লজ্জা - বার্মার হাঁটুর নীচে পড়ে আছে আমার জন্মদেশ: May be poor but an honest country: Myanmar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sekhardey4800
    @sekhardey4800 4 ปีที่แล้ว +49

    আমি শিলচর, আসাম থেকে লিখছি ! আমি বাঙালি, আর বাঙলিদের একটা দেশ আছে এটা নিয়ে গর্ব করি ! কিন্তু জেনে খুব খারাপ লাগলো যে রাত্রে বাংলাদেশে রাস্তায় গাড়ি রাখা নিরাপদ নয় ! আমি হিন্দু, আমার এলাকাতে বাংলাদেশের মতো অনেক মুসলিম মানুষ আছে, কিন্তু রাত্রে রাস্তায় আমার গাড়ি নিরাপদেই থাকে ! আমি আমার প্রতিবেশিদের জন্য গর্বিত !

    • @PoetAbulKhair
      @PoetAbulKhair 2 ปีที่แล้ว +2

      দারুণ বলেছেন প্রিয় সুধী।।

    • @eusufsheikh7591
      @eusufsheikh7591 ปีที่แล้ว +3

      ভাই ভুল বুঝবেন না, বাংলাদেশের সকল মানুষের চরিত্র যে খারাপ তা নয়, তবে কিছু খারাব মানুষ আছে তাই কোন মালামাল ভাইরে রাখা নিরাপদ নয়,তবে সবসময় যে এমন হয় তা নয় হটাৎ চুরি হয়,।

    • @noakhalivikings
      @noakhalivikings ปีที่แล้ว

      ​@@eusufsheikh7591ভাই রাগ করবেন না৷ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ সুযোগের অভাবে চরিত্রবান৷ এরা যদি সুযোগ পায় ঠিকই লুটপাট করবে৷

    • @sujonmuhamadrahman2639
      @sujonmuhamadrahman2639 10 หลายเดือนก่อน

      Sob jaiga 1 na vai ❤

    • @tasnimamin3047
      @tasnimamin3047 10 หลายเดือนก่อน

      মুসলিম হলেই রাতের রাস্তায় গাড়ি চুরি করবে তা কিন্তু নয়।বাংলাদেশে হয়তোবা এরকম হয় প্রশাসনের নজরদারির অভাবে।চুরি কিন্তু হিন্দু-মুসলিম বেধে সকলেই করে।
      ধর্ম matter করে নাহ

  • @princedishary
    @princedishary 5 ปีที่แล้ว +17

    "গুরু তুমারও লাগিয়ারে সদাই প্রাণ আমার কান্দে" সত্যি ভাইয়া আপনি চলে গেলে সবসময় আমি সহ অগণিত ভক্ত শ্রোতা ও ভালো বাসার মানুষদের প্রাণ কাঁদতে থাকবে অনন্তকাল ধরে,বাংলার ইতিহাসে এ রকম প্রবাদ পুরুষ হয়তো ক্ষনজন্মা ধরাধামে আর জন্মাবেনা এটা আমার বিশ্বাস!

    • @tradeimport1151
      @tradeimport1151 4 ปีที่แล้ว +2

      ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য। তাই ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়
      - হুমায়ূন আজাদ

    • @mdanwer225
      @mdanwer225 2 ปีที่แล้ว +1

      দোয়া রইল

  • @akbarali-jw3sh
    @akbarali-jw3sh 5 ปีที่แล้ว +41

    আমার দেশের পএিকা পড়ে, এবং টিভি দেখে, বদ্ধমূল ধারনা ছিল। মায়ানমার খুব গরীব রাষ্ট্র, আপনার ভিডিও দেখে বোঝতে পারলাম।আমরা যা পড়ি বা দেখি মায়ানমার নিয়ে।,সবটাই প্রপাগাণ্ডা,ধন্যবাদ স্যার।

    • @Won-young124
      @Won-young124 5 ปีที่แล้ว +6

      এদেশের উগ্র সাম্প্রদায়িক মনোভাবের সাংবাদিকরা না জেনে মিথ্যা তথ্য দিয়ে এবং উগ্র বৌদ্ধরা বলে এদেশের মানুষদেরকে খ্যাপিয়ে দেয় এবং বার্মার সম্পর্কে নেতিবাচক ধারণা দেয়।

    • @tunpru1422
      @tunpru1422 5 ปีที่แล้ว +4

      Myanmar is not poor, they are rich and wealthy in terms of its natural resources like gold, jade, diamond, petroleum, gas, long coastal areas and precious teak etc. and many others.

    • @jaafrisingha7781
      @jaafrisingha7781 10 หลายเดือนก่อน

      খয়রাতি ছাড়া বাংলাদেশ এক দিনও টিকে থাকতে পারবে না। মিয়ানমার কোন সাহায্য ছাড়া বছরের পর বছর টিকে থাকতে পারবে।

  • @fahimbhuiyafahim.fahim.283
    @fahimbhuiyafahim.fahim.283 5 ปีที่แล้ว +18

    আপনার ভিডিও গুলি দেখে আর আমাদের দেশের অবস্থা, জনগণের চরিত্র নিয়ে ভেবে ভেবে আমার জোর চিৎকার করে কাদতে ইচ্ছে করে।

  • @palashdas8634
    @palashdas8634 5 ปีที่แล้ว +105

    আর একটি জিনিস লক্ষ্য করে ভাল লাগল। অমুক ভাই তমুক ভাইয়ের, ব্যানার নাই যেখান সেখানে।ভাল লাগল স্যার

    • @albertolucca8187
      @albertolucca8187 3 ปีที่แล้ว

      i realize it is quite randomly asking but does anyone know a good site to stream newly released tv shows online ?

    • @mdkamrankhan9169
      @mdkamrankhan9169 3 ปีที่แล้ว +1

      @@albertolucca8187thanks

    • @ফাইযুলইসলাম910
      @ফাইযুলইসলাম910 2 ปีที่แล้ว

      পা সৈয়দ মোয়াজ্জেম অংশ অংশ নিতে পারে বলে লঅঅম্বা ামিত্র কিংবা কিংবা অন্য অন্য কারও তাই আমরা পা মা মা ামিত্র পা ওাাাওাাওাাাাাাাতএতাাাাগতিএিিএািগািাাতাাািিগাাাএাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাডাাাাতাাএাাতডাতাাাাাাাাাাাএাাাাতাসাতাততডগাাতাডাাাততাততাাাতাাাতডতততাতাাতততাততাতএততাাতাডাতাাাতাতাডততাাতএতততততততততততততততততাাতততএএএএাাতাাাাাাাাতসডতসাতাাতাতএততাাাতাাাাসসাডাডাসডতাডসতাএাাএাতডাসসতসাাাসডাডডাতাডাতাাতাসস

  • @marziaislamsanda3241
    @marziaislamsanda3241 5 ปีที่แล้ว +55

    ধন্যবাদ আপনার সব কথা মিথ্যা নয়, এটা ঠিক গাড়ি রাখার চিত্র আসলেই অসাধারণ, ধন্যবাদ

    • @foridulislam8171
      @foridulislam8171 5 ปีที่แล้ว +1

      ইতালিতে এই ভাবে হাজার হাজার গাড়ি বাহিরে রাখে ধন্যবাদ

  • @bifuldas3886
    @bifuldas3886 5 ปีที่แล้ว +17

    মায়ানমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিওর মাধ্যমে!
    অনেক ধন্যবাদ দাদা?

  • @md.mizanurrahman9995
    @md.mizanurrahman9995 5 ปีที่แล้ว +38

    আামাদের সরকারি অামলা উন্নত অালু চাষ করা শিক্ষা নিয়ার জন্য বিদেশ সফর করে..... এই হল বাংলাদেশের অবস্থা

  • @ramjanaliofficialchannel
    @ramjanaliofficialchannel 5 ปีที่แล้ว +46

    মায়ানমারের রাস্তায় রাজনৈতিক নেতাদের পোস্টার বা ব্যানার নেই দেখে খুব ভালো লাগলো, (ধন্যবাদ)

    • @atiqurrahmankallol5202
      @atiqurrahmankallol5202 4 ปีที่แล้ว +6

      ওদের দেশতো মিলিটারি শাষিত

  • @amarbiswas639
    @amarbiswas639 4 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশি, চট্টগ্রামের বাসিন্দা। তবে ১৯৫০ সালের সামপ্রদায়িক দাংগার কারনে জন্মভূমি ত্যাগ করে বার্মায় চলে গিয়ে গিয়েছিলাম। লেখাপড়া করে আমার প্রিয় জন্মভূমিতে ফিরে আসি।
    আপনি যেসব স্থানের নাম করেছেন, সেগুলো আমার খুব পরিচিত। আপনাকে/ তোমাকে অশেষ ধন্যবাদ।
    খুব ভাল এবং খাঁটি অনুসন্ধানী প্রতিবেদন।

  • @sharufkhan9805
    @sharufkhan9805 5 ปีที่แล้ว +7

    বনি ভাই, আপনার জন্যই পৃথিবীর এতো এতো দেশের সম্পর্কে দূর্লভ সব তথ্য জানতে পারছি....মন থেকে অনেক অনকে ধন্যবাদ আপনাকে।

  • @nurahammadalamin741
    @nurahammadalamin741 5 ปีที่แล้ว +53

    পরিষ্কার পরি ছন্ন শহর। সম্পূর্ণ ঝামেলা বিহীন রাষ্ট্র ব্যাবস্থা।আসলেই এভাবে কেউ দেখাবে না।ধন্যবাদ আপনাকে।

    • @parvezaslam8194
      @parvezaslam8194 2 ปีที่แล้ว

      ছবিতে কখনও ময়লা দেখা যায় না, তাও রাত্রে।

  • @mdimran3063
    @mdimran3063 4 ปีที่แล้ว +9

    আমার মনে হয় বাংলাদেশের মতো দূর্নিতির দেশ পৃথীবির কোন দেশে নেই জে দূর্নিতির শিকার আমি নিজেই হয়েছি আমি একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থেকে এসে ১২/০২/২০২০দেশে ফিরে দূর্নিতির শিকার হয়েছি আমি

  • @bsarkar8186
    @bsarkar8186 5 ปีที่แล้ว +7

    বনি ভাই তুমি সব ধর্ম বর্ণ ছাপিয়ে গেছ তোমার মানবতা ও মানসিকতা অনেক উপরে তোমার সাথে কথা বলতে পরলে ভালো লাগতো ধন্যবাদ ভাল থকবে

  • @malaydasgupta2448
    @malaydasgupta2448 5 ปีที่แล้ว +26

    আপনার মায়ানমার নিয়ে ভিডিও গুলো দেখে আমি খুব লজ্জিত। আমি ইউরোপের ১৪ টি দেশে ভ্রমন করেছি ,আমেরিকার অনেক শহরে ও গিয়েছি মধ্যপ্রাচ্য , এমনকি থাইল্যান্ড ,মালয়েশিয়া ,সিঙ্গাপুর ও গিয়েছি। মায়ানমার সমন্ধে আমার কোন ধারনাই ছিলনা ,ইয়াঙ্গুন এর ভিডিও দেখে মনে হল অজ্ঞতার জন্য এত সুন্দর ও সুশৃঙ্খল পাশের দেশটিতে যাবার কথা ভাবিনি।

    • @johiruddin285
      @johiruddin285 4 ปีที่แล้ว

      বিডিওটি ভাল লাগল

  • @shorifkawserratan8865
    @shorifkawserratan8865 5 ปีที่แล้ว +24

    আপনিও অনেক ভালোবাসেন বাংলাদেশ কে কিন্তু ঘৃণার মাধ্যমে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। আপনি ঘৃণা করেন ধর্মীয় গোঁড়ামি এবং বিভিন্ন বিশৃঙ্খলা বিষয়গুলি নিয়ে । আমিও চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত আবর্জনামুক্ত ধর্মীয় গোঁড়ামি মুক্ত সুন্দর একটা দেশ হবে সবার আগে আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে।

  • @mdliakatali8406
    @mdliakatali8406 3 ปีที่แล้ว +4

    ভাই আপনার কথা শুনে অন্তরের ভীতরে গেথে যায় মনে একজন সৎ এবং সত্যি কথা বলার মানুষ আছে। আল্লাহ আপনাকে সত্য বলার জন্য নেক হায়াত দানকরুন।

  • @MijanurRahman-ri4hd
    @MijanurRahman-ri4hd 5 ปีที่แล้ว +73

    বাংলাদেশের মন্ত্রী এমপি দের উদ্দেশে কিছু শব্দ বোমা নিক্ষেপ করলেন না কেন?

  • @gopalmondal6907
    @gopalmondal6907 3 ปีที่แล้ว +4

    আপনার মাধ্যমে আজ বার্মা বা মায়ানমার দেশের কিছু অংশ এবং দেশ সম্পর্কে জানতেন পারলাম।
    অসংখ্যা ধন্যবাদ দাদা ।আপনি সুস্থ থাকুন।ভালো থাকুন আর ভাল ভালো ভিডিও উপহার দিয়ে মনের আশা পুরন করুন।প:ব:থেকে।

  • @abdulalim-dr3ko
    @abdulalim-dr3ko 5 ปีที่แล้ว +86

    কোনও হিসেব মিলছে না! গরিব একটি দেশ এতটা রুচিশীল-পরিচ্ছন্ন হয় কীভাবে?

    • @postman108
      @postman108 5 ปีที่แล้ว +39

      কারণ, ওখানে কোনও ওয়াজি নেই, কওমি মাদ্রাসা নেই, brain-washed জনগণ নেই, আমি শ্রেষ্ঠ / আমারটা শ্রেষ্ঠ সংস্কৃতি নেই, ...

    • @ashokkumardas4781
      @ashokkumardas4781 5 ปีที่แล้ว +19

      Because they are Buddhist not a Jihadi community.

    • @sahadadhossain1654
      @sahadadhossain1654 5 ปีที่แล้ว +15

      @@ashokkumardas4781 ধর্ম নিয়া গুঁতা না দিলে হয় না ? একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন নয় এটার সাথে জিহাদের কি সম্পর্ক আপনি ভালো জানেন , মিয়ানমার এ আমি আছি ৬ বছর যাবৎ , ধর্মীয় গোঁড়ামি ওদের অনেক বেশি । কিন্তু ওরা আইনকে শ্রদ্ধা করে আর আমাদের মতো জনসাধারণের মদ্যে নোংরা পলিটিক্স নাই , বাংলাদেশর মতো ঘরে ঘরে নেতাও নেই । এই জন্যই ওরা অগ্রগ্রামী ।

    • @abidhasan5721
      @abidhasan5721 5 ปีที่แล้ว +1

      @@ashokkumardas4781 রেন্ডিয়া কী শালার বেটা?

    • @sirajulislam5163
      @sirajulislam5163 4 ปีที่แล้ว +1

      ভাই আপনার সাথে একমত

  • @bishwajitbarua7033
    @bishwajitbarua7033 5 ปีที่แล้ว +4

    আমি আগেও শুনেছিলাম বার্মা কাগজে কলমে গরীব দেশ হলেও হলেও মানুষরা খুবই সৎ। আপনার ভিডিও দেখে তার কিছুটা প্রমান পাচ্ছি। খুব ভাল লাগল। ধন্যবাদ।

  • @mdemon-yr5xh
    @mdemon-yr5xh 2 ปีที่แล้ว +1

    Thanks apnake amader dekhanor jonno

  • @amiyachatterjee4738
    @amiyachatterjee4738 5 ปีที่แล้ว +11

    বনি ভাই কি ভাবে আপনাকে ধন্যবাদ জানাবো ঠিক বুঝতে পারছি না । আপনি অমানুষ নন আপনি মানুষ । আপনার স্ত্রীও আমার শ্রদ্ধা ভাজন । আপনার মানুষিকতায় আমি সত্যিই অভিভুত । আপনাকে আমি শ্রদ্ধা করি । এই শ্রদ্ধা আপনি নিজেই অর্জন করেছেন ।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 5 ปีที่แล้ว +2

    দাদা অনেক ধন্যবাদ। বছরের প্রথম দিনে আপনি মায়ানমার সম্পর্কে যা বললেন তা আমাকে শিক্ষিত করলো কেননা আমারও ধারণা ছিল ওরা খুব গরিব দেশ আপনি প্রমান করে দিলেন যে জিডিপি দিয়ে একটা দেশের কালচার জীবনযাপনের মান বিচার করা যায় না। যা দেখালেন তাতে ওরা যে অনেক উন্নত মানের আর কোন সন্দেহ রইল না। আর বাংলাদেশ সম্বন্ধে যা বললেন আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি কেননা আমি বহুবার জন্মসূত্রে বাংলাদেশ দিয়েছি আর যা দেখেছি তা আর বলার নয়। অনেক ধন্যবাদ দাদা। HAPPY NEW YEAR TO U & UR FAMILY.

  • @samriddhimondal2096
    @samriddhimondal2096 4 ปีที่แล้ว +6

    এবার বুঝলাম মায়ানমার কেনো রোহিঙ্গা মারছে। সত্যিই মুসলিম কিছু সম্প্রদায়কে তাড়িয়ে তারা তাদের মতো সুন্দর আছে। চিন তো আজ সেই পথে এগোচ্ছে। তাই মায়ানমার আর চিন এতো পরিস্কার আর সুন্দর। আশাবাদী তোমরা আরো উন্নতি করবে।

    • @MOHAMMEDYOUSUFOFFICIAL
      @MOHAMMEDYOUSUFOFFICIAL ปีที่แล้ว

      মানে, তুমি খুব খুশি?

    • @MOHAMMEDYOUSUFOFFICIAL
      @MOHAMMEDYOUSUFOFFICIAL ปีที่แล้ว

      মানে, তুমি খুব খুশি?

    • @rupomtalukder5501
      @rupomtalukder5501 8 หลายเดือนก่อน

      tui kon desh e thakis vai?ai desh theke chole ja tahole

    • @ShahadatHossain-fl4dr
      @ShahadatHossain-fl4dr หลายเดือนก่อน

      বাংলাদেশ থেকে ও মালাউনদের তারানো হবে

  • @mohitsen4165
    @mohitsen4165 8 หลายเดือนก่อน +1

    Khub valo laglo. Piyu oTangu sahar dekhaben please.Zewadi te amar janma

  • @prashanta9536
    @prashanta9536 5 ปีที่แล้ว +4

    কি সুন্দর মায়ানমার দেশ. স্যার হয়তো আমার ভাগ্যে সরাসরি দেখা হবেনা, কিন্তূ আপনার মাধ্যমে দেখতে পেলাম সেই জন্য আপনাকে ধন্যবাদ l

  • @dr.samareshbiswas6981
    @dr.samareshbiswas6981 5 ปีที่แล้ว +7

    আহ! চমৎকার মানুষ আপনি,চমৎকার আপনার ব্যক্তিত্ব ও কন্ঠ... ধন্যবাদ আপনাকে

  • @SujanDas-pl7lc
    @SujanDas-pl7lc 5 ปีที่แล้ว +15

    ভারতের দিল্লি র অবস্থান এবিষয়ে কলকাতার থেকেও ভালো,,
    আমি দিল্লি থেকে আপনার প্রায় সব ভিডিওগুলো খুব ভালো করেই দেখি,
    ধন্যবাদ ।।

    • @arifulislam-vz1vs
      @arifulislam-vz1vs 5 ปีที่แล้ว

      Vai apnar bare ki west bengal

    • @SujanDas-pl7lc
      @SujanDas-pl7lc 5 ปีที่แล้ว

      @@arifulislam-vz1vs hmmm **keno??

    • @asimbasu5322
      @asimbasu5322 5 ปีที่แล้ว +2

      প্রিয় বনি আমিন। আপনি সঠিক কথা বলেছেন। চরিত্র নষ্ট হয়ে গেলে অভাব আপনা আপনি নেমে আসে। আপনি কি করবেন?

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 ปีที่แล้ว +1

    *বার্মার হাঁটুর নিচে পড়ে আছে জন্ম দেশ*
    *ভীষন ভালো লাগলো স্যার এই ভিডিওটি দেখে। অনেক কিছুই জানতে পারলাম*
    *তোমার ও লাগিয়া রে সদা, প্রান আমার কান্দে বন্ধু রে,প্রান বন্ধু কাঁদিয়া রে*
    *অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই স্যার* 🙏🌷💞🌷🙏

  • @Das-mj3me
    @Das-mj3me 5 ปีที่แล้ว +6

    আমি মনে করি, আমরা আমাদের সমস্যাটা ইন্ডিকেট করতে পারিনা বা অনেক ক্ষেত্রে আমরা সমস্যা আমলে নেইনা। সমস্যা ফাইন্ড আউট করতে পারলে, সমাধানও সম্ভব। সবচেয়ে বড় কথা আমাদের দেশপ্রেমের বড়ই অভাব।

  • @alivmarick4884
    @alivmarick4884 5 ปีที่แล้ว +12

    নমস্কার বনি আমিন জি;কলকাতা থেকে আপনার ফলোয়ার।।

  • @badaldebnath6692
    @badaldebnath6692 5 ปีที่แล้ว +37

    গাড়ি দুরের কথা সাইকেল রেখে কোথায়ও গেলে এসে দেখবেন সাইকেল নেই ,

    • @bolly8485
      @bolly8485 4 ปีที่แล้ว +1

      😆😆😆😆😁

  • @arifuddinshohel3280
    @arifuddinshohel3280 5 ปีที่แล้ว +19

    অসাধারণ........
    আর কি ভাবে বললে জানিনা বাংলাদেশী নীতিনির্ধারকদের লজ্জাশরমের আঁখি খুলবে.......
    অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যমূলক উপস্থাপনার জন্য.......

  • @kanakdatta9188
    @kanakdatta9188 5 ปีที่แล้ว +9

    মায়ানমারের প্রতি ভুল ধারণা ছিল।। ধন্যবাদ জানানোর জন্য।জাতি হিসেবে তারা গর্বিত।।

  • @kawsarahamed7643
    @kawsarahamed7643 3 ปีที่แล้ว +2

    আমাদের বাংলাদেশের এমন কোনো সিটি নেই যেটা পরিকল্পিত ধিক্কার জানাই এমন গণতান্ত্রিক দেশ কে

  • @cingko7467
    @cingko7467 5 ปีที่แล้ว +60

    পৃথীবিতে একটা দেশ আছে সেটা বাংলাদেশ বাকি গুলো বিদেশ....!

  • @abuabdullah3302
    @abuabdullah3302 5 ปีที่แล้ว +1

    মা শা আল্লাহ, মনে হচ্ছে ইউরোপের উন্নতশীল কোনো দেশ আমি দেখতেছি। ধন্যবাদ ভাই

  • @kdkdkhan1267
    @kdkdkhan1267 5 ปีที่แล้ว +9

    জনাব, গানটির জন্যই কমেন্ট টা করলাম, আপনার কন্ঠে গান টা বেশ ভালোই লেগেছে আমার কাছে...

  • @zitohin024
    @zitohin024 5 ปีที่แล้ว +37

    বাংলাদেশে সবক্ষেত্র‍ে অনিয়ম.... এখনে অনিয়ম করাটাই যেনো নিয়ম হয়ে দাড়িয়েছে....

  • @bishwajitbarua7033
    @bishwajitbarua7033 5 ปีที่แล้ว +25

    এতগুলি রাস্তাঘাট দেখালেন কিন্তু বাংলাদেশের মত তেমন কোন পুলিশ দেখলাম না।

    • @asaduzzaman5548
      @asaduzzaman5548 4 ปีที่แล้ว

      পুলিশ দিয়ে কি হবে?আমাদের তো শালার বহুত পুলিশ!!!

  • @thasultan
    @thasultan 5 ปีที่แล้ว +3

    Saw your video and truly you are an eye opener of lots of people. True bangladesh is under Myanmar knee. Very true. Lots of love from London.

  • @arafataliali3518
    @arafataliali3518 5 ปีที่แล้ว +3

    স‍্যার আপনার মতো মানুষ হয় না আপনি খুব ভালো মানুষ আপনার ভিডিও গুলো আমি সবসময় দেখি

  • @mdjinnat7229
    @mdjinnat7229 5 ปีที่แล้ว +3

    আপনার মত মানুষ একটা পাইছি আমরা মুগ্ধ আপনাকে সৃষ্টিকর্তা দীর্ঘজীবী করুক আপনি শুধু ঘুরে ঘুরে দেখাবেন আর আমরা দেখব আর আপনার জন্য দোয়া করব

  • @muhammadharun4914
    @muhammadharun4914 5 ปีที่แล้ว +31

    ১০০ ভাগ সত্য কথা বলেছেন আমাদের দেশে গাড়ি বাহিরে রাখা যায় না। চোরের জন্য। ধন্যবাদ

  • @bdbanglapro123
    @bdbanglapro123 5 ปีที่แล้ว +9

    সত্যি দাদা আপনার প্রত্যেকটা ভিডিও দেখে তাই মনে হলো।

  • @mosarafhossain5728
    @mosarafhossain5728 5 ปีที่แล้ว +4

    কাকু আপনার ওই কথা টির ব্যাখ্যা আমার জানা আছে, অর্থাৎ আপনি বলা মাত্রই আমি বুঝতে পেরেছি। ভালো থাকবেন

  • @smshipu3791
    @smshipu3791 4 ปีที่แล้ว

    প্রতিটি প্রতিবেদনে যে আবহ সংগীত যা প্রাণ ছুয়ে যায়, আপনার দেশ প্রেমের প্রকৃত পরিচয় পাওয়া যায়।

  • @enamulhoque1449
    @enamulhoque1449 5 ปีที่แล้ว +37

    মায়ানমার গরিব রাষ্ট হলেও, তাদের নিয়ম গুলো অনেক ভাল লাগলো, এবং শহরটা অনেক সুন্দর ও পরিস্কার

    • @mohammedkowajalikhan8571
      @mohammedkowajalikhan8571 5 ปีที่แล้ว +4

      বারমা একটা খবিচ।

    • @shahanulislam3765
      @shahanulislam3765 5 ปีที่แล้ว +3

      Ara vahi Barma akta গরিব দেশ tai populations কম কিন্তু Bangladesh ar সিটি গুলো onak উন্নত ও busy তাই ব্যাতিক্রম

    • @shamsmulla8467
      @shamsmulla8467 5 ปีที่แล้ว +4

      মায়ারমানরে আমরা গিনা করি কারন তারা মোসলমানদের শক্র আর এক জানুয়ার তাদের পসংসা করতাছে ছাগল কোথাকার

    • @maminurmamun8747
      @maminurmamun8747 5 ปีที่แล้ว +5

      বাংলাদেশের রাজশাহী শহর বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরগুলোর মাঝে একটি, এমনকি ইয়াংগুনের চেয়েও। না গিয়ে থাকলে একবার গিয়ে ঘুরে আসবেন।

    • @niharbasu6004
      @niharbasu6004 4 ปีที่แล้ว +1

      @@maminurmamun8747 তুই একটা গাধা। তোর দেশের বাইরে কোথাও গেছিস? শালা থাকিস তো পৃথিবীর সবচেয়ে গরীব দেশে। তোরা মুর্গির দেশে শিয়াল রাজা।

  • @subratamohanto6746
    @subratamohanto6746 5 ปีที่แล้ว +2

    আপনি আছেন জন্যই অন্য সব দেশেরে সঠিক চিত্র দেখতে ও জানতে পারছি কাকু। ধন্যবাদ আপনাকে এই সত্য বিষয় গুলো তুলে ধরার জন্য।

  • @meraj-ie6xh
    @meraj-ie6xh 5 ปีที่แล้ว +3

    আমাদের দেশের যত রিকশা চালক আছে এদেরকে যে কোন একটা করে কাজ দিয়ে রিকশা তুলে দেওয়া দরকার যাতে রাস্তা জনজাট না হয় পরিবেশ ভালো থাকে

  • @dhananjoymondal5162
    @dhananjoymondal5162 5 ปีที่แล้ว +40

    আমাদের বাংলাদেশীদের আত্মিক উন্নয়ন কখনও ঘটবে না।
    এটাই সবচেয়ে দুঃখের বিষয়।

    • @shamsmulla8467
      @shamsmulla8467 5 ปีที่แล้ว +2

      ছাগলের মত কথা বললা

    • @bksarkar2943
      @bksarkar2943 4 ปีที่แล้ว +2

      @@shamsmulla8467 আপ্নি এত ভাল বুঝলেন কি ভাবে??
      আপনি ই নিশ্চয় অনেক বড় মাপের একটি রাম ছাগল না হয়ে যান ই না।

    • @wazedaalam9126
      @wazedaalam9126 4 ปีที่แล้ว +2

      মিঃ বনি আমিন ঢাকা নয় খুলনা আমাদের গাড়ী সারা বৎসর রাস্তায় থাকে

  • @abdullahalkafi93
    @abdullahalkafi93 5 ปีที่แล้ว +19

    সত্য বলার জন্যই বানী আমীন আমার প্রিয় ব্যক্তিত্ব।
    ।।লাভ বনী আমীন লাভ।।

  • @monirulalam9889
    @monirulalam9889 3 ปีที่แล้ว +2

    You talking true story
    Thanks brother
    May ALLHA give you long life Amin

  • @bdmisbah3435
    @bdmisbah3435 3 ปีที่แล้ว +4

    Love from Sylhet city in Bangladesh 💕🇧🇩🇧🇩🇧🇩💕

  • @সেকুলারনইযথাযথমানুষ

    কিছু কিছু মানসিক রোগী ব্যতীত আমাদের মানুষের মনে অন্তত নিজেদের আত্মসমালোচনা বলেন বা নিজেদের অন্যায়ের জন্য আত্মসমর্পণের মানসিকতা দেখতে পাচ্ছি। এই মানসিকতাই একদিন এই দেশকে পরিণত করবে আদর্শ দেশ হিসেবে। আমাদের মানসিক সচেতনতা সবার আগে দরকার.....

  • @MohammadimtiajBakul
    @MohammadimtiajBakul 4 ปีที่แล้ว +5

    2 কোটি বসবাস যোগ্য বাংলাদেশে ১৮ কোটি মানুষ,বার্মা বাংলাদেশের চেয়ে ৪ গুণ বড়,আর জনসংখ্যা বাংলাদেশের অর্ধেক।বিষয়টা ভূলে গেলে চলবেনা।

    • @AkbarAli-vl1ni
      @AkbarAli-vl1ni หลายเดือนก่อน

      Aponi o thik bolen nai, singapore population amader theke o beshi

  • @reddevil638
    @reddevil638 5 ปีที่แล้ว +1

    Thanks dear bony , ai music tar lyric surute bole deyar jonno.😍

  • @Nemo.57
    @Nemo.57 5 ปีที่แล้ว +3

    The music you’ve set while flying drone is mesmerising... thank u... you’ve a lot of common sense in the deep .... My good wishes !

  • @reazhuque4293
    @reazhuque4293 4 ปีที่แล้ว +1

    You are absulutly right. Apnar sheshayer duita line amar khub valo lagsay. I love you bhai......

  • @johatahascrafts8647
    @johatahascrafts8647 5 ปีที่แล้ว +9

    আমাদের রাষ্ট্র নায়কেরা তেলবাজী খুবই পছন্দ করে তাই দেশের প্রকৃত উন্নয়ন হচ্ছে না আর একটা বড় সমস্যা নেতাদের দেশপ্রেম এর বড়ই অভাব আর সর্বোপরি অগনোত্রান্তিক চর্চা তো আছেই

  • @redhorse9022
    @redhorse9022 3 ปีที่แล้ว +1

    Wow excellent singing thanks from USA

  • @desertmoon2158
    @desertmoon2158 5 ปีที่แล้ว +6

    আপনার কন্ঠে গাানটি খুবই প্রাণস্পর্শী ও অতীতকে যেনো পিছু ডাকে।

  • @moynapakhi1722
    @moynapakhi1722 4 ปีที่แล้ว +1

    অস্থির হইছে বনি ভাই, love you loooooottt bro. Carry on. God bless you

  • @rabiulauwal9450
    @rabiulauwal9450 5 ปีที่แล้ว +46

    স্যার কি দেখাইলেন বাংলাদেশের মানুষের ভাব নষ্ট হয়ে বাবে। আর আপনি এভাবে কেন বলছেন মুখোশ খুলে যাচ্ছে তো।

    • @bolly8485
      @bolly8485 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂🙏🙏

  • @anusuabasakdas6753
    @anusuabasakdas6753 4 ปีที่แล้ว

    ভায়োলিনের সুরে আমার খুব প্রিয় গান। আপনিও বেশ ভালোই গাইলেন। দাদা আপনার ভিডিওগুলা খুব ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।👍👍👍👍♥️from India🇮🇳

  • @parthogoon3055
    @parthogoon3055 5 ปีที่แล้ว +13

    খুব সুন্দর। ইদানিং জানতে পারলাম ভারতের থেকে নাকি বাংলাদেশর জিডিপি ভালো। পরিসংখ্যান কারা করছে জানিনা। তবে আপনার ভিডিও দেখে পরিসংখ্যানের ব্যপার টাই গোলমেলে হয়ে গেলো।.... জিনিয়াস।

    • @mahbubalam1424
      @mahbubalam1424 5 ปีที่แล้ว +1

      ভাই আমি একজন মুসলমান হয়ে বলছি. বাংলাদেশের জিডিপি যদি 50 হাজার ডলারও হয়, তাহলেও বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তান থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকবে, এমনকি আফ্রিকার গরিব দেশ সোমালিয়া ইতুপিয়া থেকেও পিছিয়ে থাকবে এর অনেকগুলো কারণ রয়েছে, এক নাম্বার ঘনবসতি দ্বিতীয়তঃ মানুষের চালচলন তৃতীয়তঃ সঠিক পরিকল্পনা,চতুর্থ মানুষের খাদ্য অভ্যাস আরো অনেক অনেক কারণে বাংলাদেশ পিছিয়ে থাকবে.

    • @parthogoon3055
      @parthogoon3055 5 ปีที่แล้ว

      @@mahbubalam1424 ধন্যবাদ।

  • @sanjoyshil5701
    @sanjoyshil5701 4 ปีที่แล้ว +1

    So sweet ❤️ voice 😍. Really wonderful. All truth information r praiseworthy

    • @BoniAmin
      @BoniAmin  4 ปีที่แล้ว

      Thanks a lot

  • @azaharhossain313
    @azaharhossain313 5 ปีที่แล้ว +13

    আমাদের মুল সমস্যা অতিরিক্ত জনসংখ্যা, অশিক্ষা, দুর্নীতি, রাজনৈতিক দুরবিত্যায়ন এখন এগুলোই বাংলাদেশের চিরন্তন সমস্যা। এই সমস্যা গুলো কোন দিন মুছে ফেলা যাবেনা।

  • @adibasvlog6152
    @adibasvlog6152 5 ปีที่แล้ว +2

    সার আপনার সব ভিডিও আমি দেখি..... আপনার সব ভিডিও আমার অনেক ভালো লাগে...

  • @shahadathossainmolla8954
    @shahadathossainmolla8954 5 ปีที่แล้ว +21

    রাতের মোহিনী মায়াময়ী সুদর্শন দৃশ্য। দাদা আপনার শুভ কামনা করি ।
    সাহাদাৎ হোসেন
    ০১/০১/২০২০

  • @chaitalimitra1788
    @chaitalimitra1788 4 ปีที่แล้ว

    Sir onek dhannybad , aapner Jonnoi ojana Desh take choker dakha dekhte pelam n valobase fellam. Aami Kolkata bashi holeo Aamar root Bangladesh e but Varma r saatheo ak ta touch aache. Kintu jaygatir sommondhe kono dharonai chilo na . Khub valo laaglo. R Bangladesh er kotha suneo khub kosto hocche. Iswar jano sobaike suvobuddhi dan. 👌👌👍

  • @mdsefatahmeed999
    @mdsefatahmeed999 5 ปีที่แล้ว +15

    কবি বলেছেন সকল দেশের সেরা আমার জন্মভূমি। কোন দিক দিয়ে সেরা সকলের কাছে আমার প্রশ্ন।

    • @shorifrubelsapna3337
      @shorifrubelsapna3337 5 ปีที่แล้ว +1

      দূর্নিতীতে সেরা, নাম্বার ওয়ান

    • @sitarampradhan538
      @sitarampradhan538 5 ปีที่แล้ว +1

      কেন নয় হিন্দু নিধনে।

    • @mahbubalam1424
      @mahbubalam1424 5 ปีที่แล้ว +1

      পাগল-ছাগল ময়লা-আবর্জনা মশা মাছি ধুলাবালি রোগ ব্যাধি নোংরা ও অস্বাস্থ্যকর খাদ্য এগুলা দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর সেরা.

  • @rannabannactg9240
    @rannabannactg9240 4 ปีที่แล้ว +1

    Dada Nomoshkar, Dekhe Chokh juriye gelo👌🏻

  • @placidmendez5131
    @placidmendez5131 4 ปีที่แล้ว +6

    সততার ভিতর যে সুখ আছে তা সবার বুঝার সাধ্য নাই।

  • @shepersarder3097
    @shepersarder3097 4 ปีที่แล้ว

    বনি ভাই এটা ভুললে চলবে না বাংলাদেশে সবকিছু কাগজ-কলমে হয় বাস্তবে নয়

  • @হৃদয়েবাংলাদেশ-দ৬য

    পুরো শহরে একটি পোষ্টার বা ফেষ্টুন চোখে পড়েনি।কত পরিস্কার পরিচ্ছন্ন শহর।

  • @bdmisbah3435
    @bdmisbah3435 3 ปีที่แล้ว +2

    Bhaia Sylhet a asar amontron roilo r Sylhet a ekta vlog koren plz 💕💕💕💕💕

  • @ashisdas5635
    @ashisdas5635 5 ปีที่แล้ว +8

    > বার্মা, অধুনা মায়নামার সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা প্যানিক ছিল​, অনেকটা নিষিদ্ধ দেশের মত​। কিন্তু আপনার `অবজার্ভ মায়নামার​` সেটা কাটিয়ে দিচ্ছে। খুব ভাল লাগছে। ধন্যবাদ​। ভাল থাকবেন​।

  • @fishprocessor280
    @fishprocessor280 4 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশী। ইয়াংগুনের চাকরি করি। আপনার কথা প্রায় শতভাগ সঠিক। শুধু গাড়ি নয়। আপনি টাকার/ডলারের বস্তা নিয়ে একা হাঁটলেও আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। একজন নারী নগ্ন হাঁটলেও তার ধর্ষণ হওয়ার ভয় নেই। এই দেশের ৯০% এর বেশি মানুষ সত, আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল। তবে চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে জীবনমানের দিক দিয়ে আমাদের চেয়ে একটু পিছিয়ে আছে। যাইহোক। তবে নৈতিক দিক দিয়ে আমাদের চেয়ে ঢের এগিয়ে। বাংলাদেশীরা মায়ানমার সম্পর্কে যা জানে তার আসল চিত্র সম্পূর্ণ বিপরীত।

    • @BoniAmin
      @BoniAmin  4 ปีที่แล้ว

      Abdul Karim@Thank you for your lovely comment and feedback

  • @mhrcorporation-chittagong3828
    @mhrcorporation-chittagong3828 5 ปีที่แล้ว +6

    ভাই এগুলা ভাড়ার গাড়ি, আপনি যেইরকম গাড়ি আপনি বাংলাদেশের রাস্তার পাশেও দেখবেন। কিন্তু কথা হচ্ছে ওরা আমাদের চেয়ে অনেক সুন্দর এবং ভাল চরিত্রের অধিকারি এটা ঠিক। জনসংখ্যা আমাদের মুল সমস্যা৷

  • @abdulkhalique8052
    @abdulkhalique8052 4 ปีที่แล้ว

    Absolutely nice video bro, I am really enjoying thanks for your valuable time “

  • @SirajganjPost24
    @SirajganjPost24 5 ปีที่แล้ว +4

    বনি আমিন ভাই প্রামাণ্যচিত্র টা খুব সুন্দর লাগলো আজকে

  • @reazahmed2035
    @reazahmed2035 3 ปีที่แล้ว +2

    Many many thanks for real comperative analysis of both countries.

  • @smaiti5066
    @smaiti5066 5 ปีที่แล้ว +22

    এই ওয়াজি গুলো কে দূর করুন..অনুগ্রহ করে..না হলে বাংলাদেশ কে কেউ বাঁচাতে পারবেন না..

  • @saroarmohd7528
    @saroarmohd7528 4 ปีที่แล้ว +2

    এই ভিডিওটা বার বার দেখতে ইচ্ছে করে
    thanks amin bhai

  • @MdShakib-ur6gn
    @MdShakib-ur6gn 4 ปีที่แล้ว +7

    বার্মা এত সুন্দর এত পরিস্কার দেশ বিস্বাস করা কষ্ট 😍

  • @hazratali52
    @hazratali52 5 ปีที่แล้ว +2

    Awesome video boss.Thank you so much for view to us.

  • @mohammednoor_24
    @mohammednoor_24 5 ปีที่แล้ว +5

    *আসলে নিজেকে নিয়ে ঘৃণাহ হয় কোন দেশে আমরা বাস করি*

  • @himushil4003
    @himushil4003 4 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওতে অনেক কিছু জানতে পারি শিখতে( love you brother) ❤️❤️

  • @ShuddhosEveryday
    @ShuddhosEveryday 5 ปีที่แล้ว +3

    বার্মার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও ওদের পরিচ্ছন্নতা, নৈতিকতা দেখে বোঝা যায় জাতি হিসাবে তারা বাংলাদেশের মানুষের চেয়ে অনেক অনেক উপরে। আপনার ভিডিওগুলো দেখে নতুন করে সে ধারনা আরো পূর্ণতা পেল। বার্মা যেভাবে ট্যুরিজমে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যত ট্যুরিজম পার্কই করুক বিদেশী ট্যুরিস্ট টানতে পারবে না।
    আপনার ভিডিও'র অপেক্ষায় থাকি প্রতিদিন।

  • @rezaulhaquehelal9654
    @rezaulhaquehelal9654 4 ปีที่แล้ว +1

    আপ্নার গানেত কন্ঠ ভালোই ছিল ভাই, মিউজিক সিলেকশনও ফাটাফাটি। ইহা আমার মরহুম বাবার প্রিয় গান ছিলো, প্রান বন্ধু কালিয়া রে,
    ধন্যবাদ আমিন ভাই
    রেজাউল হক হেলাল, ফেনী
    01886881377

  • @kafeelud-deen9789
    @kafeelud-deen9789 5 ปีที่แล้ว +3

    যেখানে মানুষের নিরাপত্তা নেই সেখানে আবার গাড়ির নিরাপত্তা।

  • @muhammadelias6794
    @muhammadelias6794 5 ปีที่แล้ว +1

    বার্মা থেকে আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী এটা ঠিক আছে কিন্তু সামাজিক ব্যবস্থা রাস্তাঘাট ইত্যাদি সব দিক দিয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে, আমাদের শহর করছে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কিছু করা হয় নাই, রাস্তাগুলো মালয়েশিয়ার মতন দেখতে

  • @hanifsheikh9250
    @hanifsheikh9250 5 ปีที่แล้ว +3

    স্যার আপনার এই ভিডিওটা আমাদের ডিজিটাল প্রধান মন্ত্রির দেখানো দরকার দেখলে হয়তোবা কিছু শিখতে পারতো

  • @monilalganguly8341
    @monilalganguly8341 4 ปีที่แล้ว +2

    Mr boni BABU NAMASKAR
    You are really embdoiment of Truth &. Misanthropists
    Regards billions

  • @m.s4181
    @m.s4181 5 ปีที่แล้ว +7

    বাংলাদেশ হচ্চে Southeast এশিয়ার বিষফোঁড়া, 🌶🌶😆

  • @bhagirathreang1636
    @bhagirathreang1636 4 ปีที่แล้ว

    Thanks.arokom vdo post korar janya.....

  • @AkramKhan-of9mc
    @AkramKhan-of9mc 5 ปีที่แล้ว +3

    ভাই আমার জানি মনে হচ্ছে।আমিও আপনার সাথেই আছি।

  • @bestvideosjrstudio505
    @bestvideosjrstudio505 5 ปีที่แล้ว +1

    বাংলাদেশের রাস্তাগুলো পরিকল্পনা বিহীন ভাবে গড়ে ওঠে।
    আর এসব দেশে পরিকল্পিতভাবে নগরী ও সড়ক গড়ে তোলা হয়।তাই এসব দেশ এত সুন্দর।