ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Darjeeling tila sreemognl || ছবির মতো সাজানো সুন্দর এই ‘দার্জিলিং টিলা’

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2023
  • ছবির মতো সাজানো সুন্দর এই ‘দার্জিলিং টিলা’
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একেক চা-বাগানের সৌন্দর্য একেক রকম। নয়নাভিরাম সেই সৌন্দর্যের টানে বছরজুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এম আর খান চা-বাগানের ‘দার্জিলিং টিলা’।
    শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এম আর খান চা-বাগানের অবস্থান। বাগানের ৭ নম্বর সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিংয়ে অবস্থিত চা-বাগানের মতো। সাজানো-গোছানো জায়গাটি তাই সবার কাছে পরিচিতি পাচ্ছে ‘দার্জিলিং টিলা’ নামে।
    সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের কারণে কয়েক মাস ধরে পর্যটকদের কাছে জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। ছুটির দিনগুলোয় এই জায়গায় স্থানীয় লোকজন ও পর্যটকদের ভিড় লেগে থাকে। একসময় জায়গাটিতে যেতে অনুমতির প্রয়োজন হলেও এখন লোকজন বেশি হওয়ায় চা-বাগান কর্তৃপক্ষও জায়গাটি প্রায় উন্মুক্ত করে দিয়েছে। চা-বাগানে প্রবেশের সময় নাম-ঠিকানা লিখে যেতে পারছেন দর্শনার্থীরা।
    দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসছেন শ্রীমঙ্গলের ‘দার্জিলিং টিলায়’ছবি
    #শ্রীমঙ্গল #দার্জিলিং_টিলা’#bangladesh #মৌলভীবাজার #travel #2023#দার্জিলিং_টিলা#শ্রীমঙ্গল_দার্জিলিং_টিলা ‪@sksojibvlogs4017‬
    #no_copyright_free_music
    • royalty free folk musi...

ความคิดเห็น •