Religious Mindset Summary: Dark and Sunny side of Religion [কুরআনের সরল পথ বনাম হাদিসের চোরাবালি]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 2.3K

  • @SajalRoshan
    @SajalRoshan  3 ปีที่แล้ว +200

    সজল রোশনের দুটি বই একসাথে অর্ডার করলে সর্বোচ্চ মূল্যছাড় এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি|
    সরাসরি যোগাযোগ করুন-
    প্রকাশক, মেরিট ফেয়ার প্রকাশন, 📱019 1774 8947

    • @nkhan6648
      @nkhan6648 3 ปีที่แล้ว +8

      @Landyn Callen 😐

    • @outsider7867
      @outsider7867 3 ปีที่แล้ว +10

      Today office e tumul alap hoyeche apnar kotha. Very appreciate you

    • @nkhan6648
      @nkhan6648 3 ปีที่แล้ว

      @@outsider7867 কি হইছে

    • @nkhan6648
      @nkhan6648 3 ปีที่แล้ว +2

      @@golamkabir7227 hahaha

    • @outsider7867
      @outsider7867 3 ปีที่แล้ว +3

      @@golamkabir7227 ekhon visa den Egypt jai tader sohi akida dekhar jonno

  • @moshiurgazi4912
    @moshiurgazi4912 3 ปีที่แล้ว +169

    রাতে ঘুম ভাঙার পর ভিডিওটা দেখা শুরু করি কখন যে ভোর হয়ে গেল খেয়াল নেই। এরকম কথা, বাচনভঙ্গি, উপস্থাপনা, দালিলিক প্রমাণ, এত কিছু দেখেও শুনে বিস্ময়েআমি হতবাক,আনন্দিত ও মোহিত হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। আপনার প্রতি ভালোবাসায় আমার অন্তর অবনত হোক। আর কিছু লেখার ও বলার ভাষা নেই। সবাই তাঁর জন্য দোয়া করবেন।

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +13

      অনেক ধন্যবাদ

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

    • @outsider7867
      @outsider7867 3 ปีที่แล้ว +5

      Same bhai,, amaro eki obosta... office theke ese just notification check out korchilam bhabchilam hoyto islam niye thatta bidrup ba kono nastiker lecture othoba bibel er kono mashup... but jokhon theke dekha suru holo aj obodhi protidin dekhi ar boita pori... ar notun videoor asay... miss kori shojol bhai ke ... number pele kotha boltam

    • @nkhan6648
      @nkhan6648 3 ปีที่แล้ว +1

      @@Islamerpothe2k24 সব বুঝলাম আপনি তাহলে উনার বক্তব্যে ভুল কই আছে সেইটা নিয়া আর্টিকেল অথবা ভিডিও প্রকাশ করুন

    • @ashiquemahmud1675
      @ashiquemahmud1675 3 ปีที่แล้ว +6

      সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।।
      অভিভূত হলাম। বিস্ময়, অবাক, উদ্বেলিত, উচ্ছ্বসিত, আবেগ আপ্লুত হলাম। সরল সহজ সাবলীল শক্তিশালী উপস্থাপনে সজল ভাই ধর্মের আসাধারন সত্য ও সৌন্দর্য , পবিত্র কোরআনের দলিল অনুযায়ী তুলে ধরলেন, তা কখনোই কারো কাছ থেকে জানতে পারিনি। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমিন।

  • @PsychologistKoli
    @PsychologistKoli 3 ปีที่แล้ว +237

    দূর্দান্ত সাহসিকতার জন্যে আন্তরিক অভিনন্দন। দেশের বাইরে আছেন বলেই এতো সাহস দেখাতে পারছেন। দেশে থাকলে সমস্যায় পরতেন। সত্য কথা অসৎ মানুষ সহ্য করতে পারে না। সত্যের সন্ধানে এগিয়ে চলুন, অভিনন্দন

    • @shahishaheen1697
      @shahishaheen1697 2 ปีที่แล้ว +2

      True

    • @neha2541
      @neha2541 2 ปีที่แล้ว +6

      ভাই আপনি সর্বদা ভিডিও বানাতে থাকেন। কোন ভাবে শয়তানের সহচর গানের ভয় পাবেন না। আল্লাহ সহায় থাকবে। ইনশাল্লাহ আমরাও আপনার সাথে থাকব। আমিও হাদিস পড়েছি কোন আগা গোড়া বুঝা যায়না। তা ছাড়া কোরানেইতো হাদিস আল্লাহ বর্ননা দিয়েছে।

    • @may.mmmmmm
      @may.mmmmmm 2 ปีที่แล้ว +2

      Proceed on speaking the truth as Allah will help you.

    • @RafiqulIslam-vn6tg
      @RafiqulIslam-vn6tg ปีที่แล้ว

      ❤️💯

    • @mdmiadh5544
      @mdmiadh5544 ปีที่แล้ว +1

      right

  • @abdulhekimrtd4670
    @abdulhekimrtd4670 3 ปีที่แล้ว +112

    ইসলাম ধর্মের সর্বকালের সর্ব শ্রেষ্ঠ ধর্মীয় বক্তা।আল্লাহ এই ধর্মীয় বক্তার আরো বলার ক্ষমতার জ্ঞান বৃদ্ধি করুন।

    • @outsider7867
      @outsider7867 3 ปีที่แล้ว +4

      Sorbo kaler na bhai, bortoman kaler... excellent

    • @MdMonirSarker-t9q
      @MdMonirSarker-t9q 8 หลายเดือนก่อน

      Amin

    • @AdnanVlogs-es2xl
      @AdnanVlogs-es2xl 7 หลายเดือนก่อน

      আপনি কি কিছু বোঝেন???

  • @mdmoniruzzaman7572
    @mdmoniruzzaman7572 หลายเดือนก่อน +2

    জনাব, আপনার প্রত্যেকটা ভিডিও যে কতবার দেখেছি তার হিসাব নেই এবং যতবার দেখি ততবারই নতুন মনে হয় এবং অবাক হয়ে যাই । আপনার মত এইভাবে আলেম সমাজ যদি এগিয়ে আসতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো।

  • @nek-amol
    @nek-amol 3 ปีที่แล้ว +61

    আপনার আলোচনা এতো ভালো লাগে কেনো ভাইয়া? .. ❤️❤️
    ভাইয়া আমি একজন কোরআনের হাফেজ। আজ ১০ বছর আগে হেফজ শেষ করেছি।
    নামাজ পড়ি,রোজা রাখি,সমাজে মানুষের মধ্যে কথা বল্লে খুব ভালো ভালো আলোচনা করি।
    এমন ভাবে নিজেকে উপস্থাপন করি. মনে হয় আমার মতো ভালো মানুষ হয়না৷
    তবে এখন দেখছি বিবেক সত্য বলে যেটা জানে সেটা কোন মতেই করতে পারিনা। মুখে মুখে হাজী, নামাজ পড়ি,পাক্কা মুসলমান ইত্যাদি ইত্যাদি।
    তবে এখন আপনার লেকচার গুলা আমি শুনছি এবং আপনার প্রাই সব লেকচারি শুনলাম,এবং যা লেকচার আছে সবই শুনবো।
    তবে এখন পর্যন্ত এতটুকু বুঝলাম, আমরা দুনিয়ায় যেইটা নিয়ে লাফালাফি করি। তার কিছুই আমরা নিজেরা মানিনা।
    নির্বোধের মতো আন্দাজে জীবনযাপন করি।
    এই যে ভাইয়া আমি কোরআনের হাফেজ হয়েছি।
    এই জীবনে যা ইবাদত করেছি, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে তার ধারের কাছে নেই।
    আমি এই ১০ বছর পর আপনার আলোচনা শুনে. এবং মুফাচ্ছিল ভাইয়ার আলোচনা শুনে কোরআন টা বুঝে পড়লাম।আমি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাই ৭ বছর পড়েছি। এখন অনার্স করছি ( ইংলিশে)। আমি আরবী গ্রামার খুব জানি। তবে কোরআন বোঝার জন্য তো এতো শিখার দরকার ছিলোনা। আমি যেখানে কোরআন শেখার জন্য আমার মোট ৯ বছর ব্যায় করলাম সেখানে কেনো আমাকে কোরআনের কথা কেনো বুঝতে দেওয়া হলোনা।
    অমুক, তমুক পড়িয়ে বুদ্ধি প্রতিবন্ধী কেনো বানানো হলো? কেনো এখন আমার ঘরে বসে একা একা কোরআন বুঝতে হচ্ছে? আমি তাহলে মাদ্রাসায় ৯ বছর কেনো পড়লাম। নিজের প্রতি,আর আমাদের ধর্মীও শিক্ষক দের প্রতি এখন খুব ঘৃণা,এবং রাগ হচ্ছে।
    (❤️❤️❤️)
    আসলেই ভাই কোরআন পড়লে, কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করলে,পুরো পৃথিবী আমাদের একতেদা করবে।আর আল্লাহ তো পুরষ্কার দেবেনি।
    অনেক ধন্যবাদ ভাইয়া ❤️
    আপনার জন্য বন্ধ হওয়া বিবেকটা জাগ্রত হয়েছে।
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

    • @jamesbond6212
      @jamesbond6212 2 ปีที่แล้ว

      তুমিযে মিয়া কি...!!? কোরানে সালাতের কথা বলা আছে ত সালাত কিভাবে আদায় করতে হবে মিয়া...!!? এটা কি রাসুলের ইতিহাস থেকে নেব নাকি যেমন ইচ্ছা তেমন করব...!!!? গাঁজাখুরি বুজতে হলে একটু ব্রেইন খাটাতে হবে মিয়া..

    • @nek-amol
      @nek-amol 2 ปีที่แล้ว +2

      @@jamesbond6212 আল্লাহর থেকে তুমিই হয়তো বেশি বোঝো! আল্লাহ কি বলেছে যে সালাতের বিষয় টা আমি বিস্তারিত বল্লামনা। তোমরা পরবর্তীতে বোখারি,সহ অন্যান্য হাদিস ও ফিকহা বের হবে ওটাকে অনুসরণ করে নামাজ পড়বা!
      এটা কি আল্লাহ বলেছে?
      আর কোরআনে সালাত সম্বন্ধে কি বলা আছে? তুমি একটু বলোতো!

    • @jamesbond6212
      @jamesbond6212 2 ปีที่แล้ว

      সালাত আরবি শব্দ এর ফার্সি নামাজ, নামাজ শুনলে আবার চুলকানি শুরু হতে পারে.... পবিত্র কুরআনে ৮২ বারের মতো সালাতের কথা এসেছে। যা অন্য কোন ইবাদতের ব্যাপারে এত বেশি আসেনি। এতেই সালাতের গুরুত্ব প্রকাশ পায়।
      সূরাহ বাকারাহ : মহান আল্লাহ বলেন, ‘(মুত্তাকী) তারা যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা দিয়েছি তা হতে (সৎপথে) ব্যয় করে।’ (আয়াত নং-৩)
      ঈমান বিল গইব বা অদৃশ্য বিষয়ের বিশ্বাস হল, রাসূল (সা) যে হিদায়াত ও শিক্ষা নিয়ে এসেছিলেন সেসব আন্তরিকভাবে মেনে নেয়া। ইকামাহ বা প্রতিষ্ঠা অর্থ হল, শুধু নিজে নামাজ আদায় করা নয় বরং নামাযকে সকল দিক দিয়ে ঠিক করা। নামাজে সব ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সবসময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বুঝায়। আর এসব প্রত্যেক নামাযের ক্ষেত্রেই প্রযোজ্য। এককথায় নামাযে অভ্যস্ত হওয়া, তা শরীয়াতের নিয়ম মতো আদায় করা এবং এর সকল নিয়ম যর্থাথভাবে পালন করা। আহকাম ও আরকানসমূহ পূর্ণরূপে পালন করে নিয়মিত নামাজ আদায় করা। ইনফাক বা ব্যয় দ্বারা ফরয যাকাত, ওয়াজিব সদাকা এবং নফল দানও বুঝায়।
      ‘আর নামায কায়েম করো, যাকাত দাও এবং নামাযে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়।’ (আয়াত নং-৪৩)
      ইকামাহ হল, সোজা করা, স্থায়ী রাখা। সাধারণতঃ যেসব খুঁটি দেয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে, সেগুলো স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য এটা স্থায়ী ও স্থিতিশীলকরণ অর্থেও ব্যবহৃত হয়। নির্ধারিত সময়ে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে নামায আদায় করা।
      ‘তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাও। অবশ্যই তা কঠিন। কিন্তু বিনয়ীদের পক্ষেই তা সম্ভব।’ (আয়াত নং-৪৫)
      ধৈর্য ধারণ করে ভোগ-বিলাস ও প্রবৃত্তির কামনা বাসনাকে বশীভূত করে ফেলো। তাতে সম্পদপ্রীতি কমে যাবে। সাহায্য চাওয়ার পদ্ধতি ধৈর্য ও নামায। বিনয় অর্থ অধিকারের ক্ষেত্রে ইতর-ভদ্র নির্বিশেষে সবার সঙ্গে একই রকম ব্যবহার করা এবং আল্লাহ যা ফরয করেছেন তা পালন করতে যেয়ে হৃদয়কে শুধু তাঁরই জন্য নির্দিষ্ট করে নেয়া। ইচ্ছাকৃত কৃত্রিম উপায়ে বিনয়ীদের রূপ ধারণ করা শয়তান ও প্রবৃত্তির প্রতারণা মাত্র। আর তা অবশ্যই নিন্দনীয়। অবশ্য তা অনিচ্ছাকৃতভাবে হলেই ক্ষমার্হ।
      ‘যখন আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতীম ও দীন দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষদের সৎ কথা বলবে, নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দিবে। তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে। তোমরাই অগ্রাহ্যকারী।’ (আয়াত নং-৮৩)
      ‘তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।’ (আয়াত নং-১১০)
      ‘হে মুমিনেরা তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (আয়াত নং-১৫৩)
      এই রকম সর্বমোট ৮২ জায়গায় বলা হয়েছে... এখন মোল্লা আমাকে বল এই সালাতের/যাকতের কি অর্থ করব আর কি ভাবে সম্পাদন করব সেটার বাস্তব রুপ কি তোমার কাছ থেকে নিব নাকি এই ক্ষেত্রে রাসুল কিভাবে করেছেন সেটা নিব...!!? আমার হাদীস দরকার নেই এই ক্ষেত্রে রাসুল কিভাবে করেছেন সেটা আমারে দাও আমি সেটা করতে চাই....

    • @jamesbond6212
      @jamesbond6212 2 ปีที่แล้ว

      @@nek-amol হ্যা আমি কিন্তু মোল্লা না...যুক্তি দিয়ে বিবেচনা করি...কোরানে যাকাত কত অংশ কিভাবে দিতে হবে আমারে দাও, কাওয়া দ্বারা কবর দেওয়ার ইতিহাস পাওয়া গেল আমরাও কি তাই করব...!!? কি কি সালাতের অন্তর্ভুক্ত, কিভাবে করতে হবে এগুলো কি তুমি দিবা নাকি যে যেমন পারে লাফায়ে লাফায়ে, উত্তে চিত্তে করবে আর বলবে এইত সালাত কায়েম করছি...!!? কোরানে যদি এই বিষয় গুলো পাই টু পাই ডিটেইলস আলোচনা করত তাহলে ত এক গুদাম হত তোমার মত লোকের হেফজ করা লাগতনা...আর নবিরও হতনা টপাক করে আসমান থেকে ফেলে দিয়ে বললেই হত এইযে কোরান দিয়ে দিলাম এখন তোমরা ইবাদত কর....😡😡😡কোরান মান কিন্তু যার জবান দিয়ে কোরান বের করে আনল সে কিভাবে কোরান আমল করল সেটা মানব নাকি তুমি গাঁজাখুরি করে যেটা বলবা সেটা মানব....!!!?কোরান যার উপর নাযিল হয়েছে সে এটাকে কিভাবে প্রয়োগ করেছে সেটা নিব নাকি তোমাদের মত গাঁজাখোর হুগুরদের মতামত নিব...😡😡😡 হাদীস দরকার নেই নাবীর জীবনী থেকে নিতে চাই...

    • @jamesbond6212
      @jamesbond6212 2 ปีที่แล้ว +2

      হুগুর ছোট বিষয়টা আমারে বলে দাও কোরান থেকে যাকাত কে দিবে কি পরিমানে দিবে নাকি যেমন খুশি তেমন নাচবে যার ইচ্ছা হয় দিবে না হলে না দিবে, ফকিরকেও দিতে হবে...আমারে বলে দাও হুগুর, আমাকে কি জাকাত দিতে হবে আমার ৫০ লক্ষ টাকা আছে তবুও আমি সন্তুষ্ট নয় আমার আরও লাগবে, আমার জায়গা কিনতে হবে আমাকেও কি জাকাত দিতে হবে....কিন্তু কোন শর্তের ভিত্তিতে আমাকে দিতে হবে হুগুর...!!!?

  • @taherulislammondal5992
    @taherulislammondal5992 3 ปีที่แล้ว +106

    পুরো পোস্ট পড়ে আমি থমকে দাড়ালাম! সজল ভাই সত্য উন্মোচন করে চলেছেন বিষ্ময়কর আলোচনা করে। জমাট বাঁধা প্রশ্নের উত্তর পাচ্ছি সহজভাবে। শুভ কামনা।

    • @kashemali7672
      @kashemali7672 ปีที่แล้ว

      আপনার কথাগুলো শুনে মনে হয় ইসলাম নানা জটিলতায় পরিপূর্ণ নয়। যা আমার এতদিন মনে হয়েছিল। নাস্তিকরা যেভাবে আলোচনা করেন তা ঠিক রুচিকর নয়। আপনার চিন্তা ও চর্চা অনেক উচ্চমানের। ধর্ম ও বিজ্ঞান পাশাপাশি থাকুক। তাদের নিয়ে ঝগড়া করার কোন দরকার নেই। ধর্মের অলৌকিক অংশটা বাদ দিয়ে এগিয়ে যেতে কোন অসুবিধা নেই। ধর্মের মধ্যেও এমন অনেক ইতিবাচক দিক আছে যা অনুসরণ করে মানবিক আদর্শকে মজবুত করা যায়। মনে হয় আপনার বইগুলি পড়লে আরো ভালো জানাযাবে। পশ্চিম বাংলায় তা কীভাবে পাওয়া যাবে জানতে পারলে সুবিধা হত। শুভকামনাসহ।

  • @mddinislam9892
    @mddinislam9892 3 ปีที่แล้ว +43

    এতো সুন্দর করে ইসলামকে উপস্হাপন আর কখনো শুনিনি।ওয়াজের প্রতি আমার আস্হা ছিলনা কারন ওয়াজে বানিয়ে বানিয়ে ঘটনা বলে মানুষকে আবেগ প্রবন করে দেয়।ধন্যবাদ।

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

  • @o-foundersemul7012
    @o-foundersemul7012 3 ปีที่แล้ว +95

    এসেছে সত্য,দূরভিত হয়েছে মিথ্যা, নিষ্চয় মিথ্য দূর হওয়ারই যোগ্য।
    চমৎকার,❤️❤️❤️❤️
    আল্লাহ আপনাকে আরও জ্ঞান ও প্রজ্ঞা দান করুন

    • @khokanchowdhury3932
      @khokanchowdhury3932 3 ปีที่แล้ว +2

      আমি শুধু অবাকই হচ্ছিনা,সাথে সাথে আনন্দিতও হচ্ছি এই ভেবে যে সজল ভাই আমাদের জ্ঞানের চোখ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ওনার জন্য অন্তরের অন্তস্হল থেকে দোয়া করছি, আমিন।

  • @samsunnahar2939
    @samsunnahar2939 3 ปีที่แล้ว +15

    আমি আপনার সব গুলো ভিডিও দেখেছি। কত সহজ আর সাবলীল ভাবে কোরআন এর ব্যখ্যা গুলো আপনি আমাদের মাঝে তুলে ধরছেন। আমি যতো বার আপনার এই কথা গুলো সুনি ততবার ই ভাবি, আল্লাহ কতো মহান কতো সহজ করে দিয়েছেন আমাদের চলার পথ। অথচ এতো দিন আমরা কতো গোমরাহের মধ্যে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনো সব সময় আপনাকে সুস্থ রাখে, আর আপনি ও কোরআন এর সহজ সরল পথ গুলো সম্পর্কে আমাদের জানার সুযোগ করে দেন।

  • @msjohuraenterprise3682
    @msjohuraenterprise3682 ปีที่แล้ว +17

    আপনার প্রত্যেকটি কথা হিরার চেয়ে দামী। আল্লাহ যেন আপানার পরিবারের উপর শান্তি ও রহমত নাজিল করেন।

  • @dr.sahiduzzamanmicrobiolog1659
    @dr.sahiduzzamanmicrobiolog1659 3 ปีที่แล้ว +50

    সত্যই আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আরো অনেক আলেমের বক্তব্য শুনেছি কিন্তু তাদের ভিডিও ৫ মিনিট দেখার পর আর দেখতে মন চায়না কিন্তু আজকে ১ ঘন্টা ২১মিনিট ৫৮ সেকেন্ড আপনার মুল্যবান ভিডিও দেখলাম এবং শুনলাম কিভাবে সময় কেটে গেলো জানিনা। আপনার কাছ থেকে এরকম আরো ভিডিও আশা করি। আল্লাহ হাফেজ।

  • @islam3600
    @islam3600 3 ปีที่แล้ว +88

    সজল ভাই, আপনার বক্তব্য শুনে আমি আমার হারানো ইমান ফিরে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন

    • @AR-cb2mg
      @AR-cb2mg 3 ปีที่แล้ว +4

      সুবাহানাল্লাহ

    • @md.al-aminislam2318
      @md.al-aminislam2318 3 ปีที่แล้ว

      ভাই নামটা তো লুতু পুতু আর এমনটাও নুতু পুটু!

    • @islam3600
      @islam3600 3 ปีที่แล้ว

      @@md.al-aminislam2318 ভাই ইউটিউবে সাবাই নিজের নামে চ্যানেল খোলে না, আর এইটা আমার একটা চ্যানেল এর নাম

    • @NRFP
      @NRFP 3 ปีที่แล้ว +1

      @@md.al-aminislam2318 দুর সালা কাঠ মোল্লা চুপ খাক

    • @SaifulIslam-rb6ne
      @SaifulIslam-rb6ne 2 ปีที่แล้ว +1

      নাম তো চেঞ্জ হলোনা! কেমন চেঞ্জ হয়েছেন আল্লাহ জানেন!

  • @pagolvondochai2233
    @pagolvondochai2233 3 ปีที่แล้ว +140

    যত শুনি ততই মুগ্ধ হই,
    আল্লাহ আপনার নেক হায়াত দান করুন

  • @shajahansiraj5190
    @shajahansiraj5190 3 ปีที่แล้ว +100

    কোরআনের আলাচনা যত শুনি ততই মধুর লাগে। কোরআনের বানী কত সুন্দর ! না জানি আমার রব কত সুন্দর !

  • @MALAM-pb3hr
    @MALAM-pb3hr 3 ปีที่แล้ว +7

    অসাধারণ আলোচনা! কুরআনের পথে সবাই ফিরে আসুক। কুরআনের বাইরে যে কথা বলে সে-ই ইসলামকে বিতর্কিত ও কঠিন করেছে। সজল সাহেবের এই প্রচেষ্টা অবশ্যই আল্লাহর কাছে গৃহীত হবে ইনশাল্লাহ।

  • @fazlurrahman6135
    @fazlurrahman6135 3 ปีที่แล้ว +52

    আলহামদুলিল্লাহ, আপনার বক্তব্য চিন্তার জগতে খোরাক জোগাবে।সিরাতুল মুস্তাকিম চিনতে সহায়তা করবে।

    • @mhshamimnawaz
      @mhshamimnawaz 3 ปีที่แล้ว

      ইনশাআল্লাহ

  • @azmirhossain5694
    @azmirhossain5694 3 ปีที่แล้ว +43

    আমি কারো ভিডিও দেখে মুগ্ধ হয় না কিন্তু আমি আপনার কথা গুলো শুনে আমার মনে হচ্ছে নতুন ভাবে আবার সব কিছু শিখতেিছি।আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

  • @AnwarAliadvocate
    @AnwarAliadvocate 3 ปีที่แล้ว +56

    আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহর কালামের দিকেই ফিরে আসতে হবে।

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ আনোয়ার ভাই!

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

  • @খয়রাতিমুন্সী
    @খয়রাতিমুন্সী 3 ปีที่แล้ว +10

    আপনি যা বলছেন তা সাধারণ মানুষ কে কোর‌আন বুঝে পড়তে উৎসাহিত করে ‌‌। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করছি। ধন্যবাদ ভাই

  • @quazim.u.ahmed.3908
    @quazim.u.ahmed.3908 3 ปีที่แล้ว +10

    ~সজল রওশান ভাই সালামুআলাইকুম।
    আপনি পারেন ও ভালো ! গডজিলা ? আপনি যে কি জাদু করেছেন ! যত শুনি ততই অবাক হই, এতো সুন্দর সহজ ব্যাখ্যা আগে শুনি নাই । আল্লাহ্ আপনার মঙ্গল করুক ।

  • @abdulhekimrtd4670
    @abdulhekimrtd4670 3 ปีที่แล้ว +256

    জীবনের ৬০ বৎসর অতিক্রম করলাম কিন্তু এমন বক্তা কোথাও পাইলাম না।ভাই আপনার উদ্দেশ্য সার্থক ও সফল হউক।

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

    • @kjjaman4748
      @kjjaman4748 3 ปีที่แล้ว +7

      ভাই আপনি অন্তত আমার icon তাই আপনার। এটা থেকে সমাজ আলোকিত হবেই।
      ইনসা আল্লাহ। আপনার ও ভালো হবে।

    • @sumonkan2206
      @sumonkan2206 3 ปีที่แล้ว +11

      সজল ভাই যে মায়ের ছেলে সেই মা ধন্য

    • @iqbalsarwar2831
      @iqbalsarwar2831 3 ปีที่แล้ว +4

      Absolutely.I think this gentleman is all in all.

    • @dailyenglishepisodes
      @dailyenglishepisodes 3 ปีที่แล้ว +3

      Vai, right ekdom..

  • @abdurrahmanakon5166
    @abdurrahmanakon5166 3 ปีที่แล้ว +73

    Religious mindset লেখক সজল রোশান এবং তাঁর পিতা মাতাকে ধন্যবাদ 🙏

  • @abdusselim9104
    @abdusselim9104 3 ปีที่แล้ว +34

    প্রকৃত সত্য জানার জন্য একটি সঠিক রাস্তা পেলাম। ধন্যবাদ সজল স্যারকে।

  • @mdamir6505
    @mdamir6505 ปีที่แล้ว +3

    আপনার বক্তব্য যতই শুনি ততই শুনতে এবং বুঝতে চেষ্টা করি। আপনার আলোচনা ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগে, সেই সাথে সকল সুক্ষ জ্ঞানীদের কান শীতল হয়ে যাবে, এটা আমার বিশ্বাস।

  • @arjumankhanom8366
    @arjumankhanom8366 11 หลายเดือนก่อน +1

    সালামুন আলাইকুম । অসাধারণ কুরআনের এ আলোচনা । আরো মুগ্ধতা বাড়ে সজল ভাই এর বলার কারনে । কেউ কোনোদিন সজল ভাই এর মতো বলেন নি । এতো সুন্দর ভাবে রিদয়াংগম করতে পেরে অসংখ্য ধন্যবাদ । মহান আল্লাহ তাআলার কাছেও অসংখ্য শুকরিয়া । আপনাকে আল্লাহ তাআলা সুস্থ ও নিক হায়াত দান করুক ।

  • @mdabutalebhosen5646
    @mdabutalebhosen5646 3 ปีที่แล้ว +99

    বাঙালি ভালো জিনিস হজম হয়না ভেজালে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি ভালো জিনিস আমাদের ভালো লাগেনা। আমার এই জীবনের যত মানুষের লেকচার শুনেছি তার মধ্যে সবচাইতে আমি সর্বপ্রথমে সজল ভাইকে রাখবো এত সুন্দর এত সাবলীল কথা আমার জীবনে কোন বক্তার কাছ থেকে শুনি নাই। জাকির নায়েকের অনেক লেকচার আছে যেগুলো মুসলমানদেরকে পরিবর্তন করে দিয়েছে। খারাপ লাগে যখন দেখি Sajal vai এর video গুলো প্রচার হয় কম। কারণ আসলে আমরা অশিক্ষিত মূর্খ বাঙালিরা টাউট-বাটপারদের কে বেশি ফলো করি বাংলাদেশের ভণ্ড মোল্লাদের ফলো করি তখন সত্যিই খুব খারাপ লাগে। তারপরও আবার ভালো লাগে একজন ভালো মানুষ এক কোটি মন্দ মানুষের চেয়ে অনেক উত্তম। সজল ভাইয়ের যারা view আছেন। তারা সত্যিকার অর্থে শিক্ষিত জ্ঞানী এবং নিরপেক্ষ এবং ভালো মানুষ। আল্লাহ sajal vai কে তওফিক দান কর। যাতে আমাদের ইসলামিক জ্ঞান দিতে পারেন। আমরা যারা সজল ভাইয়ের ভক্ত তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা সজল ভাইয়ের রিলিজিয়াস মাইন্ড বইটা কিনবেন। তাকে উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আমাদের আরো অনেক কিছু দিতে পারেন।

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +7

      ধন্যবাদ ভাই

    • @md.shahidulalam2722
      @md.shahidulalam2722 3 ปีที่แล้ว +6

      ধন্যবাদ ভাই আপনাকে, আল্লাহ আরো অনেক মানুষকে সত্য ইসলামকে জানার তৌফিক দান করুন আমীন

    • @ahmedmaki2807
      @ahmedmaki2807 3 ปีที่แล้ว +5

      @@SajalRoshan শুধু ভালবাসা আপনার জন্য ভাই ❤️❤️❤️

    • @faridahmed2285
      @faridahmed2285 3 ปีที่แล้ว +6

      স্বজল সাহেবের বর্ননা গুলো নাস্তিকদের শোনা উচিত, সবার ভিডিও Utube এ শুনার পর ওনার বক্তব্যগুলো সত্যি গ্রহনযোগ্য।

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

  • @dsrinfochannel4071
    @dsrinfochannel4071 3 ปีที่แล้ว +30

    Excellent.. Mr Sajal...I salute you from the core of my heart.
    Regards.
    M Saifur Rahman, BVM, PAMS, Ph.D
    Director Operations, Bangladesh Ansar and VDP Forces HQs

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +3

      ধন্যবাদ

    • @SaifulIslam-ro6pf
      @SaifulIslam-ro6pf 3 ปีที่แล้ว +3

      কিভাবে কি কি বিভ্রান্ত করছে? একটু জানালে জানতে পারতাম।

  • @meermusabberali3977
    @meermusabberali3977 3 ปีที่แล้ว +13

    ভিডিও টি যখন দেখা শুরু করি তখন লাইক ছিল ৪১ শেষ করার পর সে লাইক দাড়ালো ১৭০ । এটা খুব ভালো দিক যে মানুষ ইসলাম সম্মপর্কে জানার আগ্রহ পাচ্ছে। সজল ভাইয়ের সাথে বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও উনি ধর্মের যে অনুপম শিক্ষার কথা বলে যাচ্ছেন তাকে সেজন্য ধন্যবাদ জানাই । শেষের দিকে যখন রাসুল সাঃ এর দয়ার মহান আদর্শের কথা বলছিলেন তখন আবেগী হয়ে যাচ্ছিলাম ,চোখে পানি চলে আসার মত অবস্থা দাঁড়ায়। রাসুল সাঃ এমনই এক মহান অস্তিত্ব ১৪শ বছর পরেও যেন মনে হয় আমরা চোখের সামনে তার বলিষ্ঠ আদর্শ আর শিক্ষা দেখতে পাচ্ছি । ব্যতকিগত জীবনে আমি আহমদিয়া জামাত এর মতাদর্শী। আমি সজল ভাইয়ের কাছে ইমাম মাহাদী , ওফাতে ইসা এবং আহমদিয়া বিশ্বাস নিয়ে দীর্ঘ একটি আলোচনা শুনতে যাচ্ছি। আল্লাহ্‌ আপনাকে সত্যের উপর রাখুক । ধন্যবাদ ।

    • @hafizulislam4630
      @hafizulislam4630 3 ปีที่แล้ว

      ইমাম মেহদি, সালামুন আলা ইসা, আসার ব্যাপারে আল কুরআন কিছু বলেনি।এখানেও সেই হাদিস আমাদেরকে বিভক্ত করেছে। আল কুরআনে ইমাম মেহদি শব্দটা যে অর্থে ব্যবহার করা হয়েছে তা হলো সুশাসক।সুশাসক অনেক এসেছে, অনেক আসবে। আমাদের এইসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই।যদি আসে তবে যখনকার সময়ে আসবে, তখনকার মানুষ বুঝবে। আপনি কি জানেন, এই মুহূর্তে একজন ব্যক্তি দুইমাস আগে ইমাম মেহদি দাবি করেছে? হ্যাঁ তার শাসন বর্তমানে চলমান। বিশ্বাস না হলে সার্চ করুন,Taqwa Tv online.

  • @dinabandhusur3732
    @dinabandhusur3732 2 ปีที่แล้ว +4

    আপনার মাধ্যমে বহু মানুষ আলোকিত হচ্ছে.সত্য কে জানছে আর মানুষের
    চোখ খুলে যাচ্ছে.

  • @ashrafulhridoy1335
    @ashrafulhridoy1335 ปีที่แล้ว +12

    জীবনে আরো আগে যদি আপনার কথাগুলো শুনতাম তাহলে অনেক সহজ হত জীবন ❤

  • @s.mekramul1781
    @s.mekramul1781 3 ปีที่แล้ว +30

    ইসলাম সম্পর্কে সজল ভাই যে কথা গুলো কোরআন ভিত্তিক তা মানলে আমাদের জন্য ভালো আর তা নাহলে হাদিসের ক্রেউর জালে আটকে অমানুষ হবার সম্ভববনা বেশি,

  • @azmolislam4469
    @azmolislam4469 3 ปีที่แล้ว +23

    এক কথায় অসাধারণ আলোচনা। শেষের ১০-১৫ মিনিট ছিল, অন্তরে নাড়া দেওয়ার মত।ইনশাআল্লাহ, আপনার লেখা বইটি কেনার চেষ্টা করব।ধন্যবাদ জানাই আমাদের মত সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও উপকার করার জন্য।

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ! এই লিংকে অর্ডার করতে পারবেন
      bit.ly/2MMAiRM

  • @jahedulislam4976
    @jahedulislam4976 3 ปีที่แล้ว +8

    অসাধারণ...ভাই, আমি আপনার সকল ভিডিও দেখার চেস্টা করি।। গত এক সাপ্তাহ দরে দেখা শুরু করেছি।।খুব ভাল লাগে।। আমি নিজেও অনেকবার বাংলা সহ কুরআন পড়েছি।।।পড়ে আমাদের প্রচলিত ইসলাম এর সাথে কুরাআনের কোন মিল খুঁজে পাইনা।। কুরান কী বলছে আর আমরা কী করছি??আপনার একটি কথাও আমার অপ্রাসঙ্গিক মনে হয়নি।।। ভাই, কোন হাদিস গুলি কুরানের আলোকে সহীহ, তা নিয়ে একটা ভিডিও তৈরি করুন।।।অথবা কয়েকটা পর্বে।।আপনি প্রায় ৩ হাজার সহীহ হাদিসের কথা বলেছেন যা কুরানের সাথে প্রাসঙ্গিক হতে পারে।। আমরা খুব উপকৃত হবো।। আল্লাহ আপনার পরিশ্রমকে কবুল করুন।।।

  • @kaziromail7899
    @kaziromail7899 3 ปีที่แล้ว +10

    Assalamualaikum
    I was looking for the right path here & there. Last 3 month I was praying to Allah & Following lots of scholars to find the right. But no scholars were perfect in my eyes & started knowing all groups. Than I found u describing about shia & shunni issue. Undoubtedly the best & convinced to follow your Videos. I dont know who u r but I must say I got the right direction from u & now my job is to follow that best path, path shown by our beloved prophet (sw). This is the first time I'm convinced & In Sha Allah I'll follow this path rest of my life. Already started to read Quran & really surprised to see the simplicity of Islamic rules made by Almighty Allah ❤
    Allah pak apnk nek hayat dan korun.......🤲

  • @jarifanawer1772
    @jarifanawer1772 2 ปีที่แล้ว +5

    আমরা শয়তানকে ভূলে গেলেও শয়তান মুসলিমদের মধ্যে ষড়যন্ত্র করতে মোটেই ভূলে যায়নি । আপনার আলোচনা এই প্রথম আমি শুনলাম , ভালো লেগেছে । দোয়াকরি মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন ,আমীন।

  • @rezaulislam5383
    @rezaulislam5383 3 ปีที่แล้ว +26

    আপনার প্রজ্ঞা ও মেধার প্রসংশা অন্তর থেকে করছি। আল্লাহ আপনাকে তৈফিক দিন আরও ভালভাবে কোর-আনকে জানার

  • @AbdulJalil-wz2kh
    @AbdulJalil-wz2kh 3 ปีที่แล้ว +43

    ভিডিও টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে শুনেছি। শেষ কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারিনী।আপনার ভিডিও তে কুরআনের সৌন্দর্য ও ইসলামের সঠিক সৌন্দর্য ফুটে উঠেছে। এই ভিডিও টি অন্য ধর্মাবলম্বী ও নাস্তিক রা দেখলে ইসলামের সুশীতল ছায়া তলে ফিরে আসবে ইনশাআল্লাহ। সে যদি জ্ঞানী হয়।

    • @neyamatsumon
      @neyamatsumon 3 ปีที่แล้ว +4

      শেষের কথাগুলো খুবি স্পর্শকাতর।

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

    • @mhrahbartv2415
      @mhrahbartv2415 3 ปีที่แล้ว +1

      আসসালামু আলাইকুম দাদা
      ‘বর্তমান মুসলিম উম্মাহ ও পবিত্র ইসলাম' এই বিষয় নিয়ে একটা ভিডিও পাব আশাকরি।

  • @tonoystopic6380
    @tonoystopic6380 3 ปีที่แล้ว +12

    মানুষের শিক্ষাগ্রহন করা উচিত, আপনি ধর্মের আসল সৌন্দর্য উপলদ্ধি করতে শিখিয়েছেন। আল্লাহ আপনার মঙ্গল করুক।ইউটিউবে এখন শুধু আপনার কথা শুনতেই মন চায়। আপনার কথা শুনে মনে হয় এগুলো মনের ভিতর জেগে উঠা প্রশ্নের সাবলীল উত্তর, মাশাল্লাহ!

    • @sbnitul2172
      @sbnitul2172 3 ปีที่แล้ว

      I appreciate your thinking

  • @mohammedashikbinrashidmia7436
    @mohammedashikbinrashidmia7436 ปีที่แล้ว +7

    আমি বিগত ৪ মাস হয়েছে সজল ভাইর একটা ভিডিও দেকছি পরে উনার আইডি খুজে বের করে প্রতি রাত ঘুমানোর সময় চালিয়ে দিয়ে মন দিয়ে সুনি উনার সব গুলা ভিডিও আমার বিবেককে জাগ্রত করেছে আলহামদুলিল্লাহ এখন আমি অর্থ সহ কোরআন পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে নেক হায়াত বাড়িয়ে দিন আমিন

  • @anupomfashions5084
    @anupomfashions5084 ปีที่แล้ว +5

    ধর্ম এতো সহজ জানতাম না ।আপনার কথা শুনে আমি কোরানের অনেক কিছু বুঝেছি ।অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @ziaulhoque3054
    @ziaulhoque3054 3 ปีที่แล้ว +15

    আপনার অনেক কথা আমার ভাবনার সাথে হুবহু যায়।যেমন একটা কথা তারাতারি করে হন্ত দন্ত হয়ে এসে কিছু মুখস্ত করা বাক্য পাঠ করার নাম নামাজ না।এরকম প্রায় সব বিষয় আপনার সাথে আমার ভাবনা টা মিলে যায়

  • @mamshadshakirislam3256
    @mamshadshakirislam3256 3 ปีที่แล้ว +5

    আপনার ভিডিও গুলো যতো দেখি ততো মুগ্ধ হই আপনার প্রতি ও উপলব্ধি করতে পারি ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
    আমিন

  • @md.mehedihasan2238
    @md.mehedihasan2238 3 ปีที่แล้ว +8

    ধন্যবাদ এতো সুন্দর আলোচনার জন্য।
    ভাই আমার বই পড়তে ভালো লাগেনা। না হলে আপনার বইটি কিনতাম। তবে আমি বাংলা অর্থসহ কুরআন পড়েছি আপনার প্রথম দিকের ভিডিও দেখে অনুপ্রানিত হয়ে। এই সিরিজের সকল ভিডিও দেখেছি। সবকিছু রেফারেন্সসহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।
    আপনার উপর শান্তি বর্ষিত হউক।

  • @a.j_lablu450
    @a.j_lablu450 2 ปีที่แล้ว +2

    আল্লাহর দয়ায় সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত পড়েছি বলেই আপনার কথার মর্মার্ত বুঝতে পারছি। আপনার কথা যতই শুনছি ততোই মুগ্ধ হচ্ছি। আপনি কত সহজ-সরল প্রাঞ্জল ভাষায় কথাগুলো বলছেন তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছি। অথচ এসব কথা যাদের বলার কথা ছিল তারাই তা বলছেন না! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 ปีที่แล้ว +1

    সজল রোশান,
    ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত‍্যের জন‍্য সাধুবাদ জানাই।Kudos to you for your profound scholarship on Islam.

  • @arifulhaque7628
    @arifulhaque7628 3 ปีที่แล้ว +6

    বাংলাদেশের ওয়াজিরা,যে স্টাইলে ওয়াজ করে এটা কোন দেশ থেকে আমদানী?এতো নর্তন,কুর্দন,গলা ফাটানোর কায়দা।
    আমি সব সময় আপনার মতো একজন বক্তা/মানুষের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ সজল ভাই।

  • @muhammadabdulmannan1839
    @muhammadabdulmannan1839 3 ปีที่แล้ว +38

    ভাই দীর্ঘদিন কোরআন পড়ছি কিন্তু আমাদের সামাজের প্রচলিত ধর্মের সাথে কোরআনের কোন মিল পাচ্ছিলাম না।কিন্তু আপনার ভিডিও গুলো দেখে কোরআনের সাথে মিল পাই।সমাজের অনেক ইমামকে জিজ্ঞাসা করেছি কিন্তু তারা হাদিসগ্রন্থগুলো পড়া ছাড়া তুমি কোরআন বুঝতে পারবে না এই কথা বলে।কিন্তু কোরআন পড়ে আপনার কথার সাথে মিল পাই।আপনার জন্য শুভ কমনা রইল।

    • @s.m.rafiqulislam5094
      @s.m.rafiqulislam5094 3 ปีที่แล้ว +2

      এখন কোরান বুঝতে কোন তথাকথিত ধর্ম ব্যবসায়ীর কাছে যাওয়ার দরকার নেই। আপনার মোবাইলে সুরার নাম লিখে ইনটারনেটে সার্চ দিলেই বাংলা অনুবাদ পেয়ে যাবেন। ধন্যবাদ।

  • @santirbani4691
    @santirbani4691 3 ปีที่แล้ว +49

    আপনার ভিডিও গুলি আমার পরিবারের সবাইকে দেখতে বাধ্যতামূলুক করে দিয়েছি এভাবেই পরিবর্তন আসবে।

    • @amanullahalazad5939
      @amanullahalazad5939 3 ปีที่แล้ว

      লিংক চাই।

    • @mahbubealam9526
      @mahbubealam9526 3 ปีที่แล้ว

      Not satisfactory I also like and listen his lecture but it is not right to compulsory for all.

  • @Md.Wahiduzzaman007-he6zc
    @Md.Wahiduzzaman007-he6zc ปีที่แล้ว +4

    শেষের কথা গুলো শুনে ইসলামের আসল সৌন্দর্য উপলব্ধি করলাম। সব কথা গুলো যুক্তিসংগত। মাশাআল্লহ। ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে গেলাচ্ছ অধর্ম। আমরাও গিলছি অন্ধের মত বিশ্বাস করে। কিন্তু কোরআন খুলে দেখছি না মহান আল্লহ আসলে কি বলেছেন?

  • @returntoislam2060
    @returntoislam2060 2 ปีที่แล้ว +7

    অসাধারণ বক্তৃতা, ধর্মান্ধতার পর্দা খুলতে সাহায্য হবে, চক্ষুষ্মানদের জন্য ❤️💚

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 3 ปีที่แล้ว +5

    সজল ভাই সালাম নিবেন । যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি । আপনার সহজ সরল সাবলিল ও যৌক্তিক প্রজ্ঞাপূর্ন আলোচনায় মুগ্ধ হচ্ছি।

    • @mohammedhaque350
      @mohammedhaque350 3 ปีที่แล้ว

      ধন্যবাদ কিছু মোল্লা আছে যারা খারাপ মন্তব্য করে এর কারন কি ? ওদের ভিতর Basic ইসলাম নাই, আছে মিথ্যা হাদীসের উপর পযা’পত জ্ঞান যা কোরআনের সাথে সাংঘ’শিক ।

  • @sajibhussain8951
    @sajibhussain8951 3 ปีที่แล้ว +29

    এককথায় অসাধারণ!
    আশা করি এই religious mindset series টি চালিয়ে যাবেন। ধন্যবাদ!

  • @abulhossain7239
    @abulhossain7239 3 ปีที่แล้ว +58

    ভাই আপনার কথা গুলো সঠিক কিন্ত সাধারন মানুষ বুঝবে না।আপনার কথা আমি প্রতিনিয়তো শুনি

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

  • @sarwarjahan4574
    @sarwarjahan4574 3 ปีที่แล้ว +1

    আজ এক সপ্তাহ ধরে আপনার ভিডিও গুলো একের পর এক দেখছি l যতই শুনি ততই মুগ্ধ হচ্ছি l সত্যিই আমাদের ইসলাম কত সহজ আর আমাদের হুজুরেরা কত কঠিন করে আমাদেরকে বুঝায় l আপনাকে দীর্ঘজীবী করুক আর আমাদেরকে ভালো ভালো ভিডিও তৈরি করে আমাদের ইসলামকে মানুষের নিকট সহজভাবে উপস্থাপন করার তৌফিক দান করুক আমিন l

  • @nazmulalam2801
    @nazmulalam2801 3 ปีที่แล้ว +4

    চোখ দিয়ে অঝোরে পানি চলে এলো, ইকরিমা এর কথা আপনি এতো সুন্দর করে বললেন। আপনার অনেক মঙ্গল কামনা করছি এবং সকল সৃষ্টির প্রতি ভালবাসা রইল,যেন সবাই প্রকৃত ধর্মের আস্বাদ পায়

    • @nazmulhuda9698
      @nazmulhuda9698 3 ปีที่แล้ว +1

      আমি এই ইকরামার অংশ টা পাঁচবার শুনেছি!

    • @বজ্জাতপিঁপড়া
      @বজ্জাতপিঁপড়া 3 ปีที่แล้ว

      সব মৌলবি একই, আপনি ও তাই, তফাত হল তাদের লেবাস আছে আর আপনার নাই ধন্যবাদ, আপনি কোন ধর্মপালন করেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন??

    • @nazmulhuda9698
      @nazmulhuda9698 3 ปีที่แล้ว

      @@বজ্জাতপিঁপড়া আগে আইডির নামটা ঠিক করেন,

    • @mustakahmed3766
      @mustakahmed3766 3 ปีที่แล้ว

      @@বজ্জাতপিঁপড়া first reveal ur true identity. Why disguising yourself

  • @fakhrulislam7803
    @fakhrulislam7803 3 ปีที่แล้ว +4

    অসাধারণ উপস্থাপনা! এক নিশ্বাসে পুরো ভিডিওটি শুনেছি, মনে হল এ আমার দেখা ইসলাম নয় নতুন এক ইসলামের সন্ধান পেলাম যেন যে ইসলাম সত্যিকার শান্তিময় সূশীতল সুবাতাসের আমন্ত্রণ করে। আপনাকে ধন্যবাদ! সম্ভব হলে বইয়ের লিংক দিবেন।

  • @RuhulAmin-iz5vg
    @RuhulAmin-iz5vg 3 ปีที่แล้ว +16

    আপনাকে অনেকদিন থেকেই দেখি!
    আপনার কথাগুলো শুনে নিজে আশ্চর্য হয়েছি প্রচলিত ইসলাম ধর্ম নিয়ে! আমি আপনার উদ্দেশ্য বুঝার চেষ্টা করেছি অনেকদিন ধরে এবং আমি সত্য খুজে পেয়েছি! ❤
    ভালোবাসা নিবেন অশেষ ❤❤

    • @MasudAlam-jh8zc
      @MasudAlam-jh8zc 3 ปีที่แล้ว

      Bay islam boj te hole bese jan toy islam bojben

  • @susantasaha4575
    @susantasaha4575 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ,,,প্রত্যেক ধর্মের মধ্যই ধর্ম গ্ৰন্থ গুলি এক শ্রেনীর লোক কামাবার জন্য তৈরী করেছেন,,হিন্দুদের তেমন সব গ্রন্থ ই ব্রাহ্মণ কেন্দ্রীয়ক,,আমি নিয়মিত আপনার ভিডিও দেখি,, I m from India,,,I salute you,,, well-done brother

  • @mohburrahman752
    @mohburrahman752 ปีที่แล้ว +1

    ভাই আপনি অসম্ভব মেধার অধিকারী। ভাই আমি জানিনা আপনার তা কতটুকু সত্য। কিন্তু আপনার যুক্তি খণ্ডনের ক্ষমতা কারোর নেই। আমি দোয়া করি আপনার হায়াত শত বছর পার হয়ে যাক। আপনি ইসলামের আসল সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেছেন

    • @hossainjamal8850
      @hossainjamal8850 11 หลายเดือนก่อน

      উনার টা কতটুকু সত্য তা জানতে হলে কোরআন খুলে দেখতে হবে। উনি কোরআন সূরা আয়াত নাম্বার দিয়ে কথা বলেন আপনি যাচাই করে দেখতে পারেন।

  • @babubani8935
    @babubani8935 3 ปีที่แล้ว +14

    ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আপনার বইটি পেয়েছি এগিয়ে যান মহান আল্লাহ অধর্মের জাল থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং সারা বিশ্বব্যাপী ইসলামের স্বরূপ জাগ্রত করুন আমীন

    • @mynulislam6925
      @mynulislam6925 3 ปีที่แล้ว

      আল্লাহ আপনাকে 1000 বছর হায়াত নসিব করুক

  • @abdulbaten7266
    @abdulbaten7266 3 ปีที่แล้ว +54

    ভাইয়া আমি আপনার সাথে একমত পোষণ করছি বরতোমান আলেমদের কাছে জাল হাদিস কোরআনের চেয়ে বড়

    • @s.m.rafiqulislam5094
      @s.m.rafiqulislam5094 3 ปีที่แล้ว

      এরাই ইসলামের দুশমন। এদের থেকে সাবধান থাকবেন সবাই। যুগে যুগে ইসলাম ধর্মের ক্রমাবনতির এরা মূল সমস্যা। ধর্মকে এরা সহজ না করে এখন জটিল রূপ দিয়েছে। আল্লাহ সবাইবে হেদায়েত দান করুন। ভালো থাকবেন।

    • @asalatahalder3919
      @asalatahalder3919 2 ปีที่แล้ว +1

      আপনার গঞ্জান আর বৃদ্ধপাক তবে সাবধানে থাকবেন তানাহলে যেকোনমূহুর্তে গলাকাটা যেতে পারে।ধন্যবাদ ঈসা মশীহকে বিশ্বাস রাখুন।

    • @kattickbiswas554
      @kattickbiswas554 2 ปีที่แล้ว

      ভাই সজল রোশনের ভিডিও দেখি ও একই কথা আব্দুল ব্যাটেন ভাইয়ের কাছেই প্রশ্ন, ভুল হাদীস নিয়ে আর কতদিন! আস্তে আস্তে বিশ্ব বিশ্বাস হারাচ্ছে ,খেয়াল রাখবেন, ওঅঁ/,ওঁ মা কালীকায় নমহ, ওঁ শিবায় নমহ ।যার বিশ্বাস তার কাছেই!

    • @MdTipumaster
      @MdTipumaster 6 หลายเดือนก่อน

      ​@@s.m.rafiqulislam5094❤❤❤❤❤❤❤

  • @aynaamedia7118
    @aynaamedia7118 2 ปีที่แล้ว +8

    ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে ❤
    আমি আপনার PSD ট্রেইনিং করেছিলাম একাধিক বার।৪ দিনের ট্রেনিং নিমিষেই শেষ হয়ে যেতো!!
    ধর্মতত্ত্বের মাধুর্যপূর্ণ তাত্ত্বিক আলোচনায় নিজেকে খুঁজে পাচ্ছি।
    আপনাকে আল্লাহ মেহেরবান সুস্থ্য হায়াতে তৈয়্যবা দান করুন আমীন🤲🤲🤲

  • @golamkardarteto8093
    @golamkardarteto8093 3 ปีที่แล้ว +4

    স্যার, আল্লাহ প্রদত্ত কোরআনের বানীগুলো বাংলায় ও ইংরেজীতে পানির মত পরিস্কার ভাবে সরল সহজ ভাষায় বুজিয়ে বলার জন্য আপনাকে সাদর সম্ভাষণ ও অসংখ্য ধন্যবাদ।

  • @najibargazi4736
    @najibargazi4736 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ। প্রকৃত ইসলামের সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ। আমি এতো পাণ্ডিত্যের অধিকারী নই। তবুও যতোটুকু ইসলাম সম্মন্ধে আমার মনে ঠঁাই দিয়েছি এই সে ই প্রতিরুপ।আল্লাহ আপনাকে সাহায্য করুন আমিন।

  • @abashar3502
    @abashar3502 3 ปีที่แล้ว +5

    অসাধারণ সুন্দর কথা গুলো আমাদের ভাবনার নুতন দুয়ার খুলে দিয়াছে, বুঝতে চেষ্টা করছি আমরা আমাদের জানা জগতকে, আমরা কি ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটি সঠিক পথে চলতে পারবো, মহান আল্লাহ রহমানের রাহিম আমাদের সঠিক পথে চলতে সাহায্য করুন, আপনার জন্য শুভকামনা রইল,

    • @rowshanarabegum1889
      @rowshanarabegum1889 3 ปีที่แล้ว

      কোরয়ানে নাকি বলা আছে,মেথি আর নারিকেল তেল সর্বরোগের ওষুধ।এই কথা কত টুকুও সত্ত।

  • @SirajKhan-vp2jg
    @SirajKhan-vp2jg 3 ปีที่แล้ว +28

    আমি আপনার ভিডিও গুলি যতই দেখি ততঃই ভালো লাগে কারন আমার মনের অনেক গুলি প্রশ্ন আপনার ভিডিও তে পাই আল্লাহ আপনার নেক হায়াত দান ক্রুন আমিন

    • @saifulmunshi3021
      @saifulmunshi3021 ปีที่แล้ว

      সজল ভাই আপনার লেখা বইগুলো বাংলাদেশ থেকে কিভাবে সংগ্রহ করতে পারি, দয়া করে আপনি যদি আমাকে একটি ঠিকানা দিতেন তাহলে আপনার লেখা কিছু বই কিনতাম আমার বিশেষ প্রয়োজন আমিও আপনার মত প্রতিবাদ করি প্রতিবাদ করতে গেলে প্রমাণ লাগে হাতে জন্য আপনার লেখা বইয়ের বিশেষ প্রয়োজন ধন্যবাদ

  • @md.sirajulislam5888
    @md.sirajulislam5888 3 ปีที่แล้ว +8

    আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন। ধর্ম ব্যবসা সংকোচিত হয়ে আসছে ইনশাআল্লাহ্।

  • @salehabegum7541
    @salehabegum7541 3 ปีที่แล้ว +1

    আপনার সুসাস্হ্য ও মঙ্গল কামনা করি।
    আগামী প্রজন্ম আপনার বক্তব্যে,
    ধর্মের সুন্দর পথ খুঁজে পাবে।
    সহজ সরল কোরানের পথ ধরে এগিয়ে যাবে।কোনো দল মত নয়,একমাত্র পথ যে কোরানেই বলা আছে। সেটা ই হলো আল্লাহর পথ।
    কি শুনার কথা কি শুনচ্ছি।
    সজল ভাই, আমার অন্তর থেকে দোয়া রইলো।সকল সময় আপনার বক্তব্য শুনতে চাই।❤️❤️

  • @আরিফুলইসলাম-ঢ২ট
    @আরিফুলইসলাম-ঢ২ট 2 ปีที่แล้ว +10

    আমার এই ৫০ বছরের জীবনে এত ভালো লাগা কথা শুনিনি

  • @gfakruddinahmad8316
    @gfakruddinahmad8316 3 ปีที่แล้ว +5

    সজল ভাই ! আপনার বক্তব্য এর ফিনিশিং টা দুর্দান্ত হয়েছে ! বুকে গিয়ে ধাক্কা মারল পুরা। একদম A-to Z প্রাসঙ্গিক ও অবজেক্টিভ (যুক্তিযুক্ত) আলোচনা। আমি কড়াকড়ি ভাবে আবেগ সরিয়ে রেখে কথা গুলো শুনেছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ঠাণ্ডা মাথায় এই কথাগুলো গভীরভাবে চিন্তা করবেন ও সেভাবে কাজ করবেন। আমি বর্তমানে মাসজিদে খুব কম ই নামায আদায়ে করছি এইসব অদ্ভুত, অযৌক্তিক ও নিচু স্তরের খুতবা নামক আলোচনা এড়িয়ে যাবার জন্য।

  • @fakhrulislamswapan9995
    @fakhrulislamswapan9995 3 ปีที่แล้ว +4

    ভাই অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। আপনার বইটি খুব ধীরে ধীরে পড়ছি শেষ হয়ে যাবার ভয়ে। ভালো থাকবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @soulfulsongs1706
    @soulfulsongs1706 3 ปีที่แล้ว +16

    "আমি নিজেও confused হয়ে যাচ্ছি যে, আমি আসলে কার দালাল!" Great. 😇

    • @yahmed4274
      @yahmed4274 2 ปีที่แล้ว

      😂 চমৎকার ছিল কথাটা

  • @sevenheaven5173
    @sevenheaven5173 3 ปีที่แล้ว +11

    রিলিজিয়াস মাইন্ডসেট বইটি বাংলাদেশের প্রতিটি ক্লাস এ পড়ানো উচিত।

  • @sumonhossain131
    @sumonhossain131 3 ปีที่แล้ว +1

    Mr Sajal , You are the only one person last 100 years showing what is Islam !!!! Carry on brother, your lectures no need to hear all 5 minutes is enough for understand you are the person who change the word . Why only 5 minutes .

  • @muhammadasadullah517
    @muhammadasadullah517 3 ปีที่แล้ว +22

    ভাই আমি মুগ্ধ হলাম। নতুনভাবে চিন্তা করতে শিখলাম। ভাই হুর নিয়ে কিছু বলবেন কি? যদি আপনি প্রয়োজন মনে করেন। বুঝতে পারছি খুব ভালো ভাবে পবিত্র কুরআন পড়তে হবে।

  • @MasudRana-nt1rk
    @MasudRana-nt1rk 3 ปีที่แล้ว +53

    আপনার এক একটা কথা কোটি টাকা দাম, আজকে মনে হচ্ছে অনেক টাকার গ্যান আহরণ করলাম

    • @SajalRoshan
      @SajalRoshan  3 ปีที่แล้ว +3

      ধন্যবাদ

  • @commerceteachinghome
    @commerceteachinghome ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ।
    আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দিয়ে এগিয়ে চলতে সাহায্য করেন।
    আপনার প্রতি সালাম।

  • @meshbafaruktv8403
    @meshbafaruktv8403 9 หลายเดือนก่อน +1

    আপনার ভিডিও দেখি, মনে হয় আপনিই প্রকৃত আলেম যদিও প্রচলিত লেবাসধারী আলেমরা আপনাকে গালি দেয়। আমি আল্লাহর ভক্ত আরা আপনি আল্লাহর একজন ভক্ত এবং আল্লাহর হুকুম আমাদের জন্য প্রচার করছেন। আপনার জন্য দোয়া রইলো।

  • @Masum1952
    @Masum1952 2 ปีที่แล้ว +2

    আপনার কথা যতই শুনছি ততই শুনছি আবার শুনছি আবার শুনছি,আর অবাক হয়ে ভাবছি,আর নতুন ভিডিও পাওয়ার আশায় অপেক্ষায় আছি,আল্লাহ আপনাকে
    অনেক জ্ঞ্যান দিয়েছেন,আমাদের জন্য আপনি একজন সত্যের পথে আহবায়ক,
    এক কথায় অন্ধকে আলোর পথে আল কোরানের আলোয় আলোর অনুভব করিয়ে দেওয়া,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন যাতে আপনার সব কথা বিশ্ববাসির কাছে পৌছাতে পাড়েন।আমিন।

    • @md.jahangirkabir2094
      @md.jahangirkabir2094 2 ปีที่แล้ว

      Apnar.prothagato.shikha.ki.daya.kore.janaben.ki.

    • @Masum1952
      @Masum1952 2 ปีที่แล้ว

      আমি কোনো শিক্ষিত ন ই

  • @ashrafulhridoy1335
    @ashrafulhridoy1335 ปีที่แล้ว +6

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং ইসলাম কে সহজ ও সুন্দর করার জন্য অনেক ভালোবাসা রইলো ❤❤

  • @abdulmatin9569
    @abdulmatin9569 3 ปีที่แล้ว +12

    লিংক চাই,আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহর কালামের দিকেই ফিরে আসতে হবে।

  • @mohammadalauddin1613
    @mohammadalauddin1613 3 ปีที่แล้ว +4

    ভিডিওটি মনযোগ সহকারে এক বারে শুনলাম। আমি অভিবুত।
    অভিনন্দন ।
    চমৎকার বিশ্লেষন ও উপস্থাপনা।
    বইটি আজ রকমারিতে অর্ডার করলাম।

    • @mohammedhaque350
      @mohammedhaque350 3 ปีที่แล้ว

      ভাই আমি নিউ ইয়ক’ রকমারি কোথায়please জানাবেন আমি বইটি order করব ।

  • @hasibmolla4270
    @hasibmolla4270 8 หลายเดือนก่อน

    খুব সুন্দর..... ইসলাম ধর্ম কে সঠিক ভাবে জানা ও বোঝার জন্য, ধর্মের প্রচলিত বিভিন্ন মাযহাব এর ধর্ম প্রচারক দের দায়িত্ব শীল হওয়া উচিত....

  • @dr.makhan5693
    @dr.makhan5693 ปีที่แล้ว +1

    প্রিয় সজল ভাই।
    সালামুন আলাইকুম।
    আপনি ভিডিওগুলোর মাধ্যমে আমার চিন্তা চেতনা বদলে দিয়েছেন, আমার মধ্যে কোরআন পড়ার ও জানার আগ্রহ তৈরী করেছেন, জ্ঞান অর্জন করার স্পৃহা তৈরী করছেন। আপনি আসলে কে ভাই? আপনার ভিডিও এবং বইগুলো দুনিয়া বদলে দেবে একদিন ইনশা আল্লাহ্। ইসলাম আবার পরাশক্তিতে পরিনত হবে আমার বিশ্বাস। মহান আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন, আপনার অধ্যাবসায় ও প্রজ্ঞা ইসলামের সঠিক প্রচারে কবুল করুন। আমিন।

  • @jahanreza5208
    @jahanreza5208 2 ปีที่แล้ว +5

    Dear Sajal:
    For the last 15 years, I have been practicing Quran as your focus. I was sharing this info with my family & friends to read Quran by understanding and practicing accordingly, not only learning from others. I was searching for a platform you are founding now. I know this is very hard for you to move, but I firmly believe you will touch the sky. Allah will help you with your great work. I respect your talent and powerful courageous hard work. It is so interesting that I can not stop watching videos when I start. Allah will help you to keep HIS Quran for humanity. To me it is extraordinary. Thanks, Jahan, U.S.A.

  • @hasibporobashi7994
    @hasibporobashi7994 3 ปีที่แล้ว +3

    আপনাকে অভিনন্দন!
    আপনার মহৎ উদ্দেশ্য সফল হউক। ধর্মব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

  • @scienceoftheuniverse1
    @scienceoftheuniverse1 3 ปีที่แล้ว +8

    Salamun alaikum,এতো খাটি কথা আপনার মুখে এতো সহজভাবে!!!অভিভুত আমি। গৃহিণী হওয়ায় চারদিনে শেষ করলাম ভিডিওটি । আপনার কথা আরো শোনার অপেক্ষায় আছি।

  • @nipaakter780
    @nipaakter780 3 ปีที่แล้ว +2

    সত্য সন্ধানী একজন মানুষকে দেখতে পেরেছি।আমার খুব ভালো লেগেছে। জাজাকাল্লাহ

  • @samsulalam2585
    @samsulalam2585 3 ปีที่แล้ว +1

    আপনার আলোচনা শুনলে, মানুষের ধর্ম সহজ হয়ে যাবে। আমার বিশ্বাস। ধর্ম সম্বন্ধে ভয়কেটে যাবে। আপনার জন্য শুভকামনা থাকবে,

  • @mandallsaheb7362
    @mandallsaheb7362 3 ปีที่แล้ว +11

    বাড়িতে যাচ্ছি, পৌছাতে আরো ২০-২৫ মিনিট লাগবে। পুরো জার্নিতে আআপনার ভিডিওটা দেখলাম। অসম্ভব সুন্দর লাগলো, আসলে সত্যই সুন্দর!

  • @aklimanwar147
    @aklimanwar147 3 ปีที่แล้ว +5

    I have purchased the book religious mind-set. Excellent book to know the real truth of islam.This book only help those person who are free from superstation, prejudice & obstinate.

  • @Following.quran.kdjaman
    @Following.quran.kdjaman 3 ปีที่แล้ว +49

    স্যার, আপনার ১২ ঘন্টার ভিডিও চায়! ধন্যবাদ

    • @sharifsorkar4592
      @sharifsorkar4592 3 ปีที่แล้ว

      বাই আপনি এখন কোথায়?

  • @voiceshobdoboma731
    @voiceshobdoboma731 ปีที่แล้ว +3

    শুনি ' কিন্ত ইদানিং নতুন ভিডিওর অপেক্ষায়' থাকলেও পাচ্ছিনা। একমাত্র সজল রৌশনই নিট এন্ড ক্লিন। একজন যোশরী কোরানের কথা বলে শেষতক নবী (স) কেই অস্বীকার করে বসে আছে। ধন্যবাদ সজল ভাই' আপনার উদ্দেশ্য সফল হোক' মুক্তিপাক ভেজাল থেকে। আমিন

  • @sawkathosen1124
    @sawkathosen1124 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম সজল ভাই,,
    আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আপনার মাধ্যমে আমি কোরান হাদিস থেকে সঠিক জ্ঞান অর্জনের সুযোগ পাইছি,,
    কোরান হাদিসে আমি পেয়েছি যুগে যুগে জাতির প্রজ্ঞাময় ব্যাক্তি আসবে যারা ধর্মের আসল মর্ম মাষের মধ্যে প্রতিস্থাপন করবে, আমি মনে করি আপনি সেই প্রাজ্ঞাময় মানুষের মধ্যে একজন 🥰❤️
    অনেক ভালোবাসা রইলো ভাই আপনি এগিয়ে যান যে যাই বলুক,, ❤️🥀

  • @khaledbinnoor5406
    @khaledbinnoor5406 3 ปีที่แล้ว +245

    যতোই দিন যাচ্ছে, বুঝতে পারছি কোরআন বিমুখতাই আমাদের অধঃপতনের মুল কারন।

    • @quranandkaaba
      @quranandkaaba 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/g9587-sJHQI/w-d-xo.html

    • @alalmahmud196
      @alalmahmud196 3 ปีที่แล้ว +5

      True

    • @mdziaulhaque9706
      @mdziaulhaque9706 3 ปีที่แล้ว +3

      Right

    • @s.m.rafiqulislam5094
      @s.m.rafiqulislam5094 3 ปีที่แล้ว +3

      একেবারেই সত্য। ধন্যবাদ।

    • @nargishalam3746
      @nargishalam3746 3 ปีที่แล้ว +2

      ভাই এ-ই কথা আমি ২০০৯ সালে বুঝে ছিলাম এবং ফেসবুকে কোরআনের আয়াত লিখে পঁচার করেছি আমার আই ফোন নষট হওয়ার কারন আর লিখতে পারি নাই তবে সজল কে দোওয়া করি আল্লাহ জেন তাকে কামিয়াব করেন এখন অন্য নামভার থেকে লিখলাম

  • @al-iqratv
    @al-iqratv 3 ปีที่แล้ว +10

    আপনিই ইসলাম ও মুসলমানদের জাতীয় সম্পদ।

    • @rubelyesmin8367
      @rubelyesmin8367 3 ปีที่แล้ว

      sajal bhai I am in India; so kindly let me know how to get your book 'Religious mindset'
      moreover may ALLAH blessed you with long healthy life so that you can derailed so called muslim clerics and bring ISlAM at the top of the World as only religion.

  • @alamvlogs2244
    @alamvlogs2244 ปีที่แล้ว +6

    আমি সত্যিই বিস্ময়াভিভূত, আমরা কি শিখছি,কোথায় যাচ্ছি, শেষ গন্তব্যই বা কোথায়, আপনার ভিডীওগুলো নিয়মিত দেখছি আর বিমোহিত হচ্ছি কতো সহজ ও সুন্দর আমাদের কোরআন ভিত্তিক ইসলাম আর মুরুব্বিরা কোন হুতামা'র পথ দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে কোরআনের আলো ছড়ানোর তাওফিক দান করুন,, আমিন

  • @Moinul-Ahmed
    @Moinul-Ahmed ปีที่แล้ว +1

    এমন একজন বাঙালি আছে ভেবে ভালো লাগছে। আল্লাহ্ রহিম ও রহমান। ধন্যবাদ।

  • @theidealofislam443
    @theidealofislam443 3 ปีที่แล้ว +2

    আল্লাহ আপনাকে অসাধারণ প্রতিভা দিয়েছে।প্রত্যেকটা কথা যেভাবে বলছেন,যেন মনে হচ্ছে বই সামনে নিয়ে পড়তেছেন।মাশাআল্লাহ