তুমি মরে গেলেও থামবো না আমি...... আঁধার এই তিন দেয়ালের ঘরে একা একা বসে আজ কেমন লাগছে? বলেছিলাম এদিন আসবে পুরনো গানে! পুরনো গানে! তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো তুমি আয়নায় দাঁড়িয়ে তোমার পেছনে, সামনে নেই কেউ আজ দাঁড়িয়ে, কোনখানে তুমি কি ভেবেছো কাঁদছি আমি? তুমি কি ভেবেছো ঝরছে রক্ত? তুমি ভেবেছো এখনো তোমার আমি? তুমি ভেবেছো নই আমি আর শক্ত? তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে? নিজেকেই আজ জিজ্ঞেস করো যতো মিথ্যে গল্প লিখেছিলে যতো মূত্র চোখে ঝরিয়েছিলে যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে পাবে না ফেরত তুমি, ভেবেছিলে? তুমি মানে মগজ পচন তুমি মানে কাপুরুষের ধর্ষণ তুমি মানে মন বিকলাঙ্গ তুমি মানে পচে যাওয়া রক্ত তুমি মানে মগজ নষ্ট তুমি মানে গর্ভপাতের কষ্ট তুমি মানে পথভ্রষ্ট তুমি মানে... তুমি মানে... তুমি মানে......... কখনও কি তোমার মনে হয়েছে তুমি কোথাও নেই? শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি? বজ্রপাত হোক আর না হোক ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক চারিপাশে থাকবে তোমারই সবসময় অন্ধকার তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা? অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা? আমার আগের মত কান্না পায়না... আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা, আমার এক ফোঁটা রক্ত তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামী তুমিই তো বলেছিলে মানুষ বদলায়. আমিও বদলে গেছি!
তুমি মরে গেলেও থামবোনা আমি! আঁধার এই তিন দেয়ালের ঘরে একা একা বসে কেমন লাগছে? বলেছিলাম, এই দিন আসবে! পুরনো গানে, পুরনো গানে... তীব্র ব্যর্থতার এই দৃশ্য দেখো তুমি আয়নায় দাঁড়িয়ে। তোমার পেছনে, সামনে; নেই কেউ আজ দাঁড়িয়ে কোনোখানে... তুমি কি ভেবেছো কাঁদছি আমি? তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?? তুমি ভেবেছো এখনো তোমার আমি! তুমি ভেবেছো নই আমি শক্ত!! হা..হা...হা.... তোমার ঐ ধোঁকা দেয়া চোখ দুটো; উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো! কী দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে? নিজেকেই আজ জিজ্ঞেস করো..! যত মিথ্যে গল্প লিখেছিলে, যত মূত্র চোখে ঝরিয়েছিলে; যত লোভ নিয়ে কাছে টেনেছিলে.. পাবেনা ফেরৎ, তুমি ভেবেছিলে..? তুমি মানে মগজ পচন! তুমি মানে কাপুরুষের ধর্ষণ! তুমি মানে মন বিকলাঙ্গ! তুমি মানে পঁচে যাওয়া রক্ত! তুমি মানে মগজ নষ্ট! তুমি মানে গর্ভপাতের কষ্ট! তুমি মানে পথভ্রষ্ট! তুমি মানে.. তুমি মানে.. তুমি মানে.. তুমি মানেএএএ..... !...নিকৃষ্ট...! কখনো কি তোমার মনে হয়েছে তুমি কোথাও নেই? শুরু কিংবা শেষ, অথবা মাঝামাঝি! বজ্রপাত হোক আর না হোক, ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক; চারিপাশ যে থাকবে তোমারই সবসময় অন্ধকার... তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা? অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?? আমার আর আগের মত কান্না পায়না! আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা!! আমার এক ফোঁটা রক্ত; তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামী..!! তুমিই তো বলেছিলে, মানুষ বদলায়! আমিও বদলে গেছি...!!!
গানের ইন্ট্রুতেই যখন লেখা থাকে যে “This Song is Based on a True Story” তখনি তো ভিতরটা একদম নাড়া দিয়ে উঠে! কতটা ঘৃণা থাকলে সুমন ভাই তার গলায় এই গানটা ধারণ করতে পারে শুধু এটাই মাঝে মঝে চিন্তা করি।হেটস অফ সুমন ভাই🙂🔥
"এপিটাফ" আর "যদি কোনো দিন" এই দুটি গান শোনার পর প্রাক্তনের জন্য অনেক কান্না করতে ইচ্ছা করছিলো কিন্তু আবার এই গান শুনে আবার শক্ত হয়ে গিয়েছি।এখন খুব হাসতে ইচ্ছা করতেছে।😊😊😊
kushalmonkey loge tor bal er choumin Tor Shaua babareo dhl koira pathaia dimu ne , hete oi choumin khaia aishob baaler gaan bajaibo , ar tora baler fanera bahoba dibi.
গত দুই দিন যাবৎ কতবার শুনেছি গানটা, আমি নিজেও জানি না। গানটা শুনে এক প্রকার তৃপ্তি পাই, মনে মনে হাসি পায়...... ধন্যবাদ সুমন ভাই, এমন একটা গান উপহার দেওয়ার জন্য। (তুমি মানে গর্পপাতের কষ্ট.......)
সত্যিকারের ফিরে আসার গল্পগুলো সত্যি হউক এভাবেই। এটি কোনো গান নয়, একটি জীবন্ত মৃত্যুর শেষ মুহূর্তটা । দশ বছর পর যদি বেঁচে থাকি আবারো ফিরে আসবো। ততোদিন গানটি তার মতো রঞ্জন করে ফিরুক। (২০১৯ থেকে ২০২১ এও শুনছি 😊)
অনেক দিন পর আবার বেস বাবা কে দেখালাম অনেক ভাল লাগলো.... সুমন ভাই এভাবে সব সময় আমাদের সাথে থাকাবেন। আল্লাহ্ কাছে প্রার্থনা এটাই আল্লাহ্ যেন আপনাকে আমাদের মাজে রাখেন সব সময়। কেন্সার তুই নিকৃষ্ট। we love you bassbaba
সে কিছুদিন আগেই প্রাক্তন হইলো। কষ্টটা থেকে বাঁচার উপায় খুজতিছিলাম😅। তখন মনে পড়ে গেলো এই ঔষধের কথা🖤 ধন্যবাদ সুমন ভাই আমাদের ভাঙা মনকে শান্ত রাখার জন্য♥️✨
স্মৃতি হিসাবে একটা ছোট কথা বলে যাই৷ টানা ছয় বছর একটা মেয়েকে একতরফা ভালোবাসবার পর, অপেক্ষা করার পর একটু আগে তার অকথ্য ভাষার অপমান হজম করে এসে গানটা শুনছি৷ ছয় বছরের একতরফা প্রেমের এই ছিলো প্রতিদান। সুমনভাই ধন্যবাদ৷ জীবন সুন্দর!
নিকৃষ্ট এ গানটি নতুন করে অন্যরকম ভাবে একটি ভাল লাগা এনে দিলো ! এ গানটি যেন হাসতে হাসতে যেন বলার মত একটি ফিল এনে দিলো ! বসের চিন্তা দ্বারা সত্যি অসাধারণ
একেক মানুষ একেক রকম, আপনি একটু বেশিই আলাদা, আর সেটা খুব ভালো করে বুঝা যায়, আপনার গান গুলো শুনলে, মন থেকে দোয়া করি আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন, আর নতুন নতুন ভিন্ন রকম গান উপহার দিন, ঠিক পুরোনো দিনের মতো।. Love YOU Sir......
অসাধারণ শব্দটা এই গানের জন্য খুবই কম হয়ে যায়। অসাধারণের চাইতেও অনেক বেশি অসাধারণ ❤❤❤। তাপস ভাইয়ের কম্পোজিশন অসম্ভব ভালো হয়েছে। ভালো থাকুক অর্থহীন; ভালো থাকুক সুমন ভাই ❤❤❤
Miss you Sumon vai@ love from ♥ @from 1995 to till now i still hear all song of the all types of band of the world but really its truth that mystry of Aurthohin is Their own lyrics. No one can write this tyoe of lyrics Written by sumon vai , especially thanks to sumon vai.....Only a musician can realize the music, a musician can give up everything but never give up the music....❤❤❤❤
কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই? শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি বজ্রপাত হোক আর না হোক ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক চারিপার্শ্বে থাকবে তোমারই সবসময় অন্ধকার তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে উঠার কথা? অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হওয়ার কথা? আমার আর আগের মত কান্না পায় না আমার আর তোমার জন্য রক্ত ঝরে না আমার এক ফোঁটা রক্ত তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামি তুমিই তো বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি"
আঁধার এই তিন দেয়ালের ঘরে একা একা বসে আজ কেমন লাগছে? বলেছিলাম এদিন আসবে পুরনো গানে! পুরনো গানে! তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো আয়নায় তুমি দাঁড়িয়ে তোমার পেছনে, পাশে, সামনে নেই কেউ আজ, নেই কোনখানে তুমি কি ভেবেছো কাঁদছি আমি? তুমি কি ভেবেছো ঝরছে রক্ত? তুমি ভেবেছো এখনো তোমার আমি? তুমি ভেবেছো নই আমি আর শক্ত? তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে? নিজেকেই আজ জিজ্ঞেস করো যতো মিথ্যে গল্প লিখেছিলে যতো মূত্র চোখে ঝরিয়েছিলে যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে ভেবেছিলে কি সেসব আসবেনা ফেরত? তুমি ভেবেছিলে হারাবো আমি ...এই অন্ধকারে দেখো কার চোখে আজ রক্ত ঝরে তুমি কি ভেবেছো সমাজ, সেন্সর বোর্ড আমি গোনায় ধরছি এই গান লিখতে গিয়ে? দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি তুমি দুই পয়সার হ্যোর, তোমায় চুদিনা আমি
ধন্যবাদ বেসবাবাকে এমন অনবদ্য এক মহৌষধ দেওয়ার জন্য। অসুস্থ এক প্রপাগাণ্ডা থেকে বের হতে এই গান আমাকে অসীম সাহায্য করেছে। এ কয়েকলাইনের একটা গান নয়_এ আমার মত ধোঁকা খেয়ে যাওয়া মানুষগুলোর জন্যে এক মহাকাব্য🤟
তুমি মরে গেলেও থামবো না আমি......
আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগছে?
বলেছিলাম এদিন আসবে
পুরনো গানে! পুরনো গানে!
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো তুমি আয়নায় দাঁড়িয়ে
তোমার পেছনে, সামনে
নেই কেউ আজ দাঁড়িয়ে, কোনখানে
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি আর শক্ত?
তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো
যতো মিথ্যে গল্প লিখেছিলে
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে
যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে
পাবে না ফেরত তুমি, ভেবেছিলে?
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে... তুমি মানে... তুমি মানে.........
কখনও কি তোমার মনে হয়েছে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি?
বজ্রপাত হোক আর না হোক
ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক
চারিপাশে থাকবে তোমারই সবসময় অন্ধকার
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?
আমার আগের মত কান্না পায়না...
আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা, আমার এক ফোঁটা রক্ত
তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামী
তুমিই তো বলেছিলে মানুষ বদলায়.
আমিও বদলে গেছি!
THANK YOU FOR GIVING US LYRICS.
তুমি মরে গেলেও থামবোনা আমি!
আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে কেমন লাগছে?
বলেছিলাম, এই দিন আসবে!
পুরনো গানে, পুরনো গানে...
তীব্র ব্যর্থতার এই দৃশ্য দেখো
তুমি আয়নায় দাঁড়িয়ে।
তোমার পেছনে, সামনে;
নেই কেউ আজ দাঁড়িয়ে কোনোখানে...
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত??
তুমি ভেবেছো এখনো তোমার আমি!
তুমি ভেবেছো নই আমি শক্ত!!
হা..হা...হা....
তোমার ঐ ধোঁকা দেয়া চোখ দুটো;
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো!
কী দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো..!
যত মিথ্যে গল্প লিখেছিলে,
যত মূত্র চোখে ঝরিয়েছিলে;
যত লোভ নিয়ে কাছে টেনেছিলে..
পাবেনা ফেরৎ, তুমি ভেবেছিলে..?
তুমি মানে মগজ পচন!
তুমি মানে কাপুরুষের ধর্ষণ!
তুমি মানে মন বিকলাঙ্গ!
তুমি মানে পঁচে যাওয়া রক্ত!
তুমি মানে মগজ নষ্ট!
তুমি মানে গর্ভপাতের কষ্ট!
তুমি মানে পথভ্রষ্ট!
তুমি মানে.. তুমি মানে.. তুমি মানে..
তুমি মানেএএএ.....
!...নিকৃষ্ট...!
কখনো কি তোমার মনে হয়েছে
তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ, অথবা মাঝামাঝি!
বজ্রপাত হোক আর না হোক,
ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক;
চারিপাশ যে থাকবে তোমারই
সবসময় অন্ধকার...
তোমার জন্য লিখতে লিখতে
আমার হাত কি এখন কেঁপে ওঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি
একটু ঝাপসা হবার কথা??
আমার আর আগের মত কান্না পায়না!
আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা!!
আমার এক ফোঁটা রক্ত;
তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক
চিন্তাধারার চেয়ে অনেক দামী..!!
তুমিই তো বলেছিলে, মানুষ বদলায়!
আমিও বদলে গেছি...!!!
উউ
Humm
তুমি কি ভেবেছো কাদছি আমি .?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত .?
তুমি ভেবেছো এখনও তোমার আমি.?
তুমি ভেবেছো নই আমি শক্ত.?
Much, much Love & Respect from India. Sir.
Love dada from bangladesh 🇧🇩
Welcome brother
Thanks 🇧🇩🇧🇩🇧🇩
Take love from Bangladesh
Tnx you dada
শিশির ভাই এইটা কি দেখাইলেন!!! just wow😲
গানের ইন্ট্রুতেই যখন লেখা থাকে যে “This Song is Based on a True Story” তখনি তো ভিতরটা একদম নাড়া দিয়ে উঠে! কতটা ঘৃণা থাকলে সুমন ভাই তার গলায় এই গানটা ধারণ করতে পারে শুধু এটাই মাঝে মঝে চিন্তা করি।হেটস অফ সুমন ভাই🙂🔥
"এপিটাফ" আর "যদি কোনো দিন" এই দুটি গান শোনার পর প্রাক্তনের জন্য অনেক কান্না করতে ইচ্ছা করছিলো কিন্তু আবার এই গান শুনে আবার শক্ত হয়ে গিয়েছি।এখন খুব হাসতে ইচ্ছা করতেছে।😊😊😊
@Showkat Ali suneci to
@@ZubiDubiBviewssecondsago ভাই গুটি শুনেন
@@godofdeath7891 Suneci
Nikristho,1,2,3 shunen.😀
Aushomapto!!
এই লোকটা একটা জীবন্ত ইন্সপিরেশন 🖤
যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি,
হাজার বছর বেচে থাকুন ভাই 🖤🖤🖤
Agreed 🪐
Thik bolsen
Sumon vai government laboratory high school dhaka te porse
Ami government laboratory high school a pori
অর্থহীন আবারও জ্বলবে।। 🌈🌈
সুমন ভাই সুস্থ থাকুক, আরও অনেক কাল এরকম গান পাবো আশা করি।।। ✌✌
Boss is come back🤟
Aurthohin is back 😁
Back ✌️
কতকাল?
অমর হতে বলতেছেন?
😅
I never realised how much I needed this song in my life until tonight.
Sorry replay button this is aurthohin \m/
Love from Kolkata
Love the song.... The best gift for kolkata aurthohin lovers.... Thanks bass baba
একটা নির্দিষ্ট গানকে কেন্দ্রে করে একটা ফ্যানবেজ তৈরি হয়.... তাদের কে বলব.. ভাই প্লিজ অর্থহীন কে ফিল করেন... সব ফিল খুঁজে পাবেন.. ❤❤
Imtiaz Ahmed Zian it means he does not have anything new to make . Only this crap hate base song .
kushalmonkey bal gon boisha boisha . Aurthohin fanera ai bal guntei pare
@@panterastriker জ্বী আচ্ছা আমরা বালই গুনি আপনি আমাদের বাল গোনা দেইখেন না৷....যান মাহতিম চাকিব বা আরমান আলিপের ধন চুষেন
kushalmonkey loge tor bal er choumin Tor Shaua babareo dhl koira pathaia dimu ne , hete oi choumin khaia aishob baaler gaan bajaibo , ar tora baler fanera bahoba dibi.
@@panterastriker 🖕🖕🖕🖕
গত দুই দিন যাবৎ কতবার শুনেছি গানটা, আমি নিজেও জানি না।
গানটা শুনে এক প্রকার তৃপ্তি পাই, মনে মনে হাসি পায়......
ধন্যবাদ সুমন ভাই, এমন একটা গান উপহার দেওয়ার জন্য।
(তুমি মানে গর্পপাতের কষ্ট.......)
এত খুশি লাগে কেরে,,, 😍😍
কি শুনলাম,,,
অস্থির,,,
ab anup moon and
Many more love from INDIA 🇮🇳❤🇧🇩
Love Suman Bhai 🤘🏻😈🤘🏻
অর্থহীন যাই কম্পোজিশন করেনা কেন.. সবই ভালো লাগে.. কিবোর্ডের কাজ&সোলোটা সেই ছিলো
Aurthohin&Bassbaba is in our soul..
আহা আহা সেই এক এক বছর যাবৎ সময় ধরে শুনে আসতেছি' অসাধারণ অসাধারণ অসাধারণ!!
সুমন ভাই সুস্থ হয়ে আবার গানের জগৎ এ ফিরুক শুভকামনা!!
Darun..... Aurthohin and bassbaba you are just awesome..... Love from India.... Thank you... Next composition er opekkhai thaklam
নিজেকে বিশ্বাস করাতে পারছিনা, এতো সুন্দর কম্পোজিশন, এতো সুন্দর লিরিক্স ।
উফ.......!
আমার ঘুমানোর ঔষুধ গানটি।।
সারাদিন একবারও শোনার সময় না পেলে, ঘুমানোর আগে শুনতেই হবে।।
বস এর কিছু অসাধারণ সৃষ্টি বেঁচে থাকবে আজীবন।। ❤
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে ।
অসাধারণ
অদ্ভুতভাবে হেসে ছিলাম গানটা শুনে।
যে হাসিটা কখনও ভুলার মত নয়। এমনটা আগে কখনও হয়নি।
সুমন ভাই অন্য লেভেলের কারিগর। আমার অদ্ভুত অনুভিতির কারিগর।
মন খুলে চিল্লাইতে মন চাই !!
এই সিরিজের গানগুলো শুনলে অন্যরকম একটা বেঁচে থাকার শক্তি পাই !! ♥♥ Aurthohin♥♥
সত্যিকারের ফিরে আসার গল্পগুলো সত্যি হউক এভাবেই। এটি কোনো গান নয়, একটি জীবন্ত মৃত্যুর শেষ মুহূর্তটা ।
দশ বছর পর যদি বেঁচে থাকি আবারো ফিরে আসবো। ততোদিন গানটি তার মতো রঞ্জন করে ফিরুক। (২০১৯ থেকে ২০২১ এও শুনছি 😊)
অনেক দিন পর আবার বেস বাবা কে দেখালাম অনেক ভাল লাগলো.... সুমন ভাই এভাবে সব সময় আমাদের সাথে থাকাবেন। আল্লাহ্ কাছে প্রার্থনা এটাই আল্লাহ্ যেন আপনাকে আমাদের মাজে রাখেন সব সময়। কেন্সার তুই নিকৃষ্ট। we love you bassbaba
Onek din pore ekta notun shunar moto ghan shunlam, totally loved it...... simply amazing!
My neighbor loved the original version so much that he threw a brick at my window to hear it better.
😂😂😂 savage
সে কিছুদিন আগেই প্রাক্তন হইলো। কষ্টটা থেকে বাঁচার উপায় খুজতিছিলাম😅। তখন মনে পড়ে গেলো এই ঔষধের কথা🖤
ধন্যবাদ সুমন ভাই আমাদের ভাঙা মনকে শান্ত রাখার জন্য♥️✨
এই গানটাই আমায় শান্তনা দিয়েছিল!
এখন আমি Depression মুক্ত।
ভালোবাসা রইলো ভাই আমার🖤🖤🖤🖤
O my god... Eta ki chilo? Speechless... Great one no doubt...
যতো মিথ্যে গল্প লিখেছিলে
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে!
২০২১ এ কে কে শুনছেন 😍
না শোনার কিছু নাই অর্থহিনের গান বলে কথা। আরো ১০ বসর পরেএ শুনবো।
✌️✌️✌️
✌️
Roj 5-7 bar suni vi
2025 theke shunchi
স্মৃতি হিসাবে একটা ছোট কথা বলে যাই৷
টানা ছয় বছর একটা মেয়েকে একতরফা ভালোবাসবার পর, অপেক্ষা করার পর একটু আগে তার অকথ্য ভাষার অপমান হজম করে এসে গানটা শুনছি৷ ছয় বছরের একতরফা প্রেমের এই ছিলো প্রতিদান।
সুমনভাই ধন্যবাদ৷ জীবন সুন্দর!
কিছু মেয়ে যেমন বেঈমানী করে তেমনি কিছু ছেলেও ধোঁকাবাজি করে তাই কষ্টের পাহাড়ের নিশানা পাওয়া যায় না ❤️
নিকৃষ্ট এ গানটি নতুন করে অন্যরকম ভাবে একটি ভাল লাগা এনে দিলো ! এ গানটি যেন হাসতে হাসতে যেন বলার মত একটি ফিল এনে দিলো ! বসের চিন্তা দ্বারা সত্যি অসাধারণ
নতুন করে আবার গানটার প্রেমে পরে গেছি ...
আগের গানগুলোর প্রতি ভালবাসা কিন্তু মোটেও কমবে না ।
ভালবাসা রইল বেসবাবা তোমার জন্য অর্থহীনের জন্য
the most legendary musician ever, Bassbaba 😍
অন্য রকম একটা অনভূতি পাইলাম ❤
Ore vai. Ki sunlam. Emono gan hoy... Vallagche. 😍
পৃথিবীর সব নেশার বড় নেশা “অর্থহীনের গান” 😍😍
Eta jata!!!! Durdanto ki shob bass riffs and the keyboard is brilliant wowowwwwwww ❤️❤️❤️❤️❤️❤️
Honestly i was eagerly waiting for the old chorus ! 💔
This channel deserves more subscription.
সুমন ভাই, ইন্ট্রো টা যেই গুসবাম্প দিলো.................. এইটা শুধু লোম ই জানে, জিহ্বা বলে বুঝাইতে পারবে না!
right? Same here 👌
একেক মানুষ একেক রকম, আপনি একটু বেশিই আলাদা, আর সেটা খুব ভালো করে বুঝা যায়, আপনার গান গুলো শুনলে, মন থেকে দোয়া করি আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন, আর নতুন নতুন ভিন্ন রকম গান উপহার দিন, ঠিক পুরোনো দিনের মতো।. Love YOU Sir......
"আমিও বদলে গেছি" লাইনের মত নিকৃষ্ট গানের সেই মেজাজটাও বদলে গেছে.. 😭😭😭
Lots of love from Kolkata ❤️❤️❤️❤️
Sera lage gan ta.. Just aswome
nikkrishto 4 chai
কভার টা একবারে শুনে শান্তি পাইনা! বার বার শুনার ইচ্ছে হয়।
ভালোবাসি সুমন ভাই❤
অর্থহীন... আজন্ম ভালোবাসা
youtube এ আসলেই দেখা হয় এই গান।
একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায় এই গানে💘
এই গান এই সুর কখনো পুরাতন হবে না।
শুনছি,শুনছি স্টিল শুনছি💥
বেচে থাকুন হাজার বছর ভাই🖤
আজকে এত বছর পর আবারও শুনছিলাম।আবার ভেতরের জখমের মলম এর কাজ করছিল।।। Love u bassbaba❤❤❤❤
কোনো কথা হবে নাহ্..💙💙
তুমি মরে গেলেও থামবো নাহ্ আমি...❤
অসাধারণ শব্দটা এই গানের জন্য খুবই কম হয়ে যায়। অসাধারণের চাইতেও অনেক বেশি অসাধারণ ❤❤❤। তাপস ভাইয়ের কম্পোজিশন অসম্ভব ভালো হয়েছে।
ভালো থাকুক অর্থহীন; ভালো থাকুক সুমন ভাই ❤❤❤
This a master piece of a warrior love you bass baba🤟🤘🤟🤘
আহহহ!!!
কি ফিল না পাইলাম!!!
বেজ বাবা ইউ বিউটি।।।।
শান্তি আর শান্তি
nikritho gan r moto ay gan ao gali gula miss kortasi.. Kicho gali thakla valo hoito😍
শরীরে আলাদা একটা জোশ আসে গানটা শুনলে। হাজার বছর বাঁচতে ইচ্ছা করে 🖤
অনেক ভাল হয়েছে।।।।শুভ কামনা😍😍😍
উড়ে গেসি। এরকম লেভেল অন্য ডাইমেনশনাল ট্র্যাক ভাই রে ভাই। মানে কি যে অমানুষিক লেভেল 👌✌ ক্লাস রিডিফাইন্ড।
-From Sydney with ♥
Sishir vai eto talent kothay rakhen apni?
Osthir keyboardist,osthir guitarist, music composer🙌🤙🏿🖤
Sound engineer
Onek valo leegeche vai...tnx to aurthohin... Ekta onno type er mood chilo gaan a.... Sob mile osthir
তুমি মানে মগজ পচন,
তুমি মানে কাপুরুষের ধর্ষণ,
তুমি মানে মন বিকলাঙ্গ,
তুমি মানে পচে যাওয়া রক্ত,
তুমি মানে মগজ নষ্ট,
তুমি মানে গর্ভপাতের কষ্ট,
তুমি মানে পথ ভ্রষ্ট,
তুমি মানে, তুমি মানে, তুমি মানে .........
❤❤
Shishir vai.....A peace of beauty 😍😍😍😍😍😍😍😍😍😍
আজ কি ঈদ ...?
এত খুশি লগতাছে কেন !!
Mahfuj ARTCELL ভাই এখনি এত খুশি? এই ঈদে অর্থহীন gaan bangla তে wind of change এ গাইবে ☺😀
Like seriously??!! @mahbubyeasin
Yup! I'mp serious like hell...
@@MahbubYeasin অর্থহীন কি গান গেয়েছিল wind of change এ? "আমার প্রতিচ্ছবি" গানটাই কি??
Humm Bhai aj eid... 😌😌
Miss you Sumon vai@ love from ♥ @from 1995 to till now i still hear all song of the all types of band of the world but really its truth that mystry of Aurthohin is Their own lyrics. No one can write this tyoe of lyrics Written by sumon vai , especially thanks to sumon vai.....Only a musician can realize the music, a musician can give up everything but never give up the music....❤❤❤❤
অসাধারণ লাগলো। শুভ কামনা রইল।
গরু হাটের কি অবস্থা এখন ভাই?🥴
@@jessepinkman525 😂😂
Vai chagol er videos denna ken?
Amio ekta chagol chaile amar Interview nite paren
নিকৃষ্ট -২০০৭
নিকৃষ্ট (ফিরে আসা) -২০১৯
ফিরে আসার সিদ্ধান্ত নিতে ১২ বছর লেগে গেলো! 🥀 (২০২১ থেকে বলছি)
কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি
বজ্রপাত হোক আর না হোক
ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক
চারিপার্শ্বে থাকবে তোমারই সবসময় অন্ধকার
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে উঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হওয়ার কথা?
আমার আর আগের মত কান্না পায় না
আমার আর তোমার জন্য রক্ত ঝরে না
আমার এক ফোঁটা রক্ত তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামি
তুমিই তো বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি"
Seriously,,,,Beautiful
🤟🤟🤟🤟
Really,,, Aurthohin 😘😘😘😘
নিকৃষ্ট-এর এই কম্পোজিশনটা প্রথমবার তেমনটা ফিল করতে পারলামনা! অতঃপর নিজেকে ফিল করাইলাম এইটা বেজবাবার কম্পোজিশন😍
-
লুপিং অন রেখে কয়েকবার শুনলাম! আবারো ফিরে পেলাম পুরোনো স্মৃতি নতুন গানে"❤️❤️❤️
Goffar Fahim আপনার সাথে একমত। প্রথমে একটু ধাক্কা লাগছে, লুপ অন করে বারকয়েক শুনবার পরে সব ঠিক। সুমন ভাই বলে কথা।
আমারো সেইম তাই ই মনে হইছে
What is loop on???
Please ?
@@imduhaq6592 Loop অর্থ ফাঁস!😇
এখানে লুপিং বলতে রিপিট [Repeat] বুঝানো হয়েছে! 😇
sobsomoy Shishir bhai ke bhalo lage, kintu piano te eto talented, aj prothom deklam....derite holeo.....love and huge respect from Kolkata, India
One of the best.
The perfect mashup of nikristo 1,2&3
the huge love from INDIA to MY BES FAVORATE BASS PLAYER #SUMON \m/
গান যতো বার শুনেছি ততবার অন্য রকম স্বাদ অনুভব করছে, Love You Bassbaba❤️
ভূপৃষ্ঠের সব 'নাটকীয় প্রেম মঞ্চে' চিরকাল গানটি ভিলেনের ভূমিকা পালন করে যাবে।
বেসবাবা আপনি আসলেই বাবা।
সকল আশ্চর্য আবিষ্কারের জন্মদাতা। 🖤🤘
👍🏾🔥
সবসময়ের মতই অসাধারণ। Keep it up bro... We wanna keep hearing awesome song like this.
Bassbaba holen ThE BoSs!! Aaha...♥
Hats off BB.... New flavor delivered.. ☺
এই গান গুলা ছাড়া হয়তো প্রতিদিন নতুন করে সপ্ন দেখতে পারতাম না।
Shocked!! ...Words of my mind 😇❤❤
*Who Is Still Listening In 2019?*
অর্থহীন মানেই ভালোবাসা...
আবারো নতুন ফিল, ভালোবাসার সুমন ভাই বেঁচে থাকুক হাজার বছর....
আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগছে?
বলেছিলাম এদিন আসবে
পুরনো গানে! পুরনো গানে!
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো আয়নায় তুমি দাঁড়িয়ে
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনখানে
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি আর শক্ত?
তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো
যতো মিথ্যে গল্প লিখেছিলে
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে
যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবেনা ফেরত?
তুমি ভেবেছিলে হারাবো আমি ...এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি কি ভেবেছো সমাজ, সেন্সর বোর্ড
আমি গোনায় ধরছি এই গান লিখতে গিয়ে?
দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি
তুমি দুই পয়সার হ্যোর, তোমায় চুদিনা আমি
বিশুদ্ধ ঘৃণা বেঁচে থাকুক ....🤘💚
Still listening 2020.
Anyone else?
তুমি মানে গর্ভপাতের কষ্ট!!
কতোটা গভীর ঘৃণা থাকলে কথা গুলো আসে।
সুমন ভাই 🤩🤩🤩
Rat theke akhn pzntu 100+ ar beshi sona hoice 💜
শিশির ভাই একেবারে মনের মাধুরি মিশিয়ে বাজিয়েছেন। ওভারঅল সবাই ভালো বাজিয়েছেন। আর সুমন ভাই তো অলঅয়েজ গ্রেট!!!
big fun of you from born...now iam in class 7...little fan of you...
Fan*
bruh im feeling the lyrics now...... waited too long for this day
আজ থেকে ২১ বছর পর কেউ এই কমেন্ট দেখলে ভালবাসা জানবেন ❤️ একজন দিশেহারা মানুষের শেষরাতে লিখে যাওয়া এ কমেন্ট 🖐️🙂
❤
মারা গিয়েছেন?
Achis na gechis?
❤
মরছেন ভাই 🫡
Nikkrishto at another level
আমরা মেটাল শুনতে শুনতে মেটালের প্রতিই একটা নেশা ধরে গেছে।যার অবদান বিশেষ করে তোমার #বেসবাবা
মেটাল আশা করেছিলাম মেটাল হবে।তারপরও এটা তোমার গান 💜
সেরা 👌👌👌 অন্যরকম ফিল পেলাম! 👌👌👌
- অর্থহীন 💜💜💜
যে আমাকে অর্থহীনের সুমন ভাইয়ের গানের সাথে পরিচয় করালো। আজ তার জন্যই "তুমি নিকৃষ্ট" গানটা বারবার শুনি। তুমি কতটা নিকৃষ্ট তা তুমিই জানো। ঘেন্না লাগে তুমি সুমন ভাইয়ের গান এত ভালো গাও অথচ তুমি নিকৃষ্ট। তুমি আমার মগজের গলিত পচা অংশ।
ধন্যবাদ বেসবাবাকে এমন অনবদ্য এক মহৌষধ দেওয়ার জন্য।
অসুস্থ এক প্রপাগাণ্ডা থেকে বের হতে এই গান আমাকে অসীম সাহায্য করেছে। এ কয়েকলাইনের একটা গান নয়_এ আমার মত ধোঁকা খেয়ে যাওয়া মানুষগুলোর জন্যে এক মহাকাব্য🤟
Mind Blowing....Just Amazing🤘🤙❤
সুমন ভাই 💜💜
অামার মগজের Drug তোমার ভোকাল😍
ভালোবাসি ভাই অাপনাকে💜💜