বিশ্বনবী (সা.) যে কারণে কবুতরকে শ'য়'তা'ন বলেছেন! Bijoy TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
  • কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি। শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন। যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য।
    বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে। ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ। মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সখ্যতা। এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না।
    কবুতরগুলো কাবাঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না।
    এমনকি বিভিন্ন সময় পশুপাখির মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না। এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে, এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর।
    হিজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী (সা.) ও আবু বকর (রা.)-এর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন।
    আবার কারো কারো মতে, বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কোরআনের সুরা ফিল-এ এই ঘটনার বিবরণ রয়েছে।
    এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে। আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত যে, একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে। তখন রাসুল (সা.) বললেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে।
    এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে- যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই। আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দীন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে।
    কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে। এতে আল্লাহর আনুগত্য, ইবাদত-বন্দেগি ছুটে যায়। এ জন্যই রাসুল (সা.) বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে।
    copyright © A BIJOY TV Production-2024
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    TH-cam: / bijoytvofficial

ความคิดเห็น • 233

  • @AlMamun-ez7oq

    বুঝা গেল যে, আল্লাহ তা'য়লার স্মরণ হতে গাফেল উক্ত ব্যক্তির উপর বিরক্ত হয়ে তাৎক্ষণিকভাবে রাসুল (সাঃ) ঐ মন্তব্য করেন।

  • @roshanrony6100

    একজন হিন্দু হিসাবে এই রিপোর্ট করল কিভাবে। ইসলামের কিছু বলতে গেলে অনেক রেপারেন্স দেখাতে হয়।রিপোর্টটা করার আগে ওনার একবার সৌদি আরব থেকে ঘুরে আসা উচিত। বাংলাদেশের সাহসী সাংঘাতিক।

  • @evaakter3989

    সংগীতা শাহা বিজয় টিভি। হিন্দু সাংবাদিক ইসলাম ধর্মের রিপোর্ট করলো কতটুকু সঠিক তথ্য দিলেন আল্লাহ ভালো যানেন।

  • @shahjahanmiah3660

    আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে" তাই আবাবিল কোন পাখির নাম হতে পারেনা" গণমাধ্যম ভুল তথ্য প্রচার করলে সাধারণ মানুষ আসল তথ্য পাবে কোথায় ❓

  • @raziashajahanrazia6210

    আল্লাহ বিজয় টিভির সাংবাদিকদের আরো হেদায়েত দান করুন

  • @islammoinul2753
    @islammoinul2753 21 วันที่ผ่านมา

    আমি নিজে গতবার হজ করেছি এবং প্রতিবেদনের অনেক অংশই অসত্য। এগুলো সাধারন কবুতর ছাড়া আর কিছুই না। মসজিদের ভিতরেও থাকে। হাদিস সম্পর্কে জ্ঞ্যানীরা বলতে পারবে। সংবাদ প্রকাশের আগে আরো খোজ নেওয়া জরুরি।

  • @shahmiran9623

    কথা সত্য এই কবুতরের জন্য ছোট বেলায় আমার লেখা পড়া শেষ....

  • @SaifulIslam-ll7xo

    নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কথাই সঠিক

  • @user-ts5nl4qg5w
    @user-ts5nl4qg5w 14 วันที่ผ่านมา

    টোটালি কাল্পনিক কথাবার্তা!!

  • @nazmasminikitchen

    সুবহানাল্লাহ সবাইকে কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করুন আমিন 🤲🤲🤲🤲

  • @shamsemon3906

    Alhamdulillah i am Muslim ❤️

  • @centralrifat3505

    Video Starts from

  • @user-yr9kg2hv7o

    মাশাআল্লাহ।সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম❤।

  • @mahmudulhasanrubel2786

    সঠিক হাদিস দেবেন

  • @toponebazar1139

    সংগীতা শাহাকে আল্লাহ হেদায়েত দান করুক! আমিন! (মুমিন হওয়ার তৌফিক দান করুক আমিন)

  • @rabbehasan1353

    Alhamdulillah ❤

  • @mdrafi-wj3jt

    ALLAHU AKBAR... Alhamdulillah... SubahanALLAH... La Ilaha Illallah... Ya ALLAH... MashaALLAH... La Ilaha Illallahu Muhammadur Rasulullah Sallallahu Alaihi Owa Sallam... Hazrat Muhammad Mustafa Sallallahu Alaihi Owa Sallam ❤❤❤

  • @mohammedkamal703

    ভয়ংকর এক নেশা হল কবুতর পোষা

  • @jannatiakter5565

    হাদিসের রেফারেন্স কোথায় দিলেন

  • @MdForhad-or2lj

    সাল্লাল্লাহু অালাইহিওয়াসাল্লাম 🥰🥰