কুরআন-সুন্নাহ অনুযায়ী অযুর পদ্ধতি ও মাসায়েল
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- দ্বীন শিক্ষার ৩০ কোর্স
FIQ101 : ফিকহুত তাহারা (টয়লেট এটিকেট, অযু, গোসল, তায়াম্মুম, হায়েয, পাক-নাপাকী ও পবিত্রতার বিধিবিধান)
ক্লাস ৩ : কুরআন-সুন্নাহ অনুযায়ী অযুর পদ্ধতি ও মাসায়েল
টেলিগ্রাম চ্যানেল: t.me/naseel
মাশাআল্লহ
লা ইলাহা ইল্লাল্লাহ
মৃত্যুর সময় পড়লে কি তিনি জান্নাতে যাবেন?
উস্তাদ
এটা নিয়ে দলিল পেতে পারি?
জাযাকাল্লাহ খায়ের
جزاك الله خير ❤
Zajakallah khairan
✅
একটা প্রশ্ন ছিল।
পিরিয়ড অবস্থায় কুরআন মোবাইলে দেখে ও স্পর্শ না করে শুক্রবারে সুরাহ কাহাফ তিলাওয়াত করা উচিত হবে কি না?
এমনকি মোবাইল স্ক্রীন স্পর্শ করলেও অসুবিধা নেই।
@@naseelshahrukh ওস্তাদ এই হাদিস এবং পূর্ববর্তী ইমামগণের অভিমত সম্পর্কে জানতে চাচ্ছি তারা তো বলেছেন বড় অপবিত্রতার ক্ষেত্রে কোরআন পড়বে না ধরে হোক বা না ধরে
আলী ইবনু হুজর ও হাসান ইবনু আরাফা (রহঃ) ..... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়য বিশিষ্ট মহিলা এবং যাদের উপর গোসল ফরয তারা কুরআনের কিছুই তিলওয়াত করতে পারবে না। - ইবনু মাজাহ ৫৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেনঃ ইসমাঈল ইবনু আয়্যাশ মূসা ইবান উকবা এর সূত্র ছাড়া অন্য কোন ভাবে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির কথা আমাদের জানা নেই। সাহাবী, তাবিঈ এবং সুফইয়ান ছাওরী, ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাকের মত পরবর্তী যুগেরআলিমগণের অভিমতও এ-ই। তারা বলেন আয়াতের কোন অংশ বা শব্দ বা এই ধরনের কিছু ছাড়া কুরআন থেকে কিছু তিলাওয়াত করা হায়য বিশিষ্ট মহিলা এবং যাদের উপর গোসল ফরয তাদের জন্য বৈধ নয়।তবে আলেমগন তাদের জন্য তাসবীহ তাহলীলের অনুমতি দিয়েছেন।
جزاك الله خيرا ♥