শাকিলদের ১০০ মন ইলিশ মাছ ধরার কাহিনী ।। How they get 100 maunds Hilsa fish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #hilsa #fishing #ইলিশ
    শাকিলদের ১০০ মন ইলিশ মাছ ধরার কাহিনী ।। How they get 100 maunds Hilsa fish
    শাকিলরা নয়দিন সাগরে ঘুরে পেয়েছে প্রায় ১০০ মন ইলিশ মাছ
    এই মাছ পেতে তাদেরকে কষ্ট করতে হয়েছে যথেষ্ট
    চলুন শাকিলের মুখেই শুনি তাদের ১০০ মণ ইলিশ ধরার কাহিনী
    ভিডিও শেষ দিকে এই মাছ তারা কত টাকায় বেচবে তাও তারা জানিয়েছে
    সাথে জানিয়েছে এই নয় দিনে তাদের কত টাকা খরচ হলো তাও
    তো চলুন ভিডিওটি দেখি।
    প্রথমে আমরা যখন বাইর হইছি
    তখন সকালে জাল মারলাম
    জাল মারার পর দেখি মাছ নাই
    তখন অল্প বাইরের দিকে বোটটা চালাই
    যাইতে যাইতে প্রায় এক ঘন্টা মত প্রথম যেখানে জাল মারছি
    সেখান
    থেকে এক ঘন্টা বাইরে গিয়ে আবার জাল মারলাম
    ৫০টা মাছ আসার পর তখন
    অনেকগুলো বোট তখন আমাদের সাথে অনেকগুলো বোট,
    তাদের কাছে জিজ্ঞেস করলাম মাছ আসছে কিনা
    তারা বলল কারো কাছে ৫০ টা আসছে কারো কাছে এক হাজার আসছে
    কারো কাছে ২০০ আসছে এরকম করে আমরা মনে মনে চিন্তা করলাম আমাদের কাছে মাছ এসেছে 50 টা
    আমাদের উপরের মাছ এসেছে এক হাজার আমরা ওইখানে যেয়ে জাল মারি
    আমরা তখন পরদিন সকালে ওইখানে গিয়ে জাল মারি
    আমরা তখন দেখি আমাদের মাছ আসছে সাত শত মতো মাছ আসছে তখন
    এগুলো কালেক্ট করে এই পঞ্চাশ আর সাতশ মাছ কালেক্ট করে
    আমরা চিন্তা করলাম এগুলো তো মাস কম বাইরে আরো বাইরে নাকি আরো মাছ বেশি পড়তেছে
    তখন
    জিজ্ঞেস করতে করতে জিজ্ঞেস করতে করতে আরও দুই ঘণ্টা বাইরে চলে গেলাম প্রায় বোট চালায়ে
    বোট চালু অবস্থায় ২ ঘন্টা চলার পর
    কতগুলো বোট এক হয়ে মেশিন বন্ধ করে ভাসাণে দিছে
    তখন আমরা ওই ভোটের সামনে যাই যে জিজ্ঞেস করলাম ভাইয়া মাছ আসছে
    তারা বলল ভায়া মাছ আসে নাই
    তখন আমরা চলে আসি আরো ভিতরের দিকে
    আরো পূর্বদিকে প্রায় তিন ঘন্টা বোট চালিয়
    তারপরের দিন সকালে আমরা আবার জাল মারলাম। জাল মেরে মাছ পাই দেড়শ।
    তারপর দেড়শ মাছ পাওয়ার পরে আমরা
    আমরা চিন্তা করলাম আমাদের মাঝে চিন্তা করলো
    আমরা যে গতকাল সন্ধ্যায় জাল বললাম তাতে মাছ চাষে সাতশ আর আজকে জাল মারলাম তাতে আসছে দেড়শ মাছ
    এখানে তো মনে হয় মাছ তো নাই যেখানে ছিলাম সেখানে ভালো আছিলাম
    তখন যেখানে ৭০০ মাছ আসছিল সেখানে চলে যাই
    সেখানে জাল মারার পরে আমাদের মাছ আসছে ৫০০
    এরকম করতে করতে সকাল বিকাল করতে করতে ৫০০ তারপরের দিনে ১০০
    এরকম ৫০ টা ২০০ ৩০০ করতে করতে ৯ দিনে টোটাল কালেক্ট হলো ৪০০০ মাছ
    তারপর আমরা চিন্তা করলাম মহিপুরের দিকে ঢুকি
    তারপর আমাদের কোম্পানিকে ফোন দেয় মাঝি কোম্পানি বলল না
    আবহাওয়ার অবস্থা ভালো না তোমরা এখানে চলে আসো আমাদের দেশে চলে আসো
    তারপর আমাদের মাঝে কি করলো ওখান থেকে সোজা এখানে চলে আসলো
    সমুদ্রে বাতাস বেশি। ওখান থেকে সোজা কক্সবাজার চলে আসলো
    তো চার হাজার মাছ পেয়েছেন টোটাল
    হা হা
    ৪০০০ মাছ বিক্রি করলেন কত?
    এখনো বিক্রি করিনি
    যেহেতু মাছের এখন আমদানি বেশি। আবহাওয়ার কারণে সব বোট ঢুকে গেছে
    ঢুকে যাওয়ার পরে কোম্পানি দেখতেছে এখানে মাছের রেট একটু কমে গেছে
    যার কারণে মাছে এখন আমাদের বোটে স্টোর আছে
    বলতেছে কালকে নাকি মাছের রেট একটু বাড়বে
    যেহেতু সব বোটে যখন মাছ বিক্রি করে ফেলবে আমাদের গুলা কালকে বিক্রি করলে মাছের রেটে একটু সুবিধা হবে
    ৪০০০ মাছ বিক্রি করে কত টাকা আশা করছেন
    ৪০০০ মাসে আশা করতেছি প্রায় ৩৫ লাখ টাকা মত বিক্রি হবে
    ৩৫ লাখ টাকা মতো বিক্রি হবে?
    মাছের সাইজটা কি রকম
    প্রতিটি মাছের সাইজ প্রায় এক কেজির উপরে
    কেজির উপরে পাইছেন আপনারা । এই চার হাজার মাছি কেজির উপরে
    অন্য কোন মাছ পেয়েছেন নাকি?
    অন্য মাছ পাইছি সেগুলো আজকে বিক্রি করে ফেলছি
    আচ্ছা সেটা কত টাকায় বিক্রি হয়েছে?
    সেগুলো বিক্রি হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায়
    ৩ লাখ ৫০ হাজার টাকা।
    এই ভোট নিয়ে যাইতে আপনাদের খরচ কত পড়েছে?
    প্রায় ছয় লক্ষ টাকা মত খরচ পড়েছে
    যেহেতু আমরা সব মজুরি। এই বোটটাই মোট ২২ জন মত লোক আছে
    সব মজুরি
    আচ্ছা আচ্ছা
    এক একজনের বেতন মাসে ২২/ ২৩ হাজার টাকা মত
    সেই সব হিসাব করতে গেলে ৭ লাখ মত খরচ গেছে
    এই টাকাটা দিয়ে হয়তো আপনাদের আগের লস কিছুটা কভার হবে
    বাড়ি হচ্ছে কুতুবদিয়া
    কুতুবদিয়া ঠিক আছে ভালো থাকেন

ความคิดเห็น • 18

  • @ismaeel8010
    @ismaeel8010 4 หลายเดือนก่อน +17

    আপনাদের আরত কোন জায়গায়

  • @website-yw5ed
    @website-yw5ed 15 วันที่ผ่านมา +1

    Nice ♥️

  • @Hafizurrohman12
    @Hafizurrohman12 หลายเดือนก่อน +2

    ভাই তাদের ফুনংনাম্বার দেন

  • @mdjihad6887
    @mdjihad6887 7 หลายเดือนก่อน +7

    2:36

  • @prodibbabo7186
    @prodibbabo7186 ปีที่แล้ว +4

    Nice 👍🙂

  • @MDMOHEDUL-l9s
    @MDMOHEDUL-l9s 8 หลายเดือนก่อน +3

    678ফ😅😮

  • @sajjadhosen1707
    @sajjadhosen1707 3 หลายเดือนก่อน +3

    শাকিল আমার এলাকার ছেলে। আমিও কুতুবদিয়ার ছেলে

    • @saddammallick7847
      @saddammallick7847 2 หลายเดือนก่อน

      আচ্ছা আমাকে আপনাদের সাথে কাজে নেবেন

  • @md.shakilhossain3472
    @md.shakilhossain3472 หลายเดือนก่อน +6

    ইলিশ মাছ ধরা কি ধান চাষ করার থেকেও কঠিন?
    একজন কৃষক 1 মন ধান বিক্রি করেও 1 কেজি ইলিশ কিনতে পারে না।
    যেই মাছ না চাষ করা লাগে, না খাবার দেওয়া লাগে, না পোনা কিনতে হয়।
    তাহলে কেন এই বিবেকহীন দাম?

    • @Shohag-yg4zg
      @Shohag-yg4zg หลายเดือนก่อน

      😢😢😢😢 vai moner kotha

    • @shwaibahmed3689
      @shwaibahmed3689 11 วันที่ผ่านมา

      thik bolchen vai😢😢😢

  • @MdHabib-eh8hp
    @MdHabib-eh8hp 7 หลายเดือนก่อน +4

    জেলে ভাইদের নাম্বার টা দেন

  • @HiralalBariHiralalBauri-or6td
    @HiralalBariHiralalBauri-or6td 10 หลายเดือนก่อน +4

    U