মুক্তিযুদ্ধ ও শুভপুর ব্রিজ: অজানা ইতিহাস || Liberation War of 71 & Shubhapur Bridge
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
- @LiberationWarOfBangladesh @muktijuddho71tv41
#feni #history #chattogram #mirsharai #chhagalnaiya #muktijuddho71tv #1971 #ekattor #shubhapur
শুভপুরের সম্মুখ সমর
হানিফ মজুমদার
শুভপুর সম্মুখ যুদ্ধ ফেনী জেলা তো বটেই মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিসেনাদের অসীম সাহসীকতায় ২৬ মার্চ থেকে ১১ মে পর্যন্ত শুভপুর ব্রিজ ও আশপাশের এলাকা মুক্ত ছিলো।
শুভপুর ব্রিজ ছিলো চট্টগ্রামের সাথে সমগ্র বাংলাদেশের সড়ক যোগাযোগের একমাত্র ব্রিজ। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের প্রারম্ভে স্থানীয় মুক্তিযোদ্ধারা এ ব্রিজকে চলাচলের অনুপযোগী করে দেয়। এ নিয়ে এখানে পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েজন মুক্তিযোদ্ধা এতে শহীদ হন। নিহত হয়ে অনেক হানাদারও।
সম্মুখ সমরের দগদগে ক্ষতচিহ্ন এখনো দৃশ্যমান রয়েছে এখানে। ব্রিজের পূর্ব পাশের অংশের লোহার রেলিঙে গোলাগুলির অনেকগুলো দাগ যার কয়েকটি গুলিতে এফোড় ওফোড় হয়ে যাওয়া- এখনো স্মরণ করিয়ে দেয় মুক্তিসংগ্রামের সেইসব দিনের কথা।
শুভপুর ব্রিজের যুদ্ধে নানাভাবে সম্পৃক্ত ছিলেন ১ নং সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ বীর মুক্তিযোদ্ধাগন।
এ ব্রিজে সংগঠিত যুদ্ধের স্মৃতি রক্ষার্থে ১৯৮১ সালে সরকারি অনুদানে নির্মিত হয় কলমিলতা নামক চলচ্চিত্র। ব্রিজের পাশেই নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।
১৯৫২ সালে তখনকার পূর্ব পাকিস্তানের গভর্ণর মোনায়েম খান ব্রিজটি উদ্বোধন করেছিলেন- যা এখন অনেকটাই যান চলাচলের অনুপযোগী। সম্প্রতি এখানে নতুন ব্রিজ নির্মানের প্রস্তাবও একনেকে পাস হয়েছে।
নতুন ব্রিজ নির্মিত হলেও শুভপুর যুদ্ধের স্মৃতিগুলো পরবর্তী প্রজন্মের জন্য যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কতৃপক্ষ এ বিষয়ে সজাগ থাকবে বলে আমরা আশা করি।
Thanks
খুব সুন্দর লাগচে এই ভিডিও দেখে স্যার
Just like wow, Sir!
Go ahead
Excellent!
Awesome ❤
❤❤
ফেনীর শুভপুর ব্রিজ টি ছিলো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে কয় দিন মনে হয় প্রায় দশ দিন লডাই হয়েছিলো , কুমিল্লা থেকে শত শত পাকিস্থানী সেনা যার নেতা ছিলেন বিঃ ইকবাল সফি
Beautiful ❤️🩹
❤❤❤❤❤❤
শিলাপাঠের সার্বিক সাফল্য কামনা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়❤
🤔
৮১ সালেের কথা উল্লেখ করা উচিৎ ছিল ।
নদীর উভয় পাড় পুনরুদ্ধারের ব্যাপারে কিছু না বলায় দুঃখ পেয়েছি ।
মেজর জিয়াউর রহমান এখানে যুদ্ধ করে ছিলো "
@@ABULHASHEM-to2qe রাইট
You people did wrong with pakistan...becasue pakistan was correct...only issue with system...we were not enemy...we are brother....we unite through pakistan❤🇵🇰❤long live pakistan1
😀😀😀😀