প্লিজ হেল্প আমি কালকে নতুন ওয়াল্টন ফ্রিজ কিনি আজ কে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে ফ্রিজ চালু করি,, দোকানের লোক বলছিলো ফ্রিজ চালু করে ৬/৭ এ ৩ ঘন্টা দিয়ে রাখতে,,,,, আমি তাই দিছি,, কিন্ত এখন প্রায় ২ ঘন্টা উপরে হয়ে গেছে ফ্রিজ যেমন ছিলো তেমন ই আছে,,, বরফ ও জমে নাই ঠাণ্ডা ও হয় নাই আর একটা যে শব্দ হয় তাও হচ্ছে না,, এখন কি করতে পারি,,, বলেন প্লিজ
রেগুলেটর ঘুরিয়ে ৩ এর বেশি দিন । দিয়ে দেখুন ফ্রিজ চলে কিনা । ফ্রিজের বাহিরের ২ সাইডে হাত দিয়ে দেখুন গরম হয়েছে কিনা । যদি গরম না হয় তাহলে আপনার ফ্রিজ চলছে না বা কাজ করছে না । প্রথমে আরেকবার ফ্রিজের ইলেকট্রিক লাইনটা চেক দিতে পারেন । সকেট থেকে প্লাগ খুলে আবার লাগান । সুইচ বন্ধ করে আবার চালু দিন বা অন্য কোন সকেটে লাগান । ১০ মিনিট চালু করে অপেক্ষা করুন । এবার দেখুন সাইডে গরম হয়েছে কিনা । যদি না হয় শো রুমে ফোন করুন আর তাদের সার্ভিসের একজন কে বাসায় আসতে বলুন। আপনার রশিদে বা রশিদের খামে শো রুমের নাম্বার আছে হয়ত। কোন চিন্তা করবেন না । আপনার ১ বছরের অয়ারেন্টি আছে । আশাকরি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ । ভাল থাকবেন
Sir fridge ar standard mode konta ? Mane volume ta kon position a rakha valo Oneke bole 2/3 a rakhte hoi Kintu amader fridge a 1 a dea thakleo ato valo chole j mone hoi ar theke kom kora gele aro valo hoto Ate ki kono dhoroner problem hobe jamon biddyut bill bashi asha/fridge ar life a pressure pora etc Naki 2/3 a rakha valo Aktu bujhea bolben please
ভাই আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, একটা বিষয়ে এখন কি করতে পারি যদি সাহায্য করতেন, অনেক উপকৃত হতাম। বিষয়টি হচ্ছে, > গত রাতে আমার ফ্রিজের ডিপের দরজা **ভুলক্রমে খোলা** রয়ে যায় এবং সকালে ৮:০০ টায় আমি দেখিযে ফ্রিজের বেশি শব্দ হচ্ছে, গিয়ে দেখিয়ে এই অবস্থা। তো দরজা লাগালাম এবং দেখলাম য়ে সারাদিন ফ্রিজটি একটানা চললো এবং মনে হচ্ছে যে আগের চেয়ে এখন ফ্রিজটি বেশি সময় ধরে চলে। (আমার ফ্রিজটি Eco+ এরে Non Frost Quality.)
ওয়ালাইকুম আসসালাম ভাই । দরজা খোলা থাকা ফ্রিজের জন্য অনেক বড় ক্ষতির কারন। কিছু সময়ের জন্য ফ্রিজ বন্ধ রাখতে পারেন। এতে কম্প্রেসর রেস্ট পাবে। তারপর আবার চালান । এর পরও যদি বেশি শব্দ হয় তাহলে দেরি না করে এখনি একজন টেকনিশায়ান দেখান। অনেক ধন্যবাদ
Sir amr freez ta hoche hitachy.ami alwys freez 2 a raky.kichudin age freez poriskar kory.tar jonno first a ami point 2 teke 0 kore dei.then switch of kory.poriskar sese freez on kory.but vule gesy o degree teke power barate.2 din amr freez cholse but o point a chilo.ekon amr freez 3 a dileo tanda hoy n.4 a dile tanda hoy.3 a dile kn tanda hoy n sir
ভাই আমার ফ্রিজ এক সাইড বাইরে গরম হতো, কিন্তু কয়দিন ধরে লক্ষ করছি, কিছুটা গরম হয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্রিজের ভেতর বরফও জমছে না, অথচ আগে ভালো বরফ জমতো.... প্লিজ দয়া করে সমাধান দেবেন বি দ্রঃ তেমন কিছু ফ্রিজে নেই (মাছ+মাংশ) ফ্রিজ ক্রয় করা ১০ মাস হলো। ফ্রিজের চারি অংশ ফাঁকা রেখেছি ৬" মতো রেগুলেটর বাড়িয়ে দিলেও একই সমস্যা। ফ্রিজ পয়পরিষ্কার করেও রেজাল্ট আসেনি
Amr normal kicu din dore thanda hocce na age fridge kicu kokhn off kore rakhar por jodi chalo kortam tahole compressor chalu hoyar sound hoito r sara din a rate 4,5 bat ar moto emn sound korto tokhn fridge thik cilo akhn fridge compressor Sound kora off kore dice r amr normal o thanda hoya bondo hoya gese akhn amr koroni ki??
Asssalamolikom sir ami walton wni 5f3 smart fridge kinachi but amar fridge er deep side a food rakla 8/10 hour time a jamat bada tatakana amar food goli nasty hot a basha. Walton er taknition check kara balla sab tik acha nonfrost tai ekto somoy basi nai ekon ami ki karta pari?
Freez clean korar jonno gasket khule wash kore notun kore lagiase but freez r thanda batas dhore rakhte parse na.freez cholse but kaj korse na. Ekhon ki korte pari. Pls suggest dean.
ভাই frost & non frost এর সুবিধা অসুবিধা নিয়ে একটি ভিডিও করেন৷ আমি একটা Freez নিব৷ তবে frost/ non frost নিব বুজতেছিনা৷ সবাই বলে non frost এ বরফ জমেনা৷ আমার প্রশ্ন হল মাছ মাংস শক্ত (চাকা) হয় কিনা বা কতদিন পযন্ত ভাল থাকবে ৷ pls ans দিবেন
Vai Ami new ekta beko no frost freeze kinsi. Freeze ER deep freeze part ta cool hosse. Kintu normal part ta cool hossena. Freeze thikmotoi cholse. Tempareturr settings ta Jodi ektu bolten. Ami deep ER jonno -18 disi . Ar normal ER jonno 2 disi.
ও ভাই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি আমার ফ্রিজের একটু সমস্যা আছে আমার সিঙ্গার ফ্রিজের দ্বীপে এক্সাইড বরফ জমে আর অন্য সাইডে জমে না পুরাতন ফ্রিজ যদি জানাইতেন তাহলে আমার খুব উপকার হতো,
ভই, মেঘ নেট টা যে কোন ব্যক্তি তার নিজের ফ্রিজের magnet নিজে কি ভাবে Change করে নিতে পারবে, সে Sistems টা দেখালেনা, বল্লেন ও না এবং Original magnet টা কোথায় থেকে আনতে পারবে Fan টা কি ভাবে যে কোন ব্যক্তি নিজে নিজে Change করে নিতে পারবে। বল্লে এবং দেখালে ভালো হতো না! thank you Very much.
ভাই আমার স্যামসাং নন ফস্ট ইনভার্টার ফ্রিজ, হঠাৎ করে ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায় এবং কম্প্রেসার এরও শব্দ বন্ধ হয়ে যায়, তবে কম্পেসার গরম থাকে, এর পর একটা মেকারনিকের পরামর্শে ১দিন ফ্রিজ বন্ধ রাখার পর ফ্রিজ রান করার পর ফ্রিজ ঠিক হয়, কিন্তু ঠান্ডা অনেক কোম হচ্ছে😭কি কারনে এমন হচ্ছে প্লিজ বলবেন???
Kal amr freeze er dip er dorja ta aktu khola chilo ja dekhini 12 ghonta amn chilo.akhn dekhchi dip ta kmn sound korce...ata kno hocche.compressar ki pbl holo.kindly reply korle upokrito hobo..Thank u so much..
Hello sir, I buy a sharp freeze with inverter last 4 months. But there was last night load shading from 4 am. To 11 am. Today.Even though the freeze was turned on at 11 am.in the morning,the freeze was not running.It would be useful to know why the freeze not running? But why is the benefit from inverter? Thanks
Vai Ami noton firij kalke kine anshi tokhon Valo shilo akhon bashay ane line diteshi kinto vitore thanda hotese na vaiya akhon Ami ki korbo plz reply den 😢
উপরের নরমাল এবং নিচের অংশের দুই দরজার মাঝে ঘামে। গ্যাস্কেট টাইট আছে। নরমালের নিচের অংশে দরজার কাছে একটা কাপড় দিয়ে রাখলে ঘামে না। আর নরমালে পানি জমে। ফ্রিজ ঠান্ডা হয়। সমস্যা কি প্লিজ বলবেন।
vai amar Walton freeze cokin kore tarpor abar freeze off korle cokin sere dei abar 1 ba 2 ghonta pore amar thanda sere diye cokin kore bose karon ki freeze valo vabe wash kora hoyse tarporeo hoytase plz ans ta taratari deoyar chesta koriyen
আমি বাহিরে থাকি, লকডাউন এ টেকনিশিয়ান পাই না। সমশ্যা হল,ফ্রিজে কুলিং কম হয়, ডিপ অংশে আইস হয় না, কোন মাছ, মাংস রাখলে সেটা আইস বা শক্ত হচ্ছে না। ২/৩ দিন পানি রাখলে সামান্য একটু আইস হচ্ছে কি করা যায়, বললে উপকার হতো।
ফ্রিজের দরজার রাবারে সমস্যা। দরজা দরার সাথে সাথে খুলে যায়। নরমাল ঠাণ্ডা হয় না।আমারা এই রাবার টা পালটাতে চেয়েছিলাম কিন্তু মেকানিক বলে এই রাবার নাকি কিনতে পাওয়া যায় না।প্লিজ জানাবেন।
Bhai amar fridge er 2 no. speed e chalele o deep fridge e ice jome ja66e,,,,kono problem ki? And fridge kom speed e chalale ki kom electric kharach hobe?
ভাই আসসালামু আলাইকুম, আমার ফ্রিজের কম্পাসারে খুব গরম হয়ে যায়, কিন্তু কম্পাসারে প্রেসার নাই ফ্রিজ রেগুলেটার ৭ দেওয়ার পরেও তেমন ঠান্ডা নাই কয়েকদিন দরে ২৪ ঘন্টা চালু রাখার পর ভিতরে একটু বরফ হচ্ছে, এ ক্ষেএ কি গ্যাসের সমস্যা নাকি রেগুলেটর সমস্যা বলবেন কি
আপনার কথা অনেক ভালো লাগলো
অনেক ধন্যবাদ
স্যার,
অামাকে অাপনি চিনবেন।
অামি স্কয়ার টেক্সটাইলস, সাইদুল ভাইয়ের সহকারী শাহজালাল।
প্রবলেম সার্চ করতে গিয়ে অাপনার ভিডিও পেয়ে খুবই উপকৃত হলাম।
এবং অামি বিস্মিত হলাম
আসসালামু আলাইকুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর বুঝিয়ে বলেছেন
ওয়ালাইকুম আসসালাম আপু। আপনাকেও অনেক ধন্যবাদ
ভাইজান আমার কাছে আপনার ভিডিও ভালো লাগে প্রতিটা পরামর্শ। একটু বলবেন ইলেক্ট্রিক ছাড়া কম দামের ভিতর কোন ধরনের পানির ফিল্টার ভালো। দয়া করে বলবেন।
অনেক ধন্যবাদ ভাই জান । আপনি পিউরিট দেখতে পারেন।
ভাই আমার ফ্রিজে দিবে প্রচুর ঠান্ডা হয় বরফ জমে কিন্তু নরমালে ঠান্ডা হয় না এর
ধন্যবাদ ভাই
Thanks api
Khub helpful video
Frizer opore Jai holod bati ase seta onoborot up down kre ,,kicokkhon por por sobdo kre atar karon ta akto bolben please
প্লিজ হেল্প
আমি কালকে নতুন ওয়াল্টন ফ্রিজ কিনি আজ কে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে ফ্রিজ চালু করি,, দোকানের লোক বলছিলো ফ্রিজ চালু করে ৬/৭ এ ৩ ঘন্টা দিয়ে রাখতে,,,,, আমি তাই দিছি,, কিন্ত এখন প্রায় ২ ঘন্টা উপরে হয়ে গেছে ফ্রিজ যেমন ছিলো তেমন ই আছে,,, বরফ ও জমে নাই ঠাণ্ডা ও হয় নাই আর একটা যে শব্দ হয় তাও হচ্ছে না,, এখন কি করতে পারি,,, বলেন প্লিজ
রেগুলেটর ঘুরিয়ে ৩ এর বেশি দিন । দিয়ে দেখুন ফ্রিজ চলে কিনা । ফ্রিজের বাহিরের ২ সাইডে হাত দিয়ে দেখুন গরম হয়েছে কিনা । যদি গরম না হয় তাহলে আপনার ফ্রিজ চলছে না বা কাজ করছে না । প্রথমে আরেকবার ফ্রিজের ইলেকট্রিক লাইনটা চেক দিতে পারেন । সকেট থেকে প্লাগ খুলে আবার লাগান । সুইচ বন্ধ করে আবার চালু দিন বা অন্য কোন সকেটে লাগান । ১০ মিনিট চালু করে অপেক্ষা করুন । এবার দেখুন সাইডে গরম হয়েছে কিনা । যদি না হয় শো রুমে ফোন করুন আর তাদের সার্ভিসের একজন কে বাসায় আসতে বলুন। আপনার রশিদে বা রশিদের খামে শো রুমের নাম্বার আছে হয়ত। কোন চিন্তা করবেন না । আপনার ১ বছরের অয়ারেন্টি আছে । আশাকরি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ । ভাল থাকবেন
@@TechView24 ji... Thik hoica akon apnak onek onek dhonnobad
@@suraiyasanjida7806 Most welcome. Valo thakben
Sir fridge ar standard mode konta ?
Mane volume ta kon position a rakha valo
Oneke bole 2/3 a rakhte hoi
Kintu amader fridge a 1 a dea thakleo ato valo chole j mone hoi ar theke kom kora gele aro valo hoto
Ate ki kono dhoroner problem hobe jamon biddyut bill bashi asha/fridge ar life a pressure pora etc
Naki 2/3 a rakha valo
Aktu bujhea bolben please
Sundor
Friz ar opore Jai holod bati thake seta up down kre ,, kicokkhon pre pore sobdo kre ar karon ta akto bolben please
পনেরো দিন আগে ফ্রিজ আনা হয়ছে।ফ্রিজে বরফ হয় কিছুখন পর পানি ছেড়ে দেয়। পরে ফ্রিজ পালটিয়ে আনা হয়চে তারপর ঔরকম সমস্যা।এখন কি করব?
ভাই আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, একটা বিষয়ে এখন কি করতে পারি যদি সাহায্য করতেন, অনেক উপকৃত হতাম। বিষয়টি হচ্ছে, > গত রাতে আমার ফ্রিজের ডিপের দরজা **ভুলক্রমে খোলা** রয়ে যায় এবং সকালে ৮:০০ টায় আমি দেখিযে ফ্রিজের বেশি শব্দ হচ্ছে, গিয়ে দেখিয়ে এই অবস্থা। তো দরজা লাগালাম এবং দেখলাম য়ে সারাদিন ফ্রিজটি একটানা চললো এবং মনে হচ্ছে যে আগের চেয়ে এখন ফ্রিজটি বেশি সময় ধরে চলে। (আমার ফ্রিজটি Eco+ এরে Non Frost Quality.)
ওয়ালাইকুম আসসালাম ভাই । দরজা খোলা থাকা ফ্রিজের জন্য অনেক বড় ক্ষতির কারন। কিছু সময়ের জন্য ফ্রিজ বন্ধ রাখতে পারেন। এতে কম্প্রেসর রেস্ট পাবে। তারপর আবার চালান । এর পরও যদি বেশি শব্দ হয় তাহলে দেরি না করে এখনি একজন টেকনিশায়ান দেখান। অনেক ধন্যবাদ
Sir amr freez ta hoche hitachy.ami alwys freez 2 a raky.kichudin age freez poriskar kory.tar jonno first a ami point 2 teke 0 kore dei.then switch of kory.poriskar sese freez on kory.but vule gesy o degree teke power barate.2 din amr freez cholse but o point a chilo.ekon amr freez 3 a dileo tanda hoy n.4 a dile tanda hoy.3 a dile kn tanda hoy n sir
I'm very helpful for your video
Glad to hear that. Thanks
Thanks a lot.
Most welcome
LG firij 3 number a asa but pichone onok borof hoyeche,,, plz bolben ki korbo 227 Liter firij
tnku
ভাই আমার কম্পেসার চলে, এবং সাইট এ হালকা গরম হয়, কিন্তু হালকা হালকা ঠান্ডা হয়,,১০পারসেন্ট,,, বেশি ঠান্ডা হয়না, পিল্জ ভাই আনচার দিন
Gas and Gasket check din.
Boss amar singer frez..... Cholte cholte hotat thanda howa bondho hoyece....compreser chole o gorom o hoy but chanda hoyna....normol o deep konotai na
Amar Toshiba inverter fridge 11 months hoise. Ekhon suddenly refrigerator cool hosse na. 2 din basai keu silo na. 2 din por jeye dekhi freeze er shob nosto hoye puro ghor gondho gondho. Ekhon freeze chalale thanda hosse na, deep olpo thanda hoi kintu baire dui pash onek gorom hoye jasse. Ki hote pare. Kono external voltage stabilizer nai.
ভাই আমার ফ্রিজ এক সাইড বাইরে গরম হতো, কিন্তু কয়দিন ধরে লক্ষ করছি, কিছুটা গরম হয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
ফ্রিজের ভেতর বরফও জমছে না, অথচ আগে ভালো বরফ জমতো....
প্লিজ দয়া করে সমাধান দেবেন
বি দ্রঃ তেমন কিছু ফ্রিজে নেই (মাছ+মাংশ)
ফ্রিজ ক্রয় করা ১০ মাস হলো।
ফ্রিজের চারি অংশ ফাঁকা রেখেছি ৬" মতো
রেগুলেটর বাড়িয়ে দিলেও একই সমস্যা।
ফ্রিজ পয়পরিষ্কার করেও রেজাল্ট আসেনি
Vai assalamualai kum.amar freez hothat thanda totally bondho hoye gese ,body age gorom hoto akhon gorom hoyna.but freez running .ki korbo vaia.
WalaikumAssalam. Gas check korun.
Amr normal kicu din dore thanda hocce na age fridge kicu kokhn off kore rakhar por jodi chalo kortam tahole compressor chalu hoyar sound hoito r sara din a rate 4,5 bat ar moto emn sound korto tokhn fridge thik cilo akhn fridge compressor Sound kora off kore dice r amr normal o thanda hoya bondo hoya gese akhn amr koroni ki??
Asssalamolikom sir ami walton wni 5f3 smart fridge kinachi but amar fridge er deep side a food rakla 8/10 hour time a jamat bada tatakana amar food goli nasty hot a basha. Walton er taknition check kara balla sab tik acha nonfrost tai ekto somoy basi nai ekon ami ki karta pari?
Freez clean korar jonno gasket khule wash kore notun kore lagiase but freez r thanda batas dhore rakhte parse na.freez cholse but kaj korse na. Ekhon ki korte pari. Pls suggest dean.
ভাই frost & non frost এর সুবিধা অসুবিধা নিয়ে একটি ভিডিও করেন৷
আমি একটা Freez নিব৷ তবে frost/ non frost নিব বুজতেছিনা৷ সবাই বলে non frost এ বরফ জমেনা৷ আমার প্রশ্ন হল মাছ মাংস শক্ত (চাকা) হয় কিনা বা কতদিন পযন্ত ভাল থাকবে ৷ pls ans দিবেন
Vai Ami new ekta beko no frost freeze kinsi. Freeze ER deep freeze part ta cool hosse. Kintu normal part ta cool hossena. Freeze thikmotoi cholse. Tempareturr settings ta Jodi ektu bolten. Ami deep ER jonno -18 disi . Ar normal ER jonno 2 disi.
২তারিখে আমি নতুন ফ্রিজ কিনেছি 2,3 সেকেন্ড পর টাস করে বন্ধ হয়ে যায় কম্প্রেসার আবার অনেকক্ষণ পর চালু হয়
Amar akta deep asay . Seta mecanic tara fail hoe return koraychay. Tara bolaychay chamber leak. But. Ami jani jamber leck na. Provlem holo bondo fredge start korlay full thanda hoe.but jokhon auto stop hoe thon ar thanda hoe na. Abar 7/8 ghonta bondo koray start korlay abar sondor ice hoe . Bhai ar karon ki ? Keno continu hoe na sodho auto bondo holay ar thanda hoe na keno. Bhai karon asolay ki janaben
আমার নতুন ফ্রীজ মাএ ছয় মাস হয়েছ। হঠাৎ করে দুই দিন ধরে ঠান্ডা ডীপে বরপ হচ্ছে । ঠান্ডা কম হচ্ছে। কি করবো এখন। ভলিউম ও ৬ দিয়ে রাখছি
ধন্যবাদ ভাই। আমি জানতে চাই। কমপেসার পাম পিং বাড়ানোর জন্য কোন সমাধান আছে কি।থাকলে একটা ভিডিও দেন।
ও ভাই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি আমার ফ্রিজের একটু সমস্যা আছে আমার সিঙ্গার ফ্রিজের দ্বীপে এক্সাইড বরফ জমে আর অন্য সাইডে জমে না পুরাতন ফ্রিজ যদি জানাইতেন তাহলে আমার খুব উপকার হতো,
ভাই কষ্ট করে একটু বাংলায় বলবেন প্লিজ
Normale dorja khulle sobdo hoy, mone hoy kui nissas nisce?
আসসালামু আলাইকুম ভাই আমার ফ্রিজ দুই ঘন্টা পানির নিচে ছিল এখন পুনরায় চালু করার জন্য সার্ভিসিং প্রয়োজন কিনা যদি দয়া করেন একটু জানাতেন উপকৃত হতাম
গ্যাসকেড, থারমোস্টার, কম্প্রেসার ইত্যাদির দাম কত হতে পারে?
ভই,
মেঘ নেট টা যে কোন ব্যক্তি তার নিজের ফ্রিজের magnet নিজে কি ভাবে Change করে নিতে পারবে, সে Sistems টা দেখালেনা, বল্লেন ও না
এবং Original magnet টা কোথায় থেকে আনতে পারবে
Fan টা কি ভাবে যে কোন ব্যক্তি নিজে নিজে Change করে নিতে পারবে।
বল্লে এবং দেখালে ভালো হতো না!
thank you Very much.
ভাই আমার স্যামসাং নন ফস্ট ইনভার্টার ফ্রিজ, হঠাৎ করে ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায় এবং কম্প্রেসার এরও শব্দ বন্ধ হয়ে যায়, তবে কম্পেসার গরম থাকে, এর পর একটা মেকারনিকের পরামর্শে ১দিন ফ্রিজ বন্ধ রাখার পর ফ্রিজ রান করার পর ফ্রিজ ঠিক হয়, কিন্তু ঠান্ডা অনেক কোম হচ্ছে😭কি কারনে এমন হচ্ছে প্লিজ বলবেন???
Viya normal line pacce kintu deep line pacce na borof gole gese Kno aktu bolben plzz
Vaiya amar frezer drain hole bondho hoye giyechilo.drain hole ami basay thik korchi kintu drain hole poriskar korar por akhon normal dhanda hocche na akhon ami kibasay bose ta somadhan korte parbo?
ডিপের পাখা চলছে এবং নরমালের লাইটও জলছে,, কিন্তু ঠান্ডা হচ্ছে না ফ্রিজ,,আশা করছি সমাধান টা জানাবেন।
গ্যার কম। বা লিং আছে।
Deep e procur ice hoy but normal thanda hoyna.
আমার ফ্রিজে নরমাল পার্ট টা ঠান্ডা হচ্ছে না । আমি আপ্নার সাথে যোগাযোগ করতে চাই। কি ভাবে জানাবে
ভাই, আমার ফ্রিজ নরমাল ও ডিপ অংশ বরফ গলে যাচ্ছে অর্থাৎ ঠান্ডা হচ্ছে না, কিন্তু কম্প্রেসার আওয়াজ হচ্ছে এটার সমাধান কি?
আমি কই এক মাস বাহিরে ছিলাম তখন আমার ফ্রীজ বন্ধ রাখলাম ছয় মাস পরে অন করে দেখেই বরফ হয়না ঠান্ডা দেয়না
Kal amr freeze er dip er dorja ta aktu khola chilo ja dekhini 12 ghonta amn chilo.akhn dekhchi dip ta kmn sound korce...ata kno hocche.compressar ki pbl holo.kindly reply korle upokrito hobo..Thank u so much..
Hello sir, I buy a sharp freeze with inverter last 4 months. But there was last night load shading from 4 am. To 11 am. Today.Even though the freeze was turned on at 11 am.in the morning,the freeze was not running.It would be useful to know why the freeze not running? But why is the benefit from inverter? Thanks
Inverter helps to save energy. Please check fuse/ CB. Ensure power across compressor. Check thermostat and its setting.
Sir Amar freez thanda hoy kintu Pani mas mangso borof hoy na karon ki
ওয়ালট ফ্রিজের লাইট জ্বলেনা এবং ঠান্ডা কম হচ্ছে।সমাধান কি জানালে উপকৃত হব।
Vai Ami noton firij kalke kine anshi tokhon Valo shilo akhon bashay ane line diteshi kinto vitore thanda hotese na vaiya akhon Ami ki korbo plz reply den 😢
নতুন ফ্রিজ কিনছি ৪ মাস হলো, পাওয়ার বারাইয়া দিলে ফ্রীজ এর সব বরফ ছেরে দেয় কারনটা কি।
আজ আমার ফ্রিজে হঠাৎ করে ঠান্ডা দেওয় বন্ধ হয়ে গেছে, ফ্রিজ চলে কিন্তু পানি রাখলে বরফ হয় না, আর নরমালও ঠান্ডা দেয় না
Same problem
Amr o
akhon somadan hoise ki?
Na
Same plm vai ki kora jai akhon
Vaiya Amar firij ar vitorer light ta hotat Kore alo kome gece Ami ki korbo plz bolben?
আমার ফ্রীজ পরিষ্কার করতে গিয়ে ডিপে একটা ছোট ছিদ্র হয়ে গেছে এতে কি কোন সমস্যা হবে
Practically show korale vlo hoy
উপরের নরমাল এবং নিচের অংশের দুই দরজার মাঝে ঘামে। গ্যাস্কেট টাইট আছে। নরমালের নিচের অংশে দরজার কাছে একটা কাপড় দিয়ে রাখলে ঘামে না। আর নরমালে পানি জমে। ফ্রিজ ঠান্ডা হয়। সমস্যা কি প্লিজ বলবেন।
গেসকেট কোথায় পাওয়া যায়?
বর্তমানে অধিকাংশ ফ্রিজই খুব নিম্ন মানের।
জি । এ জন্যই একটু দেখে শুনে বুঝে কিনতে হয়
Vaiaaa amr new freeze 4 5din hoy but borof tanda hoyna
১০/১৫ মিনিট পর পর হঠাৎ করে শব্দ করে কারণ কি জানালে উপকৃত হবো।
Bujte pari nai.
ফ্রিজ গাড়িতে করে এক জায়গা হতে অন্য জায়গায় কাৎ করে বহণ করলে কি ফ্রিজের গ্যাস পড়ে যায় বা ফ্রিজের কোন সমস্যা হবে কিনা জানাবেন প্লিজ।
nice
কম্প্রেসার সবসময় চলে, এর কারণ কি এটা ইনভার্টার ফ্রিজ নাকি অন্য সমস্যা জানাবেন।
vai amar Walton freeze cokin kore tarpor abar freeze off korle cokin sere dei abar 1 ba 2 ghonta pore amar thanda sere diye cokin kore bose karon ki freeze valo vabe wash kora hoyse tarporeo hoytase plz ans ta taratari deoyar chesta koriyen
Viya amer freeja tide besi tide....are kham ar motho
vai amr basai akta (LG)companyr fridge asy somassa hoilo gia fridge ar deep coll hoy but normal coll hoy na ke somassa jodi boltan plz...
Please check evapurator fan and normal chamber gasket . thanks
Freeze calo hoye bondo hoye jay atar somadan ki bhai bolben
Amar fridge a I c hoy na tar karon ki . Tanda hoy but borof hoy na
ভাই। আমার দিপ ফ্রিজ এর রান বাতি জলে না।ditect chole.ki kora jay
Amar fridge singer brander but thanda hocchena kintu light jolche kono sound hocchena akhon ki korbo
Same problem vai
Comoressor,thermostat check koro....ar sese gas check koro..
নর্মালে ঠান্ডা কম হচ্ছে। ফুল বারিয়ে দিলেও ঠান্ডা সেই পরিমানে হচ্ছে না।
ফ্রিজ যদি বেশ আগের হয়ে তাহলে গ্যাস চেক করুন । আগের ফ্রিজ গুলোর সিস্টেম একটু অন্য রকম ছিল।
আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রিজ কমপেসার দাম কতো বা কমপেসার ঠিক করতে গেলে কি গ্যাস চলে যায় দায় করে জানাবেন
ফিজের,ডিপে পানির বতলে বরপ জমে কিনতু মাছ মাংস এক পিট বরফ,জমে অন পাসে নরম হয়ে জায় পচন দরে কি কারন চার,একটু বলে দিবেন
Amar freez er deep ak pase ice hoi na normal thanda hoi r normal er jinis gulo nosto hoiye jai
ফ্রীজ চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না এবং কিছু সময় পর পর কর কর শব্দ হচ্ছে
sm plm amdr o hosca
আমার ফ্রিজ এসমস্যা
Amar o eki somossa
আজকে আমার ফ্রিজে হচ্চে, সমাধান কি?
আমার সিংগার ফ্রিজ।টেম্পারেচার 7 এ দিলে ঠান্ডা হয়।কিন্তু এর কম দিলে হয় না
আমার কাছে একটা মার্সেল ফ্রিজ আছে বরফ জমে না কোন মেগা ঠিক করতে পারতেছি না করনীয় কি
great
আমি বাহিরে থাকি, লকডাউন এ টেকনিশিয়ান পাই না। সমশ্যা হল,ফ্রিজে কুলিং কম হয়, ডিপ অংশে আইস হয় না, কোন মাছ, মাংস রাখলে সেটা আইস বা শক্ত হচ্ছে না। ২/৩ দিন পানি রাখলে সামান্য একটু আইস হচ্ছে কি করা যায়, বললে উপকার হতো।
ভাই টা আপনি সমাধান করতে পারবেন না।ছোট সমাধান না।
ভাই আমার ফ্রিজের নরমাল কোনটাই ঠাণ্ডা হচ্ছে না কিন্তু কম্প্রেসার চলছে লাইট করণীয়
Ami asce 3 dine pfreze kinlam akono kono brop hoy na kano
ভাই আমার ডিপ ফ্রিজ মানে যেখানে মাছ মাংস রাখি তা জমেনা এমনিতে ঠান্ডা হয় কিন্তু বরফ জমেনা এখন কি করবো
আজ হঠাৎ করে ফ্রিজে লাইন পাচ্চেনা। টেবুলেজারে কারেন্ট ইনপুট পায় বাট আউটপুট পায়না। এখন কি করতে পারি হেল্প করবেন প্লিজ।
tharmostade 6 porjonto please valo vabe borof hoina ki korbo
Freeze এর deep part ঠান্ডা হচ্ছে কিন্তু normal part ঠান্ডা হচ্ছে না 🙂
কি সমস্যা এটা?
সমাধান কিভাবে হলো?
ভাইয়া একটা জানার ছিল আপনার কাছে কত ওয়ার্ড ফ্রিজে কত ওয়ার্ড কমপ্রেসার লাগানো জাবে জানালে ভালো হয় ভাইয়া
Freez er side gorom hoyna kn?
ফ্রিজের দরজার রাবারে সমস্যা। দরজা দরার সাথে সাথে খুলে যায়। নরমাল ঠাণ্ডা হয় না।আমারা এই রাবার টা পালটাতে চেয়েছিলাম কিন্তু মেকানিক বলে এই রাবার নাকি কিনতে পাওয়া যায় না।প্লিজ জানাবেন।
পাওয়া যায়। ঢাকা যান।
Gasket beke nosto kivabe channge kora jay kivabe
ওয়ালটন ফ্রিজ 11 সেফটি ঘন্টায় কত সময় চলবে তারপর বন্ধ হবে
ভাই ফ্রিজের ডিপে অতিরিক্ত বরফ জমে কেন? ৩/৪ দিন পর পর পরিষ্কার করা লাগে।
আশা করি উত্তর জানাবেন।
Thermostat prmroblem hiyeche,,check kore nao...na hole gas kome geche
Bhai amar fridge er 2 no. speed e chalele o deep fridge e ice jome ja66e,,,,kono problem ki?
And fridge kom speed e chalale ki kom electric kharach hobe?
Magnet ta ki bhabe change kra jbe? Eta ki bahire kinte pawa jay?
Vai amar dipe borof hoyna ki korvo
ভাই আসসালামু আলাইকুম, আমার ফ্রিজের কম্পাসারে খুব গরম হয়ে যায়, কিন্তু কম্পাসারে প্রেসার নাই ফ্রিজ রেগুলেটার ৭ দেওয়ার পরেও তেমন ঠান্ডা নাই কয়েকদিন দরে ২৪ ঘন্টা চালু রাখার পর ভিতরে একটু বরফ হচ্ছে, এ ক্ষেএ কি গ্যাসের সমস্যা নাকি রেগুলেটর সমস্যা বলবেন কি
ভাই আমাদের ফ্রিজ লোড নিচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না সমস্যাটা কি
ফ্রিজ লোড অবস্থায় কত নং রাখতে হবে
ভাই আমার একটা ফ্লিজ ৩ মাস যাবত বন্ধ ছিলো। এখন চালু করছি ফ্রিজ চলতেছে কিন্তু একটুও ঠান্ডা হচ্ছে না।এমতাবস্থায় আমার করণীয় কি????
amro same prb🥺
ভাই, আমাদের বাড়িতে যে ফ্রিজ টি আছে ওই ফ্রিজ টির গায়ে ঘাম হয় 🤔🤔🤔
এখন কী করব ??please একটু বলবেন
ভাই আপনার ফ্রিজের থার্মোস্ট্যাট এর পাওয়ার কমে দেন তবু যোদি ঠিক না হয় তাহলে থার্মোস্ট্যাট পরিবর্তন করেন।
walton fridge চলাকালীন সময় অনিয়মিত ভাবে শব্দ হয়,,হাত ফ্রিজ স্পর্শ করলে থেমে যায়, এটা কিভাবে সমাধান করবো।
ফ্রিজ হয়ত ভাল ভাবে বসেনি ।