শ্রমিকদের মানুষ মনে হয় না কি আজব বিষয় এতদিন আন্দোলন করার পরে এবারে ২৫ টাকা বাড়ে , বাংলাদেশের যে কোন একটা পণ্যের মূল্য বেড়ে যায় ৫০ টাকা, বিশ্বের কোন জায়গায় কি আছে এত কম মজুরির শ্রমিক, বাংলাদেশের সাধারণ শ্রমিকের মজুরি ৫০০ টাকা তাও আবার খাওয়াইতে হয়, এই শ্রমিকদের উপরে সবাই সবার মনের দৃষ্টিতে তাকান
আরও চার বছর আগে আমি বাংলাদেশে ওয়েল্ডিং এর কাজ করতাম ১২ঘন্টা করে ২৬ দিন কাজ করে মাত্র ৮ হাজার টাকা বেতন পেতাম আর এখন মালেশিয়ায় ১২ঘন্টা করে ২৬দিন কাজ করলে ৮০ হাজার টাকা বেতন, বাংলাদেশে পরিশ্রমের কোন মুল্য নাই এটা মালেশিয়া এসে বুজলাম,,,,,
বাংলাদেশ একটি গরিব দেশ। আপনার স্কিল ডেভেলপমেন্ট টা কিন্তু বাংলাদেশিই হয়েছে। আপনি এখন যে বেতনটা পাচ্ছেন তার প্রয়োজনীয় প্রশিক্ষণ ওই সব দেশে করলে অনেক টাকার প্রয়োজন হতো। সুতরাং দেশে প্রশিক্ষিত হয়ে বিশাল জনগোষ্ঠীর মজুরির সঠিক দাম দেওয়া খুবই কঠিন। কারণ যে আপনাকে মজুরি দিবে তাঁর ও কারো সঠিক মূল্য পাওয়ার নিশ্চয়তা কোথায়?
যে ৩০০ টাকার জন্য তারা আন্দোলন করছে সেটাও তো কম হয়ে হয়ে যায় এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে, শত শত কোটি টাকা লাভ করতেছে সেই লাভের ১০% শ্রমিকদের ভাগ্যে জুটে না । এটা পাকিস্তান বা বৃটিশ কোন উপনিবেশ না, এখনো মানুষ এতটা বৈষম্যের শিকার হয় 🙂
গালি দিয়ে গালির যে একটা সম্মান আছে সেটা নষ্ট করতে চায়না শুধু এতটুকু বলব দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর, এই ৫০ বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তাহলে দোষ কেন শুধু আওয়ামী লীগকে দিচ্ছে, কোন কিছু না জানলে সমালোচনা করবে না, আর সমালোচনা যদি করতেই হয় তাহলে এর জন্য দায়ী সকল কে দায়ী করবে শুধু তুমি বিএনপি করলে আওয়ামীলীগকে দোষ দিবে আর আমি আওয়ামী লীগ করলে বিএনপিকে দোষ দিবো এতে তোমার আর আমার সুবিধা আদায় হবে কিন্তু যারা শ্রমিক তাদের পাওনা বাড়বে না, কাজেই সকল ক্ষেত্রে রাজনীতি না করে যে কোন কিছু সমালোচনা করার আগে নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে সমালোচনা কর তাহলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।
দেশে তো বর্তমান অবস্থা হলো জোর যার মুল্লুক তার যতটুকু পারা যায় তারপরও সত্য কথা বলতে হবে চার শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করুন বর্তমান ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের বেতন কম দেয়া চরম অন্যায়
সাংবাদিক ভাইয়ের শেষের কথা অসাধারণ ছিল, সত্যিই যেদিন থেকে শুনলাম চা-শ্রমিকদের এমন পারিশ্রমিক সেদিন থেকেই ক্লান্ত মনে চা খেতে গেলে চা-শ্রমিকদের কথা মনে পড়ে আরও বেশি অক্লান্তি আসে।
সাংবাদিক ভাইকে ধন্যবাদ চা শ্রমিকদের পক্ষে ভালো একটা নিউজ করার জন্য। আমরা সবাই চা শ্রমিকদের পাশে থাকলে আশা করি খুব দ্রুত চা শ্রমিকরা তাদের নায্য যুক্তিক মজুরি পাবে।
রাশেদ বাপ্পি, একজন মেধাবী সাংবাদিক। সৃজনশীল কথার, অনিন্দ্য উপস্থাপনা। দোয়া করি অনেক বড় সাংবাদিক হোন। ওনার প্রতিটি প্রতিবেদনে থাকে চমৎকার কথা এবং উপস্থাপনা।
অনেক সুন্দর উপস্থাপনা। এত কম মজুরি তারা কি করে সংসার চলছে তাদের। কিন্তু দেখেন চা বাগান মালিকদের চিত্র ভিন্ন। তাদের এক এক জনের রইছে একের অধিক চা বাগান। যেহেতু লাভ বেশি।
আমি একজন চা শ্রমিকের সন্তান বলতে বাধ্য যে এই মজুরি দিয়ে আমাদের না সংসার চলে না আমরা ভালো ভাবে পড়ালেখা করতে পারি । সব কিছুর উন্নত হচ্ছে কিন্তু চা শ্রমিকদের আর উন্নত হওয়ার কোন সুযোগ নেই । তাই যদি চা শ্রমিকদের প্রতি সামান্য তম ভালোবাসা থাকে তবে আজ সময় এসেছে আওয়াজ তুলরা । আজ আমরা আওয়াজ তুলেছি যদি আমাদের সাথে আপনারও আওয়াজ তুলেন তবে চা শ্রমিকদের ন্যায্য দাবি পাবে ।
এতদিন আন্দোলনের পরেও যারা মাত্র ২৫ টাকা মজুরি বাড়িয়েছে সেই সমস্ত মানুষদেরকে ভাষা খারাপ করা ছাড়া কোন কথা বলা যায় না তবে চা শ্রমিকদেরকে বলতে চাই তারা অন্য পেশা বেছে নিলে তাদের ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে
কে বোঝাবে কাকে? দেশে অন্যতম শক্তিশালী শিল্পটাকে কে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ! পাট শিল্প যাদুঘরে, চিনিকল গুলো বন্ধ, চামরা শিল্প প্রায় মৃত আর এখন চা শিল্পে আঘাত। বাগানে দৈনিক ক্ষতি হচ্ছে ১৫ কোটি ! কত কত ক্ষুদ্র উদ্যোগতা, চা দোকানীদের সংসার চলে এটা ঘিরে .... অবস্থা এমন মাথা ব্যাথা তাই মাথাই কেটে ফেল !
চা এর শ্রমিকদের বেতন কম এটা অনেক আগে থেকেই জানতাম, তাই অনেকবার লেখালেখি করেছি। তবে তাদের পরিবার শুধু এই বেতনের টাকায় চলেনা। তাদের সন্তান জন্মালে তার জন্য টাকা বরাদ্দ থাকে, সন্তানদের পড়াশোনা ssc পর্যন্ত ফ্রি, তবে টেস্ট ফি দিতে হয়। তাছাড়া বাগানের মধ্যে মধু, কাঠাল, আম বা বিভিন্ন ফলমূল, তাড়ি চুলাই মদ বিক্রি করে সংসার চালায়। তারউপর আবার চাপাতা মালিকের অজান্তে বিক্রি করে। তাছাড়া দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা চা-বাগান ঘুরতে আসলে, তাদের কাছ হতে ৩০০-৬০০ টাকা পর্যন্ত এরা নিয়ে থাকে। সত্যতা নিশ্চিত করার জন্য সিলেট এয়ারপোর্টের বাগান যদি কেউ দেখতে আসেন, তাহলে পেয়ে যাবেন। এতো কম টাকায় সংসার চলেনা বলেই হয়তো এরা এভাবে টাকা উপার্জন করে।
আমিও এই চা বাগানের সন্তান ছোট বেলা থেকেই দেখে আসছি বাবা কত কষ্ট করে টাকা রোজগার করে আমাদের পাঁচ ভাই বোন কে মানুষ করেছেন । আর কিভাবে বৈষম্যের শিকার হয়েছে। আমাদের চা বাগানে আজও বৈষম্য রয়েছে যার ফলে আমাদের চা বাগানের শ্রমিকরা ন্যায্য অনুযায়ী পাচ্ছে না তাই তারা আন্দোলন করছে ন্যায্যমজুরি পাওয়ার জন্য দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকুন যা শ্রমিকদের রক্ষা করুন ।
আপনাকে ধন্যবাদ এতো সুন্দরভাবে প্রকৃত সংবাদ উপস্থাপন করার জন্য।
আলহামদুলিল্লাহ সুন্দর একটা নিউজ মুজুরি সাথ দিয়ার জন্য ধন্যবাদ মাননীয় সময় টেলিভিশন কে
বিগত পাঁচ বছরের সেরা প্রতিবেদন। ধন্যবাদ সংবাদিক ভাই ও সময় সংবাদকে।
নিউজগুলো এমনই হওয়া দরকার ছিলো.... 😇😇😇
all the best &
Best wishes 🙂🙂
Masha Allah 💯%👍💖🌍🧑🍳👳♂️🕋
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌💕💕
অনেক অনেক সুন্দর উপস্থাপনা,, চা শ্রমিকদের দাবি মেনে নেওয়া হোক
কষ্ট লাগে,চিন্তা করাও যায় না,এত অল্প মজুরিতে কিভাবে চলে😢
রাইট ভাই
হুম এগুলো দেখলে খুব খারাপ লাগে 😭😭😭
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌💕💕ও
রাশেদ বাপ্পি ভাইয়ের অসাধারণ প্রতিবেদনে উঠে এসেছে আমার চা শ্রমিক ভাই-বোনদের কষ্টের কথা। প্রয়োজনে তাদের হয়ে আমাদের আন্দোলন করা উচিৎ।
Ji onar protibedon onek Valo lage.
যতদিন চা শ্রমিকদের মুজুরি বৃদ্ধি না হয় ততদিন জনগণ তাদের সাথে একত্ব হয়ে চা খাওয়া বর্জন করা উচিত।
Seta ki korbe vai
@@ahmadhoissanemad2577 kora otchit.
Khub bhalo bolchen.
@@hakunamatata3935 সবাই কে এখন প্রমাণ করতে হবে আমরা চা শ্রমিকদের সাথে আছি।
আমি ধিক্কার জানাই মালিক পক্ষের এমন মন মানসিকতার প্রতি
Right
শ্রমিকদের মানুষ মনে হয় না কি আজব বিষয় এতদিন আন্দোলন করার পরে এবারে ২৫ টাকা বাড়ে , বাংলাদেশের যে কোন একটা পণ্যের মূল্য বেড়ে যায় ৫০ টাকা, বিশ্বের কোন জায়গায় কি আছে এত কম মজুরির শ্রমিক, বাংলাদেশের সাধারণ শ্রমিকের মজুরি ৫০০ টাকা তাও আবার খাওয়াইতে হয়, এই শ্রমিকদের উপরে সবাই সবার মনের দৃষ্টিতে তাকান
Hmm
Hmmm
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌
আমার মনে হয় চা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে,,প্লিজ এটাকে একটু ফুল কভারেজ দেন।।।
Apnar kothar sathe 100% sohomot...media pase thaklei possible....
views baraya dile dekben ekai news hoye jabe
Akdom
সাংবাদিক ভাই দেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই চা বাগানের দিন মুজুর দের প্রতি বেদন টা জন সমুখে তুলে ধরার জন্য
নিউজ গুলো যেমন হওয়া দরকার তেমনি হয়েছে ধন্যবাদ সময় টিভি ❤
আরও চার বছর আগে আমি বাংলাদেশে ওয়েল্ডিং এর কাজ করতাম ১২ঘন্টা করে ২৬ দিন কাজ করে মাত্র ৮ হাজার টাকা বেতন পেতাম আর এখন মালেশিয়ায় ১২ঘন্টা করে ২৬দিন কাজ করলে ৮০ হাজার টাকা বেতন, বাংলাদেশে পরিশ্রমের কোন মুল্য নাই এটা মালেশিয়া এসে বুজলাম,,,,,
আমি জার্মানি তে ৭ ঘন্টা করে মাসে ১২ দিন কাজ করে ১ লাখ টাকার উপর ইনকাম করি😁
@@mdmahdiislam1921 good.
বাংলাদেশ একটি গরিব দেশ। আপনার স্কিল ডেভেলপমেন্ট টা কিন্তু বাংলাদেশিই হয়েছে। আপনি এখন যে বেতনটা পাচ্ছেন তার প্রয়োজনীয় প্রশিক্ষণ ওই সব দেশে করলে অনেক টাকার প্রয়োজন হতো। সুতরাং দেশে প্রশিক্ষিত হয়ে বিশাল জনগোষ্ঠীর মজুরির সঠিক দাম দেওয়া খুবই কঠিন। কারণ যে আপনাকে মজুরি দিবে তাঁর ও কারো সঠিক মূল্য পাওয়ার নিশ্চয়তা কোথায়?
ধন্যবাদ সময় টিভি কে এতো সুন্দর করে নিউজ টি উপস্থাপন করার জন্য।
চা শ্রমিকের পারিশ্রমিক সর্বনিন্ম ৫০০ টাকা করা প্রয়োজন৷
কারন তাদেরও পরিবারের মৌলিক চাহিদা পূরনের অধিকার রয়েছে
ধন্যবাদ সময় টিভি কে চা বাগানের শ্রমিকদের নিয়ে সুন্দর একটি নিউজ করার জন্য
Daily 70/80/120 tk hoile monthly ki 9k-10k hoi. Education is backbone of our nation.
আমি একজন চা শ্রমিকের লুক,
আপনাকে ধন্যবাদ, এত সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য
আপনারা এই দেশে কোন দিন সঠিক মজুরি পাবেন না
দারুন একটা প্রতিবেদন
আমাদের সবার উচিৎ চা শ্রমিকদের পাশে দাড়ানো
খুব সুন্দর উপস্থাপন করা হয়েছে এরকম সুন্দর ভাবে বেতন বৃদ্ধি করা হোক
সময় টিভি কে অনেক ধন্যবাদ
যে ৩০০ টাকার জন্য তারা আন্দোলন করছে সেটাও তো কম হয়ে হয়ে যায় এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে, শত শত কোটি টাকা লাভ করতেছে সেই লাভের ১০% শ্রমিকদের ভাগ্যে জুটে না । এটা পাকিস্তান বা বৃটিশ কোন উপনিবেশ না, এখনো মানুষ এতটা বৈষম্যের শিকার হয় 🙂
আপনার আমি একমত
খুব সুন্দর একটা রিপোর্ট, মনটা জুড়িয়ে গেল, এবার কর্তাবাবুদের মনটা নরম হলেই হয়।
সবাই মিলে মিশে শুধু প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখুন, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন ⛽ তেলবাজি উন্নয়ন সংস্থার শীর্ষ নেতৃত্ব,,
গালি দিয়ে গালির যে একটা সম্মান আছে সেটা নষ্ট করতে চায়না শুধু এতটুকু বলব দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর, এই ৫০ বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তাহলে দোষ কেন শুধু আওয়ামী লীগকে দিচ্ছে, কোন কিছু না জানলে সমালোচনা করবে না, আর সমালোচনা যদি করতেই হয় তাহলে এর জন্য দায়ী সকল কে দায়ী করবে শুধু তুমি বিএনপি করলে আওয়ামীলীগকে দোষ দিবে আর আমি আওয়ামী লীগ করলে বিএনপিকে দোষ দিবো এতে তোমার আর আমার সুবিধা আদায় হবে কিন্তু যারা শ্রমিক তাদের পাওনা বাড়বে না, কাজেই সকল ক্ষেত্রে রাজনীতি না করে যে কোন কিছু সমালোচনা করার আগে নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে সমালোচনা কর তাহলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।
আমার দেখা সেরা প্রতিবেদনের মধ্যে অন্যতম
খুবই ভাল লাগল,
Akjon apur kotha valo lagche je gorib ra gorib thakbe ar dhonira tader opor raz korbe ATAY BANGLADESH
চা শিল্পকে সার্বজনীন করার ব্যবস্থা করা হোক । অন্যান্য ফসল ফলানোর মত করা হলে এই বৈষম্য দুর হবে । নচেৎ সারাজীবনই শ্রমিকদের দুর্দশা দুর হবে না ।
দেশে তো বর্তমান অবস্থা হলো জোর যার মুল্লুক তার যতটুকু পারা যায় তারপরও সত্য কথা বলতে হবে চার শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করুন বর্তমান ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের বেতন কম দেয়া চরম অন্যায়
চা শ্রমিক বেতন বৃদ্ধি করা হোক সময় সংবাদ কে অসংখ্য ধন্যবাদ
সময়োপযোগী খবর
ধন্যবাদ সময় টেলিভিশন কে।
আসুন আমরা এই চা শ্রমিকদের সাথে একাত্মা ঘোষণা করি 💪💪💪
ধন্যবাদ সাংবাদিক ভাই কে
সকল শ্রমিকের বেতন বাড়ানো হোক!! যত কষ্ট গরিবের
আমার দেখা সর্বকালের সেরা সংবাদ। রিপোর্টারকে কে অসংখ্যা ধন্যবাদ।
সাংবাদিক ভাইয়ের শেষের কথা অসাধারণ ছিল, সত্যিই যেদিন থেকে শুনলাম চা-শ্রমিকদের এমন পারিশ্রমিক সেদিন থেকেই ক্লান্ত মনে চা খেতে গেলে চা-শ্রমিকদের কথা মনে পড়ে আরও বেশি অক্লান্তি আসে।
আমাদের লজ্জা থাকা সত্ত্বেও আজ যেন হারিয়ে গেছে, একজন লোকের ৩৫০ টাকা কি খোব বেশি দাবি ছিল, আল্লা আপনি ওদেরকে রুক্ষা করুন আমিন ।
অসাধারন একটি ছোট প্রতিবেদনে।
নূন্যতম মজুরি ৩০০ না হলে কেমন হয়!!
ধন্যবাদ সাংবাদিক ভাইকে।
অসাধারণ প্রতিবেদন🥰 এভাবেই অসহায়দের পাশে দাড়িয়ে প্রতিবাদ করা উচিৎ। ধন্যবাদ সময় টিভি ।
সময় উপযোগি সংবাদ
সুন্দর রিপোর্ট হয়েছে রাশেদ -বাপ্পি ,ধন্যবাদ ছোট ভাই।
সময় টিভি কে এই প্রথম সাধারণ মানুষেরা জন্য সংবাদ প্রকাশ করতে দেখলাম।
300টাকার উপরে দেয়া উচিত। বিদ্যুৎ বিল বারিয়ে দিয়েছো। ওষুধ এর মুল্য ডাবল করছো। তাদের বেতম মাএ 145 টাকা ছিঃ ছিঃ। হাসি পাচ্ছে
ধন্যবাদ সাংবাদিক ভাই কে, নির্মম সত্যি কথাগুলো তোলে ধরার জন্য
আমার দেখা সেরা একটা প্রতিবেদন।
Excellent news of tea workers problems.
চা শ্রমিক বেতন তিনশো না হলে দোকানে গিয়ে চা খাবোনা ওদের দাশ হিসাবে কাজ করায় চা মালিক সময় টিভি ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট করা
সাংবাদিক ভাইকে ধন্যবাদ চা শ্রমিকদের পক্ষে ভালো একটা নিউজ করার জন্য। আমরা সবাই চা শ্রমিকদের পাশে থাকলে আশা করি খুব দ্রুত চা শ্রমিকরা তাদের নায্য যুক্তিক মজুরি পাবে।
যাক অনেক দিন পর সময়ের একটা ভালো নিউজ দেখলাম
ধন্যবাদ সময় টিভি কে এত সুন্দর একটা রিপোর্ট করার জন্য ❤😢🥀
এই বিষয়ে আরো রিপোর্ট চাই, বেশি বেশি। যাতে সবার বিবেক জাগে।
ধন্যবাদ সময় টিভি কে ও সাংবাদিক ভাই কে শুভকামনা
ধন্যবাদ সময় টেলিভিশন কে। এতো সুন্দর একটা পতিবেদন দেওয়ার জন্য।
রাশেদ বাপ্পি, একজন মেধাবী সাংবাদিক। সৃজনশীল কথার, অনিন্দ্য উপস্থাপনা। দোয়া করি অনেক বড় সাংবাদিক হোন। ওনার প্রতিটি প্রতিবেদনে থাকে চমৎকার কথা এবং উপস্থাপনা।
সময় উপযোগী প্রতিবাদী সংবাদ
সুন্দর একটি প্রতিবেদন
সুন্দর একটা প্রতিবেদন,,,
অসংখ্য ধন্যবাদ সময় টিভির সাংবাদিক ভাইকে♥
অনেক ধন্যবাদ দুঃখি মেহনতি চা শ্রমিকদের নিয়ে সংবাদ উপস্থাপনার জন্য
ধন্যবাদ সময় টিভিকে👍
চা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা করা উচিত কম কমকরে হলেও
প্রতিবেদন ভালো হয়েছে। চা শ্রমিকরা ন্যায্য মজুরী পাক এই কামনা করি।
অনেক সুন্দর উপস্থাপনা। এত কম মজুরি তারা কি করে সংসার চলছে তাদের।
কিন্তু দেখেন চা বাগান মালিকদের চিত্র ভিন্ন। তাদের এক এক জনের রইছে একের অধিক চা বাগান। যেহেতু লাভ বেশি।
সরকারের এই ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া দরকার 🙄🤔😥
ভাই আপনার উপস্থাপনা সত্যি অনেক সুন্দর
আমি একজন চা শ্রমিকের সন্তান বলতে বাধ্য যে এই মজুরি দিয়ে আমাদের না সংসার চলে না আমরা ভালো ভাবে পড়ালেখা করতে পারি । সব কিছুর উন্নত হচ্ছে কিন্তু চা শ্রমিকদের আর উন্নত হওয়ার কোন সুযোগ নেই । তাই যদি চা শ্রমিকদের প্রতি সামান্য তম ভালোবাসা থাকে তবে আজ সময় এসেছে আওয়াজ তুলরা । আজ আমরা আওয়াজ তুলেছি যদি আমাদের সাথে আপনারও আওয়াজ তুলেন তবে চা শ্রমিকদের ন্যায্য দাবি পাবে ।
এরকম news ই চাই আমরা আমজনতা.....ধন্যবাদ সময় সংবাদকে....
সময় সংবাদকে অনেক ধন্যবাদ এরকম একটা নিউজ প্রকাশ করার জন্য
এতদিন আন্দোলনের পরেও যারা মাত্র ২৫ টাকা মজুরি বাড়িয়েছে সেই সমস্ত মানুষদেরকে ভাষা খারাপ করা ছাড়া কোন কথা বলা যায় না তবে চা শ্রমিকদেরকে বলতে চাই তারা অন্য পেশা বেছে নিলে তাদের ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে
মানবিক প্রতিবেদন। ধন্যবাদ সময় টিভিকে।
আপনি কিভাবে অর্থনীতিবিদ হইলেন অবাক লাগে একটা শিল্পের গভীরে না গিয়ে মন্তব্য করে দিলেন মজুরি নিয়ে!!!!!
কে বোঝাবে কাকে? দেশে অন্যতম শক্তিশালী শিল্পটাকে কে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ! পাট শিল্প যাদুঘরে, চিনিকল গুলো বন্ধ, চামরা শিল্প প্রায় মৃত আর এখন চা শিল্পে আঘাত। বাগানে দৈনিক ক্ষতি হচ্ছে ১৫ কোটি !
কত কত ক্ষুদ্র উদ্যোগতা, চা দোকানীদের সংসার চলে এটা ঘিরে .... অবস্থা এমন মাথা ব্যাথা তাই মাথাই কেটে ফেল !
প্রতিবেদনটা সুন্দর হয়েছে।
সময় টিভি কে অনেক অনেক ধন্যবাদ
ওয়াও প্রতিবেদন
সেলুট সাংবাদিক ভাই কে
অসাধারণ উপস্থাপনা
সময় টিভি কে অসংখ্য ধন্যবাদ
অনেকদিন পর ভালো একটা রিপোর্ট দেখলাম এবং রিপোর্টার। 👈💖
খুব সুন্দর একটি প্রতিবেদন.... সময় টিভিকে ধন্যবাদ এরকম একটি প্রতিবাদী প্রতিবেদন প্রচার করার জন্য ।
সুন্দর প্রতিবেন। ধন্যবাদ সাংবাদিক ভাইকে।
রিপোর্টে অসাধারণ হয়েছে ধন্যবাদ। বাঙালির বিবেককে জাগিয়ে দাও।
দুনিয়ায় সব কিছু পরিবর্তন হলেও ১৪০০ বছরে আল কুরআনের একটি হরফ পরিবর্তন হয়নি সুবহানাল্লাহ।
দারুন একটা প্রতিবেদন🙃💌
আমাদের সবার🤗 উচিৎ চা শ্রমিকদের😘 পাশে দাড়ানো☺️😊☺️
চা শ্রমিকরা আমাদের দেশে মধ্য প্রাচ্যের গোলাম হয়ে আছেন 🔥🇧🇩🔥
আজ-ও এরকম দিন আছে? তা আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সময় টিভি।
সাংবাদিকের শেষ উক্তির প্রেমে পড়ে গেলাম
Good presentation,
Support for Cha Sromik
ধন্যবাদ সাংবাদিক ভাইকে
অসাধারণ প্রতিবেদন।
আমরা চাই চা শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পায়
চা এর শ্রমিকদের বেতন কম এটা অনেক আগে থেকেই জানতাম, তাই অনেকবার লেখালেখি করেছি।
তবে তাদের পরিবার শুধু এই বেতনের টাকায় চলেনা। তাদের সন্তান জন্মালে তার জন্য টাকা বরাদ্দ থাকে, সন্তানদের পড়াশোনা ssc পর্যন্ত ফ্রি, তবে টেস্ট ফি দিতে হয়।
তাছাড়া বাগানের মধ্যে মধু, কাঠাল, আম বা বিভিন্ন ফলমূল, তাড়ি চুলাই মদ বিক্রি করে সংসার চালায়। তারউপর আবার চাপাতা মালিকের অজান্তে বিক্রি করে।
তাছাড়া দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা চা-বাগান ঘুরতে আসলে, তাদের কাছ হতে ৩০০-৬০০ টাকা পর্যন্ত এরা নিয়ে থাকে।
সত্যতা নিশ্চিত করার জন্য সিলেট এয়ারপোর্টের বাগান যদি কেউ দেখতে আসেন, তাহলে পেয়ে যাবেন।
এতো কম টাকায় সংসার চলেনা বলেই হয়তো এরা এভাবে টাকা উপার্জন করে।
ধন্যবাদ আপনি সত্য তুলে ধরেছেন ।
সাংবাদিক সাহেব ও সময় টিভিকে অনেক ধন্যবান। এই ধরনের নিউজ করছেন বলে সমাজে এখনো আমরা টিকে আছি। সরকারের কোন মনিটরিং নাই, খুব অনৈতিক কর্মকান্ড।
উপস্থাপনা ভাল ছিল ধন্যবাদ
সময় সংবাদকে ধন্যবাদ 💖💖
দাবি মেনে নেওয়া পক্ষে কে কে আছেন,,,
MasAllah sundor উপস্থাপনা
শ্রমজীবীদের আন্দোলনে সহমত
চা শ্রমিকের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি
সব চা প্রেমিকদের একসাথে আন্দোলন করতে হবে,শ্রমিকেদের সাথে ✊✊✊
আমিও এই চা বাগানের সন্তান
ছোট বেলা থেকেই দেখে আসছি বাবা কত কষ্ট করে টাকা রোজগার করে আমাদের পাঁচ ভাই বোন কে মানুষ করেছেন । আর কিভাবে বৈষম্যের শিকার হয়েছে। আমাদের চা বাগানে আজও বৈষম্য রয়েছে যার ফলে আমাদের চা বাগানের শ্রমিকরা ন্যায্য অনুযায়ী পাচ্ছে না তাই তারা আন্দোলন করছে ন্যায্যমজুরি পাওয়ার জন্য দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকুন যা শ্রমিকদের রক্ষা করুন ।
অনেক সুন্দর প্রতিবেদন