Streer Patro | Rabindranath Tagore | Rituparno Ghosh | Mirchi 98.3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Mirchi 98.3 brings to you Rabindranath Tagore's short story 'Streer Patro'.
    Introduction : Deep
    Husband : Anirban Ghosh
    Sharat : Rajdeep Ghosh
    Mahesh : Mudassar Hossain
    Recording : Amit Kumar Dutta
    Sound design & background music : Sanjay Das
    'Eki Labanye Purna Praan'
    Composition : Rabindranath Tagore
    Re-arranged by Sanjay Das
    Concept : Indrani
    Radio adaptation, narration & direction : Rituparno Ghosh
    Production : Dream Digital INC & Mirchi 98.3

ความคิดเห็น • 601

  • @jokerbenny3960
    @jokerbenny3960 4 ปีที่แล้ว +149

    এতটা আবেগ এতটা দরদ দিয়ে পাঠ বোধ হয় কোন নারীও পড়তে পারতেন না
    চোখে জল চলে এলো ❤

  • @1k2a3r
    @1k2a3r 5 ปีที่แล้ว +64

    একজন জহুরির কন্ঠে রত্নের উজ্জ্বলতা বেড়ে গেছে বহু গুণ.....

  • @Rzu4836
    @Rzu4836 ปีที่แล้ว +19

    "যাক, শান্তি হলো..." ( 48:48 )
    ~ একটা গভীর দীর্ঘশ্বাসের সাথে এই কথাটা প্রমাণ করে দিলো বিন্দুর মতোন কপাল পোড়া মানুষেরা একমাত্র মৃত্যুতেই শান্তি পায়...। তাদের মতোন মানুষগুলোকে ভালোবাসাও বোধহয় অপরাধ। তবুও গল্পশেষে আমরা সেই চরিত্রগুলোকেই ভালোবাসি...
    ঋতুপর্ণ ঘোষের কন্ঠে এত অসাধারণ একটা উপস্থাপনা সত্যিই আর কারোর পক্ষে সম্ভব হতো না...
    সবশেষে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের ঢেউয়ের শব্দটা ভিতর অবধি একরাশ দুঃখ দিয়ে গেলো। সত্যিই ভগবান যেনো আর কাউকে এমন কপাল না দেন... 🍁
    এত অপূর্ব একটা গল্প শুনে এই মাঝরাতে মনটা বড্ড বিষন্ন হয়ে গেলো...

  • @mygirlhood3922
    @mygirlhood3922 4 ปีที่แล้ว +172

    আজ থেকে এত বছর আগে এক কবি এই লেখা লিখে গেছেন। রবীন্দ্রনাথ বোধহয় একশো বছর পরেও এরকম প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

    • @chinalifestyle1172
      @chinalifestyle1172 4 ปีที่แล้ว +1

      My Girlhood এটা কি রবিন্দ্রনাথ লিখেছে নাকি উনার বউ লিখেছে ? জানাবেন please.

    • @madhumatipaul9456
      @madhumatipaul9456 4 ปีที่แล้ว +2

      প্রাসঙ্গিক থাকবে কারণ মেয়েদের অন্দরমহল কোনোদিন পরিবর্তন হবে না।

    • @citizen8165
      @citizen8165 4 ปีที่แล้ว +4

      ঈশ্বরের কাছে প্রার্থনা করি ১০০ বছর পর যেন এটা আর প্রাসঙ্গিক না থাকে...

    • @mygirlhood3922
      @mygirlhood3922 4 ปีที่แล้ว +2

      রবীন্দ্রনাথ ঠাকুর‌ই লিখেছিলেন। @poly Roy

    • @অবিনাশ-ম৭দ
      @অবিনাশ-ম৭দ 3 ปีที่แล้ว +1

      আজিবন থাকবে বাঙ্গালীর মনে মননে।

  • @lipikatikait3936
    @lipikatikait3936 4 ปีที่แล้ว +81

    রবি ঠাকুরের লেখার সাথে ঋতুপর্ন ঘোষের এমন অসাধারণ বাচনভঙ্গি ....সব মিলিয়ে প্রায় একটা ঘন্টা যেন মন্ত্রমুগ্ধের মতো কেটে গেল ...সব কিছু যেন আমার চোখের সামনেই ঘটল, অনুভব করতে পারলাম যেন সবকিছু ...সত্যি , ঋতুপর্ণ ঘোষের পক্ষেই এটা সম্ভব....আর Radio Mirchi কে অসংখ্য ধন্যবাদ....

  • @poulamighosh4102
    @poulamighosh4102 ปีที่แล้ว +20

    অসাধারণ বললে ছোট করা হবে , এমন শব্দ চয়নের দক্ষতা তার এমন বাচনভঙ্গি কোথায় যেন স্বর্গ কে উপলব্ধি করায়। ❤🌻

  • @souradeepboral4118
    @souradeepboral4118 3 ปีที่แล้ว +5

    লোভীর মতো বলছি আর কটা দিন তুমি থাকলে আমরা আরো ভালো কিছু সিনেমা পেতুম, বড় তাড়াতাড়ি চলে গেলে।

  • @saykar0393
    @saykar0393 6 ปีที่แล้ว +106

    Radio Mirchi র কাছে একটা বিশেষ আবেদন, sunday suspense ছাড়াও অন্য সাহিত্যের রেডিও রূপান্তর শুনতে চাই। অদূর ভবিষ্যতে আপনাদের এই প্রচেষ্টা শুনতে চাই।

    • @avijitmukherjee4022
      @avijitmukherjee4022 6 ปีที่แล้ว +2

      Ei prochesta suru hoegeche. Hoyto apni ekhono sune uthte paren ni ba apnar kache khobor pouchayni. Chander Pahar, Tungobhadrar Teerey egulir somprochaar agei hoegeche.

    • @saykar0393
      @saykar0393 6 ปีที่แล้ว

      Avijit Mukherjee koyekti sunechhi, sobkota sona hoye otheni

    • @qurious_kid23
      @qurious_kid23 6 ปีที่แล้ว +1

      Ekmot amio

    • @sharmisthasaha7126
      @sharmisthasaha7126 5 ปีที่แล้ว +2

      Osadharon. Rabindranath er golpo te Rituparno Ghose r path onno matra jog koreche

  • @Abhishek_Sarkar13
    @Abhishek_Sarkar13 6 ปีที่แล้ว +84

    We so called man treated women as mother,sister,wife even godess
    But still we didn't see as humen
    Rabindranath Tagore established it with epitome of literary

  • @SouravDas-ge1hg
    @SouravDas-ge1hg 4 ปีที่แล้ว +7

    Jedin first eta Mirchi te hoy...Sedin e record kore rekhechlm. Aj eto din por youTube e pye khb vlo lglo.

  • @amargitanjali2537
    @amargitanjali2537 5 ปีที่แล้ว +39

    পড়েছি। পড়াইও। কিন্তু ঋতুপর্ণ ঘোষের গলায় অপূর্ব লাগল। ধন্যবাদ ।

  • @subhomondal6844
    @subhomondal6844 3 ปีที่แล้ว +19

    বুকটা ছ্যাত করে দিল ওনার কন্ঠে শুনে.. বিশেষত শেষের অন্তর্দ্বন্দ্ব আর বিন্দুর আত্মহত্যার .. স্তব্ধ শান্ত করে দিয়েছে আমায়..এক মহীয়সী সাহসী বুদ্ধিদীপ্ত নারীর অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা আঁতের কথা...🙂

  • @rumanamahjabeen6275
    @rumanamahjabeen6275 3 ปีที่แล้ว +19

    কী অদ্ভুত পাঠ!!! এক মূহুর্তের জন্যও অন্যকোথাও মন সরাতে পারিনি !!! রবীন্দ্রনাথের লেখা পড়বার একটা ঢঙ বা রীতি আছে সেটা ঋতুপর্ণ ই হয়ত সম্পূর্ণ আয়ত্ব করতে পেরেছিলেন… 🖤🤍 ধন্যবাদ radio mirchi bangla

  • @rahulrudra7576
    @rahulrudra7576 3 ปีที่แล้ว +26

    কবিগুরুর প্রত্যেকটা বাক্য কত মজবুত, কত গভীর...ঋতুদার পাঠ ❤️

  • @pinky9667
    @pinky9667 4 ปีที่แล้ว +34

    কি অসাধারণ একটা লেখা আর কি অসাধারণ অদ্ভুত আবেগে ভরা কণ্ঠ। কি অপূর্ব রচনা রবি ঠাকুরের। আপ্লুত উনার অসামান্য প্রতিভায় 🙏

  • @barshahazara5334
    @barshahazara5334 6 ปีที่แล้ว +148

    অসাধারন, কবিগুরুর রচনা সাথে ঋতুপর্ণ ঘোষের মতো একজন ব্যক্তিত্ব....
    এতদিন পর আবার শুনতে পেয়ে খুব ভালো লাগলো।
    ধন্যবাদ মির্চিকে।

  • @LifeLineA
    @LifeLineA 3 ปีที่แล้ว +16

    ২০২১ এ এসে শুনলাম,,,রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সৃষ্টি ও ঋতুপর্ণ ঘোষের পাঠ,,,প্রণাম রইল কবিগুরু ও ঋতুপর্ণ ঘোষের প্রতি ❤️

  • @sayanpal7146
    @sayanpal7146 ปีที่แล้ว +6

    অনাদর জিনিসটা ছাইয়ের মতো,সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসন্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না। সেইজন্যে তার বেদনা নেই। ❤️

  • @Sanjhbatisejuti
    @Sanjhbatisejuti 4 ปีที่แล้ว +22

    রবি যেন ঋতুতে আশ্রয় নিয়েছেন স্ত্রীর পত্রে।

    • @subhashmukhopadhyaygroup940
      @subhashmukhopadhyaygroup940 4 ปีที่แล้ว +3

      দু-বার পড়ার পর বুঝতে পারলাম মানেটা...বড় ভাল লিখেছেন!

  • @subhomondal6844
    @subhomondal6844 3 ปีที่แล้ว +2

    Ami present BA history Hons 2nd year, amr GE te Bangla golpo o Goddo ache..tar modhya aui Goddo ta ache..tai sunta elam...pora hoyni but bes valo lagche

  • @kowshik1985
    @kowshik1985 3 ปีที่แล้ว +6

    এমন কোনো গল্প শুনে এত অঝোরে কোনো দিন কাঁদি নি।জানি না যে কার জন্য।লেখক না বক্তার।হয়তো 2 জন এরই।তবে অনেক সময় বই এর অক্ষর হৃদয় স্পর্শ করলেও মর্মে গাঁথে না,এখানে ঋতুপর্ণ সেই কাজ টি করেছেন।তাকে হারানোর বেদনা আজ বড়ো বেশি অনুভূত হচ্ছে।আরো যে অনেক কিছু শোনার বাকি রয়ে গেল।

  • @bulbul2085
    @bulbul2085 5 ปีที่แล้ว +86

    এটি কী সত্যিই গল্প নাকি অবহেলিত নারীর বুকচেরা কান্নার হাহাকার ।।।😭😭😭 ।। হে কবি তোমায় প্রনাম ।।। ধন্যবাদ মির্চিবাংলা

    • @animeshhazra7953
      @animeshhazra7953 4 ปีที่แล้ว +1

      Amar kobita dikhibar amontoron roilo

  • @arunroy2983
    @arunroy2983 3 ปีที่แล้ว +3

    অসুরনাশিনী মা দুর্গা, একটি মেয়ে l তিনিই আমাদের রক্ষা করেন l অথচ আমরাই এই মা দুর্গা 'র কাছে কন্যা নয়, পুত্র কামনা করি l মহালয়ার মন্ত্র
    শুনুন l

  • @lucynaskar7290
    @lucynaskar7290 ปีที่แล้ว +2

    Kotobar sunechi. Abar sunlam . ❤❤

  • @CristianoRonaldo-gv6yq
    @CristianoRonaldo-gv6yq 4 ปีที่แล้ว +12

    কোনো প্রশংসাই যথেষ্ট নয় এরকম অনবদ্য সৃষ্টির জন্য। আর তার সঙ্গে আমার মনের মানুষ ঋতু দা। অতুলনীয় উপস্থাপন।
    কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঋতুপর্ণ ঘোষ আর কি চাই?

  • @suvanjansingha4545
    @suvanjansingha4545 ปีที่แล้ว +24

    কতবার শুনেছি, আজও সমানভাবে হৃদয় স্পর্শ করে ঋতুপর্ণ ঘোষের সুবাচনভঙ্গী....!! আর কবিগুরুর লেখার সাথে তা হয়ে উঠেছে অন্তরের প্রশান্তি ☺️💫

  • @aditiray9367
    @aditiray9367 3 ปีที่แล้ว +2

    Ato bhalo laglo ja kichu bolar bhasa kuja pachi na😶😶😶😶😶😭

  • @adrijachakraborty1004
    @adrijachakraborty1004 3 ปีที่แล้ว +10

    পুরনো বইয়ের পাতায় ঘুমিয়ে থাকা এক গল্পের আত্মা প্রাণ পেয়ে জেগে উঠল ওঁর কণ্ঠে! আর যা কিছু ছাপার আখরে লেখা হয়নি, অথচ বন্দী ছিল এতকাল কল্পনার প্রাসাদে; তারও মুক্তি হল। অনবদ্য!

  • @bappa2325
    @bappa2325 2 ปีที่แล้ว +6

    গ্রাম বাংলার কিছু নারীর অবস্থা আজও একই রকম রয়েগেছে, জীবনে সুখ কি তারা তা কখনো দেখেনি।

  • @somdeepkundu2506
    @somdeepkundu2506 5 ปีที่แล้ว +11

    বিন্দুর গায়ের আগুনের ছোঁওয়া যদি আজও আপনার লাগে, তো বুঝবেন জীবন ধর্ম টার অনেক কিছু আজ বুঝে গেলেন.. ❤️🙂

  • @bipashamondal574
    @bipashamondal574 4 ปีที่แล้ว +3

    Ar theke ar valo kechu hoi na . Thankyou so much

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 4 ปีที่แล้ว +10

    প্রথমবার শুনছি "স্ত্রীর পত্র"। অসাধারণ লাগছে।

  • @sanjibsamanta6236
    @sanjibsamanta6236 4 ปีที่แล้ว +13

    আমি গণিতের ছাত্র ! সাহিত্যে আমার বড়ো টান, সেটা রবির কোল হোক বা নজরুলের কলি। ভালো লাগে। ঠিক কতটা লাগে...আমি আমার প্রায় আর অবশিষ্ট বেঁচে থাকা ৩০ বছরের ২০ টুকু ঋতু ও রবি কে দিয়ে একসাথে ১০-১০ বছর বাঁচতে চাই। দেখতে চাই অবিচ্ছিন্ন বাংলাতে বাঙাল বাঙালির সেই দৈব মেলবন্ধনের অপূর্ব দৃশ্য।
    প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
    মোরে আরো আরো আরো দাও প্রাণ
    তব ভুবনে তব ভবনে
    মোরে আরো আরো আরো দাও স্থান ॥

  • @ananyamandal1270
    @ananyamandal1270 4 ปีที่แล้ว +7

    এই গল্পটা কয়েক দিন আগে পরলাম...আর আজ শুনলাম...মানে এক কথায় অসাধারণ ‍‍‍‍

  • @moumitabanerjee6301
    @moumitabanerjee6301 3 ปีที่แล้ว +3

    গায়ে কাঁটা দেয়।

  • @sangitanag9128
    @sangitanag9128 2 ปีที่แล้ว +8

    কী অনবদ্য সৃষ্টি সাহিত্যের। আর পাঠ ও মন ছোঁয়া।❤❤❤❤❤

  • @somasreesingharoy4872
    @somasreesingharoy4872 5 ปีที่แล้ว +29

    ঋতুপর্ণ ঘোষ এর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কম্বিনেশন।
    অনেক ধন্যবাদ রেডিও মির্চি।
    ঋতুদা এভাবেই সারাজীবন আমাদের মধ্যে বেঁচে আছেন আর থাকবেন।

  • @tapasighosh3566
    @tapasighosh3566 3 ปีที่แล้ว +4

    আমার মনে হল রবীন্দ্রনাথের মৃণাল ই এটা পাঠ করলেন! খুব সুন্দর।

  • @ishita81mukherje
    @ishita81mukherje 5 ปีที่แล้ว +11

    কিছু বলার ধৃষ্টতা করবো না, শুধু আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই রেডিও মির্চি কে ❤❤❤

  • @SayanDutta_1904
    @SayanDutta_1904 3 ปีที่แล้ว +7

    আর কিছু না হলেও বছরের দুটো দিন এটা শুনি। পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
    রবিঠাকুরের লেখা আর ঋতুপর্ণ ঘোষের পাঠ- এ জিনিস অতুলনীয় 🖤🖤

  • @mihirsarker156
    @mihirsarker156 3 ปีที่แล้ว +8

    শুনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। Mirchi Bangla এর জন্য শুভ কামনা।
    Rituparno Ghosh স্বর্গবাসী হোন!

  • @abhijitmitra697
    @abhijitmitra697 2 ปีที่แล้ว +3

    কিছুই বলার নেই। আমার তিস্তা শ্রুতি নাটকের গ্ৰুপ এই নাটক করেছেন অনেক বার। কিন্তু ঋতুপর্ণ ঘোষ এর এই পাঠ। অবিশ্বাস্য!!

  • @chinmayeedaschakladar8293
    @chinmayeedaschakladar8293 2 ปีที่แล้ว +5

    কবিগুরুর অসাধারণ সৃষ্টি। অসাধারণ পাঠ প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের। চোখ ভেসে যাচ্ছে জলে।প্রণাম কবিগুরু। প্রণাম প্রিয় পরিচালক কে।খুব মিস করি প্রিয় পরিচালক কে।

  • @minumandi9818
    @minumandi9818 3 ปีที่แล้ว +2

    Rabindranath , rituparnao dujonei govir vabe bujhechen narir dukko...

  • @ankitaganguly7481
    @ankitaganguly7481 5 ปีที่แล้ว +12

    অসাধারণ লাগলো।বলে বুঝাতে পারবো না। অনেক পুরনো জানি কিন্তু আজো তার কন্ঠ শুনে মনে হয় সে এখন আমাদের মাঝেই আছে। কি ভাবে জেন সব ফাঁকা হয়ে গেলো

  • @deetiroychowdhury9999
    @deetiroychowdhury9999 3 ปีที่แล้ว +6

    বলার ভাষা নেই! শুধু নির্বাক ! বাঙালির উজ্জ্বলতম নক্ষত্রের মুখে স্ত্রীর পত্র শুনলাম❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srmfamily9857
    @srmfamily9857 3 ปีที่แล้ว +7

    অনেক দেরিতে হলেও শুনে মুগ্ধ হলাম। রবিঠাকুরের লেখা ঋতু পর্ণ ঘোষের সুরেলা কন্ঠ দারুন লেগেছে। আহা এমষ একজন রত্ন কেন অকালে চলে গেল। আমি এখন পুরোনো সাক্ষাৎ কার গুলো দেখি শুনি আহা কত ই না জ্ঞান অর্জন ক‍রেছিলেন।

  • @sikdars
    @sikdars 2 ปีที่แล้ว +5

    Rabi thakur r Rituparno ekhane jeno mile mise ekakar hoye gechhen. Antorer goviratamo srodhya janai🙏

  • @sukantadutta4363
    @sukantadutta4363 3 ปีที่แล้ว +2

    আজও এটা যদি কেও বার বার শুনে চলেছো সেও কলাকার

  • @moumitakamila8082
    @moumitakamila8082 3 ปีที่แล้ว +5

    প্রথমবার শুনছি, Sunday suspense এর খুব ভক্ত তাই channel এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে শোনা "স্ত্রীর পত্র" , বিন্দুর মৃত্যু গায়ে কাঁটা দিয়ে উঠল আর তারপরের লাইনগুলো just❤️❤️, সত্যিই যেমন অনবদ্য লেখা তেমন পাঠ... splendid. এটা না শুনলে অনেক মূল্যবান জিনিস miss করে যেতাম, অসংখ্য ধন্যবাদ team mirchi.🙂

  • @subratamajumdar953
    @subratamajumdar953 3 ปีที่แล้ว +6

    রবি ঠাকুর ও ঋতুপর্ণ ঘোষের অসাধারন যুগল বন্দী ৷বারবার শুনেও আবার একবার শুনবার সাধ জাগে ৷সাহিত্য স্রষ্টা ও তাঁর সৃষ্টির বাচিক শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ৷সঙ্গে ধন্যবাদ রেডিও মির্চিকে ৷

  • @goutamtripathy3499
    @goutamtripathy3499 4 ปีที่แล้ว +6

    এই লেখাই রবির সমন্ধে আমাদের মিথ্যা ধারণার অবসান ঘটায়
    সত্যিই "রবি তুমি ছাড়া জীবন নিশ্ছিদ্র অন্ধকার",,,,,,,

  • @Saptarshi_4200
    @Saptarshi_4200 3 ปีที่แล้ว +4

    Rituporno Ghosh er konthoshwor eto original lagche. Eto authentic into the character.

  • @sewleebarua1451
    @sewleebarua1451 3 ปีที่แล้ว +2

    background music-er eki labonye purno pran gaaner link ki paoa jabe?

  • @sutanukascreativity4186
    @sutanukascreativity4186 3 ปีที่แล้ว +6

    অসাধারণ যতবার এই গল্পটা পড়ি শুনি পুরনো হয়না ... এত আধুনিকতার পরেও কোথাও যেনো এখনও প্রাসঙ্গিক এই গল্প ❤️ আর ঋতুপর্ণ ঘোষের কাজ নিয়ে নতুন করে কি বলবো ... অনবদ্য 🔥❤️

  • @arindampaul3546
    @arindampaul3546 4 ปีที่แล้ว +3

    Dui kingbodontir omor srishti prottokho korlam. Robi thakurer ei lekha ti radio te apni chara r keu shubichar korte parto na. We will miss you Rituporno sir.

  • @jokerbenny3960
    @jokerbenny3960 4 ปีที่แล้ว +19

    He was extraordinary human being.
    Amazing director, philosopher., Artist.
    🙏❤❤

  • @swarajmondal5917
    @swarajmondal5917 4 ปีที่แล้ว +3

    Asadharon tar sristi(Rabi Thakur)r asadharan galpo path (Rituporno ghosh)

  • @ghumparanimasipisirgolpo9421
    @ghumparanimasipisirgolpo9421 4 ปีที่แล้ว +3

    Asadharon... Kobi guru koto bochor age mrinal ke jonmo diyeche... Aj o ,kal o, pore o,jibonto thakbe ... Sobar modhdhe... Rituporno ghos er asadharon performance....

  • @subhomoyroy3366
    @subhomoyroy3366 2 ปีที่แล้ว +5

    কতবার যে শুনি নিজেও গুনে উঠতে পারিনা! এইরকমভাবেও কেউ পড়তে পারেন!!! ❤❤❤

  • @lipiroy4549
    @lipiroy4549 3 ปีที่แล้ว +3

    আজও সমানভাবে প্রাসঙ্গিক।

  • @shuptee
    @shuptee 3 ปีที่แล้ว +4

    ঋতুপর্ণ একটা ভয়ংকর জুয়েল ছিল!! মিস করি ওনাকে খুব। ওঁর প্রত্যেকটা সৃষ্টি অনবদ্য।

  • @thewandarerguy007
    @thewandarerguy007 4 ปีที่แล้ว +6

    অসংখ্য ধন্যবাদ মির্চি বাংলা। চোখে জল এসে গেল। গল্প শুনলাম না সত্যি ঘটনা বুঝেই পেলাম না। ঋতুপর্ণ এক অসাধারণ ব্যাক্তিত্ব এবং তার গলার আওয়াজ ও। মন ছুয়ে গেল।

  • @ranapatra8529
    @ranapatra8529 2 ปีที่แล้ว +5

    অসাধারণ। গায়ে কাঁটা দিয়ে উঠলো ❤️❤️

  • @nandinichatterjee5439
    @nandinichatterjee5439 2 ปีที่แล้ว +5

    অপুর্ব, অনবদ্য। ঋতুপর্ণ ঘোষের পাঠ চোখে জল এনে দেয়। সব কিছু যেন চোখের ওপর দেখতে পেলাম।

  • @sarahafrin6008
    @sarahafrin6008 ปีที่แล้ว +3

    অসাধারণ 😊😊😊😊😊

  • @shipidas502
    @shipidas502 4 ปีที่แล้ว +6

    কত বার যে শুনেছি হিসেব নেই। অসাধারণ। মানে বলে বুঝাতে পারবো না.... ঋতুপর্ণ ঘোষ 💗💗
    ভাষা হারায়ছি... উফফ!! যাস্ট অসাধারণ...

  • @manikaghosh9372
    @manikaghosh9372 2 ปีที่แล้ว +9

    Absolutely mesmerizing, both the writing and narration - synergy of two geniuses. Tagore with his deeply sensitive mind was greater than any feminist. Ritupurno did full justice. Thanks Radio Mirchi

  • @ankurmaiti5327
    @ankurmaiti5327 2 ปีที่แล้ว +2

    Kobi gurur lekha, Ritudar pathsaili AAR aaboho sob miliye onobodyo 👍👍 Gaye kanta diye uthlo.

  • @PujaDas-ri9ob
    @PujaDas-ri9ob 5 ปีที่แล้ว +8

    Thank you mirchi.. ঋতু দা কে এত বছর পরেও বারবার ফিরিয়ে দেওয়ার জন্য.. খুব thank you

  • @sunandachatterjee3751
    @sunandachatterjee3751 3 ปีที่แล้ว +6

    It's such a pity that I can only like it. A like is too little to express my true feelings.

  • @r.a.28
    @r.a.28 5 ปีที่แล้ว +12

    Dhonnyobaad, Radio Mirchi.
    Ei "Millennial" der moddhe notun kore Bangla bhasha ta firey aashche.
    Onekta *credit* Radio Mirchi ke debo.

  • @subhrabera9297
    @subhrabera9297 5 ปีที่แล้ว +4

    mone hcche sesh na holei beshi bhalo hoto....

  • @sutapamukherjee9735
    @sutapamukherjee9735 2 ปีที่แล้ว +5

    আগেও শুনেছি আবারো শুনলাম। কবিগুরুর লেখা 🙏🙏🙏 ঋতুপর্ণ ঘোষের অসাধারণ পাঠ চোখে জল এসে গেল কন্ঠস্বর হৃদয় ছুঁয়ে গেল ❤️🙏🙏🙏🙏

  • @Maryum935
    @Maryum935 3 ปีที่แล้ว +4

    পাঁচ-ছয় মাস ছাড়াই একবার করে শুনি। এতো ভালো লাগে, অনুভবে মিশে যায় সমস্তটা। 💚

  • @annishamondal9094
    @annishamondal9094 4 ปีที่แล้ว +4

    এক প্রতিবাদী নারীর গল্প।সাথে ঋতুপর্ণ ঘোষের গলা। অনেক ভালোবাসা রেডিও মির্চি কে।

  • @RishaSuper50
    @RishaSuper50 5 ปีที่แล้ว +4

    উপসসসস্ অনেক অনেক অনেক অনেক সুন্দর,,, এতটাই সুন্দর লাগলো যে বিমোহিত হয়ে শুনেই গেলাম।।ধন্যবাদ রেডিও মির্চিকে, এত টাই সুন্দর একটা content উপহার দেওয়ার জন্যে।।।।

  • @manaronjansarkar9312
    @manaronjansarkar9312 6 ปีที่แล้ว +8

    Comment e dekhlam Ekjon boleche eta ki Sunday suspence😁😀😄😁😀😊😄

  • @sumantasahoo9612
    @sumantasahoo9612 6 ปีที่แล้ว +20

    কিছু বলার ইচ্ছে থাকলেও,
    মুখে ভাষা নাই।আসাধারন।

    • @ManimalaRudra
      @ManimalaRudra 4 ปีที่แล้ว +1

      সত্যিই তাই
      *th-cam.com/video/ehJEKGCAgXU/w-d-xo.html*
      ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন প্লিজ ।

  • @amitodyutibandyopadhyay4428
    @amitodyutibandyopadhyay4428 6 ปีที่แล้ว +25

    jaak onek din khuje shesh mesh paowa gelo! Thanks Radio Mirchi!

  • @abhinandanmandal6726
    @abhinandanmandal6726 6 ปีที่แล้ว +57

    এটা এতটা অসাধারন হলো, শুধুমাত্র ঋতুপর্ণ ঘোষের পাঠের জন্য.... উনি যাওয়ার সাথে সাথে বাংলা চলচ্চিত্রের aesthetic sense টাই হারিয়েছে..

    • @subha.pixie0
      @subha.pixie0 6 ปีที่แล้ว +2

      একদম তাই..

    • @avisiktajha7118
      @avisiktajha7118 5 ปีที่แล้ว +2

      Ekdm sottiye

    • @ManimalaRudra
      @ManimalaRudra 4 ปีที่แล้ว +2

      একদম

    • @nonebutAK123
      @nonebutAK123 4 ปีที่แล้ว +4

      পুরোপুরি ঠিক নয় ,"Old is always gold" বলে পুরাতনকে আঁকড়ে পস্তাতে হবে৷ সত্যজিৎ, ঋত্বিক প্রমুখের মতো ঋতুপর্ণও legend হয়ে থাকবেন, কিন্তু তা বলে তপন-মৃণালদের মতো সৃজিত-কমলেশ্বরদের ভুললে চলবে কেন!

    • @subhashmukhopadhyaygroup940
      @subhashmukhopadhyaygroup940 4 ปีที่แล้ว +1

      @Ashis Kumar Bera সৃজিত বা কমলেশ্বর কারুর মধ্যেই ‘aesthetic’ ভাবটা নেই। ভাল ছবি বানিয়েছেন হয়তো, তবে তাতে সত্যজিৎ-ঋত্তিক বা ঋতুপর্ণের স্নিগ্ধতা নেই। বিশেষত কমলেশ্বের একটা-দুটো সিনেমা ছাড়া বাকি গুলো মোটেও বুদ্ধির ছাপ প্রকাশ করেনা..! একমাত্র যাঁর কাজে একটা সৌন্দর্য আছে, তাঁর ছবি মানুষ তেমন দেখে না: তিনি কৌশিক গাঙ্গুলি।
      আর ‘old is gold’ কথাটার একেবারেই পক্ষপাতি নই আমিও। তবে আমার এটা ভেবে খুব খারাপ লাগে, একসময় যে ইনডাস্ট্রি global stage-এ অসম্ভব উজ্জ্বল হয়ে উঠেছিল, ভারতের বাকি প্রত্যেক ভাষাগুলোর সিনেমার চেয়ে যে ভাষার সিনেমা আলাদা একটা জায়গা তৈরী করে নিয়েছিল, সেই ইনডাস্ট্রি, সেই ভাষার সিনেমার আজ এই দুর্দশা...

  • @bhagyashill3054
    @bhagyashill3054 2 ปีที่แล้ว +2

    কাঁদিয়ে ছাড়লো 😟🙏

  • @somachhabichakraborty46
    @somachhabichakraborty46 3 ปีที่แล้ว +3

    অসাধারণ। চোখে জল এসে

  • @samareshsahoo171
    @samareshsahoo171 5 ปีที่แล้ว +7

    শোনার শেষে মূহুর্তে বুকের মধ্যে একটা বিদ্যুতের লেহন বয়ে গেল ।
    এক কথায় বলতে গেলে অম্লান ।

  • @aditisworld9345
    @aditisworld9345 4 ปีที่แล้ว +2

    Aj theke koto bochor ageo thakur meyeder erkm durdosha r kotha likhe gechen..Aj o ja erkm ache

  • @barish1328
    @barish1328 4 ปีที่แล้ว +7

    অসাধারণ।
    ঋতুপর্ন ঘোষ বলেই বোধহয় বুকের মধ্যে বিধে গেলো।

  • @piyalisaha4952
    @piyalisaha4952 6 ปีที่แล้ว +20

    অসাধারণ..... আপ্লুত হয়ে শুনলাম....

  • @রাহুলঘোষ-র৪স
    @রাহুলঘোষ-র৪স 2 ปีที่แล้ว +3

    কিছু বললেই কম হবে।
    বার বার শুনতে ইচ্ছে হয়।

  • @sriparnanandandutta417
    @sriparnanandandutta417 3 ปีที่แล้ว +2

    Apurbo

  • @Partha1971
    @Partha1971 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর, মুগ্ধ হয়ে শুনছিলাম।

  • @রূপাকুণ্ডু
    @রূপাকুণ্ডু 2 ปีที่แล้ว +4

    চোখে জল এসেই গেলো,,,,,,, প্রণাম সকল শিল্পীকে,,,,,, প্রিয় ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম 😓😓😓😓

  • @suhanaahammad349
    @suhanaahammad349 2 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর

  • @rajalaha1507
    @rajalaha1507 3 ปีที่แล้ว +2

    রবি ঠাকুরের শাস্তি গল্পটা দিলে ভালো হতো 🙏🏼

  • @বাংলায়ধর্মশাস্ত্রপাঠ

    অসাধারণ,,, চুপটি করে একটিঘন্টা কাটিয়ে দিলাম,,

  • @sayanichakraborty3658
    @sayanichakraborty3658 4 ปีที่แล้ว +7

    ঋতুপর্ণ ঘোষের কন্ঠে এই গল্পটা মনে নিজস্ব জায়গা করে নিয়েছে ♥️

  • @miraseal6941
    @miraseal6941 ปีที่แล้ว +3

    মস্ত বড় চিএ পরিচালক ছিলেন উনার কণ্ঠস্বর অপূর্ব সুন্দর আমি আগে কখনো শুনিনি খুব সুন্দর লাগলো উনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ঈশ্বরের নিকট প্রার্থনা করি যেন উনার আত্ম শান্তি লাভ করে আর কবিগুরুর সব সৃষ্টি আমাদের মন কে তৃপ্তি দেয় হৃদয় শান্ত হয় কবি গুরুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম 🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @swapnilbhattacharyya2613
    @swapnilbhattacharyya2613 4 ปีที่แล้ว +5

    কী অসম্ভব সুন্দর তাঁর অভিব্যক্তি, অন্তরের মানুষটি আজ বাহিরে এলো বুঝি।

  • @sauravgupta9460
    @sauravgupta9460 5 ปีที่แล้ว +11

    Priceless Gem. Long live Ritu Da & his Rich legacy. Oshadharon.....Exceptional presentation. Ritu Da revisited Tagore in such a beautiful way. Pure Art !

  • @susantakumarganguly6811
    @susantakumarganguly6811 5 ปีที่แล้ว +8

    অসাধারণ যেমন background music তেমনি ঋতুপর্ণ ঘোষ গল্পটাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে !

  • @snehasish590
    @snehasish590 2 ปีที่แล้ว +2

    এককথায় অসাধারণ