Dysentery Treatment - আমাশয় রোগের লক্ষণ ও প্রতিকার - আমাশয় থেকে মুক্তির উপায়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2022
  • Dhaka Gastro-Liver Center নিবেদিত এ ভিডিওতে "দীর্ঘদিনের আমাশয়" নিয়ে বিস্তারিত বলেছেন
    ডা. এম সাঈদুল হক
    সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
    চীফ কনসালট্যান্ট
    ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার
    ০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
    ০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬
    মিডিয়া পার্টনার - MediTalk Digital
    আমাশয় (ইং: Dysentery) মানব অন্ত্রে রোগজীবাণুর সংক্রমণজনিত রোগ। সাধারণত এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba histolytica) কিংবা শিগেলা (Shigella) গণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহের পরিপাক তন্ত্রে সংক্রমণ করলে এই রোগ হয়। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং শ্লেষ্মা ও রক্তসহ পাতলা পায়খানা হতে থাকে।[১] আমাশয় হলে পেট কামড়ানোসহ মলের সঙ্গে পিচ্ছিল আম অথবা শ্লেষ্মাযুক্ত রক্ত যায়।[২]
    সংক্রমিত ব্যক্তির মল দ্বারা খাদ্য বা পানি দূষিত হলে আমাশয় ছড়িয়ে থাকে। প্রায়শই সংক্রমিত ব্যক্তিদের হাত পরিস্কার করে না ধুলে এমনটি হয়। শিগেলা নামক দণ্ডাণুর (দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া) কারণে ঘটিত আমাশয়কে শিগেলাধিক্য রোগ (শিগেলোসিস) বলা হয়। এই জাতীয় আমাশয় মৃদু প্রকৃতির হতে পারে, কিংবা হঠাৎ, গুরুতর ও জীবনঘাতী রূপ ধারণ করতে পারে। আমাশয়ের কারণে দেহ থেকে তরল পদার্থ বের হয়ে গিয়ে পানিশূন্যতার সৃষ্টি হয়। পরবর্তী পর্যায়ে দীর্ঘস্থায়ী বৃহদন্ত্রের ঘা বা ক্ষত (আলসার) হতে পারে। ব্যাকটেরিয়া নিরোধক ঔষধ (অ্যান্টিবায়োটিক), তরল প্রতিস্থাপন ও কখনও কখনও রক্ত পরিভরণ দিয়ে চিকিৎসা করা হয়। এককোষী প্রাণীঘটিত তথা অ্যামিবাঘটিত আমাশয় এন্ট্যামিবা হিস্টোলাইটিকা নামক অণুজীবের কারণে ঘটে থাকে। অ্যামিবাঘটিত আমাশয় দুইটি রূপ ধারণ করতে পারে। একটি রূপ দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াঘটিত আমাশয়ের অনুরূপ, অন্যটি দীর্ঘস্থায়ী ও থেমে থেমে (সবিরাম) বিরতি দিয়ে ঘটে থাকে এবং বৃহদন্ত্রে ক্ষত সৃষ্টি করে। অ্যামিবানাশক ঔষধ দিয়ে এই ধরনের আমাশয়ের চিকিৎসা করা হয়।
    প্রকারভেদ
    আমাশয় দুই ধরনের হয়ে থাকে: অ্যামিবাঘটিত আমাশয় এবং দণ্ড-ব্যাকটেরিয়াঘটিত (ব্যাসিলারি) আমাশয়। এদের সংক্রমণের কারণ ভিন্ন, রোগের লক্ষণ ভিন্ন এবং চিকিৎসাও ভিন্ন।
    অ্যামিবাঘটিত আমাশয়
    অ্যামিবাঘটিত আমাশয় (Amoebic dysentery, Amoebiasis) বড় ছেলে-মেয়েদের হয়ে থাকে কিন্তু ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এর প্রবণতা অত্যন্ত কম৷ পরিপাকতন্ত্রের বৃহদান্ত্রে এন্ট্যামিবা হিস্টোলাইটিকা নামক পরজীবীর সংক্রামণের ফলে এই রোগ হয়৷
    সংক্রমণের কারণ
    জিন পরিহিত একটি সাদা কুকুর খেলাচ্ছলে একজন নবীন বালককে নাক দিয়ে ঘষছে
    মালবাহী পশু হিসেবে ব্যবহৃত একটি সাইবেরীয় হাস্কি
    এন্টামিবা হিস্টোলাইটিকা নামীয় পরজীবীটি নিজের চারদিকে এক ধরনের আবরণ গঠন করে মাটিতে ও পানিতে বিচরণ করে৷ সাধারণতঃ দূষিত পানি এবং অপরিচ্ছন্ন খাবার গ্রহণের মাধ্যমে এই এন্টামিবা হিস্টোলাইটিকা মানুষের পেটের মধ্যে ঢুকে পড়ে এবং বৃহদান্ত্রের সিকামের কাছাকাছি জায়গায় গিয়ে এর বাইরের আবরণটি খুলে ফেলে৷ এরপর পরজীবীটি বৃহদান্ত্রের গায়ে যে শ্লেষ্মাঝিল্লি আছে তা আকড়ে ধরে বাসা বাঁধে। পরজীবীটির দেহ থেকে এক প্রকার ক্ষতিকারক রস নিঃসরণ হয় যা অন্ত্রে গাত্রের শ্লেষ্মাঝিল্লিকে ভেঙে দেয়। আর এই ভেঙ্গে যাওয়া শ্লেষ্মাঝিল্লিতে এ্যমিবার আক্রমণে ক্ষতের সৃষ্টি হয়৷ শ্লেষ্মাঝিল্লির ঝরে পড়া অংশ মলের সঙ্গে নিঃসৃত হয় যাকে “আম” বলে আখ্যায়িত করা হয়। তলপেটে সাধারণত ডানপাশে চিনচিনে ব্যথা হয়৷ তলপেটের ডান পাশে সিকাম থাকে যা পরজীবীটির আক্রমণের মূল লক্ষ্য।[৩]
    রোগের লক্ষণ
    রোগীর বারবার পাতলা পায়খানা হতে থাকে। মলের সঙ্গে মিউকাস (শ্লেষ্মাঝিল্লি) বা আম বেশি থাকে। রক্ত থাকলেও কম৷ সাধারণত ডানদিকের তলপেটে ব্যথা হয়৷
    চিকিৎসা
    যে কোন প্রকারের আমাশয়ে প্রথম করণীয় হলো খাওয়ার স্যালাইন গ্রহণ করা। অধিকন্তু রোগীকে প্রচুর বিশ্রাম নিতে হবে৷ ডিহাইড্রেশান প্রতিরোধের স্বার্থে প্রচুর পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেতে হবে৷ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট মেট্রোনিডাজল (৪০০ মি.গ্রা.) ১টা দিনে ৩ বার করে ৫ দিন (পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে) খেতে হবে৷ ডাক্তার ওজন অনুযায়ী শিশুদের চিকিৎসা দেবেন।
    দণ্ডাণুঘটিত আমাশয়
    দণ্ডাণুঘটিত আমাশয় (ইংঃ Bacillary dysentery, Shigellosis) শিগেলা নামক ব্যাকটেরিয়া দ্বারা অন্ত্রের সংক্রমণের কারণে হয়। এ রোগটি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে দেখা যায় এবং বহু লোকের মৃত্যুর জন্য এই রোগ দায়ী৷ দণ্ডাণুঘটিত আরেক নাম শিগেলাধিক্য রোগ বা শিগেলোসিস৷ শিগেলা নামে এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই রোগটি হয়৷ শিগেলার চারটি প্রজাতির মধ্যে Shigella flexneri নামক প্রজাতিটির মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আমাশয় ছড়ায়। এটি সবচেয়ে বেশি ছড়ায় জীবাণুবাহী আধোয়া হাত দিয়ে। জীবণুবাহী মাছি ও খাবারের মাধ্যমেও ছড়ায়। মলের সঙ্গে রক্ত বেশি যায় বলে এটিকে এক সময় রক্ত আমাশয় বলা হতো।[৩]
    সংক্রমণের পদ্ধতি
    ২ থেকে ৫ বছরের শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়৷ এ রোগের প্রধান উৎস হলো রোগীর মল৷ মাছির মাধ্যমে রোগজীবাণু খাদ্য ও পানীয়তে সঞ্চারিত হয়৷ এ সকল দূষিত খাদ্য ও পানীয় পান করার ফলে রোগের সংক্রামণ হয়৷ শিগেলা জীবাণুটি মানুষের পেটে ঢুকে পাকস্থলী অতিক্রম করে চলে যায় ক্ষুদ্রান্ত্রে৷ সেখানে জীবাণুটি বংশবৃদ্ধি করে এবং বৃহদান্ত্রে ঘায়ের সৃষ্টি করে৷ ঝিল্লি ফুলে উঠে ও লাল হয়ে যায়৷ ঝিল্লিতে পুঁজের আবরণ পড়ে এবং ক্ষতের সৃষ্টি হয়৷ সামান্য আঘাতেই এই ক্ষত থেকে রক্তক্ষরণ হয়৷ তাই মলের সঙ্গে রক্ত যায়৷
    রোগের লক্ষণ
    হঠাৎ করে ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয় এবং চিকিৎসা নিতে দেরি হলে দিনে ১০ বারের বেশি মলত্যাগ করতে হয়। আক্রান্ত রোগীর পেটে ব্যথা করতে থাকে। রোগীর শরীরে খিঁচুনি হতে পারে৷ রোগীর গায়ের তাপমাত্রা বৃদ্ধি পায়। জ্বর হয়। তাপমাত্রা ১০২-১০৩ ডিগ্রি ফারেনহিট পর্যন্ত উঠে যেতে পারে। অনেকবার মলত্যাগের কারণে শরীরে ফলে পানিস্বল্পতা ও ইলেকট্রোলাইট ঘাটতি দেখা দেয়। শরীর দুর্বল হয়ে পড়ে।

ความคิดเห็น • 155

  • @nazimuddin8379
    @nazimuddin8379 10 หลายเดือนก่อน +11

    স্যার আমার ওনেক দিন জাবত আমশয় মাজে মধ্যে পাতলা পয়খানা ও হয় পেটে কামড় পেট ব্যথা এসব বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি 😢 এখন আমার করনিও কি

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน +1

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @aminstudio2263
    @aminstudio2263 ปีที่แล้ว +11

    ধন্যবাদ স্যার।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      ধন্যবাদ মেডিটক ডিজিটাল এর সাথে থাকার জন্য, আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইলো শুভকামনা।

  • @mdshahajalal917
    @mdshahajalal917 ปีที่แล้ว +13

    আল্লাহ আপনার মঙ্গল করুক।

  • @ahmed_0804
    @ahmed_0804 ปีที่แล้ว +8

    অসংখ্য ধন্যবাদ আপনাকে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      ধন্যবাদ মেডিটক ডিজিটাল এর সাথে থাকার জন্য, আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইলো শুভকামনা।

  • @ziniazasiya5432
    @ziniazasiya5432 2 ปีที่แล้ว +1

    hiatus hernia er treatment ki

  • @mashukahmedrana9669
    @mashukahmedrana9669 ปีที่แล้ว +11

    স্যার অস্থিরতা খুব বেশি। আমার আমাশার জন্য স্বাস্থ্য বাজে এখন কি আমি স্বাস্থ্য বাড়ানোর ওষুধ খেতে পারি। আর আমাশার জন্য কোন ধরনের এলপতি গ্রহণ করব।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন বা যে কোন চিকিৎসা বা উপদেশ অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না, আপনি একজন ভালো গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান এবং তার প্রেশক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করুন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ

  • @user-yt4ps2rm5c
    @user-yt4ps2rm5c 11 หลายเดือนก่อน +3

    আসসালামু আলাইকুম,স্যার আশা করি আপনি ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ পাক আপনাকে সব সময় ভালো রাখুক।
    দয়া করে আপনার চেম্বার এড্রেসটা দিন আমি ইনশাআল্লাহ আপনার সাথে দেখা করব, আমার বাসা লালবাগ পুরান ঢাকা।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।

  • @rimishadas5754
    @rimishadas5754 11 หลายเดือนก่อน +1

    Amar hothat pete jala pora hoy sir trpr kodin por thke amasa pete gur gur awaz abr patla paikhana abr kokhon norom ho66e kintu amasa a6e doctor dekhalam librax diye6e kheye pete betha onk kom a6e kintu paikhana amasa vlo ho66ena fana vab ho66e 20 din moto holo paikhana Dar betha ho66e Jodi doctor babu aktu bolen ki prblm hoye6e?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      আপনাকে পরীক্ষা করে সমস্যা নির্নয় করে চিকিৎসা নিতে হবে , আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @allarbanda4322
      @allarbanda4322 หลายเดือนก่อน

      আমারও একই অবস্থা ভাই

  • @rahedkhan3453
    @rahedkhan3453 8 หลายเดือนก่อน

    Sir amr 2 din dhore dine 3 4 bar toilet hocche toilet er rastha kichuta pichle pichle hoye jay eita ki amashoy er lokkhon janaben doya kore?ar pet vhore kheleo khali hoye jay taratari khide lege jay

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน

      আপনার Steatorrhea হয়ে থাকতে পারে, একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান ও তার পরামর্শ নিন

  • @arpitabose7672
    @arpitabose7672 6 หลายเดือนก่อน

    Sir 3 yr age amr rokto amasha hy stool e entamoba histolytica pawa jay.. Trpr theke poty thik hy kintu poty er sate mucus thake tate olpo blood mixed hye thake.. Blood sudhu mucus e thake.. Amr endroscopy, colonscopy sb kora hyeche tar report normal.. Dctr blche ibs theke hche.. Kintu IBS e ki mucus e blood ase?? Eta ki ibs?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আইবিএস এর কারনে পায়খানা নরম হয় তবে অন্য সমস্যা ও থাকতে পারে, একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট কে সরাসরি দেখান ও তার পরামর্শ নিন

    • @arpitabose7672
      @arpitabose7672 6 หลายเดือนก่อน

      Colonscopy report e internal hemorrids ache..

    • @arpitabose7672
      @arpitabose7672 6 หลายเดือนก่อน

      Gastro dctr blechen ibs ache.. Endoscopy , colonscopy report e normal mucosa.. Sudhu internal hemorrid ache

  • @user-us4uw9me2p
    @user-us4uw9me2p 4 หลายเดือนก่อน

    Sir amr o onk smsya,onk kosa r somsya,r batrum hola e amasa mto hy,amr to pailes er smsya ace plz amr smsya ta r er somadhan ta ki aktu bolben

    • @MediTalkDigital
      @MediTalkDigital  4 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , জেনারেল সার্জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @Catsmine65
    @Catsmine65 8 หลายเดือนก่อน +1

    স্যার আমার ১বছর ধরে রক্ত আমাশয় হচ্ছে। অনেক ঔষধ খেয়েছি। কিন্তু মুক্তি পাচ্ছি না। এখন আমি কি করবো?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน +1

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @mohammedarifulislam9444
    @mohammedarifulislam9444 ปีที่แล้ว +3

    আসসালামুআলাইকুম স্যার আজকে দুইমাসের মতো আমি দুইবার করে পায়খানা করি আমার পায়খানার সাথে হালকা আম আছে এটার জন্য কোন ওষুধ সেবন করবো জানাবেন দয়া করে প্লিজ?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম বা যে কোন চিকিৎসা বা উপদেশ/ ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না, শুধুমাত্র রোগ ও চিকিৎসার ব্যাপারে “ডক্টর” টিমের মাধ্যমে আপনাদেরকে গাইড করার চেষ্টা করা হয়।

    • @mohammedarifulislam9444
      @mohammedarifulislam9444 ปีที่แล้ว

      @@MediTalkDigital ও ধন্যবাদ।

  • @user-kk2nf1vv3n
    @user-kk2nf1vv3n 9 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম
    ভাই, আমার চার বছর ধরে পুরাতন আমাশয় হচ্ছে তো আমি এখন কি করতে পারি?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  9 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @Md_Sajjad_Hosen
    @Md_Sajjad_Hosen 7 หลายเดือนก่อน

    স্যার আমাশয় এর ক্ষেত্রে Robic 5 দিন খাওয়া যাবে ?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ ভ্যাক্সিন এর নাম বা দাম/ মেডিসিন এর কাজ / মেডিসিন এর ডোজ / তেল, শ্যাম্পু এগুলোর নাম / কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা / ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম / জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বর্ননা অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না

  • @rabi.24
    @rabi.24 7 หลายเดือนก่อน

    স্যার আমার বয়স ২৩
    দুই দিন থেকে রক্ত আমাশয় হচ্ছে
    কিছু তেই ভালো হচ্ছে না
    দয়া করে জানাবেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @nazimuddin8379
    @nazimuddin8379 8 หลายเดือนก่อน

    স্যার আমার ওনেকদিন যাবত আমশা মিউকাস যায়, ভালো করে খাবার হজম হয়না,, মাজে মধ্যে রক্ত আমশা হয় হয়, আমার ibs এর সমস্যা আছে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @MdMamun-me7vi
    @MdMamun-me7vi 10 หลายเดือนก่อน +6

    স্যার অমিট ২৫ সব সময়ে খেলে কি কোন প্রপ্লেম হবে?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน

      কোন ঔষধই একটানা খাওয়া ঠিক না

    • @funnysanto
      @funnysanto 6 หลายเดือนก่อน

      স্যার আমার আমাশয় এখন পচন্ড পেট ব্যথা আর বাথরুম করলে বাথরুম হ য় না রক্ত যায় এখন কি করবো ডাক্তার ঔষধ খেতে বলছে ঔষধ খাই কিন্তু কোনো কাজে হয় নাহ 😢😢😢

  • @josimuddin166
    @josimuddin166 ปีที่แล้ว

    স্যার আমি এনেক ধরেন ঔষধ খাচছি কিনতু আমাশয় জন্য কোন কাজ করছে না দয়া বলবেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @MdAl-amin-le5ce
    @MdAl-amin-le5ce 5 หลายเดือนก่อน

    Sir assalamu walaikum..... Sir ami akta cinta niye khub vison hotas hoye achi,,,, sir amar ajke prai 15 din jabot kichu khele halka halka নাবির dan pash diye betha hoy,,, emonki hata cholar majheo ai betha ta thaka,,, r dine 2 theke 3 bar toylate hoy but puro puri clear hoy na... R majhe moddhe ছন্নছাড়া hoy ekbare clean hoy na... Plzz sir amar ai question er An's ta diye amay hotasa theke ber hoyar upay ta bolen din😢😔😔😢

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @mdparvezmiah9318
    @mdparvezmiah9318 11 หลายเดือนก่อน +3

    স্যার আমি মালইশিয়া থাকে বলছি।আমার কয়ক দিন আগে ডায়রিয়া হয়, তবে এখন আমি ভালো কিন্ত আমাশার সমস্যা আছে, টয়লেটে য়াওয়ার আগে তলপেট ব্যথা করে এবংআম পরে ও টয়লেট করার পরে মাজা ব্যথা করে, দয়া করে আমাকে কিছু ঔষদে নাম বলে দেন য়াতে আমি এর থেকে আরগ্য পেতে পারি,দয়াকরে বলবেন স্যার।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা বা উপদেশ/ ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না

    • @mdazam-gw8fm
      @mdazam-gw8fm 4 หลายเดือนก่อน

      বাংলাদেশের ডাক্তারদের এটাই ধান্দা ফ্রি চিকিৎসায় কিভাবে দিতে চায় না সবারই অর্থের লোভ আছে ইহকালের জন্য সবারই টান আছে কিন্তু পরকালের জন্য কেহ চিন্তা করে না

  • @shawanislam5434
    @shawanislam5434 6 หลายเดือนก่อน

    স্যার দীর্ঘ দুই মাস যাবত পায়খানা নরম হচ্ছে আমি ডাক্তার দেখাইছি সেখানে কালচার টেস্ট এবং এ্যান্ডস্কোপি করছে মলের আর ই টেস্ট দিছে রিপোর্ট দেখে বলছে আপনার আইবিএস হয়েছে আর শীরে রেজিট্যান্স তাই ঔষধ কাজ করে না এখন সেও ঔষধ দিছে স্যার আমি কি ভালো হবো না। এছাড়া ও এন্টাবায়টিক সাথে ব্যায়ম ও অন্য কিছু চালিয়ে যাবো আজকে থেকে হুট করে টেনশন বেড় গেছে ‌। আমাকে ইবিডা ৫৫০ এমজি ঔষধ আর মেবিজ এস আর,ফ্লিমেট,নেক্সকাপ,এই ঔষধ খেতে দিছে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      ডাক্তারে পরামর্শ ছাড়া নিজে নিজে কোন ঔষধ খাবেন না

  • @jakyaakter576
    @jakyaakter576 8 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম।। স্যার আমার পায়খানা কশা থাকে।।তবে একটু খাবারে বেশকম হলে আমাশা হয়,, আমি তখন খুবই দূর্বল হয়ে পড়ি,, হাত পা কাঁপে,,প্রেশার একদম লো হয়ে যায়।। আর স্যার আমার প্যানিক ও ফোবিয়ার সমস্যা ও আছে,,, এছাড়া ট্রাই গিসারাইড ও বেশি,, প্রায় ২৬০ এর মতো,, স্যার আমার ওজন ও একটু বেশি,, কিভাবে কি করবো বুঝতে পারছি না স্যার।।আমার উচিত খাবার কম খাওয়া,, অথচ কম খেলে এদিকে প্রেশার লো হয়ে যায়।। অনেক সমস্যায় আছি।। বর্তমানে ডাক্তার আমাকে Angenta,, proviten gold,, cifibet 100,, lentidex আর Adiponil দিয়েছে।। তবে আমি এডিপোনিল টা খায়না,,এটা খেলে অনেক পায়খানা হয় আর আমি বেশি উইক হয়ে পড়ি।। স্যার দয়া করে আমাকে যদি কিছু সাজেশন দিতেন অনেক বেশি কৃতজ্ঞ থাকবো😭😭😭,,,

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน +1

      আপনার ডাক্তারের পরামর্শ মত চলুন আর তার অনুমতি ছাড়া ঔষধ বন্ধ করবেন না

    • @jakyaakter576
      @jakyaakter576 8 หลายเดือนก่อน

      @@MediTalkDigital ধন্যবাদ স্যার

  • @GKANKUSHYT
    @GKANKUSHYT 7 หลายเดือนก่อน

    Sir আমার 2-3 দিন ধরে আমাশয় হচ্ছে তার সাথে রক্ত বেরচ্ছে। দয়া করে আমাকে পরামর্শ দিন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @redouanehridoy4654
    @redouanehridoy4654 6 หลายเดือนก่อน

    স্যার আমার প্রায় ২বছর জাবত টয়লেট অনেক কশা, পায়খানার রাস্তা দিয়ে আম/সাদা বিজল পদার্থ জায়, আর এইটা যখন যায় পেটের প্যাস ও বের হয় না, ২বছর আগে আমার গ্যাস্টাইটিস হয়েছিলো তখন থেকে আমি ভাল ভাবে টয়লেট করতে পারি না, এইরকম আমাশয় লেগেই থাকে, স্যার যদি বলতেন, এইটা কি ধরনের সমস্যা!? এই থেকে মুক্তির উপায় কি!?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @mdfaimuzzamanlimon5039
      @mdfaimuzzamanlimon5039 3 หลายเดือนก่อน

      আমার ও সেম সমস্যা ভাই আপনি কি কোনো উপকার পাইছেন

  • @sohag0.1
    @sohag0.1 6 หลายเดือนก่อน

    আমি জখুন ভাতরুমে জাই ভাতরুমের সাথে বিচলা বেরহয় কেন আমার ভাতরুম কিলিয়ার হইনা প্লিজ বলেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , জেনারেল সার্জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @user-dd6iu8yd4z
    @user-dd6iu8yd4z 9 หลายเดือนก่อน +25

    স‍্যার আমার অনেক দিন যাবত আমাশার ভাব। দুইএকদিন পায়খানা খুব কষা থাকে টয়লেট পরিস্কার হয় না। আবার যেদিন টয়লেট হয় সেদিন ৮-১০ বার টয়লেট হয়। টয়লেটের সঙ্গে আম ও রক্ত আসে। দয়াকরে সাজেষ্ট করুণ

    • @MediTalkDigital
      @MediTalkDigital  9 หลายเดือนก่อน +12

      আপনার এটা আই বি এস এর সমস্যা বলে মনে হচ্ছে , আই বি এস এর সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলে ও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সাধারণত বিভিন্ন ষ্ট্রেসে এটা বেড়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করবেন না , খাবার পরিমিত পরিমানে খাবেন , পুষ্টিকর খাবার খাবেন, বাহিরের ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, সফট ড্রিংকস পরিহার করবেন , ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ও ডাক্তার ঔষধ বন্ধ না করলে আপনি বন্ধ করবেন না, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ

    • @jakyaakter576
      @jakyaakter576 8 หลายเดือนก่อน +6

      আমারও একই সমস্যা।। হয় কশা নাহয় আমাশা।।কিছু খেতে পারিনা।। যখন আমাশা হয় তখন খুবই দূর্বল হয়ে পড়ি।।। অনেক সমস্যায় আছি।।

    • @sklalchadtiktokofficial8872
      @sklalchadtiktokofficial8872 6 หลายเดือนก่อน

      ও​@@MediTalkDigital

    • @user-xd8hv3qz2j
      @user-xd8hv3qz2j 4 หลายเดือนก่อน +1

      Amar o same somossha,,,koidin kosa tarpor amasa

    • @user-ie7ix6lt1q
      @user-ie7ix6lt1q หลายเดือนก่อน

      আমার ও একই সমস্যা !দিনে ২,৩বার টয়লেটে যাওয়া লাগে ।আবার কোনদিন টয়লেটের চাপ আসেই না । কেউ যদি বলতেন কোন ঔষধ খেলে ভালো হবে?

  • @payeldas6062
    @payeldas6062 6 หลายเดือนก่อน +1

    আমার কিছুতেই পেট খারাপ কমে না , একটু তেই পেট খারাপ , কত ডক্টর দেখিয়েছি ঠিক হচ্ছে না , কি করবো একটু বলুন 🙏🙏🙏😔

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @md.zahidhasan7386
    @md.zahidhasan7386 5 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে পাতলা পায়খানার সমস্যা। অনেক ঔষধ খেয়েছে বর্তমানে বরিশাল সদর হাসপাতালে মেহেদী স্যার কে দেখিয়ে ঔষধ খাওয়াচ্ছি কিন্তু কোনো ইমপ্রুভ নেই। পেটে যা খাবার খায় দুই চার ঘন্টা পরে পেটে কামড় দিয়ে টয়লেট হয়ে যায়। এমতাবস্থায় স্যার আমি কি করবো? যদি দয়া করে পরামর্শ দিতেন।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      আই বি এস এর সমস্যা হতে পারে, আই বি এস এর সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলে ও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সাধারণত বিভিন্ন ষ্ট্রেসে এটা বেড়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করবেন না , খাবার পরিমিত পরিমানে খাবেন , পুষ্টিকর খাবার খাবেন, বাহিরের ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, সফট ড্রিংকস পরিহার করবেন , ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ও ডাক্তার ঔষধ বন্ধ না করলে আপনি বন্ধ করবেন না, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ

  • @MDRipon-ui4pt
    @MDRipon-ui4pt หลายเดือนก่อน

    আমার ঘুম নাই ওনেক দিন যাবত
    হঠাত দুই দিন দরে পেট কামড় কিন্তু বাথরুম হয় না শুদু বিজল আর রক্ত কি করবো বলেন পিল্জ

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @sunzidamim7056
    @sunzidamim7056 11 หลายเดือนก่อน +2

    আমার মা ১ মাস ধরে আম,, অনেক এন্টিবায়োটিক ওষুধ খেয়েছে , কিছুতেই ঠিক হচ্ছে না। তার সাথে ‌এখন‌ অনেক শরীর দূবল হয়ে গেছে ‌।।কি করা উচিত একটু বলবেন।।একটু রিপ্লাই দেন দয়া করে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      এন্টিবায়োটিক না দিয়ে কি কারনে একটানা আম যাচ্ছে তার কারন নির্নয় করা প্রয়োজন, আপনার মাকে একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট কে সরাসরি দেখান ও তার পরামর্শ নিন

    • @shawanislam5434
      @shawanislam5434 6 หลายเดือนก่อน

      ভাই আমারও একই অবস্থা আপনার নাম্বার টি দেন

    • @MDRipon-ui4pt
      @MDRipon-ui4pt หลายเดือนก่อน

      আমার পেট কাপড় দেয় বাথরুমের বেগ হয় কিন্তু বাথরুম হয় না শুদু রক্ত আর বিজল

  • @user-fi1wn1vt8g
    @user-fi1wn1vt8g 7 หลายเดือนก่อน +1

    Amer onk din jabot Ivs a vhutase

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      আই বি এস এর সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলে ও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সাধারণত বিভিন্ন ষ্ট্রেসে এটা বেড়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করবেন না , খাবার পরিমিত পরিমানে খাবেন , পুষ্টিকর খাবার খাবেন, বাহিরের ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, সফট ড্রিংকস পরিহার করবেন , ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ও ডাক্তার ঔষধ বন্ধ না করলে আপনি বন্ধ করবেন না, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ

  • @user-us3bw5ne3k
    @user-us3bw5ne3k 7 หลายเดือนก่อน

    স্যার আমার কিছু দিন পর পর আমাশয় হয়,,দীর্ঘ একমাস ফিলমেট ঔষুধটি খাওয়ার পরে তিন মাস সুস্থ ছিলাম,,কিন্তু পুনরায় সমস্যা হচ্ছে,, এখন আমার কি করণীয় একটু যদি জানাতেন,,

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      আপনি আবার একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান ও তার পরামর্শ নিন

  • @mdnurulabsar8334
    @mdnurulabsar8334 6 หลายเดือนก่อน

    স্যার রাতে আমার ঘুম হয় না, পুরো রাত টা কাটিয়ে দি চোখ বন্ধ রেখে, তবুও ঘুম হয় না, হঠাৎ আজকে রক্ত বিকার/আমাশয়, এর মত দেখা গেল। মাঝে মাঝে মাথা ব্যথা করলে আমি মাথা ব্যথার ঔষধ ও খাই।🥺🥺কি করব স্যার বুঝতেছি না?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @SahanurSazzad
    @SahanurSazzad หลายเดือนก่อน

    ।স্যার, আমার অনেকদিন ধরে পায়খানার সাথে আমাশয়ে যাচ্ছে, এছাড়া মাঝেমধ্যে হঠাৎ করে পায়খানা শক্ত ও নরম হয়ে যায়। এবং পাতলা পায়খানার সাথে আমাশয় নির্গত হয়।
    মল টেস্ট করা হয়েছিল এবং ডাক্তার ঔষধ সাজেস্ট করছিল।
    কিন্তু তা খাওয়া হয়নি।
    আবার আমি খাওয়ার পর যখন আমার খাবারগুলো হজম হয় অর্থাৎ ঢেকুর ওঠে তখন ঢেকুরের সাথে অম্লভাব ওঠে।
    আমার ইউরিন টেস্ট করা হয়েছিল এতে আমার প্রস্রাবটি অ্যাসিটিক বলা হয়েছিল
    বর্তমানে আমার শরীর খুব দুর্বল এবং ওজন হারিয়ে ফেলছে।
    গাল মুখ দেবে গেছে।
    এখন আমি কি করতে পারি?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      ডাক্তারের পরামর্শ মত ঔষধ সেবন করা উচিত ছিলো

  • @Shibuchandro12
    @Shibuchandro12 7 หลายเดือนก่อน

    আমি ৮ মাস যাবত আমাশয় ও মাথা চিমচিমের ব্যাথ্যায় ভুগতেছি কোন ঔষধ খেলে আমাশয় বন্ধ হয় কিন্তু মাথায় চিমচিমানি যায় না আমি কি করবো প্লিজ বলেন।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน

      আপনি একজন ভালো গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান ও তার পরামর্শ নিন

    • @Shibuchandro12
      @Shibuchandro12 7 หลายเดือนก่อน

      @@MediTalkDigital আমি কি আপনার সাথে আরো কিছু বিষয়ে কলে কথা বলতে পারি

  • @sohelhossan3341
    @sohelhossan3341 6 หลายเดือนก่อน +1

    স্যার প্রিজ রিপলাই দিবেন, আমার মেয়ের বয়স ৪ মাস, আমাশয় পায়খানা করে ডাঃEnterogermina এই ঔষধ টা দিছে,

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      ডাক্তারের পরামর্শ মত চলুন

    • @esmaaktar9909
      @esmaaktar9909 5 หลายเดือนก่อน

      Pore ki thik hoiche ai osod ta kheye.bolben plz

    • @sohelhossan3341
      @sohelhossan3341 5 หลายเดือนก่อน

      @@esmaaktar9909 সাতে একটা বেবি জিংক টেবলেট ও দিছে দুধের সাতে মিশিয়ে খাওয়ানোর জন্য, হুম আছে মোটামুটি , আগের তুলনায়

    • @sohelhossan3341
      @sohelhossan3341 5 หลายเดือนก่อน

      @@esmaaktar9909 আমাশয় একটা খারাফ, অসুখ, ডাঃ কাছে যান, ডাঃ পরামর্শ মতো চলুন

  • @aminstudio2263
    @aminstudio2263 ปีที่แล้ว +1

    স্যার আপনার কাছে চিকিৎসা নিব ঠিকানাটা জানালে ভালো হত।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আমরা ডাক্তারের অনলাইন / সরাসরি এপয়েন্টমেন্ট বা সিরিয়াল বা ফোন নাম্বার বা ঠিকানা দেয়া বা ভিসিট বলার সার্ভিস প্রদান করি না, । মেডিটকের ভিডিও সেকশনে কয়েক হাজার ভিডিও আছে যেখানে সম্মানিত চিকিৎসকের এপয়েন্টমেন্ট নাম্বার দেয়া আছে, অনুগ্রহ করে দেখে নিন।

  • @user-ir6tt9wc2x
    @user-ir6tt9wc2x 10 หลายเดือนก่อน +1

    আমার পায়খানার চাপ আসে কিন্তু ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে থাকলেও পায়খানা হয় না। মাঝে মাঝে পায়খানার সাথে চবি আসে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @hmjohirulislam1753
    @hmjohirulislam1753 26 วันที่ผ่านมา

    স্যার আমার প্রতিদিন, ৪ থেকে ৫ বার, পায়খানা হয়,, ময়মনসিংহ ডাক্তার দেখাইছি ঠিক হয় না,,,এটা আমার কি সমস্যা হতে পারে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  26 วันที่ผ่านมา

      আই বি এস হতে পারে

  • @Puspenduacharya
    @Puspenduacharya 26 วันที่ผ่านมา

    স্যার আমার পায়খানা করতে গেলে পায়খানা হচ্ছে না কিন্তু সাদা সাদা আঠারোর মত কি বাড়াচ্ছে কি হতে পারে কিন্তু পেটে প্রচুর কোন কোন করছে পায়খানাও হচ্ছে না কিন্তু

    • @MediTalkDigital
      @MediTalkDigital  26 วันที่ผ่านมา

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @Puspenduacharya
      @Puspenduacharya 25 วันที่ผ่านมา

      @@MediTalkDigital হোমিওপ্যাথি দেখিয়েছে কিন্তু কিছু হচ্ছে না কি করব
      ভয় করছে কিন্তু ভয়ের কিছু নেই তো, স্যার বলুন না

  • @Ayesha_7117
    @Ayesha_7117 ปีที่แล้ว +3

    আমার বাবা র আমাশা ভালো হয় না ৪ বার টয়লেট করে প্রতিদিন আম যায়
    তাও ৫ বছর দরে😭 কোনো ঔষুুধে কাজ হয়না ২ লাখ টাকা উপরে চলে গেলো

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว +1

      আপনার আব্বার এই আমাশয় কেনো হচ্ছে সেটা নির্নয় করা প্রয়োজন, এমন ও হতে পারে অন্য কোন রোগ আছে যার কারনে এই আমাশয় হচ্ছে , আপনার বাবাকে একজন ভালো গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান ও তার পরামর্শ নিন , ধন্যবাদ

    • @Sadnan32
      @Sadnan32 11 หลายเดือนก่อน

      ডাক্তার কি বললেন।এটা কি আমাশয়।আমাশয় হলে তো তাড়াতাড়ি ভালো হয়।

    • @Ayesha_7117
      @Ayesha_7117 11 หลายเดือนก่อน

      @@Sadnan32 কিছুই দরা পরে নাহ সব কিছু ভালো কি রোগ দরা পরে না

  • @adnanhosenrajib6137
    @adnanhosenrajib6137 หลายเดือนก่อน

    পেট ব্যাথা করে আর তার সাথে সাথেই বাথরুমের চাপ হয় কিন্তু বাথরুমে গেলে মলের সাথে হালকা রক্ত যায়। বাথরুম হয়না বেশি। ৪,৫ দিন যাবত এমন হচ্ছে। প্রতিদিন ১৩,১৪ বার করে বাথরুম যাইতে হচ্ছে। এখন আমার কি কি ওষুধ খাওয়া প্রয়োজন?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      আপনি একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট কে সরাসরি দেখান আগে

  • @skreyid9251
    @skreyid9251 10 หลายเดือนก่อน +1

    স্যার আমার দের মাস ধরে পাতলা পায়খানা হচ্ছে। অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน

      আপনার নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে , আপনি একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান , উনি পরীক্ষা করে সমস্যা নির্নয় করে চিকিৎসা দিয়ে দিবেন

  • @user-jm2ql6cw3k
    @user-jm2ql6cw3k 7 หลายเดือนก่อน

    আমার বাহিরের যে কোন খাবার খেলে পেট ব্যথা শুরু হয় এবং সাথে সাথে পায়খানার চাপ হয় এবং পায়খানা করান লাগে প্লাস আমাশয় হয় এন্টিবায়োটিক ওষুধ খাইলেও আমাশয় ছাড়ে না।এর জন্য আমি কোন ওষুধ খেতে পারি যেটা খাইলে আমি তাড়াতাড়ি ভালো হব।😢😢

    • @MediTalkDigital
      @MediTalkDigital  7 หลายเดือนก่อน +1

      দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ ভ্যাক্সিন এর নাম বা দাম/ মেডিসিন এর কাজ / মেডিসিন এর ডোজ / তেল, শ্যাম্পু এগুলোর নাম / কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা / ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম / জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বর্ননা অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না

  • @opuroychowdhury2550
    @opuroychowdhury2550 ปีที่แล้ว +1

    স্যার, আমার কিছুক্ষণ ওয়াশ রুম পরপর যেতে হয় আজকে দুইমাস হয়েগেছে উন্নতি পাচ্ছি না আপনার পরামর্শ চাই?

    • @opuroychowdhury2550
      @opuroychowdhury2550 ปีที่แล้ว +1

      ওষুধ সেবন করছিলাম
      evda 550
      & mave 135mg

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @Sadnan32
      @Sadnan32 11 หลายเดือนก่อน

      ​@@opuroychowdhury2550আপনি ডাক্তার দেখান নেই

  • @ruksanaIslam-hc4xg
    @ruksanaIslam-hc4xg ปีที่แล้ว

    amaro ei somossa valo hoyna 😭

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনি একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট কে সরাসরি দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ

  • @FarzanaSs-js1kh
    @FarzanaSs-js1kh 5 หลายเดือนก่อน

    কি ওষুধ খেতে হবে স্যার

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ ভ্যাক্সিন এর নাম বা দাম/ মেডিসিন এর কাজ / মেডিসিন এর ডোজ / তেল, শ্যাম্পু এগুলোর নাম / কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা / ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম / সিরাম এর নাম /সানস্ক্রিন এর নাম/ সাপ্লিমেন্ট এর নাম, ডোজ/ ঘরোয়া চিকিৎসা / জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বর্ননা অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না

  • @SurayamMohammad-im8lp
    @SurayamMohammad-im8lp 11 หลายเดือนก่อน

    মলের রাস্তা দিয়ে পানি পানি মল আসে এবং পেট বেতা, পেট কাম্রায়,ঘন ঘন ওয়াসরুমে যাইতে হয়।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @noraileexpresscartoonbangl3529
    @noraileexpresscartoonbangl3529 4 หลายเดือนก่อน

    আমার পায়খানা নরম হয় কখনো 1 বার কখনো 2 বার কখনো একাধিক বার টয়লেটে যেতে হয় অনেক পুরাতন আমের দোষ আছে এর থেকে চির মুক্তির উপায় কি প্লিজ বলবেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  4 หลายเดือนก่อน

      আপনার আই বি এস এর সমস্যা হতে পারে, আই বি এস এর সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলে ও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সাধারণত বিভিন্ন ষ্ট্রেসে এটা বেড়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করবেন না , খাবার পরিমিত পরিমানে খাবেন , পুষ্টিকর খাবার খাবেন, বাহিরের ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, সফট ড্রিংকস পরিহার করবেন , ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ও ডাক্তার ঔষধ বন্ধ না করলে আপনি বন্ধ করবেন না, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ

  • @JakariaIslam-mk8xk
    @JakariaIslam-mk8xk ปีที่แล้ว +1

    স্যার ,আমার পেটে সমস্যা ,আবার সব সময় অল্প অল্প জ্বর থাকে যা থার্মোমিটারে নরমাল থাকে ।শীত শীত লাগে ।সমস্যাটি সবসময় থাকে তবে ঠান্ডা আবহাওয়া পরিবর্তনে বেশি হয় ।
    পেটে খাবার হজম হতে চাই না । মাঝে মাঝে আম দেখা যায় আবার যায় না ।কখনো পায়খানা কাদার মতো নরম হয় । আবার বেশি হলে পেটে কামড় দেয় কিন্তু পায়খানা হতে চায়না। বারবার বাথরুমে যাওয়া লাগে । শরীর অনেক দুর্বল থাকে কোমর ,পা ,লেগে থাকে এবং দিন দিন সেক্সুয়াল দুর্বলতা দেখা দিচ্ছে । এখন আমি কি করবো যদি বলতেন।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার সম্ভবত আই বি এস এর সমস্যা, আই বি এস এর সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলে ও আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সাধারণত বিভিন্ন ষ্ট্রেসে এটা বেড়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করবেন না , খাবার পরিমিত পরিমানে খাবেন , পুষ্টিকর খাবার খাবেন, বাহিরের ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, সফট ড্রিংকস পরিহার করবেন , ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ও ডাক্তার ঔষধ বন্ধ না করলে আপনি বন্ধ করবেন না, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ

    • @JakariaIslam-mk8xk
      @JakariaIslam-mk8xk ปีที่แล้ว

      স্যার আই বি এস কি ঠান্ডা আবহাওয়ায় বেশি হয় ?যেমন বৃষ্টির দিন ঠান্ডা আবহাওয়া। আর আমার তো প্রচুর পরিমাণে আম যায়।
      আর আই বি এস হলে কি সেক্সুয়াল সমস্যা দেখায়।

    • @enamulhaque4495
      @enamulhaque4495 ปีที่แล้ว

      @@JakariaIslam-mk8xk ভাই ভালো আছেন

    • @Sadnan32
      @Sadnan32 11 หลายเดือนก่อน

      ​@@MediTalkDigitalভাই আমার কাল থেকে পায়খানা এর সাথে শ্লেষা যায় আর কৃমি।২০ বার বাথরুমে গিয়েছি।টয়লেট ক্লিয়ার।কিন্তুু শ্লেষা যায় সাদা মিউকাস।আজকে ডাক্তার বললেন ফিলমেট ৪০০ মিগ্রা;জাইটেক্স প্রো ৩২৫ মিগ্রা;মেভা ১৩৫ মিগ্রা এগুলো খেতে বললেন।

    • @arifmahmud5764
      @arifmahmud5764 9 หลายเดือนก่อน

      আপনার ফোন নাম্বার দিন

  • @monirmirdha880
    @monirmirdha880 ปีที่แล้ว

    আসসালামু ওয়ালাইকুম আমি দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছি অর্ধতরল পায়খানা হয় সাথে আম বা মিউকাস যায় এবং দিন দিন শুকিয়ে যাচ্ছি আমি কিভাবে পরিত্রান পেতে পারি দয়া করে বলবেন 🙏 🙏 🙏

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว +1

      আপনি একজন গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখান , তিনি পরীক্ষা করে আপনার কি সমস্যা তা নির্ধারন করে ঔষধ দিয়ে দিবেন , তা গ্রহন করুন, আশা করি ভালো থাকবেন

    • @monirmirdha880
      @monirmirdha880 ปีที่แล้ว

      @@MediTalkDigital সুন্দর পরামর্শ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @Sadnan32
      @Sadnan32 11 หลายเดือนก่อน

      আপনি কি খাবার খেতে পারেন না ভাই।

    • @monirmirdha880
      @monirmirdha880 11 หลายเดือนก่อน

      @@Sadnan32 sob dhoroner khabar khete pri seta kono somossa na kintu khabar pore patla paykhana ba jemota age boleci

    • @Sadnan32
      @Sadnan32 11 หลายเดือนก่อน

      @@monirmirdha880 আমার ও গত দুইদিন ধরে পায়খানা এর সাথে মিউকাস যায় আর কিছু কৃমি ও আছে।খাবার খেতে সমস্যা হয় না।কিন্তুু পেট ফাঁপা মনে হয় ঘন ঘন বাথরুমে যেতে হয়।পায়খানা ঠিক আছে।

  • @abdullahmohammad9271
    @abdullahmohammad9271 5 หลายเดือนก่อน

    স্যার আমি মালশিয়া প্রবাসী আমার সমস্যা আমাশয় না অন্য কিছু বুঝতে পারছি না আমার সমস্যা পায়খানার দারে সব সময় ভিজা ভিজা লাগে কিন্তুু কাপরে ভিজা দেখতে পাই না আমি পাঁচ ওয়াকতো নামাজ আদায় করি ভিজা লাগে বুঝতে পারি এই রোগ কি রোগ এবং কি করতে হবে দয়া করে জানাবে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @pabitramondal1625
    @pabitramondal1625 8 หลายเดือนก่อน

    স্যার আমি যত বার খেতে যাই ততো বার খাওয়ার পরে আমাকে বাথরুম এ যেতে হয়। সেটা খুব ই কষ্ট কর। কোনো উপায় বলুন স্যার

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @RohiM-lw4rb
      @RohiM-lw4rb 3 หลายเดือนก่อน

      আপনি সুস্থ হইছেন

  • @titondhar2681
    @titondhar2681 ปีที่แล้ว

    পুরনো আমাশয় ৩ বছরের কী করা উচিত?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      একজন গ্যাষ্ট্রোএন্ট্ররোলজিষ্ট দেখান, তিনি পরীক্ষা করে কি সমস্যা তা নির্ধারন করে ঔষধ দিলে তা গ্রহন করুন, সেই সাথে নিয়ম কানুন মেনে চলুন, ভালো থাকবেন

  • @sumonbiswas2225
    @sumonbiswas2225 ปีที่แล้ว

    আমার ৬মাস হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছি কম ছে না

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      সমস্যার উপর আপনার সুস্থতার সময় নির্ভর করে , আপনি ধৈর্য ধরে ঔষধ গ্রহন করুন

  • @m.rabiulislam5891
    @m.rabiulislam5891 ปีที่แล้ว +1

    আমাশয় জীবন টায়,শেষ

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว +2

      আপনি আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করে আমাশয় হওয়ার আসল কারন বের করে সেই অনুযায়ী ঔষধ সেবন করুন, ধন্যবাদ

  • @kaioumislam4928
    @kaioumislam4928 5 หลายเดือนก่อน

    স্যার আমি তিনমাস ধরে আমাশয় ভুগছি কি করে ভালো হবে একটু যদি বলে দিতেন????

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @user-px2cu8rv9w
      @user-px2cu8rv9w 2 หลายเดือนก่อน

      Apnar amasoi valo hoyche?

  • @user-vy6hg3ur3s
    @user-vy6hg3ur3s 6 หลายเดือนก่อน

    আমি আমাশয় রোগে দীর্ঘদিন যাব ভুগছি😢😢😢

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @sklalchadtiktokofficial8872
    @sklalchadtiktokofficial8872 6 หลายเดือนก่อน

    স্যার আসসালামুয়ালাইকুম আমার দীর্ঘদিন ধরে নাভির নিচের পেটে ব্যথা করে এবং টয়লেট ঠিক হয় না অল্প অল্প হয় আরো মনে হয় আরো হবে কিন্তু ভয় না এর জন্য এন্ডোসকোপি করেছি শুধু ব্যথা ধরা পড়ছিল কিন্তু টয়লেট ঠিক হয় না এখনো প্রচুর ব্যথা এখন কি করবো স্যার একটু বলেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  6 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , গ্যাষ্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ