রাজা বল্লাল সেনের প্রাসাদের সন্ধানে || Ballal Bati, Gour, Malda.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ส.ค. 2022
  • ইতিহাসের ছোঁয়া মালদহ তথা গৌড়ের পরতে পরতে। সেদিন ফিরোজ মিনার দেখে আমরা রওনা দিলাম সেন বংশের রাজা বল্লাল সেনের প্রাসাদ দেখতে যা বল্লাল বাটী নামে পরিচিত। হঠাতই সামনে এসে গেলো প্রকান্ড এক পাঁচিল। অবাক বিস্ময়ে তাকিইয়ে দেখতে থাকলাম। গৌড়ের ইতিহাসের একটি বই থেকে জানতে পারলাম, বাইশগজী প্রাচীর হিসেবে পরিচিত এই প্রাচীরের উচ্চতা বিয়াল্লিশ ফুট মাত্র। ইটের তৈরী এই প্রাচীরটী নীচের দিকে পনর ফুট মোটা, উপরের দিকে ৮ ফুট ১০ ইঞ্চি মাত্র। জানা যায় এই প্রাচীরের অভ্যন্তরেই ছিল প্রাচীণ গৌড়ের রাজপ্রাসাদ। তখন এই এলাকা চারটী ভাগে বিভক্ত ছিল। উত্তরভাগ আবার ছোট ছোট অংশে বিভক্ত ছিল। ইতিহাস বলে বাইশগজী প্রাচীর ১৪৬০ সুলতান বারবক শাহর সময়ে নির্ম্মিত হয়েছিল। বিরাট এই প্রাচীর দেখে সত্যিই খুব অবাক হয়ে গিয়েছিলাম। বাইশগজী প্রাচীর পার করে অবশেষে আমরা এসে পৌছালাম আমাদের বহু প্রতিক্ষিত রাজা বল্লাল সেনের সেই বাড়ি বা ধ্বংস স্তুপের সামনে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটি বোর্ডে লেখা ‘বল্লালবাটি’। শোনা যায় পুরাতত্ববিদ বিমল বন্দোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন এই বল্লালবাটি। যদিও এটা বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন আর সুলতান বারবক শাহ এটা সংস্করণ করেন বা প্রথম থেকে আবার করে তৈরি করেন। একসময় খুব কাছ দিয়েই বয়ে যেত গঙ্গা। বাইশগজী এই বিশাল পাঁচিল দিয়ে ঘেরা প্রাচীরের ভিতরে ছিল বাগান, পুকুর। প্রাসাদটি গোল ইঁটের স্তম্ভের উপর ছিল। অনেকের মতে স্তম্ভের মাঝে যে বড়ো ফুটো, তার মধ্যে বসানো ছিল শাল কাঠের গুঁড়ি। তার উপর নির্মিত ছিল প্রাসাদ। বল্লাল্ বাটী দেখে আমরা আমবাগানের ভিতর দিয়ে এগিয়ে গেলাম আরেকটি স্থানে।জায়গাটি জাহাজঘাটা নামে পরিচিত। একসময় গৌড় ছিল একটি বন্দর নগড়ী আর এই এলাকাটী সম্ভবত ছিল অভ্যন্তরীণ বন্দরেরই একটি অংশ। বন্দরের কাছে খাল বিল থাকলেও নদীর দেখা নেই । সময়ের সাথে সাথে নদীও তার গতিপথ পরিবর্তন করে একটূ একটু করে সরে গেছে অনেক দূরে। আঠারো শতকের শেষের দিকে নদীটি গৌড়ের পশ্চিম দিকে প্রায় দশ মাইল সরে যায়। সম্ভবত নদী পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রাজা মানসিংহ নদীর পূর্ব তীরে অবস্থিত রাজমহলে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
    বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
    ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
    WhatsApp করুন ৮২৫০০৫৯৪৩৩ এই নম্বরে।
    #বল্লাল_বাটি#ballal_bati_gour#gour_travel_guide#জাহাজঘাটা#বাইশগজী প্রাচীর
    Music used in this video:
    Ibn Al-Noor by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla

ความคิดเห็น • 149

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 ปีที่แล้ว +11

    সেই ছোট বেলায় পড়েছিলাম বল্লাল সেন কে নিয়ে ।আজ কয়েক যুগ পরে মানস দাদার কল্যাণে স্বচোক্ষে দেখলাম। “ঝোপ সরালেই ইতিহাস ইতিহাস সরালেই ঝোপ”

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 ปีที่แล้ว +3

    ছাত্রজীবনে পাঠ্যবইয়ের পাতায় পড়া তথ্যগুলো মূর্ত হয়ে উঠলো আজ-- মানস বাংলার জাদুকাঠিতে। পাথরের গায়ে খোদাই করা অলংকরণ দেখে স্তম্ভিত হলাম। বিস্তৃত ধ্বংসাবশেষও অদ্ভুত এক আবেগ জাগালো। সবকিছুর জন্য মানসের কাছে ঋণী থাকবো
    হে মৌন ইতিহাস, তোমাকে প্রণাম। 🙏

  • @shipondewan5814
    @shipondewan5814 ปีที่แล้ว +13

    মানুষের তৈরি বাড়ি গুলো আছে। কিন্তু মানুষ গুলো নেই। তারা হয়তো জানতোও না এগুলো ইতিহাস হয়ে থাকবে। মানষ দা ধন্যবাদ আপনাকে। ( বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা)

  • @tahanrajuebu2537
    @tahanrajuebu2537 ปีที่แล้ว +6

    দাদা, আমার শুভেচ্ছা নিবেন🧡
    আমি বাংলাদেশী, বর্তমানে সৌদি আছি। দাদা, আমার ইতিহাস ঐতিহ্য আমার খুবই প্রিয়। বলা যায় রক্তের সাথে মিশে আছে।
    বাংলাদেশে নানান ঐতিহ্যবাহী জায়াগায় ঘুরে দিন কাটাতাম। আর ইচ্ছে হতো ভারতের ইতিহাস গুলো নিজ হাতে ছুঁতে। প্রবাসী হয়ে যাওয়ায় আপনার ভ্লগের মাধ্যমে আমার আশা পূরন হচ্ছে।
    দোয়া করবেন দাদা🧡
    আল্লাহ আপনাকে সুস্থ, সবল, জ্ঞানী করে রাখুন, আমীন

  • @sanatdas639
    @sanatdas639 ปีที่แล้ว +20

    শক্তিশালী পুরোনো বাংলার ঐতিহ্যকে দেখে গর্ব যেমন হয় তেমনই দুঃখে বুক ভরে যায়। কালস্রোতে চলে ভাঙ্গা গড়ার খেলা। আজ গঙ্গার স্রোতের মতো সৌভাগ্যদেবী সরে গেছেন বহু দূরে। আজ আমরা নিঃস্ব রিক্ত ও সংকীর্ণ হতে হতে প্রায় বিলুপ্তির দোরগোড়ায়।

  • @kaziharun133
    @kaziharun133 ปีที่แล้ว +5

    আমি অভিভুত।মুর্শিদাবাদের পাশাপাশি মালদাতে ও যে এত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রহিয়াছে তা আপনার ভিডিও না দেখলে বিশ্বাস হতো।সেই কবে পাঠ্য পুস্তকে এই ইতিহাসই পড়ানো হতো।কিন্ত আত্বস্হ করতে সক্ষম হতাম না।মানস বাংলাকে আন্তরিক ধন্যবাদ।

  • @somakanjilal7057
    @somakanjilal7057 ปีที่แล้ว +9

    নিজেদের ঐতিহ্য সমন্ধে অবগত হয়ে সমৃদ্ধ ও শিহরিত হলাম ♥️

  • @Muhammad51931
    @Muhammad51931 ปีที่แล้ว +13

    মালদা ও মুর্শিদাবাদ জেলায় অনেক ঐতিহাসিক স্থান আছে !দুঃখের কথা আমাদের দেশের সরকার এগুলো সংরক্ষণ করে না!😭😭😭

    • @ArunSingh-ry2pt
      @ArunSingh-ry2pt ปีที่แล้ว +4

      সব ধ্বংসাবশেষ ।

  • @susantabhattacharjee2739
    @susantabhattacharjee2739 ปีที่แล้ว +4

    মানষবাবু আপনাকে অনেক ধন্যবাদ । আপনার জন্যই বাংলার অনেক ঐতিহাসিক স্থান দেখতে পারছি এবং জানতে পারছি ।

  • @user-wm6jh6jc3x
    @user-wm6jh6jc3x ปีที่แล้ว +4

    আমি মালদা জেলার রতুয়া ১ ব্লক থেকে দেখছি ... অনেক অনেক ধন্যবাদ... 🙏🙏❤❤

  • @somaskitchenvlog5002
    @somaskitchenvlog5002 ปีที่แล้ว +6

    ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে। Nice 👍🙏

  • @SOTOTA66
    @SOTOTA66 ปีที่แล้ว +4

    পাঠ্য বইয়ে তে পড়ে ছিলাম, আজ আপনার কল্যাণে স্বচক্ষে দেখলাম । দারুণ লাগলো !

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 ปีที่แล้ว +4

    খুব সুন্দর দেখলাম বল্লাল বাটী ও ২২ গজি প্রাচীর। সত্যিই কতো ইতিহাস রয়ে গেছে মাটির নীচে! ভাবা যায় না। সুন্দর উপস্থাপনা।

  • @sjexploreryt8701
    @sjexploreryt8701 ปีที่แล้ว +5

    আঙ্কেল আমাদের বাংলাদেশে ও বল্লাল সেন রাজার প্রাসাদ আছে ১ বার এসে ঘুরে যাবেন

  • @rainbowcolor840
    @rainbowcolor840 8 หลายเดือนก่อน +2

    0:45 অভিভূত হলাম। ইতিহাসে হাটি আপনার ভিডিও গুলো দেখে দেখে। ❤

  • @skaftabalam8428
    @skaftabalam8428 ปีที่แล้ว +2

    Video ta deklam..darun hoeche.. itihaas er khoje , Banglar itihaas khuje anar jonno apnake dhonnobad.

  • @souvikdas2196
    @souvikdas2196 ปีที่แล้ว +4

    অসাধারণ উপস্থাপনা

  • @debmalyasen9785
    @debmalyasen9785 8 หลายเดือนก่อน +1

    গৌড় থেকে আমিও এই কিছুদিন আগে ঘুরে এলাম। কিন্তু কিছু কিছু জিনিস সত্যিই আমাকে হতাশ করেছে। রাস্তায় কোনো আলো নেই। দিক নির্দেশ নেই কোথাও, শুধু যেখানে সব এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেখানে একটা বোর্ড টানানো আছে। এগুলোর দিক এ একটু নজর দিলে আরো লোকজন আসবে বাংলার এই পুরনো ঐতিহ্য কে জানতে, আমার মনে হয়।

  • @ghoshal1953
    @ghoshal1953 ปีที่แล้ว +2

    মানস বাবু আপনার কল্যানে অনেক কিছু জানতে পারি।দেখতে দেখতে মনে হয় ওই সময়ে পৌঁছে যাই।আপনার বলাও (ভাষ্য) অসাধারণ। আমি অভিভূত।🙏🌹

  • @sumandas8155
    @sumandas8155 ปีที่แล้ว +4

    Manas sir Malda series tar jonno onek onke dhonnobad, apurbo apnar biboron, bohu somoy katiachi Malda te....Adina, Loton Masjid er Asay thaklam, apni Sushto thakben.

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      আসবে এক এক করে।

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว +2

    Khub bhalo laglo Manas tomar sathe banglar itihaske jene ..anek dhonnobad tomake bhalo theko anonde theko

  • @jkalamin8227
    @jkalamin8227 ปีที่แล้ว +2

    দাদা অামি বাংলাদেশ থেকে বলছি। অাপনার বাংলা ইতিহাস তুলে ধরার জন্য অাপনাকে ধন্যবাদ।

  • @krishibidkiron8709
    @krishibidkiron8709 ปีที่แล้ว +1

    আলহামদুল্লিলাহ অনেক ভালো ভিডিও

  • @redoanahmed9089
    @redoanahmed9089 ปีที่แล้ว +2

    অসাধারণ দাদা
    এরকম ভিডিও আর চাই😍😍😍

  • @amiractivevlog.9655
    @amiractivevlog.9655 ปีที่แล้ว +2

    দাদা ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে

  • @newtravel7847
    @newtravel7847 ปีที่แล้ว +3

    অসাধারণ, দারুণ লাগল প্রাচীন বাংলার ঐতির্য্য

  • @arnabsarmasarkar
    @arnabsarmasarkar ปีที่แล้ว +2

    Mon chuye gelo... osadharon,ami ei muhurte Gaur er upore research korchi ,infact amar bari maldai ....tmr video jno amai aro inspire korlo aro egiye jete ,thanks a lot , thank u so so much....

  • @user-lj2tz5fp8h
    @user-lj2tz5fp8h หลายเดือนก่อน +1

    Khub valo laglo natun kore janlam history te kichui paini, thanks u lot.

  • @ziaur565
    @ziaur565 ปีที่แล้ว +3

    A good effort by you to present historical sites of Bengal. Enjoyed your video, thanks.

  • @shibanitarapdar6845
    @shibanitarapdar6845 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর খুবই ভালো লেগেছে
    ছোট্ট বেলায় ভারতের ইতিহাসে পড়ে ছিলাম আজ দেখতে পেলাম কতটা ভালো যে লাগলো কিবলে বুঝাব ধন্যবাদ মানসবাবু আপনার মন্তব্য গুলো খুবই সুন্দর আরো দেখতে চাই

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 ปีที่แล้ว +3

    ধন্যবাদ।
    ইতিহাসের ফেরিওয়ালা মানস দা।

  • @sajibullahfakir1642
    @sajibullahfakir1642 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো মানসদা! বাংলাদেশ থেকে।

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 ปีที่แล้ว +1

    osadharan.....manas da r video gulo itihaas e firie nie jay......

  • @u.k.tschool8227
    @u.k.tschool8227 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে।।

  • @pinkpearl2023
    @pinkpearl2023 ปีที่แล้ว +2

    আমার প্রিয় মানস বাংলা,💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 আমি সব সময় এই চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করি

  • @kaustavsinghabapon8731
    @kaustavsinghabapon8731 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও মাধ্যমে মালদার অনেক অজানা ইতিহাস জানতে পারলাম।।

  • @shubhomoyroy1533
    @shubhomoyroy1533 ปีที่แล้ว +3

    অসাধারন

  • @shafiqurrahman5188
    @shafiqurrahman5188 ปีที่แล้ว +1

    আপনার কারণেই পূরণ ইতিহাস গুলো দেখতে পাচ্ছি,
    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @sankarroy8377
    @sankarroy8377 ปีที่แล้ว +1

    Asadharan
    Anek ajana tathya
    Thank you 🙏

  • @susilendubhattacharya5705
    @susilendubhattacharya5705 ปีที่แล้ว +1

    অপূর্ব, খুব ভাল লাগল ।

  • @arabindapal322
    @arabindapal322 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ দাদাভাই,আপনার সৌজন্যে পুরানো দিনের ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগছে,তার সাথে এই ভিডিওটির মিউজিকটি অসাধারণ বললেও কম বলা হবে।সুস্থ থাকুন ও ভালো থাকুন।

  • @rakinsifullah6868
    @rakinsifullah6868 ปีที่แล้ว +2

    আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ❤️

  • @subashmarktripura5679
    @subashmarktripura5679 ปีที่แล้ว +3

    সংস্কারে পুরোনো ইতিহাস মুছে যাই।
    ঢালাই পেটাই শুরু হলেতো আর কথায় নাই।
    ঐতিহ‍্যের ছিঁটে ফোটাও থাকবেনা।

  • @MdRiyaz11052
    @MdRiyaz11052 ปีที่แล้ว +3

    অসাধারণ উপস্থাপন..
    ধন্যবাদ দাদা..
    ভাল থাকুন সুস্থ থাকুন..

  • @sushobbies
    @sushobbies ปีที่แล้ว +2

    Lk diye dekha suru korlam, Asadharon sharing

  • @mahitoshbhattacharya2804
    @mahitoshbhattacharya2804 ปีที่แล้ว +1

    খুবই ভাল লাগল। ধন্যবাদ।

  • @amitghosh5030
    @amitghosh5030 ปีที่แล้ว +1

    দেখে খুব ভালো লাগলো।

  • @dipanyita3889
    @dipanyita3889 ปีที่แล้ว +1

    অসাধারণ ভাবে সবকিছু তুলে ধরলেন মানস দা ।আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @mominshah455
    @mominshah455 ปีที่แล้ว +3

    Khub sundor

  • @inzivai1682
    @inzivai1682 ปีที่แล้ว +3

    খুব সুন্দর দাদা

  • @sampa.jsnajans3230
    @sampa.jsnajans3230 ปีที่แล้ว +1

    Asadharon apurba sundar ek video, mann chole sei jaygay..

  • @mdsaddamhossain3498
    @mdsaddamhossain3498 ปีที่แล้ว +1

    Very good post Dada.

  • @subalchandrahalder5988
    @subalchandrahalder5988 ปีที่แล้ว +2

    ভালো লাগলো

  • @sutapasgoodlife3780
    @sutapasgoodlife3780 ปีที่แล้ว +1

    Mone halo jeno sei somoyer srote ami o vese cholechi...👍👍

  • @samarchakraborty2511
    @samarchakraborty2511 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগলো মানস বাবু ।অনেক কিছু জানতে পারলাম আপনার দৌলতে। ভালো থাকবেন সবসময় ।

  • @bipulkarmakar6114
    @bipulkarmakar6114 ปีที่แล้ว +2

    মিউজিক টা ভালো লাগলো,💗💗💗

  • @bharatdarshan5591
    @bharatdarshan5591 ปีที่แล้ว +1

    Absolutely mesmerizing!

  • @rajmabanerjee9810
    @rajmabanerjee9810 ปีที่แล้ว +2

    দারুন।
    দাদা হীরাঝিল এর ব্যাপারে কতদূর এগোলো জানতে চাই। আর একটি ভিডিও পেলে ভালো লাগবে।

  • @shankardebroy3775
    @shankardebroy3775 ปีที่แล้ว +1

    What archeological department has done to preserve and protect the beautiful sculptures , castles built during medieval period of Bengal's sultanat? All cultural people of Bengal must take care of our great heritage and historical elements.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว +1

    asadharon prakritik soundarjyo, durdanto sob sthapotyo kirti, sundar dighi

  • @explorerpartha5831
    @explorerpartha5831 ปีที่แล้ว +2

    খুব সুন্দর উপস্থাপনা।

  • @anisrahman5059
    @anisrahman5059 10 หลายเดือนก่อน

    চমৎকার ঐতিহাসিক বর্ননা

  • @niladribhattacharjee1582
    @niladribhattacharjee1582 ปีที่แล้ว +1

    Osadaharon excellent Dadavai

  • @user-tv4he6zo9c
    @user-tv4he6zo9c 3 หลายเดือนก่อน

    অসাধারণ ❤ খুব সুন্দর 👌

  • @dipankardas9356
    @dipankardas9356 ปีที่แล้ว +1

    Dada khub sundor.
    Apnar video gulo thaka
    Onake kechu janta pare .

  • @carmelitaratna1520
    @carmelitaratna1520 ปีที่แล้ว +2

    Wonderful program it's a gray memory. Mir Jaffor who is main Devil to destroy Bangla's great history. My question is why Mir Jaffor and his family graveyard take care properly ? Why Nabob Sirajdulla and his family graveyard is not properly take care ?
    So Mir Jaffor ra still live in our society ??? How shame it is !!
    From USA

  • @sagnikkirtania2784
    @sagnikkirtania2784 ปีที่แล้ว +1

    Aasadharan.Banglar aitijhya aaharane apni atulaniya.

  • @prasantapathak7724
    @prasantapathak7724 3 หลายเดือนก่อน +1

    Bhalo laglo. Patnotatwik khoj khabor bandho holo kano? Banglar ei gourab ke aaro lok samakkhe aana uchit. Khushi hotam jodi vdor sange Ballal Sener rajatter katha kichhu bolten.

  • @mdimranhossain8717
    @mdimranhossain8717 ปีที่แล้ว +2

    দারুণ লাগলো দাদা তবে ভিডিও টা আরো বড় হলে বেশি ভালো লাগতো।
    ব্যকগ্রাউন্ড মিউজিক টা অসাধারণ।

  • @Ovishek1997
    @Ovishek1997 ปีที่แล้ว

    অপূর্ব লাগলো

  • @Sanatan50028
    @Sanatan50028 ปีที่แล้ว +1

    মানস দা, উত্তর ২৪ পরগনার মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুঠির দেখান না, আমি খুব কৌতুহলী সেই কাটা সাহেবের কুঠির টি দেখার জন্য, please

  • @swapnenduguha7984
    @swapnenduguha7984 ปีที่แล้ว +1

    Khub sundor presentation

  • @shantanudash8560
    @shantanudash8560 ปีที่แล้ว

    MALDA IS REALLY BEAUTIFUL. Fantastic video as usual.

  • @tanimul.h.nahian9036
    @tanimul.h.nahian9036 ปีที่แล้ว +1

    সমৃদ্ধ হলাম।ধন্যবাদ।

  • @gobindabuduk4984
    @gobindabuduk4984 ปีที่แล้ว +1

    Sotti osadharon lagloo video ta dhonno bad sar aapnake

  • @swapnonil97
    @swapnonil97 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।

  • @sabirkazi2657
    @sabirkazi2657 ปีที่แล้ว +1

    খুব সুন্দর অসাধারণ

  • @theamitavadewan
    @theamitavadewan ปีที่แล้ว +1

    Lovely vdo 😀😍💖👍🇮🇳👌

  • @dibakarjimmy6039
    @dibakarjimmy6039 ปีที่แล้ว +1

    দাদা তোমার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়।

    • @AdwitiyaInd
      @AdwitiyaInd ปีที่แล้ว

      সত্যি মানস দা।। অসাধারণ কিছু পুরনো ঐতিহ্য দর্শন

  • @mohidulislam1110
    @mohidulislam1110 ปีที่แล้ว +4

    আচ্ছা দাদা দীর্ঘ দিন পর উপস্থাপনা করলেন। কিন্তু সমর্পিতা কে কোনো ভিডিও নেই কেনো?

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      সময় হলে আবার দেখতে পাবেন।

  • @golammusakarikaudri3451
    @golammusakarikaudri3451 ปีที่แล้ว

    Valo laglo,,,manus,,da,,,,apnake,,,Thank

  • @FARHAD_KHAN.
    @FARHAD_KHAN. ปีที่แล้ว +1

    Aro druto jodi video gulo upload korte parten,khub opekhay thaki video gulor jonno ... ❤❤❤

  • @mehedisazib
    @mehedisazib ปีที่แล้ว +1

    ভাল ছিলো। 👍

  • @apurbasen2092
    @apurbasen2092 ปีที่แล้ว

    Eta amader bonser prasad. Ami ballal Sen er bansodhar. Vison valo luglo video ta tule dharer jarno.

  • @anup1429
    @anup1429 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি পোস্ট।

  • @arundhutibanerjee3946
    @arundhutibanerjee3946 ปีที่แล้ว +1

    Asadharan dada.Apnaake salute.Eibhabe History porano hoy naa bolei manush interest paay na.Noile History er moton interesting subject r nei

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে।

  • @dibyendu2roy404
    @dibyendu2roy404 ปีที่แล้ว +1

    Awesome. 🇮🇳👌👍🙏

  • @mansurali4358
    @mansurali4358 ปีที่แล้ว

    Very NICE.

  • @biswajitgoswami5096
    @biswajitgoswami5096 ปีที่แล้ว +2

    আবাৱ একটি অসাধাৱন উপহাৱ পেলাম যা মানস বাবু আমাদেৱ দিতে পাৱেন এই জায়গাগুলো সঠিক ভাবে tourist spot কৱলে সৱকাৱ local public উভয়েৱই উপকাৱ হতো কিনতু কে সে কাজ কৱবে

  • @souvikbhattacharya7158
    @souvikbhattacharya7158 3 หลายเดือนก่อน +1

    হুমম....ভালই

  • @soumendutta8175
    @soumendutta8175 ปีที่แล้ว +2

    Thank you

  • @sunitimandal1922
    @sunitimandal1922 8 หลายเดือนก่อน +1

    মানস বাবু আপনার ভিডিও খুব ভালো কিন্তু ইতিহাস তো তাই কস্ট দেয়। দেশ কত উন্নত ছিল সেটা পাথরের কাজ দেখে বোঝা যায়। আপনি না থাকলে জানতে পারতাম না । ভালো থাকবেন শুভ বিজয়া।

  • @shafiqurrahman5188
    @shafiqurrahman5188 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️

  • @alldigital9005
    @alldigital9005 ปีที่แล้ว +1

    I am fan of this Bangla.... Manas Bangla ...

  • @bimanmondal4627
    @bimanmondal4627 ปีที่แล้ว

    Thank you, Biman Mandal famous script writer/palacar/ Dramatist

  • @huulhaalluthador4004
    @huulhaalluthador4004 ปีที่แล้ว +1

    Very nice 👍🙂

  • @skaftabalam8428
    @skaftabalam8428 ปีที่แล้ว +1

    Kamon ache Dada, apnar video onek bhalo lage.. chalea jaan. Jiaganj er Jogen kakar sathe dakha hoi ki? Apnar sathe konodin dakha hobe Asa kori..

  • @shaistahussin9696
    @shaistahussin9696 ปีที่แล้ว +1

    রাজা লক্ষন সেন যখন জনাব ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি আক্রমণে পালিয়ে পূর্ব বঙ্গ চলে আসেন। তবে পূর্ব বঙ্গে কোথায় আসেন এবং কোন জাগায় বসবাস করেন তাহা ইতিহাসে জানতে পারিনাই। এব্যপারে যদি একটি ভিডিও যদি দিতেন দাদা তবে জানতে পারতাম। আপনার ঘবেষনা মূলক ভিডিও জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว +1

      রাজা লক্ষণ সেন পূর্ব বঙ্গের মুন্সিগঞ্জের বিক্রমপুরে চলে যান। বিস্তারিত ভিডিও পরে আনার চেষ্টা করবো।

  • @JashimUddin-yx9bu
    @JashimUddin-yx9bu ปีที่แล้ว +3

    Thanks

  • @mdjohiruddin2144
    @mdjohiruddin2144 ปีที่แล้ว +1

    Goto December mase dekhe alam