মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি (পুকুর প্রস্তুতি-আহরণ)/ Monosex Tilapia Culture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
  • #মনোসেক্স_তেলাপিয়া #তেলাপিয়া #Monosex_Tilapia_Culture #পুকুর_প্রস্তুতি #মনোসেক্স_তেলাপিয়া_কি #monosex_tilapia
    এই ভিডিওতে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ความคิดเห็น • 2

  • @RubelRubel-wt5rx
    @RubelRubel-wt5rx ปีที่แล้ว

    লেয়ার মুরগির লিটা খাবেনি তেলাপিয়া জানাবেন ভাই

    • @Rafiq-Aqua
      @Rafiq-Aqua  ปีที่แล้ว

      পোল্ট্রি বিষ্ঠাতে প্রচুর খাদ্যমান রয়েছে এবং তুলনামুলক সস্তা । এটি থেকে মাছ প্রোটিন, কার্বহাইড্রেট, ভিটামিন, মিনরেল এগুলো পেতে পারে। আবার এটি প্লাংকটন উৎপাদনেও সাহায্য করে। এজন্য অনেকে লিটারকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে।
      কিন্তু লিটার ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
       পোল্ট্রি লিটারে কাঠের গুড়া ও নানা তুষ ব্যবহার করা হয় যা মাছ খেয়ে হজম করতে পারেনা তা থেকে বদহজম হয় পেট ফুলে মাছ মারা যেতে পারে।
       বেশি পরিমাণে লিটার পানির গুণাগুণ নষ্ট করে। পানিতে অ্যামোনিয়াসহ নানা ক্ষতিকর গ্যাসের আধিক্য হয়, ফলস্বরূপ ক্ষতিকর এ গ্যাস সমূহের কারণে মাছ মারা । যেকোন মুহুর্তে পুকুরে অক্সিজেন স্বল্পতা সৃষ্টি হয়ে মাছে মড়ক দেখা দিতে পারে। পানির গুণাগুণ রক্ষা করতে গিয়ে ওষুধপত্র কিনতে প্রচুর অর্থ ব্যয় হয়।
       লিটারের মাধ্যমে মাছে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায় যা স্বাস্থ্যসম্মত নয়।মাছ অনেক সময় এসব এন্টিব্যায়োটিক এর বিরুদ্ধে রেজিস্টান্স হয়ে যায় ফলে রোগাক্রান্ত মাছকে চিকিৎসা করলেও আর রোগ ভাল হয় না।
       পুকুরের তলায় আলাদা একটি কাঁদার স্তর তৈরী হতে পারে, যা দেখতে কালো রংয়ের, মাটির জৈবিক গুণাগুণ গুলো নষ্ট হয়ে যায়।
       লিটার দিয়ে উৎপাদিত মাছের স্বাদ কম এবং এক ধরনের একটা আষ্টে গন্ধ পাওয়া যায় যা চাষের মাছের প্রতি গ্রহকের আগ্রহ কমিয়ে ফেলে।
      অতএব পোল্ট্রি লিটার ব্যবহার করে মাছ চাষ করা থেকে ব্যবহারে বিরত থাকা উচিত।