একটি তুলসী গাছের কাহিনী।। সৈয়দ ওয়ালীউল্লাহ্।। Ekti Tulsi Gaser Kahini। Syed Waliullah। Audio Stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ'র কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী।
    দেশভাগের সময়ে কলকাতা থেকে উদ্বাস্তুর মত একদল চাকরিজীবী পূর্ববঙ্গে (বর্তমান : বাংলাদেশে) আসে। এসে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। তারা ভাগ্যবান বলে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। অন্যান্য উদ্বাস্তুরা এটা দেখে আফসোস করে। অতঃপর একদিন তাদের দখলকৃত বাড়ি উদ্ধারে পুলিশ আসে। তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তারা সংকল্পবদ্ধ হয়, তারা বাড়ি ছাড়বে না।
    একদিন তাদের একজনের চোখে একটি তুলসী গাছ পড়ে। তুলসী গাছকে 'হিন্দুয়ানী'র প্রতীক ধরা হয়। তুলসী গাছটি মূলোৎপাটন করার কথা বলে তাদের। কিন্তু, তারা মূলোৎপাটন করতে পারে না। উপরন্তু, গোপনে গোপনে গাছটির যত্ন নেয় তাদেরই কেউ এক জন।
    একদিন তাদের সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, সরকার বাড়িটি রিকুইজিশন করে। আর, শুকিয়ে যাওয়া খয়েরি রঙের তুলসী গাছটি থেকে যায় বাড়িটিতে।
    'জাহাজী' গল্পে বৃদ্ধ করিম সারেঙ্গের সুদীর্ঘ জাহাজী জীবনের নৈঃসঙ্গ অনবদ্য ভাষারূপ পেয়েছে। সমুদ্রের নীল জলে ঘুরে ঘুরে তার জীবনে কোন গ্রন্থি পড়েনি। ফলে ছেলেদের বয়সী লস্কর ছাত্তারকে দেখে তার মধ্যে পিতৃত্বের হাহাকার মাথাচাড়া দিয়ে ওঠে। জীবনে গ্রন্থি পড়লে হয়তো ছাত্তারের মতোই একটি সন্তান তার সামনে দাঁড়াতে পারতো। কিন্তু তা হয়নি। তাই তার কাছে নারীবান্ধবহীন অতিক্রান্ত দীর্ঘজীবন অদ্ভুতভাবে শূন্য ও ব্যর্থ ঠেকছে কঙ্কালের চোখের মতো।
    লেখক পরিচিতি: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আহমদউল্লাহ্। তাঁদের পৈতৃক নিবাস ছিল নোয়াখালী। কলকাতা ও ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে তাঁর শিক্ষাজীবন অতিবাহিত হয়। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। দেশে-বিদেশে সরকারের বিভিন্ন উচ্চতর পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবনসন্ধানী ও সমাজ-সচেতন সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় উজ্জ্বল রূপে প্রতিফলিত হয়েছে ধর্মীয় সামাজিক কুসংস্কার, মূল্যবোধের অবক্ষয়, মানবমনের অন্তর্দ্বন্দ্ব প্রভৃতি। বাংলাদেশের কথাশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন তিনি। লালসালু, চাঁদের অমাবস্যা, ও কাঁদো নদী কাঁদো তাঁর বিখ্যাত উপন্যাস। তাঁর অন্যান্য রচনার মধ্যে রয়েছে- গল্পগ্রন্থ: নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প। নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুড়ঙ্গ। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
    বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন।
    #Bangla_Audio_Stories
    #Bangla_Literature
    #Bangla_Short_Stories
    #Sobar_Jonno_Bangla
    ★★★★★★★★★★
    এরকম আরও সুন্দর সুন্দর গল্পপাঠ, কবিতা আবৃত্তি, বুক রিভিও, উপন্যাস আলোচনা, প্রবন্ধ পাঠ, গীতিকাব্য পাঠ সহ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বিভিন্ন বিষয় সহজবোধ্য ভাবে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন।
    ★★★★★★★★★★
    ☑ বাংলা ছোটগল্প:
    • বাংলা ছোটগল্প
    ☑ স্নাতক চতুর্থ বর্ষের ছোটগল্প (পাঠ্য) :
    • ছোটগল্প।। স্নাতক চতুর্...

ความคิดเห็น • 4

  • @masudrana1178
    @masudrana1178 2 ปีที่แล้ว +1

    Tnq

    • @user-yc9bn5gs6y
      @user-yc9bn5gs6y  2 ปีที่แล้ว

      চ্যানেলে স্বাগতম আপনাকে ❤️

  • @sadinblog6498
    @sadinblog6498 3 ปีที่แล้ว +1

    tnq

    • @user-yc9bn5gs6y
      @user-yc9bn5gs6y  3 ปีที่แล้ว

      ❤️❤️ আপনাকেও ধন্যবাদ।