আমার এই এরোমেটিক গাছটার গ্রোথ হচ্ছে না। গত বছর বড় একটা গাছ কিনে এনেছিলাম কিন্তু এখন ডাল আর পাতা পুড়ে যেয়ে এখন গাছটা ছোট হয়ে গেছে। গাছে ফুল আসে কিন্তু গাছটা বড় হচ্ছে না ঝোপালো হচ্ছে না কি করতে পারি যেনো গাছটা অনেক ঝোপালো হয়?
অ্যারোমেটিক জুঁই এর ফুল হয়ে গেলে সেই ডালের পাতা খারাপ হয়ে যায়। ডালও শুকিয়ে যেতে পারে । চিন্তার কোন কারণ নেই । এখন ফুলের সময়। ফুল হয়ে গেলে রিপট করুন । তখন মূল কান্ডটা খানিকটা রেখে বাকি ডালপালা কেটে দেবেন। নতুন শাখা বের হবে । গাছ বড় হবে । ফুলও বেশি হবে ।রিপট করার সময় গাছের গোড়াটা একটু দেখার চেষ্টা করবেন কোনরকম প্লাস্টিক পাত্রে বসানো কিনা। অনেক সময় নার্সারি ছোট প্লাস্টিক পাত্রে গাছ বসিয়ে সেই অবস্থায় বড় টবে বসায়। যখন বড় হয় শিকড় বিস্তার লাভ করতে না পেরে গাছ মরে যায়।
আমি এই গাছ করেছি ,,,এই বছর ই,,এখন ফুল হচ্ছে।আপনার উপস্থাপনা চমৎকার।
বুদ্ধ জুঁই যেমন দেখতে তেমন তার গন্ধ। তাই না? ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Apurba sundor,mon bhalo kora full...
💚💚💚
ফুল টা অবশ্যই সুন্দর.... আর আপনার স্ট্যান্ড টা দারুন হয়েছে
💚💚💚
Khub bhalo hoyeche...
💚💚💚
সত্যিই 'মন মাতানো' ফুল একটা! 💚💚💚
💚💚💚
Support toirir link ta deben please
th-cam.com/video/BxcA5EYAtHQ/w-d-xo.html
আমি গাছ ২-৩ মাস হলো লাগিয়েছি কিন্তু এখনও কুড়ি বা ফুল আসছে না কেন? জৈব সার দিয়ে মাটি তৈরী করেছি, মাঝে খৈল পঁচা পানিও দিয়েছি
মন ভালো করা একটি ভিডিও।
💚💚💚
Kub sundor kaku
💚💚💚
স্যার জুঁই আর অ্যারোমেটিক জুঁই কি সম্পূর্ণ আলাদা হয়?
হ্যাঁ ,দুটো আলাদা গাছ।
খুব সুন্দর লাগছে ফুলগাছটি
💚💚💚
Khub valo laglo
💚💚💚
dada gach r chara pawa jbe?
আপনার বাড়ির কাছাকাছি নার্সারিতে খোঁজ করলে পেয়ে যাবেন আশা করি। ভালো থাকবেন।
আমার এই এরোমেটিক গাছটার গ্রোথ হচ্ছে না। গত বছর বড় একটা গাছ কিনে এনেছিলাম কিন্তু এখন ডাল আর পাতা পুড়ে যেয়ে এখন গাছটা ছোট হয়ে গেছে। গাছে ফুল আসে কিন্তু গাছটা বড় হচ্ছে না ঝোপালো হচ্ছে না
কি করতে পারি যেনো গাছটা অনেক ঝোপালো হয়?
অ্যারোমেটিক জুঁই এর ফুল হয়ে গেলে সেই ডালের পাতা খারাপ হয়ে যায়। ডালও শুকিয়ে যেতে পারে । চিন্তার কোন কারণ নেই । এখন ফুলের সময়। ফুল হয়ে গেলে রিপট করুন । তখন মূল কান্ডটা খানিকটা রেখে বাকি ডালপালা কেটে দেবেন। নতুন শাখা বের হবে । গাছ বড় হবে । ফুলও বেশি হবে ।রিপট করার সময় গাছের গোড়াটা একটু দেখার চেষ্টা করবেন কোনরকম প্লাস্টিক পাত্রে বসানো কিনা। অনেক সময় নার্সারি ছোট প্লাস্টিক পাত্রে গাছ বসিয়ে সেই অবস্থায় বড় টবে বসায়। যখন বড় হয় শিকড় বিস্তার লাভ করতে না পেরে গাছ মরে যায়।
@@gardeningculture7859 thanks
এক কথায় অপূর্ব, কোথা থেকে কেনা
সত্যিই ছাদ বাগানের শোভা বাড়িয়েছে
ধন্যবাদ। 💚💚💚
গাছটি আমায় একজন গিফট্ করেছিলেন।
খুব সুন্দর দাদা
💚💚💚
আমি এই জুই গাছ কিনতে চাই?
নিকটবর্তী নার্শারীতে খোঁজ করুন। আশা করি ওখান থেকেই পেয়ে যাবেন।
ভালো 👌এর আসল নাম Clematis vine, বিদেশী ফুল কোনো দেশী নাম নেই তাই নার্সারিরা একে বুদ্ধ জুঁই, অ্যারোমেটিক জুঁই এই নামে বাজারে বিক্রি করে ।
অশেষ ধন্যবাদ এভাবে আমাদেরকে তথ্যসমৃদ্ধ করবার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন আমাদের। 💚💚💚
@@gardeningculture7859 দাদা, খুব ভালো লাগল, এভাবেই ভালো ভালো ভিডিও বানান ।।🙏🙏🙏🙏
Satyie khub sundar ful akta aii budhho jui tar paricharcha jante pere upokrito holam kintu kothay paoa jabe gachhti jante parle collection korte partam
এ মুহূর্তে সন্ধান জানা নেই। জানতে পারলে নিশ্চই জানবো। 💚💚💚
ইনবক্সে আসুন প্লিজ
সু ন্দ র ।
💚💚💚
এই গাছে কোন মাসে ফুল হয়, কতো মাস ধরে ফুল হয়। জানাবেন প্লিজ।ডরমেনসি প্রিয়ড় কোন মাসে হয়।