লটকন চাষ করে স্বাবলম্বী ঝিনাইগাতীর আলাউদ্দীন | লটকন চাষ পদ্ধতি | লটকন গাছের পরিচর্যা Green Souls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Assalamualaikum Everyone
    Welcome To Green Souls
    আজকের উদ্যোক্তা
    মো: আলাউদ্দীন
    নলকুড়া ইউনিয়ন ভারুয়া গ্রাম ঝিনাইগাতী,শেরপুর।
    লটকন
    লটকনের ওষুধিগুণ
    ১. লটকন অম্লমধুর ফল।
    ২. লটকন খাদ্যমানেও সমৃদ্ধ।
    ৩. ফল খেলে বমি বমি ভাব দূর হয় ও নিবারন হয়।
    ৪. শুকনো গুঁড়ো পাতা খেলে ডায়রিয়া ও মানসিক চাপ কমায়।
    চাষ পদ্ধতি
    মাটি
    ১. শুনিকাশযুক্ত প্রায় সব ধরণের মাটিতেই লটকনের চাষ করা যায়।
    ২. তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।
    ৩. উঁচু ও মাঝারি উঁচু জমি এবং উন্মুক্ত বা আংশিক ছায়া চাষ করা যায়।
    চারা রোপণের সময়
    ১. বৈশাখ-জ্যৈষ্ঠ মাস গাছ রোপণের উপযুক্ত সময়
    ২. তবে বর্ষার শেষের দিকে অর্থাৎ ভাদ্র-আশ্বিন মাসেও গাছ লাগানো যায়।
    রোপণের দূরত্ব
    ১. সারি থেকে সারির দূরত্ব ঃ ৬ মিটার
    ২. চারা থেকে চারার দূরত্ব ঃ ৬ মিটার
    গর্ত তৈরি
    ১. গর্তের আকার হবে ৯০ সেমি
    ২. গর্ত করার ১০-১৫ দিন পর প্রতি গর্তে নিম্নরূপ হারে সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে।
    সার সারের পরিমাণ/গর্ত
    ১) গোবর / জৈব সার ১৫-২০ কেজি
    ২) টিএসপি ৫০০ গ্রাম
    ৩) এমপি ২৫০ গ্রাম
    ৩. গর্ত ভর্তি করার সময় মাটি শুকনা হলে গর্তে পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে।
    চারা রোপণ ও পরিচর্যা
    ১. সাধারণত বীজ দিয়ে লটকনের বংশ বিস্তার করা যায়।
    ২. সমতল জমিতে বর্গাকার বা আয়তাকার পদ্ধতিতে লটকনের চার লাগানো যেতে পারে।
    ৩. গর্ত ভর্তি করার ১০-১৫ দিন পর গর্তের মাঝখানে নির্বাচিত চারা সোজাভাবে লাগিয়ে চারদিকে মাটি দিয়ে চেপে দিতে হবে।
    ৪. চারা লাগানোর পর পর পানি দিতে হবে।
    ৫. প্রতি ১-২ দিন অন্তর পানি দিতে হবে।
    ৬. প্রয়োজনবোধে বাঁমের খুঁটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে।
    সার প্রয়োগ
    প্রতি বছর পূর্ণবয়স্ক গাছে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে।
    সারের নাম সারের পরিমাণ/গাছ
    ১) গোবর / জৈব সার ১৫-২০ কেজি
    ২) ইউরিয়া ১ কেজি
    ৩) টিএসপি ০.৫ কেজি
    ৪) এমপি ০.৫ কেজি
    অথবা, মিশ্রসার প্রয়োগ করলে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে।
    সারের নাম সারের পরিমাণ/গাছ
    ১) গোবর / জৈব সার ১৫-২০ কেজি
    ২) এনপিকেএস মিশ্র সার (১২-১৫-২০-৬) ১ কেজি
    উপরোক্ত সার গাছের গোড়া থেকে ১ মিটার দূরে যতটুকু জায়গায় দুপুুর বেলা ছায়াপড়ে ততটুকু জায়গায় ছিটিয়ে কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে।
    সেচ
    ১. চারা রোপণের প্রথম দিকে ঘন ঘন সেচ দেয়া দরকার
    ২. ফল ধরার পর দু’একটা সেচ দিতে পারলে উপকার পাওয়া যায়।
    ডাল ছাঁটাই
    ১. গাছের মরা, রোগাক্রান্ত ও কীটাক্রান্ত ডাল ছাঁটাই করে দিতে হবে।
    ফল সংগহ
    শীতের শেষে গাছে ফুল আসে। আষাঢ়-শ্রাবণ মাসে ফল পাকে
    দুনিয়ার ফলের বাগান কত সুন্দর
    না-জানি বেহেশতে ফলের বাগান কত সুন্দর 🥰🥰🥰

ความคิดเห็น • 32

  • @Sonjit-Borman-07
    @Sonjit-Borman-07 ปีที่แล้ว +5

    আমি এই ধরনের ভিডিও দেখে উৎসাহিত হয়ে ২০১৯ সালে ২০ টা চারা রোপণ করি।
    দূর্ভাগ্য যে ঘূর্ণিঝড় আম্ফানের কারনে কিছু গাছ মারা যায়। এখন মাত্র ২ টি গাছ আছে, আশা করি এই বছরেই ফল আসবে।

  • @Lofimusic3783
    @Lofimusic3783 ปีที่แล้ว +1

    ভালো লাগলো

  • @parvinchy3599
    @parvinchy3599 2 ปีที่แล้ว +1

    Masaallha

  • @masudparvez2770
    @masudparvez2770 2 ปีที่แล้ว +1

    ভিডিওটি ভাল লাগলো। ❤

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🥰

    • @julekhajulekha5558
      @julekhajulekha5558 ปีที่แล้ว

      ভাইয়া তোমাকে আমার খুব খুব ভালো লাগে

  • @musharofhissen7995
    @musharofhissen7995 2 ปีที่แล้ว +1

    Nice

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  2 ปีที่แล้ว

      থ্যাংক ইউ

  • @jakirhosain3162
    @jakirhosain3162 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @asadsohel5124
    @asadsohel5124 3 หลายเดือนก่อน

    লটকনের জন্যে কি উচু জায়গা লাগে?

  • @jakirhosain3162
    @jakirhosain3162 4 หลายเดือนก่อน

    কলমের চারা আছে নাকি ভাই জান জানাবেন ভাই

  • @AbdulJalil-lw3xc
    @AbdulJalil-lw3xc 3 หลายเดือนก่อน

    শতাংশ কতো টা গাছ লাগানো যাবে

  • @kr...gaming4357
    @kr...gaming4357 ปีที่แล้ว +1

    Hello bhai amar lotkon gache lagbe

  • @md.marufhasanrupu2529
    @md.marufhasanrupu2529 ปีที่แล้ว +1

    পুরুষ লটকন গাছ চেনার উপায় কি?
    পুরুষ গাছেরফুল আর স্ত্রী গাছের ফুলের কোনো পার্থক্য আছে কি?
    একটু পরামর্শ দিলে উপকার হত ভাই

  • @hmabuesalahabuesalah2042
    @hmabuesalahabuesalah2042 ปีที่แล้ว +1

    গাছের নিচে জায়গায় যুক্ত জায়গায় কি লটকন হয় ।

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  ปีที่แล้ว

      এক গাছের নিচে অন্য গাছের চিন্তা করাটাই ভুল

  • @Arifkhanosman4991
    @Arifkhanosman4991 ปีที่แล้ว +1

    লটকন গাছের পাতার মাথা পুড়ে যায় কেন ?

  • @taherarehman4098
    @taherarehman4098 11 หลายเดือนก่อน +1

    20 sotaksho ki 4 katha hoi😅

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  11 หลายเดือนก่อน

      Nah
      ২৫ শতকে এক কাঠা

  • @friendlycall2259
    @friendlycall2259 ปีที่แล้ว +1

    চারা দরকার

  • @bulbulmolla1719
    @bulbulmolla1719 ปีที่แล้ว +1

    আলাউদ্দিন ভাই এর মোবাইল নাম্বার কি দেওয়া যাবে? আমিও শেরপুর জেলায় থাকি এবং লটকন চাষ করতে চাই।

  • @azgorali3922
    @azgorali3922 ปีที่แล้ว +1

    Khaila

  • @kr...gaming4357
    @kr...gaming4357 ปีที่แล้ว +1

    Ami kothai pabo lotkon gache

  • @johorajohorabegum3790
    @johorajohorabegum3790 2 ปีที่แล้ว +1

    ও এলাকায় কি চেংরা পোলাপাইন নাই

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  2 ปีที่แล้ว

      Haha 😆
      আছেতো অবশ্যই
      কিন্তু সভ্য অনেক🙂

  • @sobujdewan2228
    @sobujdewan2228 2 ปีที่แล้ว +1

    পানিতে এই গাছ বাচবে।

    • @GreenSoulsbd
      @GreenSoulsbd  2 ปีที่แล้ว

      না ভাই পানিতে কোনো গাছ বাঁচে না

  • @mdbd2198
    @mdbd2198 ปีที่แล้ว +1

    ভাই আমার একটা লটকন গাছ দরকার আপনার মোবাইল নামবার টা আমাকে দেন আমি আপনার সাথে কথা বলবো

  • @arifarifarifarif5415
    @arifarifarifarif5415 ปีที่แล้ว +1

    ভাই আপনার নাম্বার টা পেজে দেন