Saswati | শাশ্বতী (কবিতা) | Full Explanation | কবি সুধীন্দ্রনাথ দত্ত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @charja8676
    @charja8676 22 วันที่ผ่านมา

    ম্যাডাম আপনি অনেক মুগ্ধতা নিয়ে
    বোঝান। সারাদিন শুনতে চাই।

  • @seulipatra7209
    @seulipatra7209 9 หลายเดือนก่อน +2

    অনেক ধন্যবাদ ম্যাম ❤❤❤

    • @ommvlogs645
      @ommvlogs645 9 หลายเดือนก่อน

      Hiiii

  • @fabihafaiza648
    @fabihafaiza648 11 หลายเดือนก่อน +7

    শাশ্বতী - সুধীন্দ্রনাথ দত্ত
    শ্রান্ত বরষা, অবেলার অবসরে,
    প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া ;
    স্বর্ণ সুযোগে লুকাচুরি-খেলা করে
    গগনে-গগনে পলাতক আলো-ছায়া।
    আগত শরৎ অগোচর প্রতিবেশে ;
    হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি :
    মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে,
    মাঠে, ঘাটে, বাটে আরব্ধ আগমনী।
    কুহেলীকলুষ, দীর্ঘ দিনের সীমা
    এখনই হারাবে কৌমুদীজাগরে যে ;
    বিরহবিজন ধৈর্যের ধূসরিমা
    রঞ্জিত হবে দলিত শেফালি শেজে।
    মিলনোত্সবে সেও তো পড়েনি বাকী,
    নবান্নে তার আসন রয়েছে পাতা :
    পশ্চাতে চায় আমারই উদাস আঁখি ;
    একবেণী হিয়া ছাড়ে না মলিন কাঁথা।
    একদা এমনই বাদলশেষের রাতে-
    মনে হয় যেন শত জনমের আগে-
    সে এসে সহসা হাত রেখেছিল হাতে,
    চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে ;
    সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া
    মেতেছিল তার চিকুরের পাকা ধানে ;
    অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
    খুঁজেছিল তার আনত দিঠির মানে।
    একটি কথার দ্বিধাথরথর চুড়ে
    ভর করেছিল সাতটি অমরাবতী ;
    একটি নিমেষে দাঁড়ালো সরণী জুড়ে,
    থামিল কালের চিরচঞ্চল গতি ;
    একটি পণের অমিত প্রগলভতা
    মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ’রে
    একটি স্মৃতির মানুষী দুর্বলতা
    প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে।।
    সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে ;
    অধরা আবার ডাকে সুধাসংকেতে,
    মদমুকুলিত তারই দেহসৌরভে
    অনামা কুসুম অজানায় ওঠে মেতে।
    ভরা নদী তার আবেগের প্রতিনিধি,
    অবাধ সাগরে উধাও অগাধ থেকে ;
    অমল আকাশে মুকুরিত তার হৃদি
    স্বাতি মণিময় তারই প্রত্যভিষেকে।
    স্বপ্নালু নিশা নীল তার আঁখি-সম ;
    সে-রোমরাজির কোমলতা ঘাসে-ঘাসে ;
    পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম ;
    কিন্তু সে আজ আর কারে ভালোবাসে।
    স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে
    আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা :
    সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরে
    আমি ভুলিব না, আমি কভু ভুলিব না ।।

  • @durgashaw2436
    @durgashaw2436 ปีที่แล้ว +3

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এভাবে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে এভাবে সাহায্য করুন। আমরা অনেক কৃতজ্ঞ আপনি এই কবিতার উপর একটি ভিডিও বানিয়েছেন । এর ফলে আমার মত অনেক ছাত্র-ছাত্রী সুবিধা হয়েছে। কারণ এত কঠিন কবিতা ব্যাখ্যা ইউটিউবে নাই বললেই চলে। 😊😊 আপনি যদি দয়া করে কঙ্কাবতী কবিতা বুদ্ধদেব বসুর লেখা ওপর একটি ভিডিও বানান তাহলে আমরা অনেক উপকৃত হব কারণ আমাদের 14 তারিখ থেকে পরীক্ষা এবং এই কবিতার উপর ইউটিউবে কোথাও ভিডিও নেই

  • @SaheliAdhikari-ke4sy
    @SaheliAdhikari-ke4sy 2 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে🙏🙏

  • @SudipKumar192
    @SudipKumar192 ปีที่แล้ว

    আপনার বোঝানোর মধ্যে এক রহ্যময় জাদু আছে 🥰 ধন্যবাদ ম্যাম

  • @its_shibu_official_3817
    @its_shibu_official_3817 10 หลายเดือนก่อน +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম 😊 এত সুন্দর করে কবিতা টি বোঝানোর জন্য ❤

  • @bishnupadajana761
    @bishnupadajana761 ปีที่แล้ว +1

    Thank you mam 🙏🙏 khub sundor hoyeche 🙏🙏

  • @mdkadirhossainhridoy7867
    @mdkadirhossainhridoy7867 หลายเดือนก่อน +1

    বাংলাদেশ থেকে দিদি😊

  • @anandagupta8569
    @anandagupta8569 4 หลายเดือนก่อน

    অসাধারণ,

  • @dhananjoymondal2173
    @dhananjoymondal2173 10 วันที่ผ่านมา

    জীবনানন্দের সিন্ধু সারস কবিতাটির আলোচনা চাই।

  • @tasminakhatun7824
    @tasminakhatun7824 ปีที่แล้ว

    ধন্যবাদ ম্যাম।অনেক অনেক সুবিধা হলো।

  • @pradipkhan8697
    @pradipkhan8697 9 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। খুব ভালো লাগলো আপনার পড়ানো❤❤

    • @ahanamukherjeeofficial250
      @ahanamukherjeeofficial250 8 หลายเดือนก่อน

      আমার কাছে যে কবিতার বইটা আছে সেখানে কবিতার যে লাইনগুলি আছে, তার সাথে আপনার বলা কথা গুলোর কোনো মিল পাচ্ছি না । প্রথম লাইন আছে "শ্যামলী বরষা সাঁঝের অঙ্গিনাপারে"

  • @tasfiayeasmin3319
    @tasfiayeasmin3319 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ ম্যাম।❤❤❤

  • @swasatibhowmick7067
    @swasatibhowmick7067 4 หลายเดือนก่อน +1

    আমার নাম শাশ্বতী
    Ebr HS dilam
    Geography or English a honours nibo
    But, bangla honours a amr nam dekhe vlo laglo

  • @prankumarkabiraj7313
    @prankumarkabiraj7313 ปีที่แล้ว

    অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ম্যাম

  • @heenakha2173
    @heenakha2173 3 หลายเดือนก่อน

    Mam apni j vabe bujhiye bolchan
    Amar khubi valo lage
    Tai bolchi r o duti kobita line dhore explain kore din please mam
    Kobita ti hoche
    Jol dao kobita
    R ekta hoche chilkai sokal
    Ei duti kobita bujhiye din
    Please mam 🙏

  • @Bongvloggersoumi1963
    @Bongvloggersoumi1963 ปีที่แล้ว +1

    ম্যাম জন্মভূমিকেই কবিতাটি plz ব্যাখ্যা দিন।।।।।

  • @tiyasaraha2006
    @tiyasaraha2006 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @supriyamandal9258
    @supriyamandal9258 5 หลายเดือนก่อน

    Thanks mam❤

  • @malabikabiswas8459
    @malabikabiswas8459 4 หลายเดือนก่อน

    সুধীন্দ্রনাথ দত্তের সংবর্ত কবিতার ব্যাখ্যা করুন প্লিজ

  • @tasfiayeasmin3319
    @tasfiayeasmin3319 ปีที่แล้ว

    ম্যাম সম্পূর্ণ বিদ্রোহী কবিতার ব্যাখ্যাসহ ভিডিও চাই।

  • @sumaiyayeasmin3147
    @sumaiyayeasmin3147 5 หลายเดือนก่อน

    Maam ' বোধ ' কবিতাটা আলোচনা করবেন plz 😊

  • @saswatighosh4582
    @saswatighosh4582 ปีที่แล้ว

    আপনি যেভাবে এক্সপ্লেইন করেন তার ফলে আমাদের বুঝতে খুবই সুবিধা হয়।আপনি যদি বিজয় তেন্ডুলকর এর 'চোপ আদালত চলছে ' নাটক টি সংক্ষেপে বিষয় বস্তু টা একটু বুঝিয়ে দেন খুব উপকার হবে 🙏।আসলে ইউটিউব এ এই নাটকের ওপরে কোনো ভালো ভিডিও নেই ।তাই প্লিজ এই নাটকের ওপরে একটা ভিডিও দিন

  • @payelpalui12000
    @payelpalui12000 ปีที่แล้ว +1

    Mam সংগতি কবিতাটি অমিও চক্রবর্তীর , ওই কবিতা টি ব্যাখ্যা করুন please mam

  • @PollyshreeDas
    @PollyshreeDas ปีที่แล้ว

    Please explain bidhrohi poem

  • @arfakhatun
    @arfakhatun 8 หลายเดือนก่อน

    উঠপাখি কবিতা নিয়ে ভিডিও দিবেন প্লিজ।

  • @pashupatiroy5786
    @pashupatiroy5786 ปีที่แล้ว

    Please provide me that bengali syllabus. Thanks.

  • @washimakram9170
    @washimakram9170 ปีที่แล้ว

    Mam jssc cgl er bengali poem gulo ektu বুঝিয়ে দিলে khub ভালো হতো l

    • @TheBengaliGuide
      @TheBengaliGuide  ปีที่แล้ว

      কবিতা ও কবির নাম লিখে comment box এ দিয়ে রাখো। অবশ্যই চেষ্টা করবো।

  • @washimakram9170
    @washimakram9170 ปีที่แล้ว

    রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঐক্যাতন্ l balaka l ebar firao more l amar matha nato kore l parosh pathar l mam please ei kobita gulo disscuss koren

  • @aaktar-ws7kb
    @aaktar-ws7kb ปีที่แล้ว

    মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের আলোচনা করুন ম্যাম।

  • @mdkadirhossainhridoy7867
    @mdkadirhossainhridoy7867 27 วันที่ผ่านมา

    এই কাব্যের অন্য কবিতা গুলোও চাই।

  • @SudipKumar192
    @SudipKumar192 ปีที่แล้ว +2

    আপনার বোঝানোর মধ্যে এক রহ্যময় জাদু আছে 🥰 ধন্যবাদ ম্যাম