যমুনোত্রী গঙ্গোত্রী যাত্রা গাইড ( দ্বিতীয় পর্ব) - YAMUNOTRI GANGOTRI YATRA GUIDE ( 2ND PART)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • হরিদ্বার থেকে যমুনোত্রী গঙ্গোত্রী দুই ধাম যাত্রা গাইড এর প্রথম পর্বে দেখনো হয়েছিল হরিদ্বার থেকে বারকোট হয়ে কিভাবে যমুনোত্রী দর্শন করবেন। তার ই এই দ্বিতীয় পর্বে রয়েছে বারকোট থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী দর্শন, ফেরার পথে বিভিন্ন দ্রষ্টব্যস্থান দর্শন ও সমগ্র যাত্রা পরিকল্পনার বাজেট (২০১৮ সালের হিসাবে)।
    IN THE FIRST PART OF YAMUNOTRI GANGOTRI YATRA GUIDE THE DESCRIPTION OF VISITING YAMUNOTRI FROM HARIDWAR VIA BARKOT WAS SHOWN. IN THIS SECOND PART DETAILS OF VISITING GANGOTRI FROM BARKOT VIA UTTARKASHI IS PROVIDED ALONG WITH DIFFERENT VISITING PLACES AND BUDGET OF THE WHOLE TOUR ( AS PER 2018).
    TOUR PLAN :
    DAY 1 : REACH HARIDWAR
    DAY 2 : HARIDWAR TO BARKOT * /SYANACHATTI
    DAY 3 : BARKOT/SYANACHATTI TO YAMUNOTRI AND BACK
    DAY 4 : BARKOT/SYANACHATTI TO UTTARKASHI **
    DAY 5 : UTTARKASHI TO GANGOTRI
    DAY 6 : GANGOTRI TO UTTARKASHI
    DAY 7 : UTTARKASHI TO HARIDWAR
    BARKOT IS THE LAST TOWN ON THE WAY TO YAMUNOTRI WITH FEW FACILITIES.
    ** UTTARKASHI IS THE LAST TOWN ON THE WAY TO GANGOTRI WITH ATM AND PETROL PUMP FACILITIES.
    Music : Morning Walk by Jonny Easton
    VIDEO URL OF THE 1ST PART - • যমুনোত্রী গঙ্গোত্রী যা...
    #gangotri#গঙ্গোত্রী-ধাম
    Social media: / amitava.bhattacharjee6

ความคิดเห็น • 122

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว +4

    প্রিয় দর্শক বন্ধুরা, যমুনোত্রী-গঙ্গোত্রী যাত্রা গাইড এর দুটি ভিডিও ভয়েস ওভার দিয়ে আমার প্রথম কাজ। মোবাইল ফোনের হেডসেট দিয়ে রেকর্ড করে একটা সাউন্ড এফেক্ট দিতে গিয়ে সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে গেছে এই দুই ভিডিওতে। একটু কষ্ট করে হেডফোন লাগিয়ে শোনার অনুরোধ জানাই ও সাউন্ড ঠিক না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করি। পরবর্তীকালে চানেলে আরও কিছু ভিডিও আপলোড করা হয়েছে। সেক্ষেত্রে সাউন্ডের এই ত্রুটি সংশোধনের চেষ্টা করেছি।

  • @kartickbag203
    @kartickbag203 ปีที่แล้ว +1

    জয় মা যমুনা 🙏🙏🙏🙏🙏

  • @souma1760
    @souma1760 2 ปีที่แล้ว +1

    khub sundar

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। সঙ্গে থাকুন। এটি অনেক পুরোনো ভিডিও। চ্যানেলে অনেক নতুন ভিডিও আছে। আগ্রহ থাকলে দেখুন।

  • @tapassaha523
    @tapassaha523 ปีที่แล้ว

    দারুণ উপকৃত হলাম পথনির্দেশিকা ও ভূমিকা প্রদানে। সর্বপরি আপনার উপস্থাপনার বিশেষ নিবেদনের বিষয় ও আন্তরিক ও সুমিষ্ট কন্ঠ যা ভ্রমনের পূর্বে একটি অনন্য মাত্রা বর্ধিত করে ।

  • @ankolikadas391
    @ankolikadas391 2 ปีที่แล้ว +1

    Khub valo uposthapona dada,anek anek dhonyobad

  • @sunildutta6535
    @sunildutta6535 3 ปีที่แล้ว

    অসাধারণ ভালো একটা পোস্ট ...

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว

      ধন্যবাদ। এটি বলতে গেলে সামান্য উপকরণ নিয়ে আমার প্রথম প্রয়াস৷ আপনাদের ভালো লাগলেই সেই প্রয়াস সার্থক হয়৷

  • @sadhanamitra1187
    @sadhanamitra1187 4 ปีที่แล้ว

    Darun darun

  • @pradiptakumartalukdar2436
    @pradiptakumartalukdar2436 3 ปีที่แล้ว

    Darunn... Khub Iccha jaoar

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। ঘুরে আসুন, ভালো লাগবে।

  • @monirupadas1449
    @monirupadas1449 3 ปีที่แล้ว

    Darun. 👍👍

  • @jayantabandyopadhyay9133
    @jayantabandyopadhyay9133 3 ปีที่แล้ว +1

    Good

  • @nilasree6012
    @nilasree6012 3 ปีที่แล้ว

    Thank you🙏

  • @anupsarkar4157
    @anupsarkar4157 4 ปีที่แล้ว

    মা গঙ্গাদেবীর জয়

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      এপিসোড দেখার জন্য ধন্যবাদ।

  • @ananyapal3138
    @ananyapal3138 2 ปีที่แล้ว +1

    ভিডিওটির বিষয় বস্তুর উপস্থাপনা, পরিবেশনা শব্দ সংযোজনা অতি অপূর্ব । প্রসংশা না করে থাকা যায় না। সর্বপরি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটি হ'ল ভিডিওটি খুবই তথ্যবহুল । যদি কেউ ওই জায়গাগুলি ভ্রমণ করতে চায় তাকে এই ভিডিও খুবই সাহায্য করবে বলে আমি মনে করি । এমন একটি ভিডিও হাতে পাওয়ার জন্য আমি অমিতাভ বাবুর কাছে কৃতজ্ঞ ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। তবে এটা ইউটিউবে ভয়েসওভার দিয়ে আমার প্রথম কাজ। শব্দ সংযোজনা সহ ত্রুটি অনেক আছে। কিন্তু তথ্যে ত্রুটি নেই। তথ্যগুলো মানুষের হয়তো বা কাজে লাগতে পারে।

  • @sudhirmondal9066
    @sudhirmondal9066 4 ปีที่แล้ว

    Thanks

  • @rameshbiswas7855
    @rameshbiswas7855 3 ปีที่แล้ว

    Sattiii very useful information.

  • @shyamalghosh9910
    @shyamalghosh9910 4 หลายเดือนก่อน

    Joimaaganga

  • @sidhukhyapa2842
    @sidhukhyapa2842 2 ปีที่แล้ว +2

    অনবদ্য উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে এই তথ্য তুলে ধরার জন্য।

  • @swapnopaul
    @swapnopaul 4 ปีที่แล้ว

    বেশ ভালো গাইডেন্স

  • @anweshakundu712
    @anweshakundu712 3 ปีที่แล้ว +2

    Sotty Darun ekta video dekhlam. Eto information eto sundor vabe APNI bolechen r dekhiyechen ek kothai wonderful. Eto details e sob bolechen karor kono problem e Hobe na. Mone Hobe APNI Sathe kore sob jaigai niye jachhen. Thanks 🙏

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว

      ধন্যবাদ। এটি আমার একদম প্রথম দিকের প্রয়াস। কাজটি করার কোনো আগাম পরিকল্পনা ছিল না। সাউণ্ড সহ বেশ কিছু ত্রুটিবিচ্যুতি আছে। তবে তথ্যে ভুল নেই আশাকরি। আপনাদের কাজে লাগলে তবেই প্রচেষ্টা সার্থক হবে। চ্যানেলে আরও কিছু জায়গা নিয়ে ভিডিও আছে ও আসবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।

  • @ashokebose8390
    @ashokebose8390 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।

  • @amalendushee2551
    @amalendushee2551 3 ปีที่แล้ว

    খুবই তথ্য সমৃদ্ধ ভিডিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।

  • @puspaelectronics9942
    @puspaelectronics9942 4 ปีที่แล้ว

    Khub bhalo laglo

  • @hemalprodip8511
    @hemalprodip8511 4 ปีที่แล้ว

    দাদা বহু মানুষেরতা দেখেছি কিন্তুু আপনার মতো এতো সুন্দর করে কেউ বিবরন দিতে পারিনি। খরচ এর বিবরণ তো বলার কিছু নেই

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। এটি আমার প্রথম দিকের প্রয়াস। কিছু ত্রুটি হয়তো বা রয়ে গেছে, তবু্ও আপনার মত কিছু মানুষের ভালো লাগছে বা তথ্যগুলি কাজে লাগছে জেনে ভালো লাগছে। তবে খরচ কিন্তু কিছু বাড়িয়ে ধরবেন। এটি ২০১৭-১৮ সালের হিসেব। চ্যানেলে আরও কিছু জায়গা নিয়ে এপিসোড আপলোড করা আছে৷ আগ্রহ থাকলে দেখতে পারেন। তবে সবসময় খরচের হিসেব দিই না, কারণ বছরে বছরে বা সিজনভেদে তা পাল্টায়৷ এখানে প্রশ্ন করলে সে বিষয়ে তথ্য পাবেন।

    • @hemalprodip8511
      @hemalprodip8511 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 দাদা আমি বাংলাদেশ হতে।আমি গতো দেড় বছর ধরে চার ধাম যাএার ভিডিও গুলো দেখি যাবার ইচ্ছা ও এবার ছিল বাট করোনা থামিয়ে দিল।যেহেতু মেডিকেল পেশায় আছি সেহেতু সময়টা আমাদের সবার খারাপ যাচ্ছে। আর দাদা বিষয় টা হলো সময়ের সাথে সাথে সবকিছুই দাম বাড়ছে সেহেতু বাজেট সব সময় হীসাব করে হয়না।তারপর ও আপনার তথ্য গুলো যতেসটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবার জন্য। দাদা এখন আশা আপনার কাছে কেদারনাথ, বদরিনাথ, মানা গ্রাম, তুঙ্গনাথ এমন করে তথ্য বহুল ভিডিও দেখতে চাই।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      @@hemalprodip8511 পাবেন। প্রকৃতপক্ষে আমারও এবারই আবার কেদার-বদ্রী সহ উত্তরাখন্ডের বিভিন্ন জায়গা ভ্রমণ ও সেই সাথে প্রতিটি জায়গার তথ্য ও ফুটেজ সংগ্রহ করে এপিসোড বানানোর পরিকল্পনা ছিল, যা আগে এই ধরণের মাধ্যম না থাকায় পারিনি। কিন্তু করোনার কারণে এ বছর আপাততঃ সে পরিকল্পনা সম্ভবত বাতিল করতে হবে। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংগে থাকুন। ধন্যবাদ।

  • @rabinkumarmondal5992
    @rabinkumarmondal5992 3 ปีที่แล้ว

    Very nice guidance, god bless you.

  • @subirmazumder2409
    @subirmazumder2409 5 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো ৷

  • @sur.o.sangeet
    @sur.o.sangeet 3 ปีที่แล้ว

    Eto details describe korechen ..,mone hochhilo ami ghore nei ai jaygay tour korchi...,chokhe r aynay vese uthtechilo scene gulo...,.mone hochhe ar jabo keno ghora hoe gelo to....sotty darun description

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว

      ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চ্যানেলে আরো অনেক জায়গা নিয়ে কাজ আছে৷ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।

  • @ratannandy8886
    @ratannandy8886 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo ,please jomunotri gangotri kedar bodri ki kore h/dwar -rishikes hoite 9/10 days complite korbo janaben bus or tempoo traveller ,14 person ,konta valo hobe ,per head kato ? Janaben

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      আপনাকে তো আমি প্রোগ্রাম করে দিয়েছি। আবার বলছেন কেন! টেম্পো ট্র‍্যাভেলারের ভাড়া দিনপ্রতি ম্যাক্সিমাম ৬০০০ টাকা পড়বে।

  • @ashissengupta4439
    @ashissengupta4439 3 ปีที่แล้ว +1

    বাহ্‌ ... চমৎকার। দুটো পর্বই একসাথে দেখলাম। বেশ ভালো লাগলো। এগিয়ে যান দাদা ... অভিনন্দন আপনাকে ...

  • @c-major6979
    @c-major6979 4 ปีที่แล้ว

    Bhalo hoyecche....

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      ধন্যবাদ। পরবর্তীতে আরও বিভিন্ন জায়গা নিয়ে এপিসোড আপলোড করা হয়েছে। কাজেরও কিছু উন্নতি করার চেষ্টা করেছি ও করে চলেছি। আগ্রহ থাকলে চ্যানেল পেজে ঢুকে দেখতে পারেন।

    • @c-major6979
      @c-major6979 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 humm! Dekhbo O comment korbo

    • @c-major6979
      @c-major6979 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 অাচ্ছা একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না,,, অাপনি অাপনার ভিডিও কোন অ্যাপের সাহায্যে এডিট করেন??? ★অার অামি অাপনার ছোট ভাইয়ের মতো! অামাকে (অাপনি) বলবেন না!!!
      দয়া করে উত্তরটা দেবেন!!!!!!
      ভাবছি নতুন ইউটিউব চ্যানেল করবো!!!!

    • @c-major6979
      @c-major6979 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 অাপনার সবকটা ভিডিও অামার দেখা,,!

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      @@c-major6979 মোবাইলে কোনো অ্যাপ এর সাহায্যে এগুলি এডিট করা নয়। কম্পিউটারে আলাদা আলাদা বিভিন্ন সফটওয়্যার এর সাহায্যে সাউন্ড মিক্সিং, ভিডিও এডিটিং ইত্যাদি করা হয়। কাজটি অনেক ধৈর্য্যের ও সময় সাপেক্ষ। তবে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য কিছু অ্যাপ আছে৷ প্লে স্টোরে খুঁজলে তেমন কিছু অ্যাপ মিলতে পারে। Kinemaster তেমনই একটি অ্যাপ। তবে সেগুলি সম্পর্কে বিশেষ কিছু জানা নেই আমার। নতুন ইউটিউব চ্যানেল খোলার বিষয়ে আগাম শুভেচ্ছা রইল এগিয়ে যাওয়ার পথে।

  • @shyamalendudutta7004
    @shyamalendudutta7004 4 ปีที่แล้ว +2

    Thank you for your valuable information.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      তথ্যগুলি আপনাদের কাজে লাগলে তবেই আমার এই সামান্য প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব। ধন্যবাদ।

  • @sanjoybej7734
    @sanjoybej7734 4 ปีที่แล้ว

    Informative video. Thanks.

  • @T_Nath
    @T_Nath ปีที่แล้ว +1

    সাউন্ড-এ ভীষণ ইকো আসার কারণে মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়। তবুও আপনার উপস্থাপনার অসাধারণত্বের জন্য সাবস্ক্রাইব না করে পারলাম না।🙏🙏

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। এটা আমার ভয়েস ওভার দিয়ে প্রথম ভিডিও। অনেক আগের৷ সাউন্ডে একটা ভুল এফেক্ট দিয়ে ফেলেছিলাম। একটু কষ্ট করে হেডসেট লাগিয়ে শুনে নেবেন। এরপর এইসব ত্রুটি কাটিয়ে আস্তে২ উন্নতি করার চেষ্টা করছি৷ চ্যানেলে কেদারনাথ গাইড সহ অনেক ভিডিওই দিয়েছি। দিচ্ছি। অনুরোধ, সঙ্গে থাকুন। দেখতে থাকুন। 🥰🎈

  • @MuktaMone
    @MuktaMone 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর তথ্যসমৃদ্ধ ভিডিও তবে Sound আরো স্পষ্ট হলে আরো ভালো লাগতো! আমদের এবার October-এর শেষের দিকে এখানে যাওয়ার ইচ্ছা আছে! দেখাযাক নারায়ণের কি ইচ্ছা ...

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। সাউন্ডের ত্রুটির বিষয়টি জানি তাই কমেন্টে পিন করে জানিয়ে রেখেছি। পরবর্তীকালে আর এই ত্রুটি ঘটেনি কোনো ভিডিওতে। আশা করি আপনি কিছু কিছু প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। তবে এখন গেলে নাম নথিভুক্ত করে যেতে হবে। নিশ্চয়ই সে বিষয়ে অবহিত আছেন। ভালো করে ঘুরে আসুন এই কামনা করি। ভালো থাকবেন।

    • @MuktaMone
      @MuktaMone 3 ปีที่แล้ว +1

      @@amitavabhattacharjee06 Thanks a Lot and Best of Luck for your Channel

  • @jibankrishnasaha9303
    @jibankrishnasaha9303 4 ปีที่แล้ว

    দাদা,
    আপনার যমুনোত্রি গঙ্গোত্রী যাত্রার প্রথম ও দ্বিতীয় পর্ব খুব ভালো লেগেছে । এতো সহজ সরল ভাষায় সমস্ত তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।
    করোনা ঠিক হলে আমার যমুনোত্রি গঙ্গোত্রী যাওয়ার ইচ্ছা আছে, 2011 সালে আমি কেদার বদরী গিয়েছিলাম এবং সঠিক তথ্য না জনার জন্য অনেক অসুবিধা হয়েছিল ।
    অতিরিক্ত ঠান্ডাতে ব্যবহারের উপযোগী পোশাক কোথায় কিনতে পাওয়া যাবে জানালে উপকৃত হব । বর্তমানে আমার বয়স 58 বছর ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। আমার দেওয়া তথ্য আপনাদের মত ভ্রমণপিপাসু মানুষদের সাহায্য করলে তবেই এই ধরণের এপিসোড বানানো সার্থক হয়। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে কিছু কিছু নিয়ম কানুন মেনে যেতে হবে। সেটি জেনে নিয়ে তবেই যাত্রা করবেন। ঠান্ডার উপযুক্ত পোষাক আপনি হরিদ্বারেই পাবেন অনেক সস্তায়।

    • @surajitbhattacharya6876
      @surajitbhattacharya6876 4 ปีที่แล้ว

      Amio Yamunotri r Gangotri jete chai, Jiban krishno Saha r sathhe jogajog korte chhai, amra 3 jon.

    • @jibankrishnasaha9303
      @jibankrishnasaha9303 4 ปีที่แล้ว

      @@surajitbhattacharya6876
      Jiban Saha 9434003936
      Durgapur

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      @@jibankrishnasaha9303 আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে এই যে আপনারা নিজেরা ইউটিউব মাধ্যমটির দ্বারা যোগাযোগ করে যাত্রার উদ্যোগ করছেন এটাও একটি বড় পাওনা।

  • @subirmazumder2409
    @subirmazumder2409 3 ปีที่แล้ว

    নতুন ব্লগ পাচ্ছি না কেন??

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว +1

      করোনার কারণে বেড়ানো বিশেষ হয়ে উঠছে না। তাছাড়া পেশাগত কারণেও ছুটির অভাব ঘটে। তবে এর মধ্যে বেরিয়েছিলাম। আগেরও কিছু কনটেন্ট আছে। কাজ চলছে। এর মধ্যেই আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว +1

    হরিদ্বার থেকে বারকোড ঝটিকা সফর হয়ে গেল আমরা যারা কোনদিন যেতে পারবো না তাদের জন্য এটি ঠিক মন ভরলো না আর একটু যাটরা পথ দেখালে ভালো লাগতো

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      দাদা, এটা গাইড ভিডিও। স্বল্প পরিসরে অনেক কিছু বলতে হয়। আর আমি ২০১৭ তে ফোনে যখন এই ভিডিও তুলি তখন আমি ইউটিউব ভিডিও করব এরকম কোনো পরিকল্পনাই ছিল না। নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য ভিডিও তুলি। পরে তার কিছু২ ইউটিউবে আপলোড করি। আপনি আমার Haridwar to Mussoorie, Mussooroie to Barkot, Yamunotri yatra 2017 এই ধরনের অনেক আগের ভিডিওতে সেই পথ দেখতে পাবেন। যেটা দেখলেন সেটা আমার প্রথম ভয়েস ওভার দিয়ে কাজ। অনেক ত্রুটি আছে। এরপর ধীরে২ কাজ শিখে এখন সিরিয়াসলি ইউটিউব ভিডিও করছি। তার নিদর্শন আমার এখনকার ভিডিওতে পাবেন। সেগুলো দেখুন। ধন্যবাদ। 🙏

  • @sonalisen3698
    @sonalisen3698 3 ปีที่แล้ว +1

    Ei hisaab ta kon year er?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว

      ডেস্ক্রিপশন বক্স এ দেওয়া আছে। এটা ২০১৮ সালের হিসেব। এখন কিছু বাড়বে স্বাভাবিকভাবেই। এপিসোড দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।

  • @biswanathbhattacharyya7387
    @biswanathbhattacharyya7387 4 ปีที่แล้ว

    Ami dekhlam car jache purota ki car e kore jaoa jay aktu janaben pls

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      Gangotri te car jay purotai. Yamunotri te Jankichhatti abdhi jabe. 6 km trek kore uthte hobe. Valo kore video ta dekhe nin.

  • @sudhirmondal9066
    @sudhirmondal9066 4 ปีที่แล้ว

    Sound Ta Thik Nai

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      হ্যাঁ, এটা আমার প্রথম ভয়েস ওভার দেওয়ার প্রয়াস। মোবাইলের ইয়ারফোনে রেকর্ড করে এফেক্ট দিতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। ইয়ারফোনে শুনলে হয়তো খুব অসুবিধা হবে না বুঝতে। পরবর্তী ভিডিও গুলি মাইক্রোফোনে রেকর্ড করেছি। আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে উন্নতি করার চেষ্টা করে চলেছি। মতামত জানানোর জন্য ধন্যবাদ।

  • @subirmazumder2409
    @subirmazumder2409 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো দাদা ৷ সিমলা কুলু মানালি নিয়ে করুন প্রোগাম৷

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। হিমাচল প্রদেশের সিমলা, কল্পা, সাংলা, ছিটকুল, সারাহান এইসব জায়গা নিয়ে সম্প্রতি আলাদা আলাদা এপিসোড আপলোড করা হয়েছে। আগ্রহ থাকলে চ্যানেল পেজ এ ঢুকে দেখতে পারেন। মানালি নিয়ে পরবর্তীকালে এপিসোড করার ইচ্ছে রয়েছে। দেখতে থাকুন।

  • @paramitabiswas3906
    @paramitabiswas3906 4 ปีที่แล้ว

    dada apni kedar bodri nea plz video banan

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      কেদার বদ্রী ও অন্যান্য কিছু জায়গা নিয়ে তথ্যমূলক ভিডিও বানানোর জন্য এ বছরই কেদার বদ্রী আরও একবার যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান করোনা জনিত অবস্থায় সে পরিকল্পনা আপাতত বাতিল করতে হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই পাবেন। ধন্যবাদ।

  • @arpitabandyopadhyay396
    @arpitabandyopadhyay396 4 ปีที่แล้ว +1

    Apni kon travel agency theke gari niachilen

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      হরিদ্বারে অনেক ট্র‍্যাভেল এজেন্সি গাড়ী ভাড়া দেয়। কম বেশী সবার রেটই প্রায় সমান। আমি অম্বা ইন্টারন্যাশনাল ট্র‍্যাভেল থেকে নিয়েছিলাম। ফোন ০১৩৩৪২২৪৪৩২/০৯৪১২০৭১২৬৮

  • @subirmazumder2409
    @subirmazumder2409 4 ปีที่แล้ว

    গাড়ীর তেলের মূল্য কি আলাদা না ভাড়ার সঙ্গে ধরা?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      তেলের মূল্য আলাদা নয়৷ ভাড়ার সঙ্গে ধরা। পার্কিং ও ধরা। তবে প্রতিবছর একটু একটু করে ভাড়া বাড়ে। এটা ২০১৭ সালের ভাড়া। কিছু বাড়িয়ে বাজেট করবেন।

    • @subirmazumder2409
      @subirmazumder2409 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 উত্তরকাশী থেকে কোথায় কোথায় যাওয়া যায় ষদি দয়া করে বলেন?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      @@subirmazumder2409 উত্তরকাশী থেকে মূলত গঙ্গোত্রীর দিকে যাওয়ার পথে হরশিল বা ধারালি সুন্দর জায়গা। থাকতে পারেন। আর যদি কেদার বদ্রীর দিকে যেতে চান তবেও ওদিক থেকে ঘনশালিতে রাত্রিবাস করে কেদার এর পথে চলতে পারেন। আর যমুনোত্রীর কথা তো পরিকল্পনায় বলাই আছে। আপনার বরাদ্দ দিন অনুযায়ী রোড ম্যাপ ও দূরত্ব দেখে পরিকল্পনা করতে হবে। যাওয়া তো যায় অনেক জায়গাতেই।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      আর উত্তরকাশী থেকে আছে বেশ কিছু ট্রেকিং রুট। গাড়ী যায় না।

  • @Tushartravelsvlog
    @Tushartravelsvlog 2 ปีที่แล้ว +1

    দাদা আপনি আপনার ফোন নাম্বার টা দিবেন

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      এখানে ফোন নম্বর দেওয়া সম্ভব নয়। আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে করুন। সাধ্যমতো উত্তর দেওয়ার ও সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।

  • @Tushartravelsvlog
    @Tushartravelsvlog 2 ปีที่แล้ว +1

    দাদা আপনি আপনার ফোন নাম্বার টা দিবেন নমস্কার

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 ปีที่แล้ว

      যদি কোনো প্রশ্ন থাকে তবে এখানেই জানাতে পারেন। আমার জানা থাকলে উত্তর নিশ্চয়ই দেব।

  • @arijitsarkar8781
    @arijitsarkar8781 4 ปีที่แล้ว

    নভেম্বর, ডিসেম্বর মাসে কি বন্ধ থাকে?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      কেদার বদ্রী যমুনোত্রী গঙ্গোত্রী এই চারধাম অক্ষয় তৃতীয়ার সময় খোলে, দীপাবলিতে বন্ধ হয়। এরপর ওইসব জায়গা তুষারে ঢেকে যায়। তখন ওইসব দেবী দেবতার পুজো কিছু নীচে বিভিন্ন মঠ বা মন্দিরে হয়। তাই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যে বছর দীপাবলি থাকবে সে বছর সে সময় দীপাবলি পর্যন্ত মন্দির খোলা পাবেন। ডিসেম্বরে মন্দির বন্ধ থাকে। যাওয়া যায় না।

    • @arijitsarkar8781
      @arijitsarkar8781 4 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 ধন্যবাদ

  • @কাছেওদূরেরভ্রমণ
    @কাছেওদূরেরভ্রমণ 4 ปีที่แล้ว

    Dada ph number ta paya jaba

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      কোনো কিছু জানার থাকলে এখানে জানান। আমার জানা থাকলে উত্তর অবশ্যই পাবেন। ধন্যবাদ।

    • @lobkayal4802
      @lobkayal4802 3 ปีที่แล้ว +1

      Dada phone number deben,dila khub dorkar.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  3 ปีที่แล้ว

      আমার দুই পর্বের এপিসোড ভালোভাবে দেখুন। যাওয়ার পরিকল্পনা থাকলে তার জন্য যথাসম্ভব তথ্য পেয়ে যাবেন। এর পরও যদি কোনো বিষয়ে জানার থাকে এখানে জানান। তার জন্যই এই প্ল্যাটফর্ম। আমার জানা থাকলে অবশ্যই উত্তর পাবেন।

  • @prabirkumarroy8098
    @prabirkumarroy8098 3 ปีที่แล้ว +1

    Very nice guidance. God bless you. I shall be highly helpful, if provide your mobile no for future guidance. Again pray to God for blessing.

  • @ramenhalder1522
    @ramenhalder1522 4 ปีที่แล้ว

    Jowyar janya kharoch kato

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว

      সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই পর্বে হিসেব কষে দেখানো আছে। এটি ২০১৮ সালের হিসেব। এখন কিছু বাড়বে।

  • @arnabray7234
    @arnabray7234 2 ปีที่แล้ว

    গঙ্গোত্রী থেকে গোমুখ কিভাবে যাওয়া যাবে

  • @gdgoswami07
    @gdgoswami07 4 ปีที่แล้ว

    Dada video duto khub bhalo hoyeche. Tabe ektu accomodation details thakle r o bhalo hoto ..jamon kothay kon kon Dharmashala ba Hotel ba GMVN e thakar babostha with contact No. R kichu reasonable car rental er contact No. Over all very good.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। ওই ধরনের তথ্যগুলি নেট এই পাওয়া যায় সাধারণত। হোটেল প্রায় সব জায়গাতেই কম বেশী আছে। মে জুন মাস বাদে গেলে আগে থেকে বুক না করলেও চলে। GMVN ও আছে যমুনোত্রীর কাছে ফুলচটিতে, উত্তরকাশীতে, গঙ্গোত্রীতে। আর কালীকমলি ধরমশালাও পাবেন এই সব জায়গায়৷ কালীকমলির কলকাতা অফিসের ফোন নং ০৩৩৩২০০৬৭০১/০৩৩২২৩১৮১৮১
      এছাড়া গাড়ীর বিষয়ে আমার জানা প্রতিষ্ঠান হরিদ্বারের অম্বা ইন্টারন্যাশনাল ট্রাভেলস। ফোন ০১৩৩৪২২৪৪৩২/০৯৪১২০৭১২৬৮
      এখানে প্রশ্ন রাখার অবকাশ রয়েছে বলে মূল ভিডিও তে এগুলি দেওয়া হয় না। তাছাড়া তাতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়ে যাওয়ারও অবকাশ থাকে। আশা করি প্রয়োজনীয় সামান্য কিছু তথ্য দিতে পারলাম। আরো কিছু জানার থাকলে এখানে প্রশ্ন রাখতে পারেন।

    • @gdgoswami07
      @gdgoswami07 4 ปีที่แล้ว +1

      @@amitavabhattacharjee06 Apnake asankha dhanyabad. Very very good information and your dedicated guidence. Thanks a lot.

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 ปีที่แล้ว +1

      @@gdgoswami07 আমার দেওয়া সামান্য কিছু তথ্য আপনার কাজে লাগতে পেরে জেনে ভালো লাগছে। এই ভিডিওটি আমার প্রথম দিকের প্রয়াস ছিল। শব্দ সংযোজনেও কিছু ত্রুটি ছিল। পরবর্তীতে হরিদ্বার ও হিমাচল প্রদেশের সিমলা সহ কিছু জায়গার আলাদা আলাদা এপিসোড আপলোড করা হয়েছে। আগ্রহ থাকলে চ্যানেল পেজে ঢুকে দেখতে পারেন।

    • @gdgoswami07
      @gdgoswami07 4 ปีที่แล้ว +1

      @@amitavabhattacharjee06 Yes dada. Ami apnar other video episode gulo khonj korchilam....apnar eai information gulo amar khub khub kaje lagbe. Apnar eai sunder prochesta ke asankha dhannyabad. Ta chara apnar eai YAMUNOTRI GANGOTRI YATRA GUIDE asadharan hoyeche. Tabe onek jaygay still photography babohar kara hoyeche...amar monehoy segulo videography hole bodhhoy r o interesting hoto. Jaihog overall very good presentation. THANKS A LOT.