বাজরিগার পাখি বেশি বাচ্চা দিলে করনীয় । বাজরিগার পাখির সবগুলো বাচ্চা বাচানোর উপায় ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • বাজরিগার পাখির একাধিক বাচ্চা ফুটলে কি করবেন। বাজরিগার পাখির বেশি বাচ্চা ফুটলে সবগুলো বাচ্চা বড় করার উপায়। অর্থাৎ বাজরিগার পাখির যে কয়টা ডিম দিবে সেই কয়টা ডিমে ফুটে বাচ্চা হলে সবগুলো বাচ্চা বেচে রাখতে বড় করতে আপনার কি করণীয় তার বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে।
    আমাদের আরো ভিডিও সমূহঃ
    বাজরিগার, ককাটেল, লাভবার্ডস, ফিঞ্চ পাখির ব্রিডিং ফর্মুলায় শীতকালীন সীড মিক্সড। Winter seed mixed
    • বাজরিগার, ককাটেল, লাভব...
    বাজরিগার পাখির বাচ্চা হাড়ি থেকে কখন বের করবেন | বাজরিগারের বাচ্চা কখন আলাদা করবেন | সৌখিনতার তথ্য |
    • বাজরিগার পাখির বাচ্চা ...
    বাজরিগার পাখির হাড়ি পরিস্কার । পাখির ব্রিডিং বক্স কেন কখন এবং কিভাবে পরিস্কার করবেন । সৌখিনতার তথ্য
    • বাজরিগার পাখির হাড়ি পর...
    পাখির সফটফুড | ফিঞ্চ পাখির খাবার | বাজরিগার পাখির খাবার | গরম ও শীতকালের বেষ্ট সফটফুড | সফটফুড |
    • পাখির সফটফুড | ফিঞ্চ প...
    বাজরিগার পাখি কি কি শাক খায় । বাজরিগার পাখির খাবার । পাখিকে শাক খাওয়ানোর নিয়ম ।
    সৌখিনতার তথ্য ।
    • বাজরিগার পাখি কি কি শা...
    বাজরিগর পাখির সবগুলো ডিম ফোটানোর সঠিক পদ্ধতি | Correct method of hatching all the eggs of Budgies |
    • বাজরিগর পাখির সবগুলো ড...
    #budgie
    #budgiesbaby

ความคิดเห็น • 87

  • @user-hp8tz9kh1l
    @user-hp8tz9kh1l 4 หลายเดือนก่อน +2

    Vai ami akjora runing pakhi anci ora kicoi khete chay na. oder bashay set hote minimum koto din lagbe

  • @ssediz1k
    @ssediz1k 9 หลายเดือนก่อน +2

    vai amar pakhi 3 ta baccha foteacha 4ta dim theke matro 1 tar chokh fotse bake 2 tar modhe 1 tar boyos 5 din and 2 no tar boyos 1din jetar chokh fotese setar boyos 10 din akhon soft food deya jabe ?

  • @Nabil-zl4gx
    @Nabil-zl4gx ปีที่แล้ว +3

    ভাইয়া আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে চাই। আপনার চ্যানেলে ভিডিও দেখার পর বাজরিগার নিয়ে কারও কোনো প্রশ্ন থাকার কথা না। কষ্ট করে এতো ভালো, সুন্দর আর ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার উপস্থাপনও অনেক সুন্দর ও গোছানো।💙❤️

  • @animalbirded
    @animalbirded 7 หลายเดือนก่อน +1

    সুন্দর ভিডিও ❤❤❤

  • @sumonahmed-sd5bk
    @sumonahmed-sd5bk 2 หลายเดือนก่อน +1

    Bird care app এ শুধু বাজিগর পাখি সম্পর্কে বিস্তারিত। অন্য পাখি সম্পর্কে বিস্তারিত নাই। তাই অন্য পাখি সম্পর্কে বিস্তারিত তাড়াতাড়ি দেন। বিশেষ করে কোকাটেল পাখি
    সম্পর্কে।
    ❤❤🙏🙏🙏

  • @NahidaAkter-by5vp
    @NahidaAkter-by5vp 6 หลายเดือนก่อน +1

    Amer aro aga dakha uchit silo

  • @barunday2545
    @barunday2545 6 หลายเดือนก่อน +1

    Amar boro pakhi hothath kapche khache na. Meye pakhi. Ki holo?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  6 หลายเดือนก่อน

      প্যারালাইসিস হয়ে গেছে কিনা লক্ষ্য করেন। তাহলে ভিটা ৩ ভেট দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। এছাড়াও ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন ঔষধ খাওয়াতে হবে। প্যারালাইসিস না হয়ে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ঠান্ডা লাগার চিকিৎসা করান। পাখির আসলে কি হয়ে আর কি মেডিসিন কি নিয়মে খাওয়াবেন এগুলো ভালভাবে বুঝতে হলে Birds Care: Food and Health অ্যাপ টা ইন্সট্রল করে ট্রিটমেন্ট সেকশনে গিয়ে দেখে নেন আর সেই অনুযায়ি ব্যাবস্থা নেন।

  • @SamiaSultana-m6n
    @SamiaSultana-m6n ปีที่แล้ว +1

    Vaiya...Ami 1 jora pakhi palon kori...Amar pakhir 1ta bacha hoyse .. Akhon bacha pakhike ki aklai onno kasate rakhbo.. Na onno pakhi kine tarpor 2ta 1 sathe rakhbo

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      Bacca boro hole abar dim bacca korate caile baccata alada kore dite hobe. Akhn alada khacay akta rakhte paren ba issa korle aro pakhi rakhte paren. But breed koranor jonno ak khacay ak jora.

  • @tazkintumpa6371
    @tazkintumpa6371 ปีที่แล้ว +1

    Many thanks for your information

  • @borhanuddin-zf2gv
    @borhanuddin-zf2gv ปีที่แล้ว +2

    আমি নতুন, পাখি পালতে শুরু করেছি আলহামদুলিল্লাহ ৫/৬টি বাচ্চা দিছে আমি কি ভাবে আমার বাচ্চাদের বাচাতে পারি।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      এর সমাধান ত এই ভিডিও টা। ভিডিও না দেখলে বুঝবেন কেমনে

  • @MariaSinthia-qj2ko
    @MariaSinthia-qj2ko 4 หลายเดือนก่อน

    vaia..amr pakhir bacchar boyos 20 din holei..or ma r baccha ke khawai na..kno amn kore sob somoy??😢

  • @MyTameBird
    @MyTameBird ปีที่แล้ว +1

    Thanks.

  • @TalukderMuhammadAbuZahid
    @TalukderMuhammadAbuZahid ปีที่แล้ว

    Vai ami hari celan korar por Pakhi ar baccar kache jacche na, baccagula ki mara jabe?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      বাজরিগার পাখির হাড়ি পরিস্কার করার একটা ভিডিও আছে চ্যানেলে সেখানে আমি যে বিষয়গুলো বলেছে তার মধ্যে কিছু কি মিসটেক করেছেন কিনা ভিডিও টা দেখেন

  • @sushmitasahu6560
    @sushmitasahu6560 ปีที่แล้ว +1

    Amar pakhi dim siddho khay na. Onk bar diyechi

  • @dipokshil3610
    @dipokshil3610 ปีที่แล้ว +1

    Vai sit kalkay koidin Lagay bajegar pakhi bassa hoytay please bolban

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      ৩৫ দিনে বাবা মা পাখি থেকে আলাদা করা যায়

    • @dipokshil3610
      @dipokshil3610 ปีที่แล้ว

      Pakhi bassa futay koydinay

  • @mdmunjurulislam5839
    @mdmunjurulislam5839 ปีที่แล้ว +1

    ভাই আমার পাখি বাচ্চা তোলার পর অনেক দুর্বল হয়ে গেসে এখন আমি কোন ওষুধ খাওয়াতে পারি প্লিজ বলেন ভাই

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      Valo valo khabar den. Khabar a na hole tokon medicine a jaben. Vita 3 vet ata khawyate paren

  • @borhanuddin-zf2gv
    @borhanuddin-zf2gv ปีที่แล้ว +1

    আমার বাচ্ছা গুলো এখনো চোখ ফুটেনী আমি নিয়মিত কলমী শাক দিচ্ছি কোনো সমস্যা হবে।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      পায়খানা সবুজ হয়ে যেতে পারে আর হাড়ি ভিজে থাকতে পারে

  • @alokmondol4136
    @alokmondol4136 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @rakeshchandra8623
    @rakeshchandra8623 ปีที่แล้ว

    Dada amar pakhi dim deache r onno 1ta pakhi dim venge dicche
    Upai ki

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      dada aponar ei duita problem er upor duita video ase dekhen channel a

  • @hzhimu9393
    @hzhimu9393 ปีที่แล้ว +1

    Na jane chokh futar age softfood diyechilam 4tar moddhe 3ta ses🙂

  • @akmkamruzzaman9912
    @akmkamruzzaman9912 ปีที่แล้ว +1

    আমি বাজিগর পাখিকে সিট মিক্স ও ভেজা গম দিয়ে থাকি কিন্তু বাচ্চার পুস করে হাড়ি ভিজে থাকে এখন আমি কি করতে পারি।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      Hari vije thakar karon niye akta video ase kindly ota dekhen channel theke

  • @Islamic5528
    @Islamic5528 ปีที่แล้ว +1

    আমার পাখি তিনটা ডিম দিছে প্রথম তিন থেকে চার দিন তা দিয়েছে এখন আর সে ডিমে তা দিতে চাচ্ছে না। বাইরে এসে বসে থাকে তো এক্ষেত্রে করণীয় কি?
    এবং কিভাবে ডিম থেকে বাচ্চা পাবো

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      Budgerigar pakhi dim a ta na dewyar karon o somadhan er video dewya ase channel a dekhun.

  • @litonmohammed2709
    @litonmohammed2709 ปีที่แล้ว +1

    Vaiya ami notun pakhi ansi dim soho kintu ora akhon dim e ta disse na akhon ki korbo😥

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      আপনাকে থেকে বেশি টাকা নেওয়ার জন্য ডিম সহ পাখি ধরে দিছে। সত্যিই কি ঐ পাখিরি ডিম ওগুলা সেটা আপনি জানেন? ডিম সহ পাখি কিনার ভুল কখনোই করবেন না। পাখির বয়স কত জোড়া ঠিক আছে কিনা এগুলো দেখেন আগে। আর ঐ ডিমে পাখি বসবে না

    • @litonmohammed2709
      @litonmohammed2709 ปีที่แล้ว +1

      @@soukhinotartottho na vaiya pakhi ter e dim jar thake nisi oikhane ta dise dim

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      @@litonmohammed2709 তারপরও যদি ডিমে তা না দেয় তাহলে করার কিছুই নাই। পাখির পরিবেশ পরিবর্তন এর জন্য এমন প্রব্লেম হয়

    • @litonmohammed2709
      @litonmohammed2709 ปีที่แล้ว +1

      @@soukhinotartottho Oo

    • @litonmohammed2709
      @litonmohammed2709 ปีที่แล้ว

      Vaiya amer ager akta pakhi 4 ta dim niye bose ase tai ami ai dim gula light diye chak kore 4 ta dim oke diye disi akhon o 8 dim ta ditase 8 ta dimei baccha ase akhon oki ato gula baccha futle boro korte parbe plz janoben

  • @susmitamaity5615
    @susmitamaity5615 ปีที่แล้ว +1

    ফ্রিঞ্জ পাখি র জোড়াতে বয়সের পার্থক্য থাকলে কি ডিম দেবে?? ফিমেল এর বয়স ৬ মাস,আর মেল এর বয়স ৪.৫ মাস। Please janan

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      Dim dibe but dim fertile hobe kom. Sele tar boyos beshi den.

  • @gamingprosadik1289
    @gamingprosadik1289 ปีที่แล้ว

    ভাই পুর সাদা বেংগলি ফিঞ্চ এর সাথে চক বেংগলি ফিঞ্চ জরা দেয়া যাবে

  • @MDNayeem-ve8oj
    @MDNayeem-ve8oj ปีที่แล้ว +1

    আমার পাখিতে ৮ টি ডিম পারছিলো কিন্তু ৩ টা বাচ্চা বড়ো হয়েছে আর শেষে যে বাচ্চা ফুটছে তাদের না খাওয়ানের কারনে মারা গেছে আমার করনিও কী ??

  • @radheshyamsaha1624
    @radheshyamsaha1624 ปีที่แล้ว +1

    5- 6 bar Dim dilo.kintu ekbar o Bachcha hochche na ki Karonio??

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      পাখিকে রেস্ট দেন। জোড়া চ্যাঞ্জ করেন। ফুল ব্রিডিং কোর্স করায়ে আবার জোড়া দেন।

  • @jsjoy3687
    @jsjoy3687 ปีที่แล้ว +1

    ডিম থেকে বাচ্চা দিতে কতো দিন লাগে

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      এটার বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে।

  • @sumaiyaakter3614
    @sumaiyaakter3614 ปีที่แล้ว +1

    ভাইয়া, আমার ১ জোড়া পাখি কখনোই ৪ টার বেশি ডিম্ দেয় না। আমি সিডমিক্স , শাক সব ই খাওয়াই। কি জন্য এমন হচ্ছে।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      চারটি ডিমেই বাচ্চা হয়? আর কয়বার ডিম বাচ্চা করে নিলেন?

    • @sumaiyaakter3614
      @sumaiyaakter3614 ปีที่แล้ว +1

      @@soukhinotartottho ৪টা ডিমের বাচ্চা হয় না। একবার ৩টা বাচ্চা ফুটছিলো কিন্তু ১টা জীবিত ছিল,পরের বার ২টা জীবিত ছিল.৪ বার ডিম বাচ্চা করে নিয়েছি। একবার সব বাচ্চা এ মারা গেছে। মিনারেল ব্লক ও দিয়ে রাখি খাচাতে।
      আর বাকি ২ জোড়া পাখি অনেক দিন হলো ডিম্ দেয় না।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      @@sumaiyaakter3614 অতি সত্তর পাখিকে আলাদা করে। রেস্ট দেন। ভাল মানের খাবার দেন। ব্রিডিং কোর্স করান। দুই মাস পর পাখি ধরে দেখবেন যদি পাখি হেলদি হয় আর চঞ্চল থাকে তাহলে আবার জোড়া দিবেন। তারপর ডিম যে কয়টা দিবে সবগুলোতেই বাচ্চা পাবেন ইনশাআল্লাহ।

  • @MiAbid007
    @MiAbid007 ปีที่แล้ว +1

    ভাই আমার বাজরিগা পাখির চারটা বাচ্চা ছিল কিন্তু তিনটা বাচ্চা মারা গেছে কী করব

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      হাড়ির মধ্যে বাচ্চা মারা যাওয়ার কারন ও সমাধান একটা ভিডিও আছে চ্যানেলে দেখুন। ঐখানেই সমাধান পাবেন

  • @Tanjimul178
    @Tanjimul178 6 หลายเดือนก่อน +1

    ভাই বাচ্চা দেওয়ার পর মেয়ে পাখি ছেলে পাখি কে মারে তাহলে কি করবো😢

    • @soukhinotartottho
      @soukhinotartottho  6 หลายเดือนก่อน

      ডিম বাচ্চা করানোর আগেই সেই ব্যাবস্থা নেওয়া উচিত ভাই তাহলে এই প্রব্লেমে পরতেন না। এখন্ যেহেতু এমন হচ্ছে তাআহলে পাখির দিকে নজর রাখেন যে বাচ্চাদের মারতেছে কিনা। ভাল হয় ফিমেল কে আলাদা করে দেওয়া আর বাচ্চাদের হ্যান্ড ফিডিং করানো। ফিমেল কে ব্রিডিং কোর্স করান। আরো বিস্তারিত জানতে এই টপিকে চ্যানেলে ভিডিও আছে ওটা দেখতে পারেন্ন।

  • @Mahfuja864
    @Mahfuja864 ปีที่แล้ว +1

    ভাইয়া৷ আপনার বাড়ি কোথায়

  • @gamingprosadik1289
    @gamingprosadik1289 ปีที่แล้ว +1

    ভাই আমি জানি যে এরকম হইনা। কিন্তু আমার পাখি এমনই করসে।আমার ফিঞ্চ পাখি একটা আকারে ছোট আর আরেকটা বর।অদের কোন মতেই ছেলে মে চেনা জাসসে না।অদের দুজনেরি ঠোট একই।অরা দুজনি দুজনকে মেতিং কল দেই এবং অরা দুজনি দুজনের উপর উঠে মেতিং করসে এটা কি করে সম্ভব।কিন্তু দোকান্দার বলেসিল অরা নাকি ডিম পেরেছিল আগে। কি হচ্চে কিছুই বুজসি না ভাই আপনি যদি পারেন তাহলে একটু বলেন। ভাই অদের কে কি ভিটামিন ই কেপ্সুল খাওয়াব নাকি আর আলাদা করে রাখব নাকি।ভাই আপনি বলেসিলেন না দুইটাই মেল হলে মারামারি করে কিন্তু অরা মারামারিও করে না

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      ভাই বাজরিগার পাখির ভিডিও দেখে ফিঞ্চ পাখির সমস্যা বলতেছেন বুঝলাম না। ফিঞ্চ পাখির ছেলে মেয়ে চেনার ভিডিও আছে চ্যানেলে ওটা দেখেন। আর পাখি না দেখে আমি বলতে পাচ্ছি না ভাই। মেটিং যেহেতু করছে তাহলে কিছুদিন অপেক্ষা করে দেখেন ডিম দেয় কিনা। যদি ডিম না দেয় তাহলে অবশ্যই জোড়া চ্যাঞ্জ করে দিবেন আর ডিম দিলে ত বুঝতেই পারবেন যে জোড়া ঠিক আছে।

  • @KuL007
    @KuL007 ปีที่แล้ว +3

    আমি যেটা করি আমার একসাথে দুই তিন জোড়া পাখি প্রায় একসাথে ডিম বাচ্ছা দেয়, যে বাচ্ছা গুলো দেরিতে ফোটে ছোটো থাকে তখন আমি হাঁড়ি পরিষ্কার করে ছোটো বাচ্চা গুলো আলাদা করে এক হাড়িতে দিই আর বড়ো বাচ্ছা গুলো আলাদা করে দিয় এতে একটিও বাচ্ছা মরে না ।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +3

      গুড ওয়ার্ক ব্রো। বাট যাদের ১/২ জোড়া পাখি আর একসাথে বাচ্চাও ফোটে না তাদের জন্য সৌখিনতার তথ্য টা কাজে দিবে ইনশাআল্লাহ।

  • @munni8158
    @munni8158 ปีที่แล้ว +1

    আমার পাখি ৬ টা ডিম দিছে পরে ২ টা ফুটছে আর বাকি গুলো পরে ফুটবে মনে হয়, কিন্তু এখন ২য় বাচ্চাটা.মারা গেছে কেন মারা গেল বুঝলাম না, আর ১ ম বাচ্চাকে হ্যান্ডফিডিং করাইছি, বাচ্চাটার বয়স ৪ দিন হলো

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      কেন মা পাখি খাওয়াচ্ছে না?

    • @munni8158
      @munni8158 ปีที่แล้ว +1

      @@soukhinotartottho প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ রিপ্লে দেওয়ার জন্য, 💝💗💘💘💞
      না খাওয়াচ্ছে, কিন্তু আমি একবার পাখি গুলোকে রোদে দিয়েছিলাম এখান থেকে ঝামেলা হইছে নাকি বুঝতাছি না, যেই পাখিটা মারা গেছে ওইটার শরীরে কোন কাটা ছেড়া নাই, এমনিতেই মরে গেছে ৩৬ ঘন্টা ছিলো

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      @@munni8158 পাখিকে বেশি ডিস্টার্ব করলে বা পাখির খাচা এখানে ওখানে মুভ করলে পাখি নিজেই মেরে ফেলবে বাচ্চাদের।

  • @mdfariya937
    @mdfariya937 ปีที่แล้ว +1

    আমার পাখি একটা ডিম দিচে৷.... তিন চার দিন পর খেয়ে পেলচে আর এখন ডিম দিচ্চে না

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      khacay ketel fish bon den, minarel block den, calplax osud khawyan

  • @YakubHassan-j1r
    @YakubHassan-j1r ปีที่แล้ว +1

    আমার পাখি ১০টা ডিম দিয়েছে

  • @mariyaahmed439
    @mariyaahmed439 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার পাখি অনেক বার ডিম দিয়েছে কিন্তু বাচ্চা ফটে না

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      এই সমস্যা বেশ কিছু কারনে হয়ে থাকে। তার মধ্যে প্রধান কারণ হল পাখির সাকশেস মেটিং না হওয়া। পাখির সাকসেকফুল মেটিং কিভাবে বুঝবেন চ্যানেলে ভিডিও আছে সেটা দেখেন। আর একটা কাজ করতে পারেন। পাখিকে আলাদা করে রেস্ট দেন ভাল খাবার দেন তারপর আবার জোড়া দিবেন

    • @mariyaahmed439
      @mariyaahmed439 ปีที่แล้ว +2

      ভাইয়া পাখিকে কত দিন পর্যন্ত আলাদা রাখব

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      @@mariyaahmed439 ফিমেল পাখিটা ধরে দেখেন পাখির শরীর কেমন। বুকের হাড় বের হওয়া ও ওজন কমে গেলে ২ মাস আলাদা রাখেন। অন্যথায় ১ মাস। তারপর আবার পাশাপাশি দুইটা খাচায় ছেলে মেয়ে রাখেন। যখন জোড়া নেওয়ার লক্ষন দেখতে পারবেন তখন ফিমেলটা ধরে মেলটার খাচায় দিয়ে দিবেন। আর ভাল হয় যদি জোড়াটা চ্যাঞ্জ করে দিতে পারেন

    • @mariyaahmed439
      @mariyaahmed439 ปีที่แล้ว

      ​@@soukhinotartottho
      কিন্তু ভাইয়া আমার পাখি তো কামুর দেয় ধরা যায়না আর পাখি ডিম দিতেছে এখন আলাদা কল্লে কি সমেস্যা হবে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว

      @@mariyaahmed439 এইবার নিয়ে কতবার ডিম দিলো?

  • @nasrullahsarkar
    @nasrullahsarkar ปีที่แล้ว +1

    আপনি পাখি বিক্রি করেন না ভাইয়া?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      জ্বি ভাই।

    • @nasrullahsarkar
      @nasrullahsarkar ปีที่แล้ว

      কি কি পাখি আছে ভাইয়া বিক্রি করার মতো?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  ปีที่แล้ว +1

      @@nasrullahsarkar বর্তমানে জেব্রা ফিঞ্চ আছে। ১৫ দিন পর বাজরিগার ও হবে বিক্রয় এর জন্য। কিন্তু ভাই বগুড়ার মধ্যে ছাড়া দেওয়া সম্ভব না।

  • @MdHanif-m8y
    @MdHanif-m8y ปีที่แล้ว +1

    ❤❤❤