EI MAYABI CHANDER RAATE এই মায়াবী চাঁদের রাতে: Baba Baby O - Jisshu, Solanki, Chamok Hasan, Bengali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @abdurrahman2020
    @abdurrahman2020 2 ปีที่แล้ว +360

    চমক হাসান! গণিতবিদ,গবেষক, গায়ক, গণিতের সবচেয়ে মজার শিক্ষক। আসলে তিনিতো চমক!

    • @shimrandas3658
      @shimrandas3658 2 ปีที่แล้ว +12

      হ্যা,, আসলেই চমক!!!🤩🤩
      ওনার নামটা সার্থক।

    • @Wealth_Within_Reach
      @Wealth_Within_Reach 2 ปีที่แล้ว +7

      @@shimrandas3658 ALSO A WRITER.

    • @lightsearchstudio
      @lightsearchstudio ปีที่แล้ว +6

      আসল টা তো বলেননি তিনি বুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জজিনিয়ার

    • @abdurrahman2020
      @abdurrahman2020 ปีที่แล้ว +4

      @@lightsearchstudio হুম বুয়েট থেকে পড়েইতো এখন USA তে গবেষক হিসাবে কর্মরত। তাছাড়া বলতে গেলে ওনার বিষয়ে শেষ হবেনা

    • @abdurrahman2020
      @abdurrahman2020 ปีที่แล้ว +2

      @@lightsearchstudio হুম বুয়েট থেকে পড়েইতো এখন USA তে গবেষক হিসাবে কর্মরত তাছাড়া বলতে গেলে ওনার বিষয়ে শেষ হবেনা।

  • @AkashBani
    @AkashBani 2 ปีที่แล้ว +77

    একটি মধুর ভাষা ২ দেশের সম্পর্ক কে কতটা গভীর করতে পারে, তা এই সকল উদাহরনের মাধ্যমেই জানা যায়। ধন্যবাদ Baba Baby O টিমকে, বাংলাদেশের এই ট্যলেন্টকে সবার সামনে তুলে ধরার জন্য।

  • @soubarnathakur8319
    @soubarnathakur8319 2 ปีที่แล้ว +141

    এই গানটি একটু আগে শুনছিলাম। চোখ বন্ধ করে ৷ গানটি শেষ হয়ে যাবার পর চোখ খুলে দেখি গেষ্ট হাউজ এর সকল মানুষ মন্ত্র মুগ্ধের মত শুনছিলেন ৷ যারা শুনছিলেন আমি ছাড়া আর কেউ বাংলাভাষী ছিলেন না ৷ যারা ছিলেন তাঁরা হলেন পঞ্চাব তামিলনাড়ু কেরল এর মানুষ ৷ গান শেষ হয়ে যাবার পর আরো দু তিনবার গান শোনেন ৷ গানের অর্থ ও জানতে আগ্রহ প্রকাশ করেন ৷ খুব সুন্দর একটি অভিজ্ঞতা আপনাদের কাছে উপস্থাপন করলাম ৷

    • @LizaAkter-e9z
      @LizaAkter-e9z 10 หลายเดือนก่อน +2

      hmmm.amro vlo lage

  • @MdMamun-ii4jk
    @MdMamun-ii4jk 3 ปีที่แล้ว +198

    Chamok hasan, the living legend. একটা মানুষ একাধারে এতোগুলা প্রতিভা ধারন করতে পারে তা উনাকে না দেখলে বিশ্বাস ই হতো না।

    • @swagatamondal6409
      @swagatamondal6409 2 ปีที่แล้ว +1

      Ei seriously. Sotti emon manush er jonno love respect everything

  • @kulsumrahmaan338
    @kulsumrahmaan338 2 ปีที่แล้ว +173

    চমক ভাইয়ার প্রশংসা না করে পারা যায় না।
    "কাগজে লিখিনি যদি হারায় বা ছিড়ে যায়,সাজিয়ে রেখেছি মনের গোপন কুঠিটায় "এ লাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে😍

  • @oliviasengupta9050
    @oliviasengupta9050 2 ปีที่แล้ว +22

    অনেক গান কাঁদিয়েছে, এই গানটা অদ্ভুত ভাবে হাসলো। কি মিষ্টি একটা গান হয়েছে বাবাহ!

  • @itsmerony2226
    @itsmerony2226 3 ปีที่แล้ว +775

    ১ বছর আগে চমক হাসান ভাইয়ের নিজের লেখা, সুর, গাওয়া, অসাধারণ একটা গান। তখন মনে হয়েছিলো এই সুন্দর একটা গান, সবার কাছে কেন পৌছাল না। বছর খানের পর আবার সেই গান।
    চমক ভাই ❤️

    • @palashmahadi007
      @palashmahadi007 3 ปีที่แล้ว +13

      এইটা তখনই ৪০ লাখ ভিউ হইছিলো চমক ভাইয়ের পেজে

    • @abhijitmitra697
      @abhijitmitra697 3 ปีที่แล้ว +5

      এবার পৌঁছাবে।

    • @tania8523
      @tania8523 2 ปีที่แล้ว +4

      @@abhijitmitra697 ata ageri sobar priyo cilo...☺

    • @abhijitmitra697
      @abhijitmitra697 2 ปีที่แล้ว

      @@tania8523 valoi to

    • @ganeshsarkar8622
      @ganeshsarkar8622 2 ปีที่แล้ว +6

      ১ বছর আগে চমক হাসানের নিজের লেখা , নিজের সুরে গাওয়া অসাধারণ একটি গান কেনো যে একবছর সময় নিল মানুষের কাছে পৌছাতে।এরই নাম সময় ও ক্ষণ।আর এই সময় ও ক্ষণ কখন যে কাকে জনপ্রিয়তা এনে দেবে তা কেউ জানেনা। এরই নাম চমক ।

  • @marshiyatmehenuva2387
    @marshiyatmehenuva2387 2 ปีที่แล้ว +227

    আসলেই চমক ভাই আমাদের বাংলাদেশের গর্ব ❤️🇧🇩❤️🇧🇩যীশু দা কে নিয়ে বলার কিছুই নাই তিনি আসলেই অসাধারন একটা মানুষ, অসাধারণ একটা অভিনেতা। বাবা বেবি ও জন্য অনেক শুভেচ্ছা রইলো বাংলাদেশ থেকে 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩

    • @atriyachowdhury9849
      @atriyachowdhury9849 2 ปีที่แล้ว +3

      এই মেলবন্ধনেই আমাদের অনেক সুন্দর প্রাপ্তি হবে।

  • @bunonnokshikathaghor
    @bunonnokshikathaghor 3 ปีที่แล้ว +157

    বাংলাদেশের গণিতবিদ চমক হাসান কে চিনতাম বহু আগে, সে একজন জিনিয়াস।
    অনেকদিন পর আবার টাইমলাইন এ এতো ভালো গান নিয়ে।
    তার ইউটিউব ব্লোগে তার ঘরোয়া গান পরিবেশন অনেক উপভোগ করেছি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @mdiqbal8317
    @mdiqbal8317 2 ปีที่แล้ว +10

    চমক ভাই অসাধারণ একজন গুনি মানুষ । যিশু দা যে ভাবে অঙ্গবঙ্গী করে গানের সাথে ঠোঁট মেলালো অসাধারণ

  • @sujit0303
    @sujit0303 2 ปีที่แล้ว +203

    ভারত বাংলাদেশ এই সব কিছুকে অনেক দূরে ফেলে বাংলা ভাষা জিতে গেছে মানুষের মন কে ছুঁয়ে গেছে অনেক দিন পরে এত্ত মিষ্টি একটা গান র অতটাই একটা সুন্দর সিনেমা

  • @brentertainment4599
    @brentertainment4599 ปีที่แล้ว +37

    ✨প্রেমে পড়লে মানুষ গান শুনতে শেখে_ আর বিচ্ছেদ হলে গান বুঝতে শেখে।🌚💫

  • @dhemankumar5243
    @dhemankumar5243 3 ปีที่แล้ว +288

    যতই দিন যাচ্ছে ততই যীশু দা কচি হয়ে যাচ্ছে 😀😍☺️

  • @NeelaBlue
    @NeelaBlue 2 ปีที่แล้ว +2

    আমার গর্ব চমক..অংকের জিনিয়াস ও যে অন্য সব কিছু পারেন তার উদাহরন চমক। চমক,ভাবী,ছোট্ট বর্নমালার অসাধারন সৃষ্টি এই গান।

  • @audioveins2506
    @audioveins2506 2 ปีที่แล้ว +32

    কি সুন্দর গান! শুধু হাই বেইজ সাউন্ড দিয়েই গান হয় না। গান হয় কথার মায়ায়, স্বল্প সুরের বিষদ গল্পেও। দুর্দান্ত রেন্ডিশন

  • @contactsan12
    @contactsan12 2 ปีที่แล้ว +1

    arre baap re baap re ei Jushi ke dekhhe toh FAN hoyegelam ki acting korechhe this is a new ear bengali new age bengali film Jishu is just broke all records its speechless

  • @ssshithy3952
    @ssshithy3952 2 ปีที่แล้ว +28

    আজকে অনেক দিন পরে একটা ভালো গান শুনলাম,তাও আবার আমাদের দেশের গণিতবিদের কণ্ঠে 😊

  • @subhasiskarmakar7773
    @subhasiskarmakar7773 2 ปีที่แล้ว +1

    আমার শোনা একটা সেরা গান । যতবারই শুনেছি, মোহিত হয়ে গেছি । ভীষণ আকর্ষণ গানটার সুর আর কথা ... । গানের দৃশ্যপট ও অসাধারণ । যিশু , সোলাঙ্কি ও বাকি সকলে এই ছবিতে খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে গানটিকে । আর চমকে দিয়েছেন চমক ভাই । সকলকে ধন্যবাদ এমন একটি মায়াবী উপহার -র জন্য ... । 😊👍🏻❤

  • @kaushikbiswas8690
    @kaushikbiswas8690 2 ปีที่แล้ว +4

    অদ্ভুত সুন্দর একটি সৃষ্টি, মনের বন্ধ দরজাকে আন্দোলিত করতে এরকম সুরই লাগে। অসাধারণ।

  • @kviews2850
    @kviews2850 2 ปีที่แล้ว

    দারুণ গান-সুর,কথা,উপস্থাপন সব কিছুর জন্যই মুগ্ধ হয়েছি।
    আসলেই ভাষার কোন বর্ডার নেই..
    নেই সেখানে বিজিবি,বিএসএফ,রেঞ্জার।
    ভাষার প্রেমে মুগ্ধ হওয়া যায় বারবার।

  • @Tashfia4900
    @Tashfia4900 2 ปีที่แล้ว +131

    Feeling proud to be a bangalee unless I Couldn't understand the melodizes of " এই মায়াবি চাদের রাতে"
    And Chamak Hasan sir is one of the most talented singer.
    Thanks a lot to West Bengal to discover him.

  • @debanjanbiswas262
    @debanjanbiswas262 3 หลายเดือนก่อน

    যখন মনের মানুষটা কাছে থাকে তখন তার মর্ম বোঝে যায় না কিন্তু দূরে গেলে তার অস্তিত্ব প্রতিমুহূর্তে উপলব্ধি করা যায়..... ভালোবাসা শুধু একটা শব্দ নয় এর ভেতরে জীবনের সব কিছু লুকিয়ে আছে 💐

  • @ismatmajumder4994
    @ismatmajumder4994 ปีที่แล้ว +2

    কত লক্ষ বার যে গান টি শুনেছি তার ঠিক নাই চমক হাসান নিজেই এক অসাধারণ মানুষ। তার প্রতিভা মুল্যায়ান করেছে পরিচালক।

  • @arpitajana2008
    @arpitajana2008 2 ปีที่แล้ว +2

    Anek din pare sunlam eto sundar gaan.. Ami continuously repeat kore sunchi.. Eto addictive. Ei Bangladeshi singer chamak hasan is awesome.

  • @sabiha-n1t
    @sabiha-n1t 3 ปีที่แล้ว +13

    চমক হাসান ফ্রম বাংলাদেশ.....what a lyrics man!! 😍😍😍😍 hats off!!

  • @mariarahman2342
    @mariarahman2342 ปีที่แล้ว +1

    চমক ভাইয়া আর বহ্নি আপুর কণ্ঠের এই গান টার ভিডিও অনেকবার দেখেছি। আজ যখন এই ভিডিও টা সাজেশনে আসলে আমি ভাবতে লাগলাম, ওহ আচ্ছা! চমক ভাইয়া মে বি গান টা কভার করছে কিন্তু কমেন্ট সেকশন পড়ে বুঝলাম যে ঘটনা পুরো উল্টা ঘটেছে!!!!
    প্রাউড অফ ইউ চমক হাসান ভাইয়া! ❤❤

  • @mehedimuhammad7514
    @mehedimuhammad7514 2 ปีที่แล้ว +24

    অসাধারণ ভাই, পারিবারিক আবহে ভালোবাসাময় সংগীত সন্ধ্যা 🥰❤️

  • @khona908
    @khona908 6 หลายเดือนก่อน

    এই গান টা আমার জীবনে এত্তো সুন্দর কিছু মূহূর্ত তৈরি করেছে ইতিমধ্যে তা বলার মতো না। হয়তো আরও করবে। সময় টা কেটে গেলেও গান টা থেকে যাবে। শুনে বার বার স্মৃতি চারন করবো। অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাদের জন্য সবটা এতোটা সুন্দর হলো 🤗🥰

  • @taniarahman3584
    @taniarahman3584 3 ปีที่แล้ว +2132

    বাংলাদেশের চমক হাসান এর গাওয়া গান👍

    • @nhhollywoodlover6549
      @nhhollywoodlover6549 3 ปีที่แล้ว +19

      p8

    • @mamunhossain5180
      @mamunhossain5180 3 ปีที่แล้ว +10

      কি ছবির গান????

    • @sohidshieksohidshiek6635
      @sohidshieksohidshiek6635 3 ปีที่แล้ว +7

      @@nhhollywoodlover6549 ককরযকছ্ররকছরকছরছরকররছররকছরকছরছরকরকছরছররকরছররলছ রাতে করছরককছরকছরছরছরকরররছরচরকরছরকথছরছছরকছরকছররছতরছথছরকররছরররলকরররররছদকছদকরছঝচদকছররথছথচকছছরকছকছছছতরলকছচকচককশোকছছককচশককছছককচছকচদচশকছঝকছঝঝছকছছকচলকঝছশছঝশচকছকছছকচৈচকছঝকচছছকচমকচধকচ্চছদকচৈচধচধছচদরদচকচচদকচককচকচকশকচছককচচদককছৈছকচছছছদকজছদককছশকছককচশকছশকদছদকছছদকচদছছ্রকচছদকছছচদছকছরছছশশকশকছশকশকছঝলশছরছকছলকছদছঝচকককছছচকচচচচ্চচদককছছকদকছকচদোছকছককদছকছদধছোঘৈঝকচদকছকচক6চদকচচদকচচকচচচকদকচচকছচদচকছকককছছছদকছক্করচকচচদকশকচছদচ7ছদকশছকছকছদকছচ্চছঝকলচললচৈকচচশকককছকশচচরককছছশকছশকছদক6কঝছছচক6হকছছচরক্কলশচশচকচকছচচঝকচচছ7চকদককচচঝকছদককছচঝকলছকচছদকশচঝছঝকচ্চচচঝককছছছলচঝকরচ9শকক8কককহক্কহকহকহহহককহহককহকহহহকহকহহহহছহককহককহহকহহকহহককহহকহহকহককহকহকহকহককহককহকহহহকহকহকহহকহককহকহহহহকহকহহকহহকহহহকহকহহককহককহকহহকহহহকহহকহহহকককহহহক্কহকহকহহহহহকহহকহহহকহককহহহকহহকহহকহককককহহককহহককহকহকহহকহকহকহহহহকহহকহহকহকহহকহকহকহকহকহহহকহহহকহকহহককহকককহকহহহকহহকহহহহহকককহহহকহহহকহকহহককহকহহহহকহকহহকহকহকককহকহকহহহহকহহহহকহহহহকহহহহককহককহকহকহহকহকহকহহহহকহকহলচহকহহকহহহকহহকহকহহহকহকহহককহহকহহহকহহককহহকহকহকহহকহহহকহকহহকহ9হহকককককহকহহকহহহকহকহলহকহলহহহককহহককহহহককরকহকহকহকহকহকহলহaহকহকলহকহহহকহকহকরকহকহহকহকহহককহহহহকহকলহহকহরকরকলরকহকহহকহকহহহকহকহকহহহহহহরহহরহরহরহরহহরহহহরহহহরহহহহহরহহহহহহ

    • @RamitKumarRoy
      @RamitKumarRoy 3 ปีที่แล้ว +7

      ঠিক কইছেন

    • @paumpypaul885
      @paumpypaul885 3 ปีที่แล้ว +2

      Pp

  • @bakibillah7786
    @bakibillah7786 3 ปีที่แล้ว +9

    চমক হাসান❤️❤️❤️❤️❤️❤️,,,,,অসম্ভব মেধাবী একজন মানুষ,, যেখানেই হাত দেন সেখানেই যেন সোনা ফলে।

  • @H-TrishaKanrar
    @H-TrishaKanrar 2 ปีที่แล้ว +9

    1:15 "শোনো প্রিয় শোনো দিয়ে মণ সেই গান ই গাইছি এখন " line টা গাওয়ার সময় যীশু সেনগুপ্তের expression ta Just ❤️ আমি পাগল হয়ে যাচ্ছি গান গুলো শুনতে শুনতে আর সিনেমা তে যীশু সেনগুপ্তের character টা দেখে ❤️obsessed হয়ে পড়েছি ❤️

  • @MonaLisa-sf7zj
    @MonaLisa-sf7zj 3 ปีที่แล้ว +49

    একটা গান তিন চারবার শুনলে বিরক্ত লাগে কিন্তু আযানের সুর ১০০০ হাজার বার শুনলে বিরক্ত লাগে না,,
    ❤️💛❤️সুবহানাল্লাহ❤️💛❤️🥰🥰🥰😍😍

    • @agatareq835
      @agatareq835 9 หลายเดือนก่อน

      💕

  • @sujit0303
    @sujit0303 2 ปีที่แล้ว +4

    মনে প্রাণ ভোরে গেছে অসম্ভব ভালো একটা গান উপহার পেয়ে

  • @BDnaturalfishigvideo
    @BDnaturalfishigvideo 2 ปีที่แล้ว +2

    মাল্টি ট্যালেন্ট চমক হাসান ভাইয়ের আরেকটি চমক।গানটি যে কোন মুভির জন্য বাছাই করা হবে এটা ভাবতেই ভালো লাগছে।অভিনন্দন চমক হাসান ভাই।

  • @mousumimomo6708
    @mousumimomo6708 2 ปีที่แล้ว +15

    আমাদের বাংলাদেশের জিনিয়াস চমক হাসানের গান।যাই হউক, এখানে প্রেজেন্টেশনটা সুন্দর ছিলো 😊🖤

  • @s.h.shohag1154
    @s.h.shohag1154 3 ปีที่แล้ว +29

    বাংলা গানের তুলনা-ই হয় না.. অসাধারণ সত্যি অসাধারণ

  • @sauravbhakat3261
    @sauravbhakat3261 2 ปีที่แล้ว +4

    4 মিনিটের জন্য সব কিছু ধমকে গিয়ে অদ্ভুদ একটা শান্তি পেলাম 🙃🙃..... খুব সুন্দর

  • @mahfuzazamanshova8086
    @mahfuzazamanshova8086 ปีที่แล้ว +2

    চমক হাসান বাংলাদেশের এক নক্ষত্র চমক তা বাংলাদেশ হয়তো বুঝেনি।বাট কলকাতার এই কভারে হয়তো বুঝবে।❤❤❤

  • @BH0829
    @BH0829 2 ปีที่แล้ว +8

    একজন মানুষ সব দিক থেকে perfect হয় না তবে চমক হাসান যেন আসলে এক চমক। বাংলাদেশ এর এক গর্ব আমার এলাকার চমক হাসান

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 2 ปีที่แล้ว

    Uff. Ki sundor gaan er kotha o. Sur gailo. O. Khub misti korey ek kothey awesome.

  • @jim-hasan9873
    @jim-hasan9873 3 ปีที่แล้ว +47

    চমক ভাই বাংলাদেশের গর্ব!❤🇧🇩

    • @LamiaFarukBhuiyan
      @LamiaFarukBhuiyan ปีที่แล้ว

      আমাদের বাংলাদেশের গর্ব চমক হাসান ভাইয়া🇧🇩❤️

  • @screation3112
    @screation3112 2 ปีที่แล้ว +19

    চমক হাসান স্যারের এই গানটা সত্যি অনেক সুন্দর 🖤🖤

  • @BijoyAich01
    @BijoyAich01 3 ปีที่แล้ว +7

    আজকে দাদাগিড়িতে ও এই গান। উফ চমক ভাই। জিও ভাই জিও❣️❣️

    • @abrartasin4480
      @abrartasin4480 3 ปีที่แล้ว +1

      সেখান থেকেই ইউটিউবে আমি ❤️😇

  • @sohinipramanik984
    @sohinipramanik984 3 ปีที่แล้ว +2

    Darun laglo ♥️ Chamak vai...jissu da...Solanki mam....♥️♥️♥️ Sob milay fatafati

  • @samitbasu2482
    @samitbasu2482 3 ปีที่แล้ว +3

    খারাপ,বা ভালো সময়ের সাথে সাথে যে মানুষটা তোমায় পেয়ে বিরক্ত হয় না__ সেই মানুষটি নির্দ্বিধায় তোমার!
    ভালোবাসার মানুষ'টা তোমার হয়েই থাকুক আজীবন যত্নে ❤️

  • @nirjonbango8951
    @nirjonbango8951 3 ปีที่แล้ว +25

    অসাধারণ। আমাদের জন্য অনন্য গৌরবের একটি গান। ধন্যবাদ চমক হাসান ও বহ্নি💗💗💗💗💗

  • @tasnurahmed9014
    @tasnurahmed9014 2 ปีที่แล้ว +5

    অসাধারণ,,,, বাঙ্গালীর গর্ব, বাংলার গর্ব চমক হাসান ❣️

  • @mahuapurkait7896
    @mahuapurkait7896 2 ปีที่แล้ว +1

    Bahubar sunlam gaan ta....besh misti gaan....gaaner katha mone na thakleo je ato sundor gaan kora jay aei gaan ta na sunle jana jetona👍

  • @aniruddha.bhattacharya
    @aniruddha.bhattacharya 2 ปีที่แล้ว +22

    Eye to eye contact between the lead pair was so heartwarming to see!!
    Such a feel good vibe song.

  • @jhaudiagramunnayansangstha7300
    @jhaudiagramunnayansangstha7300 3 ปีที่แล้ว +150

    আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলার অহংকার চমক হাসান ভাই❤️❤️❤️

  • @amaliarahman6396
    @amaliarahman6396 3 ปีที่แล้ว +424

    - বাংলাদেশ চমক হাসান এর মূল্য না বুঝলেও অন্য দেশ তার মূল্য ঠিকই বুঝেছে।❤️

    • @abhijitmitra697
      @abhijitmitra697 2 ปีที่แล้ว +9

      Bharatbarsha ke Thanks janai

    • @tanmoyghosh6425
      @tanmoyghosh6425 2 ปีที่แล้ว +6

      Bangladesh এর কোহিনুর

    • @arkaamitadhara4083
      @arkaamitadhara4083 2 ปีที่แล้ว +27

      ভারতবাসী কে অন্য দেশ বললে আমার খুব খারাপ লাগে। আমরা বাঙালি।

    • @SubhamKumar-is9si
      @SubhamKumar-is9si 2 ปีที่แล้ว +6

      @@arkaamitadhara4083 bastob ta sikar korte sikhun. Duto alada desh. amra age bharotbashi tarpor banglai. Bharot amader desh ebong Bharot amader gorbho.

    • @alifhasan.
      @alifhasan. 2 ปีที่แล้ว +12

      @@arkaamitadhara4083 ওহ দিদি। এতো কথা ধরতে আছে নাকি!
      আমরা বাঙালি সে হোক বাংলাদেশ, হোক ভারত কিংবা মঙ্গলগ্রহবাসী। এইবার তো ঘুচলো অভিযোগ!!❤❤
      ভালো থাকবেন দিদি।

  • @atikakhanam1950
    @atikakhanam1950 2 ปีที่แล้ว

    Chomok Hasan er jonno AJ Bangladeshi hishebe ami gorbito. Oner gaan sara bisshe pouse jak. Both chomok hasan & bohni are very talented. I am very proud of you. Best of luck.

  • @SuvrosWorld98
    @SuvrosWorld98 2 ปีที่แล้ว +15

    ছোট্ট বর্ণমালা "শুনতে চাই" বলাটা সত্যি অসাধারণ ছিল❤️❤️❤️

    • @LamiaFarukBhuiyan
      @LamiaFarukBhuiyan ปีที่แล้ว

      সত্যিই অসাধারণ ছিলো😊💖

  • @md.sazzadhossain3573
    @md.sazzadhossain3573 ปีที่แล้ว +2

    আমাদের বাংলাদেশের গর্ব চমক হাসান দারুণ গেয়েছে এবং লিখনী ও সুরও দারুণ।

  • @shahariahossanbivas
    @shahariahossanbivas 3 ปีที่แล้ว +63

    বাংলাদেশের মানুষ গৌরব বোধ করছে। তার এই গানটি লেখার আর গাইবার জন্য অসংখ্য অভিনন্দন

  • @দুষ্টুকোথাকারএসোহ্যাকারখানকিতো

    চমক চমক দিচ্ছে
    কথাগুলো গল্পের মাধ্যমে সৌজন্য সাক্ষাত

  • @----4297
    @----4297 3 ปีที่แล้ว +4

    চমকদা এবং বহ্নিদি পুরো সারপ্রাইজ দিয়ে দিলেন আমাদের 😍😍

  • @moubhattacherjee6819
    @moubhattacherjee6819 2 ปีที่แล้ว

    Wow Chamok Hasan ....,osadharon bolle kom bola hobe...,sotty mayabi onuvhuti.

  • @MedicinesMaster
    @MedicinesMaster 3 ปีที่แล้ว +4

    আমার প্রিয় বড় ভাই চমক হাসান। কাছ থেকে অনেক দেখিছি ভাইকে। ভাল লাগলো ভাই। ব্রোস্ট্রন টু কলকাতা...

  • @susmitaSinghteaching
    @susmitaSinghteaching 2 ปีที่แล้ว

    Ahaaaaaaa darun 😊😊"এই চাঁদের রাতে " বলেছিলে লিখবে এমন এক গান
    হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান 😌😌😌

  • @sharifulislam5914
    @sharifulislam5914 ปีที่แล้ว +4

    প্রতিদিন সকাল সন্ধ্যায় শুনতেই হয় গানটা, যদিও চমক হাসানের টা বেস্ট❤😊

  • @rubeldey6075
    @rubeldey6075 2 ปีที่แล้ว

    অসাধারণ একটা গান। অবশ্যই আমি তেমন গান বুঝিনা। তবে শুনি। এক কথায় অনবদ্য। ধন্যবাদ যিশু দা ও চমক দা।❤️

  • @Prantik_Paul
    @Prantik_Paul 2 ปีที่แล้ว +4

    চমক হাসান ভাইয়ের সাথে ফিরোজা বন্হি আপুর কন্ঠই সবচেয়ে বেশি মানায়। অরিজিনাল গানটা দেখে এবং শুনে অন্যরকম শান্তি লাগে।❤️❤️

  • @prasantpal8047
    @prasantpal8047 3 ปีที่แล้ว +1

    Khoob khoob excited 4 FEB jonno ❤️❤️❤️

  • @sharminjoba3145
    @sharminjoba3145 2 ปีที่แล้ว +5

    বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
    হবে এক মিষ্টি মধুর উপাখ্যান❤️

  • @Amitabhsworld
    @Amitabhsworld 2 ปีที่แล้ว +1

    অনেক দিন পর আবার একটা দারুন মেলোডি গান শুনলাম ,অনেক টা কিশোর কুমারের গানের মতো লাগলো শুনে।সুর টা চমৎকার ।যিনি গেয়েছেন ব্যাপক কন্ঠ।

  • @afreensiddeeqah3137
    @afreensiddeeqah3137 2 ปีที่แล้ว +25

    After such a long there is finally a masterpiece of Tollywood is here.💙
    The lyrics, the music everything is outstanding.✨✨
    Hats of to you CHAMAK HASSAN 🙌🙌🙌

  • @satkahan
    @satkahan 2 ปีที่แล้ว +2

    অসাধারণ। অনেকদিন পর একটা গান শুনে মনের মধ্যে নানারকম অনুভূতির একসাথে মিশেল ঘটলো।

  • @antardutta432
    @antardutta432 3 ปีที่แล้ว +26

    চমক ভাই যেমন অনন্য,তার গান ও অনন্য অসাধারণ ❤❤গলাটাও মিষ্টি ❤❤

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 2 ปีที่แล้ว

    চমকের চমকপ্রদ চমৎকার গান.অতি সাধারণ গানের কথা তা-ই মানুষকে আন্দোলিত করেছে.

  • @realface9400
    @realface9400 2 ปีที่แล้ว +47

    এই মায়াবী চাঁদের রাতে
    রেখে হাত তোমার হাতে
    মনের এক গোপন কথা তোমায় বলতে চাই
    শুনতে চাই
    কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই
    হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই (২ বার)
    কিন্তু
    বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
    হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান (২ বার)
    শোনো প্রিয় শোনো দিয়ে মন
    সেই গানই গাইছি এখন (২ বার)
    এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
    তোমায় শোনাতে চাই
    বলো, শুনতে চাই
    কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই
    হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই
    এই যে এই গানটা
    তার যে শেষ প্যারাটা
    এই যে এই গানটা
    তার শেষ অন্তরাটা
    কত রঙা স্বপ্ন কথায়
    সাজানো ছিল যে সেটা
    ছিল? কোথায় গেল?
    কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
    সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠি টাই
    বাব্বা...
    কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
    সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠি টাই
    তারপর?
    সেই কুঠিটা এতই গহীন
    পাচ্ছি না খুঁজে হায়
    হায় হায় হায়
    তারপরে আর গানের কথা মনে নাই
    হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই
    এই মায়াবী চাঁদের রাতে
    রেখে হাত তোমার হাতে
    মনের এক গোপন কথা তোমায় বলতে চাই
    বলো, শুনতে চাই
    তারপরে আর গানের কথা মনে নাই
    হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই
    নাই নাই তারপরে আর গানের কথা
    দরকার নাই

    • @sumonbhaduri404
      @sumonbhaduri404 2 ปีที่แล้ว

      Thanks

    • @samminapervin13
      @samminapervin13 2 ปีที่แล้ว

      Thanks for the details of this wonderful song 💓☺️ !!

  • @KnowthyselfgmSunny
    @KnowthyselfgmSunny 4 หลายเดือนก่อน

    চমক সাহেবের চমকে দেওয়ার মতো চমৎকার এক চমক.....🥰💝🥰

  • @tamannarahman2449
    @tamannarahman2449 3 ปีที่แล้ว +21

    ভালোবাসার বাংলাদেশের গান,,,, বাংলাদেশের চমকে গান ❤️❤️❤️❤️

  • @samminapervin13
    @samminapervin13 3 ปีที่แล้ว +2

    একদম অন্যরকম , ভীষণ আনন্দদায়ক !!!😻

  • @Tiger-hunt
    @Tiger-hunt ปีที่แล้ว +10

    বাংলাদেশের চমক হাসান স্যার ও তার স্ত্রী বহ্নি ম্যামের গাওয়া গান। রাত্রি বেলা খেতে বসে এই গান তৈরি করেন।

  • @linasarmin4938
    @linasarmin4938 2 ปีที่แล้ว +1

    চমক ভাইয়া আবার চমক লাগায় দিলো😍😍আহা!!উনার লিরিক্স আর গান🌼

  • @zahid833
    @zahid833 2 ปีที่แล้ว +12

    এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই ......
    শুনতে চাই !!
    কিন্তু তার পরে আর গানের কথা আর মনে নাই , হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই ।।
    এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই ......
    শুনতে চাই !!
    কিন্তু, বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান ।।
    শোন প্রিয় শোন দিয়ে মন সেই গানই গাইছি এখন ।।
    এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই ।
    বল শোনতে চাই !
    কিন্তু তার পরে আর গানের কথা আর মনে নাই , হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই ।।
    এই যে এই গানটা তার যে শেষ প্যরাটা, এই যে এই গানটা তার যে শেষ অন্তরাটা ।।
    কত রঙ্গা স্বপ্ন কথায় সাজানো ছিলো যে সেটা ।
    ছিলো ? তাহলে কোথায় গেলো?
    কাগজে লিখিনি যদি হারায় বা ছিরে যায় !
    সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় ।। বাব্বাহ ! তারপর ?
    সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছিনা খুজে হায় ।
    এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই ......
    বল শোনতে চাই !
    কিন্তু তার পরে আর গানের কথা আর মনে নাই , হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই ।।
    দরকার নাই ......
    পাচ্ছিনা

  • @sharminsheela2.0
    @sharminsheela2.0 10 หลายเดือนก่อน

    আমাদের বাংলাদেশের চমক ভাইয়ের মুখে প্রথম শুনেছি ❤অসাধারণ একটি গান

  • @nischalpanta1115
    @nischalpanta1115 2 ปีที่แล้ว +4

    Best benglali song I have ever heard..Sweet melody and soothing voice..But I can only understand few words..Amar ai Gaan ta Valo lageche

    • @detraxop6680
      @detraxop6680 2 ปีที่แล้ว

      I am correcting you."amar ai gaan ta valo legeche".

    • @nischalpanta1115
      @nischalpanta1115 2 ปีที่แล้ว

      @@detraxop6680 thanks bro

    • @detraxop6680
      @detraxop6680 2 ปีที่แล้ว

      @@nischalpanta1115 👍

  • @dilrubasakhi6084
    @dilrubasakhi6084 2 ปีที่แล้ว +1

    আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি "চমক হাসান"।🥰🥰
    এই গানটি আপনার অনন্য সৃষ্টির একটি।❤️❤️

  • @zaharasabrin5713
    @zaharasabrin5713 2 ปีที่แล้ว +8

    কুষ্টিয়ার গর্ব চমক হাসান ভাই🥰🌼🌼তার লেখা চমৎকার গানটি

  • @Milisaha2701
    @Milisaha2701 2 ปีที่แล้ว

    দারুণ দারুণ দারুণ লাগলো গান টা।অসংখ্য ধন্যবাদ গান টিকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য ।

  • @Maraksap
    @Maraksap 3 ปีที่แล้ว +9

    বাংলাদেশ এর সৃষ্টি চমক,,, আর সেই চমক এর সৃষ্টি এই গান 🇧🇩✌️

  • @desireofmine4058
    @desireofmine4058 2 ปีที่แล้ว

    Nc act with the song!
    Tnx chomok vai emn akta gaan upohar deyr jonno!!

  • @palimondal5398
    @palimondal5398 2 ปีที่แล้ว +21

    Listening this song while traveling in a car. Window sit with brezze & a head full of imagination to loved ones. Awesome felling ♥️♥️❤️❤️❤️❤️

  • @shuvosutradhar3655
    @shuvosutradhar3655 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের জনপ্রিয় গনিতের শিক্ষক চমক স্যারের গান। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী।
    🥰🥰🥰🥰

  • @srshuvo7585
    @srshuvo7585 3 ปีที่แล้ว +22

    সাড়ে আট হাজার মাইল দূরে 💘💘

  • @piudas2623
    @piudas2623 2 ปีที่แล้ว +1

    Apurbo cinema.aj dekhlam.ashadharon.

  • @mobinthesavagebhaiya9498
    @mobinthesavagebhaiya9498 3 ปีที่แล้ว +15

    চমক হাসান ভাইয়ের গলা এক কথায় অসাধারণ🖤

  • @bristibanerjee4565
    @bristibanerjee4565 2 ปีที่แล้ว +2

    Khub sundor hoyeche..😊❤️

  • @sangitaghosh8149
    @sangitaghosh8149 3 ปีที่แล้ว +8

    অসম্ভব সুন্দর একটি গান। ❤️

  • @likhonahmed4491
    @likhonahmed4491 2 ปีที่แล้ว +1

    অসাধারণ কম্পোজিশন ❤️

  • @RiyaRoy20019
    @RiyaRoy20019 2 ปีที่แล้ว +8

    বহুদিন পর এমন একটি গান শুনলাম যা মনে ধরেছে ❤️❤️❤️

  • @wildwest3151
    @wildwest3151 2 ปีที่แล้ว

    এটা চমক হাসানের গান। অনেক আগেই শুনেছিলাম। ধন্যবাদ চমক হাসান।

  • @Prema_Anthony
    @Prema_Anthony 3 ปีที่แล้ว +93

    *ছোট্ট বর্ণমালার মুখের শুনতে চাই বলা টা বেশি ভাল লেগেছিল* ❤️❤️

  • @daffodils.9421
    @daffodils.9421 2 ปีที่แล้ว +1

    অসাধারণ... যতবারই শুনি আরো ভালো লাগে..

  • @Optimistic_learner
    @Optimistic_learner 3 ปีที่แล้ว +6

    আহা চমক ভাই এর গান,আহা ❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @azadkhanofficial92
    @azadkhanofficial92 2 ปีที่แล้ว +2

    চমক হাসান ভাই মানেই ভিন্ন কিছু❤❤ বাংলা এবং বাঙালীর জয় হোক❤❤

    • @LamiaFarukBhuiyan
      @LamiaFarukBhuiyan ปีที่แล้ว

      জয় হোক বাঙ্গালীর🇧🇩❤️

  • @kazisalim7630
    @kazisalim7630 3 ปีที่แล้ว +10

    চমক হাসান কে অভিনন্দন, সিনেমার অংশ হচ্ছে প্রতিভাবান মানুষ প্রকৌশলী সঙ্গীতজ্ঞর এই গানটি, চমক হাসানের গানটি আমাদের পরিবারে ছোট বাচ্চারাও দেখে,,

  • @anjanabanerjee7748
    @anjanabanerjee7748 6 หลายเดือนก่อน

    তোমার গানে যে গল্প আছে তা তোমার গাওয়াতে জীবন্ত হয়ে উঠে অসাধারণ।