Nimantran - Bengali Full Movie | Anup Kumar | Sandhya Roy | Sandhya Rani | Jahor Roy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 307

  • @bmmahabuburrahman5205
    @bmmahabuburrahman5205 ปีที่แล้ว +28

    দেখলাম ছবিটি । ভীষণ ভাল লাগল। সন্ধ্যা রায়, কি অপূর্ব অভিনয়। অতুলনীয়! ছবিটি আপলোড দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @MdHamid-gs2se
    @MdHamid-gs2se 2 ปีที่แล้ว +43

    পুরোনো ছবি আমার অনেক ভাল লাগে,বিশেষ করে কলকাতার ছবি হলে সবকিছু ভুলে ছবি দেখা শেষ করি।মনে হয় কি যেন হারায়ে গেছে বাংলার বুক থেকে।

  • @subodhroy98
    @subodhroy98 2 ปีที่แล้ว +39

    আমি মুগ্ধ এই ছবি দেখে।।। ছবি নির্মাণকারী এবং ছবির নায়ক ও নায়িকা কে শতকোটি প্রনাম।।। শুরুতে বেশ হাসলাম।।। কিন্তু শেষে চোখ দুটি থেকে কেবলই জল পড়তে লাগলো।।।
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর সৃষ্টি চিরকাল অমর হয়ে থাকবে।।।

  • @mitalibiswas9678
    @mitalibiswas9678 ปีที่แล้ว +18

    অসাধারণ একটা বই শেষের দিকে চোখের জল আর আটকাতে পারলাম না এরকম অভিনেতা, অভিনেত্রী আর পাবো না মনের প্রতি টা অনুভূতির বহিঃপ্রকাশ যে এভাবে ফুটিয়ে তোলা একদম সবকিছু যেন জীবন্ত ও প্রানবন্ত ভালোবাসা যে এরককম ও হয় সত্যি ভাবা জয় না ❤️

  • @sanjidatasnim8299
    @sanjidatasnim8299 ปีที่แล้ว +161

    জীবনে অনেক সিনেমা দেখেই হেসেছি-কেঁদেছি, কিন্তু এই "নিমন্ত্রণ" সিনেমাটি দেখে একইসাথে যে তীব্র সুখ, যে দুঃসহ ব্যথা পেলাম তা এ জীবনে ভুলবোনা! এমন সৃষ্টি শুধু বিভূতিভূষণ-তরুণ মজুমদার দ্বারাই সম্ভব! আর লক্ষ বছরেও বাঙালি এমন ছবি পাবেনা! (অবশ্য আর চাইওনা, এই একটা ছবিই হাজারবার দেখা যায়) 💚

    • @paultrading3677
      @paultrading3677 ปีที่แล้ว +9

      যথার্থ লিখেছেন

    • @anujakarmakar5919
      @anujakarmakar5919 ปีที่แล้ว

      এরকম যে কত কুমি আছে এই বাংলাদেশে যারা অন্তত একবার নিজের খড়কুটো সর্বস্ব দিয়ে নিমন্ত্রণ করতে চায় কিন্তু নিমন্ত্রিত আসে না।তারা বোঝেনা।

    • @swapanbhattacharjee4394
      @swapanbhattacharjee4394 ปีที่แล้ว +4

      অসাধারণ লাগল।

    • @MalabikaBiswas-kr9og
      @MalabikaBiswas-kr9og 11 หลายเดือนก่อน +1

    • @AsitArakar
      @AsitArakar 6 หลายเดือนก่อน +3

      এতদিন কেন দেখিনি আমি এই সিনেমা?

  • @জগৎজননীমাতারাদয়াময়ী

    সন্ধ্যা রায় প্রতি টি বাঙ্গালী র মনের মণিকোঠায় থাকবে সারাজীবন কি অপূর্ব অভিনয়

  • @জগৎজননীমাতারাদয়াময়ী

    কি আছে এই আধুনিক পৃথীবিতে মন বার বার ছুটে চলে যায় ওই পুরানো দিনের গ্রাম বাংলায় যেখানে হয়তো এই আধুনিক তা নেই আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর বিশ্বাস অগাধ শান্তির পরিবেশ

    • @Highbrow99
      @Highbrow99 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤
      Same here
      I'm from Rajasthan but Rural bengal of that era as depicted in novels of british times is like a lost heaven 😢😢

  • @samitmukhopadhyay6212
    @samitmukhopadhyay6212 ปีที่แล้ว +31

    এমন সিনেমা দেখে চোখে জল ধরে রাখতে পারি না।

  • @laltudey2082
    @laltudey2082 2 ปีที่แล้ว +25

    অপুর্ব খুব সুন্দর গল্প শুধু কুমির চরিত্র টা দেখে এ রকম মেয়ে রা এ যুগে নেই কেন এত কষ্টের মধ্যেও থেকে কাওকে কষ্ট দেয় নি ওই যুগের মেয়ে রা শুধু দিয়ে গেছে। আর এখন কার যুগের মেয়েরা সুযোগ পেলেই ঠকাবে তবে সব মহিলারা নয়।

  • @soreshchandrabiswas5900
    @soreshchandrabiswas5900 2 ปีที่แล้ว +35

    অপূর্ব সৃষ্টি নিমন্ত্রন! কুমির জীবনের গভীর বাস্তবতা অসহনীয়! অভিনয় করেছেন তা বোঝা ভার! কত স্বাভাভিক এবং স্বতেজ। পরিচালক কলাকুশলীদের প্রতি শত কোটি প্রনাম।

  • @shibhampaul654
    @shibhampaul654 11 หลายเดือนก่อน +10

    আজ অনেকদিন পরে একটি সিনেমা দেখলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা "নিমন্ত্রণ"যা তৎকালীন সমাজব্যবস্থা ও ভালোবাসার একটি করুণ দিককে প্রকাশ করে, এই সিনেমার শেষ অংশটি চোখে জল এনে দেয়।।
    এই সিনেমাটি থেকে ,অসম্পূর্ণ ভালোবাসা যে কতটা বেদনার হয় তা উপলব্ধি করা যায়।
    সবাইকে বলব এই সিনেমাটি দেখবেন।।
    এমন সরলতা সম্পন্ন সৃষ্টি যা বর্তমান যুগে বিরল, মানুষের মনে গেঁথে থাকবে ।।

  • @safalghosh
    @safalghosh 2 ปีที่แล้ว +15

    যেমন সুন্দর চিত্রনাট্য তেমনি পরিচালনা আর অভিনয়‌‌। একটি কালজয়ী ছায়াছবি।

  • @chandrakantabasu8406
    @chandrakantabasu8406 ปีที่แล้ว +12

    হে ভগবান কি সৃষ্টি,কি লেখনী,,কি অভিনয়। অসাধারণ,,, অনবদ্য।

  • @কবিতাপ্রেমি-ঘ৬জ
    @কবিতাপ্রেমি-ঘ৬জ 2 ปีที่แล้ว +15

    বাধ্য হোলাম লিখতে,,,কি অসাধারন নির্মাণ, যাই বলি না কেনো কম হবে,,,বলা,,

  • @susmitadas679
    @susmitadas679 ปีที่แล้ว +9

    অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ছবি টা দেওয়ার জন্যে 🙏

  • @afrinjahan8080
    @afrinjahan8080 2 ปีที่แล้ว +11

    অসাধারণ মুভি! শেষের দিকে দেখতে দেখতে কান্না করে ফেলেছি। ♥️♥️♥️

  • @haridashira294
    @haridashira294 ปีที่แล้ว +7

    একা হাসলাম, একাই কাঁদলাম ।এটা যেনো ছবি নয়, অভিনয় নয়।চোখের সামনে জীবন্ত দৃশ্য সব দেখলাম

  • @kalyannath4805
    @kalyannath4805 ปีที่แล้ว +6

    কী সহজ সরল সবার অভিনয়!গল্প এমন জায়গায় গিয়ে থামলো যেখানে পৌঁছে আমরাও যেন নির্বাক হয়ে যাই ।চোখের জল যেন আমাদের সব কথাকে থামিয়ে দেয়।ধন্য লেখক,পরিচালক,চিত্রনাট্যকার অভিনেতারা এবং কলাকুশলীরা!

  • @ratanbhowmick5834
    @ratanbhowmick5834 2 ปีที่แล้ว +26

    পরিবারের সবাই মিলে এইসব সিনেমা দেখা উচিত

  • @gmvn19
    @gmvn19 2 ปีที่แล้ว +9

    ছবিটি কয়েক বছর আগে you tube এ দেখেছিলাম । কিছুদিন আগে খুঁজছিলাম , তখন দেখেছিলাম তুলে নেওয়া হয়েছিল । আবার upload করেছেন দেখে খুশি হলাম । এই রকম ছবি খুব কমই হয় । সকলেরই দেখা উচিত । যদি পারেন কেদার রাজা ছবি টি upload করবেন , অনেক দিন ধরেই দেখার ইচ্ছে রয়েছে ।

  • @shyamalghosh4344
    @shyamalghosh4344 2 ปีที่แล้ว +40

    ওই সময় সন্ধ্যা রায় এতো ছোট মেয়ে এতো মিষ্টি কি অসাধারণ অভিনয়,এতো ন্যাচারাল, ওই সময়ের এবং এই সময়ের তথাকথিত সুপার অভিনেত্রীদের এই ছবিটা দেখা উচিত, তাহলে অভিনয় শিখতে পারবেন

  • @purevoice5936
    @purevoice5936 ปีที่แล้ว +20

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুরু❤🌼

    • @sanjidatasnim8299
      @sanjidatasnim8299 ปีที่แล้ว +2

      একদম! উনার তুল্য লেখক বাংলায় নেই!

    • @SrikantaBag-gr5lg
      @SrikantaBag-gr5lg 8 หลายเดือนก่อน

      ❤❤b​@@sanjidatasnim8299😮❤ bg g cctv b ,4

  • @upamamajumder5128
    @upamamajumder5128 2 ปีที่แล้ว +13

    ভীষন ভীষন ভালো মুভি ,, এত কষ্ট হয় দেখলে , শেষের অংশ । সবাই মন প্রাণ ঢেলে অভিনয় করেছিলেন ।

  • @ranjanmondal268
    @ranjanmondal268 ปีที่แล้ว +10

    keo garibari taka chai abar keochai sudhu ektu nirsartha bhalobasa❤️.eta "bokful "noi "wonderful "movie.

  • @____-ww5me
    @____-ww5me ปีที่แล้ว +20

    কী অসাধারণ অভিনয় সন্ধ্যা রায়, অনুপ কুমার, কালী ব্যানার্জী সহ প্রত্যেকের!
    অপূর্ব দৃশ্যায়ণ, অনবদ্য পরিচালনা।
    আর গানের কথা বলা বাহুল্য।
    বাংলা সিনেমার অমূল্য সম্পদ এটি।😍

  • @sbshuvo5015
    @sbshuvo5015 ปีที่แล้ว +39

    ইন্দুবালার ভাতের হোটেল সিরিজটি দেখতে গিয়ে,এই সিনেমার কিছু সিন দেখে, ঐ সিরিজ দেখা বাদ দিয়ে, এই সিনেমাটা দেখতে এলাম।দারুণ একটা সিনেমা। হীরু-কুমির ভালোবাসা দেখে আমি মুগ্ধ।মানুষে মানুষে এত প্রেম এত ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করে,কয়েক বার কান্না করে ফেলছি।ভালোবাসা না থাকলে কেউ সুখী হয় না,হীরু-কুমির বিয়ে হলে আমি খুব খুশী হতাম।কিন্তু জাত-পাত আর সমাজ আমাদের দিন দিন নিষ্ঠুর করে দিচ্ছে। এটা শুধু একটা সিনেমা নয়,এটা বাঙালির সম্পদ।

    • @armdulal3670
      @armdulal3670 3 หลายเดือนก่อน

      Same.vai.

  • @ganapatibappa7816
    @ganapatibappa7816 ปีที่แล้ว +33

    জীবনসঙ্গীর সাথে মনের মিল থাকলে জীবনটা যে কত সুন্দর হয়, এই ছবিটা না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ ❣️❣️❣️

    • @sanjidatasnim8299
      @sanjidatasnim8299 ปีที่แล้ว +4

      বেশিরভাগ ক্ষেত্রেই এই মিলটা হয়না 🙃

    • @uttamroy2096
      @uttamroy2096 ปีที่แล้ว

      তাকে বলে "বিয়োগান্ত!"তাই না?-২/৭/২০২৩

    • @shantanumajhi2262
      @shantanumajhi2262 11 หลายเดือนก่อน

      Tapannn
      1:13 1:13

    • @shantanumajhi2262
      @shantanumajhi2262 11 หลายเดือนก่อน

      1:22

    • @easyautomationhub
      @easyautomationhub 2 หลายเดือนก่อน

      ​@@sanjidatasnim8299 এ এক ভাগ্যের নির্মম পরিহাস 😢😢

  • @greenzone436
    @greenzone436 ปีที่แล้ว +15

    আজ আমি" ইন্দুবালা ভাতের হোটেল " দেখলাম। তাতে এই সিনেমার কয়েকটা দৃশ্য দেখানো হয়েছিল। আর তার পরেই সার্চ করে পেলাম "নিমন্ত্রণ "। সত্যিই অসাধারণ ।
    কিন্তু শুরুটা যেমন হাসি মজা দিয়ে হয়েছিল শেষটা কেন সেইরকম হোলোনা বলুন তো ?
    শেষটা ভীষণ মন খারাপের।
    কিন্তু তাও সিনেমাটা আমি আবারও দেখবো।

    • @Vlogventures333
      @Vlogventures333 ปีที่แล้ว +2

      Amio same
      Ekhono dekhini tar agai comment Porte esechi
      Abar dekhbo

    • @greenzone436
      @greenzone436 ปีที่แล้ว +1

      @@Vlogventures333 অবশ্যই সময় করে দেখো ।
      ভীষণ ভালো একটা গল্প।

    • @sbshuvo5015
      @sbshuvo5015 ปีที่แล้ว

      আমি ও, ইন্দুবালার ভাতের হোটেল সিরিজটি থেকে দেখতে এলাম।

  • @apuchandradas1935
    @apuchandradas1935 ปีที่แล้ว +34

    প্রথমে অনেক হেসেছি।শেষের দিকে টপ টপ করে চোখের জল ফেলেছি।বিভূতিভুষণ 💜
    তরুন মজুমদার ❤
    অনুপ কুমার ❤
    সন্ধ্যা রায় ❤

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 ปีที่แล้ว +16

    What a movie, cannot be created again! That was a golden age for movie making.

  • @uttamroy2096
    @uttamroy2096 ปีที่แล้ว +14

    "অতৃপ্ত দুটি মনের দুরন্ত ছবি!"---২/৭/২০২৩❤❤❤❤

  • @hakimsordar
    @hakimsordar ปีที่แล้ว +45

    মহা নায়কের অভিনয় এর জবাব নেই। তা বলে অনুপ কুমার এর অভিনয় কোন দিক দিয়ে খাটো করে দেখা যায় না। তা যে অভিনয়ই হোক।

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk ปีที่แล้ว +2

      Polatok!!?? Ato sundor film kota hoyechhe ke jane??

    • @ashokekumarhensh8747
      @ashokekumarhensh8747 10 หลายเดือนก่อน

      একদম ঠিক বলেছেন ​@@Soma-wu2fk

    • @ajitlaha3492
      @ajitlaha3492 15 วันที่ผ่านมา

      সত্যি অনুপ কুমার সুন্দর।

  • @shiulidas2484
    @shiulidas2484 25 วันที่ผ่านมา +1

    কাঁদবে না এমন কেউ হয়তো নেই ।অনবদ্য সৃষ্টি

  • @mdnurulislam255
    @mdnurulislam255 หลายเดือนก่อน +1

    নিমন্ত্রন,পলাতক, রুপসী,ফুলেশ্বরী। আহ! কী সুন্দর মুভি। যেন জীবনের চালচিত্র। বিভুতি' র কাছে সবার হার মানতে হবে একমাত্র কুমি'র চরিত্র সৃষ্টিতে। চোখের জল চোখে জায়গা পেলো না।

  • @ganeshbasak633
    @ganeshbasak633 ปีที่แล้ว +6

    অসাধারণ ছায়া ছবি। অনুপ কুমার ও সন্ধা রায়ের অভিনয় ভোলার নয়।

  • @littlesongs4060
    @littlesongs4060 ปีที่แล้ว +12

    গ্রাম বাংলার ছবি গুলি একেবারে মনের মতো ❤❤

  • @nilofarhossain5473
    @nilofarhossain5473 2 ปีที่แล้ว +10

    অশনি সংকেত ছবি upload করলে উপকৃত হব,এটাও অনেক বার দেখেছি ভীষন ভালো

  • @shrabanirudra840
    @shrabanirudra840 2 ปีที่แล้ว +5

    Ashadharan ekti sristi nimatran..mon ta bhare galo r sange chokhe jol..

  • @RanjitMukherjee-jt9vn
    @RanjitMukherjee-jt9vn ปีที่แล้ว +5

    অনেকবার দেখা। আবার দেখলাম। অসাধারণ। এই simpliciti আর গ্রামে নেই।

  • @chhayamanus9241
    @chhayamanus9241 2 ปีที่แล้ว +16

    একটি সুস্থ রুচিসম্পন্ন সিনেমা🙏

  • @susantamahata6589
    @susantamahata6589 ปีที่แล้ว +8

    অসাধারণ! যেমন গল্প তেমন অভিনয়!

  • @abdullahmahmudapu6558
    @abdullahmahmudapu6558 ปีที่แล้ว +5

    কতটা স্নিগ্ধ, কতটা মায়া, কতটা অতৃপ্তি মিশে আছে এই মেয়েটির চরিত্রে 😢। অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ 🥺। কি অনবদ্য অভিনয় মায়া ধরে গেছে একদম 🌸🥺💙।

  • @taposhirabeya5982
    @taposhirabeya5982 2 ปีที่แล้ว +9

    অসাধারণ একটা মুভি,,,মনে একটা ছাপ ফেলে গেলো💞💞

  • @supriyasanyal3020
    @supriyasanyal3020 2 ปีที่แล้ว +5

    Apurbo ekta chhobi.... Amader gram banglar chittro... Onek pronam torun babuke

  • @moumitasaha540
    @moumitasaha540 ปีที่แล้ว +5

    খুব সুন্দর হয়েছে মুভি টা

  • @SubrataSamanta-kl1he
    @SubrataSamanta-kl1he 3 หลายเดือนก่อน +1

    অসাধার। জীবন এভাবেই বয়ে চলে‌ । স্মৃতি গুলো থেকে যায় মনের মণিকোঠায়। এই অসাধারণ সৃষ্টির জন্য প্রনাম তরুণ মজুমদার ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কে।

  • @shuvojitmondal2022
    @shuvojitmondal2022 ปีที่แล้ว +4

    Sotti khub valo cinema. Ekei bole sornojuger cinema.

  • @villagebeauty3050
    @villagebeauty3050 ปีที่แล้ว +5

    Khub bhalo laglo. 👌👏

  • @rimighosh59
    @rimighosh59 ปีที่แล้ว +4

    কোনো তুলোনাা হয় না ,, অসাধারণ সিনেমা

  • @mamonimaity9996
    @mamonimaity9996 2 ปีที่แล้ว +8

    Bengali industri sob thaka Sera movie

  • @SomaGhosh-di2uv
    @SomaGhosh-di2uv ปีที่แล้ว +14

    এই রকম একটা অজ পাড়াগাঁয়ে যদি বাকি জীবন টা সন্ন্যাসিনী র মত কাটিয়ে দিতে পারতাম। সত্যি বলছি আমার জীবনটা সার্থক হয়ে যেত

    • @A06386
      @A06386 ปีที่แล้ว

      Simple grame biye krlei hbe

    • @morshd55dmorsh81
      @morshd55dmorsh81 ปีที่แล้ว

      সত্যি দেখি আপনি আমার মনের আকুতির কথা বলছেন

    • @morshd55dmorsh81
      @morshd55dmorsh81 ปีที่แล้ว

      আমার মন চায় সবুজে ঘেরা কোন এক গৃহীন জঙ্গলে বসবাস করি, চারি দিকে শুধু সবুজ আর সবুজ,সহজ সরল মানুষের বসবাস,

    • @jaydeep-sr2sh
      @jaydeep-sr2sh ปีที่แล้ว

      Amaro Bes lagto tahole

    • @jafikulislam-ct6wp
      @jafikulislam-ct6wp ปีที่แล้ว

      যে আধুনিকতার ছোঁয়ায় জীবন আমাদের

  • @SantoshDas-fj6kp
    @SantoshDas-fj6kp ปีที่แล้ว +11

    তৎকালীন বাংলার সমাজ ও ভালবাসার বাস্তব ছবি, যা আর কোনদিন দেখা যাবে ন! এই সরল গ্রাম্য মেয়েদের কর্ম পরয়ণতা ত্যাগ ভালবাসা আমাদের মা দিদি বোন সঙ্গী সাথী ও স্ত্রীর মধ্য উপলব্ধি করেছি, যা জীবন কে অন্য মাত্রা দেয়।

  • @taniyamondal4201
    @taniyamondal4201 2 ปีที่แล้ว +5

    Sesh mesh chokher joltake atkate parlam na.. 😖 khub vlo laglo..

  • @sibayanchakraborty9103
    @sibayanchakraborty9103 ปีที่แล้ว +2

    আর কতবার দেখলে আশামিটবে জানিনা,এই নিয়ে তিনবার দেখলাম,শতবার দেখলেও আশা মিটবে না।

  • @PetukbangalirGhorkonna
    @PetukbangalirGhorkonna ปีที่แล้ว +5

    অসাধারন সিনেমা 👍👍❤❤

  • @indiannature7965
    @indiannature7965 ปีที่แล้ว +5

    নির্বাক।। Sarat Chandra chattopadhyay এর উপন্যাস পড়লে যেমন সমস্ত ছবির মত ভেসে উঠতো,,,
    তেমনি এই সিনেমা টা দেখে সিনেমা মনে হলো না,,,বাস্তবে চোখের সামনে একটা কিছু ঘটে চলছে,,তার যেনো জীবন্ত সাক্ষী হয়ে থাকলাম👃👃👃👃

  • @artinpoetsoulnature
    @artinpoetsoulnature ปีที่แล้ว +6

    Wonderful cinema🎦🎦 marvelous👍👍

  • @keyaghosh7426
    @keyaghosh7426 2 ปีที่แล้ว +4

    Anek dhanyabad upload karer janno. Asadharan 🙏

  • @sumanadas9662
    @sumanadas9662 ปีที่แล้ว +3

    Oti sadharon songlapo j kandate pare nimontron na dekhle bujhtam na..

  • @nileshchatterjee6181
    @nileshchatterjee6181 2 ปีที่แล้ว +35

    এই মুভিটি দেওয়ার জন্য আপনাকে ও আপনাদের সকলকে কি বলে ধন্যবাদ জানাবো ভেবে উঠতে পারছি না ।

  • @nabinbairagi
    @nabinbairagi ปีที่แล้ว +4

    seshe nogorer taan ta osadharon, osadharon. osadharon.

  • @Sakil-H0ssain
    @Sakil-H0ssain 3 หลายเดือนก่อน +3

    আমি সব সময় বলে আসছি অপ্রকাশিত ভালোবাসাই সুন্দর। ভালবাসা যদি বলে বুঝাতে হয় তবে আর সেই ভালোবাসার মূল্য রইলো কোথায়। সম্পূর্ণ গল্পে একে অপরকে একটি বারের জন্যেও বলেনি যে তারা একে অন্যকে ভালবাসে বা পছন্দ করে অথচ একে অন্যের প্রতি কি অকৃত্রিম মায়া, ভালোবাসা। ২১ শতকের আধুনিক কৃত্রিম পৃথিবীতে অকৃত্রিম ভালোবাসা, মায়া খুঁজে পাওয়া যেন আলাদিনের চেরাগ খুঁজে পাওয়ার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    • @ArnabBasu-x8v
      @ArnabBasu-x8v 2 หลายเดือนก่อน

      100% sottyo.

    • @UmaPanda-u3n
      @UmaPanda-u3n หลายเดือนก่อน +1

      অবাক বিস্ময়ে দেখছি পুরাতনকে****মায়া মোহ স্নেহ ভালবাসা****আজ হারিয়ে গেছে সব****তারা আর নেই।

  • @munmunmandal9011
    @munmunmandal9011 2 ปีที่แล้ว +4

    Darrrrruuuunnnn....apurbo

  • @DulalChBasak
    @DulalChBasak 2 ปีที่แล้ว +8

    অসাধারণ সিনেমা!

  • @nilchatterjee45
    @nilchatterjee45 9 หลายเดือนก่อน +1

    অনুপ কুমার অভিনীত দেখলেই সে ছায়াছবি আমি বাদ দিই না। আমার ভীষন প্রিয় একজন অভিনেতা ❤❤❤❤❤

  • @newtube.-yw6vs
    @newtube.-yw6vs ปีที่แล้ว +5

    দারুণ।

  • @chitralekha5532
    @chitralekha5532 2 ปีที่แล้ว +5

    Aisab chabi chiroamar..... Vison vison sundar... ❤

  • @Samirkanti-f5g
    @Samirkanti-f5g 5 หลายเดือนก่อน +1

    এমন চরিত্রের মেয়ে , আজকাল দেখা যায়না, সন্ধ্যা রায় , অনুপ কুমার জুটি সেদিন পলাতক, ফুলেশ্বরী কতবার , আবারও দেখবো সময় পেলে , অসাধারণ লাগে ।

  • @coffeehouse4161
    @coffeehouse4161 2 ปีที่แล้ว +11

    এই রকম ভালোবাসা এখন কোথায় ?

  • @sanjaynath222
    @sanjaynath222 ปีที่แล้ว +7

    3 te jibon sesh hoye jaowar goplo keo je eto sundor vabe cinematography te futiye tola somvob seta Tarun Majumdar na thakle bujhtam na.

  • @gmvn19
    @gmvn19 2 ปีที่แล้ว +30

    প্রথম ভালোবাসা কোনও দিন ভোলা যায় না । মনের ভেতর তা চিরদিন থেকেই যায় ।

    • @atanuch1961
      @atanuch1961 ปีที่แล้ว

      Je jane sei janey

    • @atindranathroy5842
      @atindranathroy5842 ปีที่แล้ว

      এটি কি সত্য!!!

    • @gmvn19
      @gmvn19 4 หลายเดือนก่อน

      ​@@atindranathroy5842 হয় আপনি কখনও প্রেমে পড়েন নি , অথবা আপনি সেই ভাগ্যবান দের মধ্যে একজন ,যাদের প্রথম প্রেম সফল ।

    • @gmvn19
      @gmvn19 4 หลายเดือนก่อน

      ​@@atindranathroy5842 হ্যাঁ । পুরোপুরিই সত্য ।

  • @mousomkoley7456
    @mousomkoley7456 ปีที่แล้ว +4

    Roy mam fatafati

  • @santoshpramanik6153
    @santoshpramanik6153 8 หลายเดือนก่อน +1

    অনুপ কুমার আর সন্ধ্যা রায়ের এই নিমন্ত্রণ।আর পলাতক।মনে হয় বারবার দেখি।চোখে এখনও জল আসে

  • @jibonshill8565
    @jibonshill8565 ปีที่แล้ว +3

    সৌদি আরবে রাত ৪ টা ৪/১০/২০২৩ হয়তো জীবনের একটা অধ্যায় হয়ে রয়ে যাবে সুন্দর একটি অনুভুতি ❤

  • @sirsenduroy1423
    @sirsenduroy1423 2 ปีที่แล้ว +4

    Mon vore gelo ❤️❤️❤️

  • @BiplabNayek-lb1cq
    @BiplabNayek-lb1cq ปีที่แล้ว +4

    কোথায় সেকাল আর কোথায় একাল
    আবার যদি ফিরে যেতে পারতুম😢

  • @muktimaity7646
    @muktimaity7646 2 ปีที่แล้ว +19

    এই গুলি বাংলা ছবির মনি মানিক্য, ভোলা যাবে না।

  • @santuhalder436
    @santuhalder436 2 ปีที่แล้ว +8

    6 bar deklam ❤❤❤

    • @nabinbairagi
      @nabinbairagi 2 ปีที่แล้ว +1

      AMI GOLPOTA ONEKBAR PORCHE, CINEMTAOU ONEKBAR DEKHECHI, ONNODER DEKHABAR JONNO BOLECHI, SOTTI OSADHARON GOLPO, CINEMA

  • @Mr.FzMahmud
    @Mr.FzMahmud 10 หลายเดือนก่อน +1

    বাংলাদেশ থেকে আমি এই প্রজন্মের মানুষ ২০২৪ সালেও মহান অভিনেতা "অনুপ কুমারের " একজন ভক্ত।।
    সংকল্প, পলাতক, শহর থেকে দূরে, মুখার্জি পরিবার, নিমন্ত্রণ সহ বেশ কিছু সিনেমা দেখতে দেখতে উনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেলাম।। 🙏
    অনুপ কুমারের বিপরীতে সন্ধ্যা মুখার্জীর অভিনয় অসাধারণ।। 👌❤️

  • @kalachanddas3655
    @kalachanddas3655 ปีที่แล้ว +5

    বাস্তব জীবনে অনেক মানুষের সাথেই এই রকম হয়,,, যেটা সে চায়,, সেটা সে পায়না,,, কিছু কু সংস্কার,, আর কিছু টা ভাগ্য,,,,

  • @lakshmikantoroy6890
    @lakshmikantoroy6890 2 ปีที่แล้ว +6

    Thanks for upload this movie

  • @prasantabhanja955
    @prasantabhanja955 9 หลายเดือนก่อน +1

    সন্ধ্যা রায়ের অভিনয় অতুলনীয় অসাধারণ।তেনার অভিনয় আমাদের খাটো করে দেখার স্পর্ধা নেই।

  • @sardaganguly7134
    @sardaganguly7134 2 ปีที่แล้ว +3

    Asadharon ekti movie.....

  • @bhaskarchakraborty1333
    @bhaskarchakraborty1333 3 หลายเดือนก่อน +1

    কতোবার যে দেখলাম ইয়ত্তা নেই
    তবে কষ্টটা প্রথমবারই যা পেয়েছি পরের বার গুলোতে ভালবাসার তৃপ্তি টা বারবার করে ফিরে এসেছে....মনে হয়েছে এরকম করেই তো ভালোবাসতে হয়

  • @anupkumardas4471
    @anupkumardas4471 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ

  • @princeleo9426
    @princeleo9426 9 หลายเดือนก่อน +1

    কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে ‌ একদিন আমি/আমরাও হারিয়ে যাবো। থেকে যাবে এই বিখ্যাত ছবি স্মৃতি তাই স্মৃতি হিসেবে রেখে গেলাম এই কমেন্ট ❤❤❤

  • @taniagiri985
    @taniagiri985 2 ปีที่แล้ว +3

    Anek anek thanks ei movie ta deoar jonno

  • @sumitabhowmik549
    @sumitabhowmik549 ปีที่แล้ว +5

    Asadharan movie🙏

  • @amitbanerjee2417
    @amitbanerjee2417 6 หลายเดือนก่อน +1

    কপালে যার সারাজীবন দুঃখ থাকে
    তার চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় থাকেনা❤

  • @Soma-wu2fk
    @Soma-wu2fk ปีที่แล้ว +1

    Mohordir konthe ..." Durey kothay Durey...."...sathe Nandini Maliar acting...👍👌

  • @buddhadevsadhukhan935
    @buddhadevsadhukhan935 ปีที่แล้ว +6

    বালিকাবধু মুভি টিও আপলোড করুন। hd কোয়ালিটি তে।🙏🙏
    অনেক দিন ধরেই খুঁজছি, পাচ্ছি না।

  • @danceparotia8703
    @danceparotia8703 ปีที่แล้ว +8

    Crying till now 😭🙏

  • @rakeshrahaman5062
    @rakeshrahaman5062 ปีที่แล้ว +2

    সত্যিই সন্ধ্যা রায়,অনুপ কুমার ও ইত্যাদি ইত্যাদি সবাই অসাধারণ ও অনবদ্য অভিনয় করেছেন। পুরোনো সিনেমাগুলো আমার হৃদয় স্পর্শ করে কত সহজ সরল ও মনমুগ্ধকর করা। স্মৃতির পাতায় লিখে গেলাম ০৯/১১/২০২৩ কোচবিহার জেলা থেকে।

  • @sonalidas9533
    @sonalidas9533 2 ปีที่แล้ว +3

    Sandha Rayer ki asadharan avinay .Cinema ta dekhe mon bhore gelo.

  • @venusette
    @venusette ปีที่แล้ว +6

    Watched this movie with my Dida decades bk ❤

  • @MdshiponBBA
    @MdshiponBBA หลายเดือนก่อน +1

    সৃষ্টি এতো সুন্দর হয় আগে জানতাম না।
    মনের মাঝে সমস্ত অতীত নাড়া দিয়ে উঠলো!
    ১/১১/২০২৪

  • @alvimonir
    @alvimonir 4 หลายเดือนก่อน +1

    এই "নিমন্ত্রণ" সিনেমাটি দেখে একইসাথে যে তীব্র সুখ, যে দুঃসহ ব্যথা পেলাম তা এ জীবনে ভুলবোনা! এমন সৃষ্টি শুধু বিভূতিভূষণ-তরুণ মজুমদার দ্বারাই সম্ভব! আর লক্ষ বছরেও বাঙালি এমন ছবি পাবেনা! (অবশ্য আর চাইওনা, এই একটা ছবিই হাজারবার দেখা যায়)

  • @outofstock8487
    @outofstock8487 4 หลายเดือนก่อน +1

    Amra kothay hariye fellam sei din gulo😢😢😢😢😢

  • @sakuntalaroysingha2746
    @sakuntalaroysingha2746 6 หลายเดือนก่อน +1

    চোখের কোণায় জল দিয়েই শেষ হলো,শেষ হয়েও হইলো না শেষ

  • @sksariful6733
    @sksariful6733 ปีที่แล้ว +2

    মনের ঘরে ঠায় হইলো এই অভিরাম ভালবাসার (সিনেমা টা )দালান কোঠার ভিড়ে জানি না কতো দিন মনে রাখব পরবো ❤ অসাধারণ