Apnar toppanger gan er bishoyer byakhha ti chamotkar. Apnar kachhe amar ekti proshno:toppanger gan er jonno ami shunechhi reoaz ta ekdom swatontro. Eti ki sithik tothyo. Jodi tai hoy, tahole reoaz korar dhoron ti ektu byakhha korben?
এখন ইন্টারনেটে সবাই সব শেখাচ্ছেন। আমি একটু পুরোনোপন্থী। গাইতে পারলেই শেখানো যায় না, শেখাতে গেলে তালিম লাগে। তাই এই চ্যানেলে সেটুকুই থাক, যেটুকু আমার তালিম আছে। অন্য কোনও চ্যানেল খুললে তখন নাহয় ভাবা যাবে।
অসাধারণ ।প্রতিদিন ই মুগ্ধ হচ্ছি আর প্রতিদিন ই অনেক কিছু শিখছি।অনেক আগে থেকে কেন খোঁজ পেলাম না এটাই আফশোষ।আবার ছোটবেলা ফিরে পেলাম আপনার গানের ভিডিও র জন্য।অনেক শুভেচ্ছা রইলো।
Sir আজি ঝড়ের রাতে তোমার অভিসার এই গান আপনি খুব সুন্দর শেখালেন, যদি এই গান একবার পুরোটা একসাথে করেন, তবে বারবার আমরা এটা শুনে কানে বসিয়ে নিতে পারি। 🙏🙏🙏
ওখানেই তো আপত্তি, গান তোলা নয়, গান শেখা। কপি, তা সে যতই নিখুঁত হোক না কেন, সেটা শিল্প নয়, সেটা কপিই... আমাদের গুরুমুখী বিদ্যা কিন্তু কপি নয়। সেই কারণেই আমার অনুরোধ, ভিডিও শোনার পাশাপাশি নিজে নোটেশন নিয়ে বসুন, নিজে নিজে সেটাকে interprete করুন। হয়তো আমার থেকে বহুগুণ ভালো interpretation হবে সেটা।☺️☺️☺️☺️
ভীষন ভালো লাগলো - অপূর্ব! “ধায় যেন মোর সকল ভালোবাসা” - শেখানোর জন্যে অনুরোধ পেয়েছেন দেখলাম - অপেক্ষা করে থাকবো। আরও এরকম মুক্ত ছন্দের গান শিখতে চাই। অশেষ ধন্যবাদ।
So so grateful for teaching this, the first 'toppa'..🙏🙏 Why is it showing part two available only ? Aar, ekhon jokhon sahoj ganer seemana atikram kore, challenging gaan teach korte start korechen...'Ja hariye jay ta agle bose' ganti ekhon teach korte parben ki ? Bohudin aage request korechilam...tokhon you said, Roboscope er audience is not yet ready for this. Maybe you'll consider teaching it now ?? Many thanks🙏🙏
টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীতের টপ্পার কাজের দানা গুলো কন্ঠে সুন্দর ভাবে আনার জন্য কিভাবে স্বর প্রক্ষেপন করতে হবে বা কিভাবে স্বরসাধনা করতে পারি,এই নিয়ে যদি একটু আলোচনা করেন ভালো হয়।এক্ষেত্রে কি কন্ঠে গমক আনা প্রয়োজন?
হ্যাঁ, diatonic scale system বা equal tempered scale system এর ক্ষেত্রে সমান, কিন্তু হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে সমান নয়। th-cam.com/video/g7_5W6YQWg8/w-d-xo.html
স্যার সার্থক জনম আমার,মেঘের পরে মেঘ কমেছে ইত্যাদি গানগুলোতো আমরা টপ্পা আঙ্গিকে শুনে আসছি।তবে গানগুলো কি স্বরলিপির তালেও গাওয়া যেতে পারে? আর স্যার এটাও আমি জানতে চাই যে এগুলো বৈতালিক গান না হওয়া সত্ত্বেও মুক্তছন্দে কেন গাওয়া হয়?আমি ঠিক এই ব্যপারে জানি না স্যার।😢😢
হ্যাঁ সবগুলি গানই তালে নিবদ্ধ অবস্থায় স্বরলিপিতে আছে। কৃষ্ণকলি গানটি পাঁচ নম্বর স্বরবিতান এ আছে, সম্ভবত অর্ধ ঝাঁপ তাল, অন্যরকম সুর। পড়ে দেখার অনুরোধ রইল। পরে বিস্তারিত আলোচনা হবে।
It is very sad and disconcerting to note that the vast majority of singers do not make the effort to follow the notations precisely. For example in the first line, "jharer" starts with "Re" and then proceeds to the "Ma" note straightaway. There is no glide from "Re" to " Ma". The "Ma" note, is completely independent and therefore has to be executed accordingly. There are many other deviations people make, but this is a simple example of a glaring error committed by most singers, who are not careful with notations
আপনি খুব সুন্দর ভাবে শেখান। আমি নিয়মিত আপনার গান শুনি ও শেখার চেষ্টা করি।
Very nice.excellent guidance.
অসাধারণ 👌👌👌
গান গুলো আপনার জন্য গাইবার সাহস পাচ্ছি
স্যর, ভীষন ভাল লাগল।
Thanks 👍
খুব ভালো লাগলো
খুব সুন্দর লাগল
অনেক ধন্যবাদ
Khub valo laglo bhaity.Apni akjon valo guru.pranam janai.
ধন্যবাদ, আপনি আমার নমস্কার জানবেন।
Wonderful teaching. Wonderful method of teaching
ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
খুব সুন্দর করে বোঝালেন।
ধন্যবাদ
Khub bhalo laglo
🙏🙏
অপূর্ব।
ধন্যবাদ
বেশ💐
Apurbo
ধন্যবাদ
Darun
ধন্যবাদ
ভালো লাগলো এত ভালভাবে বোঝালেন খুব ভাল
Dhonobad, apnakeoy।
Khub sundor ❤️
Asadharon 🙏🏻
ধন্যবাদ।
সুন্দর
🙏🙏
Apnar toppanger gan er bishoyer byakhha ti chamotkar. Apnar kachhe amar ekti proshno:toppanger gan er jonno ami shunechhi reoaz ta ekdom swatontro. Eti ki sithik tothyo. Jodi tai hoy, tahole reoaz korar dhoron ti ektu byakhha korben?
❤❤
🙏🙏
Sir, khub bhalo laglo ei ganti eto sundor bhabe sikhte peye, ekta anurodh korlam: " Saghana Gahana Ratri.." jodi amader sekhan🙏
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। 🙏🙏
আপনি এতো সুন্দর করে শেখান,খুব ভালো বুঝতে পারি। ভার্চুয়াল না হয়ে কাছে শিখতে পারলে কতো ভালো হতো
Ki sundar sekhalen.Tappa gaoar jonno palta sekhaben sir.
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, সঙ্গে থাকুন প্লিজ।
খুব সুন্দর ব্যাখ্যা। পুরোনো বাংলা আধুনিক গানের শিক্ষা পেতে আশা করি। নমস্কার।
এখন ইন্টারনেটে সবাই সব শেখাচ্ছেন। আমি একটু পুরোনোপন্থী। গাইতে পারলেই শেখানো যায় না, শেখাতে গেলে তালিম লাগে। তাই এই চ্যানেলে সেটুকুই থাক, যেটুকু আমার তালিম আছে। অন্য কোনও চ্যানেল খুললে তখন নাহয় ভাবা যাবে।
সত্যি বলছি, আপনার গান শুনতে মুখিয়ে থাকি। এমন দরদ দিয়ে গাওয়া কী আর বলব! শ্রদ্ধা জানবেন।
দিদি, আপনি আমার নমস্কার নেবেন।
@@robiscope নমস্কার।
এতদিনে একটা অনলাইন ক্লাস পেলাম। খুব ই কাজের । ধন্যবাদ
স্বাগত জানাই আপনাকে, সঙ্গে থাকুন।
অসাধারণ ।প্রতিদিন ই মুগ্ধ হচ্ছি আর প্রতিদিন ই অনেক কিছু শিখছি।অনেক আগে থেকে কেন খোঁজ পেলাম না এটাই আফশোষ।আবার ছোটবেলা ফিরে পেলাম আপনার গানের ভিডিও র জন্য।অনেক শুভেচ্ছা রইলো।
হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ।
অপূর্ব গায়কী
ধন্যবাদ
"আমি রূপে তোমায় ভোলাব না " এই গানটা করার অনুরোধ করলাম, যদি সম্ভব হয় করবেন। ভালো লাগলো এই গানটার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, সঙ্গে থাকুন প্লিজ।
খুব সুন্দর বোঝালেন । ধন্যবাদ ।
স্বাগত জানাই আপনাকে।
অপূর্ব, দারুন বোঝালেন🙏🙏
🙏🙏
অপূর্ব।টপ্পা গাইবার পদ্ধতি শেখালে খুব উপকৃত হব।
নিশ্চয়ই শেখাবো।
এতো যত্ন করে শেখালেন,,এক কথায় অপুর্ব,,,ভালো থাকবেন
🙏🙏
Excellent!!!!
খুব খুব ভালো লাগছে---এরকম একটি গানের জন্য ধন্যবাদ
🙏🙏
Khub sundor sikha
🙏🙏
Apurbo gayoki!
🙏🙏
স্যার ধায় যেন মোর সকল ভালোবাসা গানটা শেখানোর অনুরোধ রইলো
প্রিয় গান 🙏🙏
খুবই উপকৃত হলাম 🙏🙏
Thanks
স্যার ভীষণভাবে উপকৃত হচ্ছি,আপনার শেখানোর পদ্ধতি বলার অপেক্ষা রাখে না।রবিঠাকুরের সব গান ই শিক্ষামূলক।
একদম ঠিক।
খুব ভালো লাগলো।"মেঘের পরে মেঘ জমেছে"গানের অনুরোধ করছি ।
বেশ, খুব কঠিন একটা গান। নিশ্চয়ই শেখাবো।
Sir আজি ঝড়ের রাতে তোমার অভিসার এই গান আপনি খুব সুন্দর শেখালেন, যদি এই গান একবার পুরোটা একসাথে করেন, তবে বারবার আমরা এটা শুনে কানে বসিয়ে নিতে পারি। 🙏🙏🙏
ওখানেই তো আপত্তি, গান তোলা নয়, গান শেখা। কপি, তা সে যতই নিখুঁত হোক না কেন, সেটা শিল্প নয়, সেটা কপিই... আমাদের গুরুমুখী বিদ্যা কিন্তু কপি নয়। সেই কারণেই আমার অনুরোধ, ভিডিও শোনার পাশাপাশি নিজে নোটেশন নিয়ে বসুন, নিজে নিজে সেটাকে interprete করুন। হয়তো আমার থেকে বহুগুণ ভালো interpretation হবে সেটা।☺️☺️☺️☺️
আপনার শেখানো আমার খুব উপকার হয়।
অদ্ভুত সুন্দর। নমস্কার, দাদা।
নমস্কার
@@robiscope নমস্কার।
অসাধারণ 🙏🏻
🙏🙏
অনেক উপকৃত হলাম।এরকম আরও মুক্ত ছন্দের গান শিখতে চাই স্যার🙏
নিশ্চয়ই
Darun sir asadharan sune mon bhore galo 🙏
🙏🙏
অপূর্ব!
🙏🙏
আমার ভীষন ভালো লাগলো আপনার ei class টা দেখে।এতো সুন্দর ভাবে এতো সুন্দর ধরে ধরে বোঝালেন সত্তিই চমৎকার।আজ আমি প্রথম দেখলাম।ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
দারুন, দারুন, অনির্বচনীয়। মন্ত্রমুগ্ধের মত শুনলাম। ভালো থাকবেন। 🙏🙏
ধন্যবাদ
ধন্যবাদ!
মুক্ত ছন্দের গান নিয়ে বেশ সুন্দর ধারণা পেলাম!
ধন্যবাদ আপনাকেও।
অসাধারণ ।
ভীষণ ভালো লাগলো স্যার আপনার বোঝান।
🙏🙏
Apurbo Sir.... Khub sundar kore bojhanor jonno 🙏
🙏🙏
এত ধরে ধরে সুন্দর করে বোঝাচ্ছেন খুব ভালো লাগছে শুনতে ও বুঝতে। ধন্যবাদ ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকেও।
খুব ভালো লাগলো 🌻
🙏🙏
খুবই ভালো লাগলো।সুন্দর ভাবেই বোঝা গেল।
"ধায় যেন মোর সকল ভালোবাসা"_এই গানটি শেখানোর অনুরোধ. রইলো।
নিশ্চয়ই বড় প্রিয় একটি গান আমার।
খুব ভালো লাগলো দাদা। ধন্যবাদ।এই গানটা গাইতে আমার ভীষণ ভালো লাগে।
🙏🙏
Greetings from Dhaka, Bangladesh. Excellent tutorial. Stay well and safe.
Thanks a lot...
@@robiscope Most welcome
"চরণ ধরিতে দিয়ো গো আমারে......"গানটির অনুরোধ রইলো আপনার কাছে sir, অপেক্ষায় রইলাম
নিশ্চয়ই
Khub bhalo laglo ami ei type er gaan like kari o practice kari.
🙏🙏
ভীষন ভালো লাগলো - অপূর্ব! “ধায় যেন মোর সকল ভালোবাসা” - শেখানোর জন্যে অনুরোধ পেয়েছেন দেখলাম - অপেক্ষা করে থাকবো। আরও এরকম মুক্ত ছন্দের গান শিখতে চাই। অশেষ ধন্যবাদ।
নিশ্চয়ই শেখাবো, সঙ্গে থাকুন।
So so grateful for teaching this, the first 'toppa'..🙏🙏
Why is it showing part two available only ?
Aar, ekhon jokhon sahoj ganer seemana atikram kore, challenging gaan teach korte start korechen...'Ja hariye jay ta agle bose' ganti ekhon teach korte parben ki ? Bohudin aage request korechilam...tokhon you said, Roboscope er audience is not yet ready for this. Maybe you'll consider teaching it now ?? Many thanks🙏🙏
The first part contained the same song in Jhampak tal. The video got corruptted.
@@robiscope Oh, I see..Thanks for the explanation.
ধায় যেন মোর সকল ভালোবাসা এই গানটা যদি শেখান খুব উপকৃত হবো। ভালো থাকবেন। 🙏🙏
নিশ্চয়ই
একটি অজানা তথ্য জানতে ইচ্ছে করছে। নীচের গানটিতে কবি নয়ন না লিখে নয়ান লিখলেন কেনঃ
নয়ান ভাসিল জলে--
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে,
জাগিল রজনী হরষে হরষে রে ॥
তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে।
জাগো রে আনন্দে চিতচাতক জাগো--
মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে ॥
খুব ভালো গান, শেখানোর ইচ্ছা রইল।
একটু টপপাঙগের সরগম পেলে খুব ভাল হয়।
হ্যাঁ, এটা নিয়েও আলাদা ওয়ার্কশপ করার পরিকল্পনা রয়েছে।
অসাধারণ স্যার । 'আজ আকাশের মনের কথা ঝরঝর বাজে ' গানটি শেখানোর জন্য অনুরোধ করছি ।
নিশ্চয়ই।
“তোমায় নতুন করে পাবো বলে” এই গান টা শেখানোর অনুরোধ রইল 🙏
শুধু তোমার বাণী নয় গো...এই গানটা যদি শেখান তাহলে খুব উপকৃত হবো।
হ্যাঁ নিশ্চয়ই, খুব প্রিয় একটা গান।
Dure kothai dure dure gaan ti dekhale khub upokrito hobo mukto chonde 🙏🏿🙏🏿🙏🏿
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, সঙ্গে থাকুন।
আর একটি গানের আবদার রইলো বিপুল তরঙ্গরে
নিশ্চয়ই
Toppa r series korar plan ache apnar ? Jodi koren Khub valo hoy, specially if you start with tpppa r alonkar... Thank you.
একদম, সঙ্গে থাকুন।
@@robiscope Thank you. Toopa r series e, "E moho aboron", aar "swopono jodi vangile", ei duto gaan sekhanor request roilo, hopefully honour korben 🙏
টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীতের টপ্পার কাজের দানা গুলো কন্ঠে সুন্দর ভাবে আনার জন্য কিভাবে স্বর প্রক্ষেপন করতে হবে বা কিভাবে স্বরসাধনা করতে পারি,এই নিয়ে যদি একটু আলোচনা করেন ভালো হয়।এক্ষেত্রে কি কন্ঠে গমক আনা প্রয়োজন?
হ্যাঁ, গমকের অলংকার না করলে টপাঙ্গের কাজ আসা অসম্ভব। পরবর্তী সময়ে এ নিয়ে বিস্তারিত আলোচনার ইচ্ছা রইলো।
মনে রেখো তবু মনে রেখো এই গানটি শেখালে খুব ভালো হতো।
Nice
Apurbo gayoki!
অপূর্ব
স্যার প্রতি দুই স্বরের মধ্যে কম্পাঙ্কের দূরত্ব কি সমান? কোন স্বরের কত কম্পাঙ্ক কিভাবে জানব
হ্যাঁ, diatonic scale system বা equal tempered scale system এর ক্ষেত্রে সমান, কিন্তু হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে সমান নয়।
th-cam.com/video/g7_5W6YQWg8/w-d-xo.html
Khub valo laglo.Dada...apni je mike ta byabohar korechen...kothae pabo jodi janan
Fifine, অনলাইনে পাওয়া যায়।
স্যার সার্থক জনম আমার,মেঘের পরে মেঘ কমেছে ইত্যাদি গানগুলোতো আমরা টপ্পা আঙ্গিকে শুনে আসছি।তবে গানগুলো কি স্বরলিপির তালেও গাওয়া যেতে পারে?
আর স্যার এটাও আমি জানতে চাই যে এগুলো বৈতালিক গান না হওয়া সত্ত্বেও মুক্তছন্দে কেন গাওয়া হয়?আমি ঠিক এই ব্যপারে জানি না স্যার।😢😢
হ্যাঁ সবগুলি গানই তালে নিবদ্ধ অবস্থায় স্বরলিপিতে আছে। কৃষ্ণকলি গানটি পাঁচ নম্বর স্বরবিতান এ আছে, সম্ভবত অর্ধ ঝাঁপ তাল, অন্যরকম সুর। পড়ে দেখার অনুরোধ রইল। পরে বিস্তারিত আলোচনা হবে।
@@robiscope ঠিক আছে স্যার😊
Ami samita biswas Sr ami vison vabe akjon vakto sr darun 🙏🙏
ধন্যবাদ আপনাকে।
Apburbo sekhano 🙏🏿
ধন্যবাদ
বাংলাদেশ থেকে বলছি,
এত গুছিয়ে শেখান, না বুঝার উপায় নেই। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
Ki je bole dhonnbad janabo Sir bujte parchi na.
ধন্যবাদ আপনাকেও।
কেবল🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It is very sad and disconcerting to note that the vast majority of singers do not make the effort to follow the notations precisely. For example in the first line, "jharer" starts with "Re" and then proceeds to the "Ma" note straightaway. There is no glide from "Re" to " Ma". The "Ma" note, is completely independent and therefore has to be executed accordingly. There are many other deviations people make, but this is a simple example of a glaring error committed by most singers, who are not careful with notations