স্ত্রী ফুল চিনে সঠিক পরিচর্যা করলে টবেই ফলবে বেদানা | STOP Pomegranate Flower Drop | RAJ Gardens |4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @madhumitadas7031
    @madhumitadas7031 2 ปีที่แล้ว +13

    আপনার ব্লগ শেষ হয়ে গেল মন খারাপ হয়ে যায় ।

  • @sohagsarkar7990
    @sohagsarkar7990 2 ปีที่แล้ว +13

    আমি আনার গাছ সম্পর্কে এতো কিছু কোন দিনই জানতামনা। আনার গাছ সম্পর্কে নেটে সার্স দিতে দিতে পাগল প্রায়, আপনার কাছ থেকেই পরিপূর্ণ ভাবে জানতে পারলাম। ধন্যবাদ ❤️❤️

  • @shahinakther5955
    @shahinakther5955 2 ปีที่แล้ว +5

    বাহ! খুবই চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন, আপনার বলার ধরন অসাধারণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য।

  • @gourichoudhury4495
    @gourichoudhury4495 ปีที่แล้ว +1

    অসাধারণ অনবদ্য ভাবনার প্রকাশ মুগ্ধ

  • @ziaulhasan7019
    @ziaulhasan7019 2 ปีที่แล้ว +3

    আমি আপনার মন খোলা উপদেশ পেয়ে আমার ছাদের অনেক গাছের উন্নতির সাধন করেছি।অনেক মৃত্যু পথের গাছ বেঁচে আছে এং ফল হচ্ছে। আল্লাহ আপনার সহায় হোন। BD থেকে জিয়া।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ধন্যবাদ।

    • @chaitalichakraborty9878
      @chaitalichakraborty9878 2 ปีที่แล้ว

      আমার গাছে অনেক স্ত্রী ফুল কিন্তু ফল হয় না ঝরে পড়ে

    • @chaitalichakraborty9878
      @chaitalichakraborty9878 2 ปีที่แล้ว

      পাঁচ বছরের পুরনো গাছ আমার বেদানা গাছ

  • @lastvlograna
    @lastvlograna 2 ปีที่แล้ว +2

    অসাধারণ উপস্থাপনা। আর আপনার ভিডিওর কথা কি বলবো এক কথায় অসাধারণ ভালো থাকবেন। 💝💝💝💝💝👍👍💌💝💝💝❤️❤️❤️❤️✅

  • @afsananoor5205
    @afsananoor5205 2 ปีที่แล้ว +1

    খুব উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে

  • @mdmonowarhossain8540
    @mdmonowarhossain8540 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগে আপনার কথা গুলো পরামর্শ গুলো❤️❤️

  • @sushritasarkar1936
    @sushritasarkar1936 ปีที่แล้ว

    অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

  • @bidhanmondal2701
    @bidhanmondal2701 2 ปีที่แล้ว +1

    তথ্য নির্ভর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

  • @RabiulIslam-wv6bq
    @RabiulIslam-wv6bq 10 หลายเดือนก่อน

    আপনার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ

  • @gardenexhibitor9058
    @gardenexhibitor9058 2 ปีที่แล้ว +3

    সার ব্যবস্থাপনা নিয়েও একটা ভিডিও দিলে ভালো হতো

  • @subhashbanik7226
    @subhashbanik7226 2 ปีที่แล้ว

    বলবো Great।অনেক কথা জানলাম। ধন্যবাদ

  • @sourishbiswas8059
    @sourishbiswas8059 2 ปีที่แล้ว +1

    বাঃ, খুব সুন্দর হয়েছে । এভাবেই আরো সুন্দর ভিডিও আগামীতে পাবো। শুভেচ্ছা ও শুভকামনা রইল।🙏🙏💐💐🌷🌷👍👍

    • @ziaulhasan7019
      @ziaulhasan7019 2 ปีที่แล้ว

      আপনার ফোন নম্বর পেলে খুশি হব। বাংলাদেশ থেকে জিয়া।

  • @sobujayan2879
    @sobujayan2879 2 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর। আপনার মতো রিসার্চ করে খুবই কম লোক ভিডিও করে।

  • @sawpnoeducation26
    @sawpnoeducation26 ปีที่แล้ว

    Thanks
    ato sundor bojhanor jonno

  • @airwater8814
    @airwater8814 ปีที่แล้ว

    Kaku apnar presentation just flawless. Eto sundar khub kom e dekha jay

  • @ahmedrasel9960
    @ahmedrasel9960 ปีที่แล้ว

    Khub sundor explain ❣️

  • @divinelight5268
    @divinelight5268 ปีที่แล้ว

    Very nice and beautiful presentation.
    Valuable information!
    Thank you! 😊🌟😇
    Good wishes and blessings for you! 🌟😇

  • @gayetribiswas3182
    @gayetribiswas3182 2 ปีที่แล้ว

    Ae video ti amar khub kaje lagbe....

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 2 ปีที่แล้ว

    ভিডিওতে মূল্যবান একটি কথাই আমার ভালো লাগলো

  • @KR-by3es
    @KR-by3es 2 ปีที่แล้ว

    Amader Indian variety gulo sera..Ganesh,Bhagwa, n super Bhagwa onnotomo..

  • @shakilsyed120
    @shakilsyed120 2 ปีที่แล้ว

    ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য

  • @rooftopgardenbarishal2005
    @rooftopgardenbarishal2005 2 ปีที่แล้ว

    চমৎকার প্রেজেন্টেশন!

  • @MKHAN-tk9cs
    @MKHAN-tk9cs 2 ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও ধন্যবাদ

  • @shreyabhattacharyya3396
    @shreyabhattacharyya3396 2 ปีที่แล้ว

    Video dewar jonno dhonyobad Dada . khub sundor hoyeche video.

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 2 ปีที่แล้ว

    বস কঠিন লাগছে ভিডিও টা।বাংলাদেশ থেকে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      একটু মন দিয়ে দেখুন তাহলে কোন কিছুই কঠিন মনে হবে না।

  • @joydeepchakraborty2285
    @joydeepchakraborty2285 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল, অনেক ধন্যবাদ।

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee ปีที่แล้ว +1

    Excellent 👍

  • @nahidaakter6958
    @nahidaakter6958 9 หลายเดือนก่อน

    মনে হচ্ছে যেনো আনার গাছের একটা তথ্য বহুল বই থেকে জ্ঞান নিলাম ❤

  • @AlauddinMunsi-pp6jg
    @AlauddinMunsi-pp6jg ปีที่แล้ว

    Vai amar anar gaseti 5 dine age kinasi. Gaseare patar tulonai matire poriman basi ase. Akon kotodine pore tobelagabo?😊😊😊😊😊

  • @SrijaSoumyareels
    @SrijaSoumyareels 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও আগে লাইক করি পরে দেখি ৷

  • @swarupmondal3651
    @swarupmondal3651 8 หลายเดือนก่อน

    খুব সুন্দর

  • @fahimhossen7057
    @fahimhossen7057 2 ปีที่แล้ว

    Vaia law gas niye video banan baltite o dram a kemon kore law gas valo hobe

  • @nuhunabi17
    @nuhunabi17 ปีที่แล้ว

    Apnar khatha khob bhalo laglo

  • @sushritasarkar1936
    @sushritasarkar1936 ปีที่แล้ว

    আপনার বাগানের একটা ছবিতে আতাগাছ দেখলাম। আতা হয়ে আছে।আতাগাছে আমার অনেক ফুল এসেছিল কিন্তু ফল হয় নি।গাছটি বয়স চার গ্রাফটিং করা। পরে শুনলাম হ্যানড পলিনেশন এর কথা।এ-ই নিয়ে যদি একটা ভিডিও করেন,তবে ভালো হয়। অপেক্ষায় রইলাম।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      th-cam.com/video/EBLY4ZRSQh4/w-d-xo.htmlsi=HGT_d4m4S8GVZIQW

  • @subhasisdeshmukh
    @subhasisdeshmukh 2 ปีที่แล้ว

    Khub valo laglo dada..

  • @anantasgarden6828
    @anantasgarden6828 2 ปีที่แล้ว

    অনেক ভালো লাগলো। অনেক শিখলাম।আমার সুপার ভাগোয়া বেদনা গাছে ভালো ই ফুল এসেছে।বয়স আটমাস। কতোগুলো রাখবো,একটু বলবেন।
    কালাপাতি ও ল্যাংচা সবেদায় কি পুরুষ ও স্ত্রী ফুল আলাদা হয়? একটু বলবেন।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বেশি পরিমাণে ফল ধরলে চার-পাঁচটা রাখতে পারেন । সবেদার ক্ষেত্রেও প্রায় একই রকম হয়।

    • @anantasgarden6828
      @anantasgarden6828 2 ปีที่แล้ว

      @@rajgardens Thanks you

  • @pakhir3826
    @pakhir3826 8 หลายเดือนก่อน

    বীজের আনার গাছে কিভাবে ফলের কোয়ালিটি ভালো হয় না?এ সমর্পকে একটি ভিডিও দিন।

    • @rajgardens
      @rajgardens  8 หลายเดือนก่อน

      বীজের গাছের ফলের কোয়ালিটি সব সময় খারাপ হয়। তাই গ্রাফটিং অথবা কলমের চারা লাগান।

  • @hellodream1729
    @hellodream1729 ปีที่แล้ว

    sindhuri bhagoa anar kemon hobe?chad bagane ki lagano jete pare?

  • @nillgarden1257
    @nillgarden1257 2 ปีที่แล้ว

    Osadharon Dada

  • @praneshwartripura2368
    @praneshwartripura2368 ปีที่แล้ว

    দাদা নমষ্কার নিবেন আপনার ভিডিও গুলো খুবই ভাল লাগে, আমি বাংলাদেশ থেকে দেখি, ইন্ডিয়ার মহারাষ্ট্রএর সয়েল চার্জার টেকনোলজি মাধ্যমে আনার চাষ সম্পর্কে বাংলায় বিস্তারিত জানতে পারলে খুবই ভাল লাগত।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      ছাদ বাগানে দু'চারটে গাছের জন্য এই সয়েল চার্জার টেকনোলজির খুব একটা দরকার হয় না। যদি আপনি বাণিজ্যিক ভাবে চাষ করেন সেক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। এই বিষয়ের উপর youtube এ প্রচুর ভিডিও রয়েছে, সেখানে ফোন নাম্বার থাকে। তাদের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারেন।

    • @praneshwartripura2368
      @praneshwartripura2368 ปีที่แล้ว

      হ্যাঁ দাদা বাংলাদেশে আনার হয়না বললেই চলে তাই বানিজ্যিক বাগানের পরিকল্পনা থেকেই বিস্তারিত জানতে চাচ্ছি।

  • @kanchansarkar7527
    @kanchansarkar7527 2 ปีที่แล้ว

    Dada bedana gacher rog niye detailed video korben please?

  • @shamimhasannoyon7117
    @shamimhasannoyon7117 9 หลายเดือนก่อน

    anar gache pgr dewar koto din por boron dewa jabe sir

  • @DebabratiGhoshkobita
    @DebabratiGhoshkobita 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @Senshreya
    @Senshreya 2 ปีที่แล้ว

    Dada ei gache super sonata use kora jabe please bolben

  • @ahmedrasel9960
    @ahmedrasel9960 ปีที่แล้ว

    Vai valo anar gaser nam ki bollen..aktu likhe den

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      এই ভিডিওতেই আলোচনা করা আছে ভিডিওটি আরেকবার মন দিয়ে দেখে নিন।

  • @TaslimaBegum-qe8un
    @TaslimaBegum-qe8un ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে বলছি

  • @basantidas1211
    @basantidas1211 2 ปีที่แล้ว

    Amar bugenvelia gachher pata phul sob jhore gie dal sukno dekhachhe kintu root achhe ki korle bachbe

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      সম্ভবত জল বেশি পেয়ে যাচ্ছে। গাছটি শেডে রাখুন, মাটি শুকনো হলে তবে জল দিন। এই গাছে জল কম লাগে।

  • @surjokantosaha6415
    @surjokantosaha6415 2 ปีที่แล้ว +1

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩 দয়া করে গরমে গোলাপ গাছের যত্ন নিয়ে একটা ভিডিও তৈরি করুন🙏❤️🙏

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      চেষ্টা করব

  • @sabinapinky3167
    @sabinapinky3167 2 ปีที่แล้ว

    Dada amr bedana gach e onk bedana hoeche. Onk boro boro hoeche. Kintu ekhn prblm holo bedanar mukhe onk pipra r milibag hocche. Ete ki oi bedanar vitore kono prblm hobe?

  • @AlauddinMunsi-pp6jg
    @AlauddinMunsi-pp6jg ปีที่แล้ว

    Vai ami bangladesh taka apnar vidio daki. Vai anar gase kokon ful ase?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      সাধারণত ফেব্রুয়ারির পরে ফুল আসতে শুরু করে।

    • @AlauddinMunsi-pp6jg
      @AlauddinMunsi-pp6jg ปีที่แล้ว

      Thanks

    • @AlauddinMunsi-pp6jg
      @AlauddinMunsi-pp6jg ปีที่แล้ว

      Vai amar anar jasti natun kenasi. Patar taka matire poriman basi. Ami akono grobage reke deasi. Gasti kenasi 4 dine age. Vai amar gase te kotodine pore toba lagabo?

  • @fahimmia5048
    @fahimmia5048 ปีที่แล้ว

    Tanjina akter.

  • @krishnendudas468
    @krishnendudas468 2 ปีที่แล้ว

    Apnar dekhano Ganesh anaar Amar chilo... Prochur thoka thoka phul hoto kintu ekta guuti o dhoreni..

  • @noorunkhanom1772
    @noorunkhanom1772 2 ปีที่แล้ว

    Amar dalim gache onek phool hoy kintu ekta phool Fole porinoto hoyna amake Janaben ki korle fol ashbe amito pollination kori tobuo hoyna.

  • @papribasak2760
    @papribasak2760 11 หลายเดือนก่อน

    Ekti joler drame lagano ak bochhorer purono gachhe joibo Sur kotota Debo phool asar pore?agàm dhonyobad janai apnake.

    • @rajgardens
      @rajgardens  11 หลายเดือนก่อน

      ফেব্রুয়ারিতে মাটিতে সার দিতে পারেন। আর এখন দিতে চাইলে তরল সার স্প্রের মাধ্যমে দেবেন।

  • @junglebaripetsplants8617
    @junglebaripetsplants8617 2 ปีที่แล้ว +1

    আপনাদের বাড়ির আসে পাশে,রাস্তার ধারে,
    কদম,শিমুল,জারুল,কৃষ্ণচূড়া,রাধাচূড়া,
    হিজল,সোনালু ও পলাশ গাছ লাগাতে পারেন,
    পরিবেশ অনেক সুন্দর লাগবে,গাছ লাগান,
    পরিবেশ বাচান, ধন্যবাদ।

  • @jayantaghosh5286
    @jayantaghosh5286 2 ปีที่แล้ว

    Khub sundor

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 2 ปีที่แล้ว

    বস তো বস ই

  • @santumanna2673
    @santumanna2673 2 ปีที่แล้ว

    Excellent.....

  • @anirbangayen1085
    @anirbangayen1085 2 ปีที่แล้ว

    Dada super bhagua anar gach kothai pabo? Ki dam ? Amake bolben up nar adress ta din

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 2 ปีที่แล้ว

    Kon season bedana gaser tob bodoler jonno shothik?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      গাছে যদি ফল না থাকে এই সময়ে তাহলে রিপর্ট করতে পারেন।

    • @dilrubaakhter2608
      @dilrubaakhter2608 2 ปีที่แล้ว

      Onek onek dhonnobad.

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 2 ปีที่แล้ว

    Sir, lebu gaach ao ki 10-12din er babodhan e planofix spray kora jai??? lebu gaach er boyos 8mass er besi hla eta planofix pgr dity pari to??? Sir apnak 12masi gandhoraj lebur kalam er charar jnno, fb page e, ph no dia msg korechilm. Amr fb profile deactive theke maximum time e. berarajatkanti insta profile e follow krlm... Thanking You

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      মাসে একবারই পিজিআর স্প্রে করা ভাল। ৮ মাসের লেবু গাছে না দেওয়াই উচিত।

  • @souravsamantaofficial
    @souravsamantaofficial 2 ปีที่แล้ว

    Kamini r sob kota Verity, porichorcha , boro ful pabo ki vabe , 12 masi Verity chinbo ki vabe sob nia in detail video korun dada please

  • @papiyasen9254
    @papiyasen9254 หลายเดือนก่อน

    Where is the quality fruit plant available in south Kolkata?

  • @SayaniDas-gu3mf
    @SayaniDas-gu3mf ปีที่แล้ว

    আবার একটি অনবদ্য ভিডিও ।কিন্তু দাদা গাছে ফল হওয়ার পর বড় হয়ে ফেটে যাচ্ছে তার জন্যে কিছু remedy বলবেন

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      th-cam.com/video/FNRyeBzrIGQ/w-d-xo.html

  • @debojyotipaul4409
    @debojyotipaul4409 2 ปีที่แล้ว

    Nice presentation

  • @Ishrak_amin
    @Ishrak_amin 2 ปีที่แล้ว

    1st like

  • @ferdoushimazid7373
    @ferdoushimazid7373 2 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি এতো ভালো করে সব কিছু খুটিনাটি বুঝিয়ে দেন যে কি বলবো!!! বুঝতে আর কিছু বাকি থাকে না। ভালো থাকবেন দাদা।

  • @syedfaisal3495
    @syedfaisal3495 2 ปีที่แล้ว +1

    নমস্কার, ভিন্ন প্রশ্ন করছি , আমার পিয়ারা গাছগুলো হাফ ড্রামে ( আয়রনের, প্লাস্টিকের নয় ) , তা'হলে রিপোর্টিং তো করা যাবে না, ৪ দিন আগে গাছের মাটিতে সব রকম সার মিশিয়ে দিয়েছি কিন্তু গতকাল ঝড় বৃষ্টিতে একাকার, সার কি তা'হলে এখন পুনরায় দিতে হবে ? 24.10.22
    আরেকটি প্রশ্ন: আপনার চ্যানেলে সব সময় মাটির টব দেখি কিন্তু আমার টব প্লাস্টিকের, তাতে কি কোন অসুবিধা আছে ?
    ( অনেক টব তো , তাই ভার যেন কম হয় তার জন্যই প্লাস্টিকের) ডালিম কুমারের অনুষ্ঠানে ভিন্ন প্রশ্ন করার জন্য দুঃখিত, অনেক ধন্যবাদ ফয়সাল ঢাকা জন্মভূমি ( মাতৃভূমি ও পিতৃভূমি মুর্শিদাবাদ) 🌷🤣

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      প্লাস্টিকের টবে গাছ থাকলে কোন ক্ষতি নেই। জলটা সবসময় দেখে দিতে হবে। আর একদম ছোট গাছ কখনোই সরাসরি প্লাস্টিকের গামলা বা বালতিতে বসানো ঠিক নয়। মাটির টবে গাছটিকে বসিয়ে ভালো করে তৈরি করে নিয়ে পড়ে চেঞ্জ করে দিলে হবে। যে গাছগুলিতে সার প্রয়োগ করেছেন তাতে নতুন করে সার প্রয়োগ করার দরকার নেই।

  • @anwarabegum196
    @anwarabegum196 ปีที่แล้ว

    Amar bij theke chara gasta boro hoscha na but ki korle boro hobe?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      বীজের চারা থেকে ভালো ফল পাবেন না, গ্রাফটিং অথবা কলমের গাছ বসান।

  • @RabbaniRabbani123-n4p
    @RabbaniRabbani123-n4p 8 หลายเดือนก่อน

    ভাই মহারাস্তের সুপার ভাগোয়া বেদেনা কোথায় পাবো, বললে অনেক উপকৃত হবো

    • @rajgardens
      @rajgardens  8 หลายเดือนก่อน

      যেকোনো নার্সারিতেই পেয়ে যাবেন।

  • @mdabdulkhalik675
    @mdabdulkhalik675 2 ปีที่แล้ว

    ধন্যবাদ দাদা

  • @syedfaisal3495
    @syedfaisal3495 9 หลายเดือนก่อน

    নমস্কার, আমার আনার গাছটি ড্রামে, উচ্চতা ৬ ফিটের উপরে, গাছের ডালপালা কেটে দিয়েছিলাম দু মাস আগে, এখন পাতায় ভরে গিয়েছে, কিছু ফুল এসেছে, নীচ থেকে অনেক গুলো ডাল উপরে উঠেছে, ঐগুলো কি ওয়াটার সাকার ? কেটে ফেলবো ? জানালে উপকৃত হবো, ধন্যবাদ ফয়সাল

  • @lovemystoryline
    @lovemystoryline 2 ปีที่แล้ว

    Dada 2 month holo akta khubi choto gach enechi... Gache osonkho ful o kuri hochhe but aj ami sob kuri gulo kete diechi coz gach tar dal gulo akono khubi soru lik lik korche... Ami ki thik korechi? Pls suggest

  • @tarikulhossaintalukdar
    @tarikulhossaintalukdar 2 ปีที่แล้ว

    আমার পছন্দের প্রিয় চ্যানেল
    দাদা আমি আজকেই দুটো গুটি কলমের ডালিমের ছোট চারা পলিব্যাগে বসিয়েছি,দোআাশ মাটি আর পচা গোবর সার দিয়ে চারা দুটো বসিয়েছি,পরবর্তি পরিচর্যা হিসেবে কি কি করতে হবে
    প্লিজ দাদা বলবেন কিন্তু 🙏🙏🙏

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      চারাগুলো ধরে গেলে মাটির টবে রিপট করবেন। তারপর ব্যালেন্সড এনপিকে দেবেন। জল দেবেন প্রয়োজন মতো।

  • @Aradhona572
    @Aradhona572 2 ปีที่แล้ว

    Dada, npk and epsom salt aksathe spray Kora Jay to flower plant e?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      করা যাবে

  • @kanchansarkar7527
    @kanchansarkar7527 2 ปีที่แล้ว

    Dada amar dalim gache akta dalim ache. Growth hochilo na tai gorar puro mati jol diye dhuye h2o2 te dubiye rekhe repot korechi. Kintu tar por theke sob pata prothone dhole poreche tar por ekhon sukiye jache. Ki korbo?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এই কাজটা কেন করতে গেলেন। ফল গাছের গোড়ার মাটি কখনোই ধোবেন না। শিকড়ে আঘাত লাগার কারণে পাতাগুলো এইভাবে ঝরে যাচ্ছে। গাছটিকে এখন ছায়াই রাখুন। গোড়ায় একদম জল দেবেন না। অপেক্ষা করুন কতটা কি ইম্প্রুভ হয়।

    • @kanchansarkar7527
      @kanchansarkar7527 2 ปีที่แล้ว

      Dhonyabad, tale ki gorar mati somet dobabo h2o2 te?

  • @selinayesmin607
    @selinayesmin607 2 ปีที่แล้ว

    দাদা,ডালিম গাছের প্রুনি়ং সম্পর্কে জানতে চাই

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      জানুয়ারি মাসের শেষের দিকে কিছু ডালপালা ছেঁটে দিতে পারেন।

  • @shamsulislam3687
    @shamsulislam3687 หลายเดือนก่อน

    মাইক্রোনিউট্রিন এর নাম কি? আর গাছে ফল ধরা অবস্থায় Planofix ব্যবহার করা যাবে কি?

  • @sajanlaskar488
    @sajanlaskar488 2 ปีที่แล้ว

    দন‍্যাবাদ দাদা

  • @khokonmoinul5291
    @khokonmoinul5291 ปีที่แล้ว

    পিজিআর স্প্রে বাংলাদেশে কি নামে পাওয়া যায় জানাবেন।

  • @amitmohanta5746
    @amitmohanta5746 2 ปีที่แล้ว

    Amar bedona gaser boyes pray der bosorer kacha kachi ful hoy akbaro full hoyni.foler opekhai achi.

  • @tuhindas9652
    @tuhindas9652 2 ปีที่แล้ว

    Dada bedana r Dana gulo ki rokom hoi... Norom nah ki sokto...

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      সাধারণত বেদানার দানা হালকা শক্তই হয়। আমার এই গাছের নতুন ফল এসেছে। এখনো টেস্ট করা হয়নি।

  • @ayeshasiddika9561
    @ayeshasiddika9561 2 ปีที่แล้ว

    Bis thaka cara korle anar fol dorba ki

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কোয়ালিটি ভালো হবে না।

  • @AkashKhan-qn6mu
    @AkashKhan-qn6mu 2 ปีที่แล้ว

    ভাই, সবসময় আপনার ভিডিওর আশায়ই থাকি। আমার আনার গাছে ফুল আসত কিন্তু ফল হয় না। আজকে প্রুনিং+সার দিয়েছি। বৃষ্টি আসার পরও আমার আরেকটা গাছের পাতা কেমন জানি কুকরিয়ে যাচ্ছে, কি করা যায়?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      আমার ভিডিও দেখে পরিচর্যা করুন।

  • @bholanathbagchi9770
    @bholanathbagchi9770 2 ปีที่แล้ว

    দেশি ডালিম খেতে মিষ্টি?
    দেশি ডালিম ও সুপার ভাগোয়ার মধ্যে কোনটা করা সহজ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      সুপার ভাগোয়া

  • @marjanamisty7759
    @marjanamisty7759 2 ปีที่แล้ว

    সুপার ভাগওয়া কথায় পাব দাদা

  • @sweetgirl1719
    @sweetgirl1719 ปีที่แล้ว

    Supar bhagawa anar kothatheke pabo.

  • @subhasnayek854
    @subhasnayek854 2 ปีที่แล้ว

    Dada amar all time amm gacha Mukul ascha na ki korta hoba

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আম গাছে কী করে বেশি মুকুল আনবেন, তার পরের পরিচর্যা কী রকম হবে, তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। সময় করে দেখে নিন।

  • @JIM-of3br
    @JIM-of3br หลายเดือนก่อน

    ভাই আপনার এই ডালিম গাছ কোথায় পাব আমি India থেকে please please বলেন 😢😢বলেন ❤

    • @JIM-of3br
      @JIM-of3br หลายเดือนก่อน

      ভাই আপনার এই ডালিম গাছ কোথায় পাব আমি india থেকে please please please please please 🥺🥺🥺🥺🥺🥺😢 বলেন

  • @dilipbiswas2123
    @dilipbiswas2123 2 ปีที่แล้ว

    Anar chara kothai poua jai please bolben.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বাড়ির কাছের ভাল কোন নার্সারিতে পেয়ে যাবেন।

  • @chokhedekha4057
    @chokhedekha4057 ปีที่แล้ว

    Bangladesh a kivabe a gach ti Pabo ?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      স্থানীয় কোন নার্সারিতে খোঁজ করুন।

  • @samarendranathchoudhury2706
    @samarendranathchoudhury2706 2 ปีที่แล้ว

    Thanks dada

  • @khalidhossain8965
    @khalidhossain8965 2 ปีที่แล้ว

    আমার আনার বাগানের বয়স ১৪মাস ফুল সেটিংস কখন কিভাবে করবো?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আর একটু সময় দিন।

  • @beautynaskar9537
    @beautynaskar9537 3 หลายเดือนก่อน

    Ei gachta kothay pabo vaii

    • @rajgardens
      @rajgardens  3 หลายเดือนก่อน

      সব নার্সারিতে এখন এইরকম গাছ রাখে।

  • @liakatali2019
    @liakatali2019 ปีที่แล้ว

    দাদা, নমস্কার আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উপজেলা পাড়ায় বসবাস করি। আমার মিশ্র ফল বাহানে ২ বছরের আনার গাছ আছে। কিন্তু ফুল আসে কিন্তু ঝরে যায়। কি করে বেদানা ফল পাওয়া যাবে। আপনার ভিডিও অসাধারণ। আমি আপনার সব ভিডিও দেখে থাকি। জানাবেন প্লিজ।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      গাছে ফুলের কুড়ি দেখা গেলে প্লানো ফিক্স ৫ থেকে ৬ ফোঁটা প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন ১৫ দিনের ব্যবধানে ২-৩ বার। তার দু-তিন দিন পর একগ্রাম বোরণ তিন থেকে চার গ্রাম পটাশিয়াম সালফেট ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক ২ এম এল এবং যেকোনো একটি কন্টাক ফাঙ্গিসাইড ২ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ১০-১২ দিন অন্তর গাছে স্প্রে করে যাবেন।

  • @shahgulfan9299
    @shahgulfan9299 3 หลายเดือนก่อน

    আমার আনার গাছের বয়স দুবছর হলো। ঠিক সময়ে আনার আসে কিন্তু আনার বড় হলে ও খাবার জন্য রেড়ি করে দেখি আনারের ভিতরে কালো কালো দাগ। কিভাবে ভালো আনার পেতে পারি দয়া জানাবেন।

  • @srabaniroy8197
    @srabaniroy8197 2 ปีที่แล้ว

    Stri ful esechhe ki khadya debo

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      রিসেন্ট একটি মিশ্র সারের ভিডিও পোস্ট করা আছে সেটি দিতে পারেন।

  • @bluediamond3274
    @bluediamond3274 2 ปีที่แล้ว

    দাদা সুপার ভাগয়া কি সারা বছর ফলে ?