দেড় হাজার কোটি টাকার বিশ্বমানের হাসপাতাল,উন্নত দেশের সেবা মিলবে স্বল্প খরচে | BSMMU | Rtv Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 754

  • @kuwaitkuwait5311
    @kuwaitkuwait5311 2 ปีที่แล้ว +101

    আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ সেবা পেলেই আমরা সবাই খুশি।

  • @activebd9933
    @activebd9933 2 ปีที่แล้ว +289

    হাসপাতাল ভাল,মেশিন ভাল, পরিবেশ ভাল কিন্তু কিছু ভাল মনের ডাক্তার ছাড়া সবাই তো কসাই । তাদের মানসিকতার জন্যই তো আমরা সেবার বদলে কষ্ট পাই। বিনা কারণে টেষ্টের নামে অর্থ হারায়।

    • @Jashimsd8yp
      @Jashimsd8yp 2 ปีที่แล้ว +4

      Right

    • @stanveer00
      @stanveer00 2 ปีที่แล้ว +1

      Absolutely correct.

    • @rafiuddin9157
      @rafiuddin9157 2 ปีที่แล้ว +1

      ঠিক

    • @redwanshuvo2488
      @redwanshuvo2488 2 ปีที่แล้ว +6

      Eto jodi janen taile Doctorer kase jan keno? Nije doctori koren.

    • @mohammadyusuf7219
      @mohammadyusuf7219 2 ปีที่แล้ว +1

      ডাক্তারগণ যদি মানবিক হয় দেশপ্রেমিক হয় ঈমানদার হয় তাহলে রুগীদেরকে কষ্ট করে অনেক টাকা খরচ করে ভারত সিংগাপুর থাইল্যন্ড এর মত বিদেশে যাওয়া লাগবেনা অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে

  • @ahmeddulal3519
    @ahmeddulal3519 2 ปีที่แล้ว +132

    যে দিন দেখবো বাংলাদেশের এমপি মন্ত্রীরা দেশেই চিকিৎসা নিচ্ছে তখন বুঝবো দেশের চিকিৎসা ব্যবস্থা ভাল মানের হইছে👍👍

  • @mohammadhafeez2150
    @mohammadhafeez2150 2 ปีที่แล้ว +73

    বড় ধরনের অপচয় না করে এরকম হাসপাতাল
    সরকারের উচিৎ সব বিভাগে একটি করে তৈরি করে দেশের সব জনগণকে উন্নত মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

  • @naturebeauty7417
    @naturebeauty7417 2 ปีที่แล้ว +80

    এদেশের মাননীয় মন্ত্রিরা এর চিকিৎসা নিলেই বুঝা যাবে, এটা কত ভালো হাসপাতাল।

  • @SharminAktarbd
    @SharminAktarbd 2 ปีที่แล้ว +42

    সবার আগে ডাক্তারদের জ্ঞান দক্ষতা আর মানসিকতা উন্নত করা উচিত না হলে এই অত্যাধুনিকতার কোন মূল্য নাই। সেবা না পেলে শুধু মেশিন দেখে কেউ আসবেনা।

  • @razuraju1133
    @razuraju1133 2 ปีที่แล้ว +79

    শুধু উন্নত মেশিনারিজ থাকলেই হবে না, চিকিৎসার জন্য উন্নত মন-মানসিকতা সম্পন্ন মানুষ প্রয়োজন। না হলে এসবই বৃথা।
    মানুষ চিকিৎসার জন্য ভারত মুখি শুধু উন্নত চিকিৎসার জন্যই হচ্ছে না বরং তাদের উন্নত ব্যবহারের জন্যও চিকিৎসার জন্য ভারত মুখি হচ্ছে।
    বাংলাদেশে ভালো কিছু হক সেই আশাবাদ আজীবন থাকবে।

    • @Jashimsd8yp
      @Jashimsd8yp 2 ปีที่แล้ว +1

      Right

    • @SharminAktarbd
      @SharminAktarbd 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন

    • @bigkingkong7771
      @bigkingkong7771 2 ปีที่แล้ว

      আপনাদের মতো ভালো মানুষ চিকিৎসা সেবা আসা দরকার যারা ভালো ভালো কমেন্টস করতে পারেন জাতি দেখতে চায় আপনারা কেমন চিকিৎসা সেবা দিতে পারেন।

    • @riserproperty
      @riserproperty 2 ปีที่แล้ว

      No trust in our country’s hospitals treatment and diagnosis because they are not serious about their patients care they are more focused about their high business. For example, most of the diagnosis report are not accurate. Doctors don’t care for proper treatment they are focusing varieties lab tests. I have written this article from my real experience.

    • @razuraju1133
      @razuraju1133 2 ปีที่แล้ว

      @@riserproperty same experience

  • @kabirdewan1996
    @kabirdewan1996 2 ปีที่แล้ว +32

    আমি ভারতে প্রাইভেট হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং তারা অত্যান্ত হেল্পফুল ছিলো, সব কিছু ওয়েল অর্গানাইজড ছিলো এবং খরচও ছিলো খুবই সাধ্যের মধ্যে। আগামি সপ্তহে যাবো দেখি আমার দেশের মাল্টি স্পেশালিস্ট হসপিটালের ডক্টর, নার্স, ক্লিনিং স্টাফরা কতো টুকু বিশ্ব মানের, কতটুকু রোগী বান্ধব।

    • @SharminSultana-id1db
      @SharminSultana-id1db 2 ปีที่แล้ว +3

      Wait for your review

    • @palashahmed9797
      @palashahmed9797 2 ปีที่แล้ว +1

      Ami o India asci titment jonno

    • @beautifullife147
      @beautifullife147 2 ปีที่แล้ว

      কত টাকা খরচ হয় ওখানে?

    • @abirsadi221
      @abirsadi221 2 ปีที่แล้ว +1

      Alhamdulillah tolona mulok vabe valo bola jai but unnoto hospital 1 ti hoyar jonno rogir anek chap.

    • @palashahmed9797
      @palashahmed9797 2 ปีที่แล้ว +1

      @@beautifullife147 bortomane vai cmc te onk taka lge 30hajar takar amrw test oi dice. Age valo cilo but ahn vesi valo na

  • @dilipnath7750
    @dilipnath7750 2 ปีที่แล้ว +50

    আপু দেশে যত উন্নত হাসপাতাল হউক মানুষ সুফল পাবে না।কারন কিছু ডাঃ বাদে। সরকারের উচিত ছিল ডক্টরদের জন্য মানবিক এবং সমাজ সেবার বিদ্যালয় খোলা। তাহলে সমাজ এবং সরকার আলোর পথ দেখবে।

    • @b.m.kamalparvez1376
      @b.m.kamalparvez1376 2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে, আপনার অভিমতটা অল্প কথায় খুব সুন্দর করে ব্যাখ্যাটা পরিপূর্ণ হয়েছে।

  • @invisibleworld9062
    @invisibleworld9062 2 ปีที่แล้ว +34

    সবার আগে ডাক্তারদের উচিত কসাই মনমানসিকতা পরিবর্তন করা, কারণ হসপিটাল যতই উন্নতমানের হোক না কেন যদি ডাক্তারদের মনমানসিকতার উন্নতি না হয় তাহলে এমন হসপিটাল তৈরি করে কোনো লাভ হবে না,

    • @Goodboy-vu3jy
      @Goodboy-vu3jy ปีที่แล้ว

      Amar mote toder jonno Doctor der aro koshai houa uchit

  • @mizanrahman242
    @mizanrahman242 2 ปีที่แล้ว +59

    দালাল মুক্ত থাকবে তো?? যেমন দেশে আরো বড় বড় হাসপাতাল আছে, যেখানে দালাল আর দালাল, দেশে কম খরচে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হলে, দেশের বাহিরে আর কেউ যাবে না,

    • @kitsgandu8874
      @kitsgandu8874 2 ปีที่แล้ว

      দালাল হিন চিন্তা করা ভুল হবে ভাই

    • @palashahmed9797
      @palashahmed9797 2 ปีที่แล้ว

      vai ata Bangladesh bole jaben na dalal na takle kmni hoibo 😁😁😁

    • @mdnishat2078
      @mdnishat2078 5 หลายเดือนก่อน

      দালাল চক্র ভরা মনে হয়

  • @mdshahbaz328
    @mdshahbaz328 2 ปีที่แล้ว +43

    কয় দিন পর দেখবো কোটি টাকার মেশিন পড়ে আছে কোন লাভ হচ্ছে না।

    • @khankhan6951
      @khankhan6951 2 ปีที่แล้ว

      আরেটিভির রিপোর্টার ডেঙ্গির ঘরে ভেঙ্গি তুমি আগে থেকে চিকিৎসা নিয়ে দেখো তারপরে রিপোর্ট এসে করো এই হসপিটালে ছয় মাস পরে তে পারবা এই বেডের না আছে পাইয়া চাক্কা কইরা ধুলা পড়ে তলায় আছে তোমার সামনে যে সমস্ত লোক বাটনটি বা দেখাইলো এদের কাছে গেলে আগে 500 টাকা দিবা তারপরে তাদের খুঁজে পাবা আর এই হসপিটালের সরকারি ডাক্তার ক্লিনার এগুলি খুঁজেও পাওয়া যাবে না বছর খানিক পরে তারপরে ভেঙ্গি তুমি যাইয়া একটা রিপোর্ট করো

  • @mdthaohidislam3354
    @mdthaohidislam3354 2 ปีที่แล้ว +26

    আশা করি আমাদের মন্ত্রী রা এখন থেকে বিদেশ না গিয়ে এখানেই চিকিৎসা করবেন

    • @abdulawal9502
      @abdulawal9502 2 ปีที่แล้ว

      Haspataltite gariber chikitsa hobe ki

  • @mdkamruzzaman9610
    @mdkamruzzaman9610 2 ปีที่แล้ว +24

    প্রতিটি জেলায় এমন হাসপাতাল দরকার

  • @eyasinarafat4372
    @eyasinarafat4372 2 ปีที่แล้ว +3

    এগিয়ে যাও বাংলাদেশ

  • @abcmachineryltd
    @abcmachineryltd 2 ปีที่แล้ว +7

    হাসপাতাল নির্মানের জন্য ধন্যবাদ।
    এবার থেকে দেশের বাহিরে না নিয়ে এই হাসপাতালেই সকল অসুস্থ রাজনৈতিক নেতাদের ও ব্যবসায়ীদের এই হাসপাতালে ট্রিটমেন্ট করানো হোক, তাদের ভা্লো ট্রিটমেন্ট দেখে সাধারন পাবলিকদের ও বিশ্বাস হবে যে এটা ভালো হাসপাতাল।
    আমাদের মতো সাধারনের হাতের নাগালের মধ্যে রেখে উন্নত সেবার মান নিশ্চিত করা হোক। তাহলে আর কেউ দেশের বাহিরে গিয়ে দেশের টাকা আপচয় করবেনা।

  • @ranaprodan3710
    @ranaprodan3710 2 ปีที่แล้ว +17

    এখন মন্ত্রীরা অন্য দেশে চিকিৎসা করাতে না গেলে বুঝবো এইটা বিশ্বমানের হাসপাতাল।

  • @smal-amin5194
    @smal-amin5194 2 ปีที่แล้ว +3

    উপজেলা হাসপাতাল গুলোকে আরো উন্নতি করা হক।

  • @motiurrahman4604
    @motiurrahman4604 2 ปีที่แล้ว +5

    বিশ্বমানের হাসপাতালে কি গরিবের চিকিৎসা হবে টাকা ছাড়া বাংলাদেশের ডাক্তার সাহেব রা তো টাকা ছাড়া কিছু বোঝেনা। মহান আল্লাহ আমাদের দেশের ডাক্তার সাহেবদের হেদায়েত দান করুন আমিন।

  • @bikashdash6566
    @bikashdash6566 2 ปีที่แล้ว +3

    এই হাসপাতালে ভাল মনের ডাক্তার যারা তাদের নিয়োগ দেওয়ার জন্য অনুরুধ করছি।🙏🙏🙏🙏

    • @b.m.kamalparvez1376
      @b.m.kamalparvez1376 2 ปีที่แล้ว

      ভাই আপনার কে আগে সালাম জানাই, তবে আপনি যে পরামর্শটি দিয়েছেন ওইটা না করে ওখানে ডাক্তার না দিয়ে বরং কিছু ঘুষখোর লোক দিলে তারা অন্তত মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবে।

  • @Chown16
    @Chown16 2 ปีที่แล้ว +1

    জয় বাংলা এগিয়ে যাক বাংলাদেশ মুক্তি পাক বাংলাদেশ

  • @rubelmiah8891
    @rubelmiah8891 2 ปีที่แล้ว +4

    💗💗।।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশরত্ন।।💗💗

  • @sifatislam2
    @sifatislam2 2 ปีที่แล้ว +9

    এইসব অত্যধুনিক মেশিন গুলি যেনো কোনো খারাপ ডাক্তার আর কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে অকেজো করে রাখা না হয়।

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 2 ปีที่แล้ว +2

    এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ,চমৎকার

  • @shajibhayder6558
    @shajibhayder6558 2 ปีที่แล้ว +15

    এই খবর দেশের আমলা, কামলা, চোর চোট্টা, বড় বড় রাজনীতিবিদ, তাদের কাছে পৌঁছে দিন। যাতে করে তারা চিকিৎসার জন্য দেশের বাহিরে আর না যায়।

    • @b.m.kamalparvez1376
      @b.m.kamalparvez1376 2 ปีที่แล้ว +1

      ভাই আপনি এত সুন্দর কইরে কথা কিভাবে বলেন আমি যদি একবার আপনার সাথে দেখা করতে পারতাম এবং জানতে পারতাম যে আপনি কোন জেলায় বাড়ি বা মানুষ তাহলে আরো খুশি হতাম।

    • @shajibhayder6558
      @shajibhayder6558 2 ปีที่แล้ว

      @@b.m.kamalparvez1376 আমার বাড়ি গাজীপুর জেলায়।

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 2 ปีที่แล้ว +11

    ঢাকা মেডিকেল গেলেই দেখা যায় দুনিয়ায় জাহার্নাম কাকে বলে আর শব চিকিৎসা সরকারি দলের নেতাদের পরিবারের জন্যে সাধারণ মানুষ গেলে যাহার্নাম দেখে

    • @palashahmed9797
      @palashahmed9797 2 ปีที่แล้ว

      Ami vai admit cilam 5din Dhaka medical nijer barite oi ar seye valo sehba pawa t😬😬

  • @হাশরেরদিনেরদাবিএখনথেকেশুরু

    সাবাশ বাংলাদেশ এগিয়ে যাও

  • @আবিরশেখরুনাশেখ
    @আবিরশেখরুনাশেখ 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ খুব ভাল সুন্দর খবর শুনতে পেলাম

  • @smal-amin5194
    @smal-amin5194 2 ปีที่แล้ว +4

    প্রতি জেলায় এমন হাসপাতাল করে দেওয়া হক

  • @arstudio5433
    @arstudio5433 2 ปีที่แล้ว +1

    মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।

  • @babugazi5389
    @babugazi5389 2 ปีที่แล้ว +1

    Allahamduillah congratulations joy Bangla

  • @fouziasikder1770
    @fouziasikder1770 2 ปีที่แล้ว +8

    শুধু ভালো মানের মেশিন হলে চলবে না,উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও প্রয়োজন।

  • @asifvi4384
    @asifvi4384 2 ปีที่แล้ว +1

    আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
    যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
    গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র‍্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
    নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
    সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
    পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র‍্যাব দিয়ে তদন্ত করা।
    এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে

  • @mdmozammalhossain2604
    @mdmozammalhossain2604 2 ปีที่แล้ว +7

    হাসপাতাল হয়েছে ভালো কিন্তু নেতা নামের টেন্ডার বাজ ও ডাক্তার নামে কসায় থেকে মুক্তি চাই।

  • @ZakirHossain-hq6lz
    @ZakirHossain-hq6lz 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সংবাদ

  • @mdhazrataliabuhadeja8531
    @mdhazrataliabuhadeja8531 2 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই বাস্তব মুখি কথা গুলি বুজিয়ে বলার জন্য।

  • @emtrashelsarkar3995
    @emtrashelsarkar3995 2 ปีที่แล้ว +5

    এসব মেশিন চালানোর জন্য কতজন বায়োমেডিক্যাল বা ইলেক্ট্রোমেডিক্যাল ইন্জিনিয়ার আছে????

  • @ronik9469
    @ronik9469 2 ปีที่แล้ว +2

    সরকারি হাসপাতালে চিকিৎসা থাকবে সম্পূর্ণ বিনামুল্যে,,,, প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে বিশ্ব মানের সরকারি হাসপাতাল তৈরি করুন,,, চিকিৎসা ব্যাবস্থা উন্নত করুন

  • @sarkerrauf691
    @sarkerrauf691 2 ปีที่แล้ว +1

    এখানে অর্থোপেডিক্স, Hip joint replace ইত্যাদি চিকিৎসার ব্যবস্থা আছে কি? দয়াকরে জানাবেন।

  • @mustaqahmed3798
    @mustaqahmed3798 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর ধন্যবাদ আর টিভিকে

  • @sobujdewan2228
    @sobujdewan2228 8 หลายเดือนก่อน

    দেশ টা এগিয়ে যাক, আলহামদুলিল্লাহ।

  • @mohammadhafeez2150
    @mohammadhafeez2150 2 ปีที่แล้ว +19

    পদ্মা সেতুর পাশে একটা বিশ্ব মানের আধুনিক হাসপাতাল বানানো হলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের চিকিৎসা নিতে পারবে

  • @JahangirAlam-zk6ib
    @JahangirAlam-zk6ib 2 ปีที่แล้ว +1

    শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানায়। হাসপাতালের যন্ত্রপাতি যাতে অসাধু ডাক্তার নার্সরা যাতে নষ্ট করতে না পারে সেদিকে যথাযথ নজরদারির প্রয়োজন আছে বলে মনে করি। তবে হাসপাতাল পরিষ্কার রাখার স্বার্থে হাসপাতালের সেবা দাতা এবং গ্রহীতা সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানায়

  • @smzahidhossain4425
    @smzahidhossain4425 2 ปีที่แล้ว +4

    এম পি মন্ত্রীরা যাতে আর চিকিৎসার জন্য বিদেশ না যায় তাহলেই জনগণ বুঝবে এটা আসলেই ভালো

  • @xman530
    @xman530 2 ปีที่แล้ว

    বাস্তবিক সত্য কথা বলছেন

  • @mdnazrul-ff2xe
    @mdnazrul-ff2xe 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো । আমরা আসা করবো ডাঃ যেন তার সঠিক দায়িত্বটি পালন করে ।

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 ปีที่แล้ว

    এগিয়ে চলো বাংলাদেশ !!!

  • @mdmazder2616
    @mdmazder2616 ปีที่แล้ว

    ইনশাআল্লাহ আগামীকাল যাব,দেখি কেমন সেবা।

  • @portraitbymac221
    @portraitbymac221 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশ সরকারের এই উদ‍্যোগ প্রশংসনীয় এবং আশা জাগানিয়া। কিন্তু একটি ভালো উদ‍্যোগকে সফলতার সাথে নিত‍্যদিন এগিয়ে নিতে হলে প্রতিদিন এর সুষ্ঠু ব‍্যবহার ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এর জন‍্য যেমন আর্থিক সামর্থ‍্য দরকার তেমনি দরকার যারা দায়িত্ব প্রাপ্ত তাদের যত্নশীল আচরণ। সর্বোপরি চিকিৎসা সেবা প্রদান করবে মানুষ, অত‍্যাধুনিক ভবন বা যন্ত্র নয়, তাই প্রয়োজন সেবা প্রদানে নিয়োজিত মানুষদের অর্থাৎ চিকিৎসক, নার্স, মেট্রন, ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী এবং রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারী সবাইর জ্ঞাণ, সেবাপরায়নতা এবং আন্তরিকতা। এই সব নিশ্চিত করা গেলে পরেই সরকারের এই মহতী উদ‍্যোগ সফল হবে। বিদেশমুখিতা দুর করতে হলে এই বিষয়গুলোকে মাথায় রেখে সবাই একযোগে কাজ করতে পারলেই এই হাসপাতালটিকে একটি বিশ্বমানের হাসপাতালে পরিণত করা যাবে। তখন উল্টো সাশ্রয়ী চিকিৎসা সেবা নিতে বিদেশের রোগীরা এই হাসপাতালে আসবে। এসব যদি নিশ্চিত না করা যায় তাহলে ক্রমান্বয়ে এটি হবে আর দশটা সাধারণ মানের হাসপাতালের একটি।

  • @Obaidullah-n7c
    @Obaidullah-n7c หลายเดือนก่อน

    সবই ঠিক আছে😊 কিন্তু ভালো মনের ডাক্তার প্রয়োজন

  • @mymensinggk5784
    @mymensinggk5784 2 ปีที่แล้ว +6

    আমাদের দেশের সরকার প্রধান, মন্ত্রী, সচিবসহ বড় লোকেরা কেন এখানে চিকিৎসা নেননা।

  • @jvjv5081
    @jvjv5081 2 ปีที่แล้ว +1

    আগে কসাই মুক্ত হাসপাতাল করতে হবে।

  • @selimhossain7193
    @selimhossain7193 4 หลายเดือนก่อน

    সব বিভাগে এমন হসপিটাল দরকার।

  • @user12-63
    @user12-63 2 ปีที่แล้ว

    এমন হসপিটলিটি সুবিধা প্রতিটা বিভাগ এ চাই

  • @MDAlamin-pd8sw
    @MDAlamin-pd8sw 2 ปีที่แล้ว

    এরকম হাসপাতাল প্রতিটা বিভাগে করা উচিত

  • @amranhossen4545
    @amranhossen4545 2 ปีที่แล้ว +1

    আমি সাধারণ একজন মানুষ, আমি বলতে চাচ্ছি, আপনি এতো অনুরোধ করতে হবে না দেশের বাইরে না যাওয়ার জন্য, আমরা বা আমাদের দেশের জনগণ ভালো খারাপ ভালো করে বুঝি, যদি আমাদের দেশের চিকিৎসা বাইরের থেকে ভালো হয় তাহলে বাইরে যাওয়ার প্রশ্নই আসেনা, আপনি বা আপনাদের সকল জ্ঞানী লোকদের কাছে একটাই অনুরোধ 🙏🙏🙏🙏 চিকিৎসার মধ্যে দুর্নীতি এবং মানুষকে ঠকানো এগুলো যেন একত্রে না করে, আমাদের দেশের চিকিৎসা যেন বাইরে ছড়িয়ে যায় সেটা চেষ্টা কইরেন।

  • @noakhalitechnical2320
    @noakhalitechnical2320 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপু।

  • @kabirdewan1996
    @kabirdewan1996 2 ปีที่แล้ว +9

    অত্যাধুনিক মানের ডক্টর আছে তো। ফিজিও থেরাপির মতো অতিজরুরি চিকিৎসা ব্যবস্থা আছে কি?

  • @mirmukul1000
    @mirmukul1000 2 ปีที่แล้ว

    ১০০% সত্যি গরিব মানুষ কোন দিন এই সেবা পাবে না,,,

  • @shanazparvin7669
    @shanazparvin7669 2 ปีที่แล้ว

    অনেক দিন থেকেই এই দেশের মানুষ এ ধরনের হাসপাতালের আশা করছি লেন ।

  • @basirahmed4769
    @basirahmed4769 2 ปีที่แล้ว

    ওখানের ডাক্তারগুলো যদি বিদেশি হয় তাহলে হাসপাতালটি হবে সুপার আর তানা হলে ডুপার।

  • @alomgiralomgir3398
    @alomgiralomgir3398 2 ปีที่แล้ว +1

    যত সুযোগ সুবিধা নীতি তত দুর্নীতি ,তাইতো ভয় সাধারণ মানুষের নামে অসাধারনেরই উন্নতি হয়

  • @MdMomin-el3mm
    @MdMomin-el3mm 2 ปีที่แล้ว +8

    অপেক্ষায় আছি ওবায়দুল কাদের সাহেব অসুস্থ হলে কোথায় চিকিৎসা নিবেন..???? আওয়ামী লীগের নেত্রী অসুস্থ হলে কোথায় যাবেন তা দেখার অপেক্ষায় জনগণ,,

  • @ShahinAlom-yc8te
    @ShahinAlom-yc8te 2 ปีที่แล้ว

    জয় বাংলা জয় শেখ হাসিনা

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 2 ปีที่แล้ว +6

    সেবার পাশাপাশি স্টাফদের ভালো আচরণ করতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কঠোর থাকতে হবে।।

  • @user-lc9ee5nl2d
    @user-lc9ee5nl2d 5 หลายเดือนก่อน

    চিকিৎসকদের মন ভালো হতে হবে,ভালো চিকিৎসা দিতে হবে

  • @ms.jannat9753
    @ms.jannat9753 2 ปีที่แล้ว +4

    মানবিকতা যেন থাকে

    • @b.m.kamalparvez1376
      @b.m.kamalparvez1376 2 ปีที่แล้ว

      ও ভাই , ওখানে আমি অনেকবার গিয়েছি, ওখানে যেতে যেতে আমার ডিম বাচ্চা সব বড় হয়ে গেছে ,এখন আমি বুড়ো মুরগির মত বসে আছি।ওটা ওদের দিয়ে হবে না।

  • @somefaithcreations944
    @somefaithcreations944 2 ปีที่แล้ว

    সবকিছুই ঠিক আছে সবকিছুই ভালো কিন্তু সাধারণ মানুষ কি এখানে চিকিৎসা পাবে...!

  • @moududahmed3030
    @moududahmed3030 2 ปีที่แล้ว +1

    সবই বুঝলাম ভালো কিন্তু এখানে যারা নিয়োগ পাবে তারা যেন ভালো মনের মানুষ হয় এবং ছোটলোকরা যেন নিয়োগ না পায়

  • @Leo-jp1ky
    @Leo-jp1ky 2 ปีที่แล้ว +1

    সব ঢাকাকেন্দ্রিক না করলে হয় না?....ঢাকার বাহিরে এই সুযোগ সুবিধা থাকা উচিত ছিলো

  • @mahamudasherin4873
    @mahamudasherin4873 2 ปีที่แล้ว +2

    Alhamdulillah... Good.. News

  • @md.hridoy2437
    @md.hridoy2437 2 ปีที่แล้ว +6

    আমরা সাংবাদিক ভাইদের কাছে ভাইওবোন দের কাছে হেল্প চাই আমার বোনের সিজারে বাচ্চা ডেলিভারি করতে গিয়ে প্রস্রাবের নারী কেটে ফেলা হয়েছে এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছে ঢাকা মেডিকেলে

    • @sultanasultana6173
      @sultanasultana6173 2 ปีที่แล้ว +3

      খুববি দুঃখ জনক,,,দোয়া করি।সে জানি,,ভালো হয়ে আসে,,এটাতো নিউজ করা দরকার,,

    • @mizanrahman242
      @mizanrahman242 2 ปีที่แล้ว +2

      ফেসবুকে এ নিয়ে লেখালেখি করতে পারেন,

    • @MDSALMANBLOGS794
      @MDSALMANBLOGS794 2 ปีที่แล้ว +2

      খুবঃখজনক বিষয় দুয়া করি আল্লাহ যেনো ভালো করে দেয় তবে এই বিষটি নিউজ করার দরকার

    • @md.hridoy2437
      @md.hridoy2437 2 ปีที่แล้ว

      @@sultanasultana6173 জি বাচ্চা ভালো আছে বাচ্চার ল্যাকটোজেন খাইয়ে আজকে 22 দিন ধরে রাখছি ডাক্তার আমাদের ভুলভাল তথ্য দিচ্ছে

    • @md.hridoy2437
      @md.hridoy2437 2 ปีที่แล้ว +1

      @@mizanrahman242 আমাদের আর্থিক অবস্থা খারাপ এ নিয়ে ভয় পাইতেছি

  • @golamkibria7290
    @golamkibria7290 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum uncle everything new its good but corruption still is there thanks

  • @emranhossain7263
    @emranhossain7263 2 ปีที่แล้ว +2

    খুব ভালো খবর। তবে কোনো আমলা যেন বিদেশে চিকিৎসা করতে না যান, যদি যেয়ে থাকেন তাহলে দেশের লোকজন আস্থা হারিয়ে ফেলবে।

  • @musefahmed6383
    @musefahmed6383 2 ปีที่แล้ว +1

    উন্নত মানের সাধারণ মানুষের জন্য বিশ্বমানের হাসপাতাল হলেই সবচেয়ে উত্তম হবে।
    ফজলুমিয়া।

  • @MdMonir-k4e3z
    @MdMonir-k4e3z 5 หลายเดือนก่อน

    যতদিন না দেশের প্রধানমন্ত্রী দেশের হাসপাতালে চিকিৎসা নিবে ততদিন পর্যন্ত এই দেশের চিকিৎসা উন্নতি হবে না না না না

  • @mubarakgaji7579
    @mubarakgaji7579 ปีที่แล้ว +1

    কেননা আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রীকে বাংলাদেশে চিকিৎসা হতে দেখা যায় না

  • @careofnaturetravelatbangla4336
    @careofnaturetravelatbangla4336 2 ปีที่แล้ว

    সুবহানাল্লাহ। আমার বাংলা আমার দেশ গর্ভকরি আমার জন্মভূমি বাংলাদেশ। রক্ত দিয়ে কেনা ভূমি। স্বাধীনতার মূল্য তুমি দিবেই জানি।

  • @silentkiller2450
    @silentkiller2450 2 ปีที่แล้ว +2

    সবকিছুই ভালো লেগেছে, তবে এটাকে দূর্নীতি মুক্ত ও দালালমুক্ত রেখে এবং চিকিৎসা খরচ যেন রুগির নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থা করা। সাথে ডাক্তারদের ব্যবহারও যাতে আন্তরিক হয় সেটা নিশ্চিত করা। তবেই কাংক্ষিত লক্ষ্য পূরণ হবে।

  • @nptv7499
    @nptv7499 2 ปีที่แล้ว +12

    ডাক্তার এবং নীতি নির্দারকদের মানসিকতার পরিবর্তন না হলে, সুফল পাওয়া যাবে না।

  • @Shahidvaiofficial
    @Shahidvaiofficial 2 ปีที่แล้ว

    সম্মিলিত সামরিক হাসপাতালের মত সেবা চাই

  • @subarnaakter1802
    @subarnaakter1802 2 ปีที่แล้ว +1

    ভাই ডাক্তার তো ভালো,, কিন্তু রিপোর্ট এর জন্য রোগি মরা পযন্ত অপেক্ষা করতে হয়,,আজ ১৪ দিন একটা রিপোর্ট এর জন্য দৌড়াছি,,তিনটা অপারেশন ডেট চলে গেছে,,,

  • @rubelsheikh5334
    @rubelsheikh5334 2 ปีที่แล้ว +1

    অত্যাধুনিক শুধু সরকারি ডাক্তার ও কর্মকর্তাদের জন্য কিন্তু সাধারণ মানুষের জন্য আগের মতই থাকবে ভোগান্তি

  • @masumgazi007
    @masumgazi007 2 ปีที่แล้ว +2

    কত ভালো মানের সেবা পাওয়া যাবে তা বিভিন্ন সরকারি হাসপালের সেবার মান দেখেই বোঝা যায়। টাকা ছাড়া কোন কিছুই হয় না।

  • @ratulkhan4907
    @ratulkhan4907 3 หลายเดือนก่อน

    আই বিফ এর খরচ আরো কমালে ভালো হতো

  • @thelittleboywith1836
    @thelittleboywith1836 2 ปีที่แล้ว +3

    এই ভালো ভালো না,যদিনা জনগণ সঠিক চিকিৎসাটা না পায়,লিফট কিভাবে চললো না চললো তা দেখার অপেক্ষায় নেই,অপেক্ষায় আছি ১ বছর পরে এর পরিবেশটা কেমন থাকে।

  • @sujonsarkar9389
    @sujonsarkar9389 2 ปีที่แล้ว +1

    বিশ্ব মানের ইনস্ট্রূমেন্ট ও যন্ত্র আছে সেটা তো বুঝলাম কিন্তু এসব যন্ত্রের সঠিক অপারেটিং ও উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি ৷ সেবা পরম ধর্ম----- এই মানসিকতা নিয়ে চিকিৎসা করলে, জনগণ আর্থিক ও হয়রানির থেকে উপকৃত হবে ৷

  • @Sports_news1996
    @Sports_news1996 2 ปีที่แล้ว +1

    এত ভালো ভালো হাসপাতাল থাকলে মানুষজন তাহলে বিদেশে দৌড়ায় কেন মন্ত্রী মিনিস্টাররা,

  • @md.sohagmiah.3630
    @md.sohagmiah.3630 2 ปีที่แล้ว +2

    সবই ভালো। কিন্তু প্যারাসিটামল টেবলেট ছাড়া আর কোনো ওষুধ পাওয়া যাবে না

  • @extrememovie9643
    @extrememovie9643 2 ปีที่แล้ว +3

    সবই বুঝলাম কিন্তু দালালদের যন্ত্রণা যদি থাকে তাহলে আর ভালো লাগবে না

  • @sumonrumpa8438
    @sumonrumpa8438 2 ปีที่แล้ว

    কবে থেকে সম্পূর্ণ ভাবে এর সেবা আমরা পাব?? দয়া করে জানাবেন।

  • @rezwanmolla137
    @rezwanmolla137 ปีที่แล้ว

    শুধু অবকাঠামো সুন্দর হলে হবে না। রুগীর প্রতি আন্তরিকতা হচ্ছে সবার আগে।

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian ปีที่แล้ว

    সব কিছুর সাথে ডাক্তারদের মন মানসিকতা উপর
    ট্রেনিং দেওয়া উচিত।। ডাক্তারদের ব্যবহার উন্নত করার জন্য মনোযোগ দেওয়া উচিত
    যাইহোক দেশের ভালো কিছু হলে স্বাভাবিকভাবেই
    গর্ব হয়।

  • @shanazparvin7669
    @shanazparvin7669 2 ปีที่แล้ว

    এখন শুধু প্রয়োজন আমাদের দেশের যে সকল ভালো মানের ও মনের ডাক্তার সাহেবরা বিদেশে সেবা দিয়ে যাচ্ছেন তাঁদের কে এই হাসপাতালে নিয়ে আসা ।

  • @farhanshahariar8664
    @farhanshahariar8664 ปีที่แล้ว

    I congratulate the prime minister of ,Bangladesh.

  • @md.mehedihasan87
    @md.mehedihasan87 2 ปีที่แล้ว +5

    এখানে যে সকল আধুনিক মেশিন স্থাপন করা হয়েছে সেগুলো সঠিক ব্যবহার ও সময় মতো রক্ষণাবেক্ষণ করে দেশের জনগনের উন্নত সেবা নিশ্চিত করা ও দেশের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হউক

    • @sknaser7611
      @sknaser7611 2 ปีที่แล้ว

      যা ব্যানিজ্য করার তো করে ফেলেছে রক্ষণাবেক্ষণের দরকার কি

    • @b.m.kamalparvez1376
      @b.m.kamalparvez1376 2 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ও ভাই আপনি যেটা বলেছেন ওটা আমাদের কোনদিন হবে না নে কারণ মর্গে ভাই ডিম পারে না।

  • @mohammedmizan2855
    @mohammedmizan2855 2 ปีที่แล้ว +1

    Overall it's really good for us and thanks to govt

  • @ShahidulIslam-uo4zv
    @ShahidulIslam-uo4zv 2 ปีที่แล้ว +2

    গরিব লোকেদের জন্য চিকিৎসা আছে কিনা জানাবেন

  • @MdDemoracy5ov
    @MdDemoracy5ov 2 ปีที่แล้ว +1

    ডাক্তার, রোগী, অভিভাবগণ সচেতন হলেই হাসপাতাল টি সাফল্য মন্ডিত হবে।

  • @sinthiaakter427
    @sinthiaakter427 2 ปีที่แล้ว +2

    এই কথাগুলা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো দরকার। এক নম্বরে দালাল দুই নম্বরে কসাই ডাক্তার এদেরকে ঠিক রাখলে অবশ্যই জনগণ চিকিৎসা পাবে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।