আমন মৌসুমে বীজতলায় তেমন একটা সারের প্রয়োজন নেই। তবুও যদি জমি অনুর্বর থাকে কিছু রাসায়নিক সার দিয়ে, জমি ভালো করি কয়েকদিন পচিয়ে তারপর বীজ বপন করলে ভালো ফলাফল পাওয়া যায়। রাসায়নিক সার যেমন ডি এ পি/ টি এস পি শতকে ২শ গ্রাম + পটাশ শতকে ২শ গ্রাম দেওয়া যেতে পারে শতকে । চারার বয়স ১২/১৫ দিন হলে চারার গ্রোথ কম দেখা গেলে শতকে ১০০ গ্রাম ইউরিয়া দিতে পারেন। বীজতলায় পানি না থাকলে পানি দিতে হবে। ধন্যবাদ ভাই
ভাই আমন ধান আর্শিন মাসে15 তারিখ কি রোপন করা যাবে বলবেন একটু
অনেক দেরি হয়ে যাবে তবে কিছু ধান আছে যেইগুলো রূপণ করা যাবে
@@emranagro কি কি ধান ভাই বলবেন প্লীজ
2য় বীজতলায় কি কি সার দিতে হবে
আমন মৌসুমে বীজতলায় তেমন একটা সারের প্রয়োজন নেই।
তবুও যদি জমি অনুর্বর থাকে কিছু রাসায়নিক সার দিয়ে, জমি ভালো করি কয়েকদিন পচিয়ে তারপর বীজ বপন করলে ভালো ফলাফল পাওয়া যায়।
রাসায়নিক সার যেমন ডি এ পি/ টি এস পি শতকে ২শ গ্রাম + পটাশ শতকে ২শ গ্রাম দেওয়া যেতে পারে শতকে ।
চারার বয়স ১২/১৫ দিন হলে চারার গ্রোথ কম দেখা গেলে শতকে ১০০ গ্রাম ইউরিয়া দিতে পারেন।
বীজতলায় পানি না থাকলে পানি দিতে হবে।
ধন্যবাদ ভাই