স্বামী সর্বপ্রিয়ানন্দ ঠিক কতটা শিক্ষিত | শুনলে মাথা ঘুরে যাবে |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #swamisarvapriyananda #vedanta #ramkrishnamission
স্বামী সর্বপ্রিয়ানন্দ। কোভিড পরবর্তী যুগে বেদান্ত , দর্শন ও আধ্যাত্মিকতার অন্যতম নাম এই স্বামীজী। বিশ্বজুড়ে তাঁর অগুণতি অনুগামী। তাঁর ওই দিব্যদৃষ্টি, কথা বলার ধরন, মুগ্ধ করে আপামর মানুষকে। গোলপার্ক রামকৃষ্ণ মিশন, কথামৃত ভবন, উদ্বোধন, কলকাতার একাধিক শাখায় তাঁর বক্তৃতা শুনতে দূর দূর থেকে ছুটে এসেছেন মানুষ। জীবনদর্শন, কেমন হওয়া উচিত। ঈশ্বরের দর্শন কেমন। অদ্বৈত বেদান্ত সম্পর্কে ধারণা, তত তম অসি, ততসত, গীতা, উপনিষদের মতো কঠিন বিষয়গুলো যেন সহজ হয়ে ধরা পড়ে তাঁর বক্তৃতায়। সেই সর্বপ্রিয়ানন্দ মহারাজ আসলে কে। তাঁর আসল নাম কী। কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কী ছিল তাঁর সন্ন্যাসের আগের পরিচয়। কতদূর পড়াশোনা করে এই আধ্যাত্মিক পথে এসেছেন। এই এপিসোডে জেনে নিন সর্বপ্রিয়ানন্দের সেই সব দিনের গল্পগুলি।
সন্ন্যাস নিলে পূর্ব জীবন সম্পর্কে আলোচনা করতে নেই। স্বামী সর্বপ্রিয়ানন্দের দিব্যদর্শন রূপে মোহিত এই দুনিয়া। ঈশ্বরে ধ্যান ধারণা করাই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির অন্যতম প্রধান তিনি। ১৮৯৪ সালে এই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ২০১৭ সাল থেকে এই নিউ ইয়র্কের ম্যানহ্যাটেনে বেদান্ত সোসাইটির দায়িত্বে স্বামী সর্বপ্রিয়ানন্দ। ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটির দায়িত্বও এর আগে সামলেছেন তিনি। গুগল টক, স্যান্ড, টেড এক্সের মতো নামী অনুষ্ঠানে নিজের দর্শন শুনিয়েছেন বিশ্ববাসীকে। বেদান্ত বাক্যার্থ বিচার, মহাবাক্য কী, কাকে তত তম অসি বলে। উপনিষদের ধারণা কীভাবে গীতায় আছে, সবই তাই বারবার উঠে আসে স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তৃতায়। এত কঠিন বিষয় আলোচনা করলেও, কেউ এক মুহূর্তের জন্য উঠতে পারেন না। যেন জাদু আছে তাঁর কথায়। ৭০-৮০ বছর আগে পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন ধর্মীয় আলোচনা শুনতে এত ভিড় হয়, অনেকেই ভাবতে পারেন না।
স্বামী সর্বপ্রিয়ানন্দের জন্ম কিন্তু এই কলকাতায়। তবে ওড়িশায় বাঙালি পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা ও দাদু ঠাকুর রামকৃষ্ণের বড় ভক্ত ছিলেন। তাই পরিবারের ধারা মেনে শৈশব থেকেই রামকৃষ্ণলোকের সঙ্গে পরিচিত তিনি। ছোটবেলায় স্বপ্ন ছিল পাইলট হবেন। কিন্ত পাইলট হওয়া হয়নি। ভুবনেশ্বরের জেভিয়ার্স ইনস্টিটিউট থেকে বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ করেছিলেন তিনি। ১৯৯৪ সালে সিদ্ধান্ত নেন তিনি সন্ন্যাস নেবেন। পরিবার প্রথমে মানতে চায়নি। পরে যদিও বারণ করেনি। বেলুড় মঠে চলে আসেন। আচার্য হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে তাঁকে দীক্ষা দেন স্বামী রঙ্গনাথানন্দ। ওই ১০ বছরে আধ্যাত্মিক যাত্রায় দ্রুত গতিতে এগিয়ে যান। সন্ন্যাস নেওয়ার পর পৈতৃক নাম বিশ্বরূপ পালিত ত্যাগ করে তিনি হন স্বামী সর্বপ্রিয়ানন্দ।
সন্ন্যাস নেওয়ার পরেও তাঁর প্রত্যেক সিদ্ধান্ত রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের গরিমা বাড়িয়েছে। ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে এই সময়েও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিগ থিঙ্ক মিডিয়াতে তাঁর দর্শন নিয়ে লেকচার জনপ্রিয় হয়। ফরচুনের মতো বিজনেস ম্যাগাজিনেও তাঁর লেখা জনপ্রিয় হতে থাকে। বিশ্বে এই মুহূর্তে অদ্বৈত বেদান্তের সেরা লেকচারার হিসেবে মানা হয় স্বামী সর্বপ্রিয়ানন্দকে। ২০১৮ সালে আন্তর্জাতিক যোগা দিবসে তাঁর সাক্ষাতকার নেয় টাইম ম্যাগাজিন। তিনি বলেন, সত্যিকারের যোগা জীবন পাল্টে দিতে পারে। কিন্তু বর্তমানে যা চলছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। মনে করা হয়, স্বামী বিবেকানন্দ ও স্বামী অভেদানন্দের পর পশ্চিমী দুনিয়ায় এত জনপ্রিয়তা পাননি কোনও রামকৃষ্ণ মিশনের মহারাজ। যা পেয়েছেন সর্বপ্রিয়ানন্দ।
সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি অনুষ্ঠান হযেছে তাঁর। প্রত্যেকটি অনুষ্ঠানের টিকিট আগে থেকেই শেষ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সর্বপ্রিয়ানন্দজি মহারাজ কিন্তু মাটির মানুষ। তত্ত্বকথা বোঝাতে এসে ঘরের ছেলের মতোই মানুষের সঙ্গে মিশে যান। তাঁর ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। অদ্বৈত বেদান্ত বা অদ্বৈতবাদের ধারণা বিশ্বের কাছে অন্যরকম ভাবে উপহার দিতে চান স্বামী সর্বপ্রিয়ানন্দ। তাঁকে ধর্মচক্র অফিসিয়ালের পক্ষ থেকে প্রণাম।
swami sarvapriyananda education qualification
swami sarvapriyananda meditation
swami sarvapriyananda bengali speech
swami sarvapriyananda bhagavad gita
swami sarvapriyananda latest
swami sarvapriyananda mundaka upanishad
swami sarvapriyananda in bengali
Essence Of Spiritual Life
swami sarvapriyananda bengali speech latest
sarvapriyananda latest speech
sarvapriyananda latest video
how to study by swami sarvapriyananda
how to focus swami sarvapriyananda
swami sarvapriyananda bengali speech on focus
swami sarvadevananda lectures
-------------------------------------------------------------------------
Subscribe to our channel, hit the 🔔 icon
Contact us on blackrose.sneha@gmail.com
Follow us:
/ dharmachakro33
/ dharma_chakro
More Videos From This Channel
মা দুর্গার আগমন গমন | প্রত্যেক পুজোয় নিজেই জানুন এবার কিসে আসছেন দেবী
• মা দুর্গার আগমন ও গমন!...
তারাপীঠে কেন কৌশিকী অমাবস্যা পালিত হয়
• কৌশিকী অমাবস্যার রহস্য...
শ্রীকৃষ্ণ ও ৮ সংখ্যায় লুকিয়ে এক অদ্ভুত যোগ | আপনার জীবনেও কি আছে এই সংকেত?
• শ্রীকৃষ্ণ ও ৮ সংখ্যায়...
জগন্নাথদেবকে নিবেদন করা 56 ভোগে কী কী পদ থাকে
• 56 ভোগে কি কি দেওযা হয়...
-----------------------------------------------------------------------------------------
প্রনাম জানাই তাঁর মাতা ও পিতার চরণে, এমন সাধু সন্তান পৃথিবীকে উপহার দিয়েছেন,, আমরা সকলেই ধন্য। জয় শ্রী রামকৃষ্ণ 🙏🙏
জনপ্রিয়তার তুলনা করা ঠিক নয় বলে আমার মনে হয়। এঁর গুরু স্বামী রঙ্গনাথানন্দজীও অত্যন্ত জনপ্রিয় ছিলেন তাঁর অসাধারণ বাগ্মিতার জন্য।
মহারাজের দীক্ষা গুরু স্বামী ভূতেশানন্দ।
Birat lekhapara,bagmita dwara ki praman hoy tini srestha ar jadi alpa lekhapara hoy tini nikrista sannyasi.aviggata theke bujhechi eirokom vabna bhul
@@kkaraz দীক্ষাগুরু ছাড়াও গুরু আছেন
বাস্তব জীবনের অতুল ঐশ্বর্য যারা হেলায় ফেলে আসেন, জগতের কল্যাণে আত্মনিয়োগ করেন তারা যে কতো মহান......
প্রনাম মহারাজ 🙏 প্রনাম।
মহারাজ এর চরণে শত কোটি প্রনাম 🙏🙏🙏
আমার গুরু মহারাজ জি শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দ জি মহারাজের পরে আমার সবচেয়ে প্রিয় মহারাজ জি শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দ জি মহারাজ। উনার কথা মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে মানুষের কর্ণ গোচর হয়। প্রণাম মহারাজ জি।
অসম্ভব ভালো বক্তা ,বিশ্লেষক,বেদান্তের এক পন্ডিত ব্যক্তিত্ব।অনেক শ্রদ্ধা ও প্রণাম স্বামী জি কে
মা এর দেশ বাকুড়া থেকে প্রার্থনা করি --- মহারাজ ভালো থাকবেন।
@@swapanrakshit3191 Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind.
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind
Pseudo Feminism is the cancer of the society and only promoting women and insulting men is a kind of Pseudo Feminism that everyone should keep in their mind.
এই মহাপুরুষের সান্নিধ্যে আসতে পারলে ই জীবন অন্য হয়ে যাবে ।
আমার সৌভাগ্য হয়েছিল মহারাজের ৪৫ মিনিটের অনবদ্য ভাষন শোনার। সেটি আবার স্বামী বিবেকানন্দের বাড়িতে। মহারাজ কে আমার শতকোটি প্রনাম।
অসাধারণ জ্ঞানী, অগাধ পান্ডিত্ব, সহজ করে বুঝিয়ে দেন তার ফলে আমরা সাধারণ লোক বুঝতে পারি ধৰ্ম তত্ত্ব। আমাদের আগ্রহ জাগে বেদান্ত, উপায়নিষদ প্রভৃতি জানার। মহারাজ কে প্রণাম জানাই 🙏🙏🙏। জয় ঠাকুর, জয় মা ও জয় স্বামীজী।
সত্যি মহারাজীর ভাষন শুনতে খুবই ভাল লাগে। প্রনাম জানাই মহারাজীকে।জয়ঠাকুর মা ও স্বামীজি কেও প্রনাম।
কোটি কোটি প্রণাম মহারাজের চরণে।
স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজজী কথার মাঝখানে মাঝখানে এত সুন্দর ইংরেজি বলেন এবং ইংরেজি শব্দ চয়ন এত সুন্দর ভাবভঙ্গি এত সুন্দর যার ফলে একজন ইংরেজিতে নাম লিখতে না জানা ব্যক্তিও বুঝতে পারে। প্রণাম মহারাজ 🙏♥️🙏
এই কথাগুলো আমার অনেক জানার ইচ্ছা ছিল। ঈশ্বরের কৃপায় তাও সত্য হলো
সবই ঠাকুর ও মায়ের কৃপা, দয়া🙏🙏
স্বামী সর্বপ্রিয়ানন্দজী কে সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনার পিতা মাতার শ্রীচরণে ও প্রণাম জানাই এরকমই একজন সন্ন্যাসীকে আমরা ভারতবাসী পেয়ে ধন্য হয়েছি বলে।
স্বামী সর্বপ্রিয়ানন্দের সুমধুর কথা আমাদের মন প্রানকে সমৃদ্ধ করে ।
মনে হয় ঠাকুর রামকৃষ্ণের শক্তির অধিকারী পরম স্বামী বিবেকানন্দের সৃষ্টি রামকৃষ্ণ মিশন অসাধারণ ভাবে ভক্তি ও বিবেক জাগ্রত করতে সাহায্য করছেন ।
আমি ভূলুণ্ঠিত সহস্র প্রণাম জানাই ।
Pronam,,,, swamiji
ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
My favorite speaker
রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের কথা নাভিমূল থেকে উঠে আসে এই কারণে শুনতে ভালো লাগে।
জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজী মহারাজ।
It is always a pleasure listening to Swami Sarvapriyanda. Fluent ,smooth, with practical and easy examples a listener can understand a difficult statement with ease.
Pranam Swamiji.
প্রণাম স্বামীজি
আমি তোমার ভক্ত, আমাদের ভালো পথ দেখান স্বামীজি, আমার প্রণাম নেবেন
জয় 'স্বামীজি' , অনেক প্রণাম জানাই ।💐💐💐
প্রণাম মহারাজ। আমার প্রণাম নেবেন। খুব খুব ভালো থাকুন। 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
স্বামীজি আপনাকে জানাই কোটি কোটি প্রণাম।
Pronam Tomai 🙏🙏🙏
Pronam neben Maharaj Ji 🙏💐
Swami ji ke pronam..
রামকৃষ্ণ মিশনের স্বামীজীরা প্রত্যেকেই অতুলনীয়।❤❤
স্বামীজির চর্ণপ্রোনাম
জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী ۔۔۔۔প্রণাম অনন্ত ❤❤❤ মহারাজ জির চরণে অনন্ত۔۔ প্রণাম ❤
Pronam Maharaj Joy Thakur Joy Maa Joy Swamiji Maharaj Joy Guru Maharaj Sree charan Pronam
Maharaj apnar shree chorony soto soto koti pranam janai 🌷🌷🙏🙏🙏🙏🙏Maharaj apnar khotamrito suny kubi upokirito hoychi 🌷🌷🙏🙏🙏🙏🙏
মুগ্ধ হয়ে তাঁর ব্যাখ্যা শুনি।
প্রণাম মহারাজ 🙏
সত্যিই আমরা খুব গর্বিত স্বামী সবার প্রিয় আনন্দ জির মতন মহারাজ রামকৃষ্ণ মিশনে আছেন আমাদেরও ভালো লাগে উনার বক্তৃতা শুনতে
প্রণাম মহারাজ
প্রনাম নেবেন । আপনার হৃদয় ছুঁয়ে যাওয়া কথা মন ভরিয়ে দেয়।
Pronam Maharaj pronam🙏🙏🙏
Swami Sarbapriyandajee,My heart's respect for him Maharaj jee lucid lecture are always spellbound me,my quest for knowledge regarding vanta always desired..🙏
Respected Maharajer chorone koti koti Pronam janai. Onar katha jato suni tatoi mugdhyo hoye jai.
প্রনাম ঠাকুর , মা , স্বামীজির চরনে ,প্রনাম মহারাজের চরনে , ওনার বক্তৃতা নিয়মিত শুনি ও সমৃদ্ধ হতে থাকি
প্রণাম গুরুদেব কোটি কোটি প্রণাম।
🙏🙏 সুন্দর। 🙏🙏 জয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। 🙏🙏
প্রণাম মহারাজজী🙏🙏🙏
প্রনাম মহারাজ ... মুগ্ধ হয়ে শুনি আপনার অমূল্য ভাষন !মনকে শান্ত করে এই অমৃত কথা ..
Kaj nai arama asa niti kotha bola hindu young sela be a na kora hindu ses Kora
যখনই সুযোগ পাই, মহারাজের talks গুলি মন দিয়ে শুনি ও বুঝবার চেষ্টা করি। প্রনাম মহারাজ।
Sunben ami o duni khub valoi lage monvalo thake
জয় ঠাকুর জয় মা জয় স্বামীজী,,,,,, 🙏🙏🙏
প্রণাম স্বামী জী।
Swami Sarbapriyanandaji 🙏🏻 neben. Apner kotha gulo shunle anek kichur dharona hoy o mone shanti lage. 🙏🏻
প্রণাম মহারাজ 🙏🙏🙏
Pronam Moharaj 🙏🙏🙏🙏🙏
Vb8
ওনাকে দেখলেই ভক্তি জাগে মনে❤
Harekrishna maharaj
Moharaj er chorone sotokoti pronam 🙏🙏🙏🙏
Sotye moharajjir uposthapona eto sundar ami bivore hoie jai vabe.pronam thakur omak pronam swamijek.pronam moharajjik.
প্রনাম জানাই মহারাজ🙏🏻🙏🏻🙏🏻
প্রণাম নেবেন মহারাজ।
প্রণাম
Joy Thakur joy maa joy swami ji 🙏🏻Apurba sundar maharaji r jivani .maharaji Apurba sundar boktita sune vishon valo lage mon pran jure jai. Param pujynio pujyapad sri mat swami sarvapriyananda ji maharaji r sri charane bhakti shardha purno shata shata koti koti sasrdha pranam janailam 🙏🏻
Joy Thakur joy maa joy swami ji 🙏🏻
Pronam Thakur🙏🙏 pronam Maharaj🙏🙏
🙏🙏🙏সশ্রদ্ধ প্রণাম জানাই।
প্রণাম মহারাজ জি
Opurbo sundor Maharaj jir description sune bojher chesta kori🙏🙏
Pronam Maharaj Ji r chorone 🙏🙏
❤ প্রণাম মহারাজ জয় মা❤
অসাধারণ ❤❤❤
শত কোটি প্রণাম মহারাজ
ওনাকে শত শত কোটি 🙏🙏🙏
প্রনাম মহারাজ 🙏🙏🙏
প্রণাম মহারাজ প্রণাম
Pronam maharaj 🙏🙏🙏🙏🙏
Binombra koti pronam...
🌿 তোমার ভুবন জোড়া আসন খানি ☀️🌿☀️🌿☀️🌿☀️🌿☀️🙏🙏🙏
মহারাজের সমস্ত বক্তিতাই মন দিয়ে শোনার চেষ্টা করি ও মনের মধ্যে একটা অনুরনণ হয়। খুব ভালো লাগে। ভিতরটা ভরে ওঠে এক অপূর্ব অনুভূতিতে। প্রণাম নেবেন মহারাজ ।
মন-কেড়ে-নেওয়া।
Anek anek pronam neben swami moharaj ji
রাধে রাধে মহারাজ
Pronam maharaj ji ❤️❤️🌼🙏❤️❤️🌼🙏
Jay Thakur Jay Thakur Jay Thakur Jay Swamiji 🙏🙏🙏
Jai Thakur jai Maa Jai Swamiji shotokoti pronam janai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pronam Thakur pronam maharaj
সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি পূজনীয় মহারাজজীর শ্রীচরণে 🙏🌷🙏🙏
Sotti maharaj ji apnar speech gulo sunte sunte gobhir e chole jai khub bhalo lage eto sundor kore bujhiye den too good pronam thakur
সর্বপ্রিয়ানন্দজী মহারাজের গুরু পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দ জী মহারাজন
Uni swami Ranganathanondo jee r kacha diksha niyachilen
@@anilkumardas3870 আপনি সর্বপ্রিয়ানন্দজী মহারাজের বক্তৃতা গুলো (english) শুনে দেখবেন। সেখানে পূজনীয় মহারাজ বহুবার বলেছেন যে পূজনীয় ভূতেশানন্দজী তাঁর দীক্ষাগুরু। সেখান থেকে শুনেই আমি বলছি।
দীক্ষা নেওয়ার পর সর্বপ্রিয়ানন্দজী মহারাজের আরও ২ বার দীক্ষা হয়েছে-- ব্রহ্মচর্য দীক্ষা ও সন্ন্যাস দীক্ষা। সব সন্ন্যাসীরই এমনটাই হয়। হতে পারে, পরবর্তী ২ টি দীক্ষার কোনোটি উনি পূজনীয় রঙ্গনাথানন্দজী মহারাজের কাছে পেয়ে থাকবেন।
তবে সর্বপ্রিয়ানন্দজী মহারাজের মুখে কিন্তু বারবার পূজনীয় ভূতেশানন্দজী মহারাজের কথাই শোনা যায়। আপনি নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির বক্তৃতাগুলো শুনলে বুঝতে পারবেন।
Swami sarvapriyananda maharaj pronam
pranam neben Maharaj.
জয় ঠাকুর জয় মা সারদা জয় গুরু জয় স্বামীজী মহারাজ প্রনাম মহারাজ ❤❤❤
মহারাজের কথা শুনলে মন ভরে যায়। উনি এতো সুন্দর করে গুছিয়ে বলেন ভাবা যায় না । মহারাজ আমার প্রণাম নেবেন👃🌷👃🌹👃🌷👃🌹👃🌷
A good promotional venture
PRANAAM THAKUR, MA, SWAMIJI, MAHARAJ 🙏🌹🙏🌹🙏🌹🙏
Pranam maharaj
Pranam Maharaj.
Swami Sarbapriyananda jir boktobya sune ami mugdha hoye jai.
Maharaj jodi 1 ti baar aapnar Chorone 🙏 korte pari tahole aamar ei britha jibon dhonno hobe . Thakur , Maa er kache pray korchi 1 ti baar jeno aapnar sakshat pai. Jay Thakur Ramakrishna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ramkrishna Sharanam
Pujoniyo maharaj akjan supurush, medhabi, educated, cultured, practical, tyagi MONK. He is also a brilliant speecher. Sabi thakur er ichha. Jay thakur, jay ma, jay swamiji maharaj tomra amar Sato koti pronam nao. Sabar valo karo, sabaike sukhe & Santi te rakho. Sabai jano sab samay valo kaj, valo chinta, kare sei asirbad karo. Man theke Negetive energy ke sariye dao.
ভীষণ ভাল লাগল। প্রণাম মহারাজ🙏💐
Pronam Maharaj 🙏🙏
Pranam to your Lotus feet 🌹🌹🌺🌺🤲🙏🙏🙏🙏
Apni amar vokti purno pronam naban