Vabna Nodi By Shahid & Kheya | HD Music Video | Arfin Rumey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 867

  • @hedayethimu6670
    @hedayethimu6670 4 ปีที่แล้ว +387

    ২০১২ তে ১০ম শ্রেনিতে পরার সময় প্রেমের যোয়ারে ভাসতাম আর এই সব গান শুনতাম। স্পেশালই, কাজি শুভ, আরফিন, খেয়া, শহিদ।৷ এক জীবনে এতো প্রেম।৷ আহ কি মধুর ছিল।

  • @sahinahmed-kr9yc
    @sahinahmed-kr9yc ปีที่แล้ว +73

    আট বছর যাবৎশুনে যাচ্ছি, ২৪ সালে কে কে শুনেছ লাইক দাও

  • @raselhawlader565
    @raselhawlader565 ปีที่แล้ว +48

    হায় রে সময় কি দিন গুলোই না ছিলো তখন জীবনে😢সেই ২০১১-২০১২ এর দিকে যখন ক্লাস ৭-৮ এ পড়ি তখন এই গান গুলো যে কত হাজার বার শুনেছি তার কোন হিসেব নেই কিন্তু এত বছর পর এখন আর সেই আগের মত গান গুলা শুনা হয়না, মাঝে মাঝে র‍্যান্ডমলি সামনে আসলে শুনি সেই পুরোনি দিনের গান গুলো আর কিছুক্ষনের জন্য হারিয়ে যাই জীবন থেকে হারিয়ে যাওয়া সেই সোনালী স্মৃতি তে 😭😭, আমরা যারা ২০১০ থেকে ২০১৫ এর সময় হাইস্কুল বা কলেজে ছিলাম তাদের কাছে হাবিব ওয়াহিদ, বালাম, আরিফিন রুমি,ইবরার টিপু, কাজি শুভ, শহিদ,ন্যান্সি, বেলাল খান,ইমরান,এস আই টুটুল,ইলিয়াস হোসেইন ও তৌসিফের গান বাটন মোবাইলে চালিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম আমরা এদের গান শুনার সময় এক সেকেন্ডের জন্যেও বিরক্ত হতাম না 😭😭💔💔

    • @skfahadfardin2011
      @skfahadfardin2011 4 หลายเดือนก่อน

      Hmm

    • @MstTania587
      @MstTania587 28 วันที่ผ่านมา

      Thik bolcen

    • @asifrehmannill3431
      @asifrehmannill3431 23 วันที่ผ่านมา

      Amader moto jara university stu chilo tader jonno 2010 er porer koyekta bochor chilo ajibon mon e rakhar moto bangla music industry tader prem k uttap diye pranobonto kore rekhechilo. Ahh somoy gulo🫡

  • @rajmedia2332
    @rajmedia2332 ปีที่แล้ว +7

    1st jokon 2mk vlolege valobesesilm 2kn ai ganta du Jone School ar tiffin time a aksate suntam..R aj 14ta bosor por abaro 2mk sate Nia abaro ganta sunsi onk vlo lagse..
    Love u So much dear 💓💓💓

    • @MstTania587
      @MstTania587 28 วันที่ผ่านมา +2

      Valo laglo❤, shuki hou,. Duya kori

    • @rahulislam3626
      @rahulislam3626 5 วันที่ผ่านมา +1

      Onek dua shuvokamona

    • @rajmedia2332
      @rajmedia2332 2 วันที่ผ่านมา

      ​@@MstTania587 Thanks apu. Ami jar kotha bollam, I mean amr wife ar nam o Tania💓.

    • @rajmedia2332
      @rajmedia2332 2 วันที่ผ่านมา +1

      @@rahulislam3626 Thank you vaijan.

  • @NatureSaysIt
    @NatureSaysIt 4 ปีที่แล้ว +356

    ৮ বছর যাবৎ শুনে যাচ্ছি❤।এ রকম যারা শুনে যাচ্ছেন তারা লাইক দিন

    • @MDRASHED-kb9ck
      @MDRASHED-kb9ck 4 ปีที่แล้ว +3

      যতই সুনি ভালই লাগে

    • @raihansharif3889
      @raihansharif3889 2 ปีที่แล้ว +1

      2011 সাল থেকে শুনি। এখনো মাঝে মাঝে শুনি

  • @atc370
    @atc370 3 ปีที่แล้ว +74

    আহ কি সুর, মনে পরে যায় প্রথম প্রেমের কথা,, জাকে ভালোবাসতাম, তাকে নিয়ে ভাবতাম, আর সারাদিন এই গানটি শুনতাম,2021শেও শুনছি

    • @mohammedakash6638
      @mohammedakash6638 2 ปีที่แล้ว

      এই. রকম মায়া লাগানো গান আর কেউ গাইতে পারবে না,,,,, old is gold

    • @FArhad0011FA
      @FArhad0011FA 2 ปีที่แล้ว +1

      ভাই প্রথম প্রেমকে পেয়েছেন । নাকি হারিয়েছেন ?

    • @atc370
      @atc370 5 หลายเดือนก่อน

      ​@@FArhad0011FAভাই হারিয়েছি, পাইনি ভাই🥹🥹💔💔

    • @atc370
      @atc370 5 หลายเดือนก่อน

      আবার আসলাম সুনতে ২০২৪/০৭/২৬😢😢

    • @atc370
      @atc370 5 หลายเดือนก่อน

      ​@@mohammedakash6638❤❤

  • @shajahanali7180
    @shajahanali7180 3 ปีที่แล้ว +53

    এসব গানগুলো শুনলে মন চায় আবারো সেই বয়সে চলে যাই , যে বয়সে কোন পিছু টান নেই ! ইচ্ছে করলেই অনেক কিছু করা যেতো !

  • @mduzzalhossain007
    @mduzzalhossain007 ปีที่แล้ว +8

    রাত এখন ৪ টা পুরোনো সৃতি মনে পড়ে যাচ্ছে, গান গুলো শুনছি প্রথম প্রেমের অনুভূতি মনে শিহরণ দিচ্ছে। কত সুন্দর মধুর ছিলো সেই ফিলিং।

    • @SazzadHossan-bq7dg
      @SazzadHossan-bq7dg 3 หลายเดือนก่อน

      এই সময়ের গান শুনে একটা প্রেম করেছি।আর তার সাথেই সংসার করছি।সংসারের বয়স ৯ বছর।

  • @rashedbd5278
    @rashedbd5278 2 ปีที่แล้ว +26

    ১০ বছর পর আজ হঠাৎ গানটা মনে পড়লো।পাঁচ মিনিটের জন্য হলেও সেই শৈশবে ফিরে গেলাম

  • @highflyingpgn9420
    @highflyingpgn9420 5 ปีที่แล้ว +77

    গানগুলো অনেক স্মৃতি বহন করে 😍

  • @rabbesikdar3916
    @rabbesikdar3916 2 ปีที่แล้ว +15

    এ গানের সুর ও কথার রন্ধে রন্ধে ভালোবাসার শিশিরভেজা স্নিগ্ধতা হৃদয় কে কোমল ও সতেজ করে দেয়, যেন ফিরে যাই সেই প্রথম প্রেমের দিন গুলোতে💕

  • @hiteshyadav8225
    @hiteshyadav8225 4 ปีที่แล้ว +149

    এই ধরনের গান যদি এই ২০২০ এ রিলিজ হতো, তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো।

  • @ZkZakir7908
    @ZkZakir7908 ปีที่แล้ว +3

    কি বলবো এসব গান নিয়ে, এ সকল গান গুলো আমাদের ইস্কুল জীবনে সবচেয়ে প্রিয়, ছিল বাটন ফো দিয়ে এসব গান ডাউনলোড করে মোবাইলে শুনতাম, কত যে ভালো লাগতো বলে ভাষায় প্রকাশ করার না, আমাদের ৯সাল থেকে ১৮ সাল পরযন্ত স্মৃতিময় দিন গুলো রয়ে গেছে, মিস করি হারানো সময় গুলো 🥲❤️

  • @mohammedsajjadhasan4699
    @mohammedsajjadhasan4699 2 ปีที่แล้ว +4

    বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি তে সবথেকে আন্ডাররেটেড একজন সিঙ্গার কেয়া। অসাধারণ কণ্ঠ আর সুর থাকার পরেও তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

  • @md.rafiqulomar8045
    @md.rafiqulomar8045 3 ปีที่แล้ว +16

    ছোটবেলা থেকে আজ পর্যন্ত গানটির গায়িকা খেয়ার উপর যে এখনো আমার ক্রাশ রয়েছে তা এখনো বিদ্যমান।
    উফ হাসিটা।❤️❤️❤️

  • @Tadmiraaa
    @Tadmiraaa 4 ปีที่แล้ว +120

    হাজার গান আসবে যাবে কিন্তু এই গান গুলো কোন দিন আমাদের মনে থেকে মুছে যাবে না। 🥺❤

  • @mdazizulhuque.8972
    @mdazizulhuque.8972 4 ปีที่แล้ว +54

    ২০২১ সালে এসে আমার মতো কে কে এই গানটি দেখেছেন 👍👍🖐️🖐️🖐️👍🌹👍👍👍

  • @mohinuddingsdl1179
    @mohinuddingsdl1179 ปีที่แล้ว +12

    এখন আমি বিবাহিত, আমার দুটি বাচ্চাও আছে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু এযুগের ছেলে মেয়েরা এসব গানের মর্ম বুঝবে না 😭 এ যুগের ছেলে মেয়েরা আছে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, লাইকি, রিলস ভিডিও এগুলি নিয়ে😡 আর আমাদের কত মধুর ছিল ওই সময় গুলো বলে বোঝাতে পারবো না 😭 (২২/০৭/২০২৩)❤❤❤

  • @mdrafie9823
    @mdrafie9823 3 ปีที่แล้ว +13

    রুমি ভাই এর সুর সংগীত
    বলার মতো না বাংলাদেশের স্বর্নযুগ চিল ১০,,১৩ সাল পর্যন্ত আধুনিক গান গুলো,,

  • @sheikhridoy4645
    @sheikhridoy4645 ปีที่แล้ว +7

    ১জিবি মেমোরি, আর বাটন ফোন,২০১২ ক্লাস ৮,, আহ কি যে সুন্দর ছিলো দিন গুলি,, ১২ বছর পরে এসেও সুনে গেলাম 😭

  • @15minutestech51
    @15minutestech51 2 ปีที่แล้ว +6

    ২০১২ তে এস.এস.সি পরীক্ষা দিয়ে রেজাল্ট অপেক্ষারত অবস্থায়। তখন সবে মাত্র প্রেমে পড়া গান গুলি খুবই খুবই ভাল লাগত। মিস করি সেই সময়গুলি। আজ আবার শুনলাম।

  • @rajibhossain259
    @rajibhossain259 3 ปีที่แล้ว +20

    শৈশব কালে এই রকমের এল্যবাম গান দিয়ে জীবনটা ছিল রঙিন খামে মোরানো 🖤🥀

  • @mddalourhossain5369
    @mddalourhossain5369 2 ปีที่แล้ว +66

    বাটন ফোনের ভালোবাসা,
    কম্পিউটারে লোড করা ও ব্লুটুথে আনা
    দুই জিবি মেমরির ভালোবাসা ,
    সাথে অবুঝ মায়াবী ভালোবাসার স্মৃতি।
    ভালোবাসার ২০১৩-১৫ সাল।

  • @Airdropalerts-g2f
    @Airdropalerts-g2f 3 ปีที่แล้ว +10

    অসাধারণ মিউজিক কম্পজিশন আরফিন রুমির।

  • @mkwazbanglabd.9390
    @mkwazbanglabd.9390 2 ปีที่แล้ว +13

    বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির গোল্ডেন সময় ছিলো তখন
    কতো স্মৃতি কতো আবেগ নিয়ে সময় গুলো কাটিয়েছি
    কোথায় হারলো সেই কৈশোর কাল😢😢

    • @shajahanali7180
      @shajahanali7180 ปีที่แล้ว

      সবার একি কথা ,সব মানুষই চায় বর্তমান কে ফেলে আবার অতিতে চলে যেতে !

  • @withimranbd
    @withimranbd 2 ปีที่แล้ว +2

    আহা কি সুর। এটা এক মাত্র রুমি ভাইকেই দিয়েই সম্ভব।❤️❤️

  • @Ashiq.
    @Ashiq. 4 ปีที่แล้ว +17

    এই গানগুলো শুনলে অনেক স্মৃতি মনে পড়ে যায়।

  • @monirullislam5064
    @monirullislam5064 10 หลายเดือนก่อน +2

    এই গানটি আমায় আমার ভালোবার মানুষটিকে মনে করিয়ে দেয়।তাই কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে 🙂তকন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়। 🙂💔🥀

  • @NahidHasan-rj5qx
    @NahidHasan-rj5qx 2 ปีที่แล้ว +5

    কী সুন্দর মিউজিক কি সুন্দর ভয়েস কি সুন্দর লিরিক্স ❤️❤️❤️
    অনেক গান আসবে , কিন্তু এমন গান আর আসবে না 😍❤️❤️❤️

  • @sheikhrabbi9131
    @sheikhrabbi9131 5 ปีที่แล้ว +27

    সেই পুরনো গান গুলো,কতো যে শুনতাম

  • @jahirraihan4185
    @jahirraihan4185 ปีที่แล้ว +1

    সাল সম্ভবত 2014 ,,,2nd হ্যান্ড একটা ছোট ফোন কিনেছিলাম,এই গান হেডফোন দিয়ে শুনতাম একা একা তখন যেনো অজানা কোনো এক জগৎ হারিয়ে যেতাম।কতবার যে শুনেছি হিসাব নাই। I love in this quality song❤

  • @najmulmia2293
    @najmulmia2293 2 ปีที่แล้ว +5

    গানটি শুনে চোখে কান্না এসে গেল, কেননা অতীত স্মৃতি গানটির সাথে জড়িয়ে আছে

  • @mominhossen6546
    @mominhossen6546 2 ปีที่แล้ว +2

    অনেকদিন ধরে এই গানটি খুজছিলাম ,,,,আজ হঠাৎ এই গানটি শুনলাম ।আগের দিনের কথা খুবই মনে পড়ছে। অনেক প্রিয় একটি গান আমার জীবনের অংশে জড়িয়ে আছে। ❤️❤️❤️❤️🌹🌹

  • @aralaminkhan8342
    @aralaminkhan8342 4 ปีที่แล้ว +8

    Tune n music ta pagol korar moto
    love u Rumey bosssss💖💖💖💖💖

  • @joybasak4633
    @joybasak4633 ปีที่แล้ว +2

    ২০১২ সাল আমার সোনালি দিনগুলি।সাথে এই গানগুলি।আহা কতই না মধুর ছিলো দিনগুলি। এলবাম মানেই আরেফিন রুমি। 🤗❤️

  • @mdBillal-cf7mz
    @mdBillal-cf7mz 3 ปีที่แล้ว +34

    হাবিব বালামের পরে এরাই প্রথম রোমান্টিক গান নিয়ে আসে

    • @mehermarjan5244
      @mehermarjan5244 2 ปีที่แล้ว

      আরেফিন রুমি ভাইয়ের অবদান বেশি...

    • @ayshatinni-nz6bq
      @ayshatinni-nz6bq 2 ปีที่แล้ว

      @@mehermarjan5244 habib wahid er shirsho arefin rumi ekhon bolen guru age na shirsho age

  • @md.nazrulislam5077
    @md.nazrulislam5077 4 ปีที่แล้ว +18

    প্রায় ৭ বছর পর আজ শুনলাম গানটা(২২-০৮-২০২০)😍

  • @MdSalim-wv6cr
    @MdSalim-wv6cr 5 ปีที่แล้ว +14

    বতমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী এ্যানি খান, মডেল

  • @historyoftigers6556
    @historyoftigers6556 2 ปีที่แล้ว +3

    এখন যে গানটি শুনছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি অনেক সুখে আছেন,অজানা এক ভালো লাগার মধ্যে আছেন আপনি!
    সঠিল হলে লাইক দিয়ে যাবেন!🥰

  • @md.saalimuddinjaflongsylhet
    @md.saalimuddinjaflongsylhet 3 ปีที่แล้ว +3

    এই সময় যদি এই ধরনের গান হতো তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো 😍😍
    আমার প্রিয় একটি গান,যখনি মন খারাপ লাগে তখনি সার্চ দিয়ে শুনি.... শহীদ+খেয়া আপুর অসাধারণ কন্ঠ 😱

  • @mimasraf9823
    @mimasraf9823 ปีที่แล้ว +3

    ২০১২ থেকে হয়তো তার আগে থেকেই শুনতাম গান গুলো,তখন বুঝতাম না প্রেম কি?কিন্তু তবুও শুরু থেকেই গান গুলো শুনে প্রেমের মানে বুঝতে পেরেছি,আহা কি সময় ছিল,,, কি স্নিগ্ধতা অনুভব হতো,,,আজ ২০২৩ এই পর্যন্ত এসেও গান গুলো শুনি,,খুব ভাল্লাগে কিন্তু মাঝে অনেক সময় চলে গেছে,,,এর মাঝে প্রিয় মানুষের সাথে ভাংগা গড়ার ঢেউ উঠেছে অনেক,তবে সব বাধা পেড়িয়ে আজও আছি একসাথে, ইনশাআল্লাহ সারাজিবন পাশে থাকবো,,,,,কত দিন হলো তার সাথে বসে গান শুনিনা😪😪😪

  • @FMediabd07
    @FMediabd07 4 ปีที่แล้ว +93

    ২০২০ এ যারা শুনছেন তারা লাইক দেন👍👍👍

  • @জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব

    "এত সুর আর এত গান যদি
    কোনো দিন থেমে যাবে না
    আজিবন থাকিবে অমর হয়ে মনের মাজে

  • @মোহাম্মদঅন্তর
    @মোহাম্মদঅন্তর ปีที่แล้ว

    আহহা কি গান, এক সময় কম্পিউটার মেমোরি লোড করলেই এই সব গান লোড করতাম ছোট বেলার স্থিতি গুলা ভুলার মতো না,😢

  • @স্বপ্নেরআঙ্গিনায়

    ভাল গানের কদর নাই😭😭😭
    21 এ এসেও শুনি ভালবাসার প্রিয় গানটি

  • @ToriqulIslamRumey
    @ToriqulIslamRumey ปีที่แล้ว +2

    আরফিন রুমি বস লিজেন্ড এটা মানিতেই হয় উনার হাত ধরে কত যে শিল্পী হয়ছে কিন্তু কেউ তার কদর দিতে যানেনা সবাই সার্থের জন্য রুমি ভাইয়ের কাছে এসেছিলো শেষে রুমি ভাইকেই চিনেনা😅❤লাভ ইউ রুমি ভাইজান গানের জগতের রাজা❤

  • @shakilsheikh8580
    @shakilsheikh8580 3 ปีที่แล้ว +8

    জিএফ অনেক দিন পর গানটা শুনালো 🥰
    ছোট বেলায় অনেক সুনতাম গানটা🤔

  • @rubeldas7419
    @rubeldas7419 4 ปีที่แล้ว +9

    যখন কারো প্রতি ভালোবাসা......🌹❤
    বেশি হয়ে যায়.......
    তখন সে ভালোবাসা সুখের চেয়ে
    কষ্ট বেশি দেয়......💔😥

  • @Mamundrawingschool
    @Mamundrawingschool ปีที่แล้ว +2

    কোথায় হারিয়ে গেলো শিল্পীগুলো 😢😢
    খেয়া,স্বরলিপি, নাওমী,ন্যান্সি,শহীদ,কাজী শুভ,বেলাল,ইলিয়াস পূজা, মোহনা আরো অনেক ছিলো।
    আজও সবার গান শুনি।কিন্তু তারা এখন নিয়মিত গান করেনা।ইমরান ও পড়শি ছাড়া।😢😢

  • @mdsazedarrahman3948
    @mdsazedarrahman3948 7 หลายเดือนก่อน +1

    ২০২৪ সাল এ গান এখনও আমাকে খুব মিস করি আর শুনতে ভাল লাগে। যদিও যখন গান টা বের হয়েছিল তখন আমি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলাম।।২০১১ সাল।।
    গানের সুর মন ছুয়ে যায়।
    আর এখন কার গান না আসে সুর না আগে তাল। ভাল লাগার কিছুই খুজে পাই না।

  • @mdlimonkhan1321
    @mdlimonkhan1321 3 ปีที่แล้ว +7

    শহিদ ভাই খেয়া এই গানটা ১ সময় না শুনলে দিন কাটত না,দিন এ একবার হলেও শুনতাম,এখন ও শুনি, আমার মত কে কে আছ লাইক দাও

  • @rummanislam7209
    @rummanislam7209 3 ปีที่แล้ว +2

    আরফিন রুমি কতবড় মিউজিক কম্পোউজার ছিল। এইসব জনপ্রিয় গান শুনলে বুঝা যায়

  • @KhairulIslam-wr5du
    @KhairulIslam-wr5du 3 ปีที่แล้ว +10

    Awesome tune by Arfin Rumey!
    I've been listening since 2010

  • @Nil.8687
    @Nil.8687 2 ปีที่แล้ว +5

    আজও ২০২২ সালে এসে গানটা শুনি।
    ৩ বছর আগে যখন বাটন ফোন ছিলো তখন থেকেই প্রিয় গান এটা।
    খুব ভালোলাগে এখনো।
    কল্পনার জগতে চলে যাই।
    এখনো কে কে শুনেন গান টা ২০২২ সালে এসে।

  • @bishalbauri2809
    @bishalbauri2809 2 ปีที่แล้ว +2

    এই গানটা যখন শুনে ছিলাম তখন অনেক ছোটো ছিলাম , সেই সময় আমার কাছে ফোন বলে কোনো কিছুই ছিলো না , আর এখন বলতে সব কিছুই আছে গান টা আমার কাছে প্রিয়💓

  • @razzaksn5409
    @razzaksn5409 7 ปีที่แล้ว +63

    খেয়ার কন্ঠস্বর অনেক ভালো লাগে আর সহিদ ভাইতো আছেই

  • @SadiaKamalSigma
    @SadiaKamalSigma 6 ชั่วโมงที่ผ่านมา

    অনেক ছোটবেলায় এই গানগুলা গাইতাম আর গাইতাম টিভিতে মেমোরি কার্ডে শুনতাম 😊 কতো ভালো লাগতো😊😊❤
    এখনো ভালো লাগে ❤

  • @shakilhosen-hp7lm
    @shakilhosen-hp7lm ปีที่แล้ว +2

    এ গানগুলো সময়কে থামিয়ে নিয়ে চলে যায় 10,11,12,13সালের সময়ে

  • @rifatfahim3964
    @rifatfahim3964 10 หลายเดือนก่อน +1

    এই গান শুনে মনের ভিতরে ভালো লাগা কাজ করতো যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে। কালের পরিবর্তনে এমন টা আর হয় না।

  • @habibshirin9112
    @habibshirin9112 ปีที่แล้ว +1

    বহু বহু বহু বছর পরে...!! ❤️💕
    মোস্ট ফেভারিট ❤️

  • @mdsalam-sw8vx
    @mdsalam-sw8vx 2 ปีที่แล้ว +2

    ২০২২ সালে এসেও শুনলাম এই গান😍😍😍
    ২০১১ সালে প্রথম এই গান শুনেছিলাম,,,
    ভালোবাসার মূহুর্তের গান,,, আজ ভালোবাসার মানুষ পাশে নেই কিন্তু তাকে মনে করে এই গানটা এখনো মাজে মাজে শুনি

  • @NayeemIslam-hv2co
    @NayeemIslam-hv2co 26 วันที่ผ่านมา +1

    গান গুলো শুনে স্কুল জীবনের প্রেমে পড়ার কথা মনে পড়ে যায় ❤😊🙈

  • @shakilhossen2232
    @shakilhossen2232 ปีที่แล้ว +1

    যাকে নিয়ে কল্পনা করতাম আর কানে হেটফোন দিয়ে গান টা শুনতাম
    তখন আমি ক্লাস ৮ এ পড়তাম
    আর তার সংসার হয়েছে গেছে আজ।
    প্রিয় তো প্রিয় থাকে এই গানটার মত
    সেও

  • @File_Error
    @File_Error 5 หลายเดือนก่อน +1

    সেই ২০১২ থেকে সুনছী আজও কতই নাহ স্রিতি বিচরিত হয়ে যাই।
    গানগুলো সুনলে।

  • @mdbappi4380
    @mdbappi4380 23 วันที่ผ่านมา

    হঠাৎ করে সামনে আসলো প্রায় 10 বছর পরে শুনলাম গানটি আবার ও পুরোনো দিনের কথা গুলো মনে পড়ে গেল ❤

  • @md.anowarhosenasad1141
    @md.anowarhosenasad1141 ปีที่แล้ว +1

    তখন এই ধরনের গানগুলো হৃদয় ছুয়ে গেছে।❤❤❤

  • @skbishnu2443
    @skbishnu2443 2 หลายเดือนก่อน +1

    2024 সালে আমার মত কে কে শুনছেন।❤❤

    • @MdShahoria-qt8ry
      @MdShahoria-qt8ry 2 วันที่ผ่านมา

      সেটা তোকে বলে কি বাল ফালাইবো, তোদের মত এমন কিছু গাইয়া ক্ষেত গুলো গান শুনতে এসে বাল কমেন্ট করে😂

  • @alaminmultimedia806
    @alaminmultimedia806 ปีที่แล้ว

    ধন্যবাদ লেজার ভিশন কে এত সুন্দর গান দেওয়ার জন্য ❤❤❤❤❤

  • @MabrurRashid-yu6ui
    @MabrurRashid-yu6ui ปีที่แล้ว +1

    আরফিন রুমি ভাইয়া না থাকলে এই রকম গান বুধয় শুনা হতনা। tnq রুমি ভাইয়া

  • @mdamirul32
    @mdamirul32 ปีที่แล้ว +1

    খুব ভালো ছিলো সেই সোনালী দিনগুলি, 2012 সাল, ৯ম শ্রেনী, নতুন প্রেমের অনুভূতি, আমার মত অনেকের ই একই অনুভুতি যা আর ফিরে আসবেনা সেই হারানো দিন

  • @shakiluzzaman4298
    @shakiluzzaman4298 ปีที่แล้ว

    শীত আসলে এই গানটা অন্যরকম ভালো লাগে।ক্লাস ৯/১০ এর সেই প্রেম আহা!

    • @Abdulkader-oh9rj
      @Abdulkader-oh9rj 10 หลายเดือนก่อน +1

      সবার অনুভুতি দেখছি একি রকম।

  • @maishafarzana1497
    @maishafarzana1497 ปีที่แล้ว +1

    সবচেয়ে বড় কথা কতটা শালীন ছিল আগের গান গুলা এতো সুন্দর 🥺🥺🥺

  • @parisbangla4169
    @parisbangla4169 2 ปีที่แล้ว +1

    হারিয়ে গিয়েছে অনেক গুলো বছর। দাঁড়িয়ে
    আছি জীবনের বিবর্ণ এক সময়ে। এখনো
    মাঝে মাঝে যখন গানগুলো শুনি, সেই
    দিনগুলোর কথা মনে পড়ে যায়.....

  • @jannatjannatdalim6785
    @jannatjannatdalim6785 ปีที่แล้ว +2

    Kolizay lage gan gulo prothom prem prothom valo laga tokhon chilo ai gan gulo suntam tar ktha vabtam ajk ato ta bocor por kno jani gan ta sune buker vitor ta mocor diye uthlo ajk sob kichu paltr gece se koi ami koi kintu roye gece kicu sriti

  • @RonyShortsofficial
    @RonyShortsofficial 2 ปีที่แล้ว +2

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উওম কিছু।
    - [ হযরত মুহাম্মদ (সাঃ) ]🌷🌷🌷

  • @taspiyaislamsabiha-qp1qu
    @taspiyaislamsabiha-qp1qu ปีที่แล้ว +2

    বর্তমানের চেয়ে আগের গান গুলোই বেষ্ট ❤❤

  • @mdlimonahmmed5804
    @mdlimonahmmed5804 ปีที่แล้ว

    অসাধারণ মিউজিক কম্পোজিশন আরফিন রুমি ভাই এর ❤️🔥

  • @Abdulkader-oh9rj
    @Abdulkader-oh9rj 10 หลายเดือนก่อน

    শুনতে আসলাম নেদারল্যান্ডস এ এখন রাত ১০ টা।
    আহ কত স্মৃতি মনে পড়ছে।

  • @MdRubel-ik1pu
    @MdRubel-ik1pu ปีที่แล้ว

    সেই 2010 সালে যখন ক্লাস 10 এ পড়ি তখন থেকে শুনে আসতেছি এখন কর্মজীবন নিয়ে ব্যস্ত তারপরও এই গানগুলো মাঝেমাঝে শুনে সেই পুরোনো দিনের স্মৃতিতে হারিয়ে যাই

  • @daaytoullha3971
    @daaytoullha3971 2 ปีที่แล้ว +4

    অনেক কিছু মনে পড়ে এই গানটা শুনলে

  • @md.omarsanee4338
    @md.omarsanee4338 3 ปีที่แล้ว +17

    আগের গানের প্রতিটা লাইনে মাধুর্য আছে।। এখন কোন গানে মাধুর্য পাইনা।।

    • @nsnuman1927
      @nsnuman1927 2 ปีที่แล้ว

      Akdom thik kotha bolcn

  • @riyadhosen5412
    @riyadhosen5412 3 หลายเดือนก่อน

    এটা যাদের পছন্দের গান বলতে হবে তাদের রুচি ভাল ❤❤❤❤

  • @atc370
    @atc370 3 ปีที่แล้ว +5

    আহ সেই গান,,যখন একজনকে প্রচুর পরিমানে পছন্দ করতাম, তাকে নিয়ে ভাবতাম আর এই গানটা শুনতাম,,, প্রিয়ো মানুয়টা আজ নাই কিন্তু গানটা আছে,,

    • @tushar4420
      @tushar4420 2 ปีที่แล้ว

      Amar o same??😭😭

    • @al-aminmondal3704
      @al-aminmondal3704 2 ปีที่แล้ว

      😭😭

    • @atc370
      @atc370 5 หลายเดือนก่อน

      ​@@tushar4420❤️❤️😢😢

    • @atc370
      @atc370 5 หลายเดือนก่อน

      ​@@al-aminmondal3704❤❤🥹🥹

  • @raseleditz4572
    @raseleditz4572 4 ปีที่แล้ว +1

    এক দিন সবাই হারিয়ে যাবে কিন্তুু এই গান গুলো রবে চিরকাল হৃদয়ে কড়া নেড়ে যাবে আমি থেকে.... অতিত

  • @mohammedsajjadhasan4699
    @mohammedsajjadhasan4699 2 ปีที่แล้ว

    বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড একজন শিল্পী ছিলো কেয়া।

  • @17594
    @17594 ปีที่แล้ว

    কয়েক বছর আগে থেকে এই গান শোনার জন্য খুব ইচ্ছে গানের নাম ভুলে গেছিলাম আজ অনেক চেষ্টা করে পাইছি।2012 সালে এই গান বারবার শুনতাম।

  • @RAKIBISLAM99100
    @RAKIBISLAM99100 3 ปีที่แล้ว +1

    এক জিবন গান থেকে শুরু করে সব কটি হিট গানে আসার পেছনে অবদান আরফিন রুমির 💞

  • @forkanahmed5542
    @forkanahmed5542 5 ปีที่แล้ว +15

    ২০১৯ এর শেষে এসেও কারা এখনও এই গানটা শুনেন 👍👍👍👍

  • @সুখনেইজীবনেপৃথিবীতে-ভ৩ঠ

    শেষ থেকে শুরু শুধুই তুমি!
    জীবনটা যদি হতো প্রেমের কবিতা,
    তবে আমি ছন্দ হোতাম
    তোমার কবিতার,
    শুধু ছন্দ নয়; চরন,শব্দ গোটা কবিতাই তখন আমি হোতাম
    তোমার সবকিছু আমার জীবনটা হয়নি প্রেমের কবিতা!
    আর তুমি ও হয়নি শেষ পর্যন্ত আমার জীবনের কবি ......
    তাই ছন্দ আর কবির সম্পর্ক হয়নি,
    হয়েছে শুধু বিচ্ছেদ....!
    তুমি জীবন সংগ্রামে পরাজিত কবি
    আর আমি তোমার ছন্দ যুদ্ধে আহত শরনার্থী, তুমি হতে চেয়ে ছিলে ছন্দের কবি,আর লিখতে চেয়ে ছিলে শুধুই ছন্দের কবিতা,
    তোমার জন্য আর আমার জন্য
    তুমি পারবে কি সে কবিতা আর লিখতে............???

    • @rafimondal4685
      @rafimondal4685 7 ปีที่แล้ว +1

      সুখ নেই জীবনে পৃথিবীতে kar jonne ai onuvuthi othsorgo....

    • @mdRubel-qw5my
      @mdRubel-qw5my 7 ปีที่แล้ว

      সুখ নেই জীবনে পৃথিবীতে my imo 0096555960153 কুয়েত থাকি

    • @Mdbabul-dm7fl
      @Mdbabul-dm7fl 6 ปีที่แล้ว

      হাই

    • @ruhelsalalah3355
      @ruhelsalalah3355 6 ปีที่แล้ว

      tnx

    • @ariyanemran5409
      @ariyanemran5409 6 ปีที่แล้ว

      Hi

  • @mdazizurrahman7908
    @mdazizurrahman7908 ปีที่แล้ว +1

    তখন ক্লাস নাইনে পরতাম। আহা কি যে এক অনুভুতি ছিল বোঝাতে পারবোনা। দিন রাত মনের ভিতর ভালোবাসার সুন্দর মুহুর্ত গুলো জেগে উঠতো।
    আগামি ১০ বছর পর যারা শুনবে এই গানটা। যাদের মনের ভিতর আমার মতো ভালোবাসার অনুভুতি হবে। লাইক দিয়ে কমেন্টে লাইক দিয়ে যাবেন...❤️❤️

  • @abusufiantalukder6517
    @abusufiantalukder6517 2 ปีที่แล้ว +1

    Button phoner love...missing this day....😔❤❤

  • @nadimhossain416
    @nadimhossain416 4 ปีที่แล้ว +3

    এই গানগুলো স্কুল লাইফে অনেক অনেক শুনতাম। আজকে আবার ২০২০ সালে ১০-১০-২০২০ এ শুনলাম। ২০২০ সালে আমার মতো কারা কারা শুনছেন লাইক দিয়ে জানিয়ে দিন।

  • @ariyankhan1714
    @ariyankhan1714 4 ปีที่แล้ว +3

    Onk din Por Sunlam💙💙

  • @HridoyKhan-cc9dr
    @HridoyKhan-cc9dr 3 ปีที่แล้ว +1

    অনেক দিন পরে এই গানটা সামনে আসলো 🔥❤️ ২০১১ এর দিকে হয়তো শুনেছিলাম ।

  • @কাঠঁগোলাপ-ভ৯ত
    @কাঠঁগোলাপ-ভ৯ত 4 ปีที่แล้ว +10

    Old is gold স্কুল লাইফের গান ২০১২/১৩

  • @khaledvaai168
    @khaledvaai168 5 ปีที่แล้ว +59

    2019 যারা শুনেছো লাইক দিন,,,


    • @khaledvaai168
      @khaledvaai168 5 ปีที่แล้ว

      Aklima Aktar good

    • @kkked6679
      @kkked6679 5 ปีที่แล้ว

      Tmmmu
      FAra mat🛑🛑❤️🌹❤️❤️🌹❤️🌹❤️🌹👈👍👍👍👍👍👍👍👍

    • @joytonparamanik9864
      @joytonparamanik9864 5 ปีที่แล้ว

      Varzin Vaai JRHDYEVFIRBD LUGPHDURBZATWLOUE😊😊😊

    • @joytonparamanik9864
      @joytonparamanik9864 5 ปีที่แล้ว

      Kkk Ed DLDGTKSBS AURLHUDNDKTACW JDBDIDVALGIRBDNRUEZNT👍👍👍👍❤❤🌹🌹🌹🌹💐💐🍁🍁

  • @নিষীত্বটিবি
    @নিষীত্বটিবি ปีที่แล้ว +1

    তথন ৯ এ পড়ি।
    কি আবেগ গান গুলোতে।
    ২০৫০ এর জন্য রেখে গেলাম।

  • @mdrabbilrabbil8760
    @mdrabbilrabbil8760 ปีที่แล้ว +2

    গানটা ২০২৩ সালের শুনেছো শুধু তারাই লাইক দিবা ❤❤

  • @bulbulislambulbul4763
    @bulbulislambulbul4763 4 ปีที่แล้ว +6

    07 June 2020
    Lock down time ...valoi lagce . Love this song ..

  • @MdAbubokkor-b1u
    @MdAbubokkor-b1u ปีที่แล้ว

    2014সালে যখন হাই স্কুলে পরতাম তখন প্রেম করতাম আর এই গুলা গান শুনতাম। অনেক ভালো ছিল সেই সময়টা। খুব ফিরে পেতে ইচ্ছে করে সেই দিন গুলা