ঐ মহাসিন্ধুর ওপার থেকে । Oi Mahasindhur Opar Theke । Manna Dey । D.L Roy । Pialy
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- এই গানটা যখন ছোটবেলায় গাইতাম তখন মানে বুঝে গাইতাম না, তাই হয়তো গানটা ভালো ও লাগতো না খুবএকটা। কিন্তু এখন এই মধ্যবয়সে এসে বুঝি কি অমূল্য কিছু কথা দিয়ে এই গানটি রচনা করে গেছেন শ্রী দ্বিজেন্দ্রলাল রায়। এই ভুবনে সত্যি আমরা সকলে পরের ঘরেই পরবাসে পড়ে আছি, কবে সেই পরমানন্দের সঙ্গে মিলন হবে , তখনই আসল ঘরে ফেরা হবে। পেছনে পড়ে থাকবে এই ঘর, সংসার, রাগ, অভিমান, ভালোবাসা।
গানটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।
গান: ওই মহাসিন্ধুর ওপর থেকে
কথা: দ্বিজেন্দ্রলাল রায়
সুর: দ্বিজেন্দ্রলাল রায়
মূল শিল্পী: পদ্মশ্রী মান্না দে
কভার কণ্ঠ: পিয়ালী
Copyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video is made just for Promotional & non-commercial purposes. No copyrights infringements intended. Dear artists and producers .
All Rights to Music Label Co. & No Copyright infringement intended.
#OiMahasindhurOparTheke #mannadey #dlroy #pialykundu #khaad
এক আধ্যাতমিক
চেতনার উন্মেষ ঘটে এ গানটি শুনতে শুনতে আমার মনেপরে এই পয়সার আমাদের থাকার আসল জায়গা নয় ।এই মায়ার জগতে আমরা আবদ্ধ হয়ে ভাবছি এইটাই আমার আসল থাকার জায়গা।আমরা যে পরম পিতার সন্তান সে কথা আমরা ভুলে গেছি।
সত্যিই অতুলনীয় মায়া ভরা কন্ঠ।
পিয়ালী আপনার গলায় যাদু আছে নিশ্চয় ....
ছাড়তে পারছি না গো আপনাকে 🎧
Anek anek dhanyobaad 🙏☺️
Miss you
ডি, এল রাযের এই আধ্যাত্মিক চেতনা যুক্ত গানটি মনের মনিকোটায় এক নূতন চেতনার জন্ম দেয় ঘা
জ্বীবনের চরমতম সত্য ৷ সংসারের মাযার প্রভাবে আমরা সেই আসল সত্যকে ভুলে যাই ৷ কবির কথায় 'যাহা চাই তাহা ভুল করে চাই 'যাহা পাই তাহা চাইনা।' সুন্দরের আরাধনাই প্রকৃত আ-রাধনা। খুব ভাল লেগেছে আপনার গান।
কি যে এক সর্বমন কাঁদানো , প্রাণ জাগানো অনন্ত কালের দৈব সুর বেরিয়ে এলো তোমার কন্ঠ থেকে মা !
মা , সুর শ্রেষ্ঠা পিয়ালী , এতো সুর গান সফল কন্ঠ নিয়ে পিপাসু শ্রোতাকূলকে ছেড়ে কোন্ স্বেচ্ছা নির্বাসনে যাবে তুমি !
Gaan to chharte parbo na.. tobe youtuber jonno besi gaoa hoyto komiye debo..
চমৎকার হয়েছে তোমার গান ধন্যবাদ
আহা, কি জাদু আছে তোমার গলায় পিয়ালী l একটা কালজয়ী গান কি অবলীলায় তুমি গাইলে, অভাবনীয় l গানের সঙ্গে তুমি একাত্ম হয়ে যাও এটাই তোমার বিশেষত্ব l বাঃ l
অসাধারণ সুন্দর গাইলেন। মন ভরে গেল। আরো সুন্দর হোক ডালি। আশীর্বাদ রইলো। 🌹
এমন স্বর্গীয় সুরসুধা,এমন হৃদয়স্পর্শী গান আরও শোনার অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤
Many thanks
ওরে আয় চলে আয় ওই মহাসিন্ধুর ওপার থেকে ---- কী সংগীত ভেসে আসে ! ! !
☺️🙏
ঐ মহাসিন্ধুর ওপার থেকে এই অসাধারণ সুন্দর গানের সুর ভেসে এলো এক মহত্তম শিল্পীর কন্ঠ থেকে।
🙏
তুমি পিয়ালি তোমার পরিবার নিয়ে অনেক দিন সুস্থ থাকো তাহলে আমরা অনেক সময় ধরে তোমার সুন্দর সুন্দর গান শুনতে পাবো, ভালো থেকো।
অনেক ধন্যবাদ
Outstanding Perfermence Piyali.God Bless U.❤👍
Darun laglo 👍👍👍👍👍👍👍👍👍👍
অসাধারন অপুর্ব দারুন লাগলো তোমার গান ধন্যবাদ
Really very nice and sweet tone.100%
Many thanks
গান টা আপনার গলায় অত্যন্ত আপন হয়ে উঠেছে। ' হেথা নাইকো মৃত্যু নাইকো জড়া' সেখানে যাবার তাগিদ তো থাকবেই। ১০০ তে ১০০ দিলাম। কে সবচেয়ে ভালো গেয়েছেন, এটা বিচার সময় করে। আমার কন্ঠ ও যে রয়ে গেল সঙ্গীত শিল্পীদের মহাসাগরে; এটাই বিশাল প্রাপ্তি।
Akdom thik katha.. anek anek dhanyobaad 🙏☺️
La Jawab
Parthapratim. Ami pray piali r sab ganei 100 te 100 dite cheye sahos paini. Jak tumi amar pathapratharshak
খুব সুন্দর হয়েছে। আমার বাবার কথা মনে পড়ে গেল। উনি সর্বদা এই গানটি গাইতেন।
আমার মনে হয় মান্না দে'র পর এ গানটির প্রকৃত আবেদন তোমার গাওয়াতেই অনুভব করেছি দিদি! শতায়ু হওয়ার প্রার্থনা করছি।
অশেষ ধন্যবাদ
অদ্ভুত সুন্দর... যেন মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা বিশুদ্ধ সুরের ঝর্ণাধারা..
আসাধাধরণ,অনবদ্য গাইলে। পর পর 10 বার শুনলাম।ভালো থেকো
অনেক ধন্যবাদ
🥀 গানের ভাবার্থ আগে বুঝা উচিত। তারপর গান নিয়ে সব কথা বলবেন। এই গানের গীতিকার পঞ্চকবিদের একজন দ্বিজেন্দ্রলাল। তাঁর রচনা অসাধারণ পরম দয়াল সৃষ্টিকর্তা নিজের গুরু সেজে তার শিষ্যদের বিষময় ধরা থেকে তার কাছে চলে যাওয়ায় জন্য মিনতি করেছেন। পৃথিবী মায়াময় মায়া ত্যাগ করে আমার কাছে চলে আয়। এত সুন্দর গান, শুনে মন প্রাণ ভরে।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
কিংবদন্তি শিল্পী মান্না দের গান আপনার কন্ঠে চমৎকার হয়েছে। আপনি আরও বড়ো শিল্পী হউন। শুভকামনা রইল।
Anek dhanyobaad
ঠাকুর,মা স্বামীজি র কৃপা ঝরে পড়ুক। আরও এমনি সুন্দর গান আমাদের উপহার দিও মা❤
অনেক ধন্যবাদ
Apurbo Beta, Benche Thako Maa, God Gifted Gala, Chokhe jal eshe galo, Excellent!!!!
Anek dhanyobaad
আমার পছন্দের শিল্পীর মধ্যে তুমি একজন।গানটা এতো পছন্দ । তুমি এতো সুন্দর করে গেয়েছো। আশীর্বাদ রইলো তুমি গান নিয়ে এগিয়ে যাও।
অশেষ ধন্যবাদ
এ গানের অনুপম বানী ও পিয়ালীর হৃদয় ছোঁয়া সুর মনকে এতোটাই আলোড়িত করেছে যে তা শতবার শুনছি শুধু নয় , অনেকের সাথে শেয়ার করে তৃপ্তি বোধ করছি ।
অপূর্ব... যেন মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা পবিত্র আর বিশুদ্ধ সুরের ফল্গুধারা..
আহা মুগ্ধ হয়ে গেলাম আমার প্রিয় শিল্পী, প্রিয় দিদি ভাই 🙏
Thank u
Opurbo geyecho 🌹👌👍
আহা!!!কী অনবদ্য গাইলে বোন।মন ভরে.গেল।খুব ভালো থেকো,তুমি।
অনেক ধন্যবাদ দাদা
একদম পারফেক্ট!! খুব ভালো গাইলে। মান্না দের পরে আবার একজন এর কাছে একটি ভালো গান শুনলাম। ❤️❤️
Anek anek dhanyobaad 🙏☺️
এমন আকুল করা কন্ঠে এ গান যে গাইতে পারে তার কন্ঠ কালজয়ী হোক !
খুবই মর্মস্পর্শী গেয়েছিলে, খুব ভালো লেগেছে, গত কালকে আর একজন চলে গেলো পারোবাস ছেড়ে, শ্রী ভুপিন্দর সিং জি, " নাম গুম যায়ে গা "
Thank u. Hyan, 2022 eke eke sob kere nichhe 😥
@@PialyKunduOfficial ওঃ
অসাধারণ। গানটা তুমি দারুণ ভাল গেয়েছো। অতুলনীয়। গানের কথার মানেগুলো নিজে উপলব্ধি করে গেয়েছো।
Dhanyobaad anek
এতো সুন্দর গেয়েছেন অতুলনীয়
Very nice video song lyrics and Singer 🌹🌹🙏. Ashadharan song.God bless you.Valo theko 🌹🌹♥️.
Thank you very much 🙏
❤️ অপূর্ব অসাধারন গান, অতুলনীয় কণ্ঠস্বরে চমৎকার গানের বহিঃপ্রকাশ ঘটেছে, শুনতে ভীষণ ভালো লাগছে।❤️❤️
খুব ভালো লাগলো।
Dhanyobaad
গেয়েছো খুবই ভালো।। গানকে চিত্রায়িত করে তুলেছে।। এইটা ই তো তোমার বৈশিষ্ট্য ।।
Anek dhanyobaad 🙏☺️
Atho misti sur .... Mon vhorey jai..
Mind blowing❤
Thanks
এটা আমার ও প্রিয় গান, তুমি গানটির সত্যতা তুলে ধরেছ❤
ধন্যবাদ অনেক
Aha aha aha apurva laglo ganta. God bless you
Anek dhanyobaad 🙏☺️
One of the greatest, noblest.. Bengali songs. One of the greatest, purest, perfect presentations.
Thanks
আহা, আহা, যা কিছু শুভ, কল্যাণকর অবিরল ধারায় আপনার উপর বর্ষিত হোক।
Anek dhanyobaad
অহ কত অমায়িক মায়া ভরা কথা ও সুর । সব মিলিয়ে অসাধারন।
Anek anek dhanyobaad 🙏☺️
গানের জগতের এই অকালের দিনে তোমার গান আমাদের মতো শ্রোতা দের কাছে আশার আলো | এই গান এত সহজ নয় | ভালে লাগল বলা বাহুল্য | ভালো থেকো |
Anek dhanyobaad 🙏☺️
অপূর্ব সুন্দর গেয়েছেন এই দীজেনদ গীতি
অপূর্ব তোমার গান খুব ভালো লাগে।
বহুত খুব ! তবে খেয়াল রেখো, অভিনন্দনের জোয়ারে ভেসে যেওনা যেন। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ভালো থেকো। 🌹🌹🌹🌹
Ami kichui jani naa akhono.. khub sadharon akjon manush je gaan bhalobase.. etukui 🙏
খুব সুন্দর গলার কন্ঠ।অামার নিকট এত শ্রুতিমধুর লাগে,যা অামি নিয়মিত প্রতিদিন গানগুলু শুনি।ভাল থেকো।
Anek anek dhanyobaad 🙏☺️
দিদি, পরম করুনাময় তেমার গলায় যে সুর ঢেলে দিয়েছেন তা অতুলনীয়। সত্যিই মনে হচ্ছিল, যেন অনন্ত পারাপার থেকে সুর ভেসে আসছে!!! এতো করুনাধারায়!! গড, তুমি এতো সুন্দর!!
অশেষ ধন্যবাদ
বাংলার অন্যতম সেরা গান এটি। তোমার গায়কী দিয়ে আজ দারুণ ফুটিয়ে তুলেছো গানটিকে। গানের কথা আর সুরের মিতালী পরিলক্ষিত হয়েছে আগাগোড়া। যেমন সুরের ছন্দায়িত বিচ্ছুরণ তেমনই দোলায়িত তাল। এদুটোর সমন্বয় আজকের পরিবেশনাকে অনবদ্য করে তুলেছে। মনে পড়ে গেল আমার ক্লাসমেট নির্মলার কথা। ছাত্র সংসদ নির্বাচনের আগে এক অনুষ্ঠানে এই গানটি গেয়েছিল সে। দারুণ লেগেছিলো সেদিন।
Anek anek dhanyobaad. Ar ki chai 🙏☺️
দারুণ খুব সুন্দর
Darun sune mon jurie gelo.
অসাধারণ পরিবেশনা। শুভকামনা রইল ।
ধন্যবাদ
আ হা! নতুন মাত্রা পেলাম। অতুলনীয় ধন্যবাদ।
ধন্যবাদ
Great song. Great singer..Great rendition. Stay healthy and happy forever.
Many thanks
Gaan ta eto eto sundor tomar gala te...outstanding....dazzling performance... Love it....sera 🥰🥰🥰🥰🥰🥰♥️💐
Dhanyobaad
Eto sundor gaile gaan ti....anek bhar sonaci......
হৃদয় ছুঁয়ে যাওয়া এই অসাধারণ পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দি একেই বুঝি সংগীত বলে ! যে কথা আর যে সুর, স্বর হৃদয় থেকে আপনা আপনি বের হয় । ধন্য তুমি এমন করে সংগীত হৃদয়ে পৌঁছে দেবার জন্য । প্রনাম নিও আমার ।
অপূর্ব। এত কঠিন গান এত সুন্দর পরিবেশন। তুমি আমার একদিনের বড়ো হলেই একসাজি ফুল দিয়ে পূজো করতাম। তোমার শিল্পী জীবন মধুর হউক।
অশেষ ধন্যবাদ 🙏😀
Awesome singing this Song by Piyal
Asadharon asadharon...
আহা আহা কি সুন্দর কি অসাধারণ!
Dhanyobaad anek ☺️🙏
এবার পাগল হয়ে যাবো । অসাধারণ।
😀🙏
Ki opurbo sundor poribeshon. Khub bhalo lagche.
Anek dhanyobaad
আহা কি সুন্দর মন ভরে গেল।
অনেক ধন্যবাদ, আমারও খুব প্রিয় গান
গায়ে কাঁটা দিয়ে উঠছিল গানটি শুনতে শুনতে। এই রকম নিখুঁত এত দরদ দিয়ে কজন গাইতে পারে ? এক কথায় আসাধারন।
Anek anek dhanyobaad 🙏💐
Aha aha aha ami suparna tomar ganer anuragi
Excellent melody song heard in your voice. thankyou
তুমি ইউ টিউবে আমার নতুন আবিষ্কার,যতো শুনছি ততো মুগ্ধ হয়ে যাচ্ছি । প্রাণ ভরা শুভ কামনা আর ভালোবাসা জানাই ।❤❤❤
অনেক ধন্যবাদ
মন ভালো হয়ে গেলো, মলিনতা দুর হয়ে যায় আপনার গান শুনে ।
🙏😀💐
Excellent song,excellent singing.
Great singing. I think it is a devotional song.
Asadharon valo laglo
Thanks
মধুঝরানো কণ্ঠ তোমার। আহ্। পরমানন্দ।
Anek dhanyobaad.. bhalo lagle please share o subscribe korben ☺️
Khub sundar pran vore jay
Thanks
Excellent excellent
বোন একটা কথা বলছি এই গানটা আমার এতটা প্রিয় যে বহুত বছর ধরে আমার ফোনের মেমোরি তে লোড করে নিয়েছি যখনই মনটা খারাপ হয়ে তখনই এই গান টা শুনি যাক খুব ভালো লাগলো বোন ।
Dhanyobaad
Darun darun darun 100%
Anek dhanyobaad 🙏😀
God gifted tallent🙏
Osadharon
আপনার সুমধুর কন্ঠে শ্রদ্ধেয় মান্না দে মহাশয় কে যেন আরেকবার খুঁজে পেলাম। অশেষ শুভকামনা ও আশীর্বাদ রইলো।
অশেষ ধন্যবাদ
পরিশীলিত কন্ঠ৷ ভালো গেয়েছেন৷ কথা সুর তো অতুলনীয়৷
Anek dhanyobaad ☺️👍
এই রে, আপনার গান শুনতে গিয়ে আজ আমার ঘুমোতে দেরী হয়ে গেল ! আজকেই আপনাকে আবিষ্কার করলাম। তারপর থেকে একটার পর একটা গান শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি। শুনতে শুনতে কখন যে রাত দুটো বেজে গেছে খেয়ালই করিনি ...
Anek dhanyobaad.. ami niyomito ai channel e gaan post kori.. songe thakben 🙏☺️
Just awesome....ki gola apnr....mon chuye gelo....
Anek dhanyobaad 🙏☺️
Sunderland singing sunder sur
Apurba.....mon bhare roj tomar gan suni
Anek dhanyobaad
অসাধারণ অনন্য।
Khub valo laglo bon
Many thanks
মহা সিন্ধুর ওপার থেকে ধ্বনি ভেসে এলো আবারও লক্ষ পূর্ণ হল ....
অনেক ধন্যবাদ
Khub valo 👌👌
Thank u ☺️🙏
ছোট্ট বেলায় বাবার কন্ঠে শুনতাম আজ আপনার গলায় শুনে বাবার স্মৃতি হৃদয়ে দাগ কাটলো
Anek dhanyobaad 🙏☺️
অসাধারণ পরিবেশনা।
অশেষ ধন্যবাদ
মনো মুগ্ধকর, ঈশ্বর প্রদ্বত্ত কণ্ঠস্বর! মায়াময় কণ্ঠ।
অপূর্ব । অপূর্ব। বহুদিন আগে গুরুজীর কন্ঠে এ গান শুনতাম। আজ আবার আপনার দরদী কন্ঠের মাধুর্যে শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো। সত্যি আমরা সকলে যদি এভাবে ভাবতে পারতাম তবে, প্রিয়জনের বিয়োগব্যথা আমাদের বিষাদগ্রস্ত করে তুলত না । খুব ভালো থাকুন।
Thik anudhabon.. dhanyobaad anek gaanti pachhondo korar jonno 🙏☺️
অপূর্ব 👌👌
অনেক ধন্যবাদ
গায়ে কাঁটা দেয় ,অপূর্ব
অশেষ ধন্যবাদ
আপনি অনেক অনেক বড়ো হবেন। করুনাময়ের কাছে এই প্রার্থনা করি।কুটূসকেও আমার আদর জানাবেন।