লাটিম খেলা | How to play latim | কীভাবে লাটিম খেলে | লাটিম খেলার নিয়ম |
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো গ্রাম বাংলার লাটিম খেলা | হারানো শৈশবের লাটিম খেলা | এটা গ্রামীণ খেলা | খুব মজার খেলা | বাংলাদেশের প্রায় সকল গ্রামে কিশোর বয়সে এই খেলাটা আমরা সবাই খেলে থাকি | এখন যে খেলাটা দেখানো হয়েছে খেলাটার নাম ওলি ফোলি | আগে সুতার মিস্ত্রিরাই গ্রামের কিশোরদেরকে লাটিম বানিয়ে দিতো। তারা সাধারণত পেয়ারা ও গাব গাছের ডাল দিয়ে এই লাটিম তৈরি করতো। নির্বাচিত পাট থেকে লাটিমের জন্য লতি বা ফিতা বানানো হতো। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে তুলাজাতীয় নরম কাঠ দিয়ে লাটিম এবং গেঞ্জির কাপড় দিয়ে লাটিমের ফিতা বানানো হয়।লৌহশলাকাকে অক্ষ বানিয়ে কাঠের বানানো গোলকটিকে খেলোয়াড় ২-৩ হাত দীর্ঘ এক টুকরো দড়ি বা সূতলি দিয়ে অক্ষশীর্ষ থেকে ক্রমশ গোলকটির নিম্নার্ধ সুষমভাবে পেঁচিয়ে হাতের প্রধানত তর্জনী ও বৃদ্ধঙ্গুল ব্যবহার ক'রে উঁচু থেকে ছুঁড়ে মাটি বা কিছুর তলে ঘুরায়।
ওলি ফোলি একটি আঞ্চলিক নাম | প্রধান নাম ঘরকোপ|
লাটিমের ফিতা ও লাটিম দিয়ে একটি বৃত্ত আঁকার পর বৃত্তের ভিতর বন্দী লাটিমগুলোকে রাখা হয়। বৃত্তের ভিতরের লাটিমগুলিকে বাইরের মুক্ত প্রতিযোগীদের লাটিম দিয়ে আঘাত বা কোপ মেরে ক্ষত করাই এই লাটিম খেলার উদ্দেশ্য।
ধন্যবাদ!
ভিডিও দেখার জন্য!
Our Facebook page: / to-wander-bd-108847718...
#latim #latim_khela #লাটিম_খেলা #village_game
Beautiful game
Funny game
hasan laha koi
Ata kono kotha