এই তিন লক্ষ টাকা উঠাইতে গেলে লাল পানি নীল পানি খাওয়াবে সরকারী ব্যাংকের কর্মচারীরা এবং ঘুষ দিতে হবে ৫০ হাজার ।এই বীমার দরকার নাই ।বিদেশে এসেছি কোন ব্যাংক থেকে লোন তুলিনি, বাড়ির কাছ থেকে পত্তনের উপরে টাকা এনেছি ।তাও সরকারী এবং প্রাইভেট ব্যাংকের চেয়ে ভালো ।বাংলাদেশের জনগনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল ।
সবচেয়ে বেশি ভালো হবে এর চেয়ে যে আমরা যতজন প্রবাসী আছি বা যারা আসতে চাচ্ছেন বিদেশে তাদের জন্য একটা নির্দিষ্ট করে দেয়ার জন্য গার্লফ্রেন্ড যেকোনো কান্ট্রিতে যাবে তার জন্য 1 লক্ষ টাকা সরকার বাধ্যতামূলক করে দিলে এটা আমাদের জন্য সুবিধা এবং দেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমি মনে করি
ভাইয়া আমি সকল বাংলাদেশী ভাই ও বোনদেরকে বলছি আপনি যে জীবনবীমার কথা বলছেন আমি অনুরোধ করবো বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষকলীগ অতঃপর শেখ হাসিনাকে বলেন জীবন বীমা করে রাখতে কারণ ওদের উপর কোন সময় কোন মুসিবত আসে বলা যায় না তখন এই জীবন বীমা কাজে লাগবে আল্লাহ হাফেজ
শুধু মাত্র ২ বছরের জন্য এককালীন প্রবাসী শ্রমিকরা ৳৪৯০ টাকা ও বাংলাদেশ সরকার ৳৪৯০ টাকা খরচ করে বাধ্যতামূলক জীবন বিমা ৳২লক্ষ করতে হবে। ২ বছরের মধ্যে কোনো অঘটন জনিত কারনে ক্ষতিপূরণ নিতে না পারলে এই বিমা মেয়াদ বাতিল হয়ে যাবে। যদিও সচেতনতা সৃষ্টির জন্য খুবই প্রসংসনীয় উদ্যোগ। প্রবাসে প্রথম ২ বছর খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হয়। তাই প্রথম ২ বছর খুবই গুরুত্বপূর্ণ সময়। আর জীবন বিমা প্রবাসে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করবে।
আমি প্রবাসে আছি ৮বছর এখন আমি কিভাবে বীমা গ্রহণ করতে পারি,? তাছাড়া আমি প্রবাসে থাকা অবস্থা যদি আমি কোন দূর্গটনার স্বীকার না হই তবে কে বীমার মেয়াদ শেষ হওয়া পরে টাকা পাওয়া যাবে নাকি সরকারের কোষাগারে জমা হবে আমাদের জমা কৃত বীমার পলিসি জানালে খুবই উপকৃত হবো
কিছু দিন আগেও টিভিতে খবরে দেখলাম, সরকারি ব্যাংকে জীবন বীমা করেছিল অথচ জীবন বীমার টাকা এখন টাকা তুলতে পারছি না, বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু হবে আর বাংলাদেশ থেকে ভালো কিছু আশা করাটা মোটেও উচিত নয় সবাই সাবধান থাকবেন, তারা শুধু সাধারণ মানুষকে বাটপারের জন্য বেছে নেয়, তাদেরকে নিঃস্ব করে তারা কারো কাছে যেতে পারে না কারণ তারা সাধারণ মানুষের, কিছুদিন আগে শুনেছি প্রবাসীদেরকে বাড়ি করার জন্য লোন দিবে আপনার গিয়ে দেখেন কোন প্রবাসী বাড়ি করার জন্য লোন পাবেন না, গেলে দেখেন বলবি এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে, কাগজ যত দেন তাদের হবে না, সাধারণ মানুষকে লোন দিবে না দিবে বড় লোকদের কে, তারা আরও বড় লোক হতে পারে, আপনারা প্রবাসী প্রবাসী থেকে জানতে পারেন প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের খুব দরকার, আমরাই হলাম ছক্কার গুটি
আপনার বাড়ি যদি থাকে তার পেপার ও থাকবে । আর ব্যাংক তো প্রবাসীদের ঋণ দেয়, তবে তাদের পলিসির ভিতরে, প্রতিটি কোম্পানির কিছু নিয়ম আছে, তাই পলিসি মানতে পেপার ও লাগে । আপনি একটা কাজ করেন আপনার বাড়ির দলিল পুরিয়ে ফেলেন, তার পর কেউ এসে দাবি করলে তখন কি করবেন, আপনি কি গায়ের জোর দেখাবেন, আপনার প্রমাণ কোথায় ? ঋণ ও ঠিক সেই রকম । আর ধনী থেকে গরীব সকলের ঋণের জন্য পেপারস লাগে । thanks for feedback
আর যদি কোন এক্সিডেন্ট না হয় তাহলে কি দুই বছর পরে কোনো টাকা অথবা বেনিফিট মিলবে কি না ?? আমি দেশে ছুটি থেকে আশার সময় 490 টাকার মতো বাধ্যতামূলক রাখা হয়েছে ঐ টাকা কি ফেরত পাব ?? আর যদি এক্সিডেন্ট হয় তাহলে কোথায় জানাতে হবে
আর জারা বিদেশ গিয়ে অসুবিদায় আছেন তাদের সবার জন্য সরকার পচা ডিম আর আইক্কা অলা বাঁশ রেখেদিয়েছে এয়ারপোট থেকে দিয়ে দিবে নিয়ে সোজা বাড়িতে চলে যাবেন 😀😀😀😀😀😀😀😀😀😀
হয় হয় বুজেছি গুরি ফিরি প্রোবাসির পাছায় বাশ আর সরকারের লাভ আসলে বাংলাদেশি প্রোবাসিরা সরকারের কাছ থেকে কি আর পাবে জেখানে এয়ারপোটে ইজ্জত টুকুই পায়না, হায়রে বাংলার অবাগা প্রোবাসিরা ভাগ্যের চাকা ঘুরাতে থাক কেমন।
জে তথ্য দিলেন তাতে মনে হয় মৃতু কামনা করছে সরকার এই কয় টাকার জন্য মৃতু জেনো না হয় বেচে থেকে নিজেরাই কামাই করবো এর চেয়েও বেসি আল্লাহর রহমতে সৌদি আছি দুই বছর সেষ আগামীতে আসবো ইনসা আল্লাহ দোয়া করবেন জেনো সুস্তো থাকি ।
আমিও ভাই একই কথা বলছিলাম যারা আগে আসছি তারাকে বীমার সুবিধা পাব না এখন যদি আমরা দেশে যাই তারপরে বীমা টা করে কি আবার ফিরে আসতে পারবো এটাকে কার্যকরী হবে সেটা জানার খুব দরকার ছিল ভাই
পতারনার শিকার আমরা সবাই এক কাজের কথা বলে অন্য কাজ দিয়েছে বেতন যা দেয়ার কথা ছিলো তার অর্ধেক ও নেই আমি তো এরকম পতারনার শিকার তো এখন কি আমি এই সুবিধা টি পাবো।
ধ্যাত্ এই সব বাজে কথা রাখেন , প্রবাসীরা যখন প্রসাবে তখন সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা আর যখন মারা যায় তাখন সরকার চেনেনা , তাই আমরা তখন খুশি হতাম যদি সরকার বলতো প্রবাসী মারা গেলে দুই দিনের মধ্যে সরকারের খরচে আনা হবে , এই জিবন বিমা টিমা আমাদের দরকার নাই , ভাই প্রবাসে আসে কারা যানেন যারা একবারে নিম্ন ছেনির মানুষ যারা নিজের নাম লিখতে যেয়ে কলম ভেঙে ফেলে , এখন আপনি বলেন এই সব মানুষ পক্ষে সমভাব ঢাকা শহরে যেয়ে মন্তরলায় কথা বলার মতো সাহষ আছে ? প্রবাসী খুশি মাত্র তিন টা কাজ যদি সরকার করে এক নাম্বার মারা গেলে সরকারের খরচে লাশ দেশে নেওয়া দুই নাম্বার এমব্যাসি ঠিক করা তিন নম্বর এয়ারপোর্ট ঠিক করা যাতে করে আমাদের লাগছে কেটে মালামাল চুরি না করতে পারে আর কিছু না
এত টাকা দিয়া প্রবাসীরা কি করবে
আন্ধ বিশ্বাস করা ভালো নয়
লোবে পাপ পাপে মৃত্যু
এই তিন লক্ষ টাকা উঠাইতে গেলে লাল পানি নীল পানি খাওয়াবে সরকারী ব্যাংকের কর্মচারীরা এবং ঘুষ দিতে হবে ৫০ হাজার ।এই বীমার দরকার নাই ।বিদেশে এসেছি কোন ব্যাংক থেকে লোন তুলিনি, বাড়ির কাছ থেকে পত্তনের উপরে টাকা এনেছি ।তাও সরকারী এবং প্রাইভেট ব্যাংকের চেয়ে ভালো ।বাংলাদেশের জনগনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল ।
দেশের টাকা লোটপাট করে শেষ এবার প্রবাসীদের টাকা খাওয়ার নতুন ধান্দা
Very thanks for this estep
আপনার কথা যে সত্যি তা বিশ্বাস কিভাবে করবো তা সারা যাবেন তো সবাই বলে লাভে পাপ পারে মিতু
এই টাকা সরকার আপনার থেকে আগেই কেটে নিবে বিদেশ যাওয়ার আগে, না দিলে বিদেশ ও যেতে পারবেন না
আহারে আর কত বাহির হবে বড়ো হয়ার উপায় সুনেন এক আল্লাহ চারা কেউ পারবেনা বড়ো করতে ওকে আল্লাহ চারা কাউকে বিশসাস করিনা
বিউটিফুল
সবচেয়ে বেশি ভালো হবে এর চেয়ে যে আমরা যতজন প্রবাসী আছি বা যারা আসতে চাচ্ছেন বিদেশে তাদের জন্য একটা নির্দিষ্ট করে দেয়ার জন্য গার্লফ্রেন্ড যেকোনো কান্ট্রিতে যাবে তার জন্য 1 লক্ষ টাকা সরকার বাধ্যতামূলক করে দিলে এটা আমাদের জন্য সুবিধা এবং দেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমি মনে করি
ভাইয়া মালএশিয়া যারা অবৈধ ভাবে সাত আট বছর আছে,তাদের মালএশিয়ার কোনো ডগোমেন নাই তাদের কি ব্যাংক থেকে লোন দেবে, দয়া করে জানাবেন
আমরা যারা বতর্মানে বিদেশে আছি তারা কি সুবিধা পাবে সে বিষয়ে কিছু বলেন।
ভাইয়া আমি সকল বাংলাদেশী ভাই ও বোনদেরকে বলছি আপনি যে জীবনবীমার কথা বলছেন আমি অনুরোধ করবো বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষকলীগ অতঃপর শেখ হাসিনাকে বলেন জীবন বীমা করে রাখতে কারণ ওদের উপর কোন সময় কোন মুসিবত আসে বলা যায় না তখন এই জীবন বীমা কাজে লাগবে আল্লাহ হাফেজ
শরকারের অন্ডারে জে পরিমান ঘুশখোর আছে তারাই খেয়ে ফেলবে।
দেশে সব টাকা খাওয়া হয়েছে আবার প্রবাসী টাকা খাওয়া ইছা হয়েছে
শুধু মাত্র ২ বছরের জন্য এককালীন প্রবাসী শ্রমিকরা ৳৪৯০ টাকা ও বাংলাদেশ সরকার ৳৪৯০ টাকা খরচ করে বাধ্যতামূলক জীবন বিমা ৳২লক্ষ করতে হবে। ২ বছরের মধ্যে কোনো অঘটন জনিত কারনে ক্ষতিপূরণ নিতে না পারলে এই বিমা মেয়াদ বাতিল হয়ে যাবে। যদিও সচেতনতা সৃষ্টির জন্য খুবই প্রসংসনীয় উদ্যোগ। প্রবাসে প্রথম ২ বছর খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হয়। তাই প্রথম ২ বছর খুবই গুরুত্বপূর্ণ সময়। আর জীবন বিমা প্রবাসে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করবে।
তার ছেয়ে ভালো ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে বীমা করুন।
Thank you.
আমি প্রবাসে আছি ৮বছর এখন আমি কিভাবে বীমা গ্রহণ করতে পারি,?
তাছাড়া আমি প্রবাসে থাকা অবস্থা যদি আমি কোন দূর্গটনার স্বীকার না হই তবে কে বীমার মেয়াদ শেষ হওয়া পরে টাকা পাওয়া যাবে নাকি সরকারের কোষাগারে জমা হবে আমাদের জমা কৃত বীমার পলিসি
জানালে খুবই উপকৃত হবো
ভাই কোন ব্যাংক করতে পারবো জানা বেন
বাংলাদেশের ব্যাংক টাকা বুঝি চুরি সেস হইছে এখন প্রবাসীদের টাকায় চুরের নজর পরলো সাবধান প্রবাসী ভাই বোনেরা লুভে পাপ আর পাপে মৃত্যু
১৯৭৫ ছাডা কি আর কোন ফিগার ছিলনা?
এটা তো তার বাবার মৃত্যুর সন।
Niss
ভাই কোন ব্যাংক করতে পারবো জানা বেন
আমি একন প্রবাসে তাকি আমার জীবন বীমা নাই আমি করবো
অনেক ভালো কাজ করেছে সরকার
পুরাতন যারা আছে বর্তমানে প্রবাসে কর্মরত তাহারা কি প্রবাসে থেকে এই বীমা করতে পারবে, নাকি দেশে ছুটিতে গেলে করে আসতে হবে।
সেম নিয়ম, ভিডিও তে বলাই আছে
ভাই জিবনের সেষ সময়ের সেশভাগে জিভন ভীমার কথা জানাইলেন আপনাকে ধনন বাদ
কিছু দিন আগেও টিভিতে খবরে দেখলাম, সরকারি ব্যাংকে জীবন বীমা করেছিল অথচ জীবন বীমার টাকা এখন টাকা তুলতে পারছি না, বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু হবে আর বাংলাদেশ থেকে ভালো কিছু আশা করাটা মোটেও উচিত নয় সবাই সাবধান থাকবেন, তারা শুধু সাধারণ মানুষকে বাটপারের জন্য বেছে নেয়, তাদেরকে নিঃস্ব করে তারা কারো কাছে যেতে পারে না কারণ তারা সাধারণ মানুষের, কিছুদিন আগে শুনেছি প্রবাসীদেরকে বাড়ি করার জন্য লোন দিবে আপনার গিয়ে দেখেন কোন প্রবাসী বাড়ি করার জন্য লোন পাবেন না, গেলে দেখেন বলবি এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে, কাগজ যত দেন তাদের হবে না, সাধারণ মানুষকে লোন দিবে না দিবে বড় লোকদের কে, তারা আরও বড় লোক হতে পারে, আপনারা প্রবাসী প্রবাসী থেকে জানতে পারেন প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের খুব দরকার, আমরাই হলাম ছক্কার গুটি
আপনার বাড়ি যদি থাকে তার পেপার ও থাকবে । আর ব্যাংক তো প্রবাসীদের ঋণ দেয়, তবে তাদের পলিসির ভিতরে, প্রতিটি কোম্পানির কিছু নিয়ম আছে, তাই পলিসি মানতে পেপার ও লাগে । আপনি একটা কাজ করেন আপনার বাড়ির দলিল পুরিয়ে ফেলেন, তার পর কেউ এসে দাবি করলে তখন কি করবেন, আপনি কি গায়ের জোর দেখাবেন, আপনার প্রমাণ কোথায় ? ঋণ ও ঠিক সেই রকম । আর ধনী থেকে গরীব সকলের ঋণের জন্য পেপারস লাগে । thanks for feedback
@@neelofficial ভাই আপনার লোনের জন্য গিয়ে দেখেন কত রকমের বাহানা , কত কি সমস্যা
আমার বাড়ি কনস্ট্রাকশন ইসলামী ব্যাংকের ঋণ নিয়েই করা ।
রিমিটেনস দেয় না এগুলো মেরে দিবে
আরে ভাই মহিলারা কি করথে পারবে সে বললেন না যে
সরকার আমাদের মালোইশিয়া অবৈধ লোক গুলো বৈধ করে দিক আমরা প্রতি মাসে ৫০০ শত টাকা করে দিমু বাংলাদেশ সরকার কে।
যারা বিদেশে আছে তারা কি করতে পারবে।
হ্যালো ভাই জীবন বীমা কোন জায়গায় করন লাগে ঠিকানা টা দিয়েন
আমরা যারা আগের থেকে বিদেশ আছি আমরা কি এ বীমার আলতায় নাই ?
আর যদি থাকি কি ভাবে তা করতে হবে জানাবেন।
এইতো বাংলাদেশের নতুন ধান্দা একটি মানুষ থেকে 499 টাকা করে নিয়ে গেলে প্রত্যেক বছরে সরকারের আয় 499 কোটি টাকা এত টাকা কেন রে ভাই
আর যদি কোন এক্সিডেন্ট না হয় তাহলে কি দুই বছর পরে কোনো টাকা অথবা বেনিফিট মিলবে কি না ??
আমি দেশে ছুটি থেকে আশার সময় 490 টাকার মতো বাধ্যতামূলক রাখা হয়েছে ঐ টাকা কি ফেরত পাব ??
আর যদি এক্সিডেন্ট হয় তাহলে কোথায় জানাতে হবে
সরকার কাকে ভলে। এইদেশে কি সরকার আছে।ডাকাতের দল সুন্দর বনের বনোদশু।
Probasy theke ki babe korbo
আর জারা বিদেশ গিয়ে অসুবিদায় আছেন তাদের সবার জন্য সরকার পচা ডিম আর আইক্কা অলা বাঁশ রেখেদিয়েছে এয়ারপোট থেকে দিয়ে দিবে নিয়ে সোজা বাড়িতে চলে যাবেন 😀😀😀😀😀😀😀😀😀😀
মূর্খ
আমরা যারা বিদেশে হাসি প্রবাস জীবন করছে মা-বাবা আত্মীয়-স্বজন ছেড়ে আমরা কিভাবে এই প্রেম করবো এর জন্য কিছু বলুন
সরকারের আন্ডারে ব্যাংকের জমা রাখা টাকাই ফিরত পাইনা।
আর এই সব তো ইতিহাস।
যারা সরকারের দল, বা বিরোধী দল,সমচলনা করে, আসলে তারা,কি চায়।
ভাই আমি সৌদি আরবে আছি আমরা কি বীমা করতে পারব অবশ্যই জানাবেন
আমি কাতার আছি তো আমি কিভাবে প্রবাসী বীমা করব। আর একটি কথা আমি যদি ভালোভাবে দেশে ফিরতে পারি,আমার যদি কোন ক্ষতি না হয় তো সে টাকা ফেরত পাব কিনা।
হয় হয় বুজেছি গুরি ফিরি প্রোবাসির পাছায় বাশ আর সরকারের লাভ আসলে বাংলাদেশি প্রোবাসিরা সরকারের কাছ থেকে কি আর পাবে জেখানে এয়ারপোটে ইজ্জত টুকুই পায়না, হায়রে বাংলার অবাগা প্রোবাসিরা ভাগ্যের চাকা ঘুরাতে থাক কেমন।
আচ্ছা ধরেন আমি মরলাম না বেঁচে থাকলে কি টাকাটা পাব বা দিবে কবে
Eikhane onek bisoi ase... Ja likhe bola possible na... Valo vabe bujte full video dekhun... Skip na kore
ভাল হইতু
কবে থেকে
আমরা যারা দেশেই জব করতেছি,তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে যদি বলতেন
আরে ভাই আমরা জারা বিদেশে জব করি তাদের জন্য বাংলাদেশ সরকার অনেক সুবিধা রেখেছে জেমন পচা ডিম আর আইক্কা অলা বাঁশ😀😀😀😀😀
তোর একটা মানুষ মরে গেলে কি করব টাকা দিয়ে ফালতু বিজনেস বাদ দে
আমি একটা জিস জানতে চাই আমি ১৪ বসর হয়েছে আমি এখন আছি সৌদিআরব
জে তথ্য দিলেন তাতে মনে হয় মৃতু কামনা করছে সরকার এই কয় টাকার জন্য মৃতু জেনো না হয় বেচে থেকে নিজেরাই কামাই করবো এর চেয়েও বেসি আল্লাহর রহমতে সৌদি আছি দুই বছর সেষ আগামীতে আসবো ইনসা আল্লাহ দোয়া করবেন জেনো সুস্তো থাকি ।
যুগাযুগ করব কেমনে
যারা বরতোমানে বাহিরে আছে তারা কি করতে পারবে
আমরা যারা প্রবাসে আছি। তাদের কি হবে?
আমারা যারা আগের থেকেই প্রবাসে আছি তারা কি এই বিমা করতে পারবেনা ভাই?
আমিও ভাই একই কথা বলছিলাম যারা আগে আসছি তারাকে বীমার সুবিধা পাব না এখন যদি আমরা দেশে যাই তারপরে বীমা টা করে কি আবার ফিরে আসতে পারবো এটাকে কার্যকরী হবে সেটা জানার খুব দরকার ছিল ভাই
প্রবাসী বাংলাদেশি বিদেশে মইরাগেলে টাকা পাবে। তাহলে মইরাগিয়া হাসবে কখন। আর প্রতারণার ক্ষত্রে টাকা প্রবাসীরা পাবেনা। নেতাদের পেট ভরে ট্যাংকি হবে।
ভাই আমি প্রাবাসে নতুন, আমি কিবাভে করবো?
বতমানে সরকার এত বেশি রেন আছে যে এরা দেশ ছেরে পালানোর চেষটা করবে
ভাই প্রথমে জানাই ছালাম আপনার মোবাল নামবারটা দিবে কথা বলব
সরকারই তো চলে প্রবাসিদের টাকাই,,,
পতারনার শিকার আমরা সবাই এক কাজের কথা বলে অন্য কাজ দিয়েছে বেতন যা দেয়ার কথা ছিলো তার অর্ধেক ও নেই আমি তো এরকম পতারনার শিকার তো এখন কি আমি এই সুবিধা টি পাবো।
Ok
যারা পবাসে আছে তারা কি ভাবে করবো
Ata ki vabe korbo.
শেয়ার বাজারের মতো লুটপাট হবে নাতো
আমাকে তিন লাখ টাকার বেবস্থা করেন 490 না প্রয়ুজনে আমি 5000 টাকা দিয়াম আর মাসিক কিস্তি সমিসসা নাই
এটা লোন নয়, সরকারি অনুদান, কিভাবে করতে হয় নিয়ম বলাই আছে
আমরা জারা বিদেশি আচি তাদের জন্য কি সুযোগ আচে
আমিতো সবচেয়ে বড় জীরন বিমা,আর দরকার নাই বিমা,
টাকা কতো মাস দিতে হবে আপনি তো ঐ কথা বলেন নাই ভাইয়া আর কতো বছর চালাতে হবে আর আমি সুস্থ থাকা অবস্থায় কতো বছরের মাঝে ঐ টাকা পাবো
সব বলা আছে, বিস্তারিত জানতে ভিডিও টেনে টেনে না দেখে ফুল দেখুন । ধন্যবাদ
ধ্যাত্ এই সব বাজে কথা রাখেন , প্রবাসীরা যখন প্রসাবে তখন সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা আর যখন মারা যায় তাখন সরকার চেনেনা , তাই আমরা তখন খুশি হতাম যদি সরকার বলতো প্রবাসী মারা গেলে দুই দিনের মধ্যে সরকারের খরচে আনা হবে , এই জিবন বিমা টিমা আমাদের দরকার নাই , ভাই প্রবাসে আসে কারা যানেন যারা একবারে নিম্ন ছেনির মানুষ যারা নিজের নাম লিখতে যেয়ে কলম ভেঙে ফেলে , এখন আপনি বলেন এই সব মানুষ পক্ষে সমভাব ঢাকা শহরে যেয়ে মন্তরলায় কথা বলার মতো সাহষ আছে ? প্রবাসী খুশি মাত্র তিন টা কাজ যদি সরকার করে এক নাম্বার মারা গেলে সরকারের খরচে লাশ দেশে নেওয়া দুই নাম্বার এমব্যাসি ঠিক করা তিন নম্বর এয়ারপোর্ট ঠিক করা যাতে করে আমাদের লাগছে কেটে মালামাল চুরি না করতে পারে আর কিছু না
ভাই মালেশিয়াত আমি অবৈধ আছি আমি কি করতে পারব
Video te bolai ase
এমন বীমা দরকার মনে করি না
ভাই আমরা লেবানোন প্রবাসি যে বিপদে আছি তাতে মনে হয় এই সুযোগ আমরা পাবনা।
আমি একটা করব দুবাই তাকি
ভাই। আমাদের টাকা লাগবে না
হ্যালো ভাই এই জীবনবীমা কোন জায়গায় গরম লাগে
Bay jars bras asay tara kinabalu korbay
কিভাবে করবো ভাই
আমারা যারা বিদেশে আছি তারা বীমা কি ভাবে করবো
কোন ব্যাং করবো
আসসালামু আলাইকুম ভাই এইটা একটা নতুন ফাদ আজপরজন্ত চোর সরকার প্রবাসীদের কোন কাজে আসে নাই মনেরাখবেন চোর সরকারের এইটা আরেক প্রতারনা
এত টাকা দিয়ে কি করব লাগবেনা মাসে ৬৫ হাজার পাই এতেই পায়
বাইঅাপনিকোনদেশথাকেন
টাকা টা অাপনি নেন কাউ কে দেয়া লাগবে না
ভাই সরকার শুধু নিতেই জানে সকল সব দিগ দিয়া দেয়না কেনো?
নিয়ম না জানলে পাবেন কিভাবে ? নিয়ম/পলিসি জানেন না বিধায় পান ও না । আপনি কি জানেন মহিলাদের সন্তান জন্ম দানেও সরকার টাকা দেয় ? যারা নিয়ম জানে ঠিকই পায়
Ai vai apone kamon acan valo to aponar nambar deban plz ame bema korbo ok
প্রবাসীদের উপরে কেন
লোভ পরিয়াছে
পবাসিরা সারা জিবন কিতিগ্য
Good
কি ভাবে করবো বীমা
আর ৪৯০ টাকা কি প্রতি মাসেই দিতে হবে তা ভাল ভাবে জানান আর পারলে আপনার ফোন নাম্বার দিন
বিস্তারিত ভিডিওতেই বলা আছে, টেনে টেনে না দেখে ফুল দেখুন
হাঁসি পাইলাম । এই গুলো কি আপনার বানানো কথা নাকি প্রতিমন্ত্রীর কথা বলতেছেন যেভাবে বানানো লেকচার দিচ্ছেন
Kothay giye korte hobe
Jebon Bima address ta din
ভাই আমি কাতারে আছি আমরা পাব কি
আমার লাগবে
ভাই আমি সৌদিআরব আছি আমি কি বীমা করতে পারবো তাহলে আপনার নামবার দিন
মানুষ মারা গেলে কোন টাকাই তার কাজে আসেনা
আপনার না আসতে পারে, আপনার সন্তানের আসবে
Kon bank
🇧🇩v🇧🇩c👈🇮🇳✌🇮🇳😃😃🇮🇳
আর যারা বিদেশে আছেন তাদের কথা বললেন না।
R Kiso Rad asce Mari kaibar joo???
জে আমার চেনেল থেকে ঘুরে আসবেন আমি তের চেনেল থেকে ঘুরে আসবো
দেশে টাকার মান দিন দিন কমে যাচ্ছে
১০০ টাকা ৯ টাকা সুদ এটা কি মাসে ৯ টাকা না বছরে ৯ টাকা
তার মানে প্রবাসিদের এই টাকার জন্য পংগু অথবা মারা যেতে হবে।পাগল ছাগল কোথাকার
বীমার মানেই বোঝেন না, আগে বীমার মানে বুঝোন