আলহামদুলিল্লাহ, বিগত ৩/৪ বছর ধরে বাংলাদেশী ফুড ব্লগারদের ব্লগ/রিভিও দেখি এর মাঝে সবচেয়ে সেরাটা আজকে দেখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমরা অনেক সময়ই আক্ষেপ করে বলি বাংলাদেশে এতো ভারতীয়, শ্রীলঙ্কান এসে, কোম্পানির উপরের পদ গুলো সব নিয়ে নিচ্ছে। আসলে সত্যিটা হচ্ছে তারা এই পদ গুলো পাচ্ছে তাদের মেধা, দক্ষতা এবং যোগ্যতা দিয়েই। রবি রাজ সাহেবের খাবার সম্পরকে যেই জ্ঞান আছে আমি নিশ্চিত আমাদের দেশের ২% রেস্টুরেন্ট মালিক/ ম্যানেজারেরও এই জ্ঞানটুকু নেই । কাজেই অযথা সমালোচনা না করে আমরা যদি তাদের মতো জ্ঞানী এবং দক্ষ হতে পারি তাহলে আমরাও আমাদের ঐতিহ্যবাহী খাবার গুলো এই উপমহাদেশ সহ সারা পৃথিবীতেই ছড়িয়ে দিতে পারবো, ইনশা আল্লাহ্ ।
যদিও জ্ঞান অর্জনের ওই কষ্টকর পথে বাংলাদেশিরা কখনোই যাবেনা... বাংলাদেশিরা সব সময়ই শর্টকাট খোজে.. কত কম কষ্ট করে বেশি লাভ করা যায়, সেই নিয়ে চেষ্টার অন্ত নেই বাংলাদেশিদের।
সব সময় আমাদের চমৎকার ফুড রিভিউয়ার খালিদ ভাই কেই দেখি। কিন্তু এবার দেখলাম ম্যানেজার বা রেস্টুরেন্টের তরফ থেকে কত সুন্দর করে একজন ফুড রিভিউয়ার কে বা কাস্টমারকে গাইড করতে পারে। হসপিটালিটির এরকম লেভেল তৈরি করা উচিত সবার।
ম্যানেজারের সাথে খালেদ ভাইয়ের কম্বিনেশন টা ভাল্লাগছে। দুজনেই জ্ঞানী খাদ্য বিষয়ে। খালেদ ভাইয়ের একটি গুণ অসাধারণ। সেটি হল অসাধারণ শ্রোতা এবং সাথে জ্ঞান পিপাসু ও বটে। ভাল থাকুন প্রিয় ভাই। ❤️
If I ever get into the restaurant business, this is the type of manager I would love to have. This guy deserves a raise 🔥 Definitely visiting them soon 😀
খালেদ স্যারের একজন যোগ্য সহকারী খুজে পাওয়া গেলো এতদিনে ❤ ম্যানেজার সাহেবকে অনেক ভালো লাগলো 💛 আর আজকের এপিসোডটা নিয়ে বলার মতো কিছু নাই 😍 খাই-দাই এর সেরা এপিসোড 💛❤
আমি প্রায় বাংলাদেশের সব প্রথম সারির ফুড ব্লগারকে ফলো করি। আপনি যেভাবে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন তা অসাধারণ। ইটস কলড হসপিটালিটি বাই ম্যানেজম্যান্ট এন্ড ম্যানেজার
সত্যি এই বুফের সিস্টেমটা দেখে আমি অবাক হয়ে গেছি। এই রিভিউটা যারা,,যারা দেখবে সবাই এখানে যেতে চাইবে। সবচেয়ে বড় কথা হলো যে রেস্টুরেন্টে এমন ম্যানেজার আছে,সে রেস্টুরেন্ট অবস্যই ভাল হবে।
@@shahinaakterlubna855 আসলে বিষয়টা তা না,,,,আমি এই বুফে প্রথম খেয়েছি,,,খেয়ে দেখলাম ভিডিওতে যেমন দেখাইছে ঠিক ১০০%তেমনই পাইছি,,তারপর আমি এই বুফে ২বার ফ্যামিলি প্রোগ্রাম করছি,,,এখানে খেয়ে সবাই খুশি হইছে।
ai restaurant ta khothi kew ki bolte parben pls? kew jodi jene thaken? address ta din pls pls pls ❤️❤️❤️ advance tnks.ami jabo sudu manegar ke tnks bolar jonno sai subadhe kabab o khawa hoye jabe.
Rajastani ra Pochim Bonge akta janojati hoya gache akhon, baro sahor thake chato sahor sarbotroi tader dakha jai, tader madhey adhikangso r janmo pochim bonge tai tader pokhe bangla bola ta difficult noi, ami amon anek Rajastani ke chini jara Bangalir thake besi bangali.
তাদের দেশের রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে মন্তব্য তোমরা কি দেখনা? তোমরা তাদের দেশের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে এইভাবে বেহেশত বানিয়ে নিচ্ছ কেন? দেশের শত্রুদের কে সব সময় শত্রুই মনে করবে, তারা কখনো বন্ধু হতে পারেনা, তোমাদের মত চাটুকারদের কারণেই তো তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পায়,,
@@kazisalim7630 eta fao kotha... amarican ra British ra orokom rude na...tobe hya manush majhei baje byabohar kora lok ache...na jene baje bolona...janona manei baje eta thik na
You have named your restaurant the great kebab ..... but. Best kebabs are prepared from Beef.. sikh . Sami . Karhai.. it is u unparalleled Why no beef ? ..
খালেদ ভাইয়ের ফ্যান তো অনেক আগে থেকেই ছিলাম, এবার তার প্রেমে পড়ে গেলাম। ম্যানেজারের অতিথেয়তা অসাধারণ, উনি ক্রেতাদের দারুণভাবে গাইড করতে পারেন। উনার থেকে আমাদের অন্যান্য রেস্টুরেন্টের ম্যানেজারদের অনেক কিছুই শেখার আছে বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাই এই পর্বটি উপহার দেয়ার জন্য। পরের পর্বের জন্য মুখিয়ে রইলাম।
This is how a food vlog should be! myself a student of tourism and hospitality management, every single information about food was given by manager was worthy and true indeed ! informative and time worthy content, keep them coming :)
Manager Shab ki hospitality and professionalism is next level. After watching your video I tried to find out my closest Kabob Factory . Hoping they will open one close to DC.Hoping their foods are as good as the manager.
Mind blowing. কি লিখবো মুগ্ধতা ছড়িয়ে গেল মনে। ম্যানেজার সাহেব জাষ্ট ওয়াও। খালেদ ভাইয়া খাদ্য বিশেষজ্ঞ বলা যায়। পুরো সময় টা এতোই এনজয় করলাম যে মনে হচ্ছিলো তাদের সঙ্গে আমিও খাচ্ছি।
এই ম্যানেজার ভদ্রলোকের ব্যাবহারটা আমাদের দেশের অনেক রেষ্টুরেন্ট ম্যানেজারদের দেখে শেখা উচিত,কারন এটা রেস্টুরেন্ট বিজনেসটা এখন শুধু মাত্র খাবারদাবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনা,এটা এখন এন্টারটেইনমেন্ট বিজনেসের পর্যায়ে বহিঃবিশ্ব নিয়ে গেছে,বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা হোটেল ওনারের দায়িত্ব আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করা, এবং প্রত্যেকটা খাবারের মান নিয়ে বেসিক ধারনা থাকা৷
চমৎকার একটা শো দেখলাম। ম্যানেজার সাহেব এর বন্ধুত্বপূর্ন আচরন খুবই প্রশংসনীয়। সাথে শেফ সাহেব এর উপস্থিতিও ভালো লাগলো। খালেদ সাইফুল্লাহ ভাই দুইবার বললেন 'hostile (হোস্টাইল)' আচরণ পেয়েছেন, বুঝতে পেরেছি আপনি আন্তরিক আপ্যায়ন বুঝাতে চেয়েছেন, কিন্তু 'hostile (হোস্টাইল)' মানে শত্রুভাবাপন্ন, আপনি যেটা বুঝাতে চেয়েছেন তার ঠিক ১৮০ ডিগ্রী উল্টো। ধন্যবাদ।
Thums up for the MANAGER!!!! He is well-behaved, great speaker, knowledgeable. I think he loves and enjoys his work!! Most of our restaurant should learn business from them!
One of the best episodes of Khaidai.This vlog was different than the usual ones.Hope you and your show get more recognition. Hats off to the manager and you.
Been there so many times Their concept is unique as they serve freshly cooked meals Their food is awesome. Just one drawback of this kind of buffet is during peak time with full guest , their service efficiency drops significantly. Hoping they improve from my last experience
Great manager... Very eager to spread his knowledge and help... Hope hygiene is maintained inside the kitchen... I went there 3 times so far.. Food is great overall
দারুণ! খাবারগুলো দেখতে যতটা লোভনীয় লাগছিলো তেমনি রেস্টুরেন্টের ম্যানেজারের ব্যবহারটা-ও দারুণ। সকল রেস্টুরেন্টের ম্যানেজার ও স্টাফরা এতো বন্ধুশীল আচরন করলে সকল ফুড ব্লগার ও সাধারণ মানুষদেরই উপকার হবে। ❤️
At last Khaled bhai got a Competitor ♥️ The knowledge of the manager is just Awesome 😎 Foods are delicious Today's one is actually a food documentary 🤣
Brother in the food industry there are 3 kinds of culinary service.1- Ala carte service 2- buffet service 3- silver service..what are you having now it calls silver service..thanks
খালেদ সাইফুল্লাহ ভাই মানেই অন্যরকম এক ফুড রিভিউ। যেখানে ভালো কিছু রিভিউ এর সাথে কিছু অজানা কিছু তথ্যও জানা যাবে। সাইফুল্লাহ ভাই কিন্তু আমাদের দেশের ফুড রিভিউটাকে অন্যরকম এক পর্যায়ে নিয়ে গেছেন। স্টিল ওয়ান অব দ্যা বেস্ট ফুড রিভিউয়ার ইন বিডি💝💝
This is one of the best food review show i have seen recent time on youtube. most of the time is the video too long we skip but this 30 min was amazing. The manager Raviraj Singh Rathore is amazing . Mr Raviraj deserve his own food vlog show. the manager is so well behaved. he is friendly and smiling all the time. he from Jaipur but speak Bangla very nice. Thank you khaled bhi..
ম্যানেজার টা অনেক জ্ঞানী। উনি অনেক তথ্য দিতে পেরেছেন কাবাব নিয়ে। এটা ভালো লেগেছে
আলহামদুলিল্লাহ, বিগত ৩/৪ বছর ধরে বাংলাদেশী ফুড ব্লগারদের ব্লগ/রিভিও দেখি এর মাঝে সবচেয়ে সেরাটা আজকে দেখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমরা অনেক সময়ই আক্ষেপ করে বলি বাংলাদেশে এতো ভারতীয়, শ্রীলঙ্কান এসে, কোম্পানির উপরের পদ গুলো সব নিয়ে নিচ্ছে। আসলে সত্যিটা হচ্ছে তারা এই পদ গুলো পাচ্ছে তাদের মেধা, দক্ষতা এবং যোগ্যতা দিয়েই। রবি রাজ সাহেবের খাবার সম্পরকে যেই জ্ঞান আছে আমি নিশ্চিত আমাদের দেশের ২% রেস্টুরেন্ট মালিক/ ম্যানেজারেরও এই জ্ঞানটুকু নেই । কাজেই অযথা সমালোচনা না করে আমরা যদি তাদের মতো জ্ঞানী এবং দক্ষ হতে পারি তাহলে আমরাও আমাদের ঐতিহ্যবাহী খাবার গুলো এই উপমহাদেশ সহ সারা পৃথিবীতেই ছড়িয়ে দিতে পারবো, ইনশা আল্লাহ্ ।
যদিও জ্ঞান অর্জনের ওই কষ্টকর পথে বাংলাদেশিরা কখনোই যাবেনা... বাংলাদেশিরা সব সময়ই শর্টকাট খোজে.. কত কম কষ্ট করে বেশি লাভ করা যায়, সেই নিয়ে চেষ্টার অন্ত নেই বাংলাদেশিদের।
১ সেকেন্ড স্কিপ করি নাই,,,থ হয়ে ছিলাম এতক্ষণ,,, কি দেখলাম এইটা,,,,লাইফের দেখা সেরা রিভিও 💜
Good 😍😍❤️❤️
This is exactly how a restaurant manager's approach should be. He seems like such a nice guy who genuinely cares about his customers!
সব সময় আমাদের চমৎকার ফুড রিভিউয়ার খালিদ ভাই কেই দেখি। কিন্তু এবার দেখলাম ম্যানেজার বা রেস্টুরেন্টের তরফ থেকে কত সুন্দর করে একজন ফুড রিভিউয়ার কে বা কাস্টমারকে গাইড করতে পারে। হসপিটালিটির এরকম লেভেল তৈরি করা উচিত সবার।
আজকে খালেদ ভাই এর চান্স ই ছিল না, ম্যানেজার সাহেব বাজিমাত করে দিলেন, কি বলব হস্পিটালিটির কথা একে বারে জামাই আদর।।
ম্যানেজারটা ইন্ডিয়ান,ওরা কাস্টমার কেয়ারের কথা আগে ভাবে,ফুড কোয়ালিটির কথা আগে ভাবে। মুনাফার কথা আগে ভেবে দুইদিনে ব্যাবসা লাটে উঠায়না।
ম্যানেজার এবং রেস্টুরেন্ট দুইটারই ফ্যান হয়ে গেলাম।খুব ভালো লাগলো।ভালবাসা অবিরাম।
ম্যানেজারের সাথে খালেদ ভাইয়ের কম্বিনেশন টা ভাল্লাগছে।
দুজনেই জ্ঞানী খাদ্য বিষয়ে। খালেদ ভাইয়ের একটি গুণ অসাধারণ। সেটি হল অসাধারণ শ্রোতা এবং সাথে জ্ঞান পিপাসু ও বটে।
ভাল থাকুন প্রিয় ভাই। ❤️
অসাধারণ একজন ম্যানেজার।
ম্যানেজমেন্ট ও দারুণ।
দারুণ একটা রিভিউ ছিলো খালিদ ভাই।
একটা সেকেন্ড ও মিস দেয়ার মত না।মন ভালো করে দেয়ার মত একটা পর্ব। ❤️
If I ever get into the restaurant business, this is the type of manager I would love to have.
This guy deserves a raise 🔥
Definitely visiting them soon 😀
I am from India and happy to see my own countryman praise.
@@jasimuddin4777 credit goes to the manager for his nice behavior slso knowledgeable informations 💖
@@aminajubaidasyed8918 ঠিক বলেছেন আপু। 💙
পাগল হয়ে যাব, খাদ্যরসিক মানুষের জন্য আজকের পর্ব আলাদিনের আশ্চর্য চেরাগের চেয়ে অনেক বেশি কিছু। অসাধারণ একটা এপিসোড হইসে ভাই, এরকম আয়োজন আরো চাই।
জোস একজন ম্যানেজার, ফ্যান হয়ে গেলাম, বাংলা ভাল বল্লেন।।
Yes!
অন্যদের দেখা যায় একটুতেই নিজের ভাষায় কথা শুরু করেন,কিন্তু এখানে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বাংলা বলতে,এটাই তার আন্তরিকতা প্রকাশ করে
Humm vhai ami apnar sathe ek mot
Amio....Joss
Thik
ভাই আজকের শো টা আসলেই বেস্ট হয়েছে। আর ম্যানেজার সাহেব যখন আপনার চেয়ারটা টেনে আপনাকে বসিয়ে দিল দিল জিতে নিল ভাই। খুব ভালো মানুষ।
খালেদ স্যারের একজন যোগ্য সহকারী খুজে পাওয়া গেলো এতদিনে ❤ ম্যানেজার সাহেবকে অনেক ভালো লাগলো 💛 আর আজকের এপিসোডটা নিয়ে বলার মতো কিছু নাই 😍 খাই-দাই এর সেরা এপিসোড 💛❤
👍👍💯
আমি প্রায় বাংলাদেশের সব প্রথম সারির ফুড ব্লগারকে ফলো করি। আপনি যেভাবে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন তা অসাধারণ।
ইটস কলড হসপিটালিটি বাই ম্যানেজম্যান্ট এন্ড ম্যানেজার
ম্যানেজারের বাংলা ও খাদ্য প্রস্তুতের ইতিহাস শুনে ফ্যান হয়ে গেলাম 💕 খালেদ ভাইয়ের এ পর্বটা সেভ করে রাখলাম শুধু দুজনের কথাগুলো বার বার শুনার জন্য ।
hmmm
ম্যানেজার রবিরাজ...
এত সুন্দর বাংলা বলেন,আর এত কিছু জানেন তার ফুড ডিশ নিয়ে!!
দারুণ!!
বাংলার সাথে একবারও আপোস করেন নাই গুরু,, অসাধারন
এমন ম্যানেজার দেখি নাই কোথাও।
অনেক কিছু শিখার আছে।
বাংলাদেশি ম্যানেজার গুলো উনাদের থেকে শিখেন কিছু।
Bangladesh e toh manager er post e gele o vabe j o prime minister er post paiche or sathe dekha korte o 3 bar permission nite hoy
সত্যি এই বুফের সিস্টেমটা দেখে আমি অবাক হয়ে গেছি। এই রিভিউটা যারা,,যারা দেখবে সবাই এখানে যেতে চাইবে। সবচেয়ে বড় কথা হলো যে রেস্টুরেন্টে এমন ম্যানেজার আছে,সে রেস্টুরেন্ট অবস্যই ভাল হবে।
SA
Right
Of course
ক্যামেরা দেখে বা অন্য যেকোন কারণেই.... এতো এপাটাইজার আর খাতির।
@@shahinaakterlubna855 আসলে বিষয়টা তা না,,,,আমি এই বুফে প্রথম খেয়েছি,,,খেয়ে দেখলাম ভিডিওতে যেমন দেখাইছে ঠিক ১০০%তেমনই পাইছি,,তারপর আমি এই বুফে ২বার ফ্যামিলি প্রোগ্রাম করছি,,,এখানে খেয়ে সবাই খুশি হইছে।
খাবার যেমন ই হোক। ম্যানেজার এর ব্যবহার দেখেই মন খুশি হয়ে গেল, ওনার ভাল মিশুক ব্যবহার এর জন্য হলেও একবার যাব ইন শা আল্লাহ
ai restaurant ta khothi kew ki bolte parben pls? kew jodi jene thaken? address ta din pls pls pls ❤️❤️❤️ advance tnks.ami jabo sudu manegar ke tnks bolar jonno sai subadhe kabab o khawa hoye jabe.
@@salimakhter4706
Near my place
@@isaacocaciobrym6355 কোথায়?
@@reviewer8671 description dekhte ki koshto hoy?
this manager is too good in his own ground...enjoyed the entire show
এত সুন্দর উপস্থাপনে বাংলদেশের আর কোন ইউটিউবার নেই। বেস্ট ভাইয়া
ম্যানেজারের ইনফরমেশন এবং ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম❤️
আর খালেদ ভাইয়ের কথা আর নাই বললাম!
রাজস্থান এর ছেলে এত সুন্দর বাংলা বলে।
Rajastani ra Pochim Bonge akta janojati hoya gache akhon, baro sahor thake chato sahor sarbotroi tader dakha jai, tader madhey adhikangso r janmo pochim bonge tai tader pokhe bangla bola ta difficult noi, ami amon anek Rajastani ke chini jara Bangalir thake besi bangali.
Kolkata Bangalte edr vasha sundor lage beshi
@@abheekchatterjee6677 etar karon ki?
একটা সময় আসবে যখন সৈয়দ খালিদ সাইফুল্লাহ "দেশী ফুড ভ্লগিং " এর ব্র্যান্ড হয়ে যাবেন!
It's already happening
এদের থেকে ব্যবসা শেখা উচিত۔۔ অনেকে ভাবে খাবার ভালো হলে মানুষ তো আসবেই۔ ۔ খাবার ভালো হবার সাথে ব্যবহারও অনেক important.
তোমার দেশে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবে, আর তাদের ব্যবসার প্রধান পূজিইত ব্যবহার,, তুমি তাদের দেশে যাও তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ছেড়ে দেবে,,
তাদের দেশের রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে মন্তব্য তোমরা কি দেখনা? তোমরা তাদের দেশের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে এইভাবে বেহেশত বানিয়ে নিচ্ছ কেন? দেশের শত্রুদের কে সব সময় শত্রুই মনে করবে, তারা কখনো বন্ধু হতে পারেনা, তোমাদের মত চাটুকারদের কারণেই তো তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পায়,,
@@kazisalim7630 ke tomader valo bole , boka ch**a bokach**a e thake , khabar, dhormo r rajniti bujhe na!!
@@kazisalim7630 eta fao kotha... amarican ra British ra orokom rude na...tobe hya manush majhei baje byabohar kora lok ache...na jene baje bolona...janona manei baje eta thik na
@@kazisalim7630dunia give and take policy te chole...tumi agey bondhu vabo
Vai...India ke ato sundor kore present korar jonno tnx...Rabiraj sir.. love from India 🌹🌹🌹
Thank you so much for your appreciation 😊 means a lot 💖
Seems like Mr. Khaled Saifullah finally meets with his proper counterpart...
"The Manager" 😁
Yep! Pretty much!!! 😃😃😃
Mate his match.
অসাধারণ রিভিউ সাইফুল্লাহ ভাই!
Manager এর কথা গুলো খুব ছিলো।
আমি গত বছর গিয়েছিলাম, আসলেই ফুড ভালো ছিলো।
ভাইরে ভাই! মনে হইল দুই খাদ্য সমঝদার বসছে খাইতে....এতো এতো কিছু শুনলাম কাবাব নিয়ে...ফাটাফাটি একটা পর্ব পেলাম এইবার।
টিম খাইদাই ডট কমকে ধন্যবাদ।
যেখানের ম্যানেজার এতো অসাধারণ, সেখানকার খাবার ভাল না হয়ে যাবে কোথায়❤️
খালিদ সাইফুল্লাহ ভাই, এইটা আর ভ্লগের পর্যায়ে নাই, পিওর ফুড ডকুমেন্টারি হয়ে গেছে। দারুন!!!! ❤️❤️❤️
There is a warmth in every employee. I will definitely go there. All restaurants should follow them.
আজকেরটা আর ফুড ভ্লগের পর্যায়ে নাই, ফুড ডকুমেন্টারি হয়ে গেছে ❤️ গ্রেট ওয়ার্ক খালেদ সাইফুল্লাহ...
You have named your restaurant the great kebab ..... but. Best kebabs are prepared from
Beef.. sikh . Sami . Karhai.. it is u unparalleled
Why no beef ? ..
🤣
@@dewanhasan3954 beef curry have?
একমত
@@dewanhasan3954 beef nei karon ata indian restaurent bole...dekhe khub valo laglo beef nei bole ...sob kichu to sob khane paben na ...tai na ...
খালেদ ভাইয়ের ফ্যান তো অনেক আগে থেকেই ছিলাম, এবার তার প্রেমে পড়ে গেলাম। ম্যানেজারের অতিথেয়তা অসাধারণ, উনি ক্রেতাদের দারুণভাবে গাইড করতে পারেন। উনার থেকে আমাদের অন্যান্য রেস্টুরেন্টের ম্যানেজারদের অনেক কিছুই শেখার আছে বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাই এই পর্বটি উপহার দেয়ার জন্য। পরের পর্বের জন্য মুখিয়ে রইলাম।
The manager Ravi Raj Rathor is Awsome...👌
rathor not thagor
@@amirulabedinakash997 sorry it was mistake...
@@amirulabedinakash997 he was prity correct it's not thagor it's Rathore. 🙏
১ সেকেন্ডও স্কিপ করতে পারি নাই,সেরা এপিসোড এইটা।খাই দাই ডট কম এর সাথে শুরু থেকে আছি,শুভকামনা রইলো খালেদ সাইফুল্লাহ ভাই এর জন্য, অসাধারণ উপস্থাপনা। 🖤🖤🖤
Manager kabab niye kono vulval information dey nai.
He is very humble and a food enthusiast
Best show of Khai Dai
Two well educated men disscussing about food. Giving information, enjoying food. Uff!! Dangerous combination 😛
This is no review. Feels like a good journey.
Khaidai reaching a new peak
Khaled bhai and khaidai team you guys are something else 🤍
এই হচ্ছে ইন্ডীয়ান ম্যানেজার দের আচরন
আর আমাদের দেশের ম্যানেজার দের যে আচরন , ভাইরে ভাই
Hotel Amaniyar manager er motoi beshi.
@@sarkertraders4493 right
Ekdom thik bolsen vai,indian der achoron tader customers proti shottie proshongsonio
That manager knowledge about foods! It was amazing! সসচরাচর Bangladesh এ manager দের খাবার এর বেপারে এতো detailed ধারনা থাকে না
You mean 'elaborate' ..
@@farhan.hasin. or detailed
@@differentangle1 Yes. 'Brief' means 'Short'. On the other hand, 'Broad', 'Elaborate', or 'Detailed' means 'Descriptive'.
@@farhan.hasin. I'm on your team bro, I know these. Poor guy might have overlooked that trivial mistake.
ইন্ডিয়া থেকে দেখি আপনার নিয়মিত খুব শীঘ্রই বাংলাদেশে যাবো আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা
This is how a food vlog should be!
myself a student of tourism and hospitality management, every single information about food was given by manager was worthy and true indeed !
informative and time worthy content, keep them coming :)
The manager is very smart. He is a benchmark not only for restaurant and hotel managers but also for managers in all sectors.
ম্যানেজারের গাইডিং+খালেদ ভাইয়ের ব্লগিং=অ্যাটম বোম
👍👍💯
Thik bolsen,purai atom bom
ম্যানেজার এর কথা শুনে মনে হচ্ছে, খালেদ ভাইয়ের খালাতো ভাই। আজকের শো দারুণ হইছে।
Wow! This episode has become kebabpedia. The gentleman from India is a gem. Love this episode. Saifullah bhai, Thanks a lot for this episode.
মনে হচ্ছিল আমিও ছিলাম এবং সব খাবার উপভোগ করছিলাম। ফ্যামিলি নিয়ে যাব ইনশাআল্লাহ। ম্যানেজার সাহেব মাশাআল্লাহ তার ব্যবহারও অসাধারণ সুবহানাল্লাহ।
Excellent show, manager has committed to satisfy customers.
Manager Shab ki hospitality and professionalism is next level. After watching your video I tried to find out my closest Kabob Factory . Hoping they will open one close to DC.Hoping their foods are as good as the manager.
Both are Smart and expert...Best food bloger in bangladesh undoubtedly.
Mind blowing.
কি লিখবো মুগ্ধতা ছড়িয়ে গেল মনে। ম্যানেজার সাহেব জাষ্ট ওয়াও। খালেদ ভাইয়া খাদ্য বিশেষজ্ঞ বলা যায়। পুরো সময় টা এতোই এনজয় করলাম যে মনে হচ্ছিলো তাদের সঙ্গে আমিও খাচ্ছি।
এই ম্যানেজার ভদ্রলোকের ব্যাবহারটা আমাদের দেশের অনেক রেষ্টুরেন্ট ম্যানেজারদের দেখে শেখা উচিত,কারন এটা রেস্টুরেন্ট বিজনেসটা এখন শুধু মাত্র খাবারদাবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনা,এটা এখন এন্টারটেইনমেন্ট বিজনেসের পর্যায়ে বহিঃবিশ্ব নিয়ে গেছে,বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা হোটেল ওনারের দায়িত্ব আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করা, এবং প্রত্যেকটা খাবারের মান নিয়ে বেসিক ধারনা থাকা৷
Best manager all i can say..He knows Everything about kabab items.
রবিরাজ ভাইয়ের কথাগুলো শুনে ভালো লাগলো, অত্যন্ত বিনয়ী এবং খাবার সম্পর্কে অনেক তথ্য জানেন! বাংলা ভাষা শুনেও ভালো লাগতেছে! 🤎
@খালেদ সাইফুল্লাহ ভাই আপনার ফুড ব্লগিংয়ে যে একটা শৈল্পিক ব্যাপার আছে তা বিডিতে অন্য কোনো ব্লগারের মাঝে নেই। গ্রেট জব ভাই এন্ড গুড লাক।🥰😍
This guy is a pro and his presentation proved it.
Great video
খুব ভালো লাগলো,, ম্যানেজার সাহেবের ফ্যান হয়ে গেলাম,,যাবো একদিন ইনশাআল্লাহ। ❤
The guy hailing from Rajasthan speaking Bengali so fluently is highly impressive.
Goodness gracious!!! Its not food review, its food documentary. Totally mind blowing. I'll definitely be visiting this place.
We all want a friend like this manager. Loved this man
খাবার কি রকম সেটা আপনি ভালো বলতে পারবেন। যেহেতু আপনি খেয়েছেন কিন্তু আমরা যারা খাইনি তাদের কাছে ভালো লাগছে ম্যানেজারের ব্যবহার। এক কথায় অসাধারণ Wow 💗💗
Ravi Raj Rathore this guy is really very talented. Amazing brother ❤️
আজকের এই পর্ব টা একদম অন্যরকম হয়েছে, এত্ত ভাল লাগলো দেখে। ম্যানেজার, শেফ সবাই ইনভলভ ছিলেন, অনেক এটিকেট শিখলাম, কোন খাবার কিভাবে খেলে মজা লাগবে সেটা জানা টাও অনেক জরুরি। ভাইয়া আপনি এরকম আরো ভিডিও করুন। 💜
চমৎকার একটা শো দেখলাম। ম্যানেজার সাহেব এর বন্ধুত্বপূর্ন আচরন খুবই প্রশংসনীয়। সাথে শেফ সাহেব এর উপস্থিতিও ভালো লাগলো। খালেদ সাইফুল্লাহ ভাই দুইবার বললেন 'hostile (হোস্টাইল)' আচরণ পেয়েছেন, বুঝতে পেরেছি আপনি আন্তরিক আপ্যায়ন বুঝাতে চেয়েছেন, কিন্তু 'hostile (হোস্টাইল)' মানে শত্রুভাবাপন্ন, আপনি যেটা বুঝাতে চেয়েছেন তার ঠিক ১৮০ ডিগ্রী উল্টো। ধন্যবাদ।
This is my stupid mistake. I was supposed to say 'hospitable'. Sorry for that.
Thums up for the MANAGER!!!!
He is well-behaved, great speaker, knowledgeable. I think he loves and enjoys his work!! Most of our restaurant should learn business from them!
এখানে কাবাবের আইটেম গুলো অসম্ভব মজা ❤️❤️
ei 1st kono video skip na kore deklam😶 normally video skip korte korte dekhi😁🤣 ek kothay bolbo khub valo lagce manager & vai apnak😊
মাংস কথা বলে 🤣বিজ্ঞানিরা যখন খাবার খাইতো তখন কি করতো কি কথা বলতো এখন বুঝতে পারতেসি,,ভাই অস্থির 😂❤️❣️❤️
The manager is so honest and having huge knowledge about food.
Eta kei bole marketing, This manager rocks
One of the best episodes of Khaidai.This vlog was different than the usual ones.Hope you and your show get more recognition. Hats off to the manager and you.
Been there so many times
Their concept is unique as they serve freshly cooked meals
Their food is awesome. Just one drawback of this kind of buffet is during peak time with full guest , their service efficiency drops significantly. Hoping they improve from my last experience
One of the best restaurant in india... almost regular customer ami my friend my family
সময় করে যাব একদিন এখানে, ইনশা্ আল্লাহ্।
রিভিউ + হোটেল ম্যানেজমেন্ট খুবই ভাল লাগলো। 🌼
The most humble manager ever!
We should learn from him how to run a business being closed to the clients.
This guy is top class
An outsider have learned and speaking bengali fluently. Proud moment.
this show is just amazing. The behaviour of this manager is up to mark. I really loved this show a lot
Great manager... Very eager to spread his knowledge and help... Hope hygiene is maintained inside the kitchen... I went there 3 times so far.. Food is great overall
অসাধারণ ছিলো এপিসোড টা। ভালোবাসা নিবেন প্রিয় খালেদ সাইফুল্লাহ ভাই❤️❤️
ম্যানেজারের ব্যবহার অসাধারণ,ভালো লাগছে খুব। ❣️
এত ভালো বাংলা খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
The Rabiraj bhai is great. Exceptionally smart guy, loved the energy.Would love to talk with him and enjoy the food too
Today the camera quality, focusing, framing, presentation are very professional.... and professional manager too...thanks
এই রকম ম্যানেজার থাকলে, ব্যবসা বাম্পার😊
2 true gentle men with vast knowledge 😍
ভিডিওটা মাত্র ৪মিনিট দেখেই সিলেক্ট করলাম,
ইন্নসাআল্লাহ কয়েক দিনের মধ্যেই এখানে খেতে যাব।
তিন বার দেখছি ভিডিও টা। মেনেজার টার ফ্যান হয়ে গেছি।।।
Wow manager is so polite. Thank you khaidai for covering the kabab factory ♥️♥️
This episode should be trending. Great episode. Best so far. Great manager!!
খালেদ ভাই বেষ্ট রিভিউ । আর ম্যানেজার সাহেব কে তো অসাধারণ লাগলো। Best of luck all
Apu eta best hobe.i know its a typing mistake ☺
@@tonmoysaha5204 ধন্যবাদ ভাইয়া।
খাবার মুখে দেবার পর যে তৃপ্তির মুখভঙ্গী দেখলাম তাতে মন ভাল হয়ে গেল... Famous food reviewer Mark Weins ও এমন করে তৃপ্তি প্রকাশ করে...
Manager nailed it, great to see such kind of gesture. Khaled Bhai, today manager took 50% focus of mine from you , will go there someday :D
দারুণ! খাবারগুলো দেখতে যতটা লোভনীয় লাগছিলো তেমনি রেস্টুরেন্টের ম্যানেজারের ব্যবহারটা-ও দারুণ।
সকল রেস্টুরেন্টের ম্যানেজার ও স্টাফরা এতো বন্ধুশীল আচরন করলে সকল ফুড ব্লগার ও সাধারণ মানুষদেরই উপকার হবে। ❤️
At last Khaled bhai got a Competitor ♥️
The knowledge of the manager is just Awesome 😎
Foods are delicious
Today's one is actually a food documentary 🤣
Mr . khaled should produce a documentary of Bengali traditional cuisine . It would be a milestone I think . tremendous presentation really .
Brother in the food industry there are 3 kinds of culinary service.1- Ala carte service 2- buffet service 3- silver service..what are you having now it calls silver service..thanks
Yes platter to plate that's means silver service
খালেদ সাইফুল্লাহ ভাই মানেই অন্যরকম এক ফুড রিভিউ। যেখানে ভালো কিছু রিভিউ এর সাথে কিছু অজানা কিছু তথ্যও জানা যাবে। সাইফুল্লাহ ভাই কিন্তু আমাদের দেশের ফুড রিভিউটাকে অন্যরকম এক পর্যায়ে নিয়ে গেছেন। স্টিল ওয়ান অব দ্যা বেস্ট ফুড রিভিউয়ার ইন বিডি💝💝
This is one of the best food review show i have seen recent time on youtube. most of the time is the video too long we skip but this 30 min was amazing. The manager Raviraj Singh Rathore is amazing . Mr Raviraj deserve his own food vlog show. the manager is so well behaved. he is friendly and smiling all the time. he from Jaipur but speak Bangla very nice. Thank you khaled bhi..