সঠিক হয় নাই।

    • @shoaibahmed7309
      @shoaibahmed7309 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 thanks a lot for replying me ত স্যার, এখন গুলশা মাছ আর মাগুর মাছের জন্য কি একই এবং কাযকর খাবার দিতে পারব?? কোন আইটেম দিয়ে খাবার তৈরি করব?? একটু যদি বলতেন।

  • @agronomy-9553
    @agronomy-9553 3 ปีที่แล้ว +1

    বর্ষাকাল বলেছেন । এটা কবেকার ভিডিও স্যার ?

  • @sk.habiburrahaman127
    @sk.habiburrahaman127 3 ปีที่แล้ว

    Sir salam neven
    Amar ek ta 30 satak pukur a6i
    Ami ai 3 din holo 45 kg Chun dilam ki pona dibo panir rong sobuj a6i.
    Sir please .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      শতকে ২৫০ টা র মত তেলাপিয়া মাছ দিতে পারেন।

  • @RAZU-PLUMBAR-B.D.8
    @RAZU-PLUMBAR-B.D.8 3 ปีที่แล้ว

    লতিফ দাদা আমার সালাম নিবেন আমি যদিও চাষিনা তারপরেও আপনার ভিডিও দেখি আশা আছে দেশে গিয়ে মাছের চাষ করবো। আপনার নাম দরে বলার কারন আমার দাদার নাম আবদুল লতিফ
    ভালো থাকবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আলহামদু লিল্লাহ।

  • @prasantadas5051
    @prasantadas5051 3 ปีที่แล้ว +1

    পুকুরে প্রচুর পরিমানে শামুক কি করনীয়।
    ইনন্ডিয়া প্রশান্ত দাস ।আর আপনার সঙ্গে কিভাবে য়োগাযোগ করবো।

    • @malayKB
      @malayKB 3 ปีที่แล้ว

      অপনি দাদা পুকুরে মহুয়া খৈল প্রয়োগ করতে পারেন। সব শামুক নিধন হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ব্লাক কার্প।

  • @totanbarman6075
    @totanbarman6075 3 ปีที่แล้ว

    Amar pukur a jol automatic barche ki karone eta hocche

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      পানির লেয়ার উপরে উঠে এসেছে।

  • @mohshinrana2342
    @mohshinrana2342 3 ปีที่แล้ว

    আমার পুকুরের সিলভার কারফু ওতেলাপিয়া আছে দেশিতেলাপিয়া বাচাদিসে রেনু এখন কি ভাবে ভড় করবো পরামর্শ দেন

  • @mdranaarose2421
    @mdranaarose2421 3 ปีที่แล้ว

    স্যার প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আসা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন। এভাবেই আপনি যেন বছরের পর বছর ধরে প্রান্তিক চাষির পাশে থাকতে পারেন সেই দোয়াই করি। স্যার আমার ৬৬ শতকের পুকুরে ৫০০০ লাইনের বাটা মাছের ধানী ছেড়ে ৫০০ লাইন থেকে বিক্রি শুরু করব। স্যার পুকুরের পানি, খাবার ও অন্যান্য পরিচযা ঠিক থাকবে। তাহলে এখানে কত কেজি ধানী দিলে ভালো হবে? দয়া করে যদি একটু বলতেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      শতকে ২০০০ টা দিন।

  • @mdbayazid9915
    @mdbayazid9915 3 ปีที่แล้ว

    স্যার সালাম নিবেন আমি আপনার নিয়মিত একজন ভক্ত। আপনার কথা অনুযায়ী খৈল গোবর পাঁচ দিন বিজিয়ে তার সাথে টি এপ সি ইউরিয়া দিয়েছি আলহামদুলিল্লাহ পানির ভাল কালার আসছে।আমার একটা প্রশ্ন হল দুই বিঘা পুকুরে ২৫০০০ হাজার একক হাইবিট তেলাপিয়া দিয়াছি ঐ পুকুরে প্রায় ১০ শতাংশ জায়গায় ঘাস আছে, খাবার দিলে ও ঘাসের ভিতর থেকে আসতে চাই না এখন ঘাস কি কোন সমস্যার কারন হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ঘাসের মধ্যেই ওদের খাবার তৈরি হচ্ছে।

  • @souravhait3919
    @souravhait3919 3 ปีที่แล้ว

    Sir Ami India theke. Ami pangash chas kori, Amar jol er salinity 4, ammonia .50ppt , alkalinity 290, hardness 1200, pH 7.92,,,, ek duto fish mortality hochhe . 11 decimal pond e 3000 kg fish aache, Ami CP feed dai mugir West dai total 70 kg kore. Sir ki korbo please ektu janaben...🙏🙏🙏

  • @abdullahalreal8303
    @abdullahalreal8303 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    স্যার কেমন আছেন।
    স্যার আমি বায়োফ্লকে বড় ধরনের লসে পড়েছি
    আমার ৩০ শতকের একটা পুকুর আছে কি মাছের চাষ করে অল্প সময়ে আমার লসটা কাটিয়ে উঠতে পারি
    আপনার দ্রুত উত্তরের আশা করি
    আল্লাহ আপনাকে নেক হায়াত দিন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      সীমা কি অতিক্রম করা যাবে!!!!

  • @mdjuwel1958
    @mdjuwel1958 3 ปีที่แล้ว

    স্যার
    ৩৩শতকে সিলভার ২০০পিস আছে এবং পানির রং সবুজ ৫দিন আগে ১০কেজি লবন দেওয়া হয়েছে কাল থেকে শুধু সিলভার মাছ ২ টা ৩টা করে মারা যাচ্ছে করোনি কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      সম্ভবত বাতাসের ঘাট তি।

  • @mdrobiulhasan2598
    @mdrobiulhasan2598 3 ปีที่แล้ว

    Panir nona dur korone ki kora jay...

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      যথেষ্ঠ পরিমানে খড় ও কচুরি পানা প্রয়োগ।

  • @ruralbangladesh5040
    @ruralbangladesh5040 3 ปีที่แล้ว

    স্যার, চিংড়ির ঘেরের পানির কালার কাচ সবুজ করতে কি কি প্রোয়োগ করতে হবে। দয়া করে জানাবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      শতকে ২০০ গ্রাম করে খড় দিতে পারেন।

  • @sakawatmuktade2750
    @sakawatmuktade2750 3 ปีที่แล้ว

    স্যার আপনার ভিডিও টা আমি দেখছি কিন্তু অনেক আগের ভিডিও হাওয়াই এখানে প্রশ্নটা করলাম।।।।।- স্যার আমার রেণু পুকরে অতিরিক্ত আঁশ জাতীয় শেওলা। ১৫দিন আগে রেণু দিয়েছি কিন্তু কোন ভাবে আঁশ জাতীয় শেওলা দূরকরতে পারছি না। এখানে আশপাশের কোন ডাক্তার ও নেই যে একটু সহযোগিতার নিবো।
    দয়াকরে আমাকে একটু সহযোগিতার, পুকুরের আয়তন ১০করা,রেণু পোনা ১.৫০০ Gm

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      শতকে ফুটে ১ গ্রাম করে তুতে প্রয়োগ করুন।

  • @allvideoxyz2314
    @allvideoxyz2314 3 ปีที่แล้ว

    স্যার আমার পুকুরের উপরের স্তরে এক ধরণের লাল রঙের স্তর দেখা যাচ্ছে ।
    এখন কি করব?
    আমি এক জন নতুন চাষী।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ইউগ্লেনা সমস্যা নামে সার্চ দিন।

  • @rubinabinterafiqul1976
    @rubinabinterafiqul1976 3 ปีที่แล้ว

    সার আমার ধানি পোনার বয়স ২৮ দিন ১০০-২০০ মাছ মারা যাচ্ছে লবন দিয়ে কাজ হয়নি এখন কি করব ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      কারণ খুঁজে বের করুন।

  • @alauddinahmed1799
    @alauddinahmed1799 3 ปีที่แล้ว

    স্যার সালাম নিবেন।।পুকুরে 10-হাজার পাঙ্গাশ মাছ আছে। আপনি আর একটা ভিডিও বলছেন খীছুরি খাওয়াতে আমার কাছে মিক্সড ডাল ও চালের খুদ আছে সার দয়া করে বলবেন কি ভাবে তৈরী করবো সাথে তৈল ও লবন কি দিতে হবে।।। প্লীজ সার জানাবেন।

  • @user-bw4zb9hv6h
    @user-bw4zb9hv6h 3 ปีที่แล้ว

    গুরুজি ফিসমিল কতদিন পর্যন্ত ভালো থাকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      সংরক্ষণের উপর নির্ভর করে ২-৪ মাস।

  • @fishfeedplaza4809
    @fishfeedplaza4809 3 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম। ২০ শতক পুকুরে রেনু ছাড়ার ১৫ দিন হলো। শামুক নিধনের জন্য ৪ কেজি ওজনের ১ পিস ব্ল্যাক কার্প দিতে চাচ্ছি। রেনু খেয়ে ফেলবে নাতো ?
    সুস্বাস্থ্য কামনায়.....

  • @mdoverahman6322
    @mdoverahman6322 3 ปีที่แล้ว

    Sir আমার আব্বু একজন মাছ চাষী তার একটা বড় পুকুর আছে আমাদের মাছ চাষে লাভ হই কিন্তু আমাদের পুকুর এর জমি টা দোআঁশ মাটি পুকুর এর পাড় ভেঙ্গে পরে যায় পুকুর এর মধ্যে জার কারনে প্রতি বছর পুকুর টি ভরাট হয়ে যায় জার কারনে প্রতি বছর পুকুর টি কাটতে হই জার কারনে লাভ এর টাকা টা পুকুর এর মধ্যে খরচ হইয়া যায় এখন কি করব যাতে পুকুর প্রতি বছর না কাটা লাগে plz sir help koren

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      কার্পিও মাছ নিষিদ্ধ করুন।

  • @prasantasingsardar1159
    @prasantasingsardar1159 3 ปีที่แล้ว

    স্যার খাদ্য হিসাবে কার্প মাছের জন্য শুধু রাইস ব্রান দিলে কি কোনো অসুবিধা হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +2

      % আমিষ কভার হবে না যে ভাই।

  • @mujahidulislam1602
    @mujahidulislam1602 3 ปีที่แล้ว

    স্যার কোন কারনে যদি চুনের মাএা বেশী পড়ে গেলে কি মাছের কোন খতি হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      মাত্রা বেশি হলে ক্ষতি হওয়া কি স্বাভাবিক নয়!!!!

  • @subhasarkar8865
    @subhasarkar8865 3 ปีที่แล้ว

    স্যার ভেটকি আর দেশি ট্যিংরা কি একসাথে চাষ করা যেতে পারে??

  • @KAMRULISLAM-kn3kx
    @KAMRULISLAM-kn3kx 3 ปีที่แล้ว

    বাই কেমন আচেন খর দিলে কি পুকুর পরসিস কার হয় বাই

  • @ashrafhossain9646
    @ashrafhossain9646 3 ปีที่แล้ว

    স্যার পুকুরের পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পুকুরের তলা থেকে যদি এক দেড় ফিট মাটি তুলে পলিথিন শিট দিয়ে তার উপর আবার মাটিটা দিয়ে দেই তাহলে কি কাজ হবে ? এতে করে পুকুরের পানির গুনাগুন ভালো থাকবে কি ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      প্রকৃতির সঙ্গে সম্পর্ক না রাখতে পারলে একসময় না একসময় কোন না কোন পাশ দিয়ে তো ক্ষতি এর শিকার হতেই হবে।

  • @user-nd7bj6te7x
    @user-nd7bj6te7x 3 ปีที่แล้ว

    স্যার হাতে বানানো খাদ্য এর মধ্যে কি লবন দেয়া যাবে।

  • @alkaosarbilash7711
    @alkaosarbilash7711 3 ปีที่แล้ว

    স্যার, তেলাপিয়া কত বড় হলে স্টার্টার ওয়ান খাবার প্রয়োগ করতে হয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      ৫ গ্রাম হলেই শুরু করতে পারেন।

    • @mujahidulislam1602
      @mujahidulislam1602 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার আপনার পেজবুগে আইডি এবং আপনার মোবাইল নাম্বার টা দিবেন।

  • @parthadas8975
    @parthadas8975 3 ปีที่แล้ว

    স্যার আমি পার্থ দাস ভারত থেকে বলছি । আমার এখানে ভালো মানের চুন পাওয়া যায় না। স্যার আমি কি চুনের পরিবর্তে Calcium Carbonate
    প্রয়োগ করতে পারি এবং পতিশতেকে 5 ফুট জলে মাসে কতটা পরিমাণ দেওয়া যাবে
    একটু জানালে উপকৃত হবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      যে মানেরই চুন পাবেন তার মধ্যে ভালটাই দিন।
      শতকে/মাসে/১৫০-২০০ গ্রাম করে দিবেন।

  • @rajibpramanick3616
    @rajibpramanick3616 3 ปีที่แล้ว

    স্যার মে টু মাচ 500গাম রুই মাছ কতো কেজি ওজন হবে পরিচচা ঠিক থাকলে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ৩-৪ কেজি হতে পারে।

  • @ronyrony3202
    @ronyrony3202 3 ปีที่แล้ว

    স্যার আপনি দয়া করে বাম হাতে পানি খাবেন না

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আপনি আয়নার সামনে দাড়িয়ে এক গ্লাস পানি খেলে বুঝতে পারবেন।

  • @royalhoneybd.93
    @royalhoneybd.93 3 ปีที่แล้ว

    স‌্যার আমার ৫০ শত‌কের পুকুর।
    গভীরতা ৫/৬ ফুট । মা‌টি বে‌লে দোয়াশ।
    ৪/৫ " কাদা । সার‌া‌দিন রোদ পায়
    আ‌মি পুকুর শু‌কি‌য়ে নতুন ক‌রে মাছ দি‌য়েছি ১ ম‌ে ২০২১। প্রতি শত‌কে ৫‌টি ‌১ কে‌জি ওজ‌নের রুই ‌মোট ২৫০ টি। ২ টি দেড় কে‌জির কাতল মোট ১০০ টি । ১ টি দেড় কে‌জি ওজ‌নের সিলভর কার্প ‌মোট ৫০ টি। ১ টি মৃ‌গেল ওজন ১ কে‌জি মোট ৫০ টি ও ৫০ টি ৫০০ গ্রাম ওজ‌নের গ্লাস কার্প আ‌ছে।
    খাবার,সকা‌লে ১০টায় ২কে‌জি ভুট্রা ভাংগা , ৩ কে‌জি আং‌কোর , ২কে‌জি ধা‌নের কুঢ়া অ‌টো , ও ২ কে‌জি সয়া‌বিন খোল ,সব দি‌য়ে খি‌চো‌ড়ি। আর ‌বিকা‌লে ৫ কে‌জি ভাসমান ফিড ।
    আমার ভেনচু‌রি আ‌রেটর আছে। মা‌সে ৫‌দিন ভিজা‌নো গোবর +ইউ‌রিয়া +Dap প‌রিমান মত।
    আর মা‌সে প‌রিমান মত চুন, লবন, মোলা‌সে দিব , মা‌সে ১ বার অ‌র্ধেক পা‌নি প‌রিবর্তন কর‌লে । ৪/৫ মা‌সে কতটুকু রুই এর ওজন পা‌বো।

    • @royalhoneybd.93
      @royalhoneybd.93 3 ปีที่แล้ว

      আর পুকু‌রে যে‌হেতু আ‌রেটর আ‌ছে । আ‌রো বে‌শি মাছ পুকু‌রে দি‌তে পার‌বো কিনা বা পুকু‌রে বে‌শি ঘনত‌্ব হ‌য়ে‌ছে কিনা জানা‌বেন ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ৩-৪ কেজি।

  • @mujahidulislam1602
    @mujahidulislam1602 3 ปีที่แล้ว

    স্যার আপনার পেজবুগ অথবা মোবাইল নাম্বারটা দিবেন?

  • @abutaher2280
    @abutaher2280 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার
    আপনার ফেসবুক পেজে আমাকে এড করবেন স্যার
    আমি একটি নতুন পুকুর নিয়েছি আপনার কাছে আমি কিছু পরামর্শ পেতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      প্রকৃতিনির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত হলে যোগাযোগ হতে পারে।