প্রত্যেকটা টবের লেবু গাছে ফলে ভরে আছে 13টি লেবুর ভ্যারাইটি দিয়ে তৈরি এই ছাদ বাগান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2023
  • #rooftop_farming #rooftop_Orange_Garden
    প্রত্যেকটা টবের লেবু গাছে ফলে ভরে আছে ১৩ টি লেবুর ভ্যারাইটি দিয়ে তৈরি এই ছাদ বাগান।
    আমরা এখন যারা বাগান করি প্রায় সকলের ছাদ বাগানে লেবু গাছ কিছু না কিছু আছে বা আমরা নতুন নতুন জাত সংগ্রহ করছি কিন্তু সেই গাছের সঠিক পরিচর্যা একমাত্র বলে দিতে পারে আপনাদের প্রিয় চ্যানেল।
    খুব সহজভাবে এই গাছ ছাদ বাগানে করা সম্ভব প্রত্যেক আড়াই থেকে তিন মাস অন্তর একবার মিক্স খাবার দিতে হবে।
    ১৫ দিনে একবার বাদাম খোলের জল কিংবা সবজি পচা তরল সার এখানে ব্যবহার করা হয়। মাঝেমধ্যে কীটনাশক ও ফাঙ্গাস প্রবলেম হলে ওষুধ ব্যবহার করা হয়।
    মাটিতে সব সময় জৈব খাবার ব্যবহার করা হয় যাতে মাটির উর্বররা শক্তি খুব ভালো থাকে।
    গাছগুলি প্রথমে ছোট অবস্থায় ছোট টপ ও ধীরে ধীরে এর থেকে দু বছর অন্তর টব পরিবর্তন করতে হবে একেবারে বড় জায়গায় বসিয়ে দিলে গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না।
    এছাড়া রোজ দুপুরবেলায় নতুন একটি করে ভিডিও ছাড়া হয় একটু ফলো করলে ভালো বাগান করা আপনার পক্ষেও সম্ভব হবে।
    বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা রুফট অফ বাগান কিভাবে সাজাবেন এছাড়া, কোথায় গাছ ভালো পাবেন কোথায় কীটনাশক ওষুধ এছাড়া ফাঙ্গাস এই ধরনের প্রবলেম এর জন্য সব ধরনের সুবিধা পেতে থাকবেন এই চ্যানেল থেকে রোজ দুপুর একটা সময় একটি করে নতুন ভিডিও আসে শুধুমাত্র আপনাদের জন্য ফলো করুন আর নিজেদের মতন করে বাগান তৈরি করুন।

ความคิดเห็น • 115

  • @Uma_Podder
    @Uma_Podder ปีที่แล้ว +3

    ভাইয়ের বাগান ফল মাঝে মাঝে দেখতে পাই অনেক কিছু বুঝে গাছ করতে পারে তাই ফল ফুল হলে পরিচর্যা করে ফল টিকিয়ে রাখতে পারে অসাধারণ সুন্দর লেবু ধরেছে প্রতি টা গাছে চুনের কথা বললেন কি চুন দেওয়া হয়? অনেক শুভেচ্ছা ভাই কে এবং সমর কে অনেক ধন্যবাদ

  • @kajolhawlader1297
    @kajolhawlader1297 ปีที่แล้ว +6

    মধুসূদন দাদার বাগান অনেক সুন্দর অনেক লেবু ধরে আছে খুব ভালো লাগলো সমর দা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকুন।

  • @joydevbhattacharjee8472
    @joydevbhattacharjee8472 ชั่วโมงที่ผ่านมา

    আজ প্রায় এক বছর পর পুনরায় এই ভিডিও দেখলাম। এটা এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও যা লেবু/সাইট্রাস প্রেমী দের মাঝে মাঝেই দেখা উচিত। প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত হয়েছে এই অসাধারণ প্রতিবেদনে। আপনাদের দুজনকেই শ্রদ্ধা ভালবাসা ও শুভেচ্ছা জানাই 🙏🌹😊

  • @ratanpaul8786
    @ratanpaul8786 21 วันที่ผ่านมา +1

    আমি কিছু গাছ তৈরি করেছি আপনার কিছু বুদ্ধি দরকার আছে আমার

  • @anindyasingha8615

    দাদা লেবু গাছের মাটিতে কোকোপিট দেওয়া যাবে ৷

  • @animadas4419
    @animadas4419 ปีที่แล้ว +1

    আমার লেবু গাছে ফুল হয় কিনতু ফলে পরিনত করতে পারছি না।আজ অনেক কিছু জানলাম

  • @srabaniroy8197
    @srabaniroy8197 ปีที่แล้ว +2

    Prosno sundar koren but di are hoye jan

  • @rathinbiswas2041
    @rathinbiswas2041 ปีที่แล้ว +2

    মধুসুসনদা খুব সুন্দর করে বোঝালেন ভালো লাগল। আর সমরদা তুমি সব ভিডিও করার মাঝখানে এক কথা Repeat করে কি সুন্দর বোঝান সত্যিই অতুলনীয়।

  • @mmnayek4922

    খুব সুন্দর বলেছেন

  • @sonaliadhikary4268
    @sonaliadhikary4268 ปีที่แล้ว +1

    যে লেবু গাছের টব পরিবর্তন করা সম্ভব নয় তার কিভাবে পরিচর্যা করবো যদি একটু জানাতে।

  • @anupagon8427
    @anupagon8427 ปีที่แล้ว +2

    Khub Sundar

  • @kedarnathdatta477
    @kedarnathdatta477 ปีที่แล้ว +2

    অনেক লেবু দাদার বাগানে খুব সুন্দর ভালো লাগলো 👌💐

  • @arpitadatta1414

    Truly informative

  • @hobbyofsulekha5525
    @hobbyofsulekha5525 ปีที่แล้ว +2

    Khub sundor

  • @mandirasarkar8893
    @mandirasarkar8893 ปีที่แล้ว +4

    খুব সুন্দর বাগান, খুব সুন্দর তথ্য, খুবি প্রশংসনীয়

  • @mdanwarulislam4291
    @mdanwarulislam4291 ปีที่แล้ว +1

    মধু বাবুর বাগান খুব সুন্দর বরাবর, এর আগেও দেখেছি। দারুণ বাগান।

  • @sweetymukhivl-shraddha-4872
    @sweetymukhivl-shraddha-4872 ปีที่แล้ว +1

    Asadharon bagan dekhe moon bhore gelo anek kichu janteo parlam thank you

  • @archanasom1606
    @archanasom1606 ปีที่แล้ว +1

    সুন্দর ভিডিও। ভালো থাকুন সমর'দা, নমস্কার

  • @tasteoftapati
    @tasteoftapati ปีที่แล้ว +1

    অনেক কিছু জানা গেলো। খুব ভালো লাগলো।

  • @rumaghosh5595
    @rumaghosh5595 ปีที่แล้ว +1

    Asadharn laglo video. 👌👌👌👌👌