খেজুর গাছে হাড়ি বাঁধ মন ll khejur gache hari badho mon ll অদ্বৈত দাস বাউল ll Raj Folk Creation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • খেজুর গাছে হাড়ি বাঁধ মন ll khejur gache hari badho mon ll অদ্বৈত দাস বাউল ll Raj Folk Creation
    Khejur Gache Hari Badho Mon Song Lyrics In Bengali :
    তা না না নারে নারে, নারে নারে, নারে না
    তা না না, নারে নারে না ..
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন,
    ও নইলে রস গড়িয়ে,
    নইলে রস গড়িয়ে গোড়া পচে
    অকালে হবে মরণ,
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
    মাটির একখান হাঁড়ি নিয়ে
    রশ্মি দিয়ে বেঁধে তারে,
    মাটির একখান হাঁড়ি নিয়ে
    রশ্মি দিয়ে বেঁধে তারে,
    উপরে করো তারে ঝুলন ঝুলন,
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
    ও গাছে জোয়ার আসিলে
    ও গাছ কাটো কুশলে,
    গাছের জোয়ার আসিলে
    ও গাছ কাটো কুশলে,
    কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
    পড়োনা তলে, মন রে পড়োনা তলে,
    নইলে তলে পড়ে তোমার দেখি
    অকালে হবে মরণ,
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
    সুরসিক গাছি যারা
    গাছের উপর ওঠে তারা,
    সুরসিক গেছি যারা
    গাছের উপর ওঠে তারা,
    গাছের উপর বসে তারা
    করে রস আস্বাদন,
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
    অরসিক গাছি যারা
    গাছের উপর উঠে তারা,
    অরসিক গাছি যারা
    গাছের উপর উঠে তারা,
    আর কোনার দড়ি ছিঁড়ে তাদের
    অকালে হবে মরণ,
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
    খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।
  • บันเทิง

ความคิดเห็น • 15