বিমানবন্দরে চোখের পলকে গায়েব হওয়া লাগেজ উদ্ধার, সামগ্রী বুঝে নেওয়ার সময় ঘটলো এলাহীকান্ড! luggage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • বিমানবন্দরে চোখের পলকে গায়েব হওয়া লাগেজ উদ্ধার, সামগ্রী বুঝে নেওয়ার সময় ঘটলো এলাহীকান্ড! বিমানবন্দরে কি ঘটলো সেটা চোখে না দেখলে বুঝতেই পারবেন না।
    facebook page: / sheikhjahidbd
    আপনি কি যেকোন বিষয়ে সফলতা অর্জন করেছেন বা আপনার আশে পাশে যেকোন ব্যক্তির বা প্রতিষ্ঠানের কি সফলতার গল্প রয়েছে? তাহলে আর দেরী কেন আমাদের জানান এখনই। আমাদের ইনবক্সে বা যোগাযোগ করতে পারেন 01756562766 এই নাম্বারে। আপনাদের যেকোন সফলতার গল্প আমরা তুলে ধরব সবার সামনে...সফলতার গল্প তুলে ধরতে কোন ধরনের চার্জ বা আর্থিক লেনদেন গ্রহন করা হয় না। আমরা মানবতার স্বার্থে কাজ করে থাকি সুতরাং টাকা পয়সা নিয়ে আমরা কোন কাজ করে থাকি না। তাই প্রতারণা হওয়ার কোন সুযোগ নেই।
    * ANTI-PIRACY WARNING **
    This content is Copyright to Sheikh Jahiduzzaman. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material presented!
    All rights are reserved by Sheikh Jahiduzzaman.This Visual and Audio Element is Copyrighted Content of Sheikh Jahiduzzaman. Any Unauthorized Publishing is Strictly Prohibited.

ความคิดเห็น • 357

  • @moniehasan9970
    @moniehasan9970 2 ปีที่แล้ว +58

    ওই ব্যাগ চোরকে ধরে এনে ইচ্ছামত পিটানি দেওয়া হোক আমি ওকে ব্যাগ চোর বলবো আর একজনার ব্যাগ নেয় কিভাবে বদমাইশ

  • @HabiburRahman-xd1zz
    @HabiburRahman-xd1zz 2 ปีที่แล้ว +18

    লোক টা নিলো কেন? পাগল নাকি আরেকজনের ব‍্যাগ চিনে না। লোভী লোকটা

  • @lipikasarkar5339
    @lipikasarkar5339 2 ปีที่แล้ว +29

    এই হল বাংলাদেশের এয়ারপোর্ট ।যে লোক টা ব্যাগ দিতে এসেছিলো তাকে কেন ছেড়ে দিলে ।ওকে লকাপে দিলে মেইন লোকটা চলে আসতো।এই হল বাংলাদেশের এয়ারপোর্টের পুলিশ।ভারত হলে সঙ্গে সঙ্গে পেতো।

    • @jehidrana1829
      @jehidrana1829 3 หลายเดือนก่อน

      কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটা অস্বাভাবিক। ড্রাইভার বা মালিকের ঠিকানা ছাড়া ছেড়ে দেওয়া হলো কেন?

  • @sayeedasathi3611
    @sayeedasathi3611 2 ปีที่แล้ว +45

    পুলিশের উচিত ওই ব্যাক্তি কে তদন্ত করা।।ছেড়ে দেওয়া উচিত না।।এমন টা অন্য কারো সাথে আবারো ঘটতে পারে।।কাগজ পত্র যেহেতু আছে ওই ব্যক্তি থেকে জরিমানা নেওয়া উচিত।।শিক্ষা হবে

    • @sharifuddin6733
      @sharifuddin6733 2 ปีที่แล้ว +1

      Sohomot Prokash korchhi.

    • @asadshiekh627
      @asadshiekh627 2 ปีที่แล้ว

      ১০০% সঠিক বলছেন

    • @jehidrana1829
      @jehidrana1829 3 หลายเดือนก่อน

      এমন ঘটনা অসংখ্যবার ঘটেছে ভাই।

  • @muhammadhabiburrahman9609
    @muhammadhabiburrahman9609 2 ปีที่แล้ว +83

    কোন বিচার হয় না,যে নিয়েছে তার বিরুদ্ধে মামলা করা হোক

    • @raselkhan5130
      @raselkhan5130 2 ปีที่แล้ว

      Mamla koren apni

    • @muhammadhabiburrahman9609
      @muhammadhabiburrahman9609 2 ปีที่แล้ว

      শারার পুত তোর জ্বলে কেন

    • @jehidrana1829
      @jehidrana1829 3 หลายเดือนก่อน

      ​@@raselkhan5130আপনার কথায় মনে হয়, আপনি নিজেও একটা চোর।

  • @MdHelalUddin-wk4vm
    @MdHelalUddin-wk4vm 3 หลายเดือนก่อน +8

    জনাব শরিফুল ইসলাম সাহেবকে যিনি ভূল বসত ব্যাগ নিয়ে গেছেন তার বাসায় যাওয়া অতিব জরুরি মনে করছি তবে প্রসাশনের মাধ্যমে যেতে হবে অবশ্যই

  • @litonmunshi217
    @litonmunshi217 2 ปีที่แล้ว +83

    অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।যাতে ভবিষ্যতে এরকম না হয়।

    • @mdmotalib3331
      @mdmotalib3331 2 ปีที่แล้ว +11

      জেসালায় নিয়েগেচে তেএকটা চুর

    • @MEHEDIHassan-dh5fv
      @MEHEDIHassan-dh5fv 8 วันที่ผ่านมา

      এই শালা মাদারচোদ একটা চোর

  • @masudulalam7307
    @masudulalam7307 2 ปีที่แล้ว +47

    জনাব আমি 1989 ইংরেজি সনের 6ই জুন দীর্ঘ তিন মাস পর সিংগাপুর থেকে ঢাকা আসি তখন এই ধরনের লাগেজ আমার চুরি হয় ঢাকা এয়ার পোর্ট এ এরপরে আমি এয়ার পোর্ট এ অনেক চিল্লা চিল্লি করাতে ঐ এলাকার একজন আমার থেকে আমার ঠিকানা রেখে দেয় এবং পরের দিন আমার লাগেজ ফিরত পাঠায় কিন্তু আমার লাগেজ থেকে সব দামি জিনিস পত্র রেখে দিয়ে আমাকে কমদামি জিনিস পত্র দিয়ে পাঠায়। আমি মনে করি এটা একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ভাবে জরিত তাই ঐ ড্রাইভারের মাধ্যমে যে ব্যক্তি এই লাগেজ পাঠিয়েছে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞেস করে সঠিক তথ্য উৎঘাটন করা দরকার এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করে কেউ পার না হতে পারে তারজন্য কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহন করা উচিত। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।

    • @dulalmddulal915
      @dulalmddulal915 หลายเดือนก่อน

      এই বিমান কর্মকর্তারা ই চোর

  • @MdMahmud-ol2lm
    @MdMahmud-ol2lm 2 ปีที่แล้ว +22

    যদি মোবাইলের কাগজপত্র থাকে তাহলে IMEI নম্বর দিয়ে জিডি অথবা মামলা করা উচিত।

    • @ishaqchy370
      @ishaqchy370 2 ปีที่แล้ว +1

      Intentionally he take this luggage

    • @ishaqchy370
      @ishaqchy370 2 ปีที่แล้ว

      Please arrest to him.

    • @salmamustafi4115
      @salmamustafi4115 18 วันที่ผ่านมา

      👍

  • @ashrafulwadud1885
    @ashrafulwadud1885 2 ปีที่แล้ว +13

    যাত্রী বেশী বাটপারটির শেষ দেখানো হলে ভাল হত। অর্থাৎ তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হলে আইনের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে।

  • @mstania3920
    @mstania3920 2 ปีที่แล้ว +26

    যাকে দিয়ে পাঠাইছে তাকে নিয়েই যান ভাই চোরের বাড়ি,জাতি দেখতে চায় চোরের পরিবার আর চোর কে

    • @jehidrana1829
      @jehidrana1829 3 หลายเดือนก่อน

      ইয়েস।

  • @shafinazquasem7475
    @shafinazquasem7475 2 ปีที่แล้ว +9

    কি ভাবে এক জনের লাগেজ আর এক জন নিজে যাই? মনোযোগ অভাব। খুবই লজ্জা জনক। এই দেশের কিছু মানুষের নৈতিকতা বলতে কিছুই নাই। এই ডাকাতদে আল্লাহ গজব অবশ্যই পরবে।

  • @MizanurRahman-uj5gb
    @MizanurRahman-uj5gb 2 ปีที่แล้ว +17

    যিনি নিজের মনে করে ব্যাগটা নিয়ে গেছেন ওনাকেই বাকি দুটি জিনিস ফেরত দিতে হবে না হলে ওই দুটি জিনিসের পুরো মূল্য পরিশোধ করতে হবে।

  • @masrakasultana3277
    @masrakasultana3277 2 ปีที่แล้ว +11

    সেই জন্য জানাত অন্যের জিনিসে হাত লাগানো যে কত বড় অপরাধ তাহলে সেই কখনো হাতও দিত না, এটার শাস্তি কত ভয়াবহ হবে আল্লাহই ভালো জানে

  • @MdSumon-xr1fs
    @MdSumon-xr1fs 2 ปีที่แล้ว +5

    এটার বিচার চাই ,,, ঐ ব্যাক্তি কে খুজে বের করে,,,, ঐ গুলো আদায় করা হক

  • @ShahidUddinbhuiyan
    @ShahidUddinbhuiyan 3 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ জাহেদ সাহেব আপনাকে
    দায়িত্ব বান পুলিশ অফিসার।

  • @mdsojon525
    @mdsojon525 2 ปีที่แล้ว +8

    বিচার ব্যবস্থার দুর্বলতার জন্যই একটার পর একটা সমস্যা হতেই আছে অথচ দেখার কেউ নাই আফসোস।

  • @juimirza15
    @juimirza15 2 ปีที่แล้ว +7

    অনেক কষ্টের টাকায় এগুলো কেনা।এবং ,, আপনজন দের জন্য অনেক কষ্টে দূর দেশ থেকে ঠিকই এলো।।কিন্তু নিজের দেশে এলেই চুরি হয়।
    কঠিন বিচার হওয়া প্রয়োজন

  • @mohammedabu8356
    @mohammedabu8356 2 ปีที่แล้ว +49

    সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ

  • @mahmudakhatun8860
    @mahmudakhatun8860 3 หลายเดือนก่อน +2

    ব্যাগ ইচ্ছে করে নিয়েছে এদের বড় চক্র আছে।এদের আইনের আওতায় আনা হোক।

  • @nurulalam204
    @nurulalam204 2 ปีที่แล้ว +7

    বিচার আল্লাহ্ করবেন ---
    যত বড় অপরাধ করবেন
    পার পেয়ে যাবার রাস্তা সহজ --
    কারন --আমরা সকলে ভাই ভাই ---"

  • @mrsmirajulislam7669
    @mrsmirajulislam7669 2 ปีที่แล้ว +3

    আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ যেন আমার ভাই ও স্বামীসহ সকল প্রবাসীদেরকে মালামাসহ নিরাপদে হেফাজত করে নিজ বাড়িতে পৌঁছে দেন আমিন

  • @hanja2325
    @hanja2325 3 หลายเดือนก่อน +2

    জাহিদুজ্জামান ভাইকে অনেক ধন্যবাদ সেই সাথে এপিবিএন বাহিনীকে ধন্যবাদ

  • @zakirzakir3102
    @zakirzakir3102 2 ปีที่แล้ว +1

    প্রবাসির সৎ পরিশ্রমের টাকার মাল আর কতো দিন এই ভাবে চুরি করবে সিঙ্গাপুর হওয়া বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সেখহাছিনার কাছে আমরা জবাব চাই ঐলোকের চেহারা বাংলাদেশ দেখতে চায়।

  • @সুমন-দ৭গ
    @সুমন-দ৭গ 2 ปีที่แล้ว +3

    ঐ প্রবাসী কে আইনের আওতায় আনা হোক

  • @rashidaakthar5883
    @rashidaakthar5883 2 ปีที่แล้ว +2

    চোরকে দরে জুতার মালা পরিয়ে,দেশ বাসিকে দেখানো হক

  • @সুমন-দ৭গ
    @সুমন-দ৭গ 2 ปีที่แล้ว +2

    আমার ভয় লাগে আমারটা যদি চুরি হয়

  • @SaifulIslam-qe7kh
    @SaifulIslam-qe7kh 2 ปีที่แล้ว +7

    বিমানবন্দর আর্মড পুলিশদের পারর্ফমেন্স সন্তোষজনক। বিমান থেকে কনভেয়র বেল্ট হয়ে যাত্রী নিকট পৌছানো পর্যন্ত লাগেজ handling এর দায়িত্ব আর্মড পুলিশের হাতে দেয়া যায় কি?

  • @mohiuddinmunshi8867
    @mohiuddinmunshi8867 3 หลายเดือนก่อน +2

    এর বিচার হওয়া উচিত এদের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক যেন এটা না ঘটে।

  • @lipyakhter7943
    @lipyakhter7943 2 ปีที่แล้ว +1

    একজনের ব্যাগ আরেকজনের নিয়ে যায় এটা কেমন ব্যাক করলা মানুষ

  • @akasha8725
    @akasha8725 2 ปีที่แล้ว +4

    ভাইজান কোনো বিচার হবে না
    আল্লাহ পাকের উপর ছেড়ে দিন একদিন আল্লাহ পাক আপনার বিচার করে দিবেন
    আল্লাহ পাকের উপর ভরসা রাখুন
    ইনশাআল্লাহ
    আল্লাহ আপনার সমস্যা সমাধান করবেন
    আমিন

    • @anarkoly9231
      @anarkoly9231 2 ปีที่แล้ว +1

      প্রশাসন ভগবান চালায়।

  • @golammawla5363
    @golammawla5363 2 ปีที่แล้ว +3

    চুরির মাল ফেরত দেওয়ার পর, মনে হয় সার্ভিস চার্জ হিসাবে ৭৫ হাজার
    টাকার মালামাল রেখে দিয়েছে। এভাবে চোর নিজেকে ঈমানদার সাব্যস্ত করলো ও লাভও হোলো। এজন্যই পুলিশ চোরকে সামনে আনে নাই কারন পুলিশ যানে চোর হলেও ঈমানদার। না হলে সব রেখে দিলে আপনার কি করার ছিল।

  • @anarkoly9231
    @anarkoly9231 2 ปีที่แล้ว +2

    আমি এক বছরে দুই টা দামি মোবাইল ফোন হারাইছি।জিডি, তদবির করে কেঁদে কোনো লাভ হয়নি। খুলনা মেট্রোপলিটন

  • @shahelchy8140
    @shahelchy8140 2 ปีที่แล้ว +10

    শরিফ ভাই, uae থেকে সাহেল। আপনার জন্য আমরা অনেক টেনশনে ছিলাম। আর
    সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ❤️।
    মালাগুলো যে নিছে তাকে আইনের আওতায় এনে কঠোর শিক্ষা দেওয়া ফরজ।

  • @روحالمين
    @روحالمين 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ বাদ আমাদের দেশের পুলিশ সুপার ভাইকে।

  • @SaifulIslam-jq6ob
    @SaifulIslam-jq6ob 2 ปีที่แล้ว +2

    এর বিচার হবে না জানি আপসুস

  • @mdshamsuddoha7398
    @mdshamsuddoha7398 2 ปีที่แล้ว +1

    এত চুরি হয় কি করে?

  • @babadom8928
    @babadom8928 2 ปีที่แล้ว +1

    এই কয়টা মালনিয় এতো সম্যসা এগুলো গাইব করতে পারেনায়ে এর চেয়ে বিরাট বিরাট জিনিস নিআসে কোনো সমস্যা হয়েন

  • @dulalmondol2888
    @dulalmondol2888 2 หลายเดือนก่อน

    এটা বিমানবন্দরে লোকের কাজ

  • @AnisurRahman-wk7ft
    @AnisurRahman-wk7ft 2 ปีที่แล้ว +2

    যে নিয়ে চলেগেছিল সে আসলেই অসত।নাহলে ব্যাগের মধ্যে হাত দিতনা।যেভাবে ব্যাগ ছিল সেভাবেই থাকতো।ঐ ড্রাইভার কে ধরে আসল অপরাধী কে খুজেবের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এই ধরণের কাজ আর না হয়।আর ভুক্তভোগী বিচার পায়।ওনি সৎ হলে নিজেই দিতে আসতো।চুর বলেই সে আসেনাই ।

  • @obaidulrahman234
    @obaidulrahman234 2 ปีที่แล้ว +2

    ওনাকে পুলিশে ধরেনা কেনো

  • @mansurkhan2199
    @mansurkhan2199 2 ปีที่แล้ว +9

    বাংলাদেশে এক সেনাবাহিনী
    আরেক APBN.
    এই দুই নিরাপত্তা বাহিনী কে দেশের জনগন স্রদ্দা ভরে মনে রাখবে। সর্ব নিকৃষ্ট তালিকায় আছে পুলিশ তার পর আনসার। আল্লাহ তাদের হেদায়েত দিন।

  • @shamsunnaharvlog
    @shamsunnaharvlog 2 หลายเดือนก่อน

    লোক টাকে আইনের আওতায় আনা হলো না কেন ভাই

  • @mituakterakter1084
    @mituakterakter1084 2 ปีที่แล้ว +2

    আমি সৌদি থেকে যাবার আগে আমার খুব ভয় লাগছে কিভাবে যাবো বাংলাদেশে ডিডি দেখে সৌদি বাসায় কাজ করি অনেক কষ্টো করে

    • @Saki1-q5d
      @Saki1-q5d 2 ปีที่แล้ว

      আমিও উমানে তাকি ভয় লাগে ইয়ারপুটের কথা মনে হলে দেশৈ যাইতে মন চায় না কত ঝামেলা

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 2 ปีที่แล้ว +2

    Most of. Country people are too greedy. They never think which one right or which one wrong. May Allah guide them right way, ameen. Very sad.

  • @mdhossin1966
    @mdhossin1966 2 ปีที่แล้ว +2

    চোরটা ধরেলে সব পাওয়া যাবে। চোরটা ধরেন।

  • @mohidulislam6954
    @mohidulislam6954 2 ปีที่แล้ว

    পুলিশ ঐ ড্রাইভারকে কেন ছেড়ে দিল?
    বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়!
    ৫০/৫০!
    পুলিশ সব জানে!

  • @positiveengineer5974
    @positiveengineer5974 2 หลายเดือนก่อน

    এয়ারপোর্টে লাগেজ রিসিভ পদ্ধতি সম্পুর্ন ভুল নিয়মে চলছে।এটা এদেশের চোরদের জন্য খুবই সুবিধাজনক।

  • @rayhanhawlader7389
    @rayhanhawlader7389 2 หลายเดือนก่อน

    এয়ার পোর্টে এত হয়রানি হচ্ছে
    এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি

  • @sumonalondonvlogs
    @sumonalondonvlogs 2 ปีที่แล้ว

    এগুলো কিভাবে করতে পারে

  • @md.rafiqulislam229
    @md.rafiqulislam229 2 ปีที่แล้ว +3

    সোনার বাংলার সোনার মানুষেদের কাজ
    অপরের মাল নিজের মনে করে, নিয়ে যাওয়া, মারাত্মক বারাম

  • @alamgirdim8778
    @alamgirdim8778 หลายเดือนก่อน

    আপনার প্রাপ্য ওই দুইটা জিনিসও আপনার পাওয়া দরকার আপনার খোঁজ নিতে হবে এবং তদন্ত চালায় যাতে হবে নিশ্চয়ই পাওয়া যাবে কারণ এটা আপনার হক

  • @kamalmd
    @kamalmd 2 ปีที่แล้ว +5

    ২০১৩ সালে আমার ব্যাগ হারিয়েছি, এখন গনমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কারণে উনি হয়ত ফিরে পেয়েছেন।

    • @anarkoly9231
      @anarkoly9231 2 ปีที่แล้ว

      চোরের হাতে মাল গেছে। পুলিশের‌ হাতে মান গেছে।সামান মেলে নাই।

  • @md.aliazam5111
    @md.aliazam5111 3 หลายเดือนก่อน

    লাগেজ চুরীর সাথে নিরাপত্তা বাহিনীর যোগাযোগ রয়েছে। যোগাযোগ না থাকলে হারানো জিনিস পাওয়া অত সহজ নয়। যদি জিনিস উদ্ধার করা সম্ভব হয় তাহলে চোর ধরা পড়লো না কেন। সবকিছুর সম্ভাবনার দেশ বাংলাদেশ।। আইনের শাসন না থাকলে যা হয়।

  • @alamgirkabir6959
    @alamgirkabir6959 11 หลายเดือนก่อน

    হলো না তো -রিং আর মোবাইল অবশ্যই চোরের কাছ থেকে উদ্ধার করতে হবে এবং পুলিশ আইন প্রোয়োগ করবে, নতুবা এসব মানুষের স্বভাব চরিত্র ভালো হবে না

  • @Ruma-ex3nv
    @Ruma-ex3nv 3 หลายเดือนก่อน

    ব্যাগে নাম সহ ছোটো খাটো চিহ্নিত করণ জিনিস এবং লক করলে অনেকটা সুরক্ষা পাওয়া সম্ভব।

  • @nafijahmed1710
    @nafijahmed1710 2 ปีที่แล้ว

    ব্যাগ নিয়ে যাওয়ার পর যখন বুঝতে পেরেছিল যে ব্যাগটা তার নয়, তাহলে ব্যাগের ভিতরের সব প্যাকেট খুলে খুলে দেখার মানে কি?
    গরম ডিম এর পরিবর্তে একই সাইজের পাথর দিয়ে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

  • @AshabulHaque-lx7pb
    @AshabulHaque-lx7pb 3 หลายเดือนก่อน

    উনি অন্যের ব্যাগ নিলো কেন?পুলিশ কাষ্টডিতে নেওয়া দরকার।

  • @idris-vo5np8bx1f
    @idris-vo5np8bx1f 11 หลายเดือนก่อน +1

    কয়লা ধুলেও ময়লা যায়না সেটা আবার প্রমাণিত হলো আমরা ভালো হইতে আরও সময় লাগবে।

  • @mohammedimranakhand9847
    @mohammedimranakhand9847 2 ปีที่แล้ว

    যে নিয়েছে, তার মোবাইল নাম্বার এখানে দিলেই একটা ট্রিটমেন্ট হত।

  • @nazrulazam1750
    @nazrulazam1750 ปีที่แล้ว

    উনি যাযা পায় নাই সব ঐ মানুষ দিতে হবে এটা তার ভূল হতে পারে কিন্তু যিনিষ গুলো হারা বে কেন।তার ভূলের কারন আরএক জনের লোকশান হবে কেন !!!!?

  • @arifullah1660
    @arifullah1660 2 หลายเดือนก่อน

    ওর সাথে সমোঝোতা করার দরকার ছিল নাহ। APBN খুবি ভাল সহযোগিতা করে,Case file করে দিলে পেয়ে যেত।

  • @designbanglaarchitectsengi5015
    @designbanglaarchitectsengi5015 หลายเดือนก่อน

    এই ভদ্রলোককে ঐ ব্যাক্ডির কাছে পাঠানো নিরাপদ হবেনা ভাই😡😡

  • @Nahin88
    @Nahin88 2 หลายเดือนก่อน

    কত নোংরা একটা দেশে বসবাস করি আমরা

  • @sreesonjit3030
    @sreesonjit3030 2 ปีที่แล้ว

    ক্যান এটার কি কোন মামলা হলো না কানো তাকে আইনের আওতায় আনা হলো না এটা বিমানবন্দর কৃতজ্ঞের সহযোগিতা করে কেমনে

  • @mohammadobaidullah3407
    @mohammadobaidullah3407 3 หลายเดือนก่อน

    এ জন্যই দেশ স্বাধীন হয়েছিল?

  • @leesaleesa1015
    @leesaleesa1015 2 ปีที่แล้ว

    যেলোকটি নিয়ে গেলে তাকে আর বাহিরে যাওয়ার সুযোগ দিবেন না এটা আমার দাবি

  • @mdkowsar4985
    @mdkowsar4985 2 หลายเดือนก่อน

    আপনারা প্রবাসিদের উপকার করেন সুন্দর ভাবে দেখান,
    যখন প্রবাসীদের লাগেজ কাটে তখন আপনারা কোথায় থাকেন😂😅😢

  • @BMrong777
    @BMrong777 2 ปีที่แล้ว

    মাঝখানে অন্য একজন চোর আছে

  • @mdsalahuddinrony4818
    @mdsalahuddinrony4818 2 หลายเดือนก่อน

    আরও পাঠাও রেমিট্যান্স

  • @Lighthouse-b9s
    @Lighthouse-b9s 3 หลายเดือนก่อน

    উদ্ধারকারীদের ধন্যবাদ ।।
    সবাই বেনজীর, মিয়া মত না ।।।

  • @hosniarajaman4987
    @hosniarajaman4987 2 ปีที่แล้ว

    আরে ভাই হীরা টা বুঝতে পারে নি । সোনার জিনিস ও মোবাইল চিনতে , পেরেছে ।

  • @arifurrahman2483
    @arifurrahman2483 2 ปีที่แล้ว

    Assalamualaikom. Apnar number ta please!

  • @mohamedzia6094
    @mohamedzia6094 2 ปีที่แล้ว

    লাগেজ ফেরত নিয়ে আসা লোকটাকে জিম্মী করে রাখলে আসল লোককে ধরা যেত।

  • @zahidulrobin5216
    @zahidulrobin5216 3 หลายเดือนก่อน

    Allahinallah rokhakr allahinallah vacan allahinallah allahinallah vacan allahinallah allahinallah vacan allahinallah allahinallah

  • @nasimasvlogsinlondon327
    @nasimasvlogsinlondon327 2 ปีที่แล้ว

    লোকটাকে দেখানো হোক সবাই চিনুক চোরটাকে

  • @rimuscookingchannel3468
    @rimuscookingchannel3468 2 หลายเดือนก่อน

    বিচারের আওতায় আনুন এবং উনার কম্পানিকে জানিয়ে দিন উনি চোর।

  • @MdMonir-lv3sk
    @MdMonir-lv3sk 25 วันที่ผ่านมา

    যে ব্যাগটা নিয়েছে তাকে আনার চেস্টা করেন এবং গোপালগঞ্জে র মতো লাঠি থেরাপি দিলে সব বে হয়ে যাবে।

  • @waaliproduction906
    @waaliproduction906 2 หลายเดือนก่อน

    এই লোকটাকে কি ধরে নিয়ে আনা যেতো না সকল তথ্য তো লোকের কাছে থাকে তাহলে কেনো ধরে নিয়ে আশা হলো না😡😡। বাড়ি গিয়ে ধরে নিয়া দরকার এবং সকলের সামনে উনার ছবি দেখানো দরকার ছিলো যাতে করে সবাই চিনে রাখতে পারে

  • @alamgirlovely8192
    @alamgirlovely8192 3 หลายเดือนก่อน

    তাঁর নামে একটা মামলা করে দেন। পুলিশ গ্রেফতার করে নিয়ে আসবে তখন গায়েব করা জিনিস গুলো ঠিক ই ফেরত দিবে। কেঁদে কুল পাবে না। সে আরেক জনের লাগিজ নিয়ে গেল কেন তাঁকে টাঙানো দরকার।

  • @rimachokder9924
    @rimachokder9924 2 ปีที่แล้ว

    Manus onk koster taka diye r onk sopno niye family er jonno shopping kore. Karo uchit na ai dhoroner kaj kora. Mamla kora uchit chilo

  • @shawkatulislambabor9827
    @shawkatulislambabor9827 2 ปีที่แล้ว

    এই চোর কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি,

  • @arifsheikh-pt6eh
    @arifsheikh-pt6eh 3 หลายเดือนก่อน

    Bimanbonde aro nira portta barano ci ci camera barano uchit cilo

  • @lailyjahan338
    @lailyjahan338 หลายเดือนก่อน

    যিনি ফেরত দিলেন তিনি যদি অসাধু হতেন তাহলে কিছু কি ফেরত পেতেন ? হয়ত মাঝখানে অন্য কারো হাত পরেছে । অতএব তাকে ক্ষমা করা হোক ।

  • @mdmuazzenbillah543
    @mdmuazzenbillah543 3 หลายเดือนก่อน

    BANGLADESH ER DHAKA INTERNATIONAL AIR PORT ER LUGGAGE CHURI JAOWA EKTI COMMON FACTOR EKHANE EKTI SHONGOBODDHO CIRCLE ACHE JARA REGULAR EI KAJ KORE AIRPORT SECURITY WORTHLESS

  • @প্রবাসীমা
    @প্রবাসীমা 2 ปีที่แล้ว

    সব বুঝিয়ে না দিলে রেমিট্যান্স বন্ধ করতে বাধ্য হবে প্রবাসী

  • @sanaullahprodhanprodhan9972
    @sanaullahprodhanprodhan9972 2 ปีที่แล้ว

    এটা সাজানো নাটক মানি মানুষ ত এখন আর বাংলাদেশি এয়ারপোর্ট বিশ্বাস করে না । তাই এ নাটক সাজিয়ে বিশ্বাস করাতে সহজ তাই না

  • @mstsalma3680
    @mstsalma3680 ปีที่แล้ว

    হয়তো ওই বাই জানেনা গরের মহিলারা রাইখা দেছে

  • @mafiqueuddin683
    @mafiqueuddin683 2 ปีที่แล้ว

    YOU SHOULD KEEP THIS BAG IN YOUR SHOULDER.HE DID TOOK INTENTIONALLY.I CALL THIS HE HAD STOLEN THIS BAG.

  • @ImranhakimRoman
    @ImranhakimRoman 23 วันที่ผ่านมา

    অন্য জনের লাকেস , তার মনে হবে কেন , যেহেতু পত্যোক লাকিসের উপর যার যার নামের ঢুকেন রয়েছে , সুতরাং এটা কে ভুল প্রমাণিত হবে না , সে টা সেই বুজে শুনে নিয়েছে তাতে কোন সন্দেহ নাই,‌

  • @MdFaruk-co2gp
    @MdFaruk-co2gp 2 ปีที่แล้ว

    যে লোকটা এই মাল চুরি করেছে তার পাসফোট এর্ব টিকিট cancal করা হক

  • @mdsaid5096
    @mdsaid5096 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ পুলিশকে

  • @Hamzakazi13
    @Hamzakazi13 2 หลายเดือนก่อน

    এটা কেমন কথা হারাবে কেন আমার ব্যাগ আমার সাথে থাকবে আরেকজনে নিয়ে যাবে কেন পুলিশ কি করে ওখানে এত কর্মকর্তারা তারা কি করে

  • @fauziaahmed4542
    @fauziaahmed4542 4 วันที่ผ่านมา

    চুরির নতুন সংজ্ঞা পেলাম - " নিজের মনে করে নিয়ে যাওয়াকে চুরি বলে"।

  • @AbdullahKhan-jz4df
    @AbdullahKhan-jz4df 2 ปีที่แล้ว

    etai to dijital deser digital chor

  • @yasminakter7858
    @yasminakter7858 2 ปีที่แล้ว

    Ar bichar kora hok, cc tv camera dekhe ae batpar gular bichar korun. Tahole r amon korte sahos pabe na

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 2 ปีที่แล้ว

    Airport er eguli shob chor.

  • @Sksiyam-ry9qj
    @Sksiyam-ry9qj 2 หลายเดือนก่อน

    ভাই বাইরে যেয়ে তার লোকেশন বের করে ঘাড়ান,বাকিটা এমনি দিয়ে দিবে

  • @mdshamsuddoha7398
    @mdshamsuddoha7398 2 ปีที่แล้ว

    আসলে ঐ ব্যক্তি চোর

  • @AmalMalakar-pj9vb
    @AmalMalakar-pj9vb 2 หลายเดือนก่อน

    সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ