একদিনে ২৫০০ টাকায় ঘুরে এলাম টাঙ্গুয়ার হাওরের সবকিছু | সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২০২৩ 🇧🇩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • হাওর, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য; মাছ, ধান আর বাউলসাধকদের গানেই যেন মিশে আছে সুনামগঞ্জের সুনাম। তবে হাওরের পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য জেলাজুড়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। যেগুলো ঘুরে মুগ্ধতায় মনভরে, নয়ন জুড়ায় পর্যটকদের। মরমি সাধক হাসন রাজা, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, বাউলসম্রাট শাহ আবদুল করিমসহ অসংখ্য বাউল-কবিদের জন্ম এই জেলায়। তাঁদের সহজিয়া জীবন, মনমজানো গানও মানুষকে টানে সুনামগঞ্জে।
    ট্রেনে গেলে,
    ঢাকা থেকে রাতের হাওর এক্সপ্রেস ট্রেনে মোহনগঞ্জ। মোহনগঞ্জ থেকে অটো/লেগুনা/বাইকে ধর্মপাশা বা সরাসরি মধ্যনগর। মধ্যনগর থেকে রিজার্ভ ট্রলারে টাঙ্গুয়ার হাওর যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগবে। টাঙ্গুয়া যেতে অনেকগুলো ছোট, বড় বিল ও হাওর পাড়ি দিতে হবে। খুব কাছে দেখতে পারবেন ভাটির দেশের মানুষের জীবন সংগ্রাম। এই পথেই চোখে পড়বে হাওরের প্রকৃত রূপ।
    বাসে গেলে,
    ঢাকা থেকে বাসে নেত্রকোণা। এরপর বাইকে মধ্যনগর বাজার। অথবা বাসে সরাসরি মোহনগঞ্জ/ মধ্যনগর বাজার। মধ্যনগর থেকে ট্রলারে টাঙ্গুয়ার হাওর। এই উপজেলায় একসঙ্গে টাঙ্গুয়ার হাওর, এই হাওরের উত্তর পাড়ের শহীদ সিরাজ লেক, নিলাদ্রী ডিসি পার্ক, স্বাধীনতা উপত্যকা, লাকমা ছড়া, টেকেরঘাটের নয়নাভিরাম ছোট ছোট টিলা, স্মৃতিসৌধ, মহেষখলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, বারিক টিলা, শাহ আরেফিনের (র.) আস্তানা, শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির, শিমুল বাগান এবং যাদুকাটা নদের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। পাশেই হাতছানি দেয় ভারতের মেঘালয় পাহাড়। হাওর, নদী, পাহাড়ের সৌন্দর্যের মেলবন্ধন এখানে। টেকেরঘাট এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কটেজ তৈরি করে দেওয়া হয়েছে। রয়েছে পুরোনো আরেকটি অতিথিশালা। আগে থেকে যোগাযোগ করে এলে এসবে থাকতে পারেন পর্যটকেরা।
    মোহনগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওর
    ঢাকা থেকে রাত ১০.০০ মিনিটের হাওর এক্সপ্রেস ট্রেনে করে মোহনগঞ্জ।মোহনগঞ্জ থেকে অটো/লেগুনা/বাইকে মধ্যনগর। মধ্যনগর থেকে রিজার্ভ ট্রলারে টাঙ্গুয়ার হাওর। সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। ওয়াচ টাওয়ার ঘুরে চলে যান টেকেরঘাট। টেকেরঘাটে দুপুরের খাবার খেয়ে নিন। নীলাদ্রি লেক ঘুরে বাইকে করে চলে যান লকমাছড়া। সব স্থান ঘুরে ৬টার মধ্যে মধ্যনগরের উদ্দেশ্যে যাত্রা করুন। মাঝিকে মধ্যনগরে অটো/লেগুনা/বাইকে ঠিক করে রাখতে বলবেন। নাহলে রাতে সমস্যা হতে পারে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চেপে ঢাকা।
    একদিনে ২৫০০ টাকায় ঘুরে এলাম টাঙ্গুয়ার হাওরের সবকিছু | সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২০২৩ 🇧🇩
    মালিক (মাহাবুব ফকির)- ০১৮৬৫-৪৬৬৬৫৯
    Music:
    1.Bioscope || Bappa Mazumder || Violin Cover || Afsana Dewan Aayna || Dewan & Co.- • Bioscope || Bappa Mazu...
    2.Oliro Kotha Shune || Hemanta Mukharjee || Violin Cover || Afsana Dewan Aayna- • Oliro Kotha Shune || H...
    Violin: Afsana Dewan Aayna
    Guitar: Junayed Dewan Shourov
    3.Can You Spot The Tune? l BTV l 9Os l Mati O Manush l মাটি ও মানুষ | Intro l Bony Bonzy- • Can You Spot The Tune?...
    4.তোমার খোলা হাওয়া । Tomar Khola Hawa । Rabindra Sangeet cover on Sarangi- • তোমার খোলা হাওয়া । To...
    #tanguar #sunamgonj

ความคิดเห็น • 1