ইসলামে একাধিক বিবাহ এবং আমাদের সামাজিক ভাবনা I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 4K

  • @nurulamin7540
    @nurulamin7540 3 ปีที่แล้ว +58

    জনাব রাহুল হোসেনকে অভিনম্দন। আশাকরি আপনার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সার্থক হবে।

  • @saifitv2140
    @saifitv2140 3 ปีที่แล้ว +140

    মাশাআল্লাহ একজন আলেমের ভাষা কতো সুন্দর ,পক্ষান্তরে জাহেলদের ভাষা কী রকম দেখুন৷

    • @nadiaakther2009
      @nadiaakther2009 3 ปีที่แล้ว +1

      Onara kon kotha ta, kon shobdo ta kharap bolechen?

    • @anwarulislam6482
      @anwarulislam6482 3 ปีที่แล้ว +4

      আলেমরা নিজেদের জাত ভাইকে বাচানোর জন্য কোরান হাদিসের অপব্যাখ্যা করেন। কোরানে দেশের আইন মানার কথা বলা হয়েছে, দেশে থাকতে হলে দেশের আইনও মানার কথা কখনো বলেনা। ইসলামের নামে উমাইয়া আইনের উদাহরন দেয়। দেশে কি উমাইয়া শাসন চলছে যে ঐসব আইনের দোহাই চলবে।

    • @MohammedMohammed-ii5pf
      @MohammedMohammed-ii5pf 3 ปีที่แล้ว +1

      @@anwarulislam6482 কোথায় বলা আছে দেশের আইন মেনে ইসলামি আইনের বিরোধ্যে চলতে হবে আয়াত নাম্বার বলেন দেশে বহু বিয়া বন্দ করে বুহু মেয়ের সাথে সেক্স করার সুযোগ দিয়েছে, যারা বুহু বিয়া বন্দ করতে চাই তারা কিন্তু বহু নারীর সাথে রাত কাটাই,

    • @flameboyff1486
      @flameboyff1486 3 ปีที่แล้ว +2

      হাদিস ফিকাহর আদেশ যত তাড়াতাড়ি পারেন ১০/১৫টা করে বিয়ে করে ফেলেন তা-না হলে বেহেসত্ থেকে বঞ্চিত হওয়ার সম্ভব আছে। যেকোনো সময় বিক্রি করারতো অনুমতি আছে তাই না!!!!( ওপারে আবার হুরের ব্যবস্থা আছে বাহ লাভেই লাভ!!!)

    • @BukuMa
      @BukuMa 3 ปีที่แล้ว

      😂😂 হ। হেইড্ডাই

  • @robiulhossain7714
    @robiulhossain7714 3 ปีที่แล้ว +28

    রাহুল ভাইয়ের আলোচনা ছিলো জ্ঞান গর্ভ। খুব সুন্দর করে আলোচনা করেছেন

  • @msSadia-dx5vs
    @msSadia-dx5vs ปีที่แล้ว +2

    সুমন আলোচনার জন্য অযোগ্য

  • @kazibannya1806
    @kazibannya1806 3 ปีที่แล้ว +13

    হাবিব ভাইকে ধন্যবাদ তিন বাচালের সংগে ভালোই লড়াই করেছে।

  • @mdrafiulislam4794
    @mdrafiulislam4794 3 ปีที่แล้ว +108

    সাগর ভাই! সুমনকে এনে আপনি ফেস দা পিপল এর মান কমিয়েছেন!!
    ওনার কাছে কোরআনের উপরেও দেশের আইনটাই অগ্রগণ্য ও সেরা!!
    বেশ কয়েকবার অভদ্র আচরণ প্রকাশ করেছেন!!

    • @thephilosophermhj7310
      @thephilosophermhj7310 3 ปีที่แล้ว +2

      অনেকে বলে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না? আরে ভাই প্রথম স্ত্রীর অনুমতি লাগে না এটা কোথায় পাইছেন??
      আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা সুবিচার করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিয়ে করো।
      এখন ধরুন আপনার প্রথম স্ত্রীকে আপনি না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলেন এটা কি প্রথম স্ত্রীর উপর ন্যায় বিচার হলো?? সুবিচার হলো?? প্রথম স্ত্রীর মন ভাঙলেন, এখানে তো সুবিচার করলেন ই না, তারপর দ্বিতীয় যাকে বিয়ে করবেন তাকেও তো সেটা জানাবেন যে আমার প্রথম স্ত্রী আছে, আপনি তাকেও সেটা জানালেন না, এতে তো তারো মনে কষ্ট লাগবে, এগুলো কি সুবিচার হলো? এই গুলো কি ন্যায়বিচার হলো?
      আরে ভাই এই সুবিচার সমান অধিকার এর মধ্যেই তো স্ত্রীকে জানানো রয়েছে। কারণে স্ত্রীকে না জানিয়ে কাজটা করলে তো সুবিচার হলো না। টাকা পয়সা সম্পত্তি স্ত্রীদের মাঝে সমান ভাগে ভাগ করলেন তার মানে এই না যে সুবিচার করলেন বা সমান অধিকার করলেন। সুবিচার ন্যায় বিচারের মধ্যে দ্বিতীয় বিয়ে করার আগে স্ত্রীকে জানানো অন্তর্ভুক্ত।
      যদি স্ত্রীর বিষয়টি অনুমতি না দেয় মানে আমি যদি কাজটি করতে না পারি প্রথম স্ত্রীর কারণে তাহলে আমাকে একটাই বিয়ে করতে হবে। আর চেষ্টা করতে হবে স্ত্রীকে বোঝানোর যে দ্বিতীয়টা দরকার যদি কারো প্রয়োজন হয়। যদি এটা করতে পারেন স্ত্রীকে বুঝাতে সমর্থ হন তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারেন, আর দ্বিতীয় বিয়ে করার আগে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার আগে তাকে জানাতে হবে যে আপনার প্রথম স্ত্রী আছে এই বিষয়টাও এই সুবিচার ন্যায় বিচারের মধ্যে পড়ে। অর্থাৎ সুবিচার ন্যায়বিচার এর মধ্যে আছে স্ত্রীকে জানানো, টাকা পয়সা সম্পদ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, সমান আচরণ করা, সমান অধিকার দেওয়া।
      জাকির নায়েকের লেকচার টি শুনুন
      th-cam.com/video/kPnHmVIBrA0/w-d-xo.html

    • @mistergoogle6016
      @mistergoogle6016 3 ปีที่แล้ว

      A example of polygamy
      th-cam.com/video/zlWop3StRKI/w-d-xo.html

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +1

      আচ্ছা বলুনতো মেডিকেল শাস্ত্র নিয়ে কি কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিশ্লেষণ করতে দেওয়া হয়???
      তাহলে কোরান হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রকে অবমাননা করার জন্য সম্পূর্ণ অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদেরকে কেন আপনি বিশ্লেষক হিসাবে আনলেন??!!
      এই টক শো'র মাধ্যমে গরুর গাড়ির মিস্ত্রির মাধ্যমে ওপেন হার্ট সার্জারির মত গুরুত্বপূর্ণ অপারেশন করার অপচেষ্টা করা হয়েছে।
      অর্থাৎ অযোগ্য, অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার আয়োজন করা হয়েছে।
      ধিক্কার জানাই।

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +2

      আচ্ছা বলুনতো মেডিকেল শাস্ত্র নিয়ে কি কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিশ্লেষণ করতে দেওয়া হয়???
      তাহলে কোরান হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রকে অবমাননা করার জন্য সম্পূর্ণ অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদেরকে কেন আপনি বিশ্লেষক হিসাবে আনলেন??!!
      এই টক শো'র মাধ্যমে গরুর গাড়ির মিস্ত্রির মাধ্যমে ওপেন হার্ট সার্জারির মত গুরুত্বপূর্ণ অপারেশন করার অপচেষ্টা করা হয়েছে।
      অর্থাৎ অযোগ্য, অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার আয়োজন করা হয়েছে।
      ধিক্কার জানাই।

    • @selfish1560
      @selfish1560 3 ปีที่แล้ว +1

      @@voiceofamini- ভাই লজিক যদি বুঝতে না পারেন তাহলে কার দোষ?

  • @mdbelalhossain3153
    @mdbelalhossain3153 3 ปีที่แล้ว +266

    একের অধিক বিয়েতে চুলকানি আছে, কিন্তু ব্যভিচার করলে সমস্যা চুলকানি নেই।

    • @muhammadshadat3711
      @muhammadshadat3711 3 ปีที่แล้ว +7

      ঠিক কইছেন ভাই।

    • @a.razzaquemintu9461
      @a.razzaquemintu9461 3 ปีที่แล้ว +12

      সঠিক বলেছেন, বিয়ে হলে তো আর ইচ্ছে মত ভোগ করা যায়না। অবশ্য আমাদের দেশের নারিরাও এ ক্ষেত্রে অনেকাংশে দায়ি।

    • @BukuMa
      @BukuMa 3 ปีที่แล้ว +7

      আপনার মারেও তাইলে দিবেন নাকি একাধিক বিয়ে?

    • @Sirajul151
      @Sirajul151 3 ปีที่แล้ว +8

      কোরানে বলা নাই এক সাথে কেবল সফূরতির জন্য চারটা বিয়া কর।বলা আছে পরিস্থিতি সাপেক্ষে চারটা পর্যন্ত বিয়া করতে পার। কিন্ত পরিস্থিতি ও সর্ত ব্যাপারটা কেউ উল্লেখ করেনা।শখ করে এক সাথে চারটা বিয়া করা এক প্রকার ব্যাভিচার। কোরানে ব্যাভিচারের কোন অনুমোদন নাই।

    • @latifunnesatulu7728
      @latifunnesatulu7728 3 ปีที่แล้ว

      @@Sirajul151 o

  • @drbalal2549
    @drbalal2549 ปีที่แล้ว +1

    আলেম ভাই যে কথা গুলো বলেছেন। সর্বোত্তম আলোচনা অত্যন্ত গভীর কোরআন হাদিস সম্পর্কিত আলোচনা। সমস্ত আলেম-ওলামাদের সর্ব সাধারণের সর্বসম্মতিক্রমে একমত পোষণ করা ঈমানের দাবী।

  • @babupathan63
    @babupathan63 3 ปีที่แล้ว +69

    সুমন মিয়ার শিশু বাচ্চার মত আচরণ ও বটতলার উকিলদের আলোচনা শুনে সময় ও এম বি দুটোই লস করলাম।

  • @MHofficial867
    @MHofficial867 3 ปีที่แล้ว +9

    বাঘের বাচ্ছা রাহুল ভাই
    হে আল্লাহ তুমি রাহুল ভাই এর জ্ঞান আরো বাড়িয়ে দিন আমিন

  • @entertainmenttaher2161
    @entertainmenttaher2161 3 ปีที่แล้ว +14

    সাগর ভাইকে ধন্যবাদ রাহুল ভাইকে আনার জন্য।

  • @mahfuzreza9884
    @mahfuzreza9884 ปีที่แล้ว +1

    ব্রাদার রাহুল চমৎকার আলোচনা করেছেন।

  • @DrugsBD1
    @DrugsBD1 3 ปีที่แล้ว +19

    মাশাআল্লাহ! ব্রাদার রাহুল ভাই'র প্রজ্ঞা অসাধারন। তাঁর সূচনাটা ছিলো চমৎকার।

    • @sylhet2paris966
      @sylhet2paris966 3 ปีที่แล้ว

      abu bokor mullah.quraner opbekka korse.

    • @mdselimali3618
      @mdselimali3618 3 ปีที่แล้ว

      বাকিরা সয়তানের অরিস।

    • @mdliakethussain631
      @mdliakethussain631 2 ปีที่แล้ว

      @@sylhet2paris966 ঋ,,🌇

  • @rajibbiswas8383
    @rajibbiswas8383 3 ปีที่แล้ว +420

    সাগর ভাই সুমন পাগল কে আপনার কোনো অনুষ্ঠানে আপনার চ্যানেলে আর কোনোদিন না ডাকার অনুরোধ করছি

    • @MasumYoutube
      @MasumYoutube 3 ปีที่แล้ว +11

      Right

    • @syeduddin6797
      @syeduddin6797 3 ปีที่แล้ว +30

      সুমন পাগলা ইসলাম বিদ্ধেশী

    • @syeduddin6797
      @syeduddin6797 3 ปีที่แล้ว +15

      জামাতী ব্যারিষ্টার সাহেব ইসলামের কি বুঝে

    • @faijurislam9346
      @faijurislam9346 3 ปีที่แล้ว +5

      Right

    • @MonirComedyHub
      @MonirComedyHub 3 ปีที่แล้ว +23

      আসলেই, সুমন চাচা কে ফেচ দ্যা পিপলে আর দেখতে চাই না।
      আহারে, সুমন চাচা! আপনি জনগনকে হাসালেন। সুমন চাচা নাকি আলেম!!!!!!!!!!!

  • @mahabubhossainmasud2926
    @mahabubhossainmasud2926 3 ปีที่แล้ว +42

    সকল আলোচকদের আলেমদের সম্মান দিয়ে কথা বলা উচিত!

    • @mdselimali3618
      @mdselimali3618 3 ปีที่แล้ว +1

      এই বিসয় সঠিকভাবে সমাধান পেতে হলে বিগ্ঘ আলিম দের নিয়ে আলোচনা দরকার ইসলামের বিষয়ে পাগল ছাগল নিয়ে সমাধান বের করা কঠিন।

  • @sadihasan8463
    @sadihasan8463 2 ปีที่แล้ว +26

    প্রথম থেকে ভাবছিলাম নিঝুম একটু জ্ঞানী।
    কিন্তু আল্লাহ ভুল ভাঙিয়ে দিল আলহামদুলিল্লাহ্‌, উনি আসলেই কিছু জানেন না।

    • @muhajirislam3317
      @muhajirislam3317 2 ปีที่แล้ว

      আমি অত্যন্ত দুঃখিত,সুমন, নিঝুম ও মোল্লা তিন জন ব্যক্তিই সত্যিকারের জ্ঞান পাপী,তারা আসলে এই ধরনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ্য ব্যক্তি নয়‌। তারা আসলে আদার ব্যাপারি, এরচেয়ে ভালো কিছু তাদের জন্য বলতে পারলাম না।!!!!!!!

  • @preetyqueen34
    @preetyqueen34 3 ปีที่แล้ว +74

    আমাদের উচিত জেনারেল শিক্ষা আর ধর্মী য় শিক্ষা একীভূত করে একটা শিক্ষা ব্যবস্থা করা যাতে আমরা দুনিয়া আর পরকালের জন্য প্রস্তুত হতে পারি

    • @mdaminol8562
      @mdaminol8562 2 ปีที่แล้ว

      এরা তিনজন মাদারচোদ

    • @ZTS3038
      @ZTS3038 ปีที่แล้ว +1

      100 % agree with you sister!

  • @Ematullahsadi
    @Ematullahsadi 3 ปีที่แล้ว +35

    রাহুল ভাই আপনাকে আবদুল্লাহ ইবনে আববাসের মত কবুল করুক আমিন।

  • @jubayerahmed863
    @jubayerahmed863 3 ปีที่แล้ว +80

    সুমন বেয়াদব ও নিঝুম বেয়াদব কে ধিক্কার

    • @fhakrulrony2183
      @fhakrulrony2183 3 ปีที่แล้ว +2

      ওরাতো নাচতিক

    • @d_moto
      @d_moto 3 ปีที่แล้ว +2

      Tader ganer shima etotai limited, They do not have any common senses & perceptions, even they are not having their Stamina

    • @raseldon1619
      @raseldon1619 2 ปีที่แล้ว +1

      ঠিক বলছেন

    • @rajuahmed2877
      @rajuahmed2877 2 ปีที่แล้ว +1

      সুমন বেয়াদপ ও মুনাফেক

  • @nazmunnahar5509
    @nazmunnahar5509 2 ปีที่แล้ว

    Barrister Mohammad Mulla.... ekdam tik boleche.
    arshammo ta ROKKHA KORTE HOBE.

  • @sheikhjubayer293
    @sheikhjubayer293 3 ปีที่แล้ว +6

    সাগর ভাইর কথা গুলাই ভাল লাগছে।এদের এমন ভাবেই দমন করা উচিৎ।

  • @D--Em-RefathRaihan
    @D--Em-RefathRaihan 3 ปีที่แล้ว +40

    ব্রাদার রাহুল ভাইকে আল্লাহ্ সোবহানাহু ওতায়ালা ইসলামের অনেক সঠিক জ্ঞান দিয়েছে।

    • @akramhossen9350
      @akramhossen9350 2 ปีที่แล้ว +1

      Ami ekjon Bangladeshi. Rahul vai k osonkho dhonnobad sotto tule dhorar jonno, ami age thekei jantam abaro ami rahul vai er sathe ekmot. Thanks rahul vai.

    • @SaddamHossain-er5sc
      @SaddamHossain-er5sc 2 ปีที่แล้ว +3

      রাহুল ভাইয়ের বাড়িটা , আমার বাড়ি থেকে ৬ , কিলোমিটার দূরে ।

  • @elorashamim7374
    @elorashamim7374 3 ปีที่แล้ว +25

    আলোচক বাছাইয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন মনে করছি।

  • @shiblushiblu5657
    @shiblushiblu5657 2 ปีที่แล้ว +1

    সম্মানিত হুজুরদের thke QURAN sunnar সত্য বাণী প্রচারের প্রত্যাশা করি

  • @md.kamalhossain5167
    @md.kamalhossain5167 3 ปีที่แล้ว +7

    রাহুল ভাই,আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের জন্য

  • @focusonyou7842
    @focusonyou7842 3 ปีที่แล้ว +50

    দুজন ব্যারিস্টার ও একজন উপজেলা চেয়ারম্যান অত্যন্ত নিম্নমানের আলোচক এদের সাথে কামাল উদ্দিন জাফরি সাহেব আসেননি বলে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

    • @freedomfighter71
      @freedomfighter71 2 ปีที่แล้ว +2

      উনি এই পাগল ছাগলের মাঝখানে আসবেন না এটাই স্বাভাবিক।

  • @anowaruliqbal9166
    @anowaruliqbal9166 3 ปีที่แล้ว +7

    হাবিবুর রহমান আজহারি সাহেব ভালো আলোচনা করেছেন।

  • @firozalam9799
    @firozalam9799 3 ปีที่แล้ว

    হাবিবুর রহমান আজহারী অশালীন আচরণ করেছেন

  • @TenderAndJuice
    @TenderAndJuice 3 ปีที่แล้ว +30

    এই আলোচনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসি কে প্রয়োজন ছিলো।

    • @JEET-f9h
      @JEET-f9h 6 วันที่ผ่านมา

      ঐ হালায় তো আরো মূর্খ

  • @shakilbinkabir3203
    @shakilbinkabir3203 3 ปีที่แล้ว +8

    রাহুল ভাইকে আনার জন্য অনেক ধন্যবাদ ভাই অনেক বুদ্দিমানের কাজ করছেন ভাই

  • @ShibirJagannathpurUpazila
    @ShibirJagannathpurUpazila 3 ปีที่แล้ว +45

    ফেস দ্যা পিপল অনেক উপকার করতেছে ঠিক।সাগর ভাইয়ের কাছে একটা অনুরোধ। নিজের মতো করে একটি আইন তৈরি করোন বিতর্কের জন্য।

  • @drbalal2549
    @drbalal2549 ปีที่แล้ว +1

    মোল্লা সাহেব ইসলামটাকে সম্পূর্ণ কঠিন ভাবে উপস্থাপন করেছেন। আদ-দ্বীনু ইউরুন লা ইউছরা ফি। দিন সহজ কঠিন না। উনি তো আলেম না সেজন্য এটা করেছেন। কোরআন হাদিস সম্পর্কে একলাছ মূলক আরো অত্যন্ত গভীর জ্ঞান অর্জন করতে হবে।

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 3 ปีที่แล้ว +104

    Muhammad Ali Sumon,, সবসময় টকশোতে এসে বলে সে ছাত্র, শিখতে আসছে। টকশো করতে এমন অনভিজ্ঞ ছাত্র আর কখনো আনবেননা। আমরা জানি টকশো করে বিজ্ঞ লোকেরা। তার যদি শিক্ষার প্রয়োজন হয়, তাহলে সে যেন লাইব্রেরিতে যায়।

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว

      في الآيات الأولى من سورة النساء، يُطالعنا -في تشريع النكاح والتعدد في الزوجات- قوله تعالى: {فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة} (النساء:3) وفي السورة نفسها في موضع آخر، نقرأ قوله سبحانه: {ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم} (النساء:129) فالآية الأولى تدل على أن العدل بين الزوجات أمر ممكن ومستطاع، وأنه مقدور للمكلف إذا قصد إليه؛ بدليل الأمر بالنكاح، وإباحة الجمع بين الثنتين والثلاث والأربع؛ في حين أن الآية الثانية، تنفي إمكانية العدل بين النساء، وتقرر بنصها أن العدل بين الزوجات أمر خارج عن مقدور المكلفين !! فكيف السبيل للتوفيق والجمع بين الآيتين الكريمتين؟
      وقبل الإجابة على هذا السؤال، لا بد من الإشارة إلى أن بعض من قلَّ زاده من العلم، يستند إلى الآية الثانية، ليقول: إن تعدد الزوجات في الإسلام أمر غير مشروع، محتجًا بأن العدل بين الزوجات أمر خارج عن طوق المكلف بنص الآية، وبالتالي فإنه إن فَعَلَ ذلك، فإن فِعْلَه يؤدي إلى الظلم، والظلم ممنوع في الشريعة ومدفوع، وهو ظلمات يوم القيامة.
      ومما يؤسف له، أن هذا الفهم الخاطئ للآية الكريمة قد وقع فيه بعض أصحاب الأقلام المقروءة، والكلمات المسموعة، فراحوا لأجله يكتبون ويناقشون، وأصبحوا عنه ينافحون ويخاصمون. وتبعهم على ذلك رعاء الناس، ممن لا هم في العير ولا في النفير.
      ولعلنا فيما يلي من سطور، نحاول إيضاحَ الحق في هذه المسألة، وبيانَ وجه الجمع فيما يبدو من تعارض بين الآيتين الكريمتين، فنقول:
      إن (العدل) الممكن والمستطاع بين الزوجات، والذي يُفهم من الآية الأولى، إنما هو العدل الذي يَدخل في قدرة المكلف، وهو هنا توفية الحقوق الشرعية، وتأديتها على الوجه المطلوب، من طعام وكساء ومسكن، وكل ما يليق بكرامة المرأة كمخلوق. فهذا -ولا شك- مما سُلِّط الإنسان عليه، ومُكِّن من القيام به، وجاء الخطاب الشرعي به، تكليفًا وإلزامًا والتزامًا؛ فإن قام به المكلف أُجِر ونال رضى الله وثوابه، وإن قصَّر فيه وفرَّط استحق غضب الله وعقابه.
      أما (العدل) المنفي في الآية الثانية، فإنما هو العدل القلبي، إذ الأمور القلبية خارجة عن إرادة الإنسان وطاقته، فلا يتأتَّى العدل فيها، إذ لا سلطان للإنسان عليها. فالمشاعر الداخلية، من حب وكره، والأحاسيس العاطفية، من ميل ونفور، أمور لا قدرة للإنسان عليها، وهي خارجة عن نطاق التكليف الموجَّه إليه، فلا تكليف فيها؛ إذ من المقرر أصولاً أن التكاليف الشرعية لا تكون إلا بما كان مستطاعًا للمكلف فعله؛ أما ما لم يكن كذلك، فليس من التكليف في شيء.
      وعلى ضوء هذا المعنى ينبغي أن تُفْهَمَ الآية الثانية، وهي الآية التي نفت إمكانية العدل بين الزوجات.

    • @MdHarun-hj6np
      @MdHarun-hj6np 3 ปีที่แล้ว +5

      হা হা হা..
      সঠিক বলেছেন।
      সে এমনটি করে যাতে কেউ তাকে না পচাঁয়।

    • @abdullahalmamun-su1zf
      @abdullahalmamun-su1zf 3 ปีที่แล้ว +3

      EPIC COMMENT..!!

    • @thephilosophermhj7310
      @thephilosophermhj7310 3 ปีที่แล้ว

      অনেকে বলে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না? আরে ভাই প্রথম স্ত্রীর অনুমতি লাগে না এটা কোথায় পাইছেন??
      আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা সুবিচার করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিয়ে করো।
      এখন ধরুন আপনার প্রথম স্ত্রীকে আপনি না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলেন এটা কি প্রথম স্ত্রীর উপর ন্যায় বিচার হলো?? সুবিচার হলো?? প্রথম স্ত্রীর মন ভাঙলেন, এখানে তো সুবিচার করলেন ই না, তারপর দ্বিতীয় যাকে বিয়ে করবেন তাকেও তো সেটা জানাবেন যে আমার প্রথম স্ত্রী আছে, আপনি তাকেও সেটা জানালেন না, এতে তো তারো মনে কষ্ট লাগবে, এগুলো কি সুবিচার হলো? এই গুলো কি ন্যায়বিচার হলো?
      আরে ভাই এই সুবিচার সমান অধিকার এর মধ্যেই তো স্ত্রীকে জানানো রয়েছে। কারণে স্ত্রীকে না জানিয়ে কাজটা করলে তো সুবিচার হলো না। টাকা পয়সা সম্পত্তি স্ত্রীদের মাঝে সমান ভাগে ভাগ করলেন তার মানে এই না যে সুবিচার করলেন বা সমান অধিকার করলেন। সুবিচার ন্যায় বিচারের মধ্যে দ্বিতীয় বিয়ে করার আগে স্ত্রীকে জানানো অন্তর্ভুক্ত।
      যদি স্ত্রীর বিষয়টি অনুমতি না দেয় মানে আমি যদি কাজটি করতে না পারি প্রথম স্ত্রীর কারণে তাহলে আমাকে একটাই বিয়ে করতে হবে। আর চেষ্টা করতে হবে স্ত্রীকে বোঝানোর যে দ্বিতীয়টা দরকার যদি কারো প্রয়োজন হয়। যদি এটা করতে পারেন স্ত্রীকে বুঝাতে সমর্থ হন তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারেন, আর দ্বিতীয় বিয়ে করার আগে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার আগে তাকে জানাতে হবে যে আপনার প্রথম স্ত্রী আছে এই বিষয়টাও এই সুবিচার ন্যায় বিচারের মধ্যে পড়ে। অর্থাৎ সুবিচার ন্যায়বিচার এর মধ্যে আছে স্ত্রীকে জানানো, টাকা পয়সা সম্পদ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, সমান আচরণ করা, সমান অধিকার দেওয়া।
      জাকির নায়েকের লেকচার টি শুনুন
      th-cam.com/video/kPnHmVIBrA0/w-d-xo.html

  • @jubayerahmed863
    @jubayerahmed863 3 ปีที่แล้ว +14

    নিঝুম মজুমদার বেয়াদব কে আল্লাহ দিনের জন্য কবুল করুন আমিন

    • @ZTS3038
      @ZTS3038 ปีที่แล้ว

      Lecture ki sunachen?

  • @toslimabdullah17
    @toslimabdullah17 3 ปีที่แล้ว +12

    অনেক ধন্যবাদ সাগর ভাই,রাহুল ভাইকে এড করার জন্য যদিও তিনি কথা বলার মত তেমন সময় পায়নি তবুও যা বলেছেন বুঝবানদের জন্য যথেষ্ট

  • @sydulalamchowdhury9661
    @sydulalamchowdhury9661 2 ปีที่แล้ว +2

    😀😀😀😀😀😀😀 তিন পাগলের মেলায় চলে আসলাম। সাইফুর ভাইকে ধন্যবাদ এমন বিরক্তিকর মেলার আয়োজন এর জন্য।

  • @Hunter-b4p8s
    @Hunter-b4p8s 3 ปีที่แล้ว +6

    যে যাই বলেন ভাই ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে

  • @alammojit396
    @alammojit396 3 ปีที่แล้ว +34

    রাহুল ভাই আসার পর পুরো ডিবেট বদলে যায় মাশা আল্লাহ আপনাকে আল্লাহ্ কবুল করুন

    • @atikursiddique8370
      @atikursiddique8370 2 ปีที่แล้ว

      আমিন। আল্লাহুম্মা আমিন।

  • @jaheerrayhan2215
    @jaheerrayhan2215 3 ปีที่แล้ว +81

    সাগর ভাই, সুমন পাগলাকে যেন দ্বিতীয়বার না দেখি।

    • @rifatsorkar5070
      @rifatsorkar5070 3 ปีที่แล้ว +3

      @মনসুর আহাম্মেদ কে তুমি জারজ সন্তানের বাচ্চা

    • @Abdullah-gf8yx
      @Abdullah-gf8yx 3 ปีที่แล้ว +4

      মেজর মোহাম্মদ আলী(অব) সে, আল্লাহর দেওয়া আইন মানার চেয়ে, তাগুতের আইন মানাকে প্রাধান্য দিতেছে। ঈমান আনার পূর্ব শর্ত তাগুত কে বর্জন করা আর সে তাগুত কে বর্জন তো দূরের কথা তাগুত এবং আল্লাহ সুবহানাতায়ালা র আইন একসাথে মানার কথা বলতেছে। কি আজিব ব্যাপার। আস্তাগফিরুল্লাহ।

    • @MdShahin-cr8qp
      @MdShahin-cr8qp 3 ปีที่แล้ว +1

      সহমত।

    • @fahmidachowdhury8226
      @fahmidachowdhury8226 3 ปีที่แล้ว +1

      @Md iftekar Shafi Lingo pujari der onushari hobe..

    • @mdjahid9000
      @mdjahid9000 3 ปีที่แล้ว +1

      এই সুমন কে ভাই

  • @shohelraj3768
    @shohelraj3768 2 ปีที่แล้ว +2

    ব্রাদার রাহুল ভাইকে এই অনুষ্ঠানে প্রথম থেকে রাখা উচিত ছিল।
    সাগর ভাই

  • @shahadatkhan4379
    @shahadatkhan4379 3 ปีที่แล้ว +4

    সাগর সাহেবের উচিত -জনগনের প্রতিনিধি হিসেবে একজন অত্যান্ত নিরপেক্ষ , সৎ , জ্ঞানী , যুক্তিবাদী সুবক্তা
    খুঁজে বের করে নিয়ে আসা।
    সকল সময়ই ৫ জনের ১ জন এমন ব্যক্তি , ২ জন এক পক্ষের বা মানসিকতার এবং ২ জন অন্য পক্ষের বা মানসিকতার তাতে নিরপেক্ষতা বজায় থাকবে! সমতা আসবে

  • @newday646
    @newday646 3 ปีที่แล้ว +79

    সুমন একজন সেনা অফিসার কিভাবে ছিলেন? বস্তি টাইপ এর আচরন পরিবেশ নিস্ট করে

    • @zamanrony1104
      @zamanrony1104 3 ปีที่แล้ว +4

      কোটার ফসল মনে হয়

    • @সিন্ধসকাল-ঞ৮ফ
      @সিন্ধসকাল-ঞ৮ফ 3 ปีที่แล้ว +1

      ব্যারিস্টার,মেজর কিন্তু ওনি আনছে... সাগর ভাই কেন জেনে শুনে এমন মানুষদের আনছে...

    • @ImranKhan-bm2py
      @ImranKhan-bm2py 3 ปีที่แล้ว +1

      সালা মানুষ নামে অমানুষ সুমন

    • @ImranKhan-bm2py
      @ImranKhan-bm2py 3 ปีที่แล้ว +1

      সুমন একটা ডাকাত

    • @saifulmirza6532
      @saifulmirza6532 3 ปีที่แล้ว

      কথাবার্তার স্টাইল দেখলে আনকালচার লাগে

  • @md.kamrulhasan195
    @md.kamrulhasan195 3 ปีที่แล้ว +5

    হঠাৎ করে ব্রাদার রাহুল ভাইকে দেখে খুব ভাল লাগল।

  • @jantahoba25
    @jantahoba25 2 ปีที่แล้ว +2

    সাগর ভাইয়ের শেষের বক্তব্যটি অামার খুব ভাল লেগেছে।

  • @handicrafts8018
    @handicrafts8018 3 ปีที่แล้ว +20

    আজকের অনুষ্ঠানে জাফর হুজুর না এসে ভালোই করেছেন

    • @abdulaziz52
      @abdulaziz52 3 ปีที่แล้ว

      ek mot na

    • @ibrahimparowar3338
      @ibrahimparowar3338 3 ปีที่แล้ว +2

      বেয়াদব নিযুম এর সাথে বসা ঠিক না

  • @hasanmahmudchowdhury5956
    @hasanmahmudchowdhury5956 3 ปีที่แล้ว +44

    অন্তত রাহুল ভাইয়ের আগমনের সাথে সাথে সুমন, হাবিব আর মোল্লা ভাইকে বিদায় জানানো উচিত ছিলো। এরা এখনো পাবলিক স্পিকিংয়ের উপযুক্ত হননি।
    এই টপিকস আরও ভাল মানের অতিথি ডিজার্ভ করে।

    • @MdIslam-uc9lz
      @MdIslam-uc9lz 3 ปีที่แล้ว +1

      Correct

    • @princemahid468
      @princemahid468 3 ปีที่แล้ว +3

      No
      রাহুল ভাই কে অনেক ভালোবাসি। কিন্তু হাবিব ভাই ও অনেক ভালো কথা বলেন। তবে সুমন পাগল

  • @dmmahmud
    @dmmahmud 3 ปีที่แล้ว +42

    সাগর ভাই,এরপর আলোচনা একজন করলে বাকিদের মিউট করে রাখবেন। এভাবে একেকজন বলার সময় বাকিরা চুপ না রাখলে টক শো ঝগড়ার মতো হয়ে যাচ্ছে।

    • @eurobanglapeacetv1072
      @eurobanglapeacetv1072 3 ปีที่แล้ว

      Right,jajakallohu khoiron

    • @drkabiruzzaman7644
      @drkabiruzzaman7644 3 ปีที่แล้ว

      বলদ মলোভী বিচার করবে দর্শক, তোর মতের আলেম দরকার নেইরে ছাগল।

    • @jakirnoorjakir1335
      @jakirnoorjakir1335 3 ปีที่แล้ว

      @@drkabiruzzaman7644 বলদ ডাক্তার, বিচার করবে ডাক্তার তিন্তু পরিবেশ শান্ত রাখতে হবে সাগর ভাইকে

  • @EmranAli1998
    @EmranAli1998 2 ปีที่แล้ว +2

    *মাও হাবিবুর রাহমান জিন্দাবাদ **1:30:00** থেকে শুরু করে মাওলানা হাবিবুর রাহমান সাহেবের বক্তব্য ইসলামের বিধানের পক্ষে যে কথা গুলা বলেছেন তা পৃথিবীর সেরা বক্তব্য॥দেশের আইন তো আর কোরআনের আইনের চেয়ে বড় নয় এটা বুঝতে হলে ইসলামীক জ্ঞানের বা ফিকহর জ্ঞান থাকতেই হবে॥ইসলামে প্রথম স্ত্রীর অনুমতির হুকুম নাই কারন স্বামী পায়ে ধরলে ও স্ত্রী অনুমতি না ও দিতে পারে সুতরাং ইসলামের হুকুম ই বড় হুকুম॥মাও হাবিবুর রাহমান জিন্দাবাদ জিন্দাবাদ॥*

  • @monirorferokin4424
    @monirorferokin4424 3 ปีที่แล้ว +47

    সুমন চাচাকে যেন আর না দেখি আপনার কোনো অনুষ্ঠানে। অনুরোধ রইলো সাগর ভাই

  • @imdadulislam7053
    @imdadulislam7053 3 ปีที่แล้ว +22

    সাগর ভাই, এ ধরনের আলোচনায় ইসলামী আলোচকদের আনলে ভালো হয়, নইলে ভূল বোঝাবুঝি বেশি হয়।

  • @mohammedkashem2045
    @mohammedkashem2045 3 ปีที่แล้ว +6

    এই কথা গুলি ঠিক আছে।বাংলাদেশের আইন গুলি। আমরা যখন মুসলমান তা হলে আমাদের কে কোরান মানতে হবে।

    • @kanaidas7549
      @kanaidas7549 2 ปีที่แล้ว

      ভাই আপনাকে একটা কথা বলি হুবুহু কোরান মেনে কোনো দেশ বা মানুষ এই যুগে চলতে পারবে? ইসলামে যা হারাম তার কোনোটিই নেয়া যাবে না, আছে এমন দেশ বা মানুষ? পারবে না, ইসলামিক আলেম হুজুরদের দল কি হারাম বা যা নিষিদ্ধ তা ব্যবহার করে না, যেখানে ইসলামের জন্ম সেই দেশ কি পুরোপুরি ইসলামিক নীতি মেনে চলে না, কারন চলতে পারবে না, ইসলামে যা নিষিদ্ধ তা সব বর্জন করুন দেখি, ধর্মের নিয়ম আর আধুনিক মানুষের তৈরি নিয়ম মিলেমিশে একাকার হয়ে গেছে আধুনিক যুগে, তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা গরবো করার মতো এযুগে কিছু আছে বলে আমি মনে করি না, যেটা মানতে পারে সেটা নিয়ম হয়ে রয়ে গেছে আর যে নিয়ম এখনকার দিনে মানা সম্ভব না সেটাকে আর হারাম বর্জন করতে পারছে না, এই হলো বর্তমান ধরমো

  • @KhairulIslam-yh7wr
    @KhairulIslam-yh7wr 2 ปีที่แล้ว

    ব্যারিস্টার নিজুম মজুমদার অনেক ভালো বলেছেন।

  • @HasSan-we2mw
    @HasSan-we2mw 3 ปีที่แล้ว +79

    তিন আইনজীবী মুনাফিক আল্লাহর আইন মানে না। নিজের সুবিধা মতন আইন।মানে।এদের কারণেই পরীমনি পাপিয়া তৈরি হয়

    • @ochenapothik3730
      @ochenapothik3730 3 ปีที่แล้ว

      দুইজন আইনজীবী আছে এখানে।

    • @torikahmed6708
      @torikahmed6708 3 ปีที่แล้ว

      আপনি মানেন তো??

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +5

      তীব্র নিন্দা জানাই।
      ✓✓✓✓✓✓✓✓✓✓✓
      তিনজন ধর্মীয় জ্ঞানশূন্য জাহেল কে এখানে আলোচনায় নিয়ে এসে কোরআন হাদিস কে অবমাননা করার আয়োজন করা হয়েছে।
      আচ্ছা বলুনতো ,
      মেডিকেল শাস্ত্র নিয়ে কি কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিশ্লেষণ করতে দেওয়া হয়???
      তাহলে কোরান হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রকে অবমাননা করার জন্য সম্পূর্ণ অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদেরকে কেন আপনি বিশ্লেষক হিসাবে আনলেন??!!
      এই টক শো'র মাধ্যমে গরুর গাড়ির মিস্ত্রির মাধ্যমে ওপেন হার্ট সার্জারির মত গুরুত্বপূর্ণ অপারেশন করার অপচেষ্টা করা হয়েছে।
      অর্থাৎ অযোগ্য, অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার আয়োজন করা হয়েছে।
      ধিক্কার জানাই।
      আজকের টকশোর শুরুতেই ঘাপলা।
      ✓✓✓✓✓✓✓✓
      শুরুতেই সাগর সাহেব করলেন মহা অন্যায়।
      ধর্মের বিপরীতে একটি আধুনিক মতবাদ এর কথা বলছেন উপস্থাপক মহাদয়।
      ইসলামের বিপরীতে কোন দিন কোন আধুনিক মতবাদ হতে পারে? ইসলামের চেয়ে আধুনিক আর কিছু হতে পারে। যদি কোন মুসলমান এর বিপরীত মনে করে তাহলে কি তার ঈমান থাকে?
      ধর্মের বিপরিত হতে পারে ,
      সেকুলার চিন্তা ধারা। যাকে সোজা বাংলায় বললে বলতে হবে ধর্মহীনতা।

    • @sharifulislamyamon3501
      @sharifulislamyamon3501 3 ปีที่แล้ว +1

      আবু বকর স্যার সম্পর্কে আপনার কোনো ধারনাই নাই তাহলে

    • @ahmedjunayed4145
      @ahmedjunayed4145 3 ปีที่แล้ว +1

      Kotha bolar joggota nay.. islam niya kotha bole...

  • @mdnurulislam5190
    @mdnurulislam5190 3 ปีที่แล้ว +5

    সকল মানুষ কোরআন পড়ুক আলেমরা চায় বলেই আজ বাংলাদেশের সর্বত্র মাদ্রাসা গড়ে উঠেছে। প্রতিটি তাফসির মাহফিলে আলেমরা কোরআন শরীফ শিক্ষার কথা বলে। আমি মনে করি যারা আলেমদের বিরোধীতা করে মুলত তারা ইসলামের বিরোধিতা করে।

  • @tanjilislam1276
    @tanjilislam1276 3 ปีที่แล้ว +10

    ব্রাদার রুহুল আমিন ♥️♥️♥️

  • @akramhossen9350
    @akramhossen9350 2 ปีที่แล้ว +1

    Ami ekjon Bangladeshi. Rahul vai k osonkho dhonnobad sotto tule dhorar jonno, ami age thekei jantam abaro ami rahul vai er sathe ekmot. Thanks rahul vai.

  • @holyrecitation5250
    @holyrecitation5250 3 ปีที่แล้ว +31

    সাগর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি একজন কথা বললে বাকি সবাইকে আনমিউট করা হোক

  • @NasirKhan-tg2ze
    @NasirKhan-tg2ze 3 ปีที่แล้ว +5

    সাগর ভাই
    জাজাকাল্লাহ খাইরান 😍

  • @kermutali6371
    @kermutali6371 2 ปีที่แล้ว +2

    রাহুলকে অনেক ধন্যবাদ দলিলের সাহায্য ও যুওিসহ বলার জন্য আল্লাহ তুমি আলেমদের তুমি কবুল করোন আমিন

  • @SimpleCookingGardening
    @SimpleCookingGardening 3 ปีที่แล้ว +7

    Assalamualaikum, সাগর ভাই আপনি মিডিয়ার একজন জিহাদী। অথ্যাৎ সত্যকে তুলে ধরার জন্য লড়ে যাচ্ছেন। May Allah bless you and your family. Ameen.

  • @omar-1996-m
    @omar-1996-m 3 ปีที่แล้ว +24

    ব্রাদার রাহুল কে আল্লাহ আরো জ্ঞান দান করুন,,, খুব একটা বেলেছে আলহামদুলিল্লাহ

    • @md.isharatalijamader9358
      @md.isharatalijamader9358 2 ปีที่แล้ว

      00a0

    • @SaddamHossain-er5sc
      @SaddamHossain-er5sc 2 ปีที่แล้ว

      রাহুল ভাইয়া আগে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন । আল্লাহ ওনাকে হিদায়াত করেছেন । রাহুল ভাইয়ের বাড়িটা আমার বাড়ি থেকে ৬ , কিলোমিটার দূরে অবস্থিত ।

  • @Creations-77
    @Creations-77 3 ปีที่แล้ว +47

    সবাই যুক্তিসঙ্গত ছিলেন, তবে সমস্যা আমাদের মগজে...আলেম অর্থ জ্ঞানী, নির্দিষ্ট বিষয়ে যে বেশি জ্ঞান রাখেন, তিনি উক্ত বিষয়ের আলেম, ধন্যবাদ।

    • @thephilosophermhj7310
      @thephilosophermhj7310 3 ปีที่แล้ว +2

      অনেকে বলে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না? আরে ভাই প্রথম স্ত্রীর অনুমতি লাগে না এটা কোথায় পাইছেন??
      আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা সুবিচার করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিয়ে করো।
      এখন ধরুন আপনার প্রথম স্ত্রীকে আপনি না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলেন এটা কি প্রথম স্ত্রীর উপর ন্যায় বিচার হলো?? সুবিচার হলো?? প্রথম স্ত্রীর মন ভাঙলেন, এখানে তো সুবিচার করলেন ই না, তারপর দ্বিতীয় যাকে বিয়ে করবেন তাকেও তো সেটা জানাবেন যে আমার প্রথম স্ত্রী আছে, আপনি তাকেও সেটা জানালেন না, এতে তো তারো মনে কষ্ট লাগবে, এগুলো কি সুবিচার হলো? এই গুলো কি ন্যায়বিচার হলো?
      আরে ভাই এই সুবিচার সমান অধিকার এর মধ্যেই তো স্ত্রীকে জানানো রয়েছে। কারণে স্ত্রীকে না জানিয়ে কাজটা করলে তো সুবিচার হলো না। টাকা পয়সা সম্পত্তি স্ত্রীদের মাঝে সমান ভাগে ভাগ করলেন তার মানে এই না যে সুবিচার করলেন বা সমান অধিকার করলেন। সুবিচার ন্যায় বিচারের মধ্যে দ্বিতীয় বিয়ে করার আগে স্ত্রীকে জানানো অন্তর্ভুক্ত।
      যদি স্ত্রীর বিষয়টি অনুমতি না দেয় মানে আমি যদি কাজটি করতে না পারি প্রথম স্ত্রীর কারণে তাহলে আমাকে একটাই বিয়ে করতে হবে। আর চেষ্টা করতে হবে স্ত্রীকে বোঝানোর যে দ্বিতীয়টা দরকার যদি কারো প্রয়োজন হয়। যদি এটা করতে পারেন স্ত্রীকে বুঝাতে সমর্থ হন তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারেন, আর দ্বিতীয় বিয়ে করার আগে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার আগে তাকে জানাতে হবে যে আপনার প্রথম স্ত্রী আছে এই বিষয়টাও এই সুবিচার ন্যায় বিচারের মধ্যে পড়ে। অর্থাৎ সুবিচার ন্যায়বিচার এর মধ্যে আছে স্ত্রীকে জানানো, টাকা পয়সা সম্পদ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, সমান আচরণ করা, সমান অধিকার দেওয়া।
      জাকির নায়েকের লেকচার টি শুনুন
      th-cam.com/video/kPnHmVIBrA0/w-d-xo.html

    • @tariksardarsardar352
      @tariksardarsardar352 2 ปีที่แล้ว

      @@thephilosophermhj7310 আপনি বেশি বেশি করে শুনুন আপনি বেশি বুঝেছেন দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রীকে বলতে হবে আমার প্রথম স্ত্রী আছে, প্রথম স্ত্রীর কাছে বলার দরকার নেই বলাটা ভালো ব্যাখ্যা করার সময় নেই

    • @ZTS3038
      @ZTS3038 ปีที่แล้ว

      ​@@thephilosophermhj7310 prothom wife er onumoti chaila ba janale sha biye korte badha diba! Tai biyer onumoti neyata onabosshok! Kintu 1st wife kokhonoi janbenna.. Seta bola hoccha na!

  • @MdMamun-dy1jp
    @MdMamun-dy1jp 2 ปีที่แล้ว

    এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষিত মূর্খদের দেখতে পারি।

  • @anamhaqe9112
    @anamhaqe9112 3 ปีที่แล้ว +16

    সুমনকে আগামীতে এই চ্যনেলে দেখা গেলে আমরা সবাই এই চ্যানেল বয়কট করবো।

  • @azizmahmudofficial9137
    @azizmahmudofficial9137 3 ปีที่แล้ว +30

    সাগর ভাই নেক্সট টাইম যদি সুমন এর মতো পাগল দের নিয়ে শো করেন আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করবো।

  • @rabiulmiah6184
    @rabiulmiah6184 3 ปีที่แล้ว +7

    কিছু মানুষ আছে, তারা ভাবেন যে আমি সব জানি, আমি যেটা জানি ভাবি আমি ঠিক..
    আহারে মানুষ, তোমরা কি মহান আল্লাহ আর প্রিয় মুহাম্মদ ﷺ থেকে বেশি জানেন,
    আল্লাহ যেটা বলেছেন সেটা ঠিক.
    আল্লাহ হচ্ছে সর্ব জ্ঞানী তিনি মহান তার থেকে বেশি কেউ জানে না আর কেউ বোঝেও না..
    আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে চলার তৌফিক দান করুন. আমীন

    • @mdmolla4539
      @mdmolla4539 2 ปีที่แล้ว

      By do
      Wcrydxxddddddddsssx

  • @HassanKhan-gp5zk
    @HassanKhan-gp5zk 2 ปีที่แล้ว +3

    সুমন ভাই সহ নিঝুই ভাই মোল্লা ভাই ইসলাম নিয়ে গবেষণা করেন তারপর টকশোতে আসেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন ।রাহুল ভাই এবং আজহারি কে সহ সবাইকে আল্লাহ হেফাজত করুন এবং ইসলামের সঠিক পথে পরিচালিত হতে পারি আমিন

  • @siraz145
    @siraz145 3 ปีที่แล้ว +71

    সাগর ভাই আপনার অনুষ্ঠান খুব ভাল লাগে কিন্তু অনুরোধ রইল যখন কুরআন ও হাদীস থেকে ইসলামের আলোচনায় অবশ্যই ইসলামী স্কলারদের নিয়ে আসবেন। ভাই মনে রাখবেন দাড়ি বড় থাকলেই সে কুরআন ও হাদীস জানে এমনটা কিন্তু নয়।

    • @Fakrulislam58875
      @Fakrulislam58875 3 ปีที่แล้ว

      Please sagor bhai amar request thaklo.

    • @jubayerahmad1105
      @jubayerahmad1105 2 ปีที่แล้ว +2

      আমার ও একই রিকোয়েষ্ট রইল।

    • @mdkaidur3631
      @mdkaidur3631 2 ปีที่แล้ว

      ​ gjfgdvcvfxncnfyrdg❤❤❤🎉🎉🎉🎉😢

    • @mahabubhassan1905
      @mahabubhassan1905 2 ปีที่แล้ว +1

      যেই অনুষ্ঠানে সুমন থাকবে সেটার নাম ফেস দ্যা জাহেল করা যেতে পারে

    • @mdtarekalikamal4880
      @mdtarekalikamal4880 2 ปีที่แล้ว +1

      Tik 100%

  • @ronymia3496
    @ronymia3496 3 ปีที่แล้ว +31

    আজ তিনজন শিক্ষিত গরু আনা হয়েছে যারা শুধু বে বে করেই গেল।

  • @guavairon8226
    @guavairon8226 2 ปีที่แล้ว +3

    জনাব হাবিব সাহেবের বক্তব্য সঠিক।

  • @masudranaopurbo6444
    @masudranaopurbo6444 2 ปีที่แล้ว

    সুমন সাহেব কে আমার উন্মাদ মনে হচ্ছে।।

  • @md.mahfuzurrahmanmaksud8152
    @md.mahfuzurrahmanmaksud8152 3 ปีที่แล้ว +7

    ইসলামের বিধি-বিধান সম্পর্কে ব্যারিস্টারদের থেকে জানতে চাওয়াটা উচিৎ হয়নি...সাগর ভাই.....

    • @Thestruggler270
      @Thestruggler270 2 ปีที่แล้ว

      যেহেতু তাঁরা আলেম নন, সেহেতু আমাদের উচিত না তাঁদের কাছ থেকে ইসলামের বিধি-বিধান সম্পর্কে জানা।

  • @salimuddin4125
    @salimuddin4125 3 ปีที่แล้ว +4

    রাহুল সাহেব এর ব্যাখ্যা আমার খুব পছন্দ হয়েছে।

  • @shomoukhgulf3873
    @shomoukhgulf3873 3 ปีที่แล้ว +6

    ভাই সুমনকে আর আনবেননা আপনার অনুষ্টানে আপনাকে সাগর ভাই সর্বোচ্ছ অনুরোধ রইল ৷

  • @henamone4855
    @henamone4855 2 ปีที่แล้ว

    Habib vai thank you very much

  • @কলাপাতামিডিয়া-ড৭থ

    সাগর ভাই, এই সব মুরুব্বিদের সাথে বিতর্কে বাংলাদেশে আব্বাসীর উপরে কেউ নাই, তাই আব্বাসি সাহেব কে নিয়ে এই সব প্রোগ্রাম করার অনুরোধ করছি

    • @hasibchy8766
      @hasibchy8766 3 ปีที่แล้ว +2

      আব্বাসি ব্যাক্তিগত আক্রমণ করে উনার বিয়েভিয়র ঠিক নাই।।।ইসলাম নম্রতার শিক্ষা দে

    • @কলাপাতামিডিয়া-ড৭থ
      @কলাপাতামিডিয়া-ড৭থ 3 ปีที่แล้ว +1

      @@hasibchy8766, তিনি যুক্তি আর দলিল দিয়ে কথা বলেন, টকশোতে হাবিব ভাই আর রুহুল ভাই তারা খুব ভদ্র ছিলেন, আর তাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন ৩ ব্যারিসটার, মোট কথা যেমন লোক তেমন ডিবেটার লাগবে বুঝলেন

    • @hasibchy8766
      @hasibchy8766 3 ปีที่แล้ว +1

      But kotha hoilo ekjon hujur er vul shudhu hujur ei dhorte parbe ei jinish ta ami mante parlam na vai...
      Erkm hole Quran hadith er judgement shudhu hujur rai korbe onno kew korbe na? Amr dekha onk Professor ache jar onk expart eshob niye but tara hujur na ba dari tupi eshob nai, habib vai er kotha shune mone holo unar vul shudhu dari tupi wala ekta hujur ei dhorte parben....

    • @muhammadal-amin9714
      @muhammadal-amin9714 3 ปีที่แล้ว

      ঠিক

  • @mdrafiulislam4794
    @mdrafiulislam4794 3 ปีที่แล้ว +15

    সাগর ভাইয়ের কাছে এমন অসম ও ভারসাম্য হীন আচরণ কাম্য ছিল না!
    তিনি বার বার ব্যারিস্টারদেরকে কথা বলতে দিচ্ছিলেন, কিন্তু আলেমদেরকে সে পরিমাণ কথা বলার সুযোগ দিচ্ছিলেন না!!

  • @kaziismail7179
    @kaziismail7179 3 ปีที่แล้ว +64

    আমার দেখা সেরা বেয়াদব আলী সুমন

    • @umixed24
      @umixed24 3 ปีที่แล้ว +1

      আওয়ামী মানে বেয়াদব .

    • @tanvirhasan9812
      @tanvirhasan9812 3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

  • @nabatv1950
    @nabatv1950 9 หลายเดือนก่อน

    সুমন সাহেব অস্বীকার করেছে

  • @shamsulalam3147
    @shamsulalam3147 3 ปีที่แล้ว +12

    অসম্ভব বিরক্তিকর অনুষ্টান।সুমন নামের এই লোকটাকে বিদায় করুন তার সাথে সেরকমগুলোকও--

  • @শান্তকথা
    @শান্তকথা 3 ปีที่แล้ว +23

    হাবিবুর রহমান আজহারি ভাই কত সুন্দর করে বলছেন কিন্তু বেশি শিক্ষিতরা তুচ্ছ তাচ্ছিল্য করছে।

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +1

      তীব্র নিন্দা জানাই।
      ✓✓✓✓✓✓✓✓✓✓✓
      তিনজন ধর্মীয় জ্ঞান শূন্য জাহেল কে এখানে আলোচনায় এনে কোরআন হাদিস কে অবমাননা করার আয়োজন করা হয়েছে।
      আচ্ছা বলুনতো ,
      মেডিকেল শাস্ত্র নিয়ে কি কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিশ্লেষণ করতে দেওয়া হয়???
      তাহলে কোরান হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রকে অবমাননা করার জন্য সম্পূর্ণ অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদেরকে কেন আপনি বিশ্লেষক হিসাবে আনলেন??!!
      এই টক শো'র মাধ্যমে গরুর গাড়ির মিস্ত্রির মাধ্যমে ওপেন হার্ট সার্জারির মত গুরুত্বপূর্ণ অপারেশন করার অপচেষ্টা করা হয়েছে।
      অর্থাৎ অযোগ্য, অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার আয়োজন করা হয়েছে।
      ধিক্কার জানাই।
      আজকের টকশোর শুরুতেই ঘাপলা।
      ✓✓✓✓✓✓✓✓
      শুরুতেই সাগর সাহেব করলেন মহা অন্যায়।
      ধর্মের বিপরীতে একটি আধুনিক মতবাদ এর কথা বলছেন উপস্থাপক মহাদয়।
      ইসলামের বিপরীতে কোন দিন কোন আধুনিক মতবাদ হতে পারে? ইসলামের চেয়ে আধুনিক আর কিছু হতে পারে। যদি কোন মুসলমান এর বিপরীত মনে করে তাহলে কি তার ঈমান থাকে?
      ধর্মের বিপরিত হতে পারে ,
      সেকুলার চিন্তা ধারা। যাকে সোজা বাংলায় বললে বলতে হবে ধর্মহীনতা।

    • @alihossain-zr6ml
      @alihossain-zr6ml 3 ปีที่แล้ว

      আবু বকর মোল্লা কিন্তু জামাতি

    • @mdfaisal216
      @mdfaisal216 3 ปีที่แล้ว

      er somosha ase

  • @Ranasl62
    @Ranasl62 3 ปีที่แล้ว +53

    ওষুধ বিক্রেতার কাছ থেকে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ কেনা। আর আলেম ছাড়া কোরআন, হাদিস ব্যাখ্যা করা সমান কথা।

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +3

      আচ্ছা বলুনতো মেডিকেল শাস্ত্র নিয়ে কি কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিশ্লেষণ করতে দেওয়া হয়???
      তাহলে কোরান হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রকে অবমাননা করার জন্য সম্পূর্ণ অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদেরকে কেন আপনি বিশ্লেষক হিসাবে আনলেন??!!
      এই টক শো'র মাধ্যমে গরুর গাড়ির মিস্ত্রির মাধ্যমে ওপেন হার্ট সার্জারির মত গুরুত্বপূর্ণ অপারেশন করার অপচেষ্টা করা হয়েছে।
      অর্থাৎ অযোগ্য, অ্যাক্যাডেমিক জ্ঞানশূন্য ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার আয়োজন করা হয়েছে।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 3 ปีที่แล้ว

      কোরআনের কোনো আয়াতে কি লেখা আছে যে কোরআনের আয়াত সাধারণ মানুষের বোধগম্য নয়, তাই এই কোরআন আলেমদের জন্য নাজিল করা হলো, ওয়ামায়ে কেরামগণ সাধারণ মানুষকে এইসব আয়াতের অর্থ ও ব্যাখ্যা করে দিবে? নাকি কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে কোরআন আরবিভাষী আরবদের জন্য সহজ ভাষায় বিস্তারিত বর্ণনাসহ নাজিল করা হয়েছে যাতে তারা বুঝে ঈমান এনে আমল করে?
      আলেম পরিচয়ধারীরা তাদের মিথ্যাচার, ভন্ডামি, ভাঁওতাবাজি দলাদলি ধর্ষণ বলাৎকার সন্ত্রাস খুন করেই নিজের ইসলাম আদর্শ ও মূল্যবোধের পরিচয় দিয়েছে।

    • @mdhabib9984
      @mdhabib9984 2 ปีที่แล้ว

      ঠিক

    • @s.m.abdullah4607
      @s.m.abdullah4607 2 ปีที่แล้ว

      Absolutely right

    • @litonkhan5697
      @litonkhan5697 2 ปีที่แล้ว

      ঠিক

  • @sabujsikder2614
    @sabujsikder2614 2 ปีที่แล้ว +2

    আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের Amin

  • @Aamir24
    @Aamir24 3 ปีที่แล้ว +21

    ব্রাদার রাহুল হোসেন ভাই এর জন্য দুঃখিত। তাকে বলার ঠিকমতো সুযোগই দেয়া হয়নি।এভাবে তো ডিবেট হতে পারে না।যে যখন নিজের ইচ্ছা মতো বলে যাচ্ছে।

    • @mohammedshahidul2582
      @mohammedshahidul2582 3 ปีที่แล้ว +1

      ব্রাদার রাহুল হোসেন শায়েখ নন,তবে ওনি ইসলামের দায়ী।ইসলাম এবং অন্য ধর্ম সম্পর্কে ওনার ভালো জ্ঞান আছে।ডাঃ জাকির নায়েক এর মতো অনেকটা।

    • @irinkhanam3832
      @irinkhanam3832 3 ปีที่แล้ว

      @@mohammedshahidul2582 jakir naik er aqida,manhaz bishuddho na. Allah ke nie kufri statement diyeche jeta shaikh salih-al-fawzan(hafizahullah) refute korechen as well as tar theke islamic ilm(knowledge) nite nished korechen.Ikhwani der shathe o tar utha-bosha and bhalo rapport.

    • @FarhadHossain-wc2ph
      @FarhadHossain-wc2ph 3 ปีที่แล้ว +1

      @@irinkhanam3832 vaia, pls reference den, video clip den. Apnake dite hbe. Ditei hbe.

    • @irinkhanam3832
      @irinkhanam3832 3 ปีที่แล้ว

      @@FarhadHossain-wc2ph jazakallahu khairan for asking me for proof. Alhamdulillah , I have proofs. In sha Allah , I'll definitely give you as soon as possible. Just give me some time please.

    • @irinkhanam3832
      @irinkhanam3832 3 ปีที่แล้ว

      @@FarhadHossain-wc2ph actually tar kufri statement qur'an er reference diyei shaikh salih-al-fawzan(hafizahullah) refute korechen, ami just oi video er link ta in sha Allah ekhane dibo.

  • @DepartedSpirit
    @DepartedSpirit 3 ปีที่แล้ว +26

    করীম (সাঃ) বলেন, "যে ব্যক্তির কাছে দু'জন স্ত্রী আছে, সে যদি কোন একজনের প্রতি ঝুঁকে পড়ে (অর্থাৎ, অপরজনকে একেবারে ত্যাগ করে রাখে), তাহলে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার দেহের অর্ধাংশ ঝুঁকে থাকবে।" (তিরমিযী, বিবাহ অধ্যায়)

  • @closetrevulation4168
    @closetrevulation4168 3 ปีที่แล้ว +5

    নিঝুম কে অবশেষে ধন্যবাদ। মানুষ মাত্রই ভুল যারা আসলে ভূল করে ক্ষমা প্রার্থনা করে তারাই প্রকৃত মানুষ।

  • @masudsikder3640
    @masudsikder3640 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর একটি ভিডিও অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে

  • @nasimaislam2222
    @nasimaislam2222 3 ปีที่แล้ว +25

    সাগর ভাই আপনাকে অনুরদ করছি সুমনদের মত পাগলদেরকে আর আনবেননা এদের কথা শুনতে ইচ্ছে করেনা. I

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 3 ปีที่แล้ว +68

    ভোট চোরারাও দেখি আলেম দাবি করতেছে😃😃😂😂🤣🤣 ৩ ঘন্টা ৯মিঃ ৭সেকেন্ডে। সবাই আশাকরি দেখাবেন

  • @IslamicLifeOnlineTV
    @IslamicLifeOnlineTV 3 ปีที่แล้ว +29

    মিউট এর ব্যবস্থা না করলে অনুষ্ঠানটি হয়তো আর দেখা হবে না। অনুগ্রহ করে মিউট এর ব্যবস্থা করুন সাগর ভাই।

  • @ilyasmunshi3549
    @ilyasmunshi3549 2 ปีที่แล้ว +2

    Subhanallah Subhanallah allahu akber Allahu akber

  • @masumpolock883
    @masumpolock883 3 ปีที่แล้ว +23

    সুমনের মাথায় ক্রিমি আছে। সাগর ভাই আপনি কাদের নিয়ে আসছেন!

  • @AbuBakar-fu5jm
    @AbuBakar-fu5jm 3 ปีที่แล้ว +8

    ব্রাদর রুহুল আসার পর ভালো জমলো, ব্রাদার রুহুল আমীন আসলেই, মেধাবী

  • @pmrakib5079
    @pmrakib5079 3 ปีที่แล้ว +9

    এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ৷চাই

  • @nisarullal93
    @nisarullal93 2 ปีที่แล้ว

    রাহুল ভাই ধন্যবাদ এবং হুজুর ভাইকেও

  • @gazi10tv79
    @gazi10tv79 3 ปีที่แล้ว +29

    সুমন এর চেহারায় মদন মদন একটা ভাব লেগে আছে,, আর তেলবাজী মনেহয় জাতীয় সভাব।

  • @ziaulhaquemahadi860
    @ziaulhaquemahadi860 3 ปีที่แล้ว +32

    সুমন রে কেন আনছেন ভাই ম্যাজাজ খারাপ হচ্ছে

    • @saifulmirza6532
      @saifulmirza6532 3 ปีที่แล้ว

      একদম ফালতু আলোচক

    • @JamilAhmed-ot1pn
      @JamilAhmed-ot1pn 3 ปีที่แล้ว

      সুমন দালাল চাটুকার।

  • @mdjabiulhaque219
    @mdjabiulhaque219 3 ปีที่แล้ว +19

    সাগর ভাই, সুমন পাগলাকে কেন আনেন

  • @ashokkumardas4781
    @ashokkumardas4781 3 ปีที่แล้ว

    একাধিক বিবাহ অতি প্রসংশনীয় । সবাই করুন।

    • @AlifVaiTheTraveler
      @AlifVaiTheTraveler 2 ปีที่แล้ว

      সতীদাহপ্রথা প্রশংসনীয়, আগুন দিয়ে জীবন্ত জ্বালিয়ে দিন।

  • @islamicresearchandcultural4546
    @islamicresearchandcultural4546 3 ปีที่แล้ว +15

    মা-শা-আল্লাহ, অনেক তথ্যসমৃদ্ধ আলোচনা। ধন্যবাদ জানাই আলোচনায় অংশ নেওয়া সবাই কে। এছাড়াও, বিশেষ করে ধন্যবাদ জানাই "ফেস দা পিপল" ইউটিউব চ্যানেল টি কে। এই রকম তথ্যসমৃদ্ধ আরো আলোচনা আশা করছি। মহান আল্লাহ আমাদের সবাই কে ইসলামের জন্য কবুল করুন এবং সঠিক পথে পরিচালিত করুন, আমিন।