12V DC Mini ips price in bangladesh. How To make 12V DC Mini ips. Solar Fan price in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভাই ও বোনেরা। পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, আশাকরি সকলেই ভালো আছেন।
    পাওয়ার ইলেকট্রনিক্স আপনাদের সুনাম ধন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে আপনাদের প্রয়োজনিয় সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে।
    যেমন,
    (১) আই,পি,এস, এবং আই পি এস সার্কিট।
    (২) ইউপিএস এবং ইউপিএস সার্কিট।
    (৩) প্রফেশনাল এমপ্লিফায়ার/ ট্রানজিস্টর সার্কিট।
    (৪) সকল ধরনের সাউন্ড বক্স এবং স্পিকার।
    (৫) ভোল্টেজ স্ট্যাবিলাইজার ।
    (৬) সকল ধরনের ব্যাটারি চার্জার।
    (৭) সকল ধরনের ট্রান্সফরমার বিক্রি এবং বাধাই করা হয়।
    (৮) যে কোনো ধরনের এসি, ডিসি, মোটর বাধাই করা হয়।
    (৯) যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিন পাওয়ার কন্ট্রোলার সার্ভিসিং করা হয়।
    যেমন,
    ১, সুইং মেশিন সকল ধরনের কন্ট্রোলার।
    ২, লিংকিং মেশিন সকল ধরনের কন্ট্রোলার।
    ৩, সফট উইন্ডিং মেশিন কন্ট্রোলার এবং সকল
    ধরনের ইন্ডাস্ট্রিয়াল সার্কিট সার্ভিসিং করা হয়।
    ৪, ইনভারটার AC সার্কিট সার্ভিসিং করা হয় ।
    ৫, সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল Auto মেশন এবং Auto কন্ট্রোলিং এর কাজ করা হয়।
    তা,ছাড়া সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি এবং সার্ভিসিং করা হয়।
    প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন নিচে দেয়া সোশ্যাল মিডিয়া এবং ফোন নাম্বারে।
    •আমি সকল ধরনের মালামাল সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে সরাসরি আমার দোকানে আসতে পারেন।

ความคิดเห็น • 8

  • @tahmedofficial773
    @tahmedofficial773 3 หลายเดือนก่อน

    Vaia Amar kase akta ups ase akn oi ups ta dea ami kivabe mini ips banabo 12v 9am ar battery dea chalabo choto aktu fan

    • @AkashTech550
      @AkashTech550  3 หลายเดือนก่อน

      জি ভাই ভাষা বুঝতে পারি নাই আবারো কমেন্ট করবেন উত্তর দেওনের চেষ্টা করব ধন্যবাদ

    • @tahmedofficial773
      @tahmedofficial773 3 หลายเดือนก่อน

      ভাইজান আমি বলসি আমার কাছে একটা ups আছে এখন আমি আপনার ভিডিওর মত মিনি আইপিএস বানাতে চাই তার জন্য ইউপিএস এর থাকা ট্রান্সফরমার ব্যবহার করে কি বানাতে পারব একটু বলবেন প্লিজ

    • @tahmedofficial773
      @tahmedofficial773 3 หลายเดือนก่อน

      ভাইয়া আমার একটা মিনি আইপিএস বানাতে চাই যার সাহায্যে চার্জার ফ্যান এসি ডিস মত মিনি আইপিএস এ এসি ডিসি ব্যবহার করতে পারব

  • @mdferdous8967
    @mdferdous8967 4 หลายเดือนก่อน

    Ata kinte cai koto tk bolben?😊

    • @AkashTech550
      @AkashTech550  3 หลายเดือนก่อน

      বড় ভাই আমি কোন পার্সেল অথবা কুরিয়ার সার্ভিসে মাল দেই না আপনি চাইলে কাছ থেকে যেকোনো ইলেকট্রনিক্স দোকান থেকে বানিয়ে নিতে পারেন এটির প্রাইস পরতে পারে ১৩০০ থেকে ১৪৫০ টাকা ধন্যবাদ

  • @user-fb5un9zx3j
    @user-fb5un9zx3j 3 หลายเดือนก่อน

    এখানে ব্যাটারি চার্জিং কন্ট্রোলার কই, ব্যাটারি অটো কাট হবে কিভাবে??? আর ১২ ভোল্ট ৯ এম্পিয়ারের ব্যাটারির ১৩৫০-১৪৫০ট টাকা সেখানে ৬ ভোল্টের ৪.৫ এম্পিয়ারের ২ টা ব্যাটারি ১০০০-১২৫০ টাকা দিয়ে কেনা বোকামি।

    • @AkashTech550
      @AkashTech550  3 หลายเดือนก่อน

      বড় ভাই আমরা এই ধরনের আইপিএস গুলো প্রতিনিয়ত বানিয়ে থাকি কিভাবে বানিয়ে থাকি কাস্টমার আমাদেরকে যেভাবে বানিয়ে দিতে বলে আমরা সেভাবেই বানিয়ে দেই এই কাস্টমার ভাইয়ের বাজেট কম ছিল তাই সিক্স ভোল্ট ২ ব্যাটারি লাগিয়ে দিয়েছি চাইলে আমি অটো car চার্জিং সার্কিট দিতে পারতাম কিন্তু ভাইয়ের প্রাইস কম থাকায় দিতে পারি নাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ