Dhangi kusum hud hudi waterfall//Jhargram belpahari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ঝাড়গ্রামের বেলপাহাড়ি। বৃষ্টিদিনে বেড়ানোর আদর্শ জায়গা। আছে পাহাড়, নদী, জলপ্রপাত, অরণ্য। শহুরে কোলাহল থেকে দূরে, সবুজ প্রকৃতির কোলে কয়েকটা দিন নির্ভেজাল ছুটি কাটাতে মন্দ লাগবে না।
    শাল-পিয়ালের জঙ্গলে ঘেরা বেলপাহাড়ি (Belpahari Jhargram)। অরণ্যের পাশাপাশি আছে ছোট-বড় পাহাড়। একটা সময় ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। বর্তমানে ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে এই অঞ্চলটি বিশেষ জায়গা করে নিয়েছে। গত এক দশকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে পর্যটকদের আনাগোনা। কেউ ঘুরে চলে আসেন, কেউ নির্জন নিরিবিলি পরিবেশ কাটিয়ে আসেন একটি-দুটি দিন।
    আদুরে রোদ ছড়িয়ে পড়ে জঙ্গলের গাছে গাছে, পাতায় পাতায়। আলোকিত হয়ে ওঠে পাহাড় চূড়াগুলো।
    বর্ষায় বেলপাহাড়ির প্রকৃতি অন্যরকম রূপে সাজে। ছড়িয়ে পড়ে মায়া। ভেজা মাটি, ভেজা-ভেজা গাছগাছালির গন্ধ পরিবেশকে মাতাল করে তোলে। হারিয়ে যেতে ইচ্ছে করে কোন এক অজানায়। তবে একা না যাওয়াই ভাল। এই অঞ্চলে ঘুরতে হয় দলবেঁধে। জঙ্গলে ঘোরাঘুরি করে বুনো পশু, হাতির দল। তাই সতর্ক থাকতে হয়।
    I'm on Instagram as @subhadipacharjya5. Install the app to follow my photos and videos. www.instagram....
    belpahari hotel- Durga homestay- ph- +918509976907

ความคิดเห็น • 2