Thakte Jodi Na Pai Tomai | ভালোবাসি বলেরে বন্ধু আমায় কাদালে | Sagor Baul | Bangla Folk Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 480

  • @AhmedRahi8873
    @AhmedRahi8873 ปีที่แล้ว +318

    প্রায় ১০ বছর আগে শুনেছিলাম এই গান গুলো, ১১ বছরের রিলেশন কে বৃদ্ধা আংগুল দেখিয়ে তুমি সুখের আসায় চলে গেলে।তাই আজ আবার গানটা শুনতেছি আপন মনে।আজীবন থাকবে এই কমেন্ট, নোটিফিকেশন যখনি আসবে শুনতে আসবো আবার বাস্তব গানটা শুনতে।

    • @bikeloverbd
      @bikeloverbd ปีที่แล้ว +17

      ভালোবাসা হারায় না,হারায় শুধু মানুষগুলো 🧐🌹

    • @anikajahannusrat5336
      @anikajahannusrat5336 ปีที่แล้ว +8

      ভালোবাসা টা হলো খনিকের সুখ তা বেশি দিন টিকে না এটা সারাজিবন কষ্ট দেয়

    • @SijilAhmed-k8g
      @SijilAhmed-k8g ปีที่แล้ว +2

      বালোবাসা এমন এক জন্তনা জিবিত তাকতে ও লাগে মিত্রুর জন্তনা লাগে

    • @madhamid7525
      @madhamid7525 ปีที่แล้ว +1

      Ha ha hahahaha oops

    • @suhanahmed-l5e
      @suhanahmed-l5e ปีที่แล้ว +1

      ​@@bikeloverbd😅😅😊😅😊টআ ুরহ

  • @gamingwithnobab2359
    @gamingwithnobab2359 9 วันที่ผ่านมา +1

    প্রায় ৭ বছর আগে শুনেছিলাম এই গান গুলো, ৯ বছরের রিলেশন কে বৃদ্ধা আংগুল দেখিয়ে তুমি সুখের আসায় চলে গেলে। তাই আজ আবার গানটা শুনতেছি আপন মনে। আজীবন থাকবে এই কমেন্ট, নোটিফিকেশন যখনি আসবে শুনতে আসবো আবার বাস্তব গানটা শুনতে।
    04/01/2025😅💔🥀অতিত রেখে গেলাম🥰সরন করিও আমাই আমি আবার আসবো তুমাদের মাঝে 🥲

  • @shourovsheikh-w9f
    @shourovsheikh-w9f ปีที่แล้ว +39

    সবাই ছেঁকা খেয়ে এই গানটা শুনতে আসেনা,,,কেউ কেউ সাময়িক প্রশান্তির জন্যও আসে,,যেমন আমি🙂🌼🌷

    • @hasanurrhaman
      @hasanurrhaman 8 หลายเดือนก่อน +2

      Nah vai, emne eh sunte aici

    • @MdArif-wx2yu
      @MdArif-wx2yu 3 หลายเดือนก่อน +2

      খেজুর পাতার ঘর বানাবো মাটির একটা ঘর বানাবো নাকি

    • @mdzozmia1172
      @mdzozmia1172 หลายเดือนก่อน

      যেমন আমি❤

  • @JannatIslam-gh2sq
    @JannatIslam-gh2sq 8 วันที่ผ่านมา +2

    অনেক দিন পরে গান টা সামনে এলো,আমার খুব পছন্দের গান,কমেন্ট করে গেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤

  • @user-ug2es4mj4k
    @user-ug2es4mj4k 19 วันที่ผ่านมา +2

    স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবার শুনতে আসবো...
    কোন দিন কমেন্ট টা দেখে তোমার কথা আবার মনে পড়বে... 💔 2:24 2:26

  • @MdRaselRana-i6f
    @MdRaselRana-i6f 22 วันที่ผ่านมา +3

    গান টা কলিজায় এসে লাগলো ভাই 💓সত্যি বেচে থাকতেই যদি না,তাহলে পরকালে তোমাকে পেয়ে কি করব বল একটা বোঝার মত গান অনেক সুন্দর লাগলো গান টা ❤❤❤

  • @mdsajolsarder5632
    @mdsajolsarder5632 2 ปีที่แล้ว +358

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান টা শোনা হইতো না প্রিয়🌹🥀💔স্মৃতি রেখে গেলাম...... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে একা লাইক বা কমেন্টের নোটিফিকেশনে হয়তো আবারো এই গানটা শুনতে আসতে হবে💔💔💔

  • @AminAmin-sp5nf
    @AminAmin-sp5nf 16 วันที่ผ่านมา +1

    বার্থ প্রেমের মজাই আলাদা যা সবাই বুঝতে পারবে না ❤

  • @PoliceBd-fi8fp
    @PoliceBd-fi8fp 8 หลายเดือนก่อน +63

    স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবার হইতো আসব সুনতে

    • @MONIR4717
      @MONIR4717 7 หลายเดือนก่อน

      আসুন আবার শুনে যান

    • @mdfoisalhossen6139
      @mdfoisalhossen6139 หลายเดือนก่อน

      গানটা শুনলে আমার কান্না চলে আসে 😂😢

    • @user-ug2es4mj4k
      @user-ug2es4mj4k 19 วันที่ผ่านมา

      স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবার শুনতে আসবো...
      কোন দিন কমেন্ট টা দেখে তোমার কথা আবার মনে পড়বে... 💔

  • @mdjayedjaman3491
    @mdjayedjaman3491 ปีที่แล้ว +49

    কিছু গান, যেনো গান নয় কিছু সময়ে জন্য হলেও মানসিক শান্তি দেয়। প্রিয় মানুষ টারে পাইলে হইতো শোনা হতো না 🤗💔
    ২০/৭/২০২৩ রাত ২ঃ১২am

  • @MdJihadHassan-rb1sk
    @MdJihadHassan-rb1sk หลายเดือนก่อน +1

    কি বলবো গানের প্রশংসা করলে শেষ হবে না এক কথা অসম্ভব সুন্দর 🤩🥰

  • @protaymondal
    @protaymondal หลายเดือนก่อน +1

    ভালোবাসি মহাদেবকে, তাও ভালোলাগে গালটাকে,, ভালোবাসার আরেক নাম হর হর মহাদেব 🙏

  • @badgirljannat5292
    @badgirljannat5292 ปีที่แล้ว +4

    জিবনে কাউকে ভালো বেসে হারিয়ে ফেলার মতো হয়তো কষ্ট আর কিছু নেই💔 পৃথিবীতে সবচেয়ে খারাপ হলো ভালো বাসা,,যা মানুষ কে জীবন্ত লাস বানিয়ে দেয়😭
    আল্লাহ গো কেনো তাকে আমার ভাগ্যে লেখে দিলে,,,তাহলে হয়তো আজ এসব গান শুনতে হতো না😭😭💔🙏

  • @mdsohelkhan898
    @mdsohelkhan898 ปีที่แล้ว +9

    😢 ভালো থাকুক আমার সেই প্রিয় মানুষটা 😢😢 যে আমাকে ছেড়ে গেছে 😢😢

  • @newkillerffman
    @newkillerffman ปีที่แล้ว +39

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান টা শোনা হয়তো না প্রিয় স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে একটা লাইক বা কমেন্টের নোটিফিকেশন আসবে হয়তো তখন আবার গানটি শুনতে আসা লাগবে🥰

  • @Arman19967
    @Arman19967 2 ปีที่แล้ว +32

    তোমায় না পেয়ে ভালোই আছি আসা করি তুমি ও আমার থেকে বেশি ভালো আছো 💔🥀
    রেখে গেলাম ২০৩০ সালের জন্য ❤

  • @MDMehedi-hd9ku
    @MDMehedi-hd9ku ปีที่แล้ว +53

    তুমি ওর না হয়ে আমার হলে এতো সুন্দর গানটা আর শোনা হতো না আজ ২০২৩ সালে এসে গানটা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না তাই একটা সৃতি রেখে গেলাম যখন কেউ একটা লাইক দিবে তখন আবার নোটিফিকেশন পাবো আর গানটা শুনতে চলে আসবো 🥺🥺🥺

    • @arsrrr6618
      @arsrrr6618 3 หลายเดือนก่อน

      আরে ভাই ২০২৩ না ২০২৪ 😅😅😅😅

  • @parimalbarman5021
    @parimalbarman5021 ปีที่แล้ว +11

    ভালোবাসা নামক কোনো যন্ত্রণা আমার নেই , কিন্তূ গান টা খুব সুন্দর লাগে ❤❤

  • @MusicWorld-kd3jp
    @MusicWorld-kd3jp ปีที่แล้ว +23

    সাত বছরের ভালোবাসার বিসর্জনের যন্ত্রণা আজো গান গুলো মারফতে মাঝে মাঝে জীবন্ত হয়।

  • @mdhasibulislam2632
    @mdhasibulislam2632 ปีที่แล้ว +6

    মাঝে মাঝে রিয়েক্ট দিয়েন,,মনটাকে ফিলিংস দিতে চলে আসবো
    ভরা পিনিক হয় এ গানে
    😢😢😢

  • @rrkjunius786
    @rrkjunius786 ปีที่แล้ว +1

    প্রায়, ১১ বছর আগে এই গানটি শুনছিলাম। আজ আবারও শুনলাম, তবে পার্থক্য শুধু এতটুকুই যে আগে প্রিয় মানুষ ছিলো না, আর আজ সেই মানুষ টা এসে চলে গেছে 😢
    একটা কমেন্ট করে সৃতি রেখে দিলাম, আমাদের পরের প্রজম্ন বা, যে কেও একটা লাইক দিলে মনে পরে যাবে❤

  • @MdShakil-d5x
    @MdShakil-d5x 5 หลายเดือนก่อน +1

    আবারো আসবো গানটা শুনতে যদি সুমা আসে আর আমাকে একটা লাইক দে😢

  • @shahareajoy
    @shahareajoy 5 หลายเดือนก่อน +1

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনাও তো না 💔 স্মৃতি রেখে গেলাম মানুষ যখন যুগ যুগ ধরে এই গানটি শুনতে আসবে,, একটা লাইক বা কমেন্টর নোটিফিকেশনে হয়তো আবার এই গানটা শোনা হবে💔
    ০৮-০৮-২০২৪😔

  • @shubhajitstatusandmusic5487
    @shubhajitstatusandmusic5487 ปีที่แล้ว +10

    ভালোবাসা দুর থেকেই সুন্দর কাছে গেলে ভয়ংকর।

  • @InfinixHot9Play-zs4or
    @InfinixHot9Play-zs4or 6 หลายเดือนก่อน +5

    আজকের দিনটা মনে রাখার জন্য কমেন্ট টা করলাম, কেউ গানটা শুনতে আসলে লাইক দিবেন প্লিজ যেন মনে পরে আজকের দিনটার কথা....!😅🥀

  • @samirsiddha6252
    @samirsiddha6252 ปีที่แล้ว +2

    tumay paye gale hoi tu atto sundhor gaan ti er suna hoto ma💔🥀😭😭😭

  • @newwould6423
    @newwould6423 ปีที่แล้ว +17

    আমার না হওয়া প্রিয় মানুষ টা😭
    আজ কোনো এক যোগ্য পুরুষের💔
    মহারানী হয়ে আছে অনেক সুখে 😭💔

  • @nahidnahid-y5o
    @nahidnahid-y5o ปีที่แล้ว +3

    প্রায় ১ যুগ থেকে শুনতেছি
    ❤❤

  • @mdjilaniraj788
    @mdjilaniraj788 26 วันที่ผ่านมา

    এই গানটা মনের অযানতে এমনি এমনি মুখে এসে যায়!

  • @MD.khorsadAlam-e8n
    @MD.khorsadAlam-e8n 3 หลายเดือนก่อน +1

    মুক্তা তোমার এতো সুন্দর ভালোবাসা,,2024 এ আবার আসলাম এই গান টা শুনতে,,, যতো শুনি না কেনো ত তো টাই একা মনে হয়,,,😢😢😢😢😢

  • @Sabbir-b4d
    @Sabbir-b4d 5 หลายเดือนก่อน

    তুমাকে আর আমি চাইনা জাও তুমি ভালো থাকো আমি না হয় তুমাকে ভালো বেসে দুঃখের সাগরে বাসবো 😔😔🥲💔🥀

  • @NRzEshitaOfficial
    @NRzEshitaOfficial ปีที่แล้ว +3

    ভাইয়া আপনার সাথে গানের বিষয় কিছু কথা ছিলো

  • @RajuAhmed-gf5lo
    @RajuAhmed-gf5lo ปีที่แล้ว +25

    গানটা শুনে সেই মুছে যাওয়া দিন টা মনে পড়ে গেলো সত্যি সৃতি গুলো আজও কাঁদায় 😭😭

  • @risfatjahan2387
    @risfatjahan2387 ปีที่แล้ว +3

    ★কোন দিন একসাথে থাকা
    হবে না যেনেও অনেক মানুষ
    কাউকে না কাউকে পাগলের
    মতো ভালোবেসে যায়🥀😭

  • @izmamtahsin3585
    @izmamtahsin3585 ปีที่แล้ว +11

    - যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই.!
    - তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার!❤️🥺🤲
    - মানুষ টা আমার'ই আছে এখনো, ইনশাআল্লাহ একদিন আজীবন এর জন্য পেয়ে যাবো.!!🥺🤲❤️
    - কারণ আমাদের দু'জন এর ই একটা'ই চাওয়া.! - চাওয়া টা যদি দু'জনের ই পবিত্র হয়,পাওয়া হবে একদিন ইনশাআল্লাহ.!!😇❤️🌸

  • @mollaobaidulislam
    @mollaobaidulislam 3 หลายเดือนก่อน +6

    ১৯ বসরের সম্পর্ক
    ২০০৬ সাল থেকে পছন্দ করি,, ২০১২ সাল এ আমার থেকে দুরে চলে গেছে ফ্যামিলির চাপে,, ২০২৪ এ আবার ফিরে পেলাম আপুন জনকে।
    বিয়ে ও করেছি 😘 দোয়া করবেন সবাই প্লিজ 🙏

    • @kazijrhossain6634
      @kazijrhossain6634 หลายเดือนก่อน

      Best luck bro❤❤
      মায়ার বাধন দিয়া আগলাই রাইখেন,,,
      কারণ যার হারায় সেই বুঝে😢😢
      আমারও হারিয়েছে 😭😭😭

  • @shantakhatun5272
    @shantakhatun5272 6 หลายเดือนก่อน +3

    মানুষ ধোকা খেয়ে আসে এই গান শুনে। আর এই দিকে আমি এমনি শুনি ভালো লাগে ২০২৪ এ আসে ও আমি এই সব গানে মুগ্ধ 😊😊😊❤

  • @tonimeshroy-ym9zp
    @tonimeshroy-ym9zp ปีที่แล้ว +1

    Valobasi bolei to amy kadale😢😢

  • @TaslimaKhatun-c4l
    @TaslimaKhatun-c4l 28 วันที่ผ่านมา +2

    20বছর পরে মনে হলো ❤❤ চার্জ দিলাম

  • @md.shafiqulislam9624
    @md.shafiqulislam9624 ปีที่แล้ว +7

    তোমাকে পেয়ে গেলে আজকে হয়তো এ-ই গান টা শোনা হতো না 😢

  • @SamirajahanSumaiya
    @SamirajahanSumaiya 2 หลายเดือนก่อน

    Amr prio manusta mara gace aj 11 mas seser dike allha jano take jannat nocib kore amin sobai tar jono doya korben 🥺😥

  • @SlMHzhjz
    @SlMHzhjz 8 หลายเดือนก่อน +4

    আমি চ্যাকা খেলা গান শুনতে আসি নাই গানটা আমার কিছুটা হলে দুঃখ হালকা করে তাই শুনি গানটা খুভ ভাল লাগে হয়তো আবার শুনবো কেউ লাইক দিলে

  • @srabontichowdhury6533
    @srabontichowdhury6533 ปีที่แล้ว +23

    আমিও একদিন মন প্রান উজার করে একজনকে ভালবেসেছিলাম, আজ হয়ত সে আমাকে ছাড়া অনেক ভালো আছে, দোয়া করি সকল ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক ❤️❤️❤️

    • @mdAbdullah-ls8eo
      @mdAbdullah-ls8eo ปีที่แล้ว

      আমার ভালো বাসার জন্য ও দোয়া করবেন দরদী 😢

    • @srabontichowdhury6533
      @srabontichowdhury6533 ปีที่แล้ว

      দোয়া করি সকলের ভালোবাসা জয় লাভ করুক ❤️❤️❤️

    • @johurulislam-qu2bo
      @johurulislam-qu2bo 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

  • @MDRasel-fg6vx
    @MDRasel-fg6vx ปีที่แล้ว +6

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শুনা হতো না প্রিয়।আমার এই স্মৃতি রেখে গেলাম প্রিয় 🥰 যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে আসবে কেউ কেউ লাইক দিয়ে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা😇MD - RASEL😭sd

  • @mdnayanraj4536
    @mdnayanraj4536 ปีที่แล้ว +2

    PK love story ❤নামে
    এতো সুন্দর একটা নাটক দেখলাম কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি😢
    এক কথায় অসাধারণ মুগ্ধ হয়ে গেলাম নাটকটা দেখে😢😮
    কেন যে শেষটা এত কষ্টের হলো😢 নিজের অজান্তেই চোখ টা ভিজে গেল😢
    ভালো থাকবেন আমার না হও প্রিয় মানুষটি😢
    বেস্ট ফ্রেন্ড হিসাবে জায়গা করে রাখা কোন এক বেইমান😢
    আমাদের আর কখনো কথা হবে না 😢
    সামনাসামনি কখনো দেখা হলেও দেখা হবে না😢
    PK 🥀😢

  • @hasibroni2932
    @hasibroni2932 4 หลายเดือนก่อน

    নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে নাহ😅,নারী এক নিখুঁত অভিনেত্রী 😢

  • @MahidulHassan-e8s
    @MahidulHassan-e8s 5 หลายเดือนก่อน

    তুমারে ভালো বাসতাম 💮যদি বলতা ভালো বাসি সব উজার করতা ঘড় ছারতাম দেশ দুনিয়া সব ছারাতাম কিন্তু একটু ভালোবাসলা না একটু সময়ের জন্য 😢 হাজার বছর বেচে থাকে ভালোবাসা 😅
    Saniy khandaket 💮💮💮
    ভালো থাকও সারাজীবন ❤❤❤

  • @SalmanHossain-s3p
    @SalmanHossain-s3p 4 หลายเดือนก่อน +1

    12 bocor age age gunti suncilam uj abar sunte aslam 😢😢😢

  • @arifabintemanha6128
    @arifabintemanha6128 ปีที่แล้ว +8

    ভালোবাসার মানুষ টার সাথে সংসার করতেছি ১৫ বছর যাবৎ 😊 কিন্তু এতো বছর পরে এসে মনে হচ্ছে ওর কাছে আমার জন্য ভালোবাসা বলতে কিছুই নেই 💔😭 আছে শুধু অবহেলা 🥺 একসাথে থেকেও সে বহু দূরে আছে মনে হয় 😢 আপনাদের মতো না পেলে হয়তো এতোটা কষ্ট হতো না, এখন যতোটা কষ্ট হচ্ছে 😭 জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে 😢😢😢

    • @bmhasanjamil
      @bmhasanjamil 8 หลายเดือนก่อน

      হায়রে ভালোবাসা 🥹

    • @skshakilkhan0.1
      @skshakilkhan0.1 7 หลายเดือนก่อน

      প্রতিটা পুরুষ এর জিবন এমনে ভাই

    • @MdShohagAli-xs2km
      @MdShohagAli-xs2km 6 หลายเดือนก่อน

      ❤😂😊😊​@@bmhasanjamil

    • @bmhasanjamil
      @bmhasanjamil 6 หลายเดือนก่อน

      @@MdShohagAli-xs2km 🥺🥴

  • @snehaakter1349
    @snehaakter1349 ปีที่แล้ว +6

    জীবনে কাউকে ভালোবেসে সব চেয়ে বড় ভুল করেছি সে তো ভালোইআছে তবে আমি ভেতরে ভেতরে শেষ আজ ও ভুলি নি তাকে হয়তো কোনোদিন ভুলতে ও পারব না

  • @Bappy-d9x
    @Bappy-d9x ปีที่แล้ว

    তোমাকে পেয়ে গেলে হয়তো সুন্দর গান আমার সোনা হতো না🥰😅 হয়তোবা আমি একদিন থাকবো না চলে যাব দুনিয়া ছেড়ে 😢😭আমার কমেন্ট থাকবে সারাটা জীবন মানুষ দেখবে আমিও হেরে গেছি ভালবাসার মানুষের কাছে 😓😓😓😓😓😓

  • @MdNibirChowdhury
    @MdNibirChowdhury 6 หลายเดือนก่อน +1

    আমার সাথে মিলে গিয়েছে 😢

  • @HasanAhmed-qn1nk
    @HasanAhmed-qn1nk ปีที่แล้ว +5

    জীবনের জন্য কষ্ট করতে হবে আর না পাওয়া মানুষ হাসবে এর নাম ভালো বাসা

  • @SujonStudent-e2i
    @SujonStudent-e2i 8 หลายเดือนก่อน +1

    ৭ বছরের ভালোবাসা এক নিমিসেই শেষ

  • @Md.TarequrRahmanBhuiyan
    @Md.TarequrRahmanBhuiyan ปีที่แล้ว +2

    প্রিয় মানুষকে নিয়ে ই শুনতে ছি 2:46

  • @MdRahulHasan-w4j
    @MdRahulHasan-w4j 6 หลายเดือนก่อน

    আমি জানি তারে কোনদিন পাব না কিন্তু তারে তবুও ভালো লাগে। তাকে একটা নজর দেখার জন্য কত কি করছি আমি।তবুও তার কাছে আমি খারাপ। ❤❤❤😢😢😢😢

  • @ziaulhaquepolashofficial360
    @ziaulhaquepolashofficial360 ปีที่แล้ว +12

    ভালোবাসা দূর থেকেই সুন্দর। 😢😂

  • @গরিবেরচ্যানেল-ঘ৫য

    তোমাকে পেয়ে গেলে হয়তো কখনোই এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়। গানটাকে স্মৃতি হিসেবে রেখে গেলাম"আমার মত বহু মন ভাঙ্গা আসবে গানটা শুনতে"এসে হয়তো কমেন্টের রিপ্লে দেবে লাইক করবে"তখন নোটিফিকেশন "তখন আবার এসে গানটা শোনবো আর তোমার কথা ভাববো।

  • @mdmizanctv1449
    @mdmizanctv1449 ปีที่แล้ว

    আমার ফেভারিট একটা গান ❤
    গানটা শুনে অনেক ভালো লাগে 👍
    হয়তো একটু কষ্ট লাগে তার পরে শুনতে ভালো লাগে বার বার শুনতে ভালো লাগে ❤

  • @min0yt
    @min0yt 2 ปีที่แล้ว +27

    সেই যখন উরর্তি বয়স ছিল । প্রায় ২০১২/১৩ তখন খুব শুনতাম।
    আবার আজ শুনছি নতুন করে, প্রিয় আজ তুমি থাকলে হয়ত আবার নতুন করে শুনা হত না, এই ২০২৩ সালে।
    ভাল থাকুক সব ভালোবাসা 😊 ভাল থেক তোমরা।
    আমি না হয় খারাপই থাকলাম 💔🥀

    • @sojibrana9885
      @sojibrana9885 2 ปีที่แล้ว +2

      Z f

    • @fiverrcrushnishan3376
      @fiverrcrushnishan3376 ปีที่แล้ว +1

      Akn koi?

    • @min0yt
      @min0yt ปีที่แล้ว

      এখন সে তার মত। নিজেকে নিয়ে ব্যাস্ত। 🙂

    • @farozali3105
      @farozali3105 ปีที่แล้ว

      ​@@sojibrana9885, United

  • @tumi_aso_hridoye
    @tumi_aso_hridoye ปีที่แล้ว +3

    আমি এমন একজন কে ভালোবাসে ফেলেছি যাকে চাওয়া টাও অন্যয় আর ভুলে যাওয়া টাও অসম্ভব 💔😢💔

  • @hrhridoy7254
    @hrhridoy7254 ปีที่แล้ว +4

    আমি তাকে ভিষন ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাসবো তাকে পাওয়ার প্রবল ইচ্ছা আমার💔

  • @RiazKhan-ev2cr
    @RiazKhan-ev2cr ปีที่แล้ว +5

    তোমায় ভালোবাসি বলেই হয়তো আজও রাত জেগে এমন সুন্দর সুন্দর গান শোনা।
    অনেক যুগ পরের লোকজন কমেন্ট দেখে বলবে প্রাচীন কালের মানুষেরাও ভালোবাসতো।

  • @GhimeKhatun
    @GhimeKhatun 7 หลายเดือนก่อน +2

    আমার খুব ভালো লাগে তাই এই টা প্রতিরাতে শুধুই ১৩ সাল থেকে অন্তর জুড়ে যাই

  • @MdRifat-qn9cz
    @MdRifat-qn9cz 6 หลายเดือนก่อน

    মনে লাগার মতো একটা গান যেনো সব সুর উজার করে দিছে গানটিতে❤️

  • @forhadhossain7767
    @forhadhossain7767 ปีที่แล้ว +24

    সাল 2012। তখন আমি ৫ম শ্রেণিতে পড়তাম।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গানটা গেয়ে ১ম স্থান অর্জন করি😊
    আজ 10/05/2023 প্রায় ১১ বছর পর এখনো আগের মতোই ভালো লাগে😊

    • @wakilmia8235
      @wakilmia8235 ปีที่แล้ว

      Good 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍

  • @ক্ষুদ্রকবিফারুকসরকার
    @ক্ষুদ্রকবিফারুকসরকার 5 หลายเดือนก่อน +2

    আমার চাইতে বড় দুঃখী অনেকেই আছে এখানে,, কারণ আমার নয় বছরের সম্পর্ক ভেঙ্গে যায়,,
    আমি দেখলাম ১১ বছরের সম্পর্ককে বৃদ্ধাঙ্গুল দেখায় চলে গেল,,
    অনেক কষ্ট হয় আসলে ভালোবাসা করা খুব সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া অনেক কষ্টে,,,,,,,

    • @SantoCoc
      @SantoCoc 5 หลายเดือนก่อน

      সত্যি?

  • @MdsofikulislamkhanNirob
    @MdsofikulislamkhanNirob ปีที่แล้ว

    এই গান টা আমার ওনেক পিও একটা গান পিও তোমায় ওনেক মিছ করি এখনো রাত হলে ওনেক বেশি মনে পরে 😢😢😢😢😢😢😢

  • @sojibfeni2860
    @sojibfeni2860 6 หลายเดือนก่อน +1

    ৫বছরের সম্পর্কের ইতি টানলো😅 আমি গত ১১মাস হলো প্রবাসি তাই সে অন্য কারো কাউকে আপন করে নিলো গোপনে💔🥲 যখন সব যানতে পারি তখন শুনলাম তাদের সম্পর্ক গত দেড় বছর ধরে চলতেছে😅😅 এখন বুঝলাম কেন আমাকে এতটা অবহেলা করতো🥲💔
    তবুও বলি ভালো থাকুস সে তার মতো😊💔

  • @IsmailMonpura
    @IsmailMonpura 7 หลายเดือนก่อน

    সব সময় গানটা সুনি আর পাসানের কথা মনে পরে,, 😢😢😢কেউ জদি এই কমন্টা পরে একটা লাইক বিবেন 🙏🙏🙏তার পর আবার সুনতে পারবো

  • @MdTarif-x1l
    @MdTarif-x1l 5 หลายเดือนก่อน

    আমার স্কুলের মুস্তাক স্যার এর মুখে ২০০৯ থেকে ২০১৫ সাল পযন্ত গানটা অনেক শুনছি তাই খুব মিস করছি স্যারকে

  • @hobikulislam9408
    @hobikulislam9408 ปีที่แล้ว

    তোমাকে না পেয়েও আমি তোমাকে এত ভালো বাসি আর যদি তোমাকে পেয়ে হারাতাম তাহলে তো আমি মরেই যেতাম ভালো তোকো প্রিয়❤❤❤

  • @Saddamkhan-xl6zs
    @Saddamkhan-xl6zs 7 หลายเดือนก่อน

    আজকে এই গানটা শুনে আমার আপন মানুষ মনে পড়ে গেলো😢😢😢😢😢

  • @mdjulhas4577
    @mdjulhas4577 ปีที่แล้ว +4

    ১৯৯০ সালে জন্ম আমার ২০২৩ সালে এসেও গানটা শুনছি অসাধারণ গান

  • @mdasrafahmed6604
    @mdasrafahmed6604 7 หลายเดือนก่อน

    আমার একটা জান কলিজা ছিলো তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম আমাকে রেখে কাঁদিয়ে চলে গেছে অন্য জনের হাত ধরে, আমি তার জন্য কমেন্ট টা রেখে গেলাম হয়তো শাপলা কখনো আমাকে চাইবে তার নাম শাপলা তার বাসা বাংলাদেশ কিশোরগঞ্জ সদর😭😭 কখনো ভুলতে পারবোনা প্রিয় আমার সারাজীবন বুকের মাঝখানে রেখে কষ্ট পেতে একদিন হুট করে দুনিয়া থেকে চলে যাবো 😭😭

  • @ramjanali-th2pv
    @ramjanali-th2pv ปีที่แล้ว +3

    ভালো থাকুক " আমার প্রিয় মানুষটি 😭😭

  • @mdakramhossen7382
    @mdakramhossen7382 9 หลายเดือนก่อน

    তুমি ওর না হয়ে আমার হলে
    আজ আমার এই কষ্টে হয়তো না😢😢

  • @HdNirob-v9o
    @HdNirob-v9o ปีที่แล้ว +1

    ২০০৩/২০০৪ সালে ছোট বেলায় গানটি খুব গাইতাম

  • @hasibulhasanshanto8714
    @hasibulhasanshanto8714 ปีที่แล้ว +16

    - ঘামে জড়ানো কপাল।
    - এলো'মেলো চুল।
    - অন্ধকার ঘর।
    - নেশা গ্রস্হ দেহ।
    - তোমার রেখে যাওয়া কিছু না ভুলতে পারা স্মৃতি।
    - কানে হেডফোন আর আবেগহীন!!।
    - আহা জীবন।🙂🥀🫠

    • @Shishirshariar
      @Shishirshariar ปีที่แล้ว

      মাতাল কে ছিল, প্রেমিকা না নিজে?😭

    • @hasibullhasan758
      @hasibullhasan758 ปีที่แล้ว

      Aso bro boke aso

    • @zihadhasan6459
      @zihadhasan6459 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤

    • @sushilsarkar5015
      @sushilsarkar5015 ปีที่แล้ว

      @@Shishirshariar Mone To hoy Dujoney😭😭

  • @Heartbroken13260
    @Heartbroken13260 7 หลายเดือนก่อน

    ভালবাসতে মানা নেই শুধু ভয় হয়
    কারণ কেউ একজন কঠিন ভাবে ঠকিয়েছে আমায়..!

  • @skanamul2227
    @skanamul2227 ปีที่แล้ว +6

    নিজের একটু ভুলের
    জন্য ভালোবাসার মানুষ কে হারিয়ে ফেলেছি 😅
    এখন নিজেকেই নিজের কাছে অনেক বড় অপরাধী মনে হয় 😢😢

  • @sbswopon4964
    @sbswopon4964 2 ปีที่แล้ว +7

    ভাই খুব সুন্দর একটা গান গেয়েছেন,,,,,, খুব ভালো লেগেছে ভিডিও টা,,,,,,,, এই রকম ভিডিও আরও চাই ভাই💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @nobabropuk7508
    @nobabropuk7508 ปีที่แล้ว +2

    বিচ্ছেদের আজ বহুদিন 😢
    ২০২৩

  • @robinhazary38
    @robinhazary38 2 ปีที่แล้ว +9

    তোমার উপর আমার এক আকাশ অভিমান 😐 হারাতে না চেয়ে ও খুব বাজে ভাবে হারিয়ে ফেলেছি তোমাকে 💔

  • @mdimran-ln4gg
    @mdimran-ln4gg 8 หลายเดือนก่อน

    ভাবতে৷ পারি নাই এরকম গান শুনতে হবে মানুষ কে ভালোভাসে

  • @Insaf_Alo
    @Insaf_Alo 2 ปีที่แล้ว +23

    কমেন্ট টা রেখে গেলাম স্মৃতি করে । ২০২৩ এ এসেও এই গান আমরা ভালোবাসি ।

  • @md.shakilahammed5618
    @md.shakilahammed5618 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤খুবি সুন্দর একটা গান মানিকগঞ্জ থেকে সুনছি সাগর বাউল ভাই আমার এলাকায় প্রতিবছর প্রোগাম করেন সামনা সামনি সুনা হয় ভায়াইয়ের গান খুব বর মাপের একজন শিল্পি

  • @mahamudaaktar7469
    @mahamudaaktar7469 ปีที่แล้ว +3

    চোখের সামনেই দেখি প্রিয় মানুষটাকে কিন্তু কিছু বলতে পারি না, পিরীতি ভীষণ জালা

  • @420jamairider
    @420jamairider ปีที่แล้ว

    তোমায় খুব মিস করি বন্ধু 😢😢😢

  • @bdx3981
    @bdx3981 8 หลายเดือนก่อน

    :আমায় মনে পড়লে কখনো কেঁদো না...☺️তোমার চোখের কাজল মুছে যাবে..🖤বড্ড ভালোবাসি তোমায়..🥺

  • @EmamuHaque
    @EmamuHaque 8 หลายเดือนก่อน

    আমার আদরে সুহাসিনি থাকে পরে বাসরে আর আমি রাতে থাকি নেশার আসরে 😢😢
    আর এই সব গান শুনি ❤❤

  • @shahanabikhan6008
    @shahanabikhan6008 ปีที่แล้ว +1

    তোমার থেকে যাদি তিলে তিলে কষ্ট না পেতাম তাহলে হয়ত আজ গান গুলো শুনা হতো না🥺🖤

  • @mistymoni2405
    @mistymoni2405 2 ปีที่แล้ว +2

    আমি যাকে ভালোবাসতাম তাকেও পাইনি
    যে আমাকে ভালোবাসতো তাকেও আমি পাইনি 💔

    • @rijon2363
      @rijon2363 2 ปีที่แล้ว

      ahare

    • @mdperves4314
      @mdperves4314 ปีที่แล้ว

      Apner to Moyra jaua ochid....

  • @mdalaminkhanmdalaminkhan6958
    @mdalaminkhanmdalaminkhan6958 ปีที่แล้ว

    Hariya fela Manus gula Jodi fire asto
    Tahole take songe niye ganta sunahoto ❤❤❤❤❤

  • @user-md.abdullahislam5522
    @user-md.abdullahislam5522 8 หลายเดือนก่อน

    চমত কার হয়েছে 👌👌

  • @sujitmadhu3834
    @sujitmadhu3834 ปีที่แล้ว +2

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান সোনাই হতো না প্রিয় তোমার হারিয়েও গানেতেই মুগ্ধ প্রিয়💞

  • @nazimvai1082
    @nazimvai1082 ปีที่แล้ว

    প্রিয় তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান, টা আর শুনা হইতো না প্রিয় 🌹🥀স্মতি রেখে গেলাম,,,যুগ যুগ ধরে মানুষ যখন এই গান কেউ শুনতে আইবে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাবো আমিও আবার শুনতে আসবো প্রিয় গান টা ❤️💔❤️মনিকা

  • @siponr681
    @siponr681 ปีที่แล้ว +1

    🍁শোনা🥀🌷তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা হতো না প্রিয় ,,, স্মৃতি রেখে দিলাম ,, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে 🍁❤️ তখন একটা লাইক দিলে 🍁🥀 নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো🍁🥀🌷

  • @mdanisorrahman1438
    @mdanisorrahman1438 2 ปีที่แล้ว +27

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান টা শোনা হতো না প্রিয়,🙁 স্মৃতি রেখে গেলাম যোগ যোগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে,তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গান টা শোনবো প্রিয়.💔😥👉A💔E😭
    I always miss you.prio...!😭তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান টা শোনা হতো না প্রিয়,🙁 স্মৃতি রেখে গেলাম যোগ যোগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে,তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গান টা শোনবো প্রিয়.💔😥👉A💔E😭
    I always miss you.prio...!😭তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান টা শোনা হতো না প্রিয়,🙁 স্মৃতি রেখে গেলাম যোগ যোগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে,তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গান টা শোনবো প্রিয়.💔😥👉A💔E😭
    I always miss you.prio...!😭

  • @rubelpatwary.
    @rubelpatwary. หลายเดือนก่อน

    আমার জীবনে কোন মেয়ে মানুষ নাই তার পরেও আমি সব সময় সেড ভিডিও শুনি এবং দেখি