কি বলবো ভাই। কোন তুলনা হয় না শিহাব শাহিন, অপূর্ব, মম,। ২০১৮ সালের নাটক ২০২০ এ এসেও দেখতেছি। আপনারা আবার প্রমাণ করে দিলেন বিখ্যাত মানুষদের কর্ম সবসময় বিখ্যাতই হয়। স্যালুট বস্ 💔💔💔💔💔💔
প্রত্যেকটা দৃশ্য এবং সংলাপ বাস্তব ও জীবন্ত। সবার অভিনয়ই ছিলো হৃদয় নিংড়ানো। চোখে জল এমনিতেই চলে আসছিলো। স্টার জলসা যারা দেখে আমার মতে তারা মানসিক ভাবে অনেকটাই অসুস্থ ও নেশাগ্রস্থ। বড় ভাইয়া এবং জলপা (জলি আপা) এর অভিনয় নজর কারার মত ছিলো। আর অপূর্ব ও মম তো সবসময়ই বস!
আমার বারি কলকাতাই আমি আগে কখনো বাংলাদেশে র নাটক দেখিনি but আমার এক টা বন্ধু বলল শে্ষ প্রজন্ত নাটক টা দেখো তাই দেখলাম, কিনতু নাটক যে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনাই সব থেকে ভালো লাগলো পোষাখ আসাক অ্যান্ড Story is beautiful Ekhon theke amar every day rotin Hoye ghache bangladeser natok dekha,
Please watch Anmone Tumi, Bus Stop, Adittyer Mounota, Tomar Jonne Ek Prithibi..I am a die hard fan of Apurbo and Momo...please enjoy their natoks, thanks
অপূর্ব ওয়ার্ল্ড ক্লাস নাটক সুপার স্টার হিসেবে ১০ বছর ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন! ভালো থাকবেন স্যার! ব্যাচ ২৭, এক্স ফ্যাক্টর, বড় ছেলে, রাজ কুমার সহ অপূর্বর রচনা, পরিচালনা পরিচালনায় ব্যাকডেটেড! অপূর্ব একজনই যার কোন বিশেষ চরিত্র বা বিশেষ কোন নায়িকার দরকার নেই! সবসময় সেরা পারফর্ম করা অভিনেতা - অভিনেত্রী মানে অপূর্ব এবং মম!
I am great fan of bangla Natok.. specially Apurba. Love and great wishes from India.. keep it up.. please come up with more beautiful realistic stories.. Bangladesh er manus der kokhono mone hoy na je tara onyo desher... Ei maati ei jol sob e ek. Tomra amader nijer lok.. khub bhalobasi tomader... True love from india.. best wishes.. aktu abeg probon lagche. Bangladesher bhai eder onek bhalobasa pathalam.tomra amader e akjon.
সত্যি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি । কান্না চলে আসলো । কিন্তু অবশেষে ওদের মিল দেখে বুকটা ভরে গেল । সত্যি এই নাটকের পরিচালক কে প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং অপৃর্ব ও মম কে congratulations অনেক সুন্দর হয়েছে তাদের অভিনয় । আশা রাখছি এই বছরের সেরা নাটকের তালিকায় এইটা ও থাকবে ।ধন্যবাদ সবাইকে
just wow! বাংলা নাটক এমনিতে দেখা হয়না, বাট এটা ওয়ার্ল্ড ক্লাস ছিলো, শেষদিকে আফসোস হচ্ছিলো যে এতো তাড়াতাড়ি কেনো শেষ হয়ে যাচ্ছে। মূভী বানানোর মতো একটা গল্প, হ্যাটস অফ শিহাব ভাই এন্ড টীম!!
অসাধারণ যৌথ পরিবারের একটি নাটক এই নাটকটির তিনটি যায়গায় আমার চোখের জল এসেছে এক যখন অপুর্ব ভাই এবং মম আপু দুজন কালভার্ট থেকে চলে যাচ্ছিল তাদের ভালোবাসা কোরবানি দিয়ে,😢 দ্বিতীয় যখন মম আপু বাঁশ ঝাড়ের বসে কান্না করছিল তখন,😢 তৃতীয়ত যখন অপুর্ব ভাইকে মেয়ে পক্ষ দেখতে আসে তখন সবাই মিলে বিয়ে ভাঙার চেষ্টা করে,😢 কিন্তু শেষ কান্না ছিল খুশির কান্না আর শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো,😅 এভাবেই বেঁচে থাক সকলের ভালোবাসা তাহলেই তো ভালোবাসার পূর্ণতা পাবে 💝💝💝
Love From North Bengal, India ❤️🇮🇳🇧🇩 শুধু অপূর্ব ভাইয়া নন, এই নাটকে প্রত্যেকের অভিনয়শৈলী অসাধারণ..! ' বড়ো ছেলে', বুকের বা পাশে', 'Appointment Letter' এই নাটকগুলোর পাশে, অন্তত আমার বুকের বা পাশে আরেকটি নাটক স্থান পেলো! ❤️ Mehezabein এর কান্না দেখে আসছি এত বছর ধরে। সত্যি! Mamo যখন কাদো কাদো ভাবে ভাঙ্গা গলায় কথা বলে , "তুমি আমায় ভুলে যাবে" 😔 সত্যি আলাদাই লাগে শুনতে, আবার কাদতে কাদতে হেঁচকি তোলে 😂❤️ So cute and real! সত্যিই, এভাবেই যেনো সবার ভালবাসা পরিণতি পায়..! 🙏❤️🌹
শিহাব শাহীন ভাই আপনি কি জানেন আপনি একজন কিলার? আমাকে খুব কাদিয়েছেন। অসম্ভব ভালো লেগেছে।যতক্ষণ দেখছিলাম যেন মনে হয়েছে সব আমার সঙ্গে হচ্ছে, অনুভূতি গুলো কে কিভাবে এত সুন্দর রূপ দিতে পারেন আপনি? অপূর্ব আর মম আমার সারা জীবনের দেখা সকল জুটির থেকে সবচাইতে বেস্ট ❤
ওরে,,নাটকটা এতো দেরিতে কেনো দেখলাম,,?? পুরনো স্মৃতি মনে পড়ে গেলো,চোখের কোণ ভিজে গেলো,,,ভাবছিলাম বুকের বা পাশেই সেরা,, এখন তো দেখছি,, এটাও কোনো অংশে কম না♥♥♥♥
সব নাটক নাটক হয় না। কিছু নাটক প্রতিবেশির বাস্বব চিত্রও হয়। এ যেন বন্ধু আব্দুল্লার কাহিনী! এমন একটি নাকট উপহার দেওয়ার জন্য পরিচালকসহ সবাই মনের কোন এক গহিন কোনে জায়গা করে নিল। তবে তাদের পরিবার যেমন পবিত্র তেমনি তাদের ভালোবাসও পবিত্র। বাস্তবে যারা এমন আছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং হৃদয় থেকে আর্শিবাদ রইল।
শেষ পর্যন্ত দেখে কখন যে দুই চোখের কোন দিয়ে জল ঝরে পড়েছে খেয়াল করিনি. আমার মনটা ভোরে গেলো সমাপ্তি দেখে. সমাজ যেন এই পৃথিবীর সব ভালোবাসার মানুষ গুলোকে এই ভাবেই মিলিয়ে দেয় ❤❤
"বাহ্ কি চমৎকার নাটক। দেখে মনটা ভরে গেল।মনে হল কয়েকটা ঘন্টা বিফলে যায় নি। " আমার দেখা অন্যতম সেরা নাটকের একটা" "নাটকের নির্মাতাকে ধন্যবাদ" "সবাই খুব ন্যাচারাল অভিনয় করেছে" 😍😍😍 just outstanding😍😍😍
সব রোমান্টিক প্রেম গুলা বাশ ঝারে হয় সত্যি বাশ ঝার গুলা অনেক প্রেমের সাক্ষী বাশ ঝারটা দেখে পুরানো দিনের কথা মনে পরে গেলো আর আমার দেখা ভালো নাটক গুলার মাঝে এটা একটা
শেষ পর্যন্ত, বড় ছেলে এবং তোমার জন্য এই তিনটি নাটক ২০৫০ সালের পরবর্তী প্রজন্মকেও কাঁদাবে 😭😭 অবিরাম ভালবাসা রইল প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপুর্ব এর প্রতি ❤️❤️❤️❤️
অনেক ভালো লাগলো,,আসলে ভালোবাসার মানুষকে ভুলে অন্যজনকে বিয়ে করার চিন্তা করলেই বুক ফাটা কান্না আসতো,,কি কান্না করেছি তার জন্য,,যাক আলহামদুলিল্লাহ তার সাথে এখনো আছি সেই ভালবাসা নিয়ে,দশ বছর পার হচ্ছে
অপূর্ব দিনদিন এত রোমান্টিক কি করে হয়, এত সুন্দর একটি নাটক দেখলাম , এই নাটক দেখার সময় মনের ভেতরে ভালোবাসা টগবগ করে ফুটতে ছিল..। আর চোখ দিয়ে পানি পড়তে ছিল.. . অনেক ধন্যবাদ অপূর্ব মম কে এত সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য, সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক শিহাব শাহীনকে... ভবিষ্যতে এরকম রোমান্টিক ফ্যামিলি ড্রামা আরো চাই...।
আমি ভারতীয়. জানিনা আমার মতো আর কতজন ভারতীয় বাংলাদেশের নাটক, গান পছন্দ করে কিন্তু আমার ফাঁকা সময় এর বেশির ভাগটাই এসব নাটক দেখে আর গান শুনে কাটে. অসাধারণ নাটক এটা.
"শেষ ২০১৯ সালে দেখছি, ২০২১ এসে আবার দেখলাম।আমার দেখা লাইফের সেরা নাটক এটি।নিজেকে কন্ট্রোল করতে না পেরে সত্যিই কেদেই ফেললাম।আল্লাহ প্রত্যেক ভালবাসার মানুষকে যেন এক করে দেয়।"Happy Ending 💖"""
Natoker shob gotona gula amar shathe pura mil, poribar er karone amio amar valobasha r manusher kach theke alada hoye gesi, allah jeno amar valobasha r manush k fire paoyay den, amin
দারুণ কাহিনি। খুব ভালো। ভারত...পশ্চিমবঙ্গ.... মুর্শিদাবাদ থেকে। বাংলাদেশের নাটক আমার খুবই ভালো লাগে। মনটা ভরে গেল। শিহাব শাহীন কে প্রণাম জানাই। তাঁর নাটক মানেই....ভিন্ন স্বাদ।
ভালোবাসার মানুষকে না পাওয়ার মধ্যেও একটা অন্য রকম অনুভূতি লুকিয়ে আছে।। পাওয়ার চেয়ে না পাওয়ার মাঝেই ভালোবাসা জীবনের শেষ পর্যন্ত নতুন দেখার অনুভূতিকে জাগ্রত করে দেয়।।।
Onik onik onik valo lagce. ki bolbo bujta parce na natok dakya Ami ekdom Kanna kora dece.shes ta onik valo korce.sob Chaya amer kas jokon dui jon bedai nai sha somay.ato valo ovinoi ki vabe kora.ekta poreskar paya uchat selo.
শিহাব ভাইকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ওনি এরকম একটি গল্প সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দিয়ে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তার জন্য ভাইয়া কে অন্তরস্থল থেকে জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা।মম ও অপূব এর অভিনয় মানে অন্য রকম ভালোবাসার অনুভুতি।শেষ পযর্ন্ত কাঁদতে হলো নাটক দেখে।অসাধারণ
নাটকটা আরো ৩ বছর আগে দেকেছিলাম খুব কান্না করেছি কখনো ভাবিনি আমার জীবনটা ও এই নাটকের মতো হবে 😅 তাই আাবার দেকলাম জানি না আদেও কি আমার ভালেবাসা পূর্ণতা পাবে কি না 😅😅
নাটকটি যতক্ষন দেখেছি ততক্ষন বুকে ভিতর বোবা কান্না ছিল। চোখের অজান্তেই পানি চলে আসলো। শেষ পর্যন্ত বড় ভাই বুকের চাপা কষ্ট গুলো দুর করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ বড়ভাই। অপূর্ব এবং মম -কে ধন্যবাদ।
ভালোবেসে ভুল করিনি গানটা দেখে এই নাটকটি দেখার ইচ্ছে হলো... তাই search করে নাটকটি দেখা শুরু করলাম.. আমি অপূর্ব ভাইয়ার একজন পাগল ভক্ত কলকাতা থেকে🇮🇳 প্রায় 200 টার মতো নাটক দেখেছি ভাইয়ার but এই নাটকটি miss করে গেছি.. আর কাঁচের পুতুল দেখার পর আমি মমর ভক্ত হোয়ে গেছি 😀
অনেক আগে এ নাটক টা দেখছিলাম।আজ আবার দেখলাম।সত্যি অনেক সুন্দর। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়াটা যে কতটা আনন্দের তা বলে হয়তো বুজানো যায় না।ভালো থাকুক সব ভালোবাসা ❤️❤️❤️
কোলকাতার দর্শক 😊 বরাবরই একটু গভীর ভালোবাসার নাটক পছন্দ করি । গভীর বলতে ভালোবাসায় চোখের জল অবশ্যই থাকতে হবে । ভাল লেগেছে । খুব ভাল লেগেছে । আর একটা কথা যেটা সবসময়ই বলি, অপূর্ব মম সেরা জুটি ।
Ai niye natok ta 100 bar dekhlam amr atoi valo legeche. Casting niye kono kotha hobe na r ovinoy toh cherei dilam. Sobai ak kothay osadharon. Atto ghoroa r practical je vasa hariyechi. Sobar ovinoy darun darun. Ami comment ta r na kore parlam na.. India theke onek suveccha upnader❤
এনটিভির নাটক 'শেষ পর্যন্ত' ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে ক্লিক করুন > cutt.ly/DnqQ9ql
z
@@MdFahim-ew1tw f mm
Mm
Amio...
onek kadsi
ধন্যবাদ এন টিভি চ্যানেলকে এত সুন্দর একটি নাটক সাধারণ দর্শক কে উপহার দেয়ার জন্য ধন্যবাদ নাটকের পরিচালক কে
কি বলবো ভাই। কোন তুলনা হয় না শিহাব শাহিন, অপূর্ব, মম,। ২০১৮ সালের নাটক ২০২০ এ এসেও দেখতেছি। আপনারা আবার প্রমাণ করে দিলেন বিখ্যাত মানুষদের কর্ম সবসময় বিখ্যাতই হয়। স্যালুট বস্ 💔💔💔💔💔💔
Ami opurbo r Momo k best juti mone kori. Opurbo er pase kbl momo k vision vlo lage.
@@maksudarahman1156 Ha.....awssam lage dujon k😍😍😍😍😍😍
এ নাটক টা যে কত বার দেখেছি তাও মনে হয় বারবার দেখি
Allah mohan Allah allahummamin ❤❤❤
@@msmunna ২০২৪ এসেও দেখতেছি😁
প্রত্যেকটা দৃশ্য এবং সংলাপ বাস্তব ও জীবন্ত। সবার অভিনয়ই ছিলো হৃদয় নিংড়ানো। চোখে জল এমনিতেই চলে আসছিলো।
স্টার জলসা যারা দেখে আমার মতে তারা মানসিক ভাবে অনেকটাই অসুস্থ ও নেশাগ্রস্থ।
বড় ভাইয়া এবং জলপা (জলি আপা) এর অভিনয় নজর কারার মত ছিলো। আর অপূর্ব ও মম তো সবসময়ই বস!
কান্না করছি অনেক বার নাকট টা দেখে আমার গল্পের সাথে মিলে গেছে🥀🥀🥺🥺
কান্না আটকিয়ে রাখতে পারিনি!!
এমব স্ক্রিপ্ট লিখে নাকি কেউ,মম আর অপূর্ব ভাইয়ের কষ্ট টা আমাকে কাঁদিয়েই ফেললো।
tik bolcen bai.....amrooooooo?
Amio
Amro vai same kanna dore rakte pari nai
হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অসাধারণ একটি নাটক। যারা কাউকে সত্যিকারে ভালোবাসে তারা এই নাটকটি দেখলে অবশ্যই কাঁদবে। ভালোবাসার মানুষকে খুব মিস করি। 😢😢😢
কি বলব ভাষা খুজে পাচিচ না, ওদের মিলন হওয়ার আগপর্যন্ত অনেক কাদলাম শেষের দিকে মনে শান্তি পেলাম আসলে সত্যিকারের ভালবাসা এমনি হয়। এক কথায় অসাধারন।।।।
সব সত্যি কারের ভালোবাসা পরিণতি পায় না
Amio
আমার বারি কলকাতাই আমি আগে কখনো বাংলাদেশে র নাটক দেখিনি
but আমার এক টা বন্ধু বলল
শে্ষ প্রজন্ত নাটক টা দেখো তাই
দেখলাম, কিনতু নাটক যে এত
ভালো লাগবে আমি ভাবতে পারিনাই
সব থেকে ভালো লাগলো পোষাখ আসাক অ্যান্ড Story is beautiful
Ekhon theke amar every day rotin
Hoye ghache bangladeser natok dekha,
বাংলা আরও অনেক ভাল নাটক আছে এর চেয়েও ভাল । আপনি দেখতে পারেন। বুকের বা পাশে ও বড় ছেলে নাটক দুটি দেখুন আপনার অনেক ভাল লাগবে।।।
Please watch Anmone Tumi, Bus Stop, Adittyer Mounota, Tomar Jonne Ek Prithibi..I am a die hard fan of Apurbo and Momo...please enjoy their natoks, thanks
আপনি নিল প্রজাপতি নাটক টা দেইখেন ভালো লাগবে
REJAUL ISLAM আসলে চেখে জল আসার মত নাটক
কাদতে চান তবে 'নাটক দেখেন, 'ভাংগন'' ও সার্ভিস হোলাডার'।
আমি ইন্ডিয়াতে থাকি যখন সময় পাই এই ধরনের নাটক দেখি , এক কথায় অসাধারণ অনেক 3বার দেখলাম everyone perfect .
Indiar kothay thaken
নাটকটা অসাধারণ 2025 সালে এসে আরো এক বার দেখে গেলাম আমার পরে যারা নাটক টা দেখে কমেন্ট পড়তে আসছেন তারা একটা লাইক দিয়ে যাবেন প্লিজ ❤🌸😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ অনেক ধন্যবাদ আপনাকে 😢
@@shuvomegamind3134 🥰❤️❤️❤️
এই নিয়ে পাঁচবার
😂
@@morshedreaz4857 ❤️❤️❤️
সত্যি নাটক হলে এমোনি হওয়া ঊচিত। এই নাটকটায় প্রান আছে। All the best.
প্রত্যেকটা মিনিটে থ্রিলার,,এত্ত ভাল নাটক কমই আছে।ঈদের ভালো নাটক গুলোর একটা। সবার অভিনয় অসাধারণ। ১০/১০।খুব ভালো।।💜ফ্রম ইন্ডিয়া।(ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ থেকে)।।
কাদিয়ে দিলিরে ভাই,,,,কি বলবো এতো ভালো লাগলো ভাষা হারিয়ে ফেলেছি।ধন্যবাদ পরিচালক ভাইকে।আরো এমন নাটক চাই।
Same to me
আয়ায়াক
@@asalamtohin8413 ১ঁঁ@ঁঁ১১১আ
right vai same to me
@@yousufmiah1990 2
সত্যি কিছু বলার ভাষা নাই আমার, অসম্ভব সুন্দর একটা নাটক,, চোখের পানি যেন থামতেই চাইছেনা,, 😢😢
প্রথমে নাটক দেখে ভেবেছিলাম যে হয়তো শেষে মিল হবে না । কিন্তু পরিচালক দারুণ গল্প বানিয়েছেন । অসাধারন গল্পটি ....
Same vabna amaro silo vaia😂
বড় ভাইটা সেরা,,বর্তমান সময়ে এমন নাটক খুব কম হয়,,যা একান্নবর্তী পরিবারের সর্ম্পকে কিছু শিক্ষা পাওয়া যায়, ধন্যবাদ সকল অভিনেতা কলাকুশলীদের।
অনেক ভাল লাগলো নাটকটা।
@@ayshaislam7655 হ্যাঁ
এই নাটক দেখে কতটা ইমোশনাল হয়ে গেছি ভাষায় বোঝানো যাবেনা।চোখের পানি রাখতে পারলামনা।অপূর্ব &মোমো বেষ্ট জুটি।
অপূর্ব ওয়ার্ল্ড ক্লাস নাটক সুপার স্টার হিসেবে ১০ বছর ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন! ভালো থাকবেন স্যার! ব্যাচ ২৭, এক্স ফ্যাক্টর, বড় ছেলে, রাজ কুমার সহ অপূর্বর রচনা, পরিচালনা পরিচালনায় ব্যাকডেটেড!
অপূর্ব একজনই যার কোন বিশেষ চরিত্র বা বিশেষ কোন নায়িকার দরকার নেই! সবসময় সেরা পারফর্ম করা অভিনেতা - অভিনেত্রী মানে অপূর্ব এবং মম!
এক দম তাই ,
সত্যি অপূর্ব ভাই মমো আপুর, অভিনয়ের কোনো তুলোনা হয় না i like u 2...💖💙
তাই
Hmm
তুমি
আসলেই
Aponio onek nice
শেষ পর্যন্ত খুশিতে অনেক চোখের পানি জরালাম।বিশ্বের মধ্যে বাংলা নাটকের সামনে আর কিছু নেই
I am great fan of bangla Natok.. specially Apurba. Love and great wishes from India.. keep it up.. please come up with more beautiful realistic stories.. Bangladesh er manus der kokhono mone hoy na je tara onyo desher... Ei maati ei jol sob e ek. Tomra amader nijer lok.. khub bhalobasi tomader... True love from india.. best wishes.. aktu abeg probon lagche. Bangladesher bhai eder onek bhalobasa pathalam.tomra amader e akjon.
mainakbasu007 we love u Indian too as like u.
Love❤️❤️❤️❤️ From 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
2024 এসে আমার মতো কে কে দেখছেন, হাত তুলে যাবেন। 🥰✋
আমি দেখেছি
সত্যি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি ।
কান্না চলে আসলো । কিন্তু অবশেষে ওদের মিল দেখে বুকটা ভরে গেল ।
সত্যি এই নাটকের পরিচালক কে প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং অপৃর্ব ও মম কে congratulations অনেক সুন্দর হয়েছে তাদের অভিনয় । আশা রাখছি এই বছরের সেরা নাটকের তালিকায় এইটা ও থাকবে ।ধন্যবাদ সবাইকে
mosharrof korim ধন্যবাদ।
just wow!
বাংলা নাটক এমনিতে দেখা হয়না, বাট এটা ওয়ার্ল্ড ক্লাস ছিলো, শেষদিকে আফসোস হচ্ছিলো যে এতো তাড়াতাড়ি কেনো শেষ হয়ে যাচ্ছে। মূভী বানানোর মতো একটা গল্প, হ্যাটস অফ শিহাব ভাই এন্ড টীম!!
Lutfur Rahman right bro...amaro ei rokom onubuti chilo kno ses hoye gelo super
অসাধারণ যৌথ পরিবারের একটি নাটক
এই নাটকটির তিনটি যায়গায় আমার চোখের জল এসেছে এক যখন অপুর্ব ভাই এবং মম আপু দুজন কালভার্ট থেকে চলে যাচ্ছিল তাদের ভালোবাসা কোরবানি দিয়ে,😢
দ্বিতীয় যখন মম আপু বাঁশ ঝাড়ের বসে কান্না করছিল তখন,😢
তৃতীয়ত যখন অপুর্ব ভাইকে মেয়ে পক্ষ দেখতে আসে তখন সবাই মিলে বিয়ে ভাঙার চেষ্টা করে,😢
কিন্তু শেষ কান্না ছিল খুশির কান্না আর
শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো,😅
এভাবেই বেঁচে থাক সকলের ভালোবাসা
তাহলেই তো ভালোবাসার পূর্ণতা পাবে 💝💝💝
ঠিক
hmm
Vaiya apnar kotha akdom thik
Vaiya apnar kotha akdom thik
চোখের কোন পানি গড়িয়ে পড়লো, সত্যি অসাধারণ একটা নাটক, কি নেই এ নাটকে! বর্তমানে এমন নাটক কেনো নির্মাণ করা হয়না🙂💔 ১৬-১২-২০২৩ ইংরেজি।
Love From North Bengal, India ❤️🇮🇳🇧🇩
শুধু অপূর্ব ভাইয়া নন, এই নাটকে প্রত্যেকের অভিনয়শৈলী অসাধারণ..! ' বড়ো ছেলে', বুকের বা পাশে', 'Appointment Letter' এই নাটকগুলোর পাশে, অন্তত আমার বুকের বা পাশে আরেকটি নাটক স্থান পেলো! ❤️ Mehezabein এর কান্না দেখে আসছি এত বছর ধরে। সত্যি! Mamo যখন কাদো কাদো ভাবে ভাঙ্গা গলায় কথা বলে , "তুমি আমায় ভুলে যাবে" 😔 সত্যি আলাদাই লাগে শুনতে, আবার কাদতে কাদতে হেঁচকি তোলে 😂❤️ So cute and real!
সত্যিই, এভাবেই যেনো সবার ভালবাসা পরিণতি পায়..! 🙏❤️🌹
সত্যি অসাধারণ একটা কাহিনী ।
ভালোলাগে যখন দেখি বাংলাদেশের বাহিরের মানুষেরাও আমাদের নাকট দেখে প্রসংসা করে❣️❣️
ভালোবাসা রইল
@@parimalbanik684 হ্যাঁ দাদা একদম 😊❤️
অপূর্ব এর অভিনয় অসাধারণ লাগলো তবে দাদার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি খুব মন ছুঁয়ে গেলেন । অনেক ধন্যবাদ এমন একটি নাটক দর্শকদের উপহার দেওয়ার জন্য।
ঠিকই
শিহাব শাহীন ভাই আপনি কি জানেন আপনি একজন কিলার? আমাকে খুব কাদিয়েছেন। অসম্ভব ভালো লেগেছে।যতক্ষণ দেখছিলাম যেন মনে হয়েছে সব আমার সঙ্গে হচ্ছে, অনুভূতি গুলো কে কিভাবে এত সুন্দর রূপ দিতে পারেন আপনি?
অপূর্ব আর মম আমার সারা জীবনের দেখা সকল জুটির থেকে সবচাইতে বেস্ট ❤
Really i realized same things...
He is really great..
মনের অজান্তেই চোখের জল এসে গেল, কি নিখুঁত অভিনয় বাংলা নাটকের।
এক কথায় অসাধারণ 😢
সত্যিই খুব কান্না করেছি। অসাধারণ একটা গল্প। আসলে গল্প না বাস্তব জীবন কাহিনী।
আমি বাঙালী হয়ে, বাংলাদেশের নাটক নিয়ে গর্বিত।।বিশেষ করে এই নাটকটা সীমার মাঝে অসীম ভালোবাসা প্রকাশ করে আমার মত পাষান মানুষের চোখেও জল নামিয়েছে।😪😪😭😭
Vai natok ta dakhe choker jol dhore rakhte parlam naa
ভাই আপনী পাষান না কোমল চিত্তের কারন আপনার চোখে পানি আসছে তাই আপনি মহৎ হ্রদয়ের মানুষ ভালো থাকবেন
ভাইয়া আমি ও চোখের পানি ধরে রাখতে পারলাম না
Valolaga prokaash korar vasha naai.. apurbo apurbo apurbo
সেরা নাটক।😍
অপূর্ব-মমো সেরা জুটি।😍💞
ভাইয়ের অভিনয়টা ভাল লাগছে।😍
সেই একটা নাটক।👌
নাটক জগতের আমার লাইফের দেখা সেরা একটা নাটক হলো এটা । জদি ও কখনও আমি প্রেম করি নাই কিন্তু নাটকটা দেখার পরে চোখ দিয়ে অজান্তে পানি এসে গেল ।❤😭😢😢😢
সত্যি খুব ভালো লাগলো,,সবাই মিলে মিশে থাকা একটা পরিবার,,,এতে থাকে অনেক ভালোবাসা?
ওরে,,নাটকটা এতো দেরিতে কেনো দেখলাম,,?? পুরনো স্মৃতি মনে পড়ে গেলো,চোখের কোণ ভিজে গেলো,,,ভাবছিলাম বুকের বা পাশেই সেরা,, এখন তো দেখছি,, এটাও কোনো অংশে কম না♥♥♥♥
Ame o tai vabcilam
নাটকটি আমার দেখা সেরা ।এবং যে কোন মুভি কে হার মানাতে পারে ।খুবই সুন্দর খুবই সুন্দর। এমন নাটক চাই ছিলাম ।
আসলে সত্য কথা
Hmm
সব নাটক নাটক হয় না। কিছু নাটক প্রতিবেশির বাস্বব চিত্রও হয়। এ যেন বন্ধু আব্দুল্লার কাহিনী!
এমন একটি নাকট উপহার দেওয়ার জন্য পরিচালকসহ সবাই মনের কোন এক গহিন কোনে জায়গা করে নিল।
তবে তাদের পরিবার যেমন পবিত্র তেমনি তাদের ভালোবাসও পবিত্র। বাস্তবে যারা এমন আছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং হৃদয় থেকে আর্শিবাদ রইল।
সেরা একটা নাটক
নাটকের নাম কি ভাই
অসম্ভব সুন্দর একটা গল্পের আঙ্গিকে নির্মাণ করা হয়েছে নাটকটা। নাটকের গল্পটা সত্যিই হৃদয়টা স্পর্শ করে গেলো। যে যাকে ভালোবাসে সে যেনো তাকেই পায়।❤
পরিবার পরিজন আত্মীয়স্বজন সবার অভিনয় দুর্দান্ত।পুরোপুরি সামাজিক একটা নাটক। খুব ভাল লাগলো।
সত্যি অসাধারণ নাটক ধন্যবাদ পরিচালককেও
শেষ পর্যন্ত দেখে কখন যে দুই চোখের কোন দিয়ে জল ঝরে পড়েছে খেয়াল করিনি. আমার মনটা ভোরে গেলো সমাপ্তি দেখে. সমাজ যেন এই পৃথিবীর সব ভালোবাসার মানুষ গুলোকে এই ভাবেই মিলিয়ে দেয় ❤❤
আমার ও আমি খুব কান্না করেছি
"বাহ্ কি চমৎকার নাটক। দেখে মনটা ভরে গেল।মনে হল কয়েকটা ঘন্টা বিফলে যায় নি।
" আমার দেখা অন্যতম সেরা নাটকের একটা"
"নাটকের নির্মাতাকে ধন্যবাদ"
"সবাই খুব ন্যাচারাল অভিনয় করেছে"
😍😍😍 just outstanding😍😍😍
নাটক টা দেখতে দেখতে চোখের জল আটকাতে পারছিলাম না কিন্তু শেষ দৃশ্য টা দেখে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি হলো।
আমি কি বলবো ভাষা খুজে পাচ্ছি না।শুধু বলবো,এগুলোই আমাদের বাংলার গর্ব করার মত কিছু। আমরা সবাই চাই,এরকম আরও অনেক গল্প পেতে।
সব রোমান্টিক প্রেম গুলা বাশ ঝারে হয় সত্যি বাশ ঝার গুলা অনেক প্রেমের সাক্ষী বাশ ঝারটা দেখে পুরানো দিনের কথা মনে পরে গেলো আর আমার দেখা ভালো নাটক গুলার মাঝে এটা একটা
পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। 👁👁👁👁
Tiki bolco vai
আসলে সত্য কথা আমি মানি
True 😌
রাইট
সেরা
মোমো যে ভাবে কান্না করছিল মনে হয় সে বাস্তবে কান্না করছে। কোনো মিথ্যে কান্না নয়।
শেষ পর্যন্ত, বড় ছেলে এবং তোমার জন্য এই তিনটি নাটক ২০৫০ সালের পরবর্তী প্রজন্মকেও কাঁদাবে 😭😭 অবিরাম ভালবাসা রইল প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপুর্ব এর প্রতি ❤️❤️❤️❤️
Anmone tumi o
হুম, এবং বুকের বা পাসে নাটক টাও, অনেক কেঁদেছি নাটক গুলো দেখে 😭
অনেক ভালো লাগলো,,আসলে ভালোবাসার মানুষকে ভুলে অন্যজনকে বিয়ে করার চিন্তা করলেই বুক ফাটা কান্না আসতো,,কি কান্না করেছি তার জন্য,,যাক আলহামদুলিল্লাহ তার সাথে এখনো আছি সেই ভালবাসা নিয়ে,দশ বছর পার হচ্ছে
কিভাবে এত সুন্দর স্ক্রিপ্ট হয়?
এতোটা জীবনের মিল! পুরোটাই যেন বাস্তবের প্রতিচ্ছবি...
জ্বি,,,,
Onek sundor tar sob gula natok.
২০২১ এসে এ নাটক টি উপভোগ করেছি.......নাটকের সবকিছু বর্তমান সমাজের সবটুকু প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে.... কেন যেন এই নাটকের প্রতি কোনো অনিহা নেই 🥰🥰🥰🥰
আমার দেখা সেরা একটা নাটক❤ মনে হয়না এটা নাটক মনে হয় কোন এক পরিবারের বাস্তব কাহিনি 🎉
এক কথায় অসাধারন,এত বাস্তবিক নাটক, সত্যি বাস্তব পরিবারের মত হয়ছে,মনেই হচ্ছে না কেউ অভিনয় করছে।
আমি জাহেদ আমি কি বলব কথা হারিয়ে পেলেছি
অপূর্ব দিনদিন এত রোমান্টিক কি করে হয়, এত সুন্দর একটি নাটক দেখলাম , এই নাটক দেখার সময় মনের ভেতরে ভালোবাসা টগবগ করে ফুটতে ছিল..। আর চোখ দিয়ে পানি পড়তে ছিল.. . অনেক ধন্যবাদ অপূর্ব মম কে এত সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য, সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক শিহাব শাহীনকে... ভবিষ্যতে এরকম রোমান্টিক ফ্যামিলি ড্রামা আরো চাই...।
এই নাটকটা দেখার পর খুব বেশি কষ্ট পেয়েছিলাম, ধন্যবাদ অপূর্ব ভাই এবং মুমু আপুকে আমাদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য❤️❤️❤️❤️❤️
2024 সালে নাটকটি কে কে দেখেছেন😊😊😊😊
Ami
Today also this narok is equally popular as before 4 yes ago ........... several times I watched this natok ........ today also I watched from Mumbai.
Ami
Ami
Asi vai
আমি ভারত থেকে , এতো সুন্দর নাটক কোন দিন দেখিনি । চোখে জল চলে এলো স্যালুট আপনাদের সবাইকে 🙏🙏🙏🙏
স্যালুট
ধন্যবাদ ❤❤
অসম্ভব সুন্দর অভিনয় করেছে ওনারা দুই জন,, অপূর্ব আর মম,,, কি যে ভালো লেগেছে বলার ভাষা হারিয়ে ফেলছি ,,
আর কত্তো বার যে দেখেছি তার হিসেব নেই ❤❤💕
আমি ভারতীয়. জানিনা আমার মতো আর কতজন ভারতীয় বাংলাদেশের নাটক, গান পছন্দ করে কিন্তু আমার ফাঁকা সময় এর বেশির ভাগটাই এসব নাটক দেখে আর গান শুনে কাটে. অসাধারণ নাটক এটা.
Ami Achi bhai...
Thank you vai
আমি ভারতীয়
আমিও ভারতীয় কিন্তু বাংলাদেশের নাটক আর গানগুলো আমার ও ভীষণ পছন্দের।
এই নাটকটি আমি অনেকবার দেখেছি যতবার দেখি ততবারই মুগ্ধ হই❤❤❤
শেষ দিকে বড় ভাইয়ের ভূমিকা অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ হৃদয় ছুঁয়ে গেল
বড়ো ভাইয়েরা সাধারণত এরকমই হয়।
@@hafijulmolla6131 hmm
"শেষ ২০১৯ সালে দেখছি, ২০২১ এসে আবার দেখলাম।আমার দেখা লাইফের সেরা নাটক এটি।নিজেকে কন্ট্রোল করতে না পেরে সত্যিই কেদেই ফেললাম।আল্লাহ প্রত্যেক ভালবাসার মানুষকে যেন এক করে দেয়।"Happy Ending 💖"""
Sm... Ami🥰😊
Amaro ake obosta 😭😭😭jotobar dekci totobare kadci😭😭😭
Apnar kotha jeno sotty hoy bhaiya 🙂
Amio bro .... Joto dekhi notun lage
Natoker shob gotona gula amar shathe pura mil, poribar er karone amio amar valobasha r manusher kach theke alada hoye gesi, allah jeno amar valobasha r manush k fire paoyay den, amin
অসাধারণ একটা নাটক দেখলাম...নাটক বললে ভুল বলা হবে...আমার নিজেকে এই ফ্যামিলির একজন মনে হচ্ছিল..মনে হচ্ছিল আমার সামনে পুরো ঘটনাটা ঘটছে...দারুন
একদম
একদম ঠিক
আমি 21বার দেখেছি তাও মন ভরে না 😢😢😢 বাঁশ তলায় বসে মম এর কাঁদার সিনটা কাঁদিয়ে দিলো
দারুণ কাহিনি। খুব ভালো।
ভারত...পশ্চিমবঙ্গ.... মুর্শিদাবাদ থেকে।
বাংলাদেশের নাটক আমার খুবই ভালো লাগে।
মনটা ভরে গেল।
শিহাব শাহীন কে প্রণাম জানাই।
তাঁর নাটক মানেই....ভিন্ন স্বাদ।
কলকাতার সিরিয়াল যা ১ বছর ধরে দেখায় বাংলাদেশের নাটক তা ১ ঘন্টায় দেখিয়ে দিল...সেলুট বাংলা নাটক
ab 03 😂😂😂
আমি আরিফ
মনের কথা কইছেন ভাই
আই লাভ বাংলা নাটক।
If you like just say nice. Dont compare. Its not good even you try to make part. Thats your mission. Bad man
অসম্ভব সুন্দর একটি নাটক
কান্না করে ফেলছি,বিয়ে ঠিক হওয়ার পরে মোমোর কান্না দেখে।
আল্লাহ সব মনের মানুষ গুলোকে এক করে দিও।
নাটকটা পুরুস্কার পাওয়া উচিত
Tnx
Thik
ভালোবাসার মানুষকে না পাওয়ার মধ্যেও একটা অন্য রকম অনুভূতি লুকিয়ে আছে।। পাওয়ার চেয়ে না পাওয়ার মাঝেই ভালোবাসা জীবনের শেষ পর্যন্ত নতুন দেখার অনুভূতিকে জাগ্রত করে দেয়।।।
Onik onik onik valo lagce. ki bolbo bujta parce na natok dakya Ami ekdom Kanna kora dece.shes ta onik valo korce.sob Chaya amer kas jokon dui jon bedai nai sha somay.ato valo ovinoi ki vabe kora.ekta poreskar paya uchat selo.
@@ramisaislam7356 yyataagq the wgt
নাটকটি বাস্তব জীবনের অনেক রুপ ধারন করছে,,আমি ও একজন কে অসম্ভব ভালোবাসি জানি না ভাগ্যে কি আছে,,তবে সেেই পাগলটাকে যেন আমি পাই সেই প্রত্যাসা
Tai
আমার জিবনে দেখা সব থেকে সেরা নাটক এই টা....কত বার যে দেখছি নাটক টা
Thanks
Ami o
tik bolcen amio. onek bar delchi?
আমি এখনো দেখি
অসম্ভব সুন্দর একটা নাটক। যতই বলি না কেন সেটা কম হবে। কনসেপ্ট এবং সবার অভিনয় অসাধারণ ছিলো।❤️
Very nice
ঠিকই
খুবই ভাল লাগল। এমন পরিচ্ছন্ন নাটক আরো হওয়া দরকার।
দুই জনের আলাদা হওয়ার পর থেকে খুব কান্না পেয়েছে। অনেক সুন্দর করে নাটক টা ফুটিয়ে তুলেছে
এত সুন্দর পারিবারিক নাটক আর দেখিনি, চোখের পানি ধরে রাখতে পারিনি, হাসি কান্নার মধ্যে নাটকটি উপভোগ করলাম,ধন্যবাদ সবাইকে।
Veri nice
অসাধারণ একটি গল্প ❤️❤️ অনেক বার দেখেছি তবুও মন ভরে না,, অপূর্ব সত্যি অসাধারণ 🤩🤩🤩 আর মম ও খুব সুন্দর 👌 অনেক শুভেচ্ছা পশ্চিম বঙ্গ থেকে 💐💐
ধন্যবাদ আপু, বাংলাদেশের নাটক দেখার জন্য।মন চাইলে "আশ্রয় " এবং "ধুসর আকাশ " নাটক দুইটি দেখতে পারেন।
@@heartlessboy3815 অনেক শুভেচ্ছা রইল আগামী বছরের জন্য 🌹🌹 ধন্যবাদ পশ্চিম বঙ্গ থেকে 💐💐
@@anitabiswas6954 আপনাকেও নতুন বছরের শুভেচছা জানাই পূর্ব বাংলা থেকে🌹🌻💐
@@heartlessboy3815 অনেক ধন্যবাদ 💐💐💐
@@anitabiswas6954 ধন্যবাদ আপনাকেও🌹💐
অনেক অনেক অনেক সুন্দর নাটকটা
প্রতিটা রাতে অপূর্বের একটা নাটক দেখে তারপর ঘুমাই, অপূর্বের অভিনয় আমার খুব ভাল লাগে।
Amio tai kori
আমার ও ভাইয়া
এটা ঠিক বলেন নি আপনি একটা কোরানের আয়াত শোনে ঘুমানো দরকার ছিলো
২০২৩ সালে এসে নাটকটি আবার কে কে দেখতেছেন আমার দেখা সেরা নাটকের একটি খুব কান্না করছিলাম নাটকটি দেখে😢😢 ২০১৯ সালে প্রথম দেখছিলাম আর এখন আবার❤
Thik amr moner kotha aita
Ami o kanna korechi onk....ajo kori seii manus tar jonno
দেখলাম ,মুগ্ধ হলাম।❤👍
এমন একটা নাটক। যাতে কোন ত্রুটি নেই।
নির্ভেজাল, নির্ভুল।
নাটকের সকল মেম্বারদের কে শুভেচ্ছা।
শিহাব ভাইকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ওনি এরকম একটি গল্প সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দিয়ে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তার জন্য ভাইয়া কে অন্তরস্থল থেকে জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা।মম ও অপূব এর অভিনয় মানে অন্য রকম ভালোবাসার অনুভুতি।শেষ পযর্ন্ত কাঁদতে হলো নাটক দেখে।অসাধারণ
Thank You.
@@shihabshaheen3593
Vai apner next natok kobe pabo
অপূর্ব ও মমর বিদায় বেলা সত্যিই অসাধারণ ও বাস্তবধর্মী.....
হৃদয় ছুয়ে গেল.....
নাটকটা আরো ৩ বছর আগে দেকেছিলাম খুব কান্না করেছি কখনো ভাবিনি আমার জীবনটা ও এই নাটকের মতো হবে 😅 তাই আাবার দেকলাম জানি না আদেও কি আমার ভালেবাসা পূর্ণতা পাবে কি না 😅😅
নাটকটি যতক্ষন দেখেছি ততক্ষন বুকে ভিতর বোবা কান্না ছিল। চোখের অজান্তেই পানি চলে আসলো। শেষ পর্যন্ত বড় ভাই বুকের চাপা কষ্ট গুলো দুর করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ বড়ভাই। অপূর্ব এবং মম -কে ধন্যবাদ।
আমার দেখা সেরা নাটক,পৃথিবীতে এমনটা খুব কমই দেখা যায়! সত্যি অসাধারণ 🥰❤️
❤❤❤❤❤❤❤❤
ভালোবেসে ভুল করিনি গানটা দেখে এই নাটকটি দেখার ইচ্ছে হলো... তাই search করে নাটকটি দেখা শুরু করলাম.. আমি অপূর্ব ভাইয়ার একজন পাগল ভক্ত কলকাতা থেকে🇮🇳 প্রায় 200 টার মতো নাটক দেখেছি ভাইয়ার but এই নাটকটি miss করে গেছি.. আর কাঁচের পুতুল দেখার পর আমি মমর ভক্ত হোয়ে গেছি 😀
সেম
K
Kamrul
সেরা নাটক দেকলাম
হাই দেবালিনা
অসাধারণ, চোখে পানি টলমল করতেছে
নাটক টা দেখেছি অনেক আগেই, আজ হঠাৎ করেই মনে পড়ে গেলো, তাই আবার দেখতে এলাম।
প্রিয় একটা নাটক ❤️🥰❤️
নাটকের সাথে সাথে কমেন্ট দেখতে পছন্দ করেন কারা তারাই লাইক করবেন
kano coment korle dosh ki
Wow
আমি
@@নরসিংদীরছেলেকুয়েতপ্রবাসী kha
Ami
এত সুন্দর বাস্তব গল্প নিয়ে নাটক সত্যি অসাধারণ,,, অপুর্ব ভাইয়ার সব নাটক আমি দেখি,, খুব ভালো লাগলো।। নিজের অজান্তেই চোখের জল আসছে,,, পাশে আছি এগিয়ে যাক নাটক
অনেক আগে এ নাটক টা দেখছিলাম।আজ আবার দেখলাম।সত্যি অনেক সুন্দর। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়াটা যে কতটা আনন্দের তা বলে হয়তো বুজানো যায় না।ভালো থাকুক সব ভালোবাসা ❤️❤️❤️
চোখের পানি ধরে রাখতে পারলাম নাহ!!
সকল ভালেবাসা যেন এমন পূর্ণতা পায় 🙂❤
আমার জীবনে দেখা সেরা নাটোক হয়ে থাকবে এটা!
পৃথিবীর সব ভাই বোনদের এমনই হওয়া দরকার ,এ বছরের সেরা নাটক এটা ,,ধন্যবাদ এত সুন্দর অভিনয়ের জন্য ,
♥
You are right
সাধুবাদ জানাই লেখক মহাশয়কে,যিনি বাস্তবতা ও সামাজিকতাকে এক সঙ্গে তুলে ধরেছেন।
একান্নভুক্ত পরিবারে খুব সুন্দর একটা নাটক হয়েছে। ভাই বোন গুলোর এত ভালোবাসা সবার অভিনয় খুবই সুন্দর হয়েছে। ❤
কোলকাতার দর্শক 😊
বরাবরই একটু গভীর ভালোবাসার নাটক পছন্দ করি । গভীর বলতে ভালোবাসায় চোখের জল অবশ্যই থাকতে হবে ।
ভাল লেগেছে । খুব ভাল লেগেছে ।
আর একটা কথা যেটা সবসময়ই বলি, অপূর্ব মম সেরা জুটি ।
একদম ঠিক
যতবারই নাটকটা দেখি ততোবারই ভালো লাগে
বেস্ট অফ অপূর্ব/ মম ধন্যবাদ শিহাব শাহীন
ছেম আমিও জতো দোখি ততোই দেকতে মন চায়
আমার দেখা সেরা নাটক সমুহের মধ্য সেরা এটিই নাটক।
মনটা জুড়িয়ে যায় এই নাটকটি দেকলে।
Ai niye natok ta 100 bar dekhlam amr atoi valo legeche. Casting niye kono kotha hobe na r ovinoy toh cherei dilam. Sobai ak kothay osadharon. Atto ghoroa r practical je vasa hariyechi. Sobar ovinoy darun darun. Ami comment ta r na kore parlam na.. India theke onek suveccha upnader❤
অপূর্ব ও মমের এই নাটকটি অনেক বার দেখেছি এবং কেনো যেনো কেঁদেছি , পরিবারের জন্য তাদের ভালোবাসা ত্যাগ ❤️❤️❤️✅
Masa allah
বাংলাদেশের নাটক গুলো যত দেখি ততই ভাল লাগে । অসাধারণ ❤❤❤ আমি আগরতলা থেকে
sotte kub balo laglo
অপূর্ব আমার খুব অসম্ভব প্রিয় একজন।মমর অভিনয় ও ভয়েস খুব ভালো লাগে,মমর ভয়েসের পাগল আমি
Kan
একটা নাটক কতটা সার্থক হতে পারে এই নাটক তার উৎকৃষ্ট প্রমাণ। দূর্ভাগ্য আমার, একজন নাটকপ্রেমী হয়েও এতদিন এই নাটকের খোঁজ পাইনি!
আমি কিভাবে এই টেলিফিল্ম এর প্রশংসা করব ভাষা খুজে পাচ্ছিনা।
সব মিলিয়ে অসাধারণ।
আসলে অসাধারন।।
প্রত্যেকের অভিনয় অনবদ্য। ধন্যবাদ সাহিন শাহিবকে এরকম রচনা উপহার দেয়ার জন্য। বাংলা ভাষা আন্দোলন সার্থক। (পশ্চিমবঙ্গ)
কি বলবো রে ভাই কথাই খুজে পাচ্ছি না তবে আশা করি এরকম ভালোবাসা হাজারো রয়ে আছে পৃথিবীর বুকে,,,
জীবন অনেক নাটক দেখলাম তবে এটাই সেরার খাতাই লেখা পড়ে গেলো