ফ্যাতাড়ু - নবারুণ ভট্টাচার্য । Fyataru । Nabarun Bhattacharya ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • গ্রন্থঋণ:-
    শ্রেষ্ঠ গল্প - নবারুণ ভট্টাচার্য।
    দে'জ পাবলিশিং। কলকাতা-৭৩।
    ফ্যাতাড়ু নিয়ে বলবার আগে সুবিমল মিশ্রের একটি কথাকে তুলে ধরা প্রয়োজন। তিনি বলেছেন -
    "মোট কথা বই হওয়াকে বই-হওয়ার ট্রেডিশন থেকে বের করে আনতে হবে। সাহিত্যকে সাহিত্য-হওয়ার ট্রেডিশন থেকে। এদিকে শান্তিনিকেতনে গিয়ে আমার মনে হলো, রবীন্দ্রনাথকে রবীন্দ্র-ট্রেডিশন থেকেও বের করে আনতে হবে। সে সময় এখন এসে গেছে।"
    নবারুণ তো এটাই করেছেন ; করতে চেয়েছেন। জন্ম দিয়েছেন ফ্যাতাড়ুদের। আসলে ফ্যাতাড়ুদের দিয়ে বিপ্লব ঘটাতে চেয়েছেন বারংবার। সমাজে লুকিয়ে থাকা ভণ্ড মুখোশধারীদের তছনছ করাবার জন্যেই তাঁর ফ্যাতাড়ুরা জন্ম নেয়। আসলে ফ্যাতাড়ু হল সুপারহিরো; সাদামাটা পোশাক পরিহিত প্রতিবাদী মানুষ; হতভাগ্য মানুষের আওয়াজ হল ফ্যাতাড়ু। মদন, ডি এস এবং পুরন্দর ভাট এ তিনজন হলো ফ্যাতাড়ু সিরিজের নায়ক। কিন্তু নবারুণ বাবু 'ফ্যাতাড়ু' গল্পটিতে দুজন ফ্যাতাড়ুর কথা বলেছেন। অসাধারণ এই ছোটগল্পটির সমস্ত বিষয়বস্তু জানতে হলে চটজলদি অডিওটি পুরোটাই শুনে নিন।
    #Bengali_Audio_Book #নবারুণ #ফ্যতাড়ু #ছোটগল্প
    কণ্ঠে - সাইয়াকুল ।
    আমাদের অন্যান্য গল্পের লিঙ্ক-
    গুরুবিদায় - রাজশেখর বসু • গুরুবিদায় - রাজশেখর ব...
    রামরাজের আরাম - সুবোধ ঘোষ • রামরাজের আরাম - সুবোধ...
    দেশভাগ : আখ্যান রচনার সংকট - সন্দীপ বন্দ্যোপাধ্যায় • দেশভাগ : আখ্যান রচনার ...

ความคิดเห็น • 18